Tuesday, February 24, 2009

শেষ পর্যন্ত তাইলে এই দাঁড়াইলো?

৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

http://www.muktopran.org/faruk_wasif/17933
http://www.muktopran.org/faruk_wasif/17934



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ১৫৪ টি মন্তব্য
* ১৩৩৬ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ৩৪ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28837127 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: দুইটা মাইনাস। হা হা হা।
আমি জানতাম।
২. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
comment by: আঠারো বছর বয়স বলেছেন: কি দাড়াইল?
৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: সেটাই।
৩. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: কিছু তো এখনও কই নাই। মাইনাসের ভিত্তিতে ঠিক করবো কী বলবো, কতটুকু বলবো।
৪. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: অক্ষর বলেছেন: কিছুই বুঝলাম না
৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: আগে দেখি মাইনাস কয়টা পড়ে। তারপর বুঝায়া বলবো নে। মাইনাসের গতি এত কম কেন?
৫. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: গিফার বলেছেন: কি হয়েছে মাহবুব ভাই ?

বুঝায়া কন.....
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: বলবো। অল্প কথায় হবে না তো, তাই শর্টকাট মারলাম। শুরু করলে শেষ হবেনানে। সুমায় লাগবে।
৬. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
comment by: শুন্য মনির বলেছেন: চোখে বেশি দেখেন নাকি?এখনো দাঁড়ায় নাই,ছামনের নির্বাচেন ঠিকই দাড়াব।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: হা হা হা।
৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০০
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: এর মানে কি? পোস্ট টা বিভ্রান্তিকর মনে হচ্ছে।

আর "মাইনাস"? মানুষ যুক্তির প্রতি আকৃষ্ট হয়। বেকুবরাই প্লাস মাইনাস নিয়ে গবেষনা করে।

আমিও মাইনাস দিচ্ছি। বিভ্রান্তকারী পোস্ট বলে। কিছু একটা ব্যাখা করুন।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
আপনি বাদে যারা মাইনাস দিছে তারা বুইঝাই দিছে।
ফলে, আপনারটা বাদ দিয়া গুনতেছি।
মুক্তপ্রাণ বইলা যে জিনিশটা দেখতেছেন সেইটাই সচলায়তন। ওনারা রিসেন্টলি ব্লুহোস্টে হাপিস হয়েছেন।
আর সচলায়তনের আইপি কেলেঙ্কারির সময় সবচেয়ে লড়াকু ভূমিকা পালনকারী ব্লগার এখন ঘটনার একমাস যাইতে না যাইতে বিদায়ী পোস্ট দিছেন।
বলি, লেখক-সাহিত্যিকরা কি ওইখানে কোনোদিনই জায়গা পাবে না নাকি? আজব ওই রাইটার্স ফোরাম।
৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০১
comment by: রেডিও বাংলাদেশ বেতার বলেছেন: মাইনাচ
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন: উপরে একটু ব্যাখ্যা দিছি। অরিজিনাল মাইনাসগুলা আইসা নিক তারপর আপনেরা জানান দিয়া মাইনাস দিয়েন।
৯. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৯
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই ব্যাখার জন্য। তবে ব্লগে আমার মত লোকজনের সংখ্যা কিছু কম নয়, সেটাও সত্যি।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: হা হা হা।
১০. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪০
comment by: ষড়ভূজ বলেছেন: মাহবুব ভাই, মাইনাস কে পাত্তা দিয়াননা। ভন্ডলায়তনের যে সকল ভন্ডরা এইখানে স্বনামে এবং বেনামে লেখে তারা মাইনাস দিচ্ছে। রিসেন্ট ভিজিটরদের নামটা প্রকাশ করুন। ভন্ডগুলারে দেখে নিই।

ইসসরে ...... ভন্ডলায়তনের অবস্থা দেইখা আমার চউক্ষে পানি আইসা গেল। আমার রুমালটা কই দেখি। "স.......য়তন" নিপাত যাক।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: আহা।
১১. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: হুমমমমমম
রাজা উজিরদের যুদ্ধ
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১১

লেখক বলেছেন: হুমমমমমমমমমমমমমমমম।
১২. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৪
comment by: মখআলমগীর বলেছেন: হিমুরে চাবকান দরকার একটা কমপ্লিট বেয়াদব। এই পোলাটার লাইগা সাইটটা পইচা গেল
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: শুধু হিমু দোষী?
অন্যেরা কী করছে?
১৩. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৪
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: হুমম.......।ঘন্টা দুয়েক ধরে সবগুলো লিংকই পড়লাম।আমি সচলায়তনে কলে-ভদ্রে যাই,খুব বেশি দূরের মনে হয়।কিন্তু হোকনা দূরের,বাংলা ব্লগ সাইট তো,যতবেশি বাংলা ব্লগ তত বেশি আশান্বিত হই।এখন মনে হয় হতাশ হওয়ার সময় আসছে।হায়রে বাংগালি জাতি,তোমরা আসলেই কলহপ্রিয়।পারস্পরিক শ্রদ্ধাবোধ এই জাতির মধ্যে যে কবে জন্ম নেবে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: কলহ এইখানে সমস্যা না। সমস্যা হইলো কলহের ভীতি।
১৪. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৪
comment by: হুমমম... বলেছেন: হুমমমমমমমমমমমম
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: হুমমমমমমমমমমমম।
১৫. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪২
comment by: ফারহান দাউদ বলেছেন: রাজাদের রাজকীয় পুস্ট,গিগা সাইজ,পুরাটা ধৈর্যে কুলাইল না,রাজায় রাজায় ঝগড়ার মাঝে উলুখাগড়ার নাক না গলানিই ভাল,জান নিয়া টানাটানি পড়তে পারে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: হো হো হো।
১৬. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন: বিজ্ঞদের নাকি দাঁড়ায় না, তাহলে মাহবুব ভাই কীভাবে দাঁড়াইল? ঝোপ বুঝে কোপ মারার খায়েশ যখন হইছেই, তাইলে খাড়াইয়া যান, দেরি ক্যান? কইয়া ফালান।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: কীভাবে দাঁড়াইলো সেইটা আপনের প্রশ্ন। মরা জিনিশরে জ্যাতা করার চেষ্টা নিয়া আপনেরা দণ্ডায়মান লোকগুলা গিয়া গিয়া একেকটা সংগ্রাম করতেছেন দেইখা ভাল লাগতেছে। শ্রীকৃষ্ণ কী কইছিল অর্জুনরে এই প্রসঙ্গে আবার মনে করায়া দিলাম।

