Tuesday, February 24, 2009

কবিতা লেখলে সমস্যা কোথায়?

২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৪
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

কবিতা নিয়া খুব কথা চলতেছে। ব্লগটাকে এখন মোটামুটি দুইভাগে ভাগ কইরা ফেলা চলে। একভাগে আছেন কবিতা পোস্ট করতে চান এমন ব্লগাররা আর আরেকভাগে আছেন কবিতা পোস্ট করার বিরোধী ব্লগাররা। কবিতা নিয়া নানা অকথা-কুকথা কওয়া হইছে। কবিদের কাক-কোকিল ইত্যাদির সঙ্গেও তুলনা করা হইছে। আবার কবিদের প্রকাশভঙ্গির মোহনীয়তা নিয়াও প্রশংসা করা হইতেছে। কয়েকদিনে যে পোস্টগুলা পড়লাম তাতে বেশ মজাই লাগলো। বেশ তো কথা হইতেছে।
ব্লগে বহু মানুষ বহু রকম কবিতা লেখতেছেন শুরু থেকে। এই নিয়া জোরালো কোনো কথা উঠে নাই। বরং ব্লগে কিছু সার্কাস দেখা গেছে। এইখানে সেরা কবি নির্বাচনও হইছে। যে নির্বাচনে অপাঠ্য, অশ্রাব্য কবিদের কবিতা সেরা বইলা গণ্য হইছে। অথচ বাংলা ভাষার সাম্প্রতিক কালের সেরা কয়েকজন কবি এইখানে তখন ব্লগিং করতেছিলেন। অবস্থা দেইখা মনে হইতেছিল কবিদের মাৎস্যান্যায় কায়েম হইছে। যেইখানে ছোট কবিরা দল বাইন্ধা বড় কবিদের খাইতে উদ্যত। বড় ও ভাল কবিরা এখনও এইখানে ব্লগিং করেন। তারা নীরবে কবিতা দেন। বড় জোর ৫০-৮০ জন পাঠক পড়ে। আমরা নীরবতা দিয়া তাদেরকে এড়ায়ে যাই। অন্যদিকে ছোট কবিদের কবিতায় ঝাঁকে ঝাঁকে কমেন্ট পড়ে। সরবতা দিয়া আমরা ছোটরে বড় কইরা তুলছি।
ব্যাপার এমন দাঁড়াইছে যে, বাংলাভাষার অনলাইন মাধ্যমের প্রতিনিধিত্বশীল একটা জায়গায় কবিতা বলতে যা পোস্ট করা হইতেছে, তার অধিকাংশই কবিতা পদবাচ্য হইতেছে না। ব্লগের কবিতারে কবিতা হইতেই হবে এমন তো কথা আছিল না, কেউ হয়তো কইতে পারেন।
হ কথা সত্য। ব্লগের লেখার স্টাইলই আলাদা। ব্লগে দেখলাম, লোকে ডায়রিও কবিতার মতো কইরা লেখে। প্রেমপত্রও ইনায়ে বিনায়ে কবিতা হয়া যায়। মন খারাপ হইলে কি মন ভাল হইলেও লোকে সেইটা কবিতা আকারে প্রকাশ করে। বাঙালির এলানো স্বভাবের কারণে স্বাভাবিকভাবে তার প্রতিদিনের বাক্যগুলাও এলায়ে যায়। সাধারণ কথা কবিতা হয়া উঠতে চায়। এখন সেই কথা/কবিতাগুলারে কবিতা হিসাবে না পড়লেই হয়। কিছু ব্যক্তিগত অনুভুতি হিসাবে পাঠ করি না কেন আমরা।
এইখানকার
কোনো কবি তো কয় নাই যে,
ভাইটি, দেখেন আমি একজন মহাকবি হইছি
আমারে আপনেরা স্বীকৃতি দেন।
অমুক তমুক।
তাই না?
লোকে মনে আনন্দে কথা লেখতেছে।
কিছু কথা কবিতার মতো কইরা
সাজায়ে পরিবেশন করতেছে।
আমি এইটার মধ্যে কোনো দোষ দেখি না।
আমি চাই কবিতা লেখা চলতে থাকুক।
এখন বিষয় হইলো, ব্লগে যারা ভাল কবিতা পড়তে চান, তারা কবিতা লিখার বিরোধিতা করতে পারেন কি না। আমার মতে পারেন না। আপনেরা ভাল কবিতা নিয়া আলোচনা করেন। ভাল কবিতা কোনটা দেখায়ে দেন। ভাল কবিতা কেমনে হয় সেইটা কন। যারা লেখতে পারলো না, তারা কি লেখবে না আর? লেখবে। অবশ্যই লেখবে। ব্লগের হাজার কবির মধ্য থিকা একজন যদি ভাল কবি হবার বাসনা পোষণ করে ভালো লেখে তাইলেই তো ব্লগ স্বার্থক হয়া গেল। কিন্তু কোনো একটা ফর্মে মতপ্রকাশ করা যাবে অন্য ফর্মে যাবে না। এইটা আমি মানতে পারলাম না।
তবে খারাপ কবিদের জানতে হবে যে কবিতা লিখা শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়। কবিতার ইতিহাসের মধ্যে থাকতে হয়। স্বতস্ফূর্ত আবেগই কবিতা নয়। খালি দল ভারি কইরা কমেন্ট জোগাড় করলে কবিতা ভাল হয়া যায় না। ছোট কবিদের এই মাৎস্যানায়ের বিরুদ্ধে কথা চালাইতে হবে।
সবই চলুক। লেখতে লেখতে। কথা খারাপ লাগলে ওয়াজ দিয়েন।



