Tuesday, February 24, 2009

কোলাকুলি, হাগ, হোল্ড, এমব্রেস সমাচার

০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৭
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

১.
তখন আজকের কাগজে কাজ করি। আমরা সিগারেট খাইতাম সাধারণত অসিফের নিচে নাইমা। তো কোনো এক ঈদের ছুটির পর প্রথম দিনের অফিস। কাজ কাম কম। নিচে সিগারেট ধরাইছি। পাশে এক ছেলে আর এক মেয়ে কথা কইতেছিল। দুই জনে খুব উত্তেজিত। জোরে জোরে কথা বলতেছিল। আমি অলসভাবে সিগারেট টানতে টানতে হালকা মনোযোগ দিলাম। ফোনের আলাপের সূত্রে ওনাদের দেখা হইছে। উপলক্ষ ঈদ। তো ছেলে কোলাকুলি করতে চায়। মেয়েও রাজি। কিন্তু উপযুক্ত পরিস্থিতি পাইতেছে না। আশপাশে তুলনামূলক ভাবে কম লোক হইলেও কিছু লোক তো আছেই। আর আমি সবচেয়ে নিকটবর্তী। বুইঝা একটু সরে গেলাম। তৎক্ষণাত দুইজনে একটু কাছাকাছি আইসা হালকা কোলাকুলি সাইরা নিলো। চড়াই পাখির এক মিনিটের স্নানের মতো। মনে দুঃখ পাইলাম। আহারে, এই পোলাপাইন ঈদের মধ্যে একটু ভাল কইরা কোলাকুলি করবে তারও ব্যবস্থা এই রাষ্ট্র করতে পারে নাই। এই রাষ্ট্রের থাইকা কী লাভ!
২.
সমকালে কাজ করি তখন। একদিন পত্রিকা অফিসে তদবির করতে আসা এক লোকের সঙ্গে পরিচয় হইলো। কোনো এক বিষয়ে নিউজ করলে তার সুবিধা হয়। আমার সাথে তার আলাপ পরিচয় কিছুই আছিল না। চা খাইতেছি তো ভদ্রলোক আইসা তার কথা কইতে থাকলেন। খেলোয়াড় হিসাবে বিদেশ গেছিলেন। সেইখানে কোনো এক মেয়ে তারে হাগ দিতে আইলে তিনি মেয়েরে শক্ত কইরা ধইরা ফালাইছিলেন। পরিমিতি বোধের অভাবে তাকে অ্যাবিউজের অভিযোগে পড়তে হয়। ফল স্বরূপ দল থেকে বহিষ্কার। ওনার বক্তব্য হইলো, এইটা হইলো একটা সাজিস। ষড়যন্ত্র।
লোকটার পরিস্থিতি সুখকর নয়। আবার তার আবালপনাও সমর্থনীয় নয়। একটা মিশ্র অনুভূতি হইলো।
৩.
গত বছর এক অনাবাসি বন্ধুর সঙ্গে কথা হইতেছিল। তো তারে জিগাইলাম যে, হাগ হোল্ড এইগুলা একটু ক্লিয়ার কইরা বলো। বন্ধু বলে, হাগ তুমি যে কাউরে করতে পারো। বিষয়টা একটু সামাজিক। নিরাপদ দূরত্ব রাইখা হাগ করা হয়। কিন্তু কেউ কাউরে ঘনিষ্টভাবে হাগ করতে পারে। সেইটা তখন বিশেষ হয়া দাঁড়ায়। এখন কেউ কাউরে হাগ করতে গিয়া আবেগবশত যদি তারে শক্ত কইরা জড়াইয়া রাখে সেইটারে কয় হোল্ড। তো বন্ধুরে জিগাইলাম, সে অর্থে হাগের চেয়ে বেশি কিছুরে হোল্ড কওয়া যায়, কী বলো। বন্ধু কয় কইতে পারো। তারপর কী? বন্ধু কয়, এরপরে কিস আসতে পারে।