পুকুরে জাহাজ ভাসায়া ধরা খাইলেন।

কবো। ধীরে ধীরে কবো।
আমার আশ্চর্য ফুল যেন চকোলেট নিমেষে গলাধকরণ তাকে না করে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই। দীর্ঘ তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারে, প্রেমে।
১৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬
comment by: নুশেরা বলেছেন: শ্রদ্ধেয় ভাই ফারুক ওয়াসিফ, আমি কিন্তু কোন পোস্ট দিয়ে বিদায় নিইনি; পোস্ট মুছে ফেলে সরে এসেছি। যে যখন আমার নাম নিয়ে পোস্ট দিয়েছে, অনুরোধ করেছি মুছে ফেলতে। আমার বিদায় পোস্ট নিয়ে কিছু বলেছেন দেখলাম; সেটা কোন্ পোস্ট ছিল, মুমুরটা?
১৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২
comment by: একজন ব্লগার বলেছেন: সচলায়তন=মুক্তপ্রান!!!! :-*
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: আরও বানানো আছে, সময় মতো ডোমেইন চেঞ্জ হইতেই থাকবে।
১৯. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৭
comment by: কৌশিক বলেছেন: ওয়াক থু! সচলায়তনের লিংক! মাইনাচ!
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: সচলায়তনের দিকে থুতু দিয়েন না। খাইয়ালাইবো।
২০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৯
comment by: ফিউশন ফাইভ বলেছেন: দারুণ দুইটা লিংক পেলাম। ধন্যবাদ। ভবিষ্যতে কাজে আসবে।

মাইনাসে চিন্তিত হয়েন না। সচল থেকে ডেপুটেশনে আগত কিছু ব্লগার জানবাজি রাইখা সামহোয়্যারে পৈড়া থাকে। পীরভক্তি থিকা তারা এই কর্মটা করে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন: হো হো হো।
আপনে কই?
কবিতা বিরোধী সংগ্রামের পর তো আর কোনো চমক পাইলাম না। কিছু না পাইলে আমারে নাপিত বানাইনা ছবিটা আবার ছাড়েন।
২১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২০
comment by: রাতমজুর বলেছেন: হা হাহা, মোর্শেদ ভাই ফাটাইছেন :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: হা হা হা।
আপনে গ্রুপ ত্যাগ করছেন ক্যালা?
এখন গিয়া ফেসবুকে প্রথম আলো ব্লগ গ্রুপে জয়েন দিয়া কাফফারা দেন।
২২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৩
comment by: রাতমজুর বলেছেন:
অপকবি আর অপকবিতা আন্দোলনে আগাম ডরাইছি, কবে যে অপলেখক আন্দোলন শুরু হৈয়া যায় :( ;)

ডরের চোটে পোষ্ট গুলানও হাফিশ করবার চাইছিলাম, বিশেষ কারনে ২টা রাখতে হৈছে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: ডরাইয়েন না। আমরা আছি না। ম্যায় হু না?
২৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৫
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুমমমমম ....... দুটি লিংকই দেখলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: হুমম।
২৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৯
comment by: ফিউশন ফাইভ বলেছেন: অচলগুলার কতো বড়ো স্পর্ধা দেখলেন? সচলায়তনের আইপি কেলেঙ্কারির সময় সবচেয়ে লড়াকু ভূমিকা পালনকারী ব্লগার ফারুক ওয়াসিফের সঙ্গে কী অভব্য ব্যবহারটাই না করলো সচল কর্তৃপক্ষ! কতো বড়ো বেইমান!
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: আমি আগেই কইছিলাম। একের পর এক দেখতেছি তো।
ওরা বীর পছন্দ করে না। ওরা মেরুদণ্ড অলা লেখকও পছন্দ করে না। খালি কেঁচো নিয়া থাকতে পছন্দ করে।
এতকিছু হওয়ার পর সুমন চৌধুরী ওইখানে কী মনে কইরা আছে এইটা ভাবলে আমি কোনো জওয়াব পাই না। তাইলে কি এই লোক সুমন চৌধুরী না নাকি। কত কিছু হয় কিন্তু সুমন চৌধুরী কী বলে আমরা জানতে পারি না। আজিব এই দুনিয়া।
এখন কিছু দিন আবার উনি চুপ থাকবেন নাকি কিছু কইবেন জানতে চাই। ভাস্করদা, সুমন রহমান, ইমরুল হাসান, নুশেরা, মনজুরুল ভাই, ফারুক ওয়াসিফ... এত ঘটনার পরও ওনার নিশ্চুপতা দেইখা একটা প্রশ্ন জাগলো। সেইটা হইলো, তবে কি আমি ভুল জানতাম?
ফিউশন,
একটা কিছু করেন বস। এইসব আর ভাল্লাগে না। স্রিফ আর ভাল্লাগে না। সচলায়তন নিয়া আমরা আর কত লিখবো? স্রিফ বিরক্ত হয়া গেলাম।
২৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৫
comment by: একরামুল হক শামীম বলেছেন: এতো রাতে ব্লগে কি? :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: আপনে কী করেন। দিনে মেলা কাম করছেন এখন ঘুমান।
২৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৭
comment by: লালবাগ বলেছেন: @ফারুক ওয়াসিফ ভাই- জলে বাস করে কুমিরের সাথে লাগতে গেলে চলে!!
সচলে থাকতে হইলে 'পারলে পিঠ চাপড়ান, নইলে ফুটেন' - গত একবছর নিবিড় ভাবে সচল পইড়া এক বাক্যে বলতে গেলে এই কথাটাই বলতে হয়।
মনোযোগ দিয়া কয়েক সপ্তা সচল পড়লেই তো যে কোন ঘিলুআলা ব্যাটা এইটা ধরতে পারে, নাকি পারে না?!!
শুধু শুধু 'মানসিকভাবে অসুস্থ' সহ আরো কত কথা শুনলেন। আপনার জন্য খারাপ লাগতেছে- সত্যই খারাপ লাগতেছে- কুমিরের কান্না ভাইবা আবার গাল দিয়েন না। অচল থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: হ।
২৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৫
comment by: লালবাগ বলেছেন: অলৌকিক হাসানের সচল ত্যাগ - ভুইলা গেছেন। তুচ্ছ ব্যাপার নিয়া ওনার সাথেও খুব খারাপ আচরণ করা হইছিল যতদূর মনে পড়ে। ওনাগো বড় সমস্যাটাই তো এ্যাপ্রোচে- কে শোনে কার কথা- ওনারা তো আবার বিশাল পন্ডিত একেক জনা!! দুইদিন পরপর এইসব কাইজ্যা দেখতে সত্যি ভাল লাগে না।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: ওরা কি খালি খারাপ আচরণ করাই শিখছে?
২৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৮
comment by: ফিউশন ফাইভ বলেছেন: এই লিংকটা একনজর দেইখেন-
http://www.muktopran.org/guest_writer/17920