প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।



* ৫৫ টি মন্তব্য
* ৪৫১ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28834269 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: হটডগ বলেছেন: হে হে হে...দেরিতে জাগরন;)
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: কথা কইতে চাইতেছিলাম না। পরে ভাবলাম কই।
২. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: বোকামাষ্টার বলেছেন: ভালো বলেছেন । একমত পোষণ করছি।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: ঠিকাসে।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: ঠিকাছে?
৪. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২০
comment by: পল্লী বাউল বলেছেন: কবিতা লিখলে কোন সমস্যা নেই যদি ওগুলো কবিতা হয়।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: হ।
৫. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২১
comment by: সিহাব চৌধুরী বলেছেন: এক্কেরে মনের কথা বলসেন, মাহবুব ভাই ।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
৬. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২১
comment by: কাক ভুষুন্ডি বলেছেন: কবিতা কাক সমাজের প্রিয়। যদিও অকবিদের দৌরাত্বে কাকশুমারীর প্রবলেম হইতাসে।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: কবির সঙ্গে কাকের সম্পর্ক ক ছাড়া আর কোথায় নাই।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: কোথায় স্থানে কোথাও হবে।
৭. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৮
comment by: বিল্লাল মেহদী বলেছেন: কথা ভালা কইছেন। আমার সহমত। আসলে ব্যাপারটা আমিও লক্ষ্য কইরে দেখেছি। অনেক বড় বড়, ভালা ভালা কবি কবিতা পোস্ট দিতাছে তো তাদের কাব্যকথা নিয়া কোনো বাতচিৎ নাই। আবার একজন ইনিয়েবিনিয়ে নিজের মনের কয়টা কথা লেইখ্যা পোস্ট দিলো তো নানানরকম মন্তব্যে ভরে যায় ব্লগের জমিন। আসলে এইটা ঠিক না। অবস্থার পরিবর্তন প্রয়োজন। আপনার এই পোস্টটা সেই দিক দিয়া ভালো কাজে দিবে।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ভাল কবিদের চিনার ব্যবস্থা করতে হবে। কবিতা নিয়া লেখতে হবে। কবিরা ছাড়া সে কাজ আর কে করবে?
ধন্যবাদ আপনাকে।
৮. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩১
comment by: বিবেক সত্যি বলেছেন: প্রথম যখন কথা শুরু হলো, ভাবছিলাম নিছক ফান করতেছে সবাই । এরকম সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়াবে, বুঝি নাই ... কবিদের প্রতি শুভেচ্ছা জানাই .. আপনারা ভালো ভালো কবিতা লিখে সবার মন জয় করে নেন ;)
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: হ। ঠিকই কইছেন।
৯. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩১
comment by: কাক ভুষুন্ডি বলেছেন: দেখেন আমি কিন্তু অকবি বলেছি।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: অকবিরাও তো কবি।
১০. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৩
comment by: চাচামিঞা বলেছেন: এটা ঠিক যে এই ব্লগের সব কবিতার মান ভালো না। আর জিনি কবিতা লিখাতে জানেন না, তার জন্য কবিতা লিখাটা অনেক সহজ,
এই যে আমি লিখছি' (যেহেতু আমি কবিতা লিখতে জানি না)