ফেসবুকে অহরহ বন্ধুরা বন্ধুদের হাগ পাঠায়। জিনিশটা ভালই। কোলাকুলির মতো ঘটনা। বাহুদিয়া জড়ায়ে ধইরা অনুভূতি প্রকাশ।
৪.
কাতারিনা কৈফ গান গাইতেছিলেন......বিন তেরে সনম..... ডিং ডা ডিং ডা ডাং....... অমুক তমুক........ কিস মি কিস মি...... হোল্ড মি হোল্ড মি.......। বিশাল প্রগতিশীল গান। হিন্দি সিনেমার মধ্য দিয়া হোল্ড ব্যাপারটার সঙ্গে আমাদের চিনপরিচয় ঘটলো।
৫.
ছোটবেলায় ট্রান্সশ্লেন করতে গিয়া কোলাকুলির ইংরেজি শিখছিলাম এমব্রেস। পরে জানা গেল, এসব্রেস শুধু মানুষে মানুষে না কোনো মত, ভাব বা বিষয়কেও এমব্রেস করা যায়। বিশাল ব্যাপার। ফলে, কোলাকুলি বলতে যা বুঝায় তা সীমিত অর্থে হাগ হইতে পারে বইলা আমার মত।
৬.
একবার ঈদের সময় বাড়ি গিয়া কোলাকুলি করতে গিয়া কোলাকুলি করতে গিয়া, সংখ্যায় অধিক পইড়া গেল। ফল হিসাবে ঘাড়ব্যথা শুরু হইলো।
কোলাকুলি শব্দটা অসাধারণ। কোলের সঙ্গে সম্পর্ক নাই। সম্পর্ক ঘাড়ের সঙ্গে। শব্দের উৎস ও ব্যবহারের এই তফাৎ আমাদের সংস্কৃতিতে অধিকতর সম্ভব। কিন্তু ব্যাপারটা আইলো কোত্থিকা?
৭.
একবার ঢাকা শহরে ঈদ করতে গিয়া কষ্ট পাইলাম। পুরা ঈদটা কোলাকুলি ছাড়া শুধু টিভির অনুষ্ঠান দেইখা কাইটা গেল। আর সে অনুষ্ঠানে অনুষ্ঠান হয় অল্প। খালি বিজ্ঞাপন আর পাঁচদিন ব্যাপী অনুষ্ঠানের প্রচারণা। সেবার অবশ্য টিভিতে প্রচুর কোলাকুলি দেখছিলাম। টিভিতে কোলাকুলি দেখতে হইলে বিটিভি দেখবেন। বিশেষ করে খবরের সময়।
৮.
জীবনে ওই একবারই ছেলেমেয়ের কোলাকুলি দেখছিলাম।
সিনেমায় প্রচুর হাগ দেখছি। বাস্তবে হাগ দেখছি কি না মনে পড়ে না। এইগুলা আমাদের দেশে চালু হইতে প্রচুর সময় লাগতেছে।
৯.
মূলত ছেলেরাই ছেলেদের সঙ্গে কোলাকুলি করে। মেয়েরা মেয়েদের সঙ্গে করছে এমন কোনো নমুনা এখন পর্যন্ত দেখলাম না। তারমানে মেয়েরা সবদিক থিকাই সামাজিক কোলাকুলি বঞ্চিত আনন্দ পালন করে।



প্রকাশ করা হয়েছে: শব্দচর্চা বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ৫৫ টি মন্তব্য
* ৫০৭ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28850078 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: আলী ওয়ািসকুজ্জামান বলেছেন: আপনার গবেষনা ধর্মি লেখা পঈড়া প্রীত হইলাম। আসলেই কবে যে আমরা হাগ সংস্কৃতিতে পরিপুর্ন ভাবে যাইতে পারুম, নাহ আমরা বহুত পিছাইয়া আছি...।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: আমাদের দেশে কবে আসবে সেই দিন! আহারে।
মুছে ফেলুন


২. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: আন্ধার রাত বলেছেন:
মেয়েরা ছেলেদের সাথে কোলাকুলি সিস্টেম শুরু করলে আমার প্রতিদিনই ঈদ হবে। ;)

কো কোলাকুলির দাবী জানাচ্ছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: হা হা হা।
কো কোলাকুলি কথাটা মনে ধরলো।
মুছে ফেলুন


৩. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: নিহন বলেছেন: ঈদ এলোরে ......
আমার , আপনার ...
পথের মাঝে ঘুমিয়ে আছে যে ,
পথ শিশু তার ।
তুলে নিন সেই শিশুদের
বুকের মাঝে ,নতুন সাঝে ।

.............ঈদ মোবারক ..........
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: ঈদ মোবারক।
মুছে ফেলুন


৪. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: সাংবাদিক বলেছেন: হ্যাঁ, মোর্শেদ ভাই, আমরা অনেক পিছিয়ে আছি। তবে এটাও ঠিক যে য, আমরা মুসলিম দেশ। এখানে ইসলামের নামে গজিয়ে উঠা নানা ব্যবসাপ্রতিষ্ঠান (রাজনীতি দল) গুলোর মালিক(নেতারা) আন্দোলন করতে পারে।
প্রবাসে দেখেছি সবাই, হাগ করে... একে ওপরকে কিস করে তার অনুভুতি প্রকাশ করে। এতে নেই কোন যৌনতা, আছে শুধু মমতা।
পাশ্চাত্যে এরা তো এটাকে খারাপ দৃষ্টিতে নেয় না। তবে কেন আমাদের দেশে খারাপ দৃষ্টিতে নেয়া হবে।
যা হোক অনেক প্যাঁচাল মারলাম।
ঈদ মোবারক আপনাকে।

ভাই, আমিও আপনার মতো, তবে প্রবাসের মাটিতে সাংবাদিকতা করছি....যতটুকু সম্ভব হচ্ছে।
সাংবাদিক গ্রুপে আপনাকে স্বাগতম। সদস্য হওয়ার আমন্ত্রণ রইলো।
http://www.somewhereinblog.net/group/Sangbadik
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: থ্যাংকস। ঠিকই কইছেন। যাবো সাংবাদিক গ্রুপে।
ঈদ মোবারক।
মুছে ফেলুন


৫. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৫
comment by: নিরক্ষর বলেছেন: ঈদ মোবারক:)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: ঈদ মোবারক।
মুছে ফেলুন


৬. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৬
comment by: আশাবাদী!! বলেছেন: "মূলত ছেলেরাই ছেলেদের সঙ্গে কোলাকুলি করে। মেয়েরা মেয়েদের সঙ্গে করছে এমন কোনো নমুনা এখন পর্যন্ত দেখলাম না"

একমত নই। আমাদের বন্ধুদের মাঝেই অনেক উদাহরণ আছে। তবে ছেলেরা যেভাবে করে সেভাবে হয়তো না, জড়িয়ে ধরেই ছেড়ে দেয়।
ছেলে-মেয়েরা খুব ভালো বন্ধু হলে দেখা হলে হাগ করে।

সবমিলিয়ে আপনার লেখা পড়ে মজা পেলাম খুব।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: তাহলে তো ভালই।
থ্যাংকস।
মুছে ফেলুন


৭. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৭
comment by: দূরন্ত বলেছেন: বিদেশে রাস্তাঘাটে ছেলেদের সাথে কোলাকুলি করলে লোকজন গে মনে করবে। এই কারনে আমাদের তেমন কোলাকুলি করা হয়না।
অবশ্য রাস্তাঘাটে হরহামেশাই ছেলে মেয়ে হাগ, হোল্ড, কোলাকুলি করতেছে। মাগার আমাদের সেইটাও করা হয়না :)
চিন্তা কইরা দেখলাম এইসব পশ্চিমা রাষ্ট্রের থাইকা লাভ কি!!! যেখানে কোলাকুলির স্বাধীনতা নাই।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: হা হা হা।
আপনার জীবন প্রবাসেও কোলাকুলিময় হয়ে উঠুক।
মুছে ফেলুন


