Saturday, February 28, 2009

স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ভুলে যাওয়া ঠিক হবে না

০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:০৪
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

প্রথমে একটা কুইজ।
মনে করার চেষ্টা করেন, ব্লগে স্বাধীনতা-বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শেষ পোস্ট কবে দেখছিলেন?
পেপার পড়েন? টিভি দেখেন?
মনে করুন, সেক্টর কমান্ডার্স ফোরামের শেষ কর্মসূচি কী ছিল?
আন্দোলন কি একটু মিইয়ে গেছে বইলা আপনের ধারণা?

স্বাধীনতা-বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এই সরকারের কর্তাব্যক্তিদের অনুপ্রেরণায় উঠলেও সেইটা ব্যাপক গণভিত্তি পাইছিল। সেইটার সঙ্গে বহু মানুষ একাত্ম হইছিলেন। সরকার যখন ক্ষমতা নেয় তখন আমাদের আবেগ অনুভূতির সঙ্গে জড়িত এই বিষয়টাকে মূলা বানায়া সামনে ঝুলায় দেয়া হইছিল। অনেকেই ভাবছে, সরকার এইবার কিছু না কিছু করবে। কিন্তু কিছু করে নাই। দুই বছর চইলা যাইতেছে। মূলার প্রয়োজন ফুরাইতেছে, তাই ইস্যুটাও পিছনের সারিতে চইলা যাইতেছে।
যখন দাবিটা তুঙ্গে উঠছিল, তখন আমি কইছিলাম এইটা হইলো জ্বলজ্ব্যান্ত ইস্যুগুলা থিকা জনগণের চোখ অন্যদিকে সরানোর ম্যাকানিজম। দ্রব্যমূল্য, চাইল-ডাইল-তেলের দাম বাইড়া যখন জনগণের নাভিশ্বাস উঠছে তখন আমাদের মতো প্রগতিশীল তথা সমাজের ভোকাল লোকজনের মাথা অন্যদিকে ব্যস্ত রাখার একটা ম্যাকানিজম।
যাই হউক। সরকার সফল হইছে। এখন আর ভোকাল হওনের কাম নাই। ভোট হবে। যে জিতবে সে সরকারের অনুমতি নিয়া সরকার করবে। এই সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে। কিন্তু ফাঁকতালে চাইলের দাম প্রাতিষ্ঠানিকভাবেই এমন জায়গায় পৌঁছাইলো যে এরে আর টাইনা নামানো সম্ভব না।
তেল গ্যাসের দাম তিনদফা বাড়লো। এরেও আর টাইনা নামানো সম্ভব না। সব কিছুর দাম বাড়ছে। বহু কোম্পানি প্রাইভেট খাতে চইলা গেছে। নতুন বহু কোম্পানি আইছে। চুক্তিমুক্তিও মেলা হইছে। দেশের প্রগতিশীল মানুষ সবই ইগনোর কইরা গেছেন এই আশায় যে, এরা বুঝি যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের বিচার করবে। দুর্নীতি দমন করবে।
ঘটনা কী? যে লাউ আগে আছিল এখনও সেই কদুই রাজত্ব করতেছে।
কিন্তু যে ইস্যুর কারণে সরকার এত ছাড় পাইল সেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আমরা ছাইড়া দিলাম কেন?
কী হইছে?
নির্বাচন তো আগায়া আসতেছে। নির্বাচনে রাজাকার আলবদররা জিতে আসলে। তাদের সঙ্গে অন্যদল চুক্তি করলে আমরা কী করবো? সেইটা ঠিক হইছে?
স্থানীয় নির্বাচনে মনোনয়োনপত্র জমা দেওয়ার আইজকাই শেষ দিন। আমরা কি শিওর যে কোনো রাজাকার আলবদর এইটাতে জিতে আসবে না?
অবাক কাণ্ড! যখন যে ইস্যু জোরদার হওনের কথা তখন দেখি সেই ইস্যু হারায়া যায়!



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৪৬ টি মন্তব্য
* ৪১২ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28816405 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:০৬
comment by: রাঙা মীয়া বলেছেন: কঠিন একমত। পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: থ্যাংকস।
২. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:০৭
comment by: ডিয়ারহান্টার বলেছেন: ধন্যবাদ ।
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১০
comment by: মদন বলেছেন: একবার রাজাকার তকমা দেওনেও হুশ হয় নাই আপনের :)
লেখায় +
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: এইগুলারে আমি কেয়ার করি?
থ্যাংকস এ লট।
৪. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১১
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: সহমত....+
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।
৫. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১১
comment by: ব্রাইট বলেছেন:
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: এইটা ভালো বানাইছেন।
ওয়েলকাম।
৬. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১১
comment by: ব্রাইট বলেছেন: +
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
৭. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১৪
comment by: ইফতেখার ইনান বলেছেন: একমত। +

(অফটপিক: আপনার উইন্ড উইল ক্যারি আস-এর পোস্টটা খুইজা পাইসি..)
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: থ্যাংকস।
দেখলাম আপনি পাইছেন। স্যরি, তখন অন্যদিকে ব্যস্ত আছিলাম বইলা পাঠাইতে পারি নাই।
৮. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:২৪
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: আমাদের সিরিয়াসনেসের স্থায়িত্ব মাত্র ২ দিন , কর্তাদের বেলায় সেটা ২ সেকেন্ড ।
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: আমরা যখন নিজের কথা চলি বইলা মনে করি, তখনও কি আসলে নিজের কথায় চলি। নাকি অন্যের এজেন্ডা আমাদের মুখ দিয়া বাইর হয়?
সহমত।
৯. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:২৪
comment by: ফরিদুল ইসলাম শাওন বলেছেন: আমরা হইলাম গাধা, সরকার আমাদের সামনে একটার পর মুলা ঝুলিয়ে রেখেছে আর আমরা ছুটছি তার পেছনে।তাই যুদ্ধাপরাধীদের আর বিচার হয়না
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: মূলাগুলা দেখতে ভাল।
১০. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:৩০
comment by: অধ্যাপক বলেছেন: ভালো পোস্ট। আপনি আপনার শক্তিশালী লেখনি দিয়ে সরকারের কোমর ভাঙ্গা লেখা লেখেন, আমরা আমজনতা সাথে আছি।
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: সরকারের কোমর তো ভাঙতে পারবো না। সেইটা ভাঙতে চাওয়াও ঠিক হবে না। কিন্তু আপনের মতো ভণ্ড অধ্যাপকদের কোমর ভাঙা জরুরি। অবশ্যই লেখা দিয়ে, সরাসরি না।
১১. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:৩৯
comment by: মাহবুব সুমন বলেছেন: একমত
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
১২. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:৩৯
comment by: খালদুন বলেছেন: "সাম ডেমনস আর স্টিল অ্যালাইভ"- এই সরকারের মধ্যেই তারা বাস করছে। অথচ, আর একটু তৎপর হলে ওগুলোর মুখোশও খুলে ফেলা যেতো।

আমাদেরকে দিয়ে কিছ্ছু হবে না।

+
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: সাম ডেমনস?
অল ডেমনস আর স্টিল এলাইভ।

ধন্যবাদ।
১৩. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:০৭
comment by: ওবায়েদ বলেছেন: আমরা যাদেরকে নেতা নেত্রী মেনে বসে আছি, তারা যদি সত্যিকারে রাজাকারদের বিচার চাইতেন এতোদিনে এটা শেষ হয়ে যেতো। কিন্তু তারাতো চান এটাকে ইসু বানিয়ে পায়দা লুটতে!! এবং আমরা কিছু লোক এ বিষয়টাকে এমন করে পেলেছি যে মতের বিরুদ্ধে গেলেই রাজাকার বা যুদ্ধঅপরাধী নাম করন করে পেলি। এভাবে চলতে থাকলে কখনো যুদ্ধঅপরাধীদের বিচার করা সম্ভব হবে না।
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: কথা ঠিক।
১৪. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:০৭
comment by: মেহরাব বলেছেন: ভাল লাগে নাই টাইপের পোষ্ট।
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
১৫. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: রিফাত হাসান বলেছেন: স্বাধীনতা-বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এই সরকারের কর্তাব্যক্তিদের অনুপ্রেরণায় উঠলেও সেইটা ব্যাপক গণভিত্তি পাইছিল। সেইটার সঙ্গে বহু মানুষ একাত্ম হইছিলেন।..


খটকা লাগল। আসলেই কি একাত্ম হইছিল? তাহলে সেইটা এখন গেল কোথায়? গণভিত্তি ব্যাপারটারে আপনি কীভাবে বুঝেন?

আরো কিছু ব্যাপার আপনাকে পরিস্কার করতে হবে- স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী কারা?

এদের বিচার করতে হবে কেন?

করলে কী উপায়ে করতে চান?

আর এই ইস্যুটার সাথে বাংলাদেশ নামে যে রাষ্ট্রে আমাদের বসবাস তার ন্যাশনাল ইন্টারেস্টগুলির সংঘর্ষ বা সহবাস কোন জায়গায়?

০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: রিফাত ভাই,
এইগুলা নিয়া আগে আমি কিছু কিছু আলোচনা করছি।
এখন একটু ভূমিকা দিয়া শুধু এইটুকু জিগাইয়া রাখলাম। ঠিকভাবে হোক আর ভুলভাবে হোক যুদ্ধাপরাধীদের বিচারের দাবি যারা তুলছেন তারা হঠাৎ কোন পরিপ্রেক্ষিতে এইটারে ভুইলা আছেন?

প্রশ্নগুলা মনে করায়া দেওয়ার জন্য আপনেরে ধন্যবাদ।
১৬. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৯
comment by: রিফাত হাসান বলেছেন: তারা কোন পরিপ্রেক্ষিতে এইটা ভুইলা আছেন সেইটা খুব একটা অপরিস্কার ঘটনা নয়। মনে রাখবেন ইস্যু আর দাবী এক জিনিশ না। ইস্যু তার উদ্দেশ্য সফল হইলেই ফাল মারে, দাবী সব সময়ই জিইয়ে থাকে। আমার সন্দেহ আছে এইটা ইস্যু নাকি দাবী তা নিয়ে।
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: dabi o issue.
khub valo dhorechen.
১৭. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:১৬
comment by: ইউনুস খান বলেছেন: মারাত্নক লিখছেন।
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।
১৮. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:২৫
comment by: অধ্যাপক বলেছেন: লেখক বলেছেন: সরকারের কোমর তো ভাঙতে পারবো না। সেইটা ভাঙতে চাওয়াও ঠিক হবে না। কিন্তু আপনের মতো ভণ্ড অধ্যাপকদের কোমর ভাঙা জরুরি। অবশ্যই লেখা দিয়ে, সরাসরি না।

>>> ও আচ্ছা, এই লেখার তাইলে এইটাই উদ্দেশ্য। লেগে রাহো মুন্না ভাই।

ড়াজাকারদের ট্যাগিংটা ক্যান জরুরী, তা এ পোস্টের মাধ্যমে আরো পরিষ্কার হল।
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: তার মানে কী দাঁড়াইলো?
রাজাকারদের বিচারের চাইতে আপনাদের কাছে রাজাকার ট্যাগিংটা জরুরি? বেশ। এই হইলো ব্লগীয় রাজনীতির পরিণতি। ব্যাপারটা পরিষ্কার করে দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনের ভার্চুয়াল কোমর ভাঙতে চাইছিলাম আপনের ইরিটেটিং কার্যকলাপের জন্য। কিন্তু এখন তো দেখছি, আপনের ভাঙা কোমর আর নতুন কইরা ভাঙার কিছু নাই।
১৯. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:১০
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ
০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২০. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:২৯
comment by: রিফাত হাসান বলেছেন: এই বিষয়ে আপনার আগের আলোচনাগুলি পড়তে চাই।
২১. ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: Click This Link

Click This Link
০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: লিঙ্ক দুইটা রিফাত ভাইয়ের উদ্দেশে।
অনেক প্রসঙ্গে এ নিয়া আলাপ হইছে। এখন এই দুইটা খুঁজে পাইলাম।
২২. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ৯:২৩
comment by: ফারহান দাউদ বলেছেন: টাইম মত মুলা ঝুলাইসিল,সেই মুলা খাইতে গিয়া দ্রব্যমূল্যের মূলা এমন জায়গায় গেসেগা যে কারো বাপের সাধ্য নাই ওইটা খাইতে পারে,আজীবন গাধার মত মূলার পিসেই আমাদের দৌড়ানি লাগব।
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: হা হা হা।
মূলার পিছনে আমরা।
২৩. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:১৪
comment by: মাঠশালা বলেছেন: রাষ্ট্রের খুব গভীর কোন যায়গায় রাজাকার পালন করা হয় বলে মনে হয়। সেই অংশটা ক্ষমতার এমন এক নীতিনির্ধারনি যায়গায় অবস্থান করে যারা সময়মত প্রসঙ্গটা সামনে আনা আর আড়াল করায় সীদ্ধহস্ত। আবার জনগনের যে অংশ ময়দানে সফলতা আনতে বরাবরই অগ্রসর হয়ে আসে তারা মনে হয় এই ইস্যুতে একটা হতাশায় ভুগছে আজকাল। তারা জাহানারা ইমামের মত বিস্বস্ত কাউকে পাচ্ছে না। এখানে বিশ্বাস অবিশ্বাসের মিথটা খুব জরুরী। কারন রাজাকার বিরোধীতা বা তাদের বিচার টোটাল বিষয়টাইতো একটা চেতনার মধ্য দিয়ে যা অর্জনও হয়েছে বিশ্বাসের লড়াই দিয়ে রক্তপাত, অপমানের চুড়ান্ত ত্যাগের বিনিময়ে।

রাষ্ট্র কখনই তাদের বিচার স্বউদ্যোগে করবে বলে মনে হয় না। এইসরকারতো করবেই না বরং তারা আগামীতে রাজাকার প্রসঙ্গ আরো অনেকবার কাজে লাগাবে যদি দরকার হয়। রাজনৈতিক দলগুলোও করবে না। জনগনের ভেতর থেকে গড়ে ওঠা কোন শক্তি যদি জোড়ালো অবস্থান নিতে পারে তবেই সম্ভব। কিন্তু সেরকম কোন সম্ভাবনা নেতৃত্বের অভাবে বিকাশ লাভ করছে না। উপরন্তু বর্তমান পরিস্থিতিতো আরো নাজুক।

এমতাবস্থায় আসলেই কি করা যায়?
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: যে দাবির জন্য এত কিছু হইলো সেই দাবির কথা দেখি দুইদিনের মাথায় সবাই ভুইলা গেল। সময় মতো দাবি ভুইলা না যাওয়াই এখনকার কর্তব্য বইলা মনে হয়।
২৪. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৪
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: হটমেইল অনেকদিন বন্ধ ছিল । ইয়াহু আর জিমেইলে রেগুলার থাকি , অ্যাড্রেস ৩ টারই একই

No comments:

Post a Comment