Tuesday, February 24, 2009

এই পোস্টটা আমি লেখতে চাই নাই, কিন্তু না লেইখাও পারতেছি না

২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬


সামহয়ারে আমার তিন বছর হইতে চললো। একটা নিক খুইলা বইসা থাকলেও তিন বছর কাইটা যায়। স্টেটাসে ঠিকই তিন বছর লেখা আসে। গর্ব কইরা মানুষরে কওয়া যায় ভাই এইখানে তিন বছর আছি। আমি তিন বছর আছি মানে তিন বছরই আছে। এমন দিন যায় নাই যে, নেটে আসছি আর সামহয়ার খুলি নাই। এমন সপ্তাহ যায় নাই যে, দুইতিনটা পোস্ট দেই নাই। কোনো সপ্তাহে ৭-১০টা পোস্টও দিছি।
এর মধ্যে ভার্চুয়াল নদী দিয়া মেলা পানি বয়া গেছে। কত জনে ঘোষণা দিয়া সামহয়ার ছাড়ছেন। কতজনে ছাইড়া দিয়া চইলা গেছেন। আবার ফিরে আসছেন। আবার কতজনে যাইতে চায়াও যান নাই। কতজনরে ব্যান করা হইছে। কতজনে নাম বদল করছেন। এক নাম থেকে আরেক নামে মেটামরফসিস হইছেন। আমি এইগুলার কিছুই করি নাই। খুব অজনপ্রিয়ভাবে, খুব নিরিবিলি থাকছি। আমারে কোনোদিন ব্যান করা হয় নাই। কোনোদিন সাদামাটা ব্লগারের স্টেটাস থিকা নামানো হয় নাই। পোস্ট মুছার নজিরও আমি মুকাবেলা করি নাই। আমার একটা কমেন্টও মোছা যায় নাই। এত সাধারণ ব্লগিং জীবন যে, উল্লেখ করার মতো কিছু নাই।
সামহয়ারে যখন কোনো নীতিমালা আছিল না, তখন আমি নিজের নীতিতে লিখছি। চাইছি সামহয়ার একটা নীতিতে চলুক। সামহয়ারের যখন নিয়ম-নীতি আছে তখন আমি আমার নীতি আর সামহয়ারের নীতি মাইনা লেখি। আমার মতো নীরব-নিরুপদ্রব ব্লগারের তাতে অসুবিধা হয় না।
এর মধ্যে একটু ছেদ ঘটছে প্রথম আলো ব্লগ আসার পর। কিছুদিন এমন ব্যস্ততা গেছে যে, সামহয়ারে আসলেও ঢুকার সময় পাই নাই। ঢুকলেও লেখতে পারি নাই। তখন আমারে নিয়া আর আমার কাজের ক্ষেত্র নিয়া সামহয়ারে পোস্টের বন্যা বয়া গেছে। আমি কিছু কই নাই। বরং ভাল লাগছে। সেই ভাল লাগা নিয়া আমি লেখছিও। কিন্তু বুঝতে পারি, সামহয়ারের নিয়ম-নীতি অনুসারে সেইগুলার সবটা ছাপা যায় না। এরপরও এমন কিছু পোস্ট আমার নামে আসছে যেইগুলা নীতি সামহয়ারের নীতি অনুসারে ছাপা হইতে পারে না। তাও হইছে। আমি কিছু কই নাই। বুঝি না, কিছু কইলে কিছু হইতে পারে কি না।
পোস্ট যখন প্রথম পাতায় ছাপা হয়, তখন সেইটাতে সামহয়ারের মৃদু অনুমোদন থাকে বইলা আমার ধারণা। ধারণাটা ভুলও হইতে পারে। তবে কমেন্ট যখন ছাপা হয়, তখন সেইটাতে পোস্টদাতার অনুমোদন থাকে এইটা বলা যায়। কারণ, পোস্টদাতা ইচ্ছা করলে কমেন্ট মুছতে পারেন, ব্লগারকে ব্লক করতে পারেন।
সামহয়ারে যখন সারাদিন পইড়া থাকতাম তখন কে আমার পোস্টে কটু কমেন্ট করতেছে সেইটা খেয়ালে থাকতো। প্রচুর সময় দিতাম ফলে কমেন্ট মুছার বা ব্লক করার দরকার হইতো না। কিন্তু এখন দেখি ব্লক করার দরকার পড়তেছে। খারাপ কমেন্টদাতাদের কয়েকজনকে ব্যান করছি। কিন্তু কালক্রমে দেখতেছি, নতুন নতুন নিকে এরা আসতেছে আর অসীম ধৈর্য সহকারে আজে বাজে গালি দিতেছে। ভাবলাম, কয়জনরে ব্যান করবো। তাই দুইদিন আগে আমার ব্লগের নিচে একটা কথা ঝুলাইছিলাম কর্তৃপক্ষের উদ্দেশে যে, এইগুলার যাতে বিহিত করা হয়। দুর্ভাগ্য সেইটা কারো চোখে পড়ে নাই। বিহিতও হয় নাই। তাই লাজলজ্জার মাথা খায়া পোস্ট দিচ্ছি।