৮. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৮
comment by: দূরন্ত বলেছেন: ঈদ মোবারক।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: ঈদ মোবারক।
মুছে ফেলুন


৯. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৯
comment by: রাজামশাই বলেছেন: "তারমানে মেয়েরা সবদিক থিকাই সামাজিক কোলাকুলি বঞ্চিত আনন্দ পালন করে।"


হুমম

কি করা যায় ;) পারমিশন দিলেতো আবার হাগ আর হোল্ড এক কইরা ফালাইবো। :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: রাজা তুমি দুষ্ট।
মুছে ফেলুন


১০. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৫
comment by: মরিয়ম বলেছেন: ঈদের আগে এই সকল জানতে পাইরা ভাল লাগল। হাগ-হুগের চেয়ে কোলাকুলিই ভাল মনে অইতাছে। হাগ-হোল্ডে এবিউসের অবস্থান এত কাছাকাছি যে নিজেরে নিয়ন্ত্রন কঠিন। তার চেয়ে কোলাকুলি অনেক নিরাপদ।
ভাই আমি কিন্তু মেয়েতে মেয়েতে অনেক কোলাকুলি দেখেছি গ্রামের বাড়িতে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: তাই? গ্রামেও মেয়েরা কোলাকুলি শুরু করে দিছে?
মুছে ফেলুন


১১. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: রকি ভাই বলেছেন: বাহ, হাগাহাগি তো ভালোই হচ্ছে....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: তুই একটা বদ।
মুছে ফেলুন


১২. ০১ লা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
comment by: সাংবাদিক বলেছেন:

ঈদ মানবতার মহামিলনের পবিত্র দিন। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের দিনে আমরা সবাই যেন সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের পথে চলার অঙ্গীকার করি।
সাংবাদিক গ্রুপের পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক।

আর হ্যাঁ, ঈদের দিন সাংবাদিক গ্রুপে আমন্ত্রণ রইলো- ঈদের আনন্দ শেয়ার করার জন্য।

http://www.somewhereinblog.net/group/Sangbadik
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: থ্যাংকস।
মুছে ফেলুন


১৩. ০১ লা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: শফিউল আলম ইমন বলেছেন: লেখা পইরা মজা পাইলাম।
ভালো লাগল।
আপনাকে ঈদের শুভেচ্ছা।

কথা ঠিক@দুরন্ত।:)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: থ্যাংকস।
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
মুছে ফেলুন


১৪. ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:১২
comment by: শ্রেয়া বলেছেন: মাহবুব ভাই,আপনার লেখা পরলে একটা জিনিস হয়,সেটা হল গিয়ে,আমি স্পষ্ট ভাবে বুঝিনা,যে বিষয়টা সম্পর্কে আপনি লিখসেন,সেটা নিয়ে আপনার মতামত টা কি,মানে.....ধুর,খেই হারায়ে ফেলসি!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: হা হা হা।
আসলেই কি তাই?
কিছু বিষয়ে আমি ইউআর রাইট আইরাইট বাট আই অ্যাম কনফিউজড অবস্থানে থাকি।
কিন্তু অনেক বিষয় তো ক্লিয়ার।
এইটা পইড়া বুঝলা না আমার কী মত?
স্ট্রেঞ্জ!
মুছে ফেলুন


১৫. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬
comment by: শ্রেয়া বলেছেন: মানে কি দাড়াইল....আপনি যেটারে ঠিক বলতেসেন,সেইটা ঠিক কিনা তা আপনি নিেজও জানেন না?