বাসায় কোন্ কম্পানির কানেকশন নিলেন? ব্রডব্যান্ড নাকি জিপিআরএস?
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: আগেই পাঠ করেছি। আমার ব্লগে এবং সচলে।
মাসুদ রানা আর স্টেলা মেলনের দুর্লভ যোগাযোগকে সম্ভব করেছে যারা।
২৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯
comment by: ঘাঘু বাবু বলেছেন: মাহবুব ভাই, ফারুক ভাইয়ের প্রতি যদি আপনার শ্রধা থাকত আপনি তাহলে এই রকম লিঙ্ক দিয়া পোস্ট দিতেন না । উনাকে আরো অপমান করলেন । মতের অমিল হতেই পারে । এটা নিয়ে ব্যাবসা করা শুরু করে আপনার কি লাভ হলো বুঝলাম না । অবশ্য আপনার মত পাব্লিক পৃথীবিতে আছে বলেই ভালো মানুষের অভাব টা বুঝি। এইটাও কম কি । ব্যাপার না । আপ্নে সুমন ভাইরেও টাইনা আনলেন । ভালো... কোনদিন সম্মান পান নাই তো... মানুষ কে সম্মান কি করে করবেন ... তাই না???
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: ঘাঘু,
শ্রদ্ধা বলতে আপনি কী বুঝেন? ফারুক ওয়াসিফ পোস্ট দিছেন সবাইরে জানানোর জন্য। আমি জানানোর পরিধিটা বাড়ায়ে দিলাম। আর পোস্টগুলা যাতে ওরা সরাইতে না পারে তার জন্য খুঁটি গাঁড়লাম। আমি তো কোনো কমেন্ট বা নেতিবাচক কিছু কই নাই। কথা পৃষ্ঠে কথা আইতাছে। কথা বাড়তেছে। এই যে আপনে আমারে ব্যক্তিগত আক্রমণ করলেন। এইটাতে কথা বাড়লো।
শ্রদ্ধা-ভক্তির চর্চা আপনেরা করেন। আমি এইসবের মধ্যে নাই। সুমন চৌধুরীর কিছু বলা উচিত বইলা আমি মনে করি। বিতর্কের উর্ধে উইঠা সুমন শেষ পর্যন্ত কী হইতে চান এইটা আমাদের জানা দরকার। লেখক-কবি, 'লাল শার্ট'দের তো উনিই ডাইকা নিয়া যান।
৩০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৮
comment by: নামবিহীন বলেছেন: আপনাদের এই সচলায়তন এলার্জি যে কবে শেষ হবে!!
ব্যক্তি কারো কারো মতের অমিল ধরে পুরো একটা কমিউনিটির বিরুদ্ধে লেগে থাকাটা ভালো কিছু নয়। ঝগড়া ফ্যাসাদ হলেই কোনো কিছু পচে যায়না।
ঘাঘু বাবুর কমেন্ট টাই সব বলে দিচ্ছে। নিজের স্বার্থেই এসব ত্যাগ করুন।
ভালো থাকবেন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: সচলায়তন এলার্জি শেষ করার জন্য তো বইসাই আছি। লেকিন হেরা তো বেশি দিন ভুইলা থাকতে দেয় না। আলোচনায় থাকতে চায়। ফারুক ওয়াসিফ তো ফেলনা কেউ না যে, উনি ব্লগ ত্যাগ করার ঘোষণা দিবেন আর আমরা সেইটা দেইখা চাইপা যাবো।
নিজের স্বার্থেই এইসব খারাপ পরামর্শ দেওয়া থেকে বিরত থাকেন। ঘাঘুরেও পরামর্শ দেন।
৩১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: মাহবুব সুমন বলেছেন: +
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
comment by: রিফাত হাসান বলেছেন: মাহবুব ভাই, সচল নিয়ে একটা রাত জাগলেন। আপনাকে রাতে কখনো অনলাইনে দেখিনি। কালকে দেখলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: সচল নিয়া বসি নাই আসলে। অন্য একটা কাজ করতেছিলাম। ফাঁকে মজা কইরা কইরা কমেন্টের উত্তর দিতেছিলাম।
এখন থেকে রাতে কেন, স্বপ্নের মধ্যেও অনলাইনে থাকতে হবে। ঘুমের মধ্যেও পোস্ট দিতে হবে। আপনি ফেসবুকে আসেন না কেন? একটা গ্রুপ খুলছি।
৩৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৫
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন: সচল কি আমারে ব্যান করছে? তাইলে এত আনন্দের কী আছে?
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: না ব্যান করবে কেন?
আপনে ওদের আইপি কেলেঙ্কারির সময় জানবাজী দিয়া লড়লেন, তার একটা কৃতজ্ঞতা আছে না।
৩৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৯
comment by: ষড়ভূজ বলেছেন: "এতকিছু হওয়ার পর সুমন চৌধুরী ওইখানে কী মনে কইরা আছে এইটা ভাবলে আমি কোনো জওয়াব পাই না" -

মাহবুব ভাই, শুধু সুমন চৌধুরী না আরো কিছু ব্লগার যেমন- রেজওয়ান, রাগিব, জ্বীনের বাদশাহ, সুবিনয় মুস্তফী এদের চুপ দেখে আশ্চর্য হচ্ছি। এরা কেউ কোন প্রতিবাদ করছেনা! রাগিব সাহেবতো কতো তুচ্ছ কারনে সামহোয়ারে হইচই লাগায় দেন (যেমন কয়দিন আগে ত্রিভুজের সাথে) আর এখন ওনারা সবাই বিলাই হয়ে গেছেন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৬

লেখক বলেছেন: সবাইরে সব বিষয়ে কথা বলতে হবে এমন না, সেইটা কেউ এক্সপেক্টও করে না। সুবিনয় মুস্তফী তো লেখছে দেখলাম। অনেকেই ফারুক ওয়াসিফকে ফিরে যাওয়ার অনুরোধ করছে। রেজওয়ান ভাই বা রাগিব ভাইরা বিভিন্ন কজে তো দাঁড়ান দেখছি। ত্রিভুজের ব্যাপারটা আমি খিয়াল করি নাই। কপিরাইট, ওপেন সোর্স তেমন বুঝি না বইলা আগ্রহ পাই নাই।
কিন্তু সুমন চৌধুরীর ব্যাপারটা বিশেষভাবে উল্লেখ করা জরুরি হয়া পড়ছে। উনি তো ওইখানে ওতোপ্রতোভাবে জড়িত। কিন্তু অরূপ-হিমু-মুর্শেদদের সব অপকর্মে ওনারে চুপ থাকতে দেখা যায় কেন। এই প্রশ্নের উত্তর খুঁজতেছি।
৩৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
comment by: নির্বাক সুশীল বলেছেন:

পাব্লিক কয়েকদিন পরে আরেক্টা ব্লগের নাম শুনবে। সেইটা হইলো প্রথম আলো ব্লগ। এই পোস্ট হইলো তার পূর্বপ‌্রস্তুতি।

দালাল ও হিজড়া সবসময়েই আছে। দালাল একাত্তরেও ছিলো।
কর্পোরেটের দালাল ও বুদ্ধিবৃত্তিক হিজড়া মাহবুব মোর্ষেদকে অভিনন্দন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৮

লেখক বলেছেন: আপনের অপেক্ষায় আছিলাম। আসতে এত দেরি করলেন যে?
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: কথা থাকলে কথা কন। গালাগালি করলে তো সচলায়তনরেই মানুষ খারাপ বলবে। আপনেরা গালাগালিটা ছাড়তে পারলেন না?
৩৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৭
comment by: নির্বাক সুশীল বলেছেন:
ষড়ভুজ কি তিনভুজের গে পার্টনার নাকি?
তিনভুজ তো এখন কলগার্লের দালালি বিজনেস শুরু করসে অনলাইনে। কালকেই কে জানি তার বিজ্ঞাপন দিসে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: একা আইছেন ক্যা?
৩৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৯
comment by: নির্বাক সুশীল বলেছেন:
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: ভাল হইছে ছবিটা।
৩৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১০
comment by: নির্বাক সুশীল বলেছেন: এদেরকে রাখতেসেন না প্রথমালু ব্লগে?
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: হেভি আক্রমণ দিছেন তো। আরও আক্রমণ করেন। খুব ভাল হইতেছে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: সচলায়তনের পক্ষ থিকা আপনেরে একা পাঠাইলো শেষ পর্যন্ত?
৩৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৫
comment by: নির্বাক সুশীল বলেছেন:
আমি ভাড়া খাটি।
টাকা দিলে প্রথমআলোব্লগের দালালি করতাম। কতো দিবা?
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: সেই তো দেখতেছি। যখন দরকার হয় তুমারে পাঠায়।
মার্কেট কেমন?
ওরা কত দেয়?
৪০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৫
comment by: তেলাপোকা বলেছেন: বোয়ালমুখো কি শ্যাষমেষ অচলায়তনকে এগিয়ে নিতে পারছেনা। চিন্তার বিষয়। অচলায়তনে আমি সর্বমোট ৫ বার গেছি। ফেরেস্তাজাতীয় সকল ব্লগের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নাই। প্লাস।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: হা হা হা। ধন্যবাদ।
৪১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২১
comment by: আরিফ জেবতিক বলেছেন: হিট পোস্ট । :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: হ, আরিফ ভাই।
আমি কিন্তু এতটা চাই নাই। খালি চাইতেছিলাম, ওনারা যেন পোস্ট দুইটা সরাইলে বুঝতে পারি।
কেমন আছেন?
৪২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
comment by: তেলাপোকা বলেছেন: Domain ID:D153389382-LROR
Domain Name:MUKTOPRAN.ORG
Created On:18-Jul-2008 16:10:11 UTC
Last Updated On:26-Aug-2008 02:52:36 UTC
Expiration Date:18-Jul-2009 16:10:11 UTC
Sponsoring Registrar:Tucows Inc. (R11-LROR)
Status:CLIENT TRANSFER PROHIBITED
Status:CLIENT UPDATE PROHIBITED
Status:TRANSFER PROHIBITED
Registrant ID:tujIcLf3RwWmXPYZ
Registrant Name:Mahbub Murshed
Registrant Organization:Sachalayatan
Registrant Street1:605 Highland Ave #3
Registrant Street2:
Registrant Street3:
Registrant City:Canonsburg
Registrant State/Province:PA
Registrant Postal Code:15317
Registrant Country:US
Registrant Phone:+1.4802427103
Registrant Phone Ext.:
Registrant FAX:+1.3105642007
Registrant FAX Ext.:
Registrant Email:murshed@gmail.com
Admin ID:tujIcLf3RwWmXPYZ
Admin Name:Mahbub Murshed
Admin Organization:Sachalayatan
Admin Street1:605 Highland Ave #3
Admin Street2:
Admin Street3:
Admin City:Canonsburg
Admin State/Province:PA
Admin Postal Code:15317
Admin Country:US
Admin Phone:+1.4802427103
Admin Phone Ext.:
Admin FAX:+1.3105642007
Admin FAX Ext.:
Admin Email:murshed@gmail.com
Tech ID:tuXhFFYF4M3C21Ku
Tech Name:DNS Administrator
Tech Organization:(mt) Media Temple, Inc
Tech Street1:8520 National Blvd.
Tech Street2:Suite A
Tech Street3:
Tech City:Culver City
Tech State/Province:CA
Tech Postal Code:90232
Tech Country:US
Tech Phone:+1.8775784000
Tech Phone Ext.:
Tech FAX:+1.3105642007
Tech FAX Ext.:
Tech Email:dnsadmin@mediatemple.net
Name Server:NS1.MEDIATEMPLE.NET
Name Server:NS2.MEDIATEMPLE.NET

ফইরা নাকি? বিখ্যাত রাইটার যদি এমন ফইরা হয় তো আমাদের আমজনতার কি হবে? মানে যারা দুইলাইনও লিখতে পারিনা? ২০০৯ সালের অপেক্ষায় আছি।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: বুঝি নাই।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: বুঝায়া দেন।
৪৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৭
comment by: ক্ষুদ্র বলেছেন: " নির্বাক সুশীল " বাহ কি সুন্দর । নিক এর যথাযথ মর্যাদা রক্ষা ।



