Tuesday, February 24, 2009

দেশ তো ভালই চালাইতেছে আওয়ামী লীগ

দেশ তো ভালই চালাইতেছে আওয়ামী লীগ
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪

বাসে সহযাত্রীর সঙ্গে কথা বলার সৌভাগ্য হইলো সেদিন। আরে ঠারে বুঝলাম তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর দিন বদলের সৈনিক ওরফে ‌'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা' প্রতিষ্ঠা করতে চান।
আমি কইলাম, দেশ তো ভালই চালাইতেছে আওয়ামী লীগ।
উনি একটু আগ্রহ নিয়া আমার দিকে তাকাইলেন, আমি কথাটা শেষ করি এইটা উনি এখন মনে প্রাণে চান বুঝতে পাইরা আমি কইলাম।
১. কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। বিরোধী দলকে ডিপুটি স্পিকারের পদ দেয়া হয়েছে। দুই বছরের জরুরি অবস্থা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিকরা ইতিবাচক রাজনীতি শুরু করেছেন। এই বিষয়ে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা নিছে।
২. আওয়ামী সরকার মানেই ভারতের কাছে নতজানু হয়ে থাকবে এইটা এইবার ভুল প্রমাণিত হইতে যাইতেছে।
৩. যুক্তরাষ্ট্রসহ বিদেশী শক্তি চাপে সরকার কিছু করতেছে না। কারণ এরা জনগণের বিপুল ভোটে নির্বাচিত হইছে। জনগণ ছাড়া কাউরে কেয়ার করতেছে না।
৪. শিক্ষাঙ্গন শান্ত। হল দখল, সিট দখল নাই। গোলাগুলি চলতেছে না।
ছাত্ররা ক্লাশ করতেছে। ছাত্রলীগের ছেলেরা চাঁদাবাজি ছাইড়া ক্লাশ রুমে ঢুকে গেছে।
৫. রাতে দিনে রাস্তা ঘাটে চলতে কোনো সমস্যা হইতেছে না। ছিনতাই, চুরি চামারি ডাকাতি অনেক কইমা গেছে। রাজধানী দিনে তিন চারজন করে খুন হইতেছে না।
৬. বিচারবিভাগ স্বাধীনভাবে শেখ হাসিনা সহ ক্ষমতাসীনদের বিরুদ্ধে মামলাগুলো চালাইতে পারতেছে। কার্যতালিকা থেকে মামলাগুলা বাদ যাইতেছে না।
৭. জিনিশপত্রের দাম আশঙ্কাজনকভাবে কইমা গেছে। লোকজন এখন উদ্বৃত্ত টাকা নিয়া কী করবে ভাবতেছে।
এই পর্যন্ত আসছি অমনি আমার স্টপেজ আইসা পড়লো।
ভদ্রলোক কী বুঝলো জানি না। কয়, ভাই জয় বাংলা।
আমিও কইলাম, জয় বাংলা।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ১৩০ টি মন্তব্য
* ৯৯৯ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩৪ জনের ভাল লেগেছে, ২১ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28912378 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫২
comment by: রেটিং বলেছেন: হাহাহা.
ভাল
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।
২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৪
comment by: আফরোজ_জাহান বলেছেন: হুমমম.....
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: জয় বাংলা।
৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৬
comment by: স্বপ্নশিকারী বলেছেন: হাহাহাহাহাহহাহাহহা
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: হাসেন ক্যান?
৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৮
comment by: বিধান রিবেরু* বলেছেন: আপনি ঠিকই বলছেন- দেশ ভালোই চলছে। গত ত্রিশ দিনে বত্রিশটি খুন হয় নি। যাহোক, আমি একটা পোস্ট দিয়েছিলাম সপ্তা' দুই আগে। তখন বহু ব্লগার পারলে আমারেই খুন করে ফেলে। কারণ পোস্টের নাম ছিলো দেশে খুনোখুনি বেড়ে গেছে। প্রো-আওয়ামী ঐসব অন্ধ ব্লগারদের আজেবাজে কমেন্টের চোটে আমি পোস্টটাই পরে ফেলে দেই। আশা করি আপনার ক্ষেত্রে সেরকম হবে না।
ধন্যবাদ। আবারো বলছি (অবশ্যই আইরনি করে) দেশ দো দারুন চলছে!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: পোস্টে জয় বাংলা লিখবেন। তাইলে আর বকা দিবে না।
৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৯
comment by: খালেদা আকতার বলেছেন: আমিও কইলাম আপনের লগে লগে। হেহেহে
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: জয় বাংলা কইলেন? না জিন্দাবাদ কইলেন?
৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০০
comment by: আলিফ মাহমুদ বলেছেন: হে হে হে হে
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: সবাই হাসে ক্যান?
৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০১
comment by: খালেদা আকতার বলেছেন: আমিও কইলাম আপনের লগেলগে । হেহেহে তয় কাইলকা আমারে একজন হুমকি দিয় কইলো মোরা অহর আওয়ামীগের ক্ষমতাধারী সুতরাং সাবধান । আমিও বুঝতে পারলামনা হে মোরে কি বুঝাইলো
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: দুষ্টামি করছে। সিরিয়াসলি বলে নাই।
৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৩
comment by: মো. বাকীবিল্লাহ বলেছেন: হ, ভালোই চলতাছে! অন্তত জনকণ্ঠ পড়লে তাই মনে হয়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: কী লিখছে ওনারা?
৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৬
comment by: বিধান রিবেরু* বলেছেন: কী আর বলবো। বইমেলায় এক প্রো-আওয়ামী কবি। স্বনামে বিখ্যাত কিন্তু স্বকাজে নয়। মানে কবিতা এবং ছড়া যাচ্ছে-তাই। সে নাকি একুশের বইমেলার বাইরে এবং ভেতরে জোড় করে দুটো স্টল নিয়েছে। পরে বাইরের স্টলটা ১০ হাজার টাকায় অন্য একজনের কাছে বিক্রি করেছে। এবং ভিতরের স্টলে দুনিয়ার অন্য পাবলিকেশনের বই জড়ো করে বিক্রি করছে। একাডেমী প্রথমে নাকি কোনো দলীয় স্টল দিতে চায় নি। এখন তো বিএনপি আওয়ামী লীগ সবই দেখি মেলার মূল চত্বরে। আমার প্রশ্ন: অনেক প্রকাশনী যাদের বৈধ প্রকাশনা আছে, তাদের রাস্তায় দিয়ে রাজনৈতিক এসব তৎপরতা কতদিন চলবে???
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: রাজনীতিকে বইমেলার বাইরে ঠেলে দেয়া ঠিক না।
সবই দখল হইতেছে তো স্টল দখল আর মেলা দখল ঠেকায়া লাভ কী?
১০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৯
comment by: খালেদা আকতার বলেছেন: লেখক বলেছেন: দুষ্টামি করছে। সিরিয়াসলি বলে নাই।



