Tuesday, February 24, 2009

এলোমেলো নোট, কিছু কথা.... ছড়ানো ছিটানো

০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

লাস্ট পোস্টের পর দুই সপ্তাহ চলে গেছে।
এর মধ্যে কত কিছু হয়ে গেল। প্রচণ্ড ব্যস্ততা, কাজ ইত্যাদির মধ্যে সামহয়ারে লগ ইন করলেও লিখতে পারি নাই। কারো কথার উত্তর দেয়ারও সুযোগ পাই নাই। আজকে ভাবলাম কিছু লিখি। এম্নিতেই।
..............................
আমার মনে একটা দৃঢ় পণ ছিল যে, প্রথম আলো ব্লগ চালু হওয়ার পর ইনিয়ে বিনিয়ে সমহয়ারে পোস্ট দিয়ে ব্লগারদের নিমন্ত্রণ জানাবো না। আগে অনেকবার সামহয়ারে এই প্রবণতার বিরোধিতা করছি। ফলে, নিজেকে ওই কাজটা করতে হলে খুবই বাজে ব্যাপার হইতো।
কিন্তু আমার/আমাদের শত্রুদের মুখে ফুলচন্দন পড়ুক। ব্লগ চালু হওয়ার পর তারা যে সমালোচনা-নিন্দার বান ডেকে আনছিলেন তাতে আমাকে আর ইনিয়ে বিনিয়ে ব্লগের প্রচার করার দরকার পড়েনি।
নীতিমালা নিয়া সবার লেখাই পড়ছি। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে সবাই নীতিমালা খুব মনোযোগ দিয়ে পড়ছেন। খুঁটিনাটি নিয়া প্রশ্ন তুলছেন। এটা আশা করা খুব ভুল যে সবাই নীতিমালার সঙ্গে সহমত প্রকাশ করবেন। অনেকে দ্বিমত প্রকাশ করেছেন। সেটা ভাল লাগছে। কিন্তু দৃষ্টিকটু লেগেছে, যারা দ্বিমত প্রকাশ করেছেন তারা পোস্ট ও কমেন্ট ক্যাম্পেইনের মতো করে কাজটা করেছেন।
কিন্তু এই সমালোচনার বন্যায় নীতিমালা নিয়ে যে দারুণ সব আলোচনা হয়েছে সেটা আমাদের জন্য ভাল হইছে। অনেক কিছু যেমন স্পষ্ট বুঝতে পারছি, তেমনি অনেক বিষয় নতুন করে আমি ব্যক্তিগতভাবে শিখতে পারছি।
তবে প্রথম আলো ব্লগের নীতিমালা নিয়া ভাস্করদার একটা মন্তব্য আমার হৃদয়ের গভীরে গিয়া আঘাত হানছে। উনি বলছেন এই নীতিমালা হইলো একজন ভুক্তভোগীর মর্মযাতনার প্রকাশ। আমি ভাস্করদার পোস্টে গিয়া ব্লগার ডট কমের টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি, কনটেন্ট পলিসি-এর লিঙ্ক দিয়া জানতে চাইতে চাইছিলাম যে এইগুলা কাদের মর্মবেদনার প্র্রকাশ। কিন্তু দেই নাই।
এখনও দিলাম না। ভাস্করদা মেলাদিন থেকে ব্লগারে ব্লগিং করেন বইলা ফরমাইয়াছেন। ওনারে ওইটার লিঙ্ক দিতে যাওয়া ধৃষ্টতার শামিল। তাকে আবার সেই নীতিমালায় চোখ বুলানোর অনুরোধ করবো।
...................................
আরিলের উদারতা থেকে যে আমার শেখার আছে সেটা বুঝলাম এবার। আরিল তো সামহয়ারের মা হয়ে প্রথম আলো ব্লগকে স্বাগত জানিয়েছেন। কিন্তু মাসিদের দরদ কেমন উথলায়ে পড়ছিল সেইটা আমরা সবাই দেখলাম।
.................................
সবচেয়ে ন্যক্কারজনক বিষয় হইলো প্রথম আলো ব্লগ বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসাবে সামহয়ারের জনপ্রিয় নিকগুলা যাতে সেই ব্লগে যাইতে না পারে তার জন্য সেই ব্লগারদের নিকচুরির অভিযান শুরু হয়।
................................................
তারপর প্রথম আলো ব্লগে গালাগালি করার চেষ্টা নেয়া হয়।
...........................................
সামহয়ার সহ অন্য একটি ব্লগে আমাকে গালি দিয়ে যে পোস্টের বন্যা বইয়ে দেয়া হইছে তাতে আমি সেই ব্লগারদের নিয়ে একটু লজ্জার মধ্যে পড়ছি। আগে এদের বিরোধিতা করতাম। এখন এদের কথা মুখে আনতে লজ্জিত হই। এদের সঙ্গে আমরা একই প্লাটফর্মে ব্লগিং করি? বেশ।
........................................
শেষ হয় নাই এইসবের। চলছে।
........................................
যারা সামহয়ার থেকে আগে অন্য ব্লগে যাওয়ার ক্যাম্পেইন করতেন তারাই এখন সামহয়ারে থাকার ক্যাম্পেইন করতেছেন।
..........................................
আমি মনে করি, সামহয়ার বা প্রথম আলো ব্লগ যে কোনো একটা ব্লগ বেছে নেয়ার অধিকার সবার আছে। ব্যক্তিগতভাবে আমি দুই ব্লগেই থাকতে চাই। সামহয়ারের সাধারণ একজন ব্লগার হিসাবে লিখতে চাই। এইটার জন্য তো ক্যাম্পেইন লাগে না।
আমার বুঝ তো আমার কাছে। যেইখানে আমার ভাল লাগবে সেইখানে আমি লিখবো।
আপনের সিদ্ধান্ত আপনে নেন। আমারে প্রভাবিত করবেন ক্যান?
সামহয়ারে আমরা যারা অনেকদিন থেকে ব্লগিং করি তারা জানি এইটা ছাড়া কত কঠিন। আমি আগেও বলছি, এখনও বলি, সামহয়ার আমাদের প্র্রতিদ্বন্দ্বী না। আমাদের ব্লগারদের অধিকাংশই হবে নতুন। তারা ব্লগিং হয়তো প্রথম আলো ব্লগ থেকে শুরু করবে। ব্লগিং করা শুরু করে তাদের অনেকেই হয়তো সামহয়ারেও আসবে।
অসুবিধা কী?
রেজওয়ান ভাইয়ের সেই পোস্টার কথা আবার মনে পড়তেছে এই প্রসঙ্গে। (Click This Link)
শুধু দশটা না একশটা বাংলাব্লগ দরকার আমাদের। নতুন ব্লগ আসলে ব্লগের অভাব পূরণ হবে।
................................



