Tuesday, February 24, 2009

রাশিফল নিয়া আমার কনফিউশন যাইতে মেলা সময় লাগতেছে

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০০
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

ধরেন, রাত দুইটার সময় আপনের ঘুম আসতেছে না। তিনটা, চাইরটা বাইজা যাচ্ছে। এপাশ ওপাশ করতেছেন। বালিশ বদলাইতেছেন। পানি খাইতেছেন। ফ্যান বাড়াইতেছেন কমাইতেছেন। কিন্তু কিছুতেই কিছু হইতেছে না। আজ রাতে আর ঘুম হবে না, এরাম একটা সিদ্ধান্ত নিয়া কম্পিউটর খুইলা মোজিলা ওপেন করলেন। এত রাতে কোন সাইটে যাবেন। রাশি? ওকে, রাশি বিষয় একটা সাইটে গেলেন। গিয়া যদি দেখেন, ওইখানে লেখা আছে ‌'প্রিয় কন্যা, ঘুম আসছে না তো? আসুন তবে বিষয়টা নিয়া কিছু কথা হোক।' আপনি ভাববেন, তাজ্জব ব্যাপার তো। কেমনে কী? অর্থাৎ ব্যাটায় জানিল কেমনে?
আমাদের এক বন্ধু হাত দেখায় ওস্তাদ। তার মতে, রাশি হইলো মানুষের অতীতের ভাষ্য বা অর্জিত বিষয়ের বিবরণ আর হাত দেখা হইলো ভবিষ্যতের ফিরিস্তি। আমি তেমন একটা বুঝতে পারি নাই। যদি তাই হবে তাইলে রাশি কেমনে বলে, আজ দিনটা কেমনে যাবে? আবার হাত দেইখা কেমনে অতীতের ঘটনা বইলা দেয়?
কালকে একজনের সঙ্গে চ্যাটরুমে দেখা। উনি কইলেন, দুইটা রিলেটেড বিষয়। হইতে পারে। নাও হইতে পারে। আমি জানি না।
আমার নিজের ক্ষেত্রে রাশিফলের একটা বিশেষ প্রভাব আছে। অধিকাংশ সময় দেখি মিলে যায়। রাশির মতো গড় ব্যাপার কেমনে হুবহু মিলে যায় এইটা নিয়া আমি কিছুটা বিব্রত। আরও অল্প বয়সে রাশিফলে আমার অগাধ বিশ্বাস আছিল। তখন কোনো এক বষং শুরুর বিচিত্রায় দেখলাম, আমার উদ্দেশে লেখছে, দিল সে নেহি দেমাগ সে চলো। মেসেজটা আমার মাথায় ঢুকছিল। আমি খুব আবেগী লোক। আবেগের কারণে নানা রকম বিপদ হইতো। কথাটা এই আবেগী জীবনের নানা বাঁকে পাথেয় হয়ে রয়েছে।
রাশি বিষয়ে আমার ভাবনা কী? এই প্রশ্নটা ভুলে গেছলাম। একজন একটা লিঙ্ক পাঠায়ে রীতিমতো চিন্তায় ফেলে দিল। (http://www.rashi12.com/) লিঙ্কে আমার রাশির ফল দেইখা আঁতকে উঠলাম। হায় হায় আমার ব্যক্তিগত কথাবার্তা জানলো কেমনে?
একেএকে সব রাশি সম্পর্কে পড়লাম। বুঝলাম, সবাইরে মোটামুটি কনভিন্স করার ব্যবস্থা এইখানে আছে। তবু এতটুকুও কেমনে সম্ভব?
এই লিঙ্কটা পরে আমি অনেকজনরে পাঠাইছি। সবাই কইছে এইটা পড়তে পড়তে তাদের দিন কয়টা ভাল কাটছে। তারা রাশি বিষয়ে প্রভূত নলেজ পাইছেন।
আপনাদের উদ্দেশেও দিলাম। সামনে ঈদের ছুটি। রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ। তো, ঈদে যদি বাড়ি না যান। নেটে বইসা অলস সময় কাটাইতে হয় তাইলে সাইটটায় যাইতে পারেন।
রাশিফল নিয়া মাঝে মাঝে বিরক্ত লাগে। ডেইলি রাশিফলে, চোখ গেলে হয়তো দেখলাম একটা মেজাজ খারাপ করা ঘটনার সম্ভবনা আছে। তখন একটা সতর্কতা পরিস্থিতি বিরাজ করে। এইটা ভাল লাগে না। তাই ডেইলি রাশিফল আমি পড়ি না। না পড়ার চেষ্টা করি। আশপাশে অনেককেই দেখি ডেইলি রাশিফল পইড়া দিন গুজরান করে। শুনছি ব্যবসায়ীরা নাকি খুব রাশিতে বিশ্বাস করে।
রাশি নিয়া আমি খুব কনফিউশনে আছি। এই কুসংস্কার কি না এইটাও একটা আলোচনার বিষয়। এইটা ট্রাডিশনাল বা ইনডিজেনাস নলেজের অংশ বইলাও কখনো কখনো মনে হয়। আবার কখনো কখনো কুসংস্কারও মনে হয়।
আমার মনে হয়, রাশি নিয়া মানুষের কনফিউশন দূর হওয়ার আশু কোনো কারণ নাই। কারণ বিজ্ঞান অতীতকে জানার নানা টুল আবিষ্কার করছে। একশ বছর পর দুনিয়ার কী হবে সেইটা নিয়া গবেষণা করছে। কিন্তু এক মুহূর্ত পর একজন ব্যক্তির কী হবে, এইটা জানার প্রযুক্তি আবিষ্কার করে নাই। তাই, কেউ যদি আগামী দিনের কোনো কথা কইতে চায় তাইলে আমরা আগ্রহ নিয়া শুনি। সেইটা ফললো কি না সেটা নিয়া লোকে বেশি ভাবে না। অনুমানটা শুনতেই মজা লাগে। মজায় মজায় আবার কথাগুলা ভেতরে নানা প্রভাব তৈরি করে। খানিক বিশ্বাস খানিক অবিশ্বাসের মধ্যে দোলায়িত হইতে থাকে।
ফলে, রাশিফল নিয়া কনফিউশন আরও কিছুকাল থাকবে বইলা মনে হইতেছে।