আমার সাধ্য নাই, কমেন্টগুলার কিছু আলামত এইখানে উপস্থাপন করার। সেইগুলা উল্লেখ করে বিহিত চাওয়ার। কারণ ব্রাত্য রাইসু কয়দিন আগে এইরকম অ্যাবিউসিভ কমেন্টের উল্লেখপূর্বক বিহিত চাওয়ায় তিনি ব্যান খাইছেন। আমি ব্যান খাইতে চাই না। ভয় লাগে।
অবশ্য সামহয়ারে সাম্প্রতিক সময়ে কিছু লোকের পোস্ট ও কমেন্ট থেকে মনে হইছে আমি আর সামহয়ারে আসি সেইটা তারা চান না। তাদের পরামর্শ হইলো আমি যেন প্রথম আলোতেই লিখি। এটা অবশ্যই আমি মানি, যে ভাল লেখা দেয়ার জন্য সামহয়ারের চাইতে প্রথম আলো উত্তম স্থান। সেখানে আলোচনার পরিবেশ আছে। গালাগালি নাই। সেখানে আমি লিখিও বটে। লিখবো। চাকরিও করবো। কিন্তু তাই বলে সামহয়ার ছাড়বো এই প্রশ্ন কেন ওঠে?
এইখানে আমি ৩ বছর ব্যয় করছি। এই ব্লগ দাঁড়া করানোর পিছনে আমাদের তিল পরিমাণ হইলেও কিছু কন্ট্রিবিউশন আছে। সেইটা তো ফাও ফাও না। একটা ভালোবাসাও আছে। কিন্তু দিনকে দিন লক্ষ্য করতেছি সামহয়ারের পরিবেশ বৈরি হয়া উঠতেছে। এখানে গালাগালির অবাধ ক্ষেত্র তৈরি হইতেছে। ফলে, শুধু দরদের বশবর্তী হয়া এইখানে টেকা বোধহয় সম্ভব না। সামহয়ার কর্তৃপক্ষকে আগে আমরা পোস্ট দিয়া এইগুলার বিষয়ে জানাইতাম। এখন সময় কম, তাই খেয়াল করাও কম হয়, সেইরকম পোস্টও দেয়া হয় না। তাইলে আমরা কী করবো?
পোস্ট উইথড্র কইরা চইলা যাবো? শেষ পর্যন্ত হয়তো তাই করতে হবে। কিন্তু তার আগে কিছু চেষ্টা করতে অসুবিধা কী?
যে লোকগুলা আমারে গালি দেয়, আমাদের ফার্মগেটে ঝুলায়ে পিটাইতে চায়, যতভাবে পারে অপমান করে, মনে প্রাণে চায় প্রথম আলো ব্লগ থিকা আমার চাকরি যাক, ফিউশন ফাইভ/লোকালটক চাকরিটা পাক তাদের একটা পরিচয় আছে।
তারা মোটামুটিভাবে একটি রাজনৈতিক মতাদর্শের গুণ্ডা। সরকার বদলের পর এরা হল, ফুটপাথ, বিশ্ববিদ্যালয়, টার্মিনাল দখলে নিছে। আমার কেন জানি মনে হইতেছে, ভার্চুয়াল গুণ্ডারা সামহয়ারের দখলও নিছে। এই গুণ্ডারা সুকৌশলে ক্ষমতাসীন মতাদর্শের বিরোধী সকল কিছুরে পর্যুদস্ত করতেছে। দমন করার চেষ্টা করতেছে। সামহয়ার জেনে হউক আর না জাইনা হউক সেই গুণ্ডা মতাদর্শের পক্ষে কাজ করতেছে। ব্লগ হিসাবে এইখানে ভিন্নমতাবলম্বীদের থাকা অস্বস্তিদায়ক হয়া উঠতেছে।
আমি সাধারণ মানুষ। ভিন্নমত তেমন নাই। কেউ সাধারণ মতের লোক হইলে আমার সুবিধা হয়। কিন্তু আমি অল্প হইলেও বুঝি, ভিন্নমত একটা সৌন্দর্য এইটারে রাখা দরকার সমাজের প্রয়োজনে। আর গুণ্ডামী কোনো আদর্শ না। এইটারে দমন করা দরকার।
এখন কেউ আমারে জিগাতে পারেন ভাই, আপনি এত কথা কন ক্যান? ভিন্নমতের কারণে সামহয়ার যাদের ব্যান করছে, স্টেটাস নামাইছে, পোস্ট মুইছা দিছে। আপনে সহ যারা গালি খায়া প্রতিকার পায় নাই তারা প্রথম আলো ব্লগে যান। আপনে তাদের সাদরে বরণ কইরা নেন।
ভাল কথা। সেইটা করা যায়। কিন্তু একটু ভাল মানুষ সাজলাম। কারণ, একটা ভাল উদ্দেশ্য। সামহয়ারে এত বছর থাকতে পারলাম আর এখন কিছু গুণ্ডাপাণ্ডার কাছে হাইরা চইলা যাবো, ভাবতে কেমন জানি লাগতেছে।
দেখি না। যদি কিছু হয়।



