Tuesday, February 24, 2009

মাননীয় শেখ হাসিনা, ফরগেটও করুন

০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

আজকের পত্রিকায় নিউজ পড়ে একটু অবাক হইলাম।
দুইনেত্রীর যুগে ফিরে আসা গেল অবশেষে। দুই বছরে দুই নেত্রী তাদের জনপ্রিয়তাকে দ্বিগুণ করে নিছেন।
শেখ হাসিনা বলছেন,(Click This Link)তিনি ফরগিভ করলেও ফরগেট করবেন না। ফরগিভের পাশের শব্দ ফরগেট। ফরগেট না করলে ফরগিভ হয় না। অবস্থা দেখে মনে হইতেছে তিনি পারলে ফরগিভও করতেন না।
খালেদা জিয়াও হয়তো ঝামেলা পাকানো নেতাদের বিষয়ে একই মনোভাব পোষণ করেন।
ফরগিভ ও ফরগেটের বদলে রিমেমবারেন্স অ্যান্ড রিভেঞ্জের রাজনীতি শুরু হইলে তো মুশকিল। নিজের দলের লোকদের বিষয়ে যদি এই মনোভাব হয়, তাইলে যারা তাকে জেলে পুরছিলেন তাদের ব্যাপারে তার মনোভাব কী হইতে পারে?
পরিস্থিতিটা বিশেষভাবে খেয়ালে রাখা দরকার।
আর নির্বাচনটা যাতে ভালভাবে হয় তার জন্য মাননীয় নেত্রীদের ফরগিভ ও ফরগেট দুইটাই একসাথে করতে অনুরোধ জানানো দরকার।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ২৯ টি মন্তব্য
* ৪৪১ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ৯ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28866265 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮
comment by: গিফার বলেছেন: হুমম..
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: হাসিনার চলার পথে যারা কাঁটা বিছিয়ে দিয়েছিলেন , তার পারিবারিক তালুক "বাংলাদেশ" এর দিকে হাত বাড়িয়েছিলেন , সেইসব নিমকহারামের উপযুক্ত শাস্তি চাই । ফরগিভ করার প্রশ্নই নাই ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫২
comment by: সিটিজি৪বিডি বলেছেন: দুই নেত্রীর দিকে জনগন তাকিয়ে আছে। দেখা যাক কি হয়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩
comment by: মিলটন বলেছেন: এখন দেখার বিষয়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬
comment by: এস্কিমো বলেছেন: নেত্রীরা কি প্রথমআলো ব্লগ পড়ে না?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
comment by: সামী মিয়াদাদ বলেছেন: দেখা গেল ফরগেট করলে উনি আর ফরগিভ করতেছেন না। যখনই মনে হইবো...প্রতিহিংসার আগুন জ্বলে উঠবো তার মনে

উনার সামনে চোখ বন্ধ করে যে কোন একটারে বাইছা লওয়ার অপশন রাখা হইছিলো মনে হয়....উনি ফরগিভরে বাইছা নিসেন
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
comment by: হযবরল কথা বলেছেন: উ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
comment by: শামস শামীম বলেছেন: এবার অপেক্ষার পালা
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১১
comment by: আতিক ১৭ বলেছেন: নেত্রীরা ব্লগ পড়া তো দূরের কথা কোন দৈনিক পত্রিকা পরে কিনা সন্ধেহ, তাদের কারো নামে কোন পত্রিকা সমালোচনা করলে তখন তাদের আশে পাশের চামুচরা বলে ম্যাডাম এটা বিরোদী দলের সমর্থিত পত্রিকা, সব মিথ্যা বানোয়াড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ, ইত্যাদি ইত্যাদি।

আমার মনে হয় তাদের মস্তিস্ক নামক নামক অঙ্গটি আছে কি না সন্ধেহ যদি থাকতো তাহলে ফরগিভ ফরগেট এর অর্থ বুঝতো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১০. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: এস্কিমো বলেছেন: আপনি মনে হচ্ছে নেত্রীদের ঘরের ভিতরের খবরসহ এনাটমিও জানেন। আমিতো মনে করছিরাম নেত্রীদের জন্যে প্রথম আলো পড়া বাধ্যতামুলক। @আতিক ১৭
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১১. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: সকালে উঠিয়া তিনি মনে মনে বলেছেন: জ্বি হাসিনারও উচিত তারা তাদের শাসনামলে যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু খুনী হত্যা বিচার কমপ্লিট না করতে পারায় প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও নিজেদের র্শটকামিংস স্বীকার করা।
http://www.kamal.com.bd
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
comment by: আতিক ১৭ বলেছেন: এস্কিমো-নেত্রীরা কি প্রথমআলো ব্লগ পড়ে না?
এই বাণী আপনার আমার নয়
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১
comment by: ফজলুল করিম বলেছেন: হতাশাই আমাদের সম্বল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০২
comment by: শফিকুল বলেছেন:
ওয়েট এন্ড সি ।