ভালোবাসি তোমায়,
দিন রাত- সারাবেলা।
খাবার টেবিলে,
বসের কামড়া,
অথবা যখন মশা কামড়ায়।


এখন এটাকে আমি যদি কবিতা বলে ব্লগে ছারি তাহলে এই বুল-সিটের জন্য আর একটা ভালো লেখা পেছনের পাতায় চলে যায়,

তাই ব্লগে যদি আলাদা বিষয়ের জন্য আলাদা সেক্সন থাকে তাহলে এই ধরনের কনফ্লিক্ট এড়ানো সম্ভব বলে মনে করি।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: সেই সেকশনে লেখা দিবে কে? সিলেক্ট করবে কে? যে সিলেক্ট করবে তার কথা মানবে কে?
১১. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৯
comment by: রাজর্ষী বলেছেন: এইটা তো ব্লগ তাই না? এখানে সবাই লেখবে নিজের ইচ্ছামত। এইটা পরিক্ষার খাতা না। এইটা অনলাইন বাংলা সাহিত্য পত্রিকা না। এইটা বাংলাদেশ বেতার না। এইটা ধর্ম প্রচারশালা নয়।এইটা ব্লগ। কবি কবিতা লেখবে অকবি অকবিতা লেখবে। যার যা খুশি তাই লেখবে। যার যা খুশি তাই পড়বে। কারন এইটা ব্লগ।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: এর মধ্য দিয়া লেখার মানে উন্নতি হবে। এজন্য সমালোচনাও থাকবে। ভাল লেখার চেষ্টাও থাকবে।
১২. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৬
comment by: ফারহান দাউদ বলেছেন: তবে খারাপ কবিদের জানতে হবে যে কবিতা লিখা শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়। কবিতার ইতিহাসের মধ্যে থাকতে হয়। স্বতস্ফূর্ত আবেগই কবিতা নয়। খালি দল ভারি কইরা কমেন্ট জোগাড় করলে কবিতা ভাল হয়া যায় না। ছোট কবিদের এই মাৎস্যানায়ের বিরুদ্ধে কথা চালাইতে হবে।
কথা ভাল লাগলে কি আওয়াজ দেয়া যাইব? তাইলে দিলাম। যদিও ভাবসিলাম এইটা রসিকতা হিসাবেই শুরু হইসে কিন্তু সবাই দেখি সিরিয়াস হয়া গেসে।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: মানুষ রসিকতা সেইসব জিনিশ নিয়া করে, যেইগুলা নিয়া সে নরমালি কথা কইতে পারে না। মানে রসিকতা হইলো সিরিয়াসের বড় ভাই।