প্লাস
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: হ। কিন্তু ওরা কত দেয় সেইটা তো কয় না সে।
৪৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৮
comment by: আরিফ জেবতিক বলেছেন: আমি ভালো আছি ।
আপনার ব্লগের খবর কী ? কবে নাগাদ আসবে ?
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: প্রথম আলো ব্লগ সেপ্টেম্বরেই আসবে। ফেসবুকে পাবলিসিটি করার জন্য একটা গ্রুপ খুলছি। আপনার সাথে একদিন দেখা করতে চাই। ফোন দিবো নে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: ডেট এখনও ঠিক হয় নাই। হলে জানাবো। অন্য কোনো ব্লগের মাধ্যমে জানাতে চাচ্ছি না বলে গ্রুপ খুললাম।
৪৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: এমনি এমনি চালু দিয়েন না । একটা শিরনি করেন , বহুদিন ভালো মন্দ খাই না । :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: খাওয়া তো আপনের থিকা পাওনা হয়া আছে। দেখা হউক আগে।
৪৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: আলিফ দেওয়ান বলেছেন: সন্তোষ ডি কস্টা খবর কী?@লোকালটক
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: মানে কী?
৪৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
comment by: তেলাপোকা বলেছেন:
/*
সচলায়তন এখন muktopran.org-এ হোস্ট করা হচ্ছে
লিখেছেন সচলায়তন (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২৩:৩৬)

সীমার বেশী লোড সৃষ্টি হওয়ায় সচলায়তন এর হোস্টিং কাম্পানি ব্লুহোস্ট অন্যান্য শেয়ারড্ সাইটের জন্য সমস্যা সৃষ্টি করার অজুহাতে কোন নোটিশ ছাড়াই দুদিন আগে Sachalayatan.com ডোমেইনটি নিস্ক্রিয় করে দেয়।

এমতাবস্থায়, আমরা এই হোস্টিং কাম্পানিতে সচলকে আর না রাখার সিদ্ধান্ত নেই, ঝটপট সবকিছু সরিয়ে ফেলা হয় তাই Muktopran.org-এ।

Sachalayatan.com ডোমেইনটি অনেক অনুরোধ ও শর্ত মানার সাপেক্ষে আজ আবার সক্রিয় করে ব্লুহোস্ট। Sachalayatan.com-এ গেলে এখন আপনি রিডাউরেক্টেড হবেন Muktopran.org-এ।

সচলায়তনের সকল শুভানুধ্যায়ী ও পাঠকের প্রতি আমাদের আন্তরিক ক্ষমাপ্রার্থনা এই অহেতুক ফ্যাসাদের জন্য... */

--------------------------------------ঃ

আহা। সি.আই.এ কতো চেষ্টা করলো ক্যাস্ট্রোর দাঁড়ি গায়েব করতে। শেষ পর্যন্ত পারে নাই। আমগো দেশের গর্ভ অচলায়তেনর জ্ঞানীগুনি লেখকবৃন্দ নিজেরাই নিজেদের চুল দাঁড়িয়ে ফেলায় দিলো?

চরম দু:খের এন্ড চিন্তার বিষয়।

মু্ক্তপ্রাণ ডোমেইন ১ বছরের জন্য। পরের বছর কোন নামে তাহারা ভূমিষ্ট হইবেন তাহা জানা সকল অচলায়তেন নিবাসীদের ফরজ কাজ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: জটিল ব্যাপার। বুঝার চেষ্টা করতেছি।
৪৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: তেলাপোকা বলেছেন: *দাঁড়ি
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: দাড়ি।
৪৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
comment by: কিসলু বলেছেন: সচলায়তন মুক্তপ্রান হলো কবে ? জানতাম না , এখন জানলাম
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: চিন্তা করেন। কেমন পাবলিসিটি করলাম।
৫০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
comment by: হিডেন স্ট্রিট বলেছেন: তেলাপোকা এর ডোমেইন সংক্রান্ত চিন্তায় ভুল আছে। এই মুহুর্তে যে ডোমেইনে তারা আছে সেটা হলো একটা মিরর সাইট। কোন সাইটে একটা নতুন হোস্টে নেওয়ার সময় এই ধরনের মিরর সাইট থাকলে কাজে সুবিধা হয়।

এখনো ২০১০ এর আগস্ট পর্যন্ত সচলায়তন ডোমেইন আছে। অবশ্যই সচলায়তন ডোমেইনেই সাইট থাকবে আশা রাখি।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: আপনের আশা পূর্ণতা পাক।
৫১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
comment by: ঘাঘু বাবু বলেছেন: ভাইরে, আমার কথার উত্তরে অনেক কিছুই কইবেন জানতাম । আর কথা হইল, ভার্চুয়াল দুনিয়ায় আপ্নে কইবেন, পিছনে দিয়া আমি কমু,কইতেই থাকমু । এইটা চাইলে আজীবন চলবে । আমার এই চালাচালির আর ইচ্ছা নাই । আমি আমার মতামত কিংবা চিন্তাটাই প্রকাশ করসিলাম । যাই হোক, আপনি শুরু থেকেই তো সচলায়তনের বিপক্ষে, অবশ্য আপনার এই সম্পর্কিত একটা পোস্ট পড়ে আমার খুব খারাপই লেগেছিল আপনার জন্য । সিম্প্যাথি ছিল । এখন আর সেইটা নাই। যে ঘরে আপনার যায়গা হইল না , যেইখানে আপনার লেখা হইল না , সেই ক্ষোভ আজ পর্যন্ত ধইরা রাইখা আপ্নে একটু সুযোগের অপেক্ষায় থাকেন ... কখন কোপ টা মারবেন ।

আপনি একজন সেন্সিবল মানুষ ,এইটাই ভাবসিলাম । একদিন এমনও হইতে পারে, প্রথম আলো ব্লগে আপনার নাও থাকা হইতে পারে । কোন ব্লগেই কোন মানুষ আজীবন থাকব, আমার মনে হয় না । তখন কি করবেন ? এই একই কাজ ? ঘাটাঘাটি? লাড়ালাড়ি???

ভাইরে, নিজের পার্সোনালিটিরেও তো শক্ত করতে হয়, হয় না ? আপ্নে লেখক ভালো । আপনার ভেতরের শুভ বুদ্ধি দিয়া ঝগড়া কাইজ্যা থামাবেন, ভালোর পথে মানুষরে আপনার কলম দিয়া নামাইবেন, আপনার দিকে মানুষ শ্রদ্ধায় অবনত হইব, এইটাই কি একটা ভালো লেখকের দায়িত্ব না রে ভাই???

