Saturday, February 28, 2009

সাতখণ্ড রামায়ন পড়ে আবার জিগাই সীতা কার বাপ? অর্থাৎ সচলায়তন কি আসলেই ব্যান হইছে

১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৩
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

কাইলকা একটা চরম ব্যস্ত দিন কাটানোর পর মাত্র ব্লগ খুলার ফুসরৎ পাইলাম। মেলাগুলা পোস্ট পড়লাম সামহয়ার ও আমার ব্লগে। সচলায়তন খুলতে প্রক্সিসার্ভার ব্যবহার করি নাই মি. ব্রাইটের পরামর্শে। পড়তে পড়তে মনে হইলো, রামায়নের কয়েকটা জটিল অধ্যায়ের ভেতর দিয়া যাইতেছি। এবং রামায়ন পড়ার পর জিগাইতেছি স্বাভাবিক ভাবেই, আসলেই কি সচলায়তন ব্যান হইছে বাংলাদেশে।
সচলায়তন ব্যান হইছে কি না এই প্রশ্নের সুরাহা কেমনে হইবে? যে ঘোড়া ঘাস খাইতেছে তারে গিয়া জিগাইতে হবে, সে কাটা খাস খাইতেছে নাকি ঘাসের বাগানে চরিয়া বেড়াইতেছে। তাই না?
এখন পর্যন্ত সচলায়তনের মহামহিম কর্তৃপক্ষ কোনো স্পষ্ট বিবৃতি বা বিবরণ বা পরিস্থিতি ব্যাখ্যা করতে পারে নাই। যা কিছু কইছে, সেইখান থেকে আবার ফিরে আসছে। পরিস্থিতি দেইখা মনে হইতেছে, যার বিয়া তার খবর নাই। পাড়াপড়শির ঘুম নাই। সচলায়তনের কর্তারা প্রায় সবাই বিদেশে নিরাপদে থাকেন। এই নিরাপত্তা সত্ত্বেও তারা স্পষ্ট কইরা যখন কিছু কইতে পারতেছেন না তখন আমরা যারা দেশে আছি তাদের পক্ষে কীই বা করা সম্ভব?
আমার ব্লগে দেখলাম, সচলায়তনের কে জানি নাকি কইছে। এ বিষয়ে তারা আমার ব্লগের সহায়তা চায় না। আমি লেখলাম। আমারেও কইতে পারে। ভাই ফুটেন। আপনের ইয়ে আমাদের দরকার নাই। প্র্রশ্নটা কিন্তু সেইটা না। সচলায়তন যদি সত্যি ব্যান হয়া থাকে তাইলে সেইটা আমাদের চিন্তার বিষয়ও বটে। জানি কোন কারণে তাদের এমন ঝামেলায় পড়তে হইলো। যে কারণেই হউক বিষয়টা ভাল না। ফলে, বিষয়টা শুধু সচলায়তনের ব্যাপার আর নাই। কিন্তু তারও আগে প্রশ্ন, সচলায়তন কি এই ব্যাপারটা ক্লিয়ার করবে না? নাকি ধোঁয়াশা পরিস্থিতি সৃষ্টি কইরা আমাদের প্রতিবাদের পথটাও বন্ধ কইরা রাখবে। আমি অন্তত একবার তাদের কর্তৃপক্ষের মুখ থেকে একটা কথা শুনতে চাই। তারা কিছু একটা বলুক। অন্তত অমি রহমান পিয়ালকে বলুক। আগে যা কইছিল তাই ঠিক আছে।
সচলায়তন সম্পর্কে আমার অনেক অভিযোগ।
এরা ব্লগারদের স্বাধীন মতপ্রকাশের অধিকার সমর্থন করে না। সচলায়তনে যা ছাপা হয়, তা এডিট করে, মডারেশন সিস্টেমের মধ্য দিয়া ছাপা হয়। ফলে, প্রকাশিত কন্টেন্টের দায় সচল কর্তৃপক্ষের ওপরই বর্তায়। এখন সেই কন্টেন্টের মধ্যে যদি আপত্তিকর কিছু থাকে তাইলে তার দায় তাদের নিতে হবে। এবং সেই কন্টেন্টের পক্ষে তাদের দাঁড়াইতে হবে। দাঁড়াইতে না চাইলে ভুল শিকার করতে হবে।
কিন্তু তারা তো দেখি কিছুই কয় না? আমিও নিয়মিত সচলায়তন পইড়া যা বুঝছি তাতে এমনি কিছু চোখে পড়ে নাই যার জন্য তারা ব্যান খাইতে পারে। যদি কোনো কারণ ছাড়া ব্যান করা হয় তাইলে সেইটা নিয়া বিশেষভাবে ভাবা যেতে পারে। সচলায়তন সত্যিকারের মতপ্রকাশের অধিকারের কথা বইলা। কোনো যথার্থ প্রতিবাদ করতে গিয়া যদি ব্যান খায় তাইলে অবশ্যই আমরা প্রতিবাদ করবো। কিন্তু এক সেকেন্ড ভেবে। গুজবে কান দেয়া কোনো অর্থ নাই।
এখন আমার মত হইলো প্রতিবাদ করার আগে আমাদের অন্তত যার বিয়া তার মুখ থেকে কথাটা শুনতে হবে। তাই না?



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৭১ টি মন্তব্য
* ৭৮১ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28821337 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: আরিফুর রহমান বলেছেন: আপনি কি তাহলে কনফার্ম করতেছেন, যে সচলায়তন আপনি 'প্রক্সি' ছাড়াই ওপেন করতে পারতেছেন?



(স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নিচ্ছি আপনি দেশের ভেতর থেকে চেষ্টা করেছেন)
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: আপনের কথা বুঝি নাই।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: গবেষণা কইরা বুঝার চেষ্টা করলাম। সচলায়তন পড়ছি পরশু পর্যন্ত।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: সেই পর্যন্ত তো আমার চোখে এমন কিছু পড়ে নাই।
২. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: কৌশিক বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৩. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৮
comment by: কৌশিক বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৪. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০০
comment by: হোমিওপ্যাথ বলেছেন: এই লিংকটা দেখুন।

Click This Link
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১২

লেখক বলেছেন: উহাও পূর্বে পাঠ করিয়াছি।
৫. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১৯
comment by: হাসিব মাহমুদ বলেছেন:

উদ্ধৃতি:

এখন পর্যন্ত সচলায়তনের মহামহিম কর্তৃপক্ষ কোনো স্পষ্ট বিবৃতি বা বিবরণ বা পরিস্থিতি ব্যাখ্যা করতে পারে নাই।

>> অরূপ বলছে তাদের "প্রান্তে প্রযুক্তিগত সমস্যা নেই" । এখন এই কথাটা আর ঢাকা থিকা সচলে ঢোকা যাইতেছে না এই ঘটনাটা মিলাইলে সিদ্ধান্তটা কি দাড়ায় ?