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।



* ৪১ টি মন্তব্য
* ৪৬৮ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১২ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28848967 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২১
comment by: আন্ধার রাত বলেছেন:
আপনি লেথড় বুড়া হইয়া মারা যাবেন---ভবিষ্যত বাণী করলাম। এবার টিনের বাক্সে ৫০০/- ফেলেন ;)

আপনি কোন রাশি ? কন্যা?

আমি বনের রাজা।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: বাক্সটা কই?
আপনি বাঘ?
বাঘ রাশি নামে তো কিছু দেখি না।
ও হো সিংগো।
আমি কুম্ভ।
২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৫
comment by: মাহবুব সুমন বলেছেন: পড়তে মজা লাগে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: আসলেই। ক্রমে বিশ্বাসও হইতে থাকে।
৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৬
comment by: পথিক!!!!!!! বলেছেন: অবচেতন মন ..সর্বদাই ভাবতে থাকে....সে ভাবনা মানুষের জ্ঞাত বা জ্ঞাতের বাইরেও হতে পারে....
তাই যখন রাশি ফল বা ভবিষ্যতবাণী কিছু শুনে বা পড়ে ফেলে মানব...সেই অবচেতন মন ভাবনা র সাথে একটা চক্র চলে ...
আর তাই মিলে যায়....
মনে রাখতে হবে ...অবচেতন মন ভাবে সবই ..
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: যথার্থ বলছেন।
৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭
comment by: মৈথুনানন্দ বলেছেন: :-* ও মোর আল্লা এতো খুশি কেনে গো? :-*
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: কেঠা খুশী?
৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: নির্বাক সুশীল বলেছেন: এই পুস্ট ষ্টিকি করা হউক
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: হা হা হা।
এমনেই তো দেখি স্টিকি হয়া আছে।
কমেন্ট না কইরা একটা পোস্ট দিলেই তো নাইমা যায়।
৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩
comment by: নূহান বলেছেন: অত্যন্ত চিন্তার বিষয়
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: আসলেই। খুবই চিন্তার বিষয়।
৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩
comment by: বন্ধনহীন বলেছেন: আমার ইউনির এক মেয়ে বলত - "আমি খোদায় বিশ্বাস করি না, তবে রাশিতে বিশ্বাস করি"।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: খাইছে। বলে কী?
৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: চিপা রংবাজ বলেছেন: আল -কোরানে রাশি টাশি নিয়ে সরাসরি নিষেদাজ্ঞা আছে। কাজেই নো রাশি!
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: এ বিষয়ে কী বলা আছে?
৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫
comment by: চিন্তা ভাবনা করে ইদুর বলেছেন: লিখা পড়িয়া দেখিলাম আপনার কনফিউশন একেবারেই যায়নাই। কোনো সিদ্ধান্তেও পৌঁছানো গেল না। "কনফিউশন যাইতে মেলা সময় লাগতেছে" কথাটা শিরোনাম হইতে পাল্টাইলে উত্তম হইত।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: হ। সেইটা হইতে পারতো।
কী যে হবে। কেউ তো বিজ্ঞানভিত্তিক সমাধান দিতেছে না।
বিজ্ঞানবাদীরা মনে হয় খালি মাইনাস দিয়া শান্তি পাইতেছে।
১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৪
comment by: নির্বাক সুশীল বলেছেন:
ভুল হয়্যা গেসে। আমার আগের কমেন্টটা এক্সপাঞ্জ করলাম।