আপনি ফারুক ভাইরে জিজ্ঞেশ কইরেন, হি ইজ আ সুপার সেন্সিবল পারসন ।চমতকার লোক । উনিও আপনার লেখার পেছনের কারন্টা বোঝে । আপনার উদ্দেশ্য বোঝে । আমরাও বুঝি । ্কিন্তু আমি লগে লগে এইটাও বিশ্বাস করি, আপ্নের কলমের খোচায় মানুষ্কে আপনি অনেক দূর নিতে পারেন ... অনেক...
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: শ্রদ্ধা, ভক্তি, সিমপ্যাথি এইগুলা নিয়া খুব কারবার করেন দেখি আপনে। মার্কসবাদ চর্চা তাইলে এমনেই হয়?
আপনের মতো লোকের কাছে পার্সোনালিটি শক্ত কইরা প্রদর্শন করতে হইলে আমার তো দ্বিতীয়বার জন্ম নিতে হবে। এই ধরনের ফালতু পরামর্শ দিবেন না। শ্রদ্ধা-ভক্তি আর সিম্পাথির বিজনেস ছাইড়া যুক্তির বিজনেস শুরু করেন। মাইনসের অবনত মস্তক আপনেদের দরকার। আমার নাই।
সামহয়ার চালু হওনের আগেও আমি ব্লগিং করতাম। সামহয়ার চালুর পরেও করি। পত্রিকা অফিসে চাকরি করি পাঁচ বছর। সেই চাকরিতে নানা দায়িত্ব পালন করছি। এখন ব্লগের দায়িত্ব পালন করতেছি। যে কোনো সময় যে কোনো দায়িত্বে যাইতে পারি। সেইটার সঙ্গে ব্লগার আমার তো কোনো সম্পর্ক নাই। এইটা এইখানে প্রাসঙ্গিক হইলো ক্যান বুঝতেছি না।
তার মানে আপনি বলতে চাইতেছেন। ফারুক ওয়াসিফের লগে হেরা ঝামেলা করলে আমার চুপ থাকা দরকার আছিল? ফারুক ওয়াসিফের লগে ওদের ঝামেলা মিটমাট করার দায়িত্ব নেওয়া দরকার আছিল?
আজিব চিন্তা তো আপনের!
৫২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
comment by: ষড়ভূজ বলেছেন: "কিন্তু অরূপ-হিমু-মুর্শেদদের সব অপকর্মে ওনারে চুপ থাকতে দেখা যায় কেন। এই প্রশ্নের উত্তর খুঁজতেছি।"

মাহবুব ভাই, উত্তর খুব সোজা। সুমন চৌধুরীর চুপ থাকার কারন হইল উনি ভাল করেই জানেন কিছু বললেই লাথি খেয়ে সচল থেকে বের হয়ে যেতে হবে। সোজা কথায়, মেরুদন্ডহীন লোক।

কিন্তু আমি "রেজওয়ান, রাগিব, জ্বীনের বাদশাহ" এদের নাম উল্লেখ করার কারন হইল এরা সবাই সচলে লেখেন। এরা কেন চুপ? তাহলে এরা ও কি সুমন চৌধুরীর মতো মেরুদন্ডহীন?
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: মেরুদণ্ডহীন বইলা সিদ্ধান্ত নেওয়া এত সহজ না। যাকে আপনি ভীতু মনে করছেন সে যখন ঘুরে দঁড়াবে তখন পাহাড়ও হয়তো সরে যাবে।
টেকনিকাল অবস্থান তো যে কেউ নিতেই পারে। কে কী অবস্থান নিলেন সেইটা হয়তো সবসময় প্রাসঙ্গিকও না। কেউ ভাল লিখতে পারেন কিন্তু তাই বলে যে কোনো কজের পক্ষে তাকে দাঁড়াইতে হবে এমন না। কমিটমেন্ট কইরা তো কেউ লেখতে আসে নাই। নানা অবস্থান থেকেই আমাদের অ্যাকশন রি-অ্যাকশন হয়। আগ্রহ, ইস্যু ইত্যাদিও বিষয় হয়া দাঁড়ায়।
সুমন চৌধুরীর মেরুদণ্ড আছে কি না এইটা এইখানে প্রশ্ন না। প্রশ্ন হইলো এ বিষয়ে ওনার কী মত।
৫৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৯
comment by: ঘাঘু বাবু বলেছেন: সরি ভাই । মাফ চাই । মাফ কইরা দেন ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: খুব চেনা চেনা লাগছে যে তোমায়...........
৫৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২১
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: ওস্তাদ, আপনে রাতমজুররে কইছেন- এখন গিয়া ফেসবুকে প্রথম আলো ব্লগ গ্রুপে জয়েন দিয়া কাফফারা দেন।

আমি কিন্তু জয়েন করছি, অধমের দিকে একটু খেয়াল রাইখেন...
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: গ্রুপে গিয়া দেইখেন। খেয়াল কেমনে রাখছি।
৫৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৪
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন: ভাই মাহবুব, আমিও কইছি আরো লোকে কইছে, আবারো কথা দিলাম, তোমার ব্লগে লিখুমই লিখুম, আমি লিখুম, আমার বাপরে লিখতে কমু মায় পাড়ার যে চাচারা মোড়ে দাঁড়াইয়া মাইয়া দেইখ্যা ফুসফাস করে, তাগোরেও কমু, আপনারা মাহবুবের ব্লগে লেখেন, উৎপাদনশীল কাজে লাগেন। ভাই এইবার খ্যামা দাও, আমরা তোমার লগে আছি।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: ব্যক্তি আমার লগে আমার চাকরিরে কেন মিশান ভাই?
আমি তো সচলের ভণ্ডামীর বিরুদ্ধে আজকে থিকা কথা বলতেছি না। প্রথম পোস্টটা কবে দিছিলাম দেইখা নিয়েন আমার প্রিয় পোস্ট থিকা।
তখন কি আমি জানতাম আমি ব্লগের চাকরি করবো?
মনে খুব বেথা পাইলাম। ভাই, সচলায়তনের সমস্যা ফোকাস করা আমার চাকরির সঙ্গে জড়িত না। এইটা আমি নিজ মনে, নিজ দায়িত্বে করতেছি। বুইঝেন কিন্তু। একটার সাথে আরেকটারে মিশাইয়েন না।
৫৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: হাসিব মাহমুদ বলেছেন: আমিও আচি
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: থাকেন। আপনারে অনেক আগে এক্সপেক্ট করতেছিলাম।
৫৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: সরপ বলেছেন: সুন্দর পোষ্ট।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: বারো হাত কাকুড়ের তোরো হাত বীচি এইটারেই কয়।
কানা ছেলের নাম পদ্মলোচন হইলে এই পোস্টও সুন্দর।
৫৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
comment by: সমুদ্র বলেছেন: সচুর পেইড দালালরা এক্টার পর এক্টা আস্তাচে।
হাছিবরে দেইকা মজাক পাই।
ফারুক ওয়াছিফের সেই পাইটের কথা মনে আচে। সচুগো আইপি নাটকের জন্য এত্ত কিছু কওনের পরো ফারুকরে অপমান করা উচিত হয় নাই। তেব্র পেত্তিবাদ।
জেবতিক সব দলেই আচে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: আপনেরে নতুন পাইলাম নিকি?
৫৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
comment by: সমুদ্র বলেছেন: পুস্ট ভালৈচে মুরশেদ ভাইয়া, পিলাচ
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: এইটাও পুস্ট?
৬০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
comment by: দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
গিরগিয়া।
আংগুর টক।
মাইলাচ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: তাই না?
৬১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫১
comment by: ফাহমিদুল হক বলেছেন: সামহোয়ারের বাইরে অন্য ব্লগ পড়া হয়না। আর ব্লগসমূহের ইতিহাস-রাজনীতিও এখনও পুরোপুরি বুঝিনা। তাই মন্তব্যও করা যাচ্ছেনা।