উদ্ধৃতি:

সচলায়তনে যা ছাপা হয়, তা এডিট করে, মডারেশন সিস্টেমের মধ্য দিয়া ছাপা হয়। ফলে, প্রকাশিত কন্টেন্টের দায় সচল কর্তৃপক্ষের ওপরই বর্তায়।

>> নতুন তথ্য !


উদ্ধৃতি:

আমিও নিয়মিত সচলায়তন পইড়া যা বুঝছি তাতে এমনি কিছু চোখে পড়ে নাই যার জন্য তারা ব্যান খাইতে পারে।

>> কি কি হলে একটা সাইট ব্যান খায় ? এইটার কোন ধরাবাধা নিয়ম কি আছে ? বা ধরেন ডিজিএফআই থিকা রাইতের বেলা পত্রিকার নিউজ কন্টেন্ট কন্ট্রোল করার মতো বিটিআরসিরে ফোন দিয়া কওয়া হৈলো সচলরে আটকাও । আপনে নিশ্চয়ই স্বীকার যাবেন বর্তমান রেজিমে এইটা অসম্ভব ঘটনা না । এখন সেইটার কি প্রমান এ্যাজ এ ভিকটিম সচল কর্তৃপক্ষ হাজির করতে পারবে বৈলা আপনার মনে হয় ?
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: মিস্টার হাসিব,
আপনি যখন সিরিয়াস মুভ নিবেন তখন কার্যকারণ সূত্র মিলায়া লাভ নাই। ওরা স্পষ্ট কইরা কি কইলো সেইটা দেখতে হবে। গবেষণা করে জিনিশটা বুঝা যায় না। নিরাপদ দূরত্বে বইসা ওরা টেকনিক্যাল কথা কয় ক্যান?
অনুমান না এই মুহূর্তে ফ্যাক্ট জানা জরুরি। অনেক কথাবার্তার পর হয়তো দেখা গেল এইটা টেকনিক্যাল ফল্ট। তখন?
৬. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: আরিফুর রহমান বলেছেন: আপনি বলছেন...
"সচলায়তন খুলতে প্রক্সিসার্ভার ব্যবহার করি নাই মি. ব্রাইটের পরামর্শে"....

তাই আমি জিগাইলাম, সচলায়তন কি আপনি প্রক্সি ছাড়াই ওপেন করতে পারছেন?
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: ও।
৭. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৮
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: হাসিব, আমার ব্লগে হিডেনস্ট্রিট যা পরামর্শ দিছে সেইটারে আমার অধিক কার্যকর মনে হইতেছে।
দেখেন :

আমি আন্তরিক ভাবে দুঃখিত ও সমব্যাথি এই জন্য যে বাংলাদেশ সরকার সচলায়তন কে ব্লক করেছে । সচলায়তন এর টেকী ভাইদের অনুরোধ করবো হোস্টিং এর আইপি টা পরিবর্তন করে দেখুন প্লীজ। এতে তো আলাদা কোন টাকা লাগার কথা না। হোস্টিং কোম্পানিকে করে অনুরোধ করলেই তারা অন্য একটা আইপিতে চেঞ্জ করে দেওয়ার কথা।

আপনারা ধরেই নিচ্ছেন এবং বারবার বলছেন যে চেঞ্জ করে কি হবে? কালকে সেটাও বন্ধ করে দিবে। এরকম অগ্রিম চিন্তা না করে দয়া করে অধমের পরামর্শ টা মানার অনুরোধ করলাম আবার ও।

প্লীজ—————-
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: আইপি চেঞ্জ করতে সমস্যাটা কোথায়?
৮. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩০
comment by: হাসিব মাহমুদ বলেছেন:

উদ্ধৃতি :
অনেক কথাবার্তার পর হয়তো দেখা গেল এইটা টেকনিক্যাল ফল্ট। তখন?

>> সচলায়তনে বাংলাদেশ থেকে এ্যাক্সেস না করতে পারার দুইটা কারন হৈতে পারে ।

১. সচলের টেকনিকাল ফল্ট ।
২. বাংলাদেশ এন্ডে ব্লক করা ।

সচল কিন্তু প্রথম সম্ভাবনাটা রুল আউট করে দিছে ।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: তাইলে ওরা বিবৃতি দিক।
৯. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬
comment by: সমুদ্র বলেছেন: সচুর আইটি হুজুর আইটি কারিরা খোলাখুলি কৈরা কিচুতো কয় না।
একবার কয় পোর্ট ব্লক, কেন কয়না যে ব্যান করচে ?@ হাসিব । এইটা কেন বদ্দা ?
কৈতে কি সমেস্যা
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: টেকনিক্যাল ব্যাপার আমি বুঝি না। তবে যে কয়জন টেকনিক বুঝদারের কথা ব্লগে পড়লাম তারা তো দেখি সন্দেহই প্রকাশ করতেছে।
১০. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪১
comment by: হাসিব মাহমুদ বলেছেন:
যারা এই জাতীয় কাজ করে তাদের এতোটা বকলম ভাবাটা ঠিক না । ওরা কিভাবে কাজটা করে জানি না । তবে এইখানে দুইটা সম্ভাবনা থাকে ।

১. আইপি ব্লক করা - একটা আইপি ব্লক করলে আরেকটা আইপি নেয়া যায় সত্য । এক্ষেত্রে ওরা দ্বিতীয় আইপিটাও পরদিন ব্লক করবে । পরশু আরেকটা আইপি নিলে তরশু ওরা পুরো হোস্টিং সার্ভারের আইপি রেঞ্জ ব্লক করে দেবে । এটা ওরা করতেই পারে কোন সমস্যা না ঘটিয়েই । সচলের হোস্টিং সার্ভার ব্লু হোস্টে এমন কোন হাতিঘোড়া সাইট হোস্ট করা নেই যাতে ঢুকতে না পেরে পুরো দেশে হৈ চৈ পড়ে যাবে ।

