Tuesday, February 24, 2009

একটা লিঙ্ক আর একটা প্রশ্ন

২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৮
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

একটা লিঙ্ক শেয়ার করার জন্য দিলাম। ইন্টারেস্টিং জিনিশ। পড়লে ভাবতে হবে।
http://amarblog.com/sushantaa/6036

আর একটা প্রশ্ন। বেসরকারি মোবাইল কোম্পানিগুলার ফোনকল ও মেসেজ রেকর্ড নিয়া ব্লগে কারা কারা পোস্ট দিছিলেন মনে আছে? সামহয়ারের বাইরে কোথাও কোনো পোস্ট পড়ছে?
কেউ কি লিঙ্ক দিতে পারেন?



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ১৬ টি মন্তব্য
* ৩১১ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28834846 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
comment by: বোকামাষ্টার বলেছেন: মামু এইভাবে রিপোষ্ট দেওয়ার মানে কী?
২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: মানে কী?
এই পোস্ট কি আগে দিছিলাম নাকি?
২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: রিপোস্ট কী?
মামু কী?
২. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
comment by: কইতরি বলেছেন: http://amarblog.com/arifuk/6080 এখানে একটা আছে। নাস্তিক আরিফে লিখছিলো।
২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: হাসান বিপুলের লেখাটা পাইলাম :
Click This Link
৪. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১১
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আর দেখি কেউ কোনো লিঙ্ক দিল না।
৫. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৪
comment by: রাগিব বলেছেন: এটা বিশ্বাসযোগ্য না। অংক করে দেখা যাক।

বাংলাদেশে মোবাইল আছে ৩.৩ কোটি, বা ৩৩ মিলিয়ন। ধরা যাক এদের অর্ধেক, মানে ১৬.৫ মিলিয়ন বা ১ কোটি ৬৫ লাখ ফোন থেকে দিনে আউট গোয়িং ফোন করা হয়। বা কমিয়েই ধরি, ১ কোটি বা ১০ মিলিয়ন আউটগোয়িং ফোন করা হয়। ধরা যাক, দিনে ১৫ মিনিট কথা বলা হয়। তাহলে ১৫০ মিলিয়ন মিনিটের কথা দিনে রেকর্ড করতে হবে। ১ মিনিট রেকর্ড করতে জায়গা কতো লাগে? এমপিথ্রি হিসাবে ভালো কোয়ালিটির ১ মেগা, আর খারাপ কোয়ালিটির ধরাযাক ০.২৫ মেগা জায়গা লাগে। তাহলে ১৫০ মিলিয়ন মিনিটে লাগবে কতো? ১৫০ মিলিয়ন * ০.২৫ = 37500000 মেগাবাইট = 37500 গিগাবাইট = 37.5 টেরা বাইট। এখন বলেন, বাংলাদেশে এই খরচ বহন করবে কে?

কাজেই, আইন টাইন করলে কী হবে, টেকনলজিতে আর খরচে তা সম্ভব কতটুকু, সেটাই প্রশ্ন। ঘাবড়ানোর কিছুই নেই।
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: রাগিব ভাই,
হিসাবটা ভাল। ঘাবড়ানোর হয়তো কিছু নাই।
কিন্তু এইটা নিয়া কথাবার্তা তেমন একটা শুনলাম না। নিউজ-ভিউজও তেমন কানে এলো না। তাই সন্দেহ গাঢ় হইলো।
হাওয়া থেকে পাওয়া খবরে জানলাম, মোবাইল কোম্পানিগুলোকে দিয়ে কল ও মেসেজ কেনার যন্ত্র কেনানো হয়েছে। যাতে কর্তৃপক্ষ চাইলে তারা যে কোনো কল ও মেসেজ রেকর্ড সরবরাহ করতে পারে।
৬. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন:
@রাগিব: হয়তো টেকনিক্যালি সব রেকর্ড করা সম্ভব না। কিন্তু এই অধিকারটুকুই থাকবে কেন?
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: হ।
৭. ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৫
comment by: কৌশিক বলেছেন: হুন্দাগুন্দা রেকর্ড করে কোন হালায়, বাইছাবাইছা কয়েকটা মাথাগুলানের রেকর্ড তো সবসময় হয়।
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: বাইছা বাইছাই রেকর্ড করে মনে হয়।
৮. ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৫
comment by: দিনমজুর বলেছেন:
@রাগিব,

১। প্রতিটি মোবাইল থেকে কোন কোন নাম্বারে আউটগোয়িং হয়, কোন কোন নাম্বার থেকে ইনকামিং আসে, প্রতি কল কয় মিনিট স্থায়ী থাকে- এই লগ সব অপারেটরের কাছে এমনিতেই থাকে, এবং মোবাইল মালিক সেই লগ চাইলে নিতেও পারে।
২। এই লগ বর্তমানে সিমের অথোরাইজড মালিক ছাড়া অন্য কারো পাবার অধিকার নেই।
৩। যেকোন নির্দিষ্ট সিমের ইনকামিং-আউটগোয়িং কল ইনস্ট্যান্টলি শোনা সম্ভব, এতে কোন মেমোরি স্পেস দরকার নেই- খরচও নগন্য।
৪। সকল মোবাইল কল স্টোর করতে গেলে হিউজ খরচ ঠিক আছে, নির্দিষ্ট কিছু সিম- যা সরকারের সন্দেহের তালিকায় থাকবে- সেগুলো ইনস্ট্যান্টলি- কন্টিনিউয়াস শুনতে গেলে তেমন খরচ হবে না।
৫। নির্দিষ্ট কিছু সন্দেহভাজন সিমের টোটাল কল (ইনকামিং ও আউটগোয়িং) স্টোর করতে চাইলেও সেটার খরচ বেশী হবে না।
৬। ধরেন, সন্দেহভাজন তালিকা তৈরী ৫০০০০ জনের, তাদের ইন+আউট কলের লগ নিয়ে- যেখানকার নাম্বার থেকে পরিচিতি জোগাড় করে- সেগুলোর মধ্যকার সন্দেহভাজন লিস্ট বের করে যদি- কল রেকর্ড করা হয়, তাতে খরচ বেশী হওয়ার কথা নয়। আর এসব ক্ষেত্রে এই লগ রিরাইটেবল হওয়ারই কথা- দু/তিনদিনের বেশী লগ ধরে না রাখলে এই খরচ আরো কম।


মূল বিষয় হলো- এই আইন যদি থাকে, তবে যেকোন সময় যেকারো ফোন রেকর্ড করা হবে। এটা ভেবে নিশ্চিন্ত থাকার কোনই মানে নেই যে- সব সিম রেকর্ড করা যেহেতু টেকনিক্যালি অসম্ভব- সেহেতু বেচে গেলাম!!
৯. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: দিনমজুর,
আপনাকে ধন্যবাদ বিষয়টা ক্লিয়ার করার জন্য।
১০. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
comment by: িনরুেদ্দশ নীহািরকা বলেছেন:
@দিনমজুর,

আপ্নে কি আপনার আলোচনাটা আলাদা পোস্ট আকারে দিবেন???

No comments:

Post a Comment