তবে বোঝার চেষ্টা করছি।

একটা জিনিস বুঝেছি আপনার একধরনের সচলহিংসা রয়েছে। ঘটনা কী? সচল কি সামহোয়ারের প্রতিদ্বন্দ্বী? অথবা আপনার? ঐযে 'ভালো মনে করে কী মনে কইরা?' ইত্যাদির বাইরে আর কী কী ঘটনাবলী এখানে সক্রিয় রয়েছে?
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: সচলের সঙ্গে আমার হিস্ট্রি আছে।
এইখানে পাবেন।
Click This Link
সচল কিছুই না। কিন্তু সচল আমাদের মেলা ডিস্টার্ব করছে। তাছাড়া ওরকম ফ্যাসিস্ট একটা ব্লগসাইট বাংলা ব্লগের সম্মানহানি করতেছে। ফলে, ওদের ফ্যাসিজম নিয়া নিয়মিত কথা বলতে হয়।
ওদের হিস্ট্রি নিয়া রীতিমতো যোগাযোগের জন্য একটা গবেষণামূলক প্রবন্ধ লেখা যায়। যার শিরোনাম হইতে পারে :
'অনাবাসী বাংলাদেশী তরুণদের মতপ্রকাশের স্বপ্নবিলাস, দেশের বাইরে চর্চিত ফ্যাসিজমে দিকদর্শন।'
অথবা,
'অলেখকদের লেখক হওয়ার ওয়েব সাধনা, লেখকরা কেন তাদের ফাঁদে পা দিয়া ধরা খান।'
৬২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫২
comment by: ফাহমিদুল হক বলেছেন: তবে ফারুক ওয়াসিফ আমার প্রিয় লেখক। তার অপমানের প্রতিবাদ জানাই।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: সেটাই মূল কথা।
৬৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৮
comment by: আলিফ দেওয়ান বলেছেন: হ, লেখকদের উচিত মামো কর্তৃক মডারেতব্য প্রথমালু ব্লগে গিয়া ধরা খাওয়া।

আহারে মাহাবুব মোরশেদ মাননা, আপনারে লয় নাই দেইখাই সচুরা ফ্যাসিস্ট?

সবচে মজা লাগে আপনের নিজের ব্লগিঙের হিস্ট্রি দেখলে। ঢুকসিলেন ব্রাত্য রাইসুর গোয়ায় তেল মাখাইয়া যায়যায়দিনে ঢুকার রাস্তা করতে, তারপর কিসুদিন বালছাল লেইখা শুরু করলেন রাজাকার কামারুজ্জামানের বৈধ সন্তানগো দালালি আর এখন মাঝে মাঝে মিলিটারি সরকারের পাছায় তেল ডলা। বাকি সবকিসুই তো সচুগো গালি দ্যাওন আর গীবত গাওন। আপনের ব্লগের শিরোনাম করা যায়, "সচুগো পুটকিতে আঙ্গুল দেই।" সচলের হিস্ট্রি লইয়া আপনে যত পুস্ট দিসেন, সেগুলি এক জায়গায় করলে একটা চটি বই হইবো ঠিকই। পারলে বইমেলায় বাইর করেন।

আর পারলে কিসু লেখেন। নিজে তো বেনামে আইসা গল্পকার বইলা নিজের পুটকিতে নিজেই তেল মালিশ করেন (আপসুস, আপনার প্রশংসা করার মতো রক্তমাংসের পাঠক খুঁইজা পাওন যায় না, খালি নিক খুলতে হয় আপনেরে), কিসু গল্পই নাহয় লেখেন এই খ্যাতাব হালাল করার জন্য। কিসু কইলেই তো ফিলিপ্স পুরস্কারের কতা কন। ঐ পুরস্কারের কর্তাগো গোয়ায় কতো ত্যাল ডলসিলেন, অনুমান করতে কষ্ট হয় না।

সচুরা ফ্যাসিস্ট, কিন্তু বুদ্ধিমান ফ্যাসিস্ট। আপনের মতো দুই লম্বরী লুকরে ময়দানে ঢুকতেই দেয় নাই, মুখের উপ্রে দর্জা বন্ধ কইরা দিছে।

চালাইয়া যান ভাঁড়ামি। মাঝেমধ্যে আপনের মতো ছাগলেরা ছাগলামি না করলে দুনিয়াটাই পাইনসা হইয়া যাইতো।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: আলিফ দেওয়ান কেডা? আমি জানি। আপনেরা জানলে আওয়াজ দিয়েন।
সে কী কারণে ক্ষেপছে সেইটাও জানি।
৬৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৫
comment by: ধুসর গোধূলি বলেছেন:

আপনে সচলায়তনের কাছে অনেক টেকা পয়সা পাওয়া হৈয়া গেলেন মিয়া ভাই। যেই হারে আপনে সচলায়তনের মার্কেটিং শুরু করছেন আপনেরে সচলায়তনের সবাই আইসা মিনিমাম একটা কইরা চুম্মা দিয়া যাওনের কথা। কিন্তু সমস্যা হইলো আমাগো দেশে হিজড়া টাইপের কাউরে চুম্মা তো দূরের কথা শৌচকার্য করার জন্যও নিয়োগ দেয়া হয় না।

তবে আপনে চালায়া যান। যার যেই কাজ। আপনের কাজই হইলো জনগণের পশ্চাৎদেশে নাসিকাচালন করা। ঐটা আপনে ভালোই পারেন।

যেই ফারুক ওয়াসিফের জন্য আপনে কাইন্দা কাইট্টা লুঙ্গি ভিজায়া ফেললেন সেই ফারুক ওয়াসিফই আপনেরে যখন জিজ্ঞেস করলো এতো লাফানোর কী আছে, আপনে স্বভাবসিদ্ধ ছেনালী ভেটকি দিয়া আপনের দায়িত্ব জ্ঞানের কথা জাহির করলেন। এখন ফারুক ওয়াসিফ আপনেরে বাম হাতে খটাশ কইরা একটা চটকানা মারলেও হয়তো আপনে হাসতেই থাকবেন, এইটাই আপনের কাজ, এইটাই আপনের প্রফেশন। এইটা নিয়া কথা কওনের কিছু নাই।