না ভাইজান, হেই ভয়ের চোটে মুই রাইত থেইক্কা অহন পর্যন্ত সব যায়গায় ফুন লঅগাইতেছি, বাচার তাগিদে
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: সিরিয়াস ঘটনা মনে হইতেছে।
আরও ফোন দেন।
১১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১০
comment by: মো মুজাহিদ আলম বলেছেন: দেশ খুবই ভাল চলতেছে । আজকের প্রথম আলোর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের খবরটা পড়লেই বুঝা যায় ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: জাহাঙ্গীরনগরে আবার কী হইলো?
ওখানে তো কিচ্ছু হয় নাই বইলাই শুনলাম।
১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১১
comment by: আলিফ মাহমুদ বলেছেন: মো. বাকীবিল্লাহ, আসেন আমরা সবাই মিল্লা জনকনঠ পড়ি। দেশ ভাল চলতাসে শুনতে ভাল লাগে তাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: আমার পোস্টে পত্রিকার বিজ্ঞাপন?
মানি না মানবো না।
১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৬
comment by: মামুন শিিশর বলেছেন: দেশ ভালা চলনের কিছু ছবি পাঠাইতে ইচ্ছা করতেছে মাগার.........................
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: বিপ্লবী হইয়েন না। ছবি গায়েব করে রাখেন। পাঁচ বছরের প্রিপারেশন নিয়া সাবধানে থাকেন।
১৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২০
comment by: বাবুয়া বলেছেন: আপনার কপাল ভালো-ওই পর্যন্ত বলার পর আপনি স্টপেজে নেমে যেতে পেরেছিলেন। আর কিছুক্ষণ থাকলে কস্ট করে আপনাকে নেমে যেতে হতোনা। সেই ভদ্রলোকই বাসের জানালা দিয়ে বাদামের খোশার মত আপনাকে নামিয়ে দিতেন।
আপনার অনেক সাহশ-এই সোনালী সময়ে আপনি এমন সব কথা ব্লগে লিখেছেন! আমি কয়েকটা নির্দোশ পোস্ট লিখেছিলাম......তাতে আমাকেতো "সাইজ" কইরা ফালাইছে ভচেরা!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: আমি কিন্তু কথাগুলা সিরিয়াসলি কইতেছিলাম ওনারে। এইখানেও সিরিয়াসলি লিখলাম। আপনারা কেন যে বাঁকা কথা বলেন বাবুয়া দা।
এইগুলা ঠিক না।
১৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২২
comment by: সত্যের মত বদমাশ বলেছেন: জয় ডিজিটাল বাংলা....
জয় মা শেখ হাছিনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: আপনি কোন পার্টি? শ্লোগান নতুন লাগলো।
১৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩
comment by: শেরজা তপন বলেছেন: হাসব, জয়বাংলা বলব না জিন্দাবাদ বল বুঝতে পারছি না?