থ্যাংকস এ লট। কেমন আছেন?
১৩. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০২
comment by: অ্যামাটার বলেছেন: কবিতার ব্যাপারে তো আপত্তি নাই মিষ্টার মামো,
কবিতা হলেতো ভালৈ হৈত, মাগনাতে কিছু কবিতা পাই্তাম,কিন্তু এ যে দাঁড় কাকের বিষ্ঠা!!
প্রায় প্রত্যেক পাঠকই এদের প্রতি বিরক্ত, আবার এরা তারপরও বিষ্ঠা ছড়ানোর জন্য বেছে নিয়েছে ব্লগের প্রথম পাতাটা, এজন্যই লোকালটক প্রস্তাব করেছে, "অপ-কবিতা ও আজাইরা ফাউল পোষ্ট" নামে আরেকটি বিশেষ পাতা খোলার...যেটা ব্লগের কাকস্য সম্প্রদায়ের প্রাকৃতিক কম্ম সারার ক্ষেত্র হিসেবে ব্যাবহৃত হবে। ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: বিশেষ পাতা খুইলা দেখবেন ভাল জিনিশও ওইখানে চইলা যাইতেছে।
এর মানে এই না যে, আমরা সমালোচনার বিরোধিতা করবো। সমালোচনা ছাড়া ভাল কাজ হয় না। সো, লোকালটক কথা তুইলা ভালই করছে।
১৪. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৪
comment by: রুখসানা তাজীন বলেছেন: সহমত। আমিওতো ডায়েরির মাঝে কবিতা কর্ছিলাম /:)
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: সবাই এরাম করে। ব্লগ তো অনলাইন ডায়েরিই।
১৫. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪০
comment by: সবাক বলেছেন: কবিতার প্রতি ক্ষোভ অনর্থক

যাদের এ মনমানসিকতা তাদের বক্তব্যটা আবার স্বচ্ছ নয়।


পোস্টের জন্য ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: সমালোচনার পক্ষে আমি। সমালোচনা ছাড়া তো আমরা আগাইতে পারবো না।

থ্যাংকস।
১৬. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৮
comment by: কাল্‌বেলা বলেছেন:
পেছন থেকে পড়ে দেখতে হবে (ঘটনার পরিপ্রেক্ষিত জানা নাই)......অনেকদিন ব্লগে ছিলাম না। আপনার কথাগুলো ভালো লেগেছে......।
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: হ। আপনেরে অনেকদিন পর দেখলাম। কেমন আছেন?
ধন্যবাদ।
১৭. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: ফারহান দাউদ বলেছেন: ভাল নাই,বিশাল ঝামেলার মাঝে আছি। পরীক্ষা ড্রপ দিতাসি,ভাবতাসি কবিতা লেখা শুরু করমু,চর্চা করলেই নাকি ভাল কবি হওয়া যায়।
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: হা হা হা।
ড্রপ দিয়েন না। লাস্ট ট্রাই কইরা যান।
১৮. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: সবই বুঝলাম...শুধু শেষ লাইনটা ছাড়া
" কথা খারাপ লাগলে ওয়াজ দিয়েন।"
ওয়াজটা কী ভাইজান ? শব্দটা কি " আওয়াজ " হবে ??
আমি মূর্খ মানুষ। ভুল হইলে ক্ষমা কইরেন...
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: ওয়াজ হইলো আওয়াজের সংক্ষিপ্ত রূপ। আওয়াজ মানে ছোট রিপ্লাই আর ওয়াজ মানে রড় রিপ্লাই।

কী যে বলেন য়াযাদ ভাই!
লজ্জা দিয়েন না।
১৯. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৮
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: বুঝলাম.............লজ্জিত হইলাম আগে না বুঝার জন্য @ মামো
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: লজ্জিত হওয়ার কিছু নাই। এইগুলা তো বানানো হইতেছে। বুইঝা নিতে হবে।
২০. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: নার্ভাস নাইনটিজ বলেছেন: খারাপ কবিদের জানতে হবে যে কবিতা লিখা শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়। কবিতার ইতিহাসের মধ্যে থাকতে হয়। স্বতস্ফূর্ত আবেগই কবিতা নয়। খালি দল ভারি কইরা কমেন্ট জোগাড় করলে কবিতা ভাল হয়া যায় না। ছোট কবিদের এই মাৎস্যানায়ের বিরুদ্ধে কথা চালাইতে হবে।

