Tuesday, February 24, 2009

বাঙ্গালের জন্য হাইকোর্ট আর গুগলের জন্য বাংলা : ইন্টারনেটে অবাক বাংলার প্রকোপ

২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

বাংলা ব্লগের জগতে মেলা শব্দ নতুন করে ঢুকছে। কিন্তু কেউ কি জানাতে পারেন, অনুকূলকরণ মানে কী? সম্পাদনাগুলো সাফ করুন কথাটা দিয়ে কী বুঝায়? সরঞ্জাম দণ্ড জিনিশটা কী? ইন্টারনেটে উপলভ্য হবে মানে কী ঘটনা ঘটতে পারে? পার্শ্বদণ্ড জিনিশটা কী? চয়ন করুন কি স্বাভাবিকভাবে কেউ ব্যবহার করেন? তারিখ শিরোলেখ বিন্যাস জিনিশটা কী হইতে পারে? মন্তব্য পরিমিত জিনিশটা আসলে কী?
এবার একটা লাইন পড়েন, 'পরিষেবা মারফত পোস্ট করা যে কোনও কথোপকথনকে Google অনুমোদন, সমর্থন, উপস্থাপন করে না অথবা সত্যতার গ্যারেন্টি, যথার্থতা অথবা নির্ভরযোগ্যতা দেয় না অথবা পরিষেবা মারফত যে কোনও মতামতকে অনুমোদন করে না৷ আপনি যানেন যে পরিষেবা মারফত পোস্ট করা যে কোনও উপাদনকে আপনি আপনার নিজের ঝুঁকিতে বিশ্বাস করবেন৷'

বাংলাদেশে ব্লগার ডটকম এবং ওয়ার্ডপ্রেস খুব জনপ্রিয়। বলতে গেলে ফেসবুক ইয়াহু গুগলের পরই এই দুটি ব্লগ টুলের অবস্থান। আমিও ২০০৪/২০০৫ থেকে এগুলোতে টুটাফাটা ব্লগ খুলছি। এখন ২০০৮। ব্লগে ব্লগে অনেক পোস্ট গড়িয়ে গেছে। মজার ব্যাপার গুগল তার পণ্যগুলোকে বাংলা করছে। সেদিন হঠাৎ করে ব্লগারে লগইন হয়ে বাংলা ভার্সনের শিকার হয়ে গেলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে কমলকুমার মজুমদার বহু বাংলা শুনছ। ব্লগারের বাংলা বুঝতে আবার ভাষা চেঞ্জ করে ইংরেজি দিয়া ঢুকতে হইলো।
মনে মনে কইলাম, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এই বিবিধ রতনের মধ্যে কোনো এক রতম মনে হয় এইগুলা বাংলায় অনুবাদ করছে। গুগলের ইংরেজি বুঝতে আজতক ডিক্সেনারি দেখতে হয় নাই। কিন্তু বাংলা বুঝতে পুরানা ডিক্সেনারি লাগবে এইটাতে কোনো মাফ নাই।

হোমপেজের বাংলা নীড়পাতা শুনছি। শুনে অবাক হই নাই। কারণ পাখি নীড় পাতে। নীড়পাতা মানে পাতার তৈরি নীড়। অথবা নীড় বানানো। ভুল কইরা এইটাকে হোমপেজ বলা যায়। কিন্তু গুগলে বাংলা দেইখা আবারও পাঠশালায় যাওয়ার ইচ্ছা হইতেছে।
ইন্টানেটে ব্লগিংয়ের মতো একটা স্মার্ট জিনিশরে অনুবাদগুণে একেবারে ঠাকুরদার আমলে জিনিশ বানানো হইছে। সাধু বাংলা, চলতি বাংলার পর নতুন এই ইন্টারনেট ভাষার নাম দেয়া যায় অবাক বাংলা।
ব্লগে তো অনেক টেকগুরু আছেন। গুগলে মনে হয় কাজও করেন অনেকে। তারা কি জানাইতে পারেন এই অবাক বাংলার উদ্ভাবক কে? নামটা জানলে আমরা বিদ্যাসাগর, রামমোহনের পর তার নামটা বসায়ে নিতে পারতাম।