'জিনিশপত্রের দাম আশঙ্কাজনকভাবে কইমা গেছে। লোকজন এখন উদ্বৃত্ত টাকা নিয়া কী করবে ভাবতেছে।' -ভালই বলছেন...
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: ভুল কইছি নিকি?
১৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪
comment by: কৌশিক বলেছেন: হাহাহাহহা - শেখ হাসিনা সংসদের সম্মুখভাগের আসন লইয়া যে খেলা দেখাইলো - বেশীরভাগ পাবলিক এর জন্য প্রস্তুত ছিল না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৭

লেখক বলেছেন: ব্যারিস্টার জমিরউদ্দিনও তো কাজটা ঠিক করে যায় নাই।
তাই না?
১৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৮
comment by: ত্রিভুজ বলেছেন: উদ্বৃত্ত টাকা দিয়া একখান ব্লগ সাইট বানানো হউক। আমরা সেইখানে এইসরকারের গুনগান গাইবো। ভাবতাসি আওয়ামীলিগে যোগ দিমু। দিন বদলের পালা অংশগ্রহণ করতে মনচায়।

জয় বাংলা... :)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: ডিজিটাল বাংলাদেশ গঠনে আপনার যে অবদান তাতে আপনের এক্ষুণি আওয়ামী লীগে যোগ দেওয়া উচিত।
১৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩০
comment by: জেড ইসলাম বলেছেন: বাবুয়া বলেছেন: আপনার কপাল ভালো-ওই পর্যন্ত বলার পর আপনি স্টপেজে নেমে যেতে পেরেছিলেন। আর কিছুক্ষণ থাকলে কস্ট করে আপনাকে নেমে যেতে হতোনা। সেই ভদ্রলোকই বাসের জানালা দিয়ে বাদামের খোশার মত আপনাকে নামিয়ে দিতেন।
আপনার অনেক সাহশ-এই সোনালী সময়ে আপনি এমন সব কথা ব্লগে লিখেছেন! আমি কয়েকটা নির্দোশ পোস্ট লিখেছিলাম......তাতে আমাকেতো "সাইজ" কইরা ফালাইছে ভচেরা!

আমার কথাটাই আপনি বলে দিয়েছেন বাবুয়া ভাই। সো আর কিছু বলছি না।

লেখককে এবং বাবুয়া ভাইকে ধন্যবাদ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: আমার স্টপেজ আরেকটু সামনে হইলে আর ডিজিটাল সহযাত্রী আমারে বাদামের খোসার মতো ছুইড়া দিলেও কি আপনে বাবুয়াদাকে ধন্যবাদ দিতেন?
২০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৫
comment by: শেরজা তপন বলেছেন: না না পুরোটা ঠিক-আপনাকে আর বাসে চড়তে হবে না। বিলাস বহুল গাড়ি আমদানীর জন্য প্রস্তুতি নেন। আপনার মন্ত্রিত্ব কনফার্ম
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: মন্ত্রীত্ব দিলে আমি বাণিজ্যমন্ত্রী হবো।

সারাদিন দুষ্ট লোকদের ভালো কথা বলে বেড়াবো।
২১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৭
comment by: বাবুয়া বলেছেন: ঠিক বলেছেন, "শীল" মশাইয়েরা প্রকাশ্যে গীবত করে অনেক "সুশীল" কাজ করছেন। শীল বাবুরা জনে জনে আমার বিরুদ্ধে আমাকে শুনিয়ে শুনিয়ে ক্যানপেইন করছিলেন!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: বাবুয়া দা, আপনে কি বিএনপি নাকি?
আমাদের ডিজিটাল আলোচনায় এনালগ বিষয় আনতেছেন।
এইগুলা আমরা সহ্য করবো না।
ওদের বিরুদ্ধে আমরা আলাদা ক্যাম্পেইন করবো।
ডেকে ডেকে আবার ওদের বিরুদ্ধে কুৎসা রটনা করবো।
২০২১ সাল পর্যন্ত ওয়েট করেন।
২২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৯
comment by: হাতেম তাঈ বলেছেন: লেকা ভালো হইচে, নেও কলু পেলাচ নেও।
বাবুয়া কেমন আচো ? সেই দিন বইমেলায় দেখলাম সবাইকে তোমার কার্ড বিলাইতাছো
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: প্লাস তুমি নিয়া যাও। নিজের স্ক্রু মাঝে মাঝে টাইট দিয়া রাখতে পারবা।
২৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৯
comment by: ফেরারী পাশা বলেছেন: আমি ও আছি হাম্বালীগে + দিমু।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: শুরু হয়ে গেল আওয়ামী বিরোধিতা।
২৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
comment by: কষ্ট কষ্ট সুখ বলেছেন: আপনার আলুব্লগ ভাল চলছে!!!রেজিস্টার করলে পাসত্তয়াড় দেন!!!!!!!!পাঠকের কথায় কথায় ব্যান মারেননা!!!!!!!!আত্তয়ামী দালালী করেননা!!!!!!!!