(্ওই পোস্টটা্ও পরছি!!)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: জানবো না ক্যান? কিন্তু সব বিষয়ে জানি এমন না। এমন অনেক বিষয় আছে যেইগুলা নিয়া ব্লগারদের সাথে আড্ডা দিতে দিতে আমার মত তৈরি হয়। সব বিষয়ে জানা অজ্ঞানীর লক্ষণ।
মুছে ফেলুন


১৬. ০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৬
comment by: ফাহমিম বলেছেন: বাহ...ভালো বিশদ লেখা।

আসুন আমরা বেশী করে হাগাহাগি করি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: এরাম করে না বললে ভাল হইতো।
মুছে ফেলুন


১৭. ০৩ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
comment by: তপন বাগচী বলেছেন: মোশ্যেদ ঠিকই বলেছেন, 'কোলাকুলি শব্দটা অসাধারণ। কোলের সঙ্গে সম্পর্ক নাই। সম্পর্ক ঘাড়ের সঙ্গে।' তাই আমরা কোলাকুলির বদলে কাঁধাকাঁধি বা ঘাড়াঘাড়ি শব্দ চালু করতে পারি। তবে বুকের সঙ্গে বুকের মিলন হয় বলে বুকাবুকিও চলতে পারে।
ধন্যবাদ আপনার রসরচনার জন্য।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: দাদায় কি সম্প্রতি কইলকাতা ঘুইরা আসছেন? নামের বানান ভুলে অভিনব পারদর্শিতা দেখাইলেন যে?
মুছে ফেলুন


১৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৪
comment by: তপন বাগচী বলেছেন: প্রিয় মাহবুব মোর্শেদ,
আপনার নামের বানান ভুল করেছি বলে দুঃখিত। ভুলটি মনের নয়, আঙুলের। আপনার নাম যেহেতু অজস্রবার পড়েছি, তাই বানানটি না-জানার কথা নয়। তবু ক্ষমা চাইছি।
কিন্তু এর সঙ্গে কইলকাতা ঘুইরা আসার সম্পর্ক আবিষ্কারের মধ্য দিয়ে আপনি কোন মানসিকতার প্রকাশ করলেন?
মোর্শেদ, মুর্শেদ, মোরশেদ, মুরশেদ, মুরশিদ, মুর্শিদ, মুরশীদ, মুর্শীদ-- একই শব্দের এমন ৮ প্রকাশের বানান থাকায় অনেকে ভুল করতে পারেন। আমারও ভুল হওয়া বিচিত্র কিছু নয়। বুঝতেই পারছেন আমার ভুলটি ও-জাতীয় নয়। আঙুলটি এ-বাটনে না পড়ে জেড-বাটনে পড়ে গেছে। এবং পোস্ট করার আগে চেক করা হয়নি। কিন্তু এর সঙ্গে 'কইলকাতা ঘুইরা' আসার কথা ভাবলেন তপন বাগচী নামটি বাংলা শব্দের বলে?
আপনার লেখার মধ্যেও ভুল আছে। যেমন 'ছোটবেলায় ট্রান্সশ্লেন' লিখেছেন? এর অর্থ কি? কিন্তু পাঠক বুঝতে পারে যে, এটি আঙুলের ভুল। আপনার জানার ঘাটতি কিংবা কোনও ইংরেজি ভাষার শহরে যাওয়ার সম্পর্ক এখানে যুক্ত নয়।
জবাবে হয়তো বলবেন, আপনি আমার সঙ্গে মজা করতে চেয়েছেন। কিন্তু প্রকাশ্যে মজা করতে গিয়ে আপনি যে মানসিকতার পরিচয় দিলেন, তাতে কেউ যদি আপনার এতদিনের অসাম্প্রদায়িক অবস্থানকে ভুল বুঝতে শুরু করে, তার জন্য দায়ী কে হবে?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: মোর্শেদ বানানের মেলা রকমফের দেখছি এ জীবনে কিন্তু মোশ্যেদ কখনো দেখি নাই। এই ধরনের পারদর্শিতা সাধারণত কলকাতার লেখকরা দেখান। দেখাইতে পারেন।
ঘটনাটা দেখি কলকাতার হিন্দু মুসলমান সবার ক্ষেত্রেই ঘটে। আপনে হিন্দু বইলা কইলকাতা উচ্চারণের সাথে সাথে আপনের কইলজা ফাইটা গেল দেইখা একটুও অবাক হইলাম। কইলকাতা মানে হিন্দু এই সিদ্ধান্তে আপনে গেলেন কেমনে? কইলকাতার মতো অসাম্প্রদায়িক শহর আর দুইনায় আছে। সেই শহরটারে আপনে কলমের খোঁচায় হিন্দু বানায়ে দিলেন। ছি ছি ছি।
কইলকাতার লেখকরা আমাদের শামসুর রাহমানের নামও আকছার ভুল করে। আপনে তো খালি আমার নামই ভুল করছেন। তাও জেড পইড়া গেছে।
আমি মজা করতে চাই নাই। আপনে বিশিষ্ট যাত্রা গবেষক। কবি। গল্পকার। আপনে একটা অভিনব ভুল বানানে আমার নাম লেখছেন দেইখা মাইন্ড করছি। আপনে দেখি ভুল স্বীকার না কইরা কথা ঘুরাইলেন। আপনে লোকটা দেখি ভীষণ খারাপ।
মুছে ফেলুন


১৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৯
comment by: মৈথুনানন্দ বলেছেন: আইলা! কাকে আবার এমব্রেস্ট[si/] করলেন - সে হতভাগিনী প্রটেস্ট করেনি?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: হা হা হা। হো হো হো। হা হা হা। আপনের তুলনা আপনেই।
মুছে ফেলুন


২০. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫০
comment by: আলিফ মাহমুদ বলেছেন: মাহবুব ভাই, আপনের ফ্যামিলি থেকে চালু কইরা ফালান। তার আগে বিয়া শাদী করেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: বুড়া হয়া গেলাম। আর আপনে এখন বিয়া করতে কন। বাচ্চাকাচ্চার বিয়া দেওয়ার সময় হয়া গেল।
মুছে ফেলুন


২১. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: তপন বাগচী বলেছেন: প্রিয় মাহবুব মোর্শেদ,
অসত্য কথা বলছেন কেন? আমিতো প্রথমেই ভুল স্বীকার করেছি। ভুলের কারণ ব্যাখ্যা করেছি। এবং ক্ষমাও চেয়েছি। তারপরেও আপনি কী করে লিখলেন, 'আপনে দেখি ভুল স্বীকার না কইরা কথা ঘুরাইলেন। আপনে লোকটা দেখি ভীষণ খারাপ।' আমার পোস্টে প্রথম বাক্যে তো এখনও ভুল স্বীকারের শব্দগুলো আছে। দেখে নিতে পারেন।
কলকাতার লেখকরা ভুল করলে তার দায় ঢাকার লেখকের উপর চাপান কেন? ঢাকার লেখকরাও ভুল করেন।
আপনার মনের কথাটা ধরে পড়েছে বলে আমাকে তো খারাপ বলবেনই। ওই মানসিকতার লোকরা আমাকে খারাপ ভাববে, তাতে আর দোষ কী!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: আপনের ভুল স্বীকার হয় নাই। কারণ আপনে কথা ঘুরাইছেন? ঢাকার লোকেরা লেখকের নাম ভুল করছে?
এই প্রথম শুনলাম।
মুছে ফেলুন


০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: দ্বিতীয় বাক্যে ? স্থলে । হবে।
মুছে ফেলুন


২২. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৯
comment by: খাখা বলেছেন: মহবুব মোর্শেদ ভাইজান, আপনি তপন বাগচীরে লিখেছেন, 'আপনে হিন্দু বইলা কইলকাতা উচ্চারণের সাথে সাথে আপনের কইলজা ফাইটা গেল দেইখা একটুও অবাক হইলাম।'
আমিও একটু অবাক হইলাম, আপনে তপন বাগচীরে 'হিন্দু' মনে করছেন বইলা। আপনার 'অসাম্প্রদায়িক অবস্থান'ডারে একটু নড়াইলেন মনে হয়! নাকি আগে থাইকাই ওই মানসকিতার ছিলেন, বুঝতে পারলাম না। মনের অজান্তে আপনার সাম্প্রদায়িক মনের পরিচয়টা বাইর হইয়া গেল নাকি? আপনি তারে খারাপ কইতে গিয়ে নিজের খারাপ হচহারাটাও মেইলা ধইরলেন যে ভাইজান।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: খাখা,
তপন বাগচী হিন্দু এইটা তার ধর্মীয় পরিচয়। এইটা উল্লেখ করার মধ্যে সাম্প্রদায়িকতা আছে বইলা আমি মনে করি না।
আমি অসাম্প্র্রদায়িক? এইটা কই পাইলেন?
সো ফার আই ক্যান রিকল, কোথাও নিজেরে অসাম্প্রদায়িক বইলা আমি দাবি করি নাই। এইটা আপনে কই পাইলেন বুঝলাম না। আমি ভীষণ সাম্প্রদায়িক। আমার পোস্ট পড়লে অসাম্প্রদায়িকতার তকমাটা আমার উপর চাপাইতেন বইলা মনে হয় না।
মুছে ফেলুন


২৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৭
comment by: ব্রাইট বলেছেন: "এই রাষ্ট্রের থাইকা কী লাভ! "

আমিও তো কই.....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: হ। কী লাভ।
মুছে ফেলুন


২৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: তপন বাগচী বলেছেন: ঢাকার লেখকেরা ভুল করে না বলেছেন? দেশের একটি পত্রিকা তো হাসিনা কে হাসিন লিখেছিল। ভুল তো ভুলই। তা শিখতে কইলকাতায় যেতে হয় না। আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রীর নামের বানান প্রতিদিনই ভুল ছাপা হচ্ছে কোনো কোনো পত্রিকায়। তারা কি কইলকাতা থেকে শিখে আসে?
ভুল স্বীকার করার পরেও বললেন ভুল স্বীকার হয় নাই। ভুল স্বীকারের পদ্ধতিটা একটু শিখাইয়া দেবেন আশা করি। কিংবা কোথায় যেতে হবে জানায়ে দিলে উপকৃত হই।
আপনার লেখায় যে বানান ভুল আছে তা দেখিয়ে দিলাম, তার জন্য পাঠকের কাছে তো ভুল স্বীকার করলেন না!
আপনি কি মনে করছেন যে আপনার নামের বানান আমি জানি না? আপনি আমাকে 'খারাপ' বলার মধ্যে যে কুৎসিৎ মনের পরিচয় দিলেন...এনিয়ে আর বলতে চাই না। আপনাকে ভয় পাচ্ছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: ভয় পাওয়ার জন্য ধন্যবাদ। হালুম!
মুছে ফেলুন


২৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫০
comment by: অ্যামাটার বলেছেন: মজাক পাইলাম ব্যাপকস...বিশেষ করে কোলাকুলি পর্বটা(১ম প্যারা)...;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: হা হা হা।
মুছে ফেলুন


২৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
comment by: হেলাল খান বলেছেন: মাহবুব পারেও!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন: কী বলেন? লজ্জা পাইছি।
মুছে ফেলুন


২৭. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৭
comment by: খাখা বলেছেন: apnake je bhoy pay, take byan kore dilen????
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৮. ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: রেজাউর রহমান বলেছেন: অনেক দিন আসেন না এখানে। ভুলে গেলেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

No comments:

Post a Comment