প্রকাশ করা হয়েছে: শব্দচর্চা বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ৫০ টি মন্তব্য
* ৪২৬ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ৮ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28887359 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
comment by: রাজামশাই বলেছেন: বাহ বাহ বাহ


অবাক বাংলা
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: কিন্তু এই বিদ্যাসাগরের নাম কেমনে জানা যায়?
মুছে ফেলুন


২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: হ। এইগুলান দেখে আমি ব্যাপক মজা পাই।
এমনকি নেটের বাইরে সেলফোনেও ( মুঠোফোন!) এই অবস্থা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: মজা পাই। কিন্তু বুঝতে তো পারি না।
মুছে ফেলুন


৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: পথিক!!!!!!! বলেছেন: উল্টোপাল্টা ভাবে না করে গবেষণা করে ইন্টারনেট কেন্দ্রিক নতুন শব্দগুলোর প্রতিশব্দ উদ্ভাবন করলে সার্বজনীন হবে
তবে উদ্ভাবন প্রয়োজন ..কারন বাংলা ভাষা ঐশ্বর্যের ভাষা ,,,শব্দ সম্ভারে প্রতুল ভাষা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: গঠনমূলক প্রস্তাব।
ইন্টারনেটের বাংলা অন্তর্জাল। নেট মানে হইলো জাল।
কিন্তু নেট আইলো নেটওয়ার্ক থিকা। সেইটা কেউ মাথায় রাখলো না। নেট দেইখাই জাল নিয়া মাছ ধরতে নাইমা পড়লো।
মুছে ফেলুন


৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: যথাবিহিত সম্মান প্রদর্শন করে বলি-
এই না বুঝতে পারার মতো ভাষা ব্যবহার করার দায় টেকগুরুদের। তারা টেকগুরু হবার পাশাপাশি যদি একটু আধটু ভাষাগুরু হইতেন তাহলে মনে হয় এইটা হইতো না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: ভাষাগুরু হওয়ার দরকার কী?
স্বাভাবিক ভাষা ব্যবহার করলেই তো হয়।
মুছে ফেলুন


৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: পথিক!!!!!!! বলেছেন: দারুন কইছেন মোর্শেদ ভাই....

তাইলে কি হৈব

অন্তসংযোগ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: ভেবে একটা ঠিক করেন।
মুছে ফেলুন


৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: পথিক!!!!!!! বলেছেন: না অন্ত সংযোগ তো ইন্টার কানেকশণ

তাইলে হবে

অন্তসংযুক্তবিস্তৃতি

দূর হয় না


ইন্টার = অন্ত
নেট = জাল
ওয়ার্ক = কর্ম

নেটওয়ার্ক = জালকর্ম
ইন্টারনেট = অন্তর্জাল

এইভাবেই মনে হয় তাহারা(!) নির্ধারণ করিয়াছেন
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: এইটার সাথে জাল থাকলে আর স্পিড পাবেন না।
মুছে ফেলুন


৭. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: অবাক বাংলার উদ্ভাবক মহিউদ্দিন খান আলমগীর হইতে পারে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: হা হা হা। নিশ্চয়ই এর পিছনে কোনো গল্প আছে?
মুছে ফেলুন


৮. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আমার জিজ্ঞাসা হইলো, কাঁঠাল পাতা প্রিয় যে প্রজাতির তারা গুগলেও পৌঁছায়া গেল কিনা ?

আপনাদের ওইদিকের খবর কি ? ওইখানে লগিন করতেও ভয় পাই !