২. দুই নাম্বার হলো ডোমেইন নেইম ব্লক করা - এতে আইপি পরিবর্তন করে লাভ নেই ।
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: একবারের জন্য আইপি চেঞ্জ কইরা দেখতে অসুবিধা কী?
১১. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: হাসিব মাহমুদ বলেছেন: নিজের নিকে প্লিজ @ সমুদ্র
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: সমুদ্র কি নিক না@ হাসিব?
১২. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: হাসিব,
আমি সচলে কোনো পোস্ট হয়তো মিস করে গেছি। বলেন তো, ওইখানে রাজাকার মারার জন্য খুনী ভাড়া করার টাকা তোলা হইতেছিল, এরাম কোনো ঘটনা ঘটছে?
১৩. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
comment by: হাসিব মাহমুদ বলেছেন: এই পোস্টের পিছনে আপনার পলিটিকসটা কি সেইটা ধরার চেষ্টা করতেছি । আপনি একটা সাইট ব্লকড এইটার সম্ভাবনার কিছুমাত্র গুরুত্ব না দিয়ে সেইটার মডারেটররা কেন ঐটা করতেছে না, তারা কি লিখছিলো যে তাগো ব্যান করতে হবে এইসব নিয়ে বিলা করতেছেন । যাউগ্গা ভালো থাইকেন ।
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: ভুল বুইঝেন না হাসিব। আমি জাস্ট জানতে চাইতেছি।
বুঝার চেষ্টা করতেছি কোন পোস্টটা ক্ষমতাধরদের বিরক্তির কারণ হইলো। আরও বলি সচলায়তন বিবৃতি দিলে ও কনফার্ম করলে নির্দিধায় আমি সচলায়তন ব্যানের বিপক্ষে দাঁড়াবো।
এইভাবে মাইন্ড করলে হবে?
১৪. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: পোষ্টে মাইনাস।
লেখায় এন্টি-সচলায়তন মনোভাব স্পষ্ট।যদিও আমি সচলায়তেন কেউ না, সা,হো,ইন-এর কেউ না।কিন্তু আপনার মতো একজন নামী-দামী ব্লগার এইভাবে লেখলে ব্যাপারটা চোখে লাগে।

"বলেন তো, ওইখানে রাজাকার মারার জন্য খুনী ভাড়া করার টাকা তোলা হইতেছিল, এরাম কোনো ঘটনা ঘটছে"?
এইটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি,এক ব্লগার ক্ষোভের বশে এইরকম বলছে,কিন্তু তাঁর কমেন্টকে কেউ ব্লগ করেনি।

টেকিনিক্যাল ফল্ট সম্পর্কে এস,এম, মাহবুব মুর্শেদ নামে একজন বলছে, ঔ ওয়েবসাইটের বাংলাদেশি পোর্ট বন্ধ করা হয়েছে।

ফারুক ওয়াসিফ নামে এক ব্লগার এইটা নিয়ে টি,এণ্ড,টি'র পরিচালকের সাথে কথা বলছেন।চেয়ারম্যান বলছেন,বন্ধ করা হতে পারে।
আপনার লেখা দেখে সত্যি হতাশ হইলাম।




১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: আপনাকে হতাশ করার জন্য আমি দুঃখিত।

এস এম মাহবুব মুর্শেদ যদি বলে থাকেন তবে সেটা সচল কর্তৃপক্ষের বক্তব্য হিসেবেই নিতে হবে। কিন্তু তিনি কথাটা বলেছেন এমন কোনো প্রমাণ আছে?
সচল বন্ধ করা হলে অবশ্যই একটি কারণ আছে। সেই কারণটা তো আমাদের জানতে হবে। একজন ব্লগার ব্যক্তিগত আলোচনায় আমাকে বলেছেন এরকম একটি কনটেন্ট তিনি সচলে দেখেছেন। হতে পারে, রাজাকাররা প্রাণের ভয়ে সচল বন্ধ করে দিয়েছে।
আমরা কি কারণটা বুঝতে চাইতে পারবো না? একটু অবাক হলাম।
আমি সচলায়তনের বিরুদ্ধে এইটা কোনো গোপন ব্যাপার না। তবু আমি জোরালোভাবে সচলায়তনের পক্ষে দাঁড়াতে চাই। ফলে জানার জন্যই যত প্রশ্ন।
তারপরও আপনি হতাশ হলেন বলে আমি ভীষণভাবে দুঃখিত।
১৫. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
comment by: হাইগ্যানী হাবাজন ব্যবিলন বলেছেন: বৎস কলু। ঠিকঠাক মতো ঐষধ সেবন করিতেছেন ত!

ত্রিভুজের পোস্ট পড়িতে গিয়া যে শ্লেষমিশ্রিতক্ষোভের জন্ম হয়, আপোনার অদ্যকালের "বিখ্যাত কলু মোর্শেদের" পোস্ট পড়িলে সেইরকম আনন্দ হয়। ইচ্ছা করে সন্মুখে পাইলে চাটি মারিয়া চোয়ালের দন্ত দুইটা খুলিয়া লইতাম, ঠিক যেমনটা হয় ত্রিভুজ মহাশয়ের পুস্ট পড়িলে।

আপোনাদিগের দুয়ের মাঝে বিশাল মিল রহিয়াছে। কিপিঠাপ বৎস, আনটিল ইউ গেট মাই রিয়েল ঠাপ!
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: এই তো সচলের ভক্তরা তাদের আসল রূপে আত্মপ্রকাশ শুরু করেছে। গুড।
১৬. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: সচল কর্তৃপক্ষ বিবৃতি দেয় না কেন এই বিষয়ে তো কিছু জানা গেল না।
কনফার্ম হইলে তো আমাদেরকেও কনফার্ম করতে হবে।
১৭. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
comment by: দূরন্ত বলেছেন: রাতে এ বিষয়ে কয়েকটা পোস্ট আমার সামনেই সামহয়ার থেকে ডিলিট খাইছে। বেশি খোজখবর নিলে আপনার সমস্যা হইতে পারে :)
আর্মি মাইর তো খান নাই ;)
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: ১০টার বেশি পোস্ট তো দেখলাম আমি।
সামহয়ারের উদারতা কত বেশি সেটা তো বুঝি স্বীকার করি এবং তাদের কৃতজ্ঞতা জানাই।
১৮. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
comment by: হাসিব মাহমুদ বলেছেন: "আমাদের" বলতে কাদের কাদের বুঝাইতেছেন ? আপনি, তারপর ? অনেকে নিজের বুঝ নিজেই বুইঝা মনে হয় এর মধ্যে কাজে লাইগা পড়ছেন । আপনারা যারা ওয়েটিঙ লিস্টে আছেন তারা যোগ দিলে তাদের দল ভারি হবে নি:সন্দেহে ।