আলু পত্রিকা +আলুব্লগরে মাইনাসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আওয়ামী লীগ তো দেশ ভালই চালাইতেছে।
২৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪২
comment by: স্পাইডারওয়েব বলেছেন: জয় বাংলা জিন্দাবাদ!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: জাতীয়তাবাদী আওয়ামী পার্টি?
২৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩
comment by: জান্‌নাতী বলেছেন: পত্রিকায় খবরগুলো পড়লে খুব মন খারাপ হয়। প্রতিবার দেশে ক্ষমতার দল পরিবর্তন হয়, জনগণ অনেক আশা নিয়ে ভালো কিছুর অপেক্ষায় থাকেন...- তারপর যে লাউ, সেই কদু। মনে হয় দেশটা পার্মানেন্ট গজবে পড়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: লাউ আর কদু ছাড়া তো আর কিছু আবাদ হইতেছে না।
জয়তুন দিয়া তো আর বেশি দিন চলে না।
২৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৬
comment by: কিরণময়ী বলেছেন: আপনি কেন জেগে জেগে স্বপ্ন দেখেন ?আর যখন দেখলেন ই , আরো বড় বড় স্বপ্ন কেন দেখলেন না ?? যেমনঃ
১।দেশে নিউক্লিয়ার প্ল্যান্ট বসানো হয়েছে আর্জেন্ট অর্ডার দিয়ে,বিদ্যুত সমস্যা বলে আর কিছু নেই।
২।এক কেজি চাল কিনলে আরেক কেজি চাল ফ্রি দেয়া হচ্ছে।
৩।দেশে এক মাস ধরে কোন প্রকার অপরাধ সঙ্গঠিত হয়নি দেখে স্বরাস্ট্রমন্ত্রি থানা-পুলিশ জিনিশটাই বিলুপ্ত করার কথা ভাবছেন।গিনিয বুক থেকে কল করা হয়েছে,কারণ এই প্রথম কোন দেশে এতো শান্তির সুবাতাশ বইছে।
৪।ভারত বাংলাদেশের সীমান্ত পাহারা দেবার অংগীকার করেছে। সরকার তাই বিডিআর কে অবসর দেবার মহান পরিকল্পনা করছে।
৫।সব স্কুলে পাঠ্যবই এতো আগে পৌছে গেছে যে ছাত্র ছাত্রীরা ছুটি কম পাওয়ায় অসন্তুষ্ট হয়েছে।
৬।শক্তিশালী পররাস্ট্রনীতির কারনে জাতিসঙ্ঘ বাংলাদেশকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দিয়েছে ষষ্ঠ দেশ হিসেবে।
৭। ... ... ...

(ঘুম ভেঙ্গে গেল আমার)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: এমনভাবে কইলেন যে, এইগুলা মিথ্যা। আপনেরা সব ষড়যন্ত্রে লিপ্ত।
তবে একটা কথা স্বরাষ্ট্রমন্ত্রী খুব জোরে জোরে কথা বলেন। প্রধানমন্ত্রীর উচিত ওনারে ডাইকা নিয়া ধমক দেওয়া।
ডকট্রিন অব ধমক্রেসি?
২৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৮
comment by: জ্যাক দ্য রিপার বলেছেন: ইয়ে..এক্সকিউজ মী, কালকে একটা ছবি দেখলাম...আপনে চুল কাটতেন কোন সেলুনে?ভালো দেখাচ্ছিলো আপনাকে:)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: আমরা যখন রাজনীতি নিয়া আলাপ করি নাপিতেরা তখনো আমাদের চুলের দিকে তাকিয়ে থাকে।
২৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৮
comment by: বাবুয়া বলেছেন: আমি বি এন পি, আওয়ামী লীগ, জামাত, মুস্লিম্লীগ, জাপা এমন কি মোরগ মার্কার কৃষক সাদেকও না! আমি নির্দিস্ট কোন দলেরও কিছুনা। মার্কা দেখে নয়, ভালো মানুষ দেখে ভোট দেই।এবার তাপসকে ভোট দিয়েছিলাম। আগে যাদের ভোট দিয়েছিলাম তাঁরা জামানত হারিয়েছিল(ডঃ কামাল)।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: মার্কা ভাল মানুষরে আর ভাল রাখে না রে ভাই। ভাল থাকতে দেয় না।
৩০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০
comment by: হাতেম তাঈ বলেছেন: মুর্শেদ তুমারে কলু কওয়ায় চেতলা ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: না চেতি নাই। তুমি আওয়ামী লীগ কর্মী না আওয়ামী লীগের কলঙ্ক।
৩১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫১
comment by: জেড ইসলাম বলেছেন: @হাতেম তাঈ, আপনি কি উনার চেয়ে বয়সে বড় যাকে তুমি করে বলছেন ? কত বছরের বড় বা ছোট ?

দেখেছি মানুষ অভদ্রতা বা অসভ্যতা করলেও অন্তত আপনি/তুমি শব্দটা বজায় রাখে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: হাতেম তাঈ আসলে আওয়ামী লীগের কলঙ্ক।
৩২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫
comment by: হাতেম তাঈ বলেছেন: জেড ইচলাম কি বাবুয়ার চেক্রেটারি নাকি কলুর চেক্রেটারি ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: তুমি আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছো তাই তোমারে ব্লক দিলাম।
৩৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭
comment by: জ্যাক দ্য রিপার বলেছেন: আম্রা মীনস কারা, নাপিতেরা?আপনার সহকর্মীরা? রাজনীতির আলাপের সময়ও তারা চুল কাটে?আর আপনে চুল কাটা বাদ রেখে রাজনীতির গল্প কর্তে পছন্দ করেন? বাহ বাহ...বেশ বেশ..মারহাবা..
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: আপনে কি সেলুন থিকাই ব্লগিং করতেছেন?
৩৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭
comment by: কষ্ট কষ্ট সুখ বলেছেন: হ আত্তয়ামী দেশ ভালই চালাইতেছে।তাই আত্তয়ামীরে + আর আপনারে শুধু মাইনাস দিতে মন চায়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়



আমারে আনলিমিটেড মাইনাস দেত্তয়ার সুযোগ হউক।।।


আমার কেন জানি মনে হইতাছে এটিম,নাস্তিক টিম আপনারে বয়কট করছে তাই আত্তয়ামী বিরোধী পোস্ট দিয়ে অন্য টিম আর সাধরন ব্লগারদের সাথে মিশতে চাচ্ছেন।আপনি আলু ব্লগের যে নিল্লজ্ব সামহোয়ারে যেভাবে চালিয়েছেন না সেটা জীবনেত্ত ভুলুম না আপনারে মাইনাস।
পোস্টের বিষয় ভালো হলেত্ত আপনারে মাইনাসসসসসসসস
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: আপনেরে তো চিনলাম না?
আপনে কোন পার্টি?
৩৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৮
comment by: কষ্ট কষ্ট সুখ বলেছেন: নিল্লজ্ব প্রচারণা
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: ওকে।
৩৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৯
comment by: কিরণময়ী বলেছেন: স্বরাস্ট্রমন্ত্রী জোরে জোরে কথা বলেন ??? আপনি তাই শুনেছেন ?তবে ওনাকে নিয়ে আমি সন্তুষ্ট। ভাল মানুষ হোম মিনিস্টার হয়ে কি লাভ ? তিনিতো আর সন্ত্রাসীদের চেনেন না। সব খারাপের শিকড় ওনার জানার কথা না। একমাত্র সন্ত্রাসীদের গডমাদার ই পারে ওদের দমন করতে। তিনি যে সব জানেন!
আমি আমাদের অর্থমন্ত্রীকে নিয়েও সন্তুষ্ট। আবুল মাল ...... মাল -সামাল এর ব্যাপার ওনারচে আর কে ভাল বুঝবে ? আমি আমাদের পররাস্ট্রমন্ত্রী নিয়ে ও অনেক হ্যাপি। আমরা জাতে উঠেছি।মাশাল্লাহ। এমেরিকা যা করে, আমরাও তাই করি !
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: শুধু তিন জন?
আমি তো সবাইরে নিয়াই হ্যাপি।
৩৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০০
comment by: জ্যাক দ্য রিপার বলেছেন: না, আপনে যে সেলুনে চুল কাটেন, ওখানে ছাড়া চুল কাটাবোনা বলে পণ করেছি,...প্লিজ, এড্রসটা একটু দেননা:)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: আপনে আওয়ামী লীগ নামের কলঙ্ক। আপনেরে ব্লক দিলাম।
৩৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৩
comment by: বটগাছ বলেছেন: এই বিষয়ে আলু ব্লগে পুষ্টান নাই????
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: কোন বিষয়ে কোন ব্লগে পোস্ট দেব সেইটা আপনেরে কইতে হবে?
আপনে কোন দল?
৩৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৬
comment by: কালপুরুষ বলেছেন: রাজনীতি জটিল জিনিষ কখনো করি নাই, এইটা করতে যে যন্ত্র লাগে সেটা বোধহয় মাথায় থাকে (ঘিলু এবং শিং দুটোই)- আমার মাথায় মনে হয় সেই যন্ত্রের অস্তিত্ব নাই, অন্য কোথাও থাকলেও থাকতে পারে। তাই কখনোই রাজনীতি নিয়ে মাথা ঘামাইনা- আমার সব ভাবনাই অযান্ত্রিক, তাই দেশের ভাল-মন্দ যথেষ্ট ভাবায় কিন্তু কিছু করার ক্ষমতা নেই- সেটাই কষ্টের।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন: কালপুরুষদা,
ঠিকই কইছেন।
বড় মগজ ও দুটো শিং আছে বলে গরুরা রাজনীতিতে এগিয়ে গেল।
৪০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৬
comment by: সেজুঁতি বড়ূয়া বলেছেন: আওয়ামী লীগ আগের বার ক্ষমতায় এসেই পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছিলেন। কিন্তু আমরা শান্তির মুখ দেখিনাই। এবার দেখবো আশা করি।
হুম শান্তি!
হুম শান্তি!
হুম শান্তি!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: এইগুলা অপপ্রচার।
শান্তি ঠিকই এসেছিল।
৪১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৮
comment by: মফিজুল হক বলেছেন: লেখা জটিল হইছে ;) কুন সন্দেহ নাই :P
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১১

লেখক বলেছেন: আসলেই?
৪২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৮
comment by: কষ্ট কষ্ট সুখ বলেছেন: আমি কোন টিমের তা না বুইজা আলু ব্লগে পালান ।আলু ব্লগ নিয়ে আপনার চাগলামী মার্কা পোস্ট আর জংগলের মত আপনার চুল দেখলে আমার আউলা বাউলা হয়ে যায় অথচ একটা সময় আপনার পোস্ট মন দিয়েই পড়তাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: মানে কোনো দলে স্থান পান নাই?
৪৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
comment by: নাজনীন খলিল বলেছেন: 'জয় বাংলা' বাংলাদেশের যুদ্ধের শ্লোগান ।

জয়বাংলা শব্দটা আমি যতদিন বেঁচে থাকবো উচ্চারণ করবো।

এই শব্দটার গুরুত্ব দলমতের উর্দ্ধে থাকা উচিত বলেই মনে করি।

শব্দটিকে নিয়ে কেউ ব্যঙ্গ করে কিছু বললে সত্যিকার অর্থেই কষ্ট লাগে।

আমরা কেমন জাতি?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: প্রস্তাবটা ভাল।
জয়বাংলার খারাপ ব্যবহার বন্ধ হওয়া উচিত।
৪৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
comment by: বটগাছ বলেছেন: কষ্ট কষ্ট সুখ বলেছেন: আমি কোন টিমের তা না বুইজা আলু ব্লগে পালান।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: পালাবো?
কেন?
আমারে দৌড়ানি দিছেন?
ও সরি বুঝি নাই।
দাঁড়ান এক্ষুনি পালাচ্ছি।
৪৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১০
comment by: অন্যআনন বলেছেন: আওয়ামীলীগ কে সময় দেওয়া হউক। এই এক দুই মাসে তাগো নিয়া ফান করা ঠিক কাম না। পোস্টের আরো বিষয় আছে, সে সব নিয়া চিন্তা ভাবনা চালাইলে পোস্টারগো উপকারই হইবো। আর বাংলাদেশ জিন্দাবাদেরা কি করতাছে? এতোদিন কি কইরা আইছে? তাগোরে নিয়া তো কোনো মশকরা করা হয়না! জিন্দাবাদের দালালেরা এহনো সাহস পায় ক্যামনে?

কইলে দুইটাই কন- জয় বাংলা ও বাংলাদেশ জিন্দাবাদ!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: হ।
৪৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১১
comment by: মিলটন বলেছেন: আমি তো ডিজিটালের তোড়ে ভাইসা যাইতাছি, মোর্শেদ ভাই ঠিক আছেন তো?

দেখেন না পত্রিকায় সুনার ছেলেদের ছুবি ছাপা হইতাছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: কোন পত্রিকায়? দেখি নাই তো।
৪৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১২
comment by: সত্যের মত বদমাশ বলেছেন: ও গো জা: পি......
মামো'দা কই কী....
আরে ডিচিঠাল বাংলা শোলোগানতো এহন ঘর ঘর কী কাহানী..

...তয় আমি কোন্দল পার্টির কেউ না এইডা নিশ্চিত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: তাহলে তো ঠিকই আছে।
৪৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩
comment by: কিরণময়ী বলেছেন: বাকিদের চিনি কম।চিনিনা তা না... তবে আমি যখন প্রেসিডেন্টকে নিয়ে হ্যাপি,তার মানে বাকি সবাইকে নিয়াই হ্যাপি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আপনে হ্যাপি মানে পুরা জাতি হ্যাপি।
এইটাই তো আমি বলতে চাইছিলাম।
৪৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪
comment by: কষ্ট কষ্ট সুখ বলেছেন: আত্তয়ামী লীগরে আরো সময় দেত্তয়া হউক যেন

সাহারা খাতুন আরো ঘুমোতে পারে
Click This Link
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: এইটা কিসের লিঙ্ক?
৫০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৫
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: আমরার মা-বুব! ভাই এর মাথাত এথ বুদ্ধি কন্থিকা আইসলো..... ;)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: থারা দেমাগ ছে।
৫১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২২
comment by: অন্যআনন বলেছেন: @কষ্ট কষ্ট সুখ : সাহারা খাতুন কি ২৪ ঘন্টা জাইগা থাকবো! এখনো না ঘুমানোর কি হইলো! জাতির পোষা পাহাড়াদার নাকি হ্যারা!! ভোট দিয়া কি কিন্না নিছেন সব?

জয় আলু ব্লগ!
Click This Link
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: এইটা কি ভাইরাসের লিঙ্ক?
৫২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৬
comment by: অন্যআনন বলেছেন: ভাইরাস ফর জোকার সাইরাস!!! হা হা হা
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: আপনে তো খুব প্রতিভাবান ছড়াকার।
আপনের প্রতিভার মূল্যায়ন করা দরকার।
৫৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০
comment by: কষ্ট কষ্ট সুখ বলেছেন: @কিরনময়ী জিল্লুর রহমানরে নিয়ে আপনি হ্যাপি।


জিল্লুর যে কত বড় তৈলবাজ যদি জানতে ইচ্চা হয় একটু আসেন
Click This Link
৫৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩২
comment by: কষ্ট কষ্ট সুখ বলেছেন: @অন্যআনন,তাই বইল্যা সংসদে ঘুমাতে হবে?

