Tuesday, February 24, 2009

ধামরাইয়ের লোকেরা বোকা কেন? অথবা এই মৌসুমে আমলকি খান

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৪
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে এক আমলকি বিক্রেতার সঙ্গে একবার খাতির হইলো। তিনি আমারে জিগাইলেন, আপনে জানেন ধামরাইয়ের লোকেরা বোকা কেন? আমি কইলাম, না জানি না। তিনি কইলেন, তাইলে একটা গল্প শুনেন। তিনি নিম্নলিখিত গল্প বললেন :
একবার ধামরাই থেকে কয়েকজন লোক মানিকগঞ্জ গেছে। বংশাই নদী হয়া, নৌকায়। যাওয়ার সময় মানিকগঞ্জে বিক্রির জন্য কিছু হাড়ি-পাতিল নিয়া গেছে। বাজার সদাই করার পর তারা গাছের নিচে জিরাইতেছে। এমন সময় এক লোক আইসা তাদের আমলকি সাধলো। ধামরাইয়ের লোকেরা ভাবলো, নতুন ফল, খায়া দেখি। আমলকি খায়া তাদের খুব ভাল লাগলো। আর খানিকটা পিপাসাও পাইলো। পাশের হোটেলে গিয়া তারা পানি চাইলো।
পানি খায়, আর দেখে হোটেলের পানি মিঠা লাগে। হোটেলের মালিকরে জিগাইলো, ভাই, আপনের হোটেলের পানি মিঠা কেন? হোটেলের মালিক কয়, হ। মানিকগঞ্জের পানি অনেক মিঠা। নিবেন নাকি? ধামরাইয়ের লোকেরা নিজেদের মধ্যে শলাপরামর্শ করে কয়েক জেরিকেন পানি কিনলো।
নৌকার আসতে আসতে ভাবতেছিল তারা যে, সবাইরে গিয়া তাক লাগায়ে দিবে।
কিন্তু ধামরাই আসতে না আসতেই তাদের একজনের তেষ্টা পাইলো। এবার পানি খায়া দেখে, নরমাল মনে হয়।
এইভাবে তারা আবিষ্কার করলো, পানি না আসলে আমলকিতেই মিঠা স্বাদ।
মানিকগঞ্জে গিয়া ঠকছিল বইলাই, ধামরাইয়ের লোকেরা বোকা। বুঝছেন?



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৪২ টি মন্তব্য
* ৩৬৪ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28839635 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৮
comment by: তুষ।র বলেছেন: কয় কি রে!!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: হ।
২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৯
comment by: সুন্দর সমর বলেছেন: ধামরাইতের বিলুপ্ত তাতিদের বোকামি নিয়ে নানীর মুখে অনেক গল্প শুনেছি। এ পোস্ট পড়ে স্মৃতিময়তা পেয়ে বসল। ধন্যবাদ ভাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: বইলেন তো, দুই একটা।
৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: হুমম বুঝলাম , তবে একটা কথা ।
আমাদের সাথে ক্লাস সেভেনে ধামরাইয়ের এক ছেলে ছিল , টিফিন চুরিতে সে ছিল মহা ওস্তাদ । সিস্টেম করে কতজনের টিফিন যে খেয়ে ফেলতো ।তাই তদন্তে নামতে হবে সে এক্সেপশন নাকি এক্সামপল ।


আপনি কোথাকার মাহবুব ভাই ?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: ধামরাইয়ের সবাই নিশ্চয়ই টিফিন খেতে পছন্দ করে না।
আমি বিভিন্ন এলাকার। তবে জন্ম রংপুরে।
৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৩
comment by: রিফাত হাসান বলেছেন: হা হা।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: সেটাই।
৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৫
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম....:)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: তাই না?
৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
comment by: মোঃ শিহাবুর রহমান বলেছেন: মজা পাইলাম শুইনা !
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৬
comment by: মুক্তকথা বলেছেন: আইচ্ছা, আমলকী খাওনের পর পানি খাইতে মিষ্টি লাগে ক্যান?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: জানা দরকার। কে দেবে এর উত্তর।
৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: মাইনাস দিয়া গেলাম। ধামরাইয়ের বোকা লোকদের সাথে আছি। তারাই আমার কাছে সবচেয়ে বুদ্ধিমান।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: ধামরাই থেকে ইলেকশন করতে পারেন।
৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
comment by: ফারহান দাউদ বলেছেন: মাজেজা কি?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: মাজেজা হইলো ভাইরাস জ্বর বাড়তেছে, আমলকি খাইলে উপকার আছে। আমলকির বিজ্ঞাপন দিলাম।
১০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫২
comment by: লেখাজোকা শামীম বলেছেন: আমলকি সাথে পানি খাইলে সবাই বোকা হয়। খালি ধামরাইয়ের লোকের দোষ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: আসলে ওনাদের কোনো দোষ নাই।
১১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৪
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
আমলকি!!!!!!!!!
জিভে জল এলো কি করি??