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ৫২ টি মন্তব্য
* ৮৮৮ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ৩৯ জনের ভাল লেগেছে, ৩৬ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28900049 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
comment by: আরিফুর রহমান বলেছেন: আপনে ত্রিভুজ টাইপের জিনিসগুলার লগে এতো ঘষাঘষি করেন বৈলা 'গুন্ডাপান্ডা'রা আরো বলবার সুযোগ পায়।

অরে একটা লাত্থি দিয়া দেখেনই না, কি রেজাল্ট পান!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
comment by: মাহবুব সুমন বলেছেন: :) কিছু কিছু আছে আবার যারা নিজের ঘরে প্রচন্ড ভদ্র , গালীর ১০০ হাত কাছেও আসবে না , কেউ ভুল করে কিছু বলে ফেল্লে চোখ রাঙানী দিয়ে কথা বলবে। এরাই আবার মুখোশ পরে অন্য বাড়ীতে খিস্তি করে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
comment by: লেখাজোকা শামীম বলেছেন: কে কী করে তার ব্যক্তিগত জীবনে, কোথায় চাকুরি করে, কোন কোন ব্লগে লেখে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এই কারণে তাকে কটাক্ষ করার কী আছে আমি বুঝি না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০০
comment by: নরাধম বলেছেন: হুমম.......আপনার কষ্টে চউক্ষে পানি আইয়া গেল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০১
comment by: রামীম গিফরান বলেছেন: এটা অবশ্যই আমি মানি, যে ভাল লেখা দেয়ার জন্য সামহয়ারের চাইতে প্রথম আলো উত্তম স্থান।