আপনার মত নগ্ন আত্তয়ামী প্রেম যেন আমার শত্রুরত্ত না হয়।
৫৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩
comment by: জসিম এনায়েত বলেছেন: "'জয় বাংলা' বাংলাদেশের যুদ্ধের শ্লোগান ।"
কথা সত্যি তবে অনেক কিছুর মতই আওয়ামেলীগ "জয় বাংলা" ছিনতাই করেছে। দেশকে আওয়ামেলীগ রাজাকার এবং মুক্তিযোদ্ধায় বিভক্ত করেছে। ব্লগেও কেউ স্বাধিন ভাবে প্রকাশ করতে সাহস পায়না যে তারা আওয়ামেলীগ সাপোর্ট করে না। আজ মুজিব শুধু আওয়ামেলীগের। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামেলীগের। দেশ সুধু আওয়ামেলীগের। তাই দেশের অর্ধেক লোক আজ রাজকার। যারা আওয়ামেলীগ না করে তারা রাজাকার বই আর কী? যে রাজনীতির ধারধারেনা সেও রাজাকার। আর আওয়ামেলীগের বিরুদ্ধে বললে সে ১০০% রাজাকার।
৫৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৭
comment by: কষ্ট কষ্ট সুখ বলেছেন: জসিম এনায়েত বলেছেন: "'জয় বাংলা' বাংলাদেশের যুদ্ধের শ্লোগান ।"
কথা সত্যি তবে অনেক কিছুর মতই আওয়ামেলীগ "জয় বাংলা" ছিনতাই করেছে। দেশকে আওয়ামেলীগ রাজাকার এবং মুক্তিযোদ্ধায় বিভক্ত করেছে। ব্লগেও কেউ স্বাধিন ভাবে প্রকাশ করতে সাহস পায়না যে তারা আওয়ামেলীগ সাপোর্ট করে না। আজ মুজিব শুধু আওয়ামেলীগের। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামেলীগের। দেশ সুধু আওয়ামেলীগের। তাই দেশের অর্ধেক লোক আজ রাজকার। যারা আওয়ামেলীগ না করে তারা রাজাকার বই আর কী? যে রাজনীতির ধারধারেনা সেও রাজাকার। আর আওয়ামেলীগের বিরুদ্ধে বললে সে ১০০% রাজাকার।



ভাই এ পোস্টে মাইনাস দিছিলাম ।তয় আপনারে ++++++++++++++++++++++
৫৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯
comment by: রানা বলেছেন: জয় বাংলা ছাত্র লীগ, নেতা মোদরে শেখ মুজিব.....
৫৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪১
comment by: রিসাত বলেছেন: জয় বাংলা!!;) মাইনাস নম্বর ১৪,,, ইকুয়ালাইজেশন,,,, দাঁড়িপাল্লা সমানে সমান,,,

কিছু একটা বুঝতে পার্লাম মনে হলো,,,, তবে এখনও ঠিক শিউর না
৫৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩
comment by: অন্যআনন বলেছেন: কষ্ট কষ্ট সুখ @ সংসদে গেলে আপনেরও ঘুম আইবো! মন্ত্রী হইলে যেটা সবচেয়ে বেশি হয়- সেটা ঘুম। এদের থার্ড আই জাগ্ না থাকলেই চলে। সংসদে ঘুমানোর একটা ঐতিহ্য আছে। এই ঐতিহ্য আজকের না!!

এইডা আপনারে বুঝতে হইবো, নগ্ন আওয়ামী প্রেম আর আওয়ামী নগ্নতা এক জিনিস নয়। আপনি কোনডার সমালোচনা করতাছেন? বি এন পি কি বোরখা-হেজাব পড়া? অন্যের নগ্নতার প্রতি শ্রদ্ধা রাখতে শিখুন।
৬০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৫
comment by: বাবুয়া বলেছেন: "জয় বাংলা" শক্তি আর ঐষর্যের প্রতিক। সশস্র বাহিনীর ট্রেনিং'র সময় আমরা "ইয়া আলী" বলে হুংকার করে সাহস আর শক্তির প্রকাশ দেখাই। "ইয়া আলী"র সাথে "জয় বাংলা" হতে পারে আমাদের জাতীয় শক্তি-সাহস প্রকাশের স্লোগান।
৬১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২
comment by: কষ্ট কষ্ট সুখ বলেছেন: সংসদে ঘুমানোর একটা ঐতিহ্য আছে। এই ঐতিহ্য আজকের না!!