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ৪৩ টি মন্তব্য
* ৬৫৬ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৩৪ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28865615 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
comment by: জটিল বলেছেন: এখানে আবার =p~
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
comment by: সুধাসদন বলেছেন: ভাল লাগলো কথাগুলো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
comment by: পলাশমিঞা বলেছেন: আপনাকে এড করেছি। কেমন আছেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
comment by: নকীবুল বারী বলেছেন: -
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: আমি আগেও বলছি, এখনও বলি, সামহয়ার আমাদের প্র্রতিদ্বন্দ্বী না।

এই "আমাদের" দলে কে কে আছে জানতে পারি?

মুখ ফসকে সত্যি বলার মতো "সামহয়ার বনাম" "আমাদের" এই বিভাজনটা কিন্তু আপনিই টানলেন।

যাইহোক, নতুন বাংলা ব্লগ আসছে, তাতেই খুশি।ইউনুস নোবেল পাওয়াতে যেমন খুশি হইছিলাম :)।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: সম্পাদক বলে কথা ...
আচ্ছা, সম্পাদক সাহেব, আমি একটা রেজি করতে চাইসিলাম, কিন্তু আমাকে ৫টা মেইল করা হয়েছে ৫টা পাসওয়ার্ড দিয়ে, কিন্তু কোন পাসওয়ার্ড ই কাজ করে না, আমি মেইল করেছি কিন্তু মেইল এর কোন রিপ্লাই নাই ...
এটা কি হলো ...?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৭. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: আরিফ জেবতিক বলেছেন: হুম ।
প্রথম আলো ব্লগের গেটআপ ভালো লেগেছে । তবে অটোমডারেশন নিয়ে একটু জটিলতা আছে মনে হচ্ছে । এই জায়গায় নজর দিতে পারেন ।

নীতিমালা নিয়ে লেখাগুলো পড়ে আপনি ব্যক্তিগত ভাবে অনেক কিছু নতুন করে শিখতে পেরেছেন শুনে সুখী হলাম ।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৮. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
comment by: শিরোনামহীন বলেছেন: নীতিমালা নিয়ে লেখাগুলো পড়ে আপনি ব্যক্তিগত ভাবে অনেক কিছু নতুন করে শিখতে পেরেছেন শুনে সুখী হলাম ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৯. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: হযবরল কথা বলেছেন: রেজাকারকে রেজাকার বলিবার জন্য কতবার বেন করিবেন ? ছাগুরে ছাগু বলিলে কি পুরা ব্যন মারিবেন ?
এইগুলা দেইখা মনে লয় প আলু ব্লগ নাম না রাইখা ছাগালু ব্লগ নাম রাখলে ভালা করতেন। তাইলে আর প্রথম আলো পেপারের সুনামটা নষ্ট হইতক না।

মাইনাস
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১০. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
comment by: ত্রিভুজ বলেছেন: শুধু দশটা না একশটা বাংলাব্লগ দরকার আমাদের। নতুন ব্লগ আসলে ব্লগের অভাব পূরণ হবে। এবং ওয়েবে বাংলা ভাষার চর্চা বাড়বে। এটা সকলের জন্যই ভাল হবে বলে আমিও মনে করি। যারা বাংলা ভাষায় ব্লগিং করতে গিয়ে ভাষাকে কলুষিত করার চেষ্টা করছে তাদের কাজের প্রতিবাদ করি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১১. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: হাসিব বলেছেন:
কয়েক্টা প্রশ্ন আছিলো -

- নীতিমালাটা কারাকারা বানাইছে ? নাকি আপনে একাই এইটা বানাইছেন ? যে যাই বলুক একটা ঐতিহাসিক দকুমেন্ত হৈছে ঐটা । পিছনের কারিগরদের নাম জান্তে চাই সেইজন্যি ।

- আলু ব্লগে কমেন্ত ব্যান কি চিরস্থায়ী বন্দোবস্ত ?

- সচলায়তনের মডারেশন নিয়া সমালোচনা কৈরা নেক্সট পোস্ত কি এইখানেই দিবেন শুধু নাকি দুই জাগাতেই দিবেন ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০১
comment by: তোতামিয়া বলেছেন: উঁ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৭
comment by: যুবােয়র হাসান বলেছেন: আলু
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৪. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১২
comment by: নির্বাক সুশীল বলেছেন: কলু র পোস্ট পড়ি গোয়েবলস ুতিয়াও লজ্জ্বা পাইবো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৫. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৪
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ঐখানে গিয়া কাওরে যদি বলি যে,-"আপনি জনাব যথেষ্ট সুশীল আছেন", সেইটারে কি গালি হিসেবে ধরা হইবো ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৬. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৫
comment by: পাই বলেছেন: মাহবুব ভাই, রাজাকার কে রাজাকার বললে নীতিমালায় আটকায়?এটা নীতিমালার কত নাম্বার ধারা?

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৭
comment by: অপু ফিরোজ বলেছেন: নীতিমালা নিয়ে লেখাগুলো পড়ে আপনি ব্যক্তিগত ভাবে অনেক কিছু নতুন করে শিখতে পেরেছেন শুনে সুখী হলাম ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২১
comment by: হাসিব বলেছেন:
@পাই

২.খ
২.ঙ
৬.খ
৬.ঙ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৩
comment by: নাফিস ইফতেখার বলেছেন:
রাজাকারকে রাজাকার তুমি বলিওনা কভু........ ;)
ছাগুকে ছাগু বলিলে রাগ করিবেন প্রভু......... B-)
"বিচিত্র", "বাড়ানো" বলাও হারাম........ /:)
অভিযোগ পোস্ট? - রাম! রাম! রাম!......... :D

সুশীল নিক ছাড়া যায়না ব্লগানো........ :((
ব্লগতো নয়, যেন ড্রয়িং রুম সাজানো........... :P
শিক্ষামূলক পোস্ট দিলে খাবে তুমি ঠুঁয়া........ B-)
ব্যান-আনব্যান যেন ওদের হাতের মোয়া......... /:)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২০. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
comment by: নাজিম উদদীন বলেছেন: ব্লগিং পেশা হিসেবে খুবই কঠিন। আপনার দুইটা পরিচয়ের মধ্যে দ্বন্দ্ব লাগবে।