মাহবুব মোর্শেদ,
এই যে এডভারটাইঝ টা তুমি করলা, সেটাই হইলো তোমার মূল উদ্দেশ্য।
তুমি কি জিনিষ , তা কারো অজানা নয় । দখলা টা কে নিছে ?
তোমার বিএম্পি খমতায় আসার পর যে পূর্নিমা রাণীরে কি করছিলা , হেইডা ভুইলা গেলা ?
তোমার চামচাদেরকে কও, একটু ধীরে চলতে। না হয় ঘোড়ায় ভি হাসবো!
তুমি এমন কোন বিশেষ মেধাবি কিছু নও যে, তুমি ছাড়া সাম ইন চলবো না । আলু ব্লগ লইয়াই থাকো ।
আলু ব্লগই যদি উত্তম হয় , তাইলে এখানে তোমার কাম কি ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৫
comment by: চিপা রংবাজ বলেছেন: রামীম গিফরান বলেছেন: এটা অবশ্যই আমি মানি, যে ভাল লেখা দেয়ার জন্য সামহয়ারের চাইতে প্রথম আলো উত্তম স্থান।

মাহবুব মোর্শেদ,
এই যে এডভারটাইঝ টা তুমি করলা, সেটাই হইলো তোমার মূল উদ্দেশ্য।
তুমি কি জিনিষ , তা কারো অজানা নয় । দখলা টা কে নিছে ?
তোমার বিএম্পি খমতায় আসার পর যে পূর্নিমা রাণীরে কি করছিলা , হেইডা ভুইলা গেলা ?
তোমার চামচাদেরকে কও, একটু ধীরে চলতে। না হয় ঘোড়ায় ভি হাসবো!
তুমি এমন কোন বিশেষ মেধাবি কিছু নও যে, তুমি ছাড়া সাম ইন চলবো না । আলু ব্লগ লইয়াই থাকো ।
আলু ব্লগই যদি উত্তম হয় , তাইলে এখানে তোমার কাম কি ?



-----------
হা হা প গে । :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৭. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৫
comment by: বড় হুজুর বলেছেন: একটা কথা, এই ঘাড় টারে ঘুড়ায় রাখছেন, ব্যাথা করেনা?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৮. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৭
comment by: প্রলাপ বলেছেন: ব্যাপার না। আপনি চালিয়ে যান।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৯. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৭
comment by: আবুল বাহার বলেছেন: আলুর বাম্পার ফলনের পরও আলু ব্যাবসায় ধরা খাওয়ার জন্য মাইনাস !!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১০. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৮
comment by: লালপ্রভাত বলেছেন: 'এটা অবশ্যই আমি মানি, যে ভাল লেখা দেয়ার জন্য সামহয়ারের চাইতে প্রথম আলো উত্তম স্থান। ''

এসব কথা বলার মাধ্যমে
মাহবুব মোর্শেদ নামের ব্লগার সামহ্যোয়ার ইন বিরোধী উস্কানি দিচ্ছেন
বলে মনে করি।
তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আমি সাম ইন কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

আমি রিপোর্ট করেছি , মি : মাহবুব মোর্শেদ ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১১. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:১১
comment by: নরাধম বলেছেন: চুল কাটেন না কেন? চুলে উকুন হইছে না?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:১২
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: মাঝে মাঝে ভালই লিখেন। কিন্তু খুঁচাখুচি কিছু আপনি নিজেই শুরু করেন, অন্যের দোষ দিয়া লাভ নাই। তাছাড়া আপনার মধ্যে কিছুটা হামবড়া এবং ঘাড়তেরা ভাব (প্রোফাইল ফটুক দ্রষ্টব্য) আছে। নিজের পোস্ট ছাড়া অন্যের পোস্টে কদাচিৎ মন্তব্য করতে দেখা যায়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৫
comment by: অক্ষর বলেছেন: সামহয়ারে এত বছর থাকতে পারলাম আর এখন কিছু গুণ্ডাপাণ্ডার কাছে হাইরা চইলা যাবো, ভাবতে কেমন জানি লাগতেছে।
দেখি না। যদি কিছু হয়

সাতে আছি, লাগলে আওয়াজ দিয়েন

(নাম্বার ১৪)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৪. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৬
comment by: আসিফ রহমান বলেছেন: চউক্ষে পানি আয়া পড়ল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৫. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৭
comment by: ইয়র্কার বলেছেন: আপনি তৈলপ্রদানে পারদর্শী হলেও পলিটিক্সে কাঁচা (লুকাল এইদিকে এক্সপার্ট)। আপনার কোয়ালিটি নিয়ে সাময়িক ওঠা যায়, তবে বেশিদিন থাকা যায় না। এখন আপনার পড়ার সময়। আত্মবিশ্লেষণের ক্ষমতা আপনার নেই, তাই সেটা করতে বলে বিপদে ফেলবো না। তবে একটা উপকার করতে পারি, এই ধরনের পোস্ট যতো দিবেন, ততোই পঁচবেন। ব্লগারদেরকে আপনি যে লেভেলের ভোদাই মনে করেন, আপনার দুর্ভাগ্য সামুর ব্লগাররা তারচেয়ে অনেক বেশি স্মার্ট। এভাবে হবে না জনাব মামো, এভাবে কিছু হয় না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৬. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৯
comment by: নাফিস ইফতেখার বলেছেন: আসিফ রহমান বলেছেন: চউক্ষে পানি আয়া পড়ল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২২
comment by: পারভেজ রবিন বলেছেন: যাক, তবু ভাল মোর্শেদ সাহেবের মাথা হতে এখনো ব্লগারের অনুভূতি মরে যায় নি। ব্লগারের অবস্থানে দাড়িয়ে অহেতুক 'ব্যান'-এর প্রতি আতঙ্ক তার মনে সদা জাগ্রত থাকুক। এই প্রসঙ্গে অন্যদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীলতাও অটুট থাকুক।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২২
comment by: পোকা বলেছেন: তো এখন কি করব?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৯
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২০. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩১
comment by: আরিফুর রহমান বলেছেন: উনিশটি মন্তব্য... উনিশটি মাইনা'ছ'!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২১. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: মামো ভালো আছেন ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২২. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪১
comment by: লংকার রাজা বলেছেন: এটা অবশ্যই আমি মানি, যে ভাল লেখা দেয়ার জন্য সামহয়ারের চাইতে প্রথম আলো উত্তম স্থান।@মাহবুব মোর্শেদ
একথার সত্য/মিথ্যা নিরুপণ করবে ব্লগাররা। যদিও আপনিও ব্লগার কিন্তু যেহেতু আপনি প্রথম আলো ব্লগে কাজ করেন আপনি একথা বলতে পারেন না।

Click This Link এখানে আপনি কোন কমেন্টের উত্তর দেন নি। সবাইকে দোষারোপ করে পোস্ট দিয়ে চুপ করে থাকাটা ভদ্রতা নয়।