পুনশ্চ: আপনার এই কনফার্ম হবার পদ্ধতিটা আমার বেশ ভাল্লাগছে ।
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: এইসব তর্ক কইরা লাভ কী হাসিব।
কনফার্ম হওনের পদ্ধতি ভাল লাগছে জাইনাও তো লাভ নাই।
বলেন তাইলে কেমনে কনফার্ম হবো?
পরিস্থিতি ধোঁয়াশা রাইখা তো এই ব্যাপারের সমাধান হবে না।
বলেন, জোর দিয়া কথাটা বলবো কেমনে?
কয়েকটা অসমর্থিত সূত্রের বরাত দিয়া?
বলবো, নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন, তাই আমরা এর প্রতিবাদ করলাম।
আমি তো এখন শিমুলের মতো হতাশ হইতে শুরু করলাম।
এবং বুঝলাম, সচল কর্তৃপক্ষ কোনো অবস্থান নিবে না। আপনারে এইখানে সচলের প্রতিনিধি হিসাবে বিবেচনা করলাম।
ধন্যবাদ আপনার সহযোগিতার জন্য।
১৯. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
comment by: ষড়ভূজ বলেছেন: মাহবুব ভাই, খুনি ভাড়ার খবরটা ঠিক। এই লিংকে বিস্তারিত জানতে পারবেন
http://www.sachalayatan.com/arup/16774
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: লিঙ্ক কেমনে দেখবো?
প্রক্সি সার্ভার দিয়া দেখলে তো নাকি সমস্যা হয়। ব্রাইট কইছে।
২০. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: আপনার জন্য সচলায়তন থেকে লেখাগুলো কপি-পেষ্ট করলাম।(অনুমতি ছাড়া করা ঠিককিনা জানিনা।

এস এম মাহবুব মুর্শেদ | বুধ, ২০০৮-০৭-১৬ ১৯:৪৪


শুধু পোর্ট ৮০ বন্ধ করেছে। তাই ট্রেস রাউটে পাওয়া গেলেও পেইজ এক্সেস করা যাচ্ছে না।

লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: বুধ, ২০০৮-০৭-১৬ ১৯:২৬)
ক্যাটেগরী: ব্লগরব্লগর


আমি বিটিটিবি'র ইন্টারনেট বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি ঘন্টা খানেক আগে। সচলায়তন ব্যান বা ব্লক করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, অফিসিয়ালি বলবেন, ‌মন্তব্য নেই।' আকেলমান্দ কি লিয়ে ইশারাই কাফি হ্যায়।
আন অফিয়াশিলি যা বলেছেন, তা তো বলা যাচ্ছে না।

আপনার উপরে হতাশ হওয়ার কারণ গতকাল সচলে গিয়ে দেখি সা,হো,ইন-এর প্রতি ব্যাঙ্গাত্মক সমলোচনা।তখন-ই মেজাজটা খারাপ হয়ে গিয়েছিলো।

আমাদের মধ্যবিত্তীয় ইগোর এই কামড়া-কামড়া বড্ড বিশ্রি লাগে।সবজায়গাতেই আমি ওর/ওদের চেয়ে বড়,উন্নত,বেশী উদার,বেশী প্রতিবাদী এইটা প্রমান করার এক ছেলেমানুষি অসুস্থ প্রতিযোগীতা।

ওইখানেই এইটা লিখেছিলাম কমেন্টে অতিথী হিসেবে,ছাপাইনি।

১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: এইটা তো হাসিবও পোস্ট করলো। এমএমরে বক্তব্য। কিন্তু কর্তৃপক্ষের ভাষাটা ফরমাল হওয়া উচিত।
ফারুক ওয়াসিফ তো সচলায়তন কর্তৃপক্ষ না। আর 'মন্তব্য নাই' কথাটার অর্থ কী? অর্থ তো আমি আপনি করবো না। ভুক্তভোগিরা বলতেছে,
(আমার ব্লগ থেকে)

.................................................................
(বাইরে জরুরী কাজে আছি বলে সংক্ষেপে লিখছি)
কালকে অমি রহমান পিয়াল ফোন করে জানতে চান কি ঘটনা। তাকে বলেছি ফারুক ওয়াসিফ এবং আর যারা বাংলাদেশে আছেন তারা ভালো বলতে পারবেন কেননা আমরা কিছুই অফিসিয়ালী জানিনা। যেটুকু নিশ্চিতভাবে জানি তা হল, আমাদের প্রান্তে সমস্যা নেই কোন।

BDNEWS24.com এর রিপোর্টে বলা হয়েছে

উদ্ধৃতি
সচলায়তনের প্রতিষ্ঠাতাদের একজন অরূপ কামাল টেলিফোনে মালয়েশিয়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধীদের নিয়ে সাম্প্রতিক একটি লেখা প্রকাশের পর বাংলাদেশে ব্লগটি বন্ধ করে দেওয়া হয়েছে।”
এই প্রসঙ্গে আমার প্রকৃত বক্তব্য ছিল, আমরা জানি না আদৌ ব্যান করা হয়েছে কিনা কিংবা কি কারনে করা হয়েছে। যদি সত্যিই ব্যান করা হয় তাহলে হয়তো এক সপ্তাহের লেখালেখি দেখলে বোঝা যেতে পারে।

উদ্ধৃত বাক্যটি তাই ঠিক নয়, এবং তাতে অহেতুক বিভ্রান্তি দেখা দিতে পারে।

এখনও পর্যন্ত আমার বক্তব্য একটাই এবং সেটা সুস্পষ্ট, তা হল আমাদের প্রান্তে প্রযুক্তিগত সমস্যা নেই। প্রকৃত ঘটনা জানতে চাইলে বাংলাদেশে বসে যাচাই করতে হবে। সচলায়তনকে যদি আদৌ ব্যান করা হয় তবে তা হবে দুঃখজনক। আমি খুব আশা নিয়ে বসে আছি এই আশংকা সত্য হবে না…

এই অশান্ত দিনে এখন শুধু আশাগুলোই আমাদের সম্বল…

I was told that people are confused. So this is my response..

বুকমার্ক: এই লিঙ্ক গুলো ব্যবহার করে বুকমার্ক করুন

sachalayatan, সচলায়তন (2 votes, average: 5 out of 5)
You need to be a registered member to rate this post. Loading ...
লিখেছেন:arup - এই পর্যন্ত 1 টি ব্লগ লিখেছেন
............................................