চটজলদি দুটো আমলকি ফটোকপি করে মেইলে দিয়ে দিন। পরখ করে দেখি।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: অ্যাটাচ হইতেছে না। বেশি টক। ফাইল বড় হয়া গেছে।
১২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪১
comment by: সমকালের গান বলেছেন: ওওও...
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: চিন্তা করেন।
১৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৩
comment by: ঝাড়ুদার বলেছেন: বেশী করে আমলকি খান, ভাতের উপর চাপ কমান।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: আমলকি খাইছে সিভিটের ওপর চাপ কমবে।
১৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৯
comment by: বিবেক সত্যি বলেছেন: বুঝছি...
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: তাইলে আমাদেরকেও বোঝান।
১৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: ফ্রেশ ব্লগ পোষ্ট
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: আরও দিবো এইরকম।
১৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৬
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুমমমমমম
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০১

লেখক বলেছেন: আমলকির বীচি কিন্তু তিতা। সাবধান, গিলে ফেলবেন না যেন।
১৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪
comment by: রহমান মাসুদ বলেছেন: আপনি পারেন ও বটে !
কেমন আছেন?
অনেকদিন দেখা হয়না।
আপনাদের ব্লগের খবর কী?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: কই পারি রে ভাই?
শিখতেছি।
যাবো নে একদিন শাহবাগ।
ব্লগ এই মাসেই আসবে। খিয়াল রাইখেন।
১৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৫
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: আমলকিরতো দেখি ম্যালা গুণ! :)

ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। বীজ দিয়ে আমলকির বংশবিস্তার হয়। বর্ষাকালে চারা লাগানোর উপযুক্ত সময়। আমলকিতে প্রচুর ভিটামিন 'সি' থাকায় একে ভিটামিন 'সি'র রাজা বলা হয়। লেবু জাতীয় অন্য কোনো ফলে এত ভিটামিন 'সি' নেই। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন 'সি' রয়েছে। আমলকিতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন 'সি' রয়েছে। একজন বয়স্ক লোকের প্রতিদিন ৩০ মিলিগ্রাম ভিটামিন 'সি' দরকার। দিনে দুটো আমলকি খেলে এ পরিমাণ ভিটামিন 'সি' পাওয়া যায়। অতিরিক্ত ভিটামিন 'সি' খেলে শরীরের কোনো ক্ষতি হয় না।আমলকির গুণের কথা বলে শেষ করা যাবে না। খাবার খেতে ভালো না লাগলে অরুচি হলে আমলকি খেলে মুখে রুচি বাড়ে । স্কার্ভি বা দন্তরোগ সারাতে টাটকা আমলকি ফলের জুড়ি নেই। এছাড়া পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তহীনতার জন্যও খুবই উপকারী। লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে ছোট্ট এ আমলকি ফলটি বিবেচিত। আমলকি, হরিতকী ও বহেড়াকে একত্রে ত্রিফলা বলা হয়। এ তিনটি শুকনো ফল একত্রে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা ছেঁকে খালি পেটে শরবত হিসেবে খেলে পেটের অসুখ ভালো হয়। বিভিন্ন ধরনের তেল তৈরিতে আমলকি ব্যবহার হয়। কাঁচা বা শুকনো আমলকি বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে । কাঁচা আমলকি বেটে রস প্রতিদিন চুলে লাগিয়ে দুতিন ঘন্টা রেখে দিতে হবে। এভাবে একমাস মাখলে চুলের গোড়া শক্ত, চুল উঠা এবং তাড়াতড়ি চুল পাকা বন্ধ হবে।*

আমলকি দিয়া ধামরাইয়ের মানুষদের বোকা বানানোও যাইতে পারে। :)

*forum.projanmo.com থিকা কপি-পেষ্ট
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: হেভি তো।
ফাটাফাটি সব ব্যাপার পেস্ট করলেন।
এখন এইটা সবাইরে পড়ানো দরকার।
দেখেন আমলকি কী জিনিশ?
১৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৮
comment by: কোলাহল বলেছেন: আপনি ধামরাইয়ের পোলা না!
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: না। রংপুরের।
২০. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: আমলকির কথা মনে করানোর জন্য মাইনাস..........
আমলকি কি সারা বছর পাওয়া যায়?
লেখাটা পড়ে ভালো লাগলো.........
শুভেচ্ছা।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: হা হা হা।
বছরের অনেকটা সময়ই তো বাজারে আমলকি দেখি।
কি যে টক!
থ্যাংকস এ লট।
২১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: হাসিলে হবে না বাহে......।
দেশত আসিম যখন আমলকি খাওয়া খাইবে.......:)
ভুলি গেইলে খবর আছে....

শুভকামনা।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: আমলকি খাবার চায়া নজ্জা দিচ্চেন?
ঠিক আছে এখনই অ্যাটাচ করা পাঠাইতেছো।

No comments:

Post a Comment