এখানে আপনি ব্লগার হিসেবে এসেছেন, কিন্তু অন্য পরিচয়ের কারণেই সবাই মাইনাস দিচ্ছে।

যাইহোক প্রথম আলো'র নীতিমালা আমারও পছন্দ হয়নি। বাংলা নতুন ব্লগ হিসেবে খুশী হয়েছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২১. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৭
comment by: হাসিব বলেছেন:
- এগিলি স্বাভাবিক ইফতি । মাহবুব মোর্শেদ আগে কোনদিন অথরিটেটিভ ক্ষমতা ভোগ করেন নাই । এইবার পায়া সেইটা প্রাকটিস করে নিতেছেন । মানুষের তো সাধ আহলাদ বলে কিছু আছে, নাকি ? আম্রা হিটলারের জামানায় থাক্লে আম্রা সবাই মিলে উনারে জার্মানিতে হিটলারের দরবারে প্রতিনিধি হিসেবে পাঠানোর প্রস্তাব করতে পারতাম । দু:খের কথা সেই রামও নাই আর সেই অযোধ্যাও নাই । মাহবুব মোর্শেদরে মনে হয় আপাতত কাওরানবাজারেই সীমাবদ্ধ থাকতে হবে ।

- মাহবুব মোর্শেদ ভাইসাহেব নীতিমালাতে কিছু পরিবর্তন আনছেন দেখলাম । নীতিমালা ১.০ ভার্সনটা কি দেয়া যাবে ? সেইভ করে রাখতে ভুলে গেছি । ঐতিহাসিক দকুমেন্তটা কালেকশনে রাখতে চাই ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২২. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৯
comment by: ম্যাকলাভিং বলেছেন: ঐতিহাসিক দকুমেন্তটা কালেকশনে রাখতে চাই
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৩. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৭
comment by: হাসিব বলেছেন:

ভুল কৈছি মালুম হৈতেছে ম্যাকলাভিং । আগেট্টাই আছে মালুম হৈতেছে । মাহবুব মোর্শেদ ভাইসাহেব শিক্ষা গ্রহন করছেন শুইনা একটু কনফিউশনের পৈড়া গেছিলাম । ছরি ।

লিংক
http://amarblog.com/bangladesh_09/18011

লিংক
Click This Link

লিংক
http://prothom-aloblog.com/tos.html
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০০
comment by: বৃষ্টি ভেজা সকাল বলেছেন: শুধু দশটা না একশটা বাংলাব্লগ দরকার আমাদের। নতুন ব্লগ আসলে ব্লগের অভাব পূরণ হবে।



একেক একেক জনের একেক নীতিমালা হতেই পারে।


যত ব্লগ হবে তত সুবিধা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০২
comment by: পাই বলেছেন: @ হাসিব :
তাহলে তো একেবারে রাজাকারদের পোয়াবারো।
পত্রিকায় দেখলাম আগে প্রথম আলোর নীতি তিনটা ছিল।এখন বদলে একটা হয়েছে সেটা হলো নিজেরা বদলে যাবে অন্যদের ও বদলে ।
তো যতদুর জানতাম তারা এতদিন রাজাকার বিরোধী ছিল।এখন কি রাজাকার তোষন করে বদলে যেতে চায়?
ভালই তাদের সাফল্য কামনা করি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৬
comment by: হাসিব বলেছেন:
@ পাই

খতিবের কাছে মনে হয় এই বদলায়া যাওনের প্রতিশ্রুতি দিছিলো মতি ভাই । বদলাউক, ব্যাপার নাহ ।

আমি শুধু ভাবতেছি যারা অল্রেডি ঐখানে চাক্রি করে তাগো চাক্রির টার্মস এ্যান্ড কন্ডিশনসও বদলাইবো কিনা । ফর এক্সাম্পল মতি ভাই কৈলো এখন থিকা সব সাংবাদিকগো লাইগ্গা প্রথম আলো ব্লগের নীতিমালা মাইনা পত্রিকায় লেখতে হবে । কেমুন হয় বিষয়টা ?

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৯
comment by: ম্যাকলাভিং বলেছেন: সাংবাদিকগো লাইগ্গা প্রথম আলো ব্লগের নীতিমালা মাইনা পত্রিকায় লেখতে হবে