আর আপনি কইতেছেন ইশারাহি কফি। কফি খায়া করবোটা কী?
২১. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১২
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আমি সচলায়তনের ব্যানের বিরুদ্ধে একটা জোরালো লেখা লিখে রাখছি। তারা বক্তব্য পেলে সেইটা পোস্ট করতে পারি।
অনেক চেষ্টা চরিত্র করেও তাদের কোনো বক্তব্য যখন পাওয়া যাচ্ছে না তখন আপাতত ইস্তফা দিলাম।
এখন একটু অফলাইনে থাকার অনুমতি নিয়া গেলাম।
২২. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: হাসিব মাহমুদ বলেছেন:
দেখেন মাহবুব মোর্শেদ, আপনি যেই পাড়ায় কাম করেন সেই পাড়ার উদাহরনই দেই । আপনার বুঝতে সুবিধা হবে ।

আর্মি সমর্থিত সরকার (এই সরকাররে আর্মি সমর্থিত বলা যাবে কিনা বা সেইটা তারা বিবৃতি দিয়া কনফার্ম করছে কিনা সেইটা জিগাইলে সমস্যায় পৈড়া যাবো । আপাতত এইটারে মাইনা নিয়াই আগাই । ) যখন ক্ষমতা নেয় তখন থিকাই মিডিয়াতে এক ধরনের অলিখিত, অবিবৃত সেন্সরশীপের কথা আমরা জানি । এই বিষয়ে অনেকেই পোস্ট দিছেন নানা যায়গায়, অনেকেই অনেক জায়গায় কমেন্টারি দিছেন । তো এই সেন্সরশীপ যাগো উপরে পড়ছে সেইখানকার কর্তৃপক্ষ, আই মিন সম্পাদকেরা এইটা নিয়া জনসমক্ষে কথা বলছেন আমার যদ্দুর মনে পড়ে গত কয়েকমাস (তারিখ ঠিক খেয়াল নাই) আগে তাদের একটা সভায় । তাও সবাই সেখানে জনসমক্ষে কথা বলেন নাই ।

এখন এই জনসমক্ষে কথা বলার আগে যারা এইটা নিয়া বিভিন্ন জায়গায় এই সেন্সরশীপের বিরুদ্ধে অবস্থান নিছেন তারা কিন্তু ঐ সম্পাদকদের বিবৃতি, কনফার্মেশনের জন্য বৈসা থাকেন নাই । আমি নিজেরে ঐ যারা বইসা থাকেন নাই তাগো দলভুক্তই মনে করি । এইখানে আমার সম্পাদকদের বিবৃতির প্রয়োজন নাই । ঘটনার পরম্পরা ও রাজনৈতিক প্রজ্ঞাই আসলে যথেষ্ট এইসব ঘটনার পেছনের কাহিনী জানার জন্য । সচলায়তনের ক্ষেত্রে আসলে কি হৈছে এইটা নির্নয়ের জন্যও আমি একই পদ্ধতি ফলো করে সিদ্ধান্ত নিছি তাদের সমর্থন দেবার ।
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: সচলায়তন তো বিশাল কোনো বিজনেস খুলে বসে নাই যে সেইটা তাদের রক্ষা করার জন্য সম্পাদকদের মতো সতর্ক থাকতে হবে। এমন না যে, তারা ব্যান হইছে এই কথাটা কইলে তাদের ধইরা নিয়া যাইবে। সচলায়তনের সব কর্তাব্যক্তিই তো আমি যতদূর জানি নিরাপদে বিদেশে থাকেন। আমি ভুল কইলে বইলেন।
ফলে তাদের দিক থেকে ভয়ের তো কিছু দেখি না।
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: আরেকটা কথা আমার ব্লগে অরূপের পোস্টটা দয়া কইরা পইড়েন। সবগুলা পোস্ট পইড়া সাইরা আমি এই পোস্ট দিছিলাম।
২৩. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: সরি আবার লগইন করলাম। যারা অরূপের পরিচয় জানেন না তাদের জন্য বলি, অরূপ সচলায়তনের বৈধ কর্তৃপক্ষ। উদ্যোক্তা ও নির্মাতা। অন্যতম মডারেটর। আমার ব্লগে উপরের পোস্টটা অরূপই লিখছেন।
২৪. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: খুব ব্যস্ততার মধ্যে আপনার পোস্ট টি পড়লাম এবং মন্তব্য করলাম।
অনেক প্রশ্ন জন্ম নিয়েছে?

১। সচলায়তন কি আদৌ ব্যান হয়েছে?

২। কি কারনে ব্যান হল?

৩। সচলায়তন মডারেটেড ফোরাম বলে আপনার পোস্টে উল্লেখ করা হয়েছে।

একটা হুমকি দেখছি:

""বলেন তো, ওইখানে রাজাকার মারার জন্য খুনী ভাড়া করার টাকা তোলা হইতেছিল, এরাম কোনো ঘটনা ঘটছে"?
এইটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি,এক ব্লগার ক্ষোভের বশে এইরকম বলছে,কিন্তু তাঁর কমেন্টকে কেউ ব্লগ করেনি।"

এটার ভিত্তি কি? এটা কি মডারেটর এপ্রুভড?

মডারেটেড ফোরামে এরকম কথাবার্তার অর্থ কি?

মত প্রকাশের স্বাধীনতার উপর কোন আঘাত মেনে নেয়া যায় না। অবশ্য পর্নো, কুৎসিত ব্লাসফেমী, আর হুমকি জাতীয় কথাবার্তা এর বাইরে।
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: ব্যান হলে এবং সচল কর্তৃপক্ষ আমাদের তা জানালে আমাদের সবার উচিত দলমতনির্বিশেষে সচল খুলে দেয়ার দাবি জানানো।
২৫. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২২
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: "আকেলমান্দ কি লিয়ে ইশারাই কাফি হ্যায়।
আন অফিয়াশিলি যা বলেছেন, তা তো বলা যাচ্ছে না।
এইটা আমার না, ফারুক ওয়াসিফের বক্তব্য।পুরোটা ইনভার্টেড কমার মধ্যে রাখা উচিত ছিলো।
@ষড়ভূজ,আপনার লিঙ্কের লেখাটা আমি আগেই পড়েছি।আনুষ্ঠানিকভাবে খুনী ভাড়া করা,এইভাবে বিষয়টি আসেনি;যেটা হয়েছে এক ব্লগার ক্ষোভমিশ্রিত প্রতিক্রিয়ায় বলেছেন তিনি খুনী ভাড়া করতে চান এবং অনেকেই তাকে সাপোর্ট করেছেন।কিন্তু কতৃপক্ষ কমেন্টগুলোকে ফিল্টার করেননি।

"খুনীদের দিয়ে যুদ্ধপরাধীদের শুধু মেরে ফেলা যাবে হয়তো;কিন্তু বিচার হবেনা"- এমনটাও বলেছেন অনেকে।
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: আমার বক্তব্য ক্লিয়ার করতে পারি নাই।
আমি স্পষ্ট কইরা সচল কর্তৃপক্ষের বিবৃতি চাই।

কথা উদ্ধৃত করার সময় যার কথা উদ্ধৃত করতেছেন তার অনুমতি নিয়েন।
২৬. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
comment by: সমুদ্র বলেছেন: আব্দুল্লাহর আম্মু আপনে নিজামীর গোয়া চাটেন গিয়া। হে এহন মগবাজারে হোগা উদলা কইরা বইসা রইচে।

এক্টা ব্যপার লক্ক করচেন মুরশেদ বাই, দ্যাশে আর কুনু সাইট ব্যান খাইলো না , সচুলায়তন বেন কাইলো !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এক্টা সাইট দেকাইতে পারবেন যেইটা পলিকিকেল কারণে বেন খাইচে?
এক্টা সাইট দেকাইতে পারবেন যেইটা সরকারের বিরুদ্দে কতা বলতে গীয়া বেন কাইচে ?