কিন্তু যেই ব্যাপারটা নিয়া অনিচ্ছা সত্বেও কথা কইতে হইতাছে তা হইলো, মিয়া ভাই ক্ষ্যামা দ্যান। আপনেরে কেউ সচলায়তনের কারো মলদ্বার ধৌত করার জন্য তো পয়সা দিয়া নিয়োগ করে নাই। তারপরেও ক্যান কষ্ট কইরা এই কাম করতে যান? নাকি কারো কাছ থাইকা সাপ্তাওয়ারী পয়সা হাতাইতাছেন সচলায়তনের পুটকিওয়াশ করার লাইগ্যা! ইট্টু জানাইয়েন, তাইলে আপনের পেডে লাত্তি দিমু না।

তয় হোগা পাছা বরাবর লাত্তি দিলেও দিবার পারি, কওন যায় না।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: ধুসর গোধূলির এই অবস্থা?
কই যাই?
সচলায়তনের পরিচালকদের মাথা কী খারাপ হয়া গেল নাকি?
৬৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২২
comment by: এস্কিমো বলেছেন: এরা হলো বাংলাদেশের সাংবাদিক!
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: আইছে আরেকজন!
৬৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫১
comment by: লাল মিয়া বলেছেন: মাহবুব মোর্শেদ আমার প্রিয় ব্লগার।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: দৃষ্টি বুলিয়ে গেলেন বলে ধন্যবাদ। আপনার দৃষ্টিই আকর্ষণ করতে আছিলাম।
৬৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৪
comment by: কাজী এবি..মনসুর বলেছেন: অশ্লীল কথা বলার দায়ে ধুসর গোধুলী নামের লোকটিকে লাথি দিয়ে ব্লগ থেকে বের করে দেয়ার জন্য মডারেটরকে দাবী জানাচ্ছি ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪২

লেখক বলেছেন: লাথি না দিয়েও তো ব্লগ থেকে বের করা যায়।
৬৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৭
comment by: কাজী এবি..মনসুর বলেছেন: আর একজন আছে ব্লগ এ নারী উত্যক্তকারী ।সে হল এক্সিমো । Click This Link
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: তাই নাকি? এস্কিমো তো আগে ভাল ছিল।
৬৯. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৮
comment by: গডফাদার বলেছেন: কাজী এবি..মনসুর বলেছেন: অশ্লীল কথা বলার দায়ে ধুসর গোধুলী নামের লোকটিকে লাথি দিয়ে ব্লগ থেকে বের করে দেয়ার জন্য মডারেটরকে দাবী জানাচ্ছি ।
.............
ধুসর গোধুলী সচলায়তেনর মডােরটর। খা্কির পোলাটা সচলায়তেনর পক্ষে চামচামি করছে। জার্মান পরবাসী ্দির পোলাটার হোগা মারলেও সে লেখক হতে পারবে না। মুর্শেদ ও অরূপের চামচামি করা তার পেশা।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: সচলায়তনের কর্তারা গালি দিচ্ছে, ওটা ওদের স্বভাব। তাই বলে ওদের গালির উত্তরে আমরা গালি দিব কেন?
ওদের রাগ হয়েছে। ধরা খেয়েছে। গালি তো দিবেই। ওই গালি থেকেই মানুষ ওদের চিনবে। তাই না?
৭০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
comment by: রবিউলকরিম বলেছেন: জট খুলবে কি রহস্যের?
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: খুলে গেছে। ধুসর গোধূলি পর্যন্ত যখন আইসা গালি দিয়া গেছে, তখন বুঝতে হবে, জট খুইলা গেছে।
এখন সামনে কী হয় দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
৭১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: ফিউশন ফাইভ বলেছেন: এস্কিমো খুব জ্ঞানীভাব নিয়া কৈলেন যে, এরা হল বাংলাদেশের সাংবাদিক! এস্কিমোকে মামো জুতসই জবাব দিতে পারেননি। তার প্রশ্নের উত্তরে আপনিও আক্ষেপ করে কৈতে পারতেন- এরাই ছিলেন সরকারি কর্মচারী!
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: এস্কিমোর মতো জ্ঞানী আমি খুব কমই দেখছি।
ওনারে জাদুঘরে সংরক্ষণ করার আবেদন জানানো দরকার।
উনি সরকারি নাকি?
৭২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৭
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: জ্ঞানী ব্যক্তির প্রতি রইল অশেষ শ্রদ্ধা। বাংলাদেশের গৌরব হলেন উনারা।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: হ।
৭৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯
comment by: ভবঘুরে বলেছেন: আমি বিস্তারিত জানতে আগ্রহী। কারন ঘটনাচক্রে আমিও ফেঁসে গেছি। মেসেন্জার আইডি আছে?
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: মেসেঞ্জার নাই। তবে ইয়াহুতে এমবেডেড চ্যাট করতে পারি। ওপরে মেইল অ্যাড্রেস আছে। মেইল কইরেন।
৭৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: ভবঘুরে বলেছেন: থাক তাহলে দরকার নেই।

আসলে কোন কথা বার্তা ছাড়া একাউন্ট ব্লক করে দিয়েছে আমার। কোন কারনই খুজে পাচ্ছি না। ঝামেলা করল ওরা দুইজন আর বন্ধ করল আমার একাউন্ট।

না জানা পর্যন্ত আসলে স্বস্তি পাচ্ছিলাম না। মেইল করলাম। উত্তরও দেয় না।

ভার্চুয়াল প্রতিবাদ করতে ইচ্ছে করছে!!
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: বলেন কী? এই অবস্থা?
ভার্চুয়াল প্রতিবাদ কেমনে করবেন?
৭৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২১
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ও এই কাহিনী ! তয়, সচু ভাইদের মতো সুশীলরা মুখ খারাপ করতেছে, এইটা দেইখা আশান্বিত হইলাম, এই ভাইবা যে, সুশীলরাও রূপপরিগ্রহ করতেছে ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: হা হা হা।
৭৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৪
comment by: মানচুমাহারা বলেছেন: উক্ত লিঙ্কের কন্টেন্ট পড়িয়া অতিশয় ক্লান্ত বোধ করছি।
৭৭. ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: রেজাউর রহমান বলেছেন: অনেক দিন আসেন না এখানে। ভুলে গেলেন?

No comments:

Post a Comment