আপনাকে স্বাগম এই ব্লগ পরিবারে, হাত খুলে লিখে যান :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: ভাল চলতেছে।
আপনে তো ভাল ব্লগার। আপনের ভয় কী?
এইটা তো আমি ছাড়ি নাই। আজিব! স্বাগত জানানোর কী আছে?
সময় পাই না। তাই লিখি না।
ওইখানেও তো লিখি না তেমন।
ব্লগ চালানোর কাজ মেলা। হাজারে হাজার।
মুছে ফেলুন


৯. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১
comment by: অকাটমুর্খ বলেছেন: গিয়ানী লেকা
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: জ্ঞানী ব্যক্তি ছাড়া এইটা বুঝার ক্ষমতা নাই কারো।
মুছে ফেলুন


১০. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২
comment by: আলিফ মাহমুদ বলেছেন: রাগিব হাসান হইতে পারে। শুনছিলাম তিনি গুগলে চাকরি কইরা আসছেন কিছুদিন। উইকির বাংলাও ন নাকি তার কথাতে চলে। ঐখানেও যেই অনুবাদ মারছে,মাশাল্লাহ।

অবাক বাংলা জিন্দাবাদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: রাগিব ভাইয়ের বাংলা এত খারাপ না।
মুছে ফেলুন


১১. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
comment by: আমি হনুমান বলেছেন: wiki bn e nia bohu kachal gece, amra je shob english shobdo bangla vasai dhukaia felci ta bangl korar kono dorkar nai.

bangla ashe na tai...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: কেদারার ওপর পেয়ালা। ত্রিক্রযানে বায়ুসেবন।
মুছে ফেলুন


১২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
comment by: চিলে কোঠার সেপাই বলেছেন:

জয় বাবা আলুনাথ!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন: জিতে রহো।
মুছে ফেলুন


১৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
comment by: মইন বলেছেন: বাংলার মজিলা ফায়ারফক্স টা ইন্সটল করছিলাম।
তয় ৫ মিনিট ব্যবহার কইরা মনে অইলো কোন বৈদেশী ভাষা ব্যবহার হইছে। তাই ইংরেজী ফেরত আসতে বাধ্য হইলাম।

জয় অবাক বাংলা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: জয় অবাক বাংলা।
মুছে ফেলুন


১৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
comment by: চিলে কোঠার সেপাই বলেছেন: জয় বাবা আলুনাথ!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: জিতে রহো।
মুছে ফেলুন


১৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুমমম
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: সেটাই।
মুছে ফেলুন


১৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: মাজেদুল ইসলাম বলেছেন: ভালো বলেছেন ভাই।আমার ধারনা এগুলো ভারতীয় বাঙ্গালিদের করা অনুবাদ,দাদারাতো আবার একটু বেশি বোঝে।আর দুঃখের বিষয় বাংলাদেশীরা যতই বাংলা ভাষার জন্য প্রাণদিক না কেন,বাংলা ভাষা Google এ স্থান পেয়েছে ভারতের আঞ্চলিক ভাষা (প্রাদেশিক) হিসেবে।এ ব্যাপারে আমাদের উচিত সোচ্চার হওয়া আর Google কে জানানো দরকার।তারা যদি পর্তুগীজ (ব্রাজিল) ও পর্তুগীজ (পর্তুগাল) দুইটাকেই রাখতে পারে তবে বাংলা (বাংলাদেশ) ও বাংলা (ভারত) রাখতে পারবেনা কেন?আসুন আমারা সজাগ হই।সুন্দর ও অর্থবহ পোস্টের জন্য ধন্যবাদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: গুগলরে কেমনে জানানো যায়? ঠিকানা কী?
মুছে ফেলুন


১৭. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
comment by: প্রলয় হাসান বলেছেন: মামো ভাই, আমার কমেন্ট ব্যান করছিলেন ভালো কথা, কিন্তু একবারো কি সেইটা আমাকে কারনসহ জানানো যেত না?

যাই হোক, আপনার ব্লগরে যে আমি অনেকের মতই পুনমাইরা আইসা পরছি এইটা সামু ব্লগের অনেকরেই বলি নাই। কারন এই ব্লগে অনেক পুন মারা খাইছেন। আমি চাই না আর খান।:)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: আপনেরে তো চিনলাম না।
মুছে ফেলুন


১৮. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
comment by: সাইফুর বলেছেন: একবার বাংলা উইন্ডোজ ইনষ্টল করেছিলাম...বিভিন্ন মেনুর নাম দেখে হাসতে হাসতে শেষ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: হাসতে পারলে তো ভাল। কিন্তু কান্না পেলে কী হবে?
মুছে ফেলুন