আর কেউ কাইলো না কিনতু সচু বলগ ব্যান কাইলো আর সচুর আবালচোদা মডুরা কতাও কয় না, আর সবতে চিল্লা বাল্লা করতাচে যে সচু বেন কাইচে, চলো আনদোলন করি।
জিনিসটা সনদেহঝনক।
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: মানুষ দেশে ব্যান খাইরে বিদেশ গিয়া বড় লেকচার দেয় আর এনার বিদেশে বইসা ব্যান খায়াও কইতে পারে না। একটু অবাক হচ্ছি। ব্যাপারটায়।
২৭. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: যাই গা। জরুলি কাজ আছে।
২৮. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
comment by: হাসিব মাহমুদ বলেছেন:
উদ্ধৃতি

"সচলায়তন তো বিশাল কোনো বিজনেস খুলে বসে নাই যে সেইটা তাদের রক্ষা করার জন্য সম্পাদকদের মতো সতর্ক থাকতে হবে। "

সচলায়তন যারা বানাইছেন তারা তো নিশ্চয়ই এইটারে বিশাল কিছু ভাবেন । আমিও ভাবি । আমি এইটারে বাংলা ব্লগিঙের একটা স্তম্ভই মনে করি । অতএব সচলের মডুরা এইটা নিয়া অতি সতর্কতা দেখাইতেই পারেন ।


উদ্ধৃতি

"এমন না যে, তারা ব্যান হইছে এই কথাটা কইলে তাদের ধইরা নিয়া যাইবে। সচলায়তনের সব কর্তাব্যক্তিই তো আমি যতদূর জানি নিরাপদে বিদেশে থাকেন। আমি ভুল কইলে বইলেন।
ফলে তাদের দিক থেকে ভয়ের তো কিছু দেখি না।"

অনেকগুলা সম্ভাবনাই তো আছে এই যামানায় -

১. ধরেন অরূপ বা মাহবুব মুর্শেদের পরিবাররে হয়রানি করা হৈতে পারে ।

২. বা ধরেন সচলে আর্মিদের বিপক্ষে অবস্থান আছে এরকম কাউরে আটকাইলো তারা । (তাসনিম খলিলের কেইসটা স্মর্তব্য ) । এই সম্ভাবনা মাথায় থাকলে কর্তৃপক্ষের কৈলজায় পানি থাকার কথা না ।

৩. অথবা ধরেন কেউ ডিসেম্বরে দেশে যাবে তারে বিমানবন্দরেই আটকাইলো ।

এই তিনটা সম্ভাবনার সবগুলাই বাস্তব সম্ভাবনা । এইজন্য আতঙ্কিত হবার যথেষ্ট কারন আছে বলেই আমার মনে হয় ।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: এইগুলা যথার্থ চিন্তার কথা বটে।
২৯. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: "ব্যান হলে এবং সচল কর্তৃপক্ষ আমাদের তা জানালে আমাদের সবার উচিত দলমতনির্বিশেষে সচল খুলে দেয়ার দাবি জানানো।"

অবশ্যই। তবে কতৃপক্ষের উচিত হবে দায়িত্ববোধের পরিচয় দেয়া। কারন খুনের হুমকি জাতীয় ব্যাপারগুলো পাশ্চাত্যে খুব সিরিয়াসলি নেয়। আমি জানি না বাংলাদেশে এটাকে কিভাবে নেয়া হয়।

নো ফ্রিডম উইদাউট রেসপনসিবিলিটি। ক্লাস ফোর থেকে এটা সবার মাথায় গেড়ে দেয়া হচ্ছে।

পাশ্চাত্যের কথা এজন্য আনলাম, কারন আমিও বিশ্বাস করি "নো ফ্রিডম উইদাউট রেসপোনসিবিলিটি"।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: সহমত। আমরা আশা করি সচলের মধ্যে রেসপনসিবিলিটি আসবে ভবিষ্যতে। কিন্তু সবার আগে আমাদের তো সচলায়তন দেখা যাওয়ার ব্যবস্থা করতে হবে।
৩০. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
comment by: মুক্তি বলেছেন: আচ্ছা ধরেন গিয়া আমার কাছে একটা প্লাটফরম আ‌ছে আমার অনেক বন্ধু চাটক আছে বিভিন্ন মিডিয়াতে। নিজেরে পপুলার বানামু নিজের ওয়েব সাইট পপুলার বানামু। কারো স্ব-রুপে কিংবা অ- রুপে কিংবা আলী আমানের মতো। বাংলাদেশের পত্রিকায় পত্রিকায় আমার সাইটের নাম লেখা হইবো। ইটিভিতে খবর প্রচার হবে। আচ্ছা আর কি করা যায়। শুনলাম অ-রুপ, স্ব-রুপরা নাকি শিয়াল পন্ডিতের কাছে বলেনি কি কারনে তাদের বাল খসে পড়েছে। কিন্তু শিয়াল পন্ডিত নাকি কারন টারন উল্লেখ করে বাল খসে পরাটাকে নিশ্চিত করেছেন। যেখানে জামায়াত মুক্তিযোদ্ধাদের সম্বেলন করতে পারে সেখানে বিদেশে বসে কিছু আদরের দুলালেরা কোন মুক্তিযুদ্বাদের ব্যবহার করে নিজেদের ওয়েব সাইটের পসার ঘটাতে পারবেনা?
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ওদের ভয় দেখলে কিন্তু মনে হয় না, পাবলিসিটি করতে গিয়া ভয় পাইছে।
৩১. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: মুক্তি বলেছেন: সচলায়তনের ব্যানারগুলো আমার খুব মনে ধরে। বড়ই কালার+ ফুল তাই একটা কালার ফুল ব্যানার চাই 'আন ব্যান সচলায়তন' লেখা থাকবে তাহাতে। সাথে একটা অন লাইন পিটিশনের দাবি করি।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: ব্যানারে এখনও লেখে নাই?
৩২. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: মাহবুব ভাই, আপনি আমার শ্রদ্ধাভাজন। কিন্তু এই পোস্ট পড়ে মনে হচ্ছে অনেকেই ব্যপারটায় অন্য কিছুর গন্ধ পাচ্ছেন (আমি ভুলও হতে পারি)। অনেকেই ভাবছেন এটা একটা স্টান্ট ছাড়া কিছু নয়। প্রচারনা বাড়ানোর কৌশল।