সামহয়ারে আজকাল যে ভাষা ব্যাবহার হচ্ছে সেটা সত্যি দুঃখজনক। আপনি একা এর স্বীকার না,আরও অনেকেই এর ভূক্তভূগী। এর পরিণতি ভাল হবে না নিশ্চয়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৩. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৩
comment by: ভাইরাস! বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: আসিফ রহমান বলেছেন: চউক্ষে পানি আয়া পড়ল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৪. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০০
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: আগে তো কইছিলাম অন্যের পোস্টে মন্তব্য করেন না। এখন তো দেখি নিজের পোস্টেও মন্তব্যের উত্তর নাই। শার্টের সাথে কি রক্তও নীল হয়ে গেল নাকি?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৯
comment by: শিট সুজি বলেছেন: ভাইরাস! বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: আসিফ রহমান বলেছেন: চউক্ষে পানি আয়া পড়ল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:১১
comment by: জানজাবিদ বলেছেন: একটা ব্লগে এতদিন থেকে আরেকটায় গেলেন, সেটাতো আরো ভাল হতে পারত। কিন্তু তা হয়নি। কনটেন্টের কথা বাদ দিলাম, টেকনিকালি অনেক সমস্যা। ১৫ ইন্চি মনিটরে ভালমত দেখা যায়না, বারবার স্ক্রল করতে হয়।

তবে আপনি থাকতে চান, সাহস করে- এটা পছন্দ হইছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৬
comment by: সুন্দর সমর বলেছেন: আন্তরিক লেখা ভাল লাগল। তবে ধর্মের কাহিনী সবাই শুনবে না, এ দেশে যে কাজ শৌচাগারে করার কথা তা অনেকেই প্রকাশ্য করে থাকেন। এ ধরণের মানসিক বিকারগ্রস্থদের বোধ নেই তার উদয় ঘটবে। পচা মন্তব্য করলে তা মোছার কি আছে? ও মন্তব্য মন্তব্যকারীর মনের প্রতিফলন, পোষ্টদাতার নয়।

আর সামহোয়্যারের প্রভুদের নিয়ে মন্তব্য করতে চাই না। কারণ তারা ভাল ভাবেই পচে গেছেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৮. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬
comment by: বামনী তুলাগাছ বলেছেন: এটা অবশ্যই আমি মানি, যে ভাল লেখা দেয়ার জন্য সামহয়ারের চাইতে প্রথম আলো উত্তম স্থান। ''

এ কথার মাধ্যমে মাহবুব মোর্শেদ সামহ্যোয়ার ইন বিরোধী উস্কানি দিচ্ছেন বলে মনে করি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সামইন কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫
comment by: এস.েক ফয়সাল আলম বলেছেন: আছহাবুল ইয়ামিন বলেছেনঃ তাছাড়া আপনার মধ্যে কিছুটা হামবড়া এবং ঘাড়তেরা ভাব (প্রোফাইল ফটুক দ্রষ্টব্য) আছে। নিজের পোস্ট ছাড়া অন্যের পোস্টে কদাচিৎ মন্তব্য করতে দেখা যায়।

হক কথা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০২
comment by: মুক্ত বয়ান বলেছেন: আমি নতুন ব্লগার। আপনার সাথে কার কি সমস্যা সেটা আমি জানি না। শুধু একটাই প্রশ্ন..
প্রথম আলো ব্লগ যদি ভালোই হত.. তাহলে সেখানে চাকরি করা একজন প্রথম আলো নিয়ে মন্তব্য করায় তার নিক ব্যান করা হয়??
তবে সামহোয়্যারইন ব্লগের শুরু পদযাত্রায় আপনার সহযাত্রার জন্য আপনাকেও ধন্যবাদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩১. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১২
comment by: নগর বাউল বলেছেন: ভাইয়া,আপনি আলু ব্লগ ছেড়ে এখানে কেন?আলু ব্লগে আপনার বস্তাপচা কথাগুলা বললে ব্যান খাবেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩২. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৬
comment by: ইয়র্কার বলেছেন: "কারণ ব্রাত্য রাইসু কয়দিন আগে এইরকম অ্যাবিউসিভ কমেন্টের উল্লেখপূর্বক বিহিত চাওয়ায় তিনি ব্যান খাইছেন।"