সবুরে মেওয়া পাওয়া যায় !!!!!!!!!!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৫. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৩
comment by: শ্রাবণ সমুদ্র বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: হাসিনার চলার পথে যারা কাঁটা বিছিয়ে দিয়েছিলেন , তার পারিবারিক তালুক "বাংলাদেশ" এর দিকে হাত বাড়িয়েছিলেন , সেইসব নিমকহারামের উপযুক্ত শাস্তি চাই । ফরগিভ করার প্রশ্নই নাই ।
------------------------------------------------------
তার পারিবারিক তালুক "বাংলাদেশ" - কথাটার জন্য আপনাকে ধন্যবাদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৬. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৭
comment by: রাফা বলেছেন: ফরগিভ এবংফরগেটের ব্যাপারটা যদি যুদ্ধাপরাধী রাজাকারদের ব্যাপারে প্রয়োগ করতেন তাহলে খুশি হতাম।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১১
comment by: রাজর্ষী বলেছেন: হাসিনা মনে হয় খালেদার মত পলিটিশিয়ান হইতে পারে নাই। রাজনীতি করতে হইলে মনের কথা মুখে বলতে নাই।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৭
comment by: হাসিব বলেছেন: পিআলো ব্লগে আম্রা যারা ব্যান খাইছি তাগোর ফরগেট এ্যান্ড ফরগিভ বিষয়ে কি পলিসি ? হাসিনা নাকি খালেদারে ফলো করার প্ল্যান ? নাকি অন্য কেউ ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: আলিফ দেওয়ান বলেছেন:
উরে উ পাপিশ্ঠ কলু
তুই ত পছাই দিলি আলু।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২০. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৩
comment by: ম্যাকলাভিং বলেছেন: কলু ব্লগের নীতিমালানুযায়ী আপনে এ ল্যাকা দিতে পারেন না, তাই কি সামুতে লিকলেন

কারুন হঈলো নীতিমালার নীচের ধারানুযায়ী কু সেটা লিকতে পারেনা

৬.

খ) সমাজে বিতর্ক আছে এমন বিষয়ে মন্তব্য ও লেখা প্রকাশ করতে হলে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তা করতে হবে।
গ) রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা-পরিস্থিতির বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন লেখা প্রকাশ করা যাবে না।
ঘ) রাজনৈতিক নেতাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ প্রচার করা যাবে না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৬
comment by: ফারহান দাউদ বলেছেন: হাসিনার চলার পথে যারা কাঁটা বিছিয়ে দিয়েছিলেন , তার পারিবারিক তালুক "বাংলাদেশ" এর দিকে হাত বাড়িয়েছিলেন , সেইসব নিমকহারামের উপযুক্ত শাস্তি চাই । ফরগিভ করার প্রশ্নই নাই । ফরগিভ ইজ দ্য ওয়ার্ড ফাউন্ড ওনলি ইন ফুল'স ডিকশনারি। এইদিকে বুঝতে হবে,হাসিনা নিয়া কিসু কইলেই এস্কিমো ভায়ার মনে আগুন জ্বইলা উঠে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২২. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
comment by: হাসিব বলেছেন: ফারহাম দাউদের স্কুলে কেমুন পড়ালেখা চলে ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৩. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
comment by: হাসিব বলেছেন: ফারহাম > ফারহান
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
comment by: রাশেদ বলেছেন: এইটা কি পরথম আলো বল্গে তে দেয়া হইছে নাকি খালি একানে?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আলুব্লগের নীতিমালা
৬.
খ) সমাজে বিতর্ক আছে এমন বিষয়ে মন্তব্য ও লেখা প্রকাশ করতে হলে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তা করতে হবে।
গ) রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা-পরিস্থিতির বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন লেখা প্রকাশ করা যাবে না।
ঘ) রাজনৈতিক নেতাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ প্রচার করা যাবে না।

খুব খেয়াল কৈরা @রাশেদ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৭
comment by: রাশেদ বলেছেন: @ বিমা... আইচ্ছা বুঝলাম। :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫২
comment by: মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: এই নেত্রী ফেত্রী গুলো সবসময় নিজেদের ফরগিভ ও ফরগেট নিয়ে ব্যস্ত! জনগণের ফরগিভ ও ফরগেট নিয়ে কখনই ভাবেন না!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৩
comment by: প্রণব আচার্য্য বলেছেন: ফালতু
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯. ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩
comment by: রেজাউর রহমান বলেছেন: অনেক দিন আসেন না এখানে। ভুলে গেলেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

No comments:

Post a Comment