কিন্তু এটা তো নাও হতে পারে। প্রথম আলো পত্রিকাটিতেও ব্যপারটা চলে গিয়েছে।

সচলায়তন একটা সেক্যুলার সাইট। সেখানে যারা লেখেন তারা সবাই সেক্যুলার। সেক্যুলারিজমকে তারা আদর্শ হিসেবে নিয়েছে। ঐ মতবাদ ছাড়া অন্য কিছু সেখানে এলাউ করা হয় না। তার প্রতি বাংলাদেশ সরকারের ভিন্ন দৃষ্টি থাকাটা অস্বাভাবিক মনে হয় না। সুতরাং আলাদা করে সচলায়তনকে ব্যান করলে আমি অবাক হব না।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: সচলায়তনের চেয়ে সেকুলার বহু জিনিশ তো সমানে চলতেছে।
৩৩. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৭
comment by: মামু বলেছেন: ট্যাকা দিয়া লুক ভারা কইরা রাজাকারদের মাইরা ফ্যালাইলে কি সভ্য সমাজে "রাজাকারদের বিচার হইছে" প্রতিষ্ঠতি হইব?

সারা বিশ্ব জানব কিচু সভ্য লুক প্রমোট কইরা আরো কিচু লুকরে মাইরা ফেলাইতেছে জিগাংশার কারনে।

হয়তো কিছু লুকের মনের প্রতিহিংশা প্রশমিত হইব, তার তেকে বেশী কিচু না।

----------------------------------------------------------------------------
ফলাফল হইব, লাদেনের মত। ইসলামের লাইগ্যা জেহাদ করতে গিয়া ইসলামের বারটা বাজাইছে, বিশ্বে সবাই এখন ইসলাম মানেই জানে শন্ত্রাসী।

আসুন আইন করে রাজাকরদের বিচার করি।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: সহমত ও ধন্যবাদ।
৩৪. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩০
comment by: হাসিব মাহমুদ বলেছেন:

"আপনারে এইখানে সচলের প্রতিনিধি হিসাবে বিবেচনা করলাম।"- প্রসঙ্গে একটা বিবৃতি বাকি ছিলো -


আমি সচলের প্রতিনিধি না ।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: সত্যিই অবাক হইলাম।
৩৫. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৬
comment by: কম্পাইলার বলেছেন: বিশেষ বুলেটিন (১)
লিখেছেন সচলায়তন (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ১৮:০৮)
ক্যাটেগরী: ব্লগরব্লগর


প্রিয় সচলবৃন্দ,

আমাদের বিনীত অনুরোধ এই মুহুর্তে মাথা ঠান্ডা রাখুন। আমরা ঘটনা বোঝার চেষ্টা করছি। দয়া করে অনুমানের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা থেকে বিরত থাকুন। আমাদের প্রকৃত ঘটনা জানা খুবই জরুরী। এরকম অস্থির সময়ে আপনাদের ধৈর্য্য একান্ত কাম্য। কাউকে কোনভাবেই সাম্প্রতিক ঘটনার ফায়দা নেবার সুযোগ দেবেন না। এরকম সময়ে নানা স্বার্থের মানুষ নানা ষড়যন্ত্রে ততপর থাকে।

আপনাদের কাছে কোন রকম তথ্য থাকলে contact@সচলায়তনে.com এ জানান। গুজবে কান দেওয়া বা অমূলক আহ্বানে সাড়া দেওয়া থেকে বিরত থাকুন। আপনাদের এই সহযোগিতা না পেলে আমাদের সচলায়তন বন্ধ করে হতে দিতে পারে।

সবুজ দেশের মানুষদের কাছে সচলায়তনের প্রাঙ্গন নিষ্কন্টক হোক, ধন্যবাদ
----------------------------
তারাও মানুষ আপনারাও মানুষ , তফাতটা বোঝেন ।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: মি. কম্পাইলার,
ব্যান প্রসঙ্গে সচলায়তনের বিবৃতিটা দিতে পারেন?
৩৬. ১৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: কোন খবর নাই? মনে হয় ব্লক হয় নি।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: নতুন বিশ্লেষণ একটা হাজির করছেন সুশান্ত :
http://amarblog.com/sushantaa/2766
৩৭. ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৮
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: সচলায়তন কর্তৃপক্ষ যে বিবৃতিটা দিছে সেইটা কেউ দিতে পারেন?
৩৮. ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০১
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: এইটাই কি সচলায়তন কর্তৃপক্ষের সর্বশেষ বক্তব্য ?
..........................................................................
সচলায়তনের প্রিয় সদস্য ও পাঠকবৃন্দ,

সম্প্রতি একটি অভূতপূর্ব ঘটনায় সচলায়তনের পরিস্থিতি একটি উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কালানুক্রমিকভাবে ঘটনার একটি বিবরণ দেয়া হচ্ছে।


গত ১৫ই জুলাই বিকেল থেকে বাংলাদেশ থেকে সচলের সদস্য ও পাঠকরা অভিযোগ জানান যে দেশ থেকে সচলায়তন অ্যাকসেস করা যাচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য যে সচলায়তন একটি শেয়ার্ড সার্ভার ব্যবহার করে, যা কদাচিৎ ওভারলোডের কারণে সিপিউ কোটা অতিক্রান্ত হবার ফলে সাময়িকভাবে স্থবিরাবস্থার মধ্যে দিয়ে যায়, তবে পাঁচ মিনিটের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সদস্য ও পাঠকরা এ-ও অবগত আছেন যে সচলায়তন একটি অলাভজনক অ-ব্যবসামুখী উদ্যোগ, তাই এর পক্ষে ডেডিকেটেড সার্ভার বা এই জাতীয় ব্যবয়বহুল ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। সীমিত রিসোর্স নিয়েই সচলায়তনের পথচলা।


বাংলাদেশ থেকে সচলায়তনের অ্যাকসেস ব্যাহত হবার পর তা আর পুনর্স্থাপিত না হওয়ায় সচলায়তনের পক্ষ থেকে তার হোস্টের সাথে যোগাযোগ করা হয়, এবং হোস্টের পক্ষ থেকে জানানো হয়, তাদের সার্ভার প্রান্তে এমন কোন ত্রুটি নেই, যার কারণে বিশ্বের কোন একটি নির্দিষ্ট দেশের অধিবাসীদের সচলায়তন অ্যাকসেস করতে সমস্যা হবে।