ব্রাত্য রাইসুর ব্যান খাওয়া নিয়ে বিস্তারিত বলেন। "ব্রাত্য রাইসুকে কি কারণে ব্যান করা হইলো" শিরোনামে পোস্ট দিয়া আন্দোলন গড়ে তুলতে হবে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৩. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৮
comment by: চিপা রংবাজ বলেছেন: ব্রাত্য রাইসু ব্যানমুক্তি পরিষদ বানামু নাকি @ ইয়র্কার ।
সব ভাড় চইলা গেলে তো রাজসভা অন্ধকার :(
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৪. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩০
comment by: ইয়র্কার বলেছেন: আমাদের একটা দায়িত্ব আছে না? ওয়ামী ব্যান খাওয়ার পরে ব্রাত্য রাইসু যে হুঙ্কার দিয়েছিলেন, তিনি নিজে ব্যান খাওয়ার পরে আমরাও সেই হুঙ্কার দেই। কৃতজ্ঞতা বলে কথা!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৫. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭
comment by: আলমগীর কুমকুম বলেছেন: এনাদেরকো আর জ্বালাইয়েন ণা ভাইসব। সবাইরে হাত খুলে লেখার সুযোগ দেয়া হোক, পরে লাগায়া নিবনে। দিলাম পিলাচ!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৬. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৪
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: রইছুদ্দি ব্যান?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৭. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৬
comment by: রবিনহুড বলেছেন: আপনাকে নিয়ে বেশ কিছুদিন ধরে আলিফ এবং তার সাঙ্গপাঙ্গরা পোষ্ট দিচ্ছে।
যার বিষয়বস্তু কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে।

যেটা নিত্ন্তই অভদ্রতার শামিল। আপনি কি তাদের ব্যপারে অভিযোগ করেছেন?

আর মডারেটররা কি করে? তারা কি নিচের নীতিটা জানে না?

নীতিঃ
৪ঘ.
যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৮. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
comment by: অমিত বলেছেন: এটা অবশ্যই আমি মানি, যে ভাল লেখা দেয়ার জন্য সামহয়ারের চাইতে প্রথম আলো উত্তম স্থান। সেখানে আলোচনার পরিবেশ আছে। গালাগালি নাই।-----

আপনে মাঝেমাঝে আইসা এরম ভাল পরিবেশের গল্প শুনায় যেয়েন।প্রতিদিন না হলেও চলবে। আপনে "ভাল পরিবেশ" থেকে এখানে আসার সময় যে "সু"গন্ধ নিয়া আসেন, ঐটার ধাক্কা প্রতিদিন সামলানো কঠিন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৯. ২১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৭
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন:
মাহবুব ভাই, আপনি লিখুন। প্লিজ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪০. ২১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: সোজা কথায় কি দাড়াইলো? গালাগালিতে অসহ্য বোধ করায় আপনি সামহোয়ারে আর লিখবেন কিনা সেই চিন্তা করতাছেন। এইতো?

তাইলে মনে হয় আপনার এইখানে আর না লিখাই উচিত। কারন, সামহোয়ারের মডারেটররা গালাগালিরে জায়েজ রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪১. ২১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভাইরাস! বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: আসিফ রহমান বলেছেন: চউক্ষে পানি আয়া পড়ল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪২. ২২ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১২
comment by: জাতেমাতাল বলেছেন: গালিগালাজ আর ভার্চুয়াল গুন্ডামী নিয়ে সাম ইন কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা আছে বলে মনে হয় না। ফলে আগামী দিন গুলোতে অশ্রাব্য গালিগালাজ আর গুন্ডামীর বিস্তর নজির আমরা দেখতে পাব আশা রাখি।

কিন্তু তার চেয়েও বিপজ্জনক প্রবনতা ব্লগ কর্তৃপক্ষের সেলফ সেন্সরশীপ আর রাজনৈতিক মতাদর্শের মাতব্বরী। যেন বাংলাদেশের ইতিহাস আর স্বাধীনতা বিষয়ে মতামত দেবার তারাই শেষ এবং চুড়ান্ত অথরিটি। এ ধরনের এজেন্সীশিপের দোকান আমরা অতীতে অনেককেই খুলতে দেখেছি।