দেশ এবং দশের স্বার্থে এটা করনের দরকার
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৮. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫
comment by: রূপক বলেছেন: হুমম.................
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৬
comment by: আরিফ থেকে আনা বলেছেন: উঁ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
comment by: নির্বাক সুশীল বলেছেন: ফ্যাসিবাদ কারে কয়, সেইটা আলুব্লঘের এই সুশীলদেরকে উদাহরণ হিসেবে ক্লাসে পড়ানোর সময় হইসে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩১. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫৮
comment by: আলিফ দেওয়ান বলেছেন: উরে উ পাপিশ্ঠ কলু,
তুই তু পছাই দিলি আলু।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩২. ০৭ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৮
comment by: কঁাকন বলেছেন: উঁ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৩. ০৭ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২৩
comment by: ম্যাকলাভিং বলেছেন: কলু ব্লগ খুব জনপ্রিয়
কলু ব্লগের একজন ব্লগারই জনপ্রিয়
কলু ব্লগে তিনি বলেন আর সবাই শুনেন
যাউকগা
কলু অভিযোগ করসে যে দুষ্ট লুকেরা নাকি নিক বানাইয়া এলিট ব্লগারদের স্বনামে ব্লগাতে দিতাসেনা।
চমুতকার অভিযোগ কলুরে কিছু কুয়েস্চেন।
আলু ব্লগের বেটা ষ্টেজে রেজিষ্ট্রেশনের লাগি কি এক্সেস কুড লাগতো
তো সে কি দুষ্ট লুক গো এক্সেস কুড পাটাইসিল
যে সে এক্সেস কোড পাবলিক হওনের আগেই সব এলিট নিক মায় জানা আরিল নিক পর্যন্ত গন।
সাইট খুলনর ২৪ ঘন্টার মধ্যে বিবর্তনবাদী এক্সেস কুড পাবলিক করনের আগে সব এলিট নিক কেমনে গন কলু? তুমি কাগো এক্সেস কুড দিসিলা
জবাব চাই আর নাইলে আলু ব্লগে কলুর ব্যান চাই নীতিমালার ---
(৮গ) কোনো খবর দিতে হলে প্রাথমিক উৎস থেকে তথ্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে এবং তথ্যের সঙ্গে সে উৎস উল্লেখ করতে হবে। প্রকাশিত খবর মিথ্যা হলে ব্লগারকে বাতিল করা হবে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৪. ০৭ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৫৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন:
শুধু দশটা না একশটা বাংলাব্লগ দরকার আমাদের। নতুন ব্লগ আসলে ব্লগের অভাব পূরণ হবে।

ঠিক ... ভাতের উপর চাপ কমান ... বেশিকরে আলু খান
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৫. ০৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
comment by: হাসিব বলেছেন:
হের নতুন পুস্ট পড়ছেন নাকি ? কিছু গুরুত্বপূর্ন বিষয় নিয়া আলাপ করতে চাইছিলাম উনার সাথে । এখনো সাড়া দেন নাই উনি ।

Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৬. ০৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
comment by: হাসিব বলেছেন: ধুরা রং নাম্বার । এইটা সহ উপ্রের কমেন্ত ডিলিট কৈরা দিয়েন ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৭. ০৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
comment by: নরকের পাপী বলেছেন: ব্যাটা ছাগল ভাগ এখান থেকে!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
comment by: তারিক টুকু বলেছেন: প্রথম আলোর থেকে আপনি বেশি দুর্বোধ্য হয়ে উঠছেন। একা ঘরে থাকলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরে দেখতে পারেন।কী ছিলেন, কী হয়েছেন। ঠাশঠুশ যে কোনো কথাই বলে দিতে পারেন। যাক, জগতের সব প্রাণী বদলায়, আপনি বদলাবেন না কেন!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৯. ০৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: ফিরে আসার জন্য প্লাস ( ৬ষ্ঠ)।
''শুধু দশটা না একশটা বাংলাব্লগ দরকার আমাদের''
একমত।

কিন্তু প্রথম আলো ব্লগের দরকার নাই। এটা বিপদজনক।

Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪০. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৮
comment by: মাহমুদুল হাসান রুবেল বলেছেন: প্রথম আলো ব্লগে রেজি করে রাখছি কিন্তু ব্লগিং শুরু করবো না সেদিন পর্যন্ত যেদিন পর্যন্ত চুতিয়া সুশীল বিদায় না নেয় ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪১. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: যারা মাইনাস দেননি এবং নিজের নামে গালি দিতে কাপর্ণ্য করছেন তাদের মাইনাস দিয়ে একটা গালি দিয়ে যেতে অনুরোধ করছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪২. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: মাইনাস দিলে কিছু পয়েন্ট পাব , কিছু লোকে এসে দুই একটা পিঠ চাপড়ানি দিয়ে যাবে । জানেনই তো একটা পিঠ চাপড়ানির জন্য বাঙালি জানও দিতে পারে । তাই মাইনাস :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৩. ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩
comment by: রেজাউর রহমান বলেছেন: অনেক দিন আসেন না এখানে। ভুলে গেলেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

No comments:

Post a Comment