সহমত।
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
২১. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৯
comment by: বন্ধনহীন বলেছেন: আচ্ছা, আমাদের সবচেয়ে ব্লগপ্রিয় কবি অশ্রু কোথায়? তার ৫-৬ টা কবিতা ব্লগে টপ-রেটেড হয়েছিল।

ব্লগকবি অশ্রুর এই আলোচনায় আসা উচিত।
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: অশ্রুরে বহুদিন ব্লগে দেখি না। অশ্রুসহ অশ্রুর অন্য নিকগুলারেও বহুদিন দেখা যায় না।
২২. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১২
comment by: জুবেরী বলেছেন: যার যা ইচ্ছা লিখুকনা কার কি ? তুমি ইচ্ছা হয় পড় না হয় না পড়ো
কোন । পড়তে কি কেও জোর করে ???????//
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: সেটাই।
২৩. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৮
comment by: একরামুল হক শামীম বলেছেন: আপনার পর্যবেক্ষন এবং প্রকাশিত মতের সাথে সহমত।
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম।
২৪. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: রেটিং বলেছেন: হমমম
২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: হহহহহহহহহহহহ।
২৫. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫১
comment by: রুধীণ বলেছেন:
সমালোচনা,মতপ্রকাশ যে কেউ করতেই পারে । ব্যাপারটা দু:খ জনক তখন হয়, যখন আমরা সেটা করতে গিয়ে উপহাস, ব্যঙ্গাত্বক করে ফেলি। সবাই সবকিছু ভালো পারবে সেটাতো হয়না। কারো লেখাকে উপহাস , ব্যঙ্গ করে সমালোচনার পক্ষপাতি নই। কাউকে,কিছুকে ছোট করে দেখা মানে নিজের হীনমন্যতারই বহি প্রকাশ।

২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: হিউমার-উইটের পক্ষের লোক হিসাবে আমার মনে হয় ব্যঙ্গ, উপহাস, পরিহাস খুব শক্তিশালী মাধ্যম।
এইগুলা এমন জিনিশ যে এইগুলা করলে আর সমালোচনার দরকার হয় না। আমি বরং বলি অন্য কথা। আক্রমণ করা খারাপ। নিজের মত প্রতিষ্ঠা করতে অন্যের মত প্রকাশের অধিকার খর্ব করা উচিত নয়। যুক্তি দেয়া সবার আগে জরুরি। নইলে কথা বন্ধ হয়ে যাবে।
২৬. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
comment by: আমিই স্রোত বলেছেন:
ভাইরে, আর কইয়েন না।

একটা ভালো পুসট আইলো। বা টেকি পুসট আইলো। (অবস্যই গদ্যে)

তো কিয়ের থিকা কী, পানতা ভাতে ঘি,
ঝাকে ঝাকে ঝাটকার মতো, কুকবিতা নষ্টকবিতা, অকবিতা দিয়া ফ্লাডিং কইরা সেইটারে দেয় পেরথম পাতা থিকা সরায়া।

মিজাজ কতখুন ঠিক থাকে।

আর ভালা কবিরা(সাংগ-পাংগ ঘোষিতো, বা স্বঘুষিতো)
জেইডা লেখে, হেইডা এমুন পেচায়া লেখে জে
মাতার কয়েক মাইল উপর দিয়া যায়।
কিষুই বুজি না।
কিনতু সাংগপাংগেরা বলে সবই বুঝে :|
ভালা-ভালা কইয়া বাহবা দেয়।

আজীব এক খেলা চলতেছে। :| :|
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: হ একটা খেলা চলতেছে।
২৭. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫৪
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: বিষয় ভিত্তিক বিচার করলে ব্লগে সবচেয়ে কবিতার পোষ্ট বেশী আসে। বাংলা একাডেমীর বইমেলাতেও নতুন কবিতার বই বেশী প্রকাশিত হয়। কোলকাতার বইমেলাতেও এই দৃশ্য দেখা যায়। অধিকাংশ বাঙলাভাষীর জীবনের প্রথম লেখাটা তাই কবিতা। কবিতা খুব সম্ভবতঃ আমাদের রক্তে মিশে আছে।