মাহবুব মোরশেদকে ব্যক্তিগত ভাবে বলিঃ সামহোয়ারে যদি থাকতেই চান, তবে আরও সক্রিয় ভাবেই থাকতে হবে, মন্তব্যের প্রতিউত্তর দেওয়াটা এই সক্রিয়তার একটা অংশ। মাঝে মাঝে উদয় হয়ে পোষ্ট লিখে আর প্রায় কখনও কোন মন্তব্যে (নিজ অথবা অন্যের পোষ্টে) অংশগ্রহন না করে আপনি জনবিচ্ছিন্নতা কাটাতে পারবেন না। ধন্যবাদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৩. ২২ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২২
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভাইরাস! বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: আসিফ রহমান বলেছেন: চউক্ষে পানি আয়া পড়ল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৪. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৩
comment by: একজন ব্লগার বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভাইরাস! বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: আসিফ রহমান বলেছেন: চউক্ষে পানি আয়া পড়ল।


মামো, আমার প্রলয় হাসান নিকটা আনব্লক করো না কেন? আপনারে তো বেশী খারাপ কিছু কই নাই! খালি বলছিলাম যে আলু ব্লগের মডারেশন চেন্জ না করলে আপনার বড় অংকের একটা ুন মারা খাবার পসিবিলিটি আছে। আর তো কিছু বলি নাই। এই জন্য ব্লক না করে তো উত্তর দিলেই হইতো!! :(


অক্ষর মনেহয় কলুমোর্শেদরে চিনে নাই এহনো।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৫. ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০৪
comment by: রিসাত বলেছেন: আসলেই এই ব্লগের কিছু ইউজারের আচরণ আপত্তিকর
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৬. ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০৭
comment by: রিসাত বলেছেন: আসলে আমার মনে হয়,,, উনাদের এই সব গালিবাজি ফান করার উদ্দেশ্যে,,, উনাদের কাছে ব্লগিং একটা আনরিয়েল থিং,,, ভার্চুয়াল টাইপ কোনোকিছু,,, যা আমার মতে উনাদের ভূল ধারণা
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৭. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
comment by: ফাহমিদুল হক বলেছেন: লাগাতার ব্যক্তি-আক্রমণের নিন্দা জানাই।
আপনি আগে যেভাবে লিখতেন সেভাবে লিখতে থাকেন। আপনার সম্প্রতি-বিরল একসাইটিং পোস্টগুলো মিস করি।
তবে আপনার জন্য যেরকম প্রতিকূল পরিবেশ তৈরী হয়েছে এখানে, তার মধ্যে সুস্থভাবে ব্লগিং করা মুশকিল, তা মানি।
কিন্তু আলোচনার জন্য সামহোয়ারের চেয়ে প্রথম আলো ব্লগ ভালো জায়গা, এটা মানা গেলনা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৮. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৪
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: ৩৫তম মাইনাস দিয়ে সাম্যবস্থা ফিরিয়ে আনলাম।

তবে আপনাকে নিয়ে দেওয়ান কাগু বেশি হাদুম-পাদুম করতেছে।
তয় আপনি যে কইছেন, প্রথম সামুর চেয়ে ভালো, তাই মাইনাস দিছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৯. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৯
comment by: লংকার রাজা বলেছেন: শুভ জন্মদিন মাহবুব ভাই ।।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫০. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৯
comment by: চিকনমিয়া বলেছেন: হেপি বাড্ডে
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫১. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫১
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: ব্যালেন্স করার দরকার ছিল। তাই কইরা দিলাম।।। :)


৩৬-৩৬
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫২. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৬
comment by: জ্যাক দ্য রিপার বলেছেন: আছহাবুল ইয়ামীনের সাথে সহমত : নমুনা দেখুন


আমার প্রিয় পোস্ট
সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

No comments:

Post a Comment