১৯. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৭
comment by: মফিজুল হক বলেছেন: সাইফুর বলেছেন: একবার বাংলা উইন্ডোজ ইনষ্টল করেছিলাম...বিভিন্ন মেনুর নাম দেখে হাসতে হাসতে শেষ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: বলছেন তো কী হইছে?
মুছে ফেলুন


২০. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪০
comment by: সিরাজ বলেছেন: মাহাবুব ভাই আপনি কি প্রথম আলো ব্লগের মাহাবুব মোর্শেদ / কর্তৃপক্ষ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: প্রথম আলো ব্লগের কর্তৃপক্ষ দৈনিক প্রথম আলো। আমি ওইখানে চাকরি করি।
মুছে ফেলুন


২১. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১০
comment by: আলমগীর কুমকুম বলেছেন: এত আদুমচুদুম না লিখে আপনার গিয়ানি লুকেরা কিছু পরিভাষা বানায়া দেন না যেগুলো টেকি পরিভাষা সবার কাছে গ্রহনযোগ্য হবে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: আমরা জ্ঞানী লোক নাকি?
মুছে ফেলুন


২২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৮
comment by: কাপালিক বলেছেন: এই কাজ যে-ই করুক না কেন, গুগল যে আমাদের দেশের পণ্ডিতদের কোন ধরনের সহযোগীতা ছাড়া বাংলা সার্ভিস শুরু করেছে, তার জন্য গুগলকে আসংখ্য সাধুবাদ জানাই। ভুল-ভ্রান্তি যাই হোক, এখন নিশ্চই সেগুলো ঠিক হবে আস্তে আস্তে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: হোক তাইলে আস্তে আস্তে ঠিক হউক।
মুছে ফেলুন


২৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫২
comment by: মাজেদুল ইসলাম বলেছেন: ক্যালিফোর্নিয়ায় বসবাসরত আমার পরিচিত একজন বাঙ্গালী Google এ job করে,আমি তার সাথে যোগাযোগ করে আপনাকে জানাব কোন ঠিকানায় Mail করে অভিযোগটা দেওয়া যায়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


২৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৮
comment by: রাগিব বলেছেন: গুগল এর লোকালাইজেশন শুরু হয় মূলত ভলান্টিয়ারদের মাধ্যমে, ওখানে যে কেউ বিভিন্ন বাক্য বাংলা করে দিতে পারতেন। পরবর্তীতে প্রডাক্ট ছাড়ার আগে গুগল সাধারণত সংশ্লিষ্ট ভাষাভাষী কাউকে দিয়ে সেটা যাচাই করিয়ে নেয়।

এই ক্ষেত্রে আমার ধারণা, গুগল ভারতীয় বাঙালি কারো দ্বারস্থ হয়েছিলো। তাই বাংলার এই দুর্দশা।

এই পোস্টের লিংক গুগলে কর্মরত আমার বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি, যাতে সে সার্চ টিমের কাছে ব্যাপারটা পেশ করতে পারে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই। একটা পোস্ট দিয়ে আপনার দৃষ্টি আকৃষ্ট করা গেছে দেখে খুব অবাক হচ্ছি।
অনেক ধন্যবাদ।
মুছে ফেলুন


২৫. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০১
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: আমার ধারনা ছিল, সায়েন্সফিকশন টাইপ..., কম্পিউটার নিজেই অনুবাদ করে নেয়। কোনো মানুষের পক্ষে এই ধরনের অনুবাদকর্ম করা সম্ভব আমার বিশ্বাস হয়না। :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১১
comment by: রাগিব বলেছেন: মাহবুব মোর্শেদ ভাই, এই বিষয়ে আজকেই একটা পোস্ট দিবো। গুগলের ইঞ্জিনিয়ার কয়েকজনের সাথে কথা হয়েছে। সোমবারে গুগলের ল্যাঙ্গুয়েজ টিম এর সাথে মিটিং হবে, তার আগে নির্দিষ্ট কোন কোন বিষয়ে সবার বিরক্তি আছে, তা নিয়ে ফিডব্যাক দরকার।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

No comments:

Post a Comment