ঐতিহ্য কে সম্মান দেখাতে বুঝি সংসদে ঘুমানোকে সমর্থন করছেন?জয় ডিজিটাল বাংলার ডিজিটাল নাগরিক।

আমি কি বলেছি বিএনপি হেজাব আর বোরকা পড়া?
শুনেন ভাই সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখেন।কালোকে যদি হালকা কালো বলে চালিয়ে দিতে চান সেটাই হচ্ছে নগ্ন আত্তয়ামী প্রেম সেটাই হচ্ছে নগ্ন আত্তয়ামী মানসিকতা।
৬২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩
comment by: প্রশান্ত শিমুল বলেছেন: দেশ বাল চলতেছে এই কতা মানতেই হবে ..কারন আমার এক বিয়াইরে হেরা একবারে জানে মাইরা ফালায় নাই।
শেষ পর্যন্ত খুলনার আড়াইশো বেডে গিয়া কোনরকম জানডারে ধইরা রাখতে পারছে। সবই ডিজিটাল %E
৬৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩
comment by: প্রশান্ত শিমুল বলেছেন: দেশ বাল চলতেছে এই কতা মানতেই হবে ..কারন আমার এক বিয়াইরে হেরা একবারে জানে মাইরা ফালায় নাই।
শেষ পর্যন্ত খুলনার আড়াইশো বেডে গিয়া কোনরকম জানডারে ধইরা রাখতে পারছে। সবই ডিজিটাল যুগের কল্যানে সম্ভব অইছে ।
৬৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৯
comment by: মিঠাই বলেছেন: প্রতিষ্টহিত ছার বেবছায়ি বাবুয়া ছাহিব তাহলে বইমেলায় গিয়ে ভগ্ন ও অভগ্ন যৌবনের নারি দেহ দেকে বেরান? বৌ কে আমেরিকায় রেকে আর কতদিন? দোছতো আপনার আ বাবুয়া ছাহিব, দোছ আপনার বৌয়ের। হাজবেন্দকে ফেলে আমেরিকায় পরে রয়েছেন বচরের পর বচর। পুরুছ মানুছ পঞ্চাচে যা, তিরিছেও তা, ভগ্ন ও অভগ্ন যউবনের দিকে চোখ যাবেই তো।
৬৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪
comment by: মিঠাই বলেছেন: কি বেপার বাবুয়া ছাহিবের আটারো লাম্বার কমেন্ট মুচে দিসেন যে? ভয়ে উনার পেচ্ছাপ হয়ে যাচ্ছিল নাকি? রিকুয়েস্ট কচ্চিলেন আপনাকে মুচে দেওয়ার জন্য?
৬৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫
comment by: কাক ভুষুন্ডি বলেছেন: আমি আম্লীগ বিম্পি কাউরেও পুছি না।
সব শ্লার শিয়ালের রাও একৈ।
তবু আমার মনে হয় আম্লীগ্রে অন্ততঃ ছয়মাস টাইম দিয়া হের্পর সমালোচনা শুরু করা উচিত।
এডিও ঠিক হালায় চাত্রলীঘের আচরণ পাগ্লা কুত্তার মত হৈয়া পড়ছে।







স্ক্রীণ শট আছে@মিঠাই
৬৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫
comment by: পজিটিভ২৯ বলেছেন:
জয় ডিজিটাল সোনার বাংলা....
৬৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭
comment by: মিঠাই বলেছেন: থেঙ্কু কাক। ছময়ে কাজে লাগপে।
৬৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২২
comment by: এমআ০০৭ বলেছেন: জয় বাংলা... :)
৭০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫
comment by: মিঠাই বলেছেন: জয় পাকিস্তান।
৭১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫
comment by: মিঠাই বলেছেন: :)
৭২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯
comment by: কাক ভুষুন্ডি বলেছেন: ওহো এক্টা কতা কৈতে ভুইলা গিস্লাম।
ঐ রাও দেয়া শিয়াল গুলার উচ্ছিষ্ট নিয়া যেই বুদ্দিজীবিরা ফালায় হেগুলারে ফুটা পয়সা দিয়াও পুছিনা।
৭৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮
comment by: জেড ইসলাম বলেছেন: বাবুয়া ভাই, এভাবে বললে তো একসময় "জয় বাংলা" আমাদের জাতীয় সংগীত, কিংবা জাতীয় শ্লোগান, কিংবা জাতীয় শুভেচছা বাণী হিসেবে ঘোষিত হতে যেতে পারে। তখন হয়তো সালাম সম্ভাষনের পরিবর্তে বলতে হবে "জয় বাংলা, জয় বন্গবন্ধু" ।

আল্লাহপাক-ই জানেন সামনে আমাদের জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।
৭৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
comment by: আলমগীর কুমকুম বলেছেন: জয় বাংলা জিন্দাবাদ!!!
৭৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২২
comment by: সোনার বাংলা বলেছেন:
হে হে হে অনেক আমেলিকার দেকি ডিজিটাল পদ্ধোতিতে মাইনাস দিলো!

জয় হাসিনা।

এ বছর মা কালির চরণে তোমার জন্য কিছু আবাল গরু দান করুম।
৭৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
comment by: বিডি আইডল বলেছেন: এই পোষ্টে কমেন্টের কারণে আমরা একজন বিখ্যাত ব্লগারকে হারালাম....দিক্কার জানাই
৭৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৯
comment by: রিফাত হাসান বলেছেন: হুম। দেশতো ভালই চলতেছে।
৭৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৭
comment by: ব্রাইট বলেছেন: জয়বাংলা!

No comments:

Post a Comment