ব্লগেও কবিতার আধিক্য থাকবে- কথাটা সহজেই অনুমান করা যায়। কবিতাটি ভাল, কি খারাপ তা বিচার করার দায়িত্ব কার? কমেণ্টের সংখ্যা দেখে বিষয়টা বিচার করা যায়না। একথা সত্য যে, ব্লগের সহলেখক, সমমনা লেখকদের সহানুভূতি থাকে একে অন্যের প্রতি। মন্তব্যের ঘরে এই সহানুভূতি লেখককে উৎসাহিত করলেও, তা তাকে কতটুকু উপকৃত করবে বা করে প্রশ্ন সাপেক্ষ। ব্লগে আমি অনেকের কবিতা পাঠ করি নিয়মিতভাবে। পাঁচ-ছয় মাসে এসব পোষ্টে হাতে গোনা কয়েকটি মন্তব্য পাঠ করেছি, যা কাজের। কিন্তু কোন কবি সমালোচনাকে এড়িয়ে গেছেন, বা অপছন্দ করেছেন, এমন উদাহরণ আমি পাইনি।

এমূহুর্তে যারা ব্লগের কবিতাকে ঠাট্টা করে পোষ্ট দিচ্ছেন, তারা কিন্তু কবিতার সমালোচনা করছেন না। যা করছেন, তা অশোভন এবং অন্যায়।

মাহমুদুল হকের প্রয়াণে তপন বাগচী একটি কবিতা পোষ্ট করে ছিলেন সা.ইনে। কবিতাটির কোন সমালোচনা হয়নি। কিন্তু, তপন বাগচীকে আক্রমণ করে অনেক মন্তব্য করেছিলেন অনেক ব্লগার; যে অন্যায়। সেখানে অনেক কবিও অকবি সুলভ কথা বলেছেন, যা তাদের মানসিক ক্ষুদ্রতাকেই প্রকাশ করেছে মাত্র।

গদ্য টেকি পোষ্ট 'কবিতার জ্বালায়' প্রথম পাতা থেকে দ্রুত সরে যাচ্ছে- এ ধরনের পর্যবেক্ষণ এবং অভিযোগ হাস্যকর। ব্লগার 'আমিই স্রোত' যদি আপনার ২৪ আগষ্টের পোষ্টে ২৫ তারিখে মন্তব্য লিখতে পারেন, তবে ধরে নেয়া যায়, তিনি জানেন- প্রথম পাতায় না থাকলেও কোন পোষ্ট কি করে খুঁজে নেয়া যায়।

ব্লগের অনেক তরুন কবি আছেন, উপযুক্ত চর্চার মধ্য দিয়ে গেলে তারাও বাংলা কবিতাকে সমৃদ্ধ করতে পারবেন বলে আমি মনে করি। তাদের কারো কারো লেখায় সে দ্যূতিটুকু আছে।

আমি চাই- সবাই লিখুন। যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা লিখুন। সেটি কে পাঠ করবে, কে কার পিঠ চাপড়াবে- তা পাঠকের রুচির ওপর নির্ভর করে।

এই পোষ্টটি আরো চমৎকার হতে পারত, যারা কবিতা লিখছেন তারা যদি আলোচনায় আসতেন। কিন্তু, কবিতার পোষ্ট নিয়ে সাম্প্রতিক কয়েকজন ব্লগারের অশোভন ইঙ্গিত আর খিস্তিপনায় সেটি আর হবার নয়।

'ভ্যানের হেড লাইটের আলোয় এখনি কবিতা লেখার সময়।'
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: চমৎকার দীর্ঘ আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে।

No comments:

Post a Comment