ষ্টিকি হওয়ার মতো আরেক্টা পোস্ট এক্ষুণি আসলো।

নিজামী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন - এই পোস্টটাকে ষ্টিকি করার জন্যে কোন আবেদন করে দেবেন? প্লিজ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: আপনারে স্টিকি করতে পারলে সবচাইতে ভাল হইতো।
১১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: মেলা কনফিউশন। ভাল কিছু লিখলে বিশ্বাস করতে মন চায়, খারাপ লিখলেই মনে হয় রাশিফল ভুয়া
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: হ। নিজের মন মতো হইলে মনে হয় ভাল। নইলে খারাপ।
১২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
comment by: লুকার বলেছেন:

আপনার মত বুদ্ধিমান ব্যক্তি এইসব গাঁজাখুরি তত্ত্ব বিশ্বাস করেন আর প্রচার করেন দেইখা কিঞ্চিৎ হতাশ হইলাম।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: আপনার হতাশা আমার মনে কিছু আশা জাগাইলো।
এখন আমারে বুঝান, এইসব গাঁজাখুরি তত্ত্ব কেন?
১৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
comment by: কিরিটি রায় বলেছেন: +৭ আর - ১১

আজকে নির্ঘাৎ আপনার রাশিফলে ভাল কিছু ছেল না। হা হা হা

এক লোক বলে পানি হইল পানি।

আর একজন বলে ২ অনু হাইড্রোজেন আর ১ অনু অক্সিজেন...

আর একজন মাইক্রোস্কোপে পানি দেইখা পানি খাওয়াই ছাইড়া দিল..

সব প‌্যাচাল টিরে রাশির সাথে মিলাইয়া বুইঝা নেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: হা হা হা।
তথাপি বুঝা গেল না।
বুঝায়া দেন।
১৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
comment by: কেএসআমীন বলেছেন: কনফিউশন না করাই ভালা। রাশিফলের ধারে কাছে যাই না। আপনার এইবারের ছবিটা আরও দুর্ধর্ষ হইছে...
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: ঠিকই কইছেন। বিজ্ঞানের এই যুগে কনফিউজড না হওয়াই ভাল পদ্ধতি।
এই ছবিটায় কোবরা খুব ক্ষেপছে।
নির্বাক সুশীল ও সমালোচনাকারী এইবার ছবি বিষয়ে চুপ আছে।
১৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০২
comment by: তরু_ বলেছেন: ভাল কিছু লিখলে বিশ্বাস করতে ইচ্ছা করে।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: হ।
১৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৯
comment by: কোলাহল বলেছেন: আপনাকে এস এম সুলতানের মত লাগছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: খাইছে।
১৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: রাশিফল পড়তে ভালো লাগে , তবে মাঝে মাঝে কনফিউশন!!!
ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: আসলেই।
ধন্যবাদ।
আপনিও ভাল থাকুন।
১৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৯
comment by: ফারহান দাউদ বলেছেন: সবার রাশিতেই কিছু অ্যাভারেজ কথা লেইখা বসায়া রাখে,কপি-পেস্ট। ফাউল ব্যাপার-স্যাপার। তবে বছরের একটা নির্দিষ্ট সিজনে জন্ম নেয়া মানুষের গড় আচরণে একটা সামন্ঞ্জস্য থাকতেও পারে,ঐটারে ধইরা যা হোক এখটা কিছু বইলা দেয় আর হয়া যায় রাশিফল।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান। হাত দেখার ব্যাপারটা তাইলে কী?
১৯. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: রক্তাক্ত যোদ্ধা বলেছেন: রাশি বিষয়ক কিছু ওয়ালপেপার দিয়েছিলাম একটা পোষ্টে..................

সময় পেলে ঘুরে আসতে পারেন।
Click This Link
২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।
২০. ২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: তপন চৌধুরি বলেছেন: যাদের জন্ম ২ রাশির মাঝখানে তাদের জন্য ব্যাপারটা আরো ঘোলাটে কারন তাদের ২ টা রাশি দেখতে হয়৷
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: তাই নাকি?
এইটা জানতাম না তো।
২১. ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮
comment by: রেজাউর রহমান বলেছেন: অনেক দিন আসেন না এখানে।

No comments:

Post a Comment