এ সংক্রান্ত চ্যাট লগটি এখানে পরে উদ্ধৃত করা হবে।


বাংলাদেশ থেকে স্বল্পসংখ্যক সদস্য, যাঁরা সচলায়তনে পরদিন লগ ইন করতে পারেন, তাঁদের প্রত্যেকের আইএসপি-ই ভি-স্যাট এর সংযোগব্যবস্থা ব্যবহার করে।


প্রাক্তন বিটিটিবি, বর্তমান বিটিসিএল এর আন্তর্জাতিক গেটওয়ে ব্যবহার করে, এমন কোন আইএসপি থেকে সচলায়তন অ্যাকসেস করা যায়নি।


১৬ই জুলাই দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে বিটিসিএল ও বিটিআরসি-র সংশ্লিষ্ট কর্তাদের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে কোন সদুত্তর পাওয়া যায়নি। তাঁরা কোন আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ সংক্রান্ত খবরের লিঙ্ক ও স্ক্যান করা চিত্র এখানে পরে সংযোগ করা হবে।


১৭ই জুলাই এই একই অচলাবস্থা বিদ্যমান থাকে। দেশ থেকে ব্লগাররা বিভিন্ন প্রক্সি ঠিকানা ব্যবহার করে সচলায়তনে প্রবেশ করতে পারেন। ঢাকা থেকে কয়েকজন তথ্যকৌশল বিশেষজ্ঞ পরীক্ষা করে জানান, বিটিসিএল প্রান্তে সচলের পোর্ট ৮০ ও ১১০ বন্ধ করা আছে। ফলে ট্রেসরুট করে সব হপ খুঁজে পাওয়া গেলেও এইচটিএমএল অ্যাকসেস বন্ধ।


১৮ই জুলাই ভোরে হঠাৎ দেশ থেকে স্বাভাবিকভাবে সচলায়তনে প্রবেশ করা সম্ভব হয়। কিন্তু একই সাথে দেখা যায়, ডট বিডি ডোমেইন কাজ করছে না, এবং খোঁজ নিয়ে দেখা যায় সাময়িকভাবে বিটিসিএল এর সাবমেরিন কেবলের গেটওয়ের পরিবর্তে ভিস্যাটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ বাংলাদেশে চালু আছে। এ অবস্থায় কয়েকজন ব্লগার ট্রেসরুট করে সে তথ্য সচলের অন্যান্যদের কাছে পাঠান। কিছু সময় পর সাবমেরিন কেবল গেটওয়ে পুনর্সংযুক্ত হবার পর দেশ থেকে সচলায়তনের অ্যাকসেস আবারও স্বাভাবিক পন্থায় অসম্ভব হয়ে পড়েছে।





--------------------------------------------------------------------------------


সচলায়তনের এই পরিস্থিতি বাংলা কমিউনিটি ব্লগেও একটি অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে। কেউ এ সুযোগে সচলায়তনের ওপরেই দোষ দিচ্ছেন, কেউ নিজস্ব অনুমাননির্ভর সিদ্ধান্ত নিয়ে তৃতীয় কোন পক্ষকে দোষারোপ করছেন, কেউ কেউ আনুষ্ঠানিকভাবে সচল কর্তৃপক্ষের কাছ থেকে ব্যাখ্যা দাবি করছেন।

এ পরিস্থিতিতে সচলায়তনের বক্তব্য স্পষ্ট। সচলায়তনের দিক থেকে কারিগরি ত্রুটির ব্যাপারটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা হচ্ছে বারবার, কোন পক্ষের দিকে অভিযোগের আঙুল নির্দেশ করার আগে। আমরা এখনো পর্যন্ত নিশ্চিত যে আমাদের প্রান্তে কারিগরি ত্রুটি নেই, বিশ্বের অন্য সব দেশ এবং বাংলাদেশ থেকে ভিস্যাট ব্যবহারকারীরা সচলায়তনে নির্বিঘ্নে প্রবেশ করতে পারছেন। বিটিসিএল এর প্রান্তে ত্রুটির কথা ঢাকা থেকে ব্যবহারকারীরা জানিয়েছেন ও জানাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবেও কর্তাদের কোন স্পষ্ট উত্তর আমরা পাইনি। আজ শুক্র ও আগামীকাল শনিবার সরকারী ছুটি। কবে আমরা স্পষ্টভাবে কিছু জানতে পারবো, তা-ও জানার উপায় নেই।

এখানে দু'টি সম্ভাবনা এখন বিচার্যঃ

১. সচলের ওপর কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।
২. বিটিসিএল প্রান্তে কোন কারিগরি ত্রুটি ঘটেছে।

যদি কোন ত্বরিৎ নিষেধাজ্ঞার কারণে এমনটি ঘটে থাকে, তাহলে সচলায়তনের সদস্য ও পাঠকরা মর্মাহত ও বিস্মিত, এবং তারা বাংলা ব্লগোমন্ডলের অন্যতম জনপ্রিয় এই অনলাইন লেখক কমিউনিটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। প্রসঙ্গত উল্লেখ্য যে অতীতে যে ক'টি ওয়েবসাইটকে দেশ থেকে ব্লক করা হয়েছে, তার কোনটিকেই আগে কারণ দর্শানোর পর ব্লক করা হয়নি, এবং বেশিরভাগ ক্ষেত্রে কোন যোগাযোগও করা হয়নি। সচলায়তনের সাথে যোগাযোগের ঠিকানা contactঅ্যাটsachalayatan.com।

যদি বিটিসিএল প্রান্তে কোন কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়ে থাকে, অতি সত্বর এই ত্রুটি নির্দেশ ও নিরসন করার অনুরোধ রইলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সচলায়তনের সদস্য ও পাঠকরা প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়ে তাঁদের প্রিয় লেখক কমিউনিটিকে ঘিরে আছেন, তাঁদের প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ। যাঁরা সচলায়তনের সদস্য বা পাঠক না হয়েও আস্থা রেখেছেন এর ওপর, এবং শুভানুধ্যায়ের পরিচয় দিচ্ছেন পদে পদে, তাঁদের প্রতি সচলায়তন কৃতজ্ঞতা জানাচ্ছে।

বাংলা ব্লগিং অগ্রসর হোক।

সচল থাকুন, সচল রাখুন।
৩৯. ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৪
comment by: রেজাউর রহমান বলেছেন: অনেক দিন আসেন না এখানে। ভুলে গেলেন?

No comments:

Post a Comment