Saturday, February 28, 2009

আমার ব্লগ ও এটীম : আমার ব্লগ কেন সফল হবে?

২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:০৪
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

সচলায়তন, পেঁচালি, আমার ব্লগ। সামহয়ারের পর তিনটা ব্লগ উদ্যোগ আসছে। আমার মতে এর মধ্যে সবচেয়ে ভাল হবে আমার ব্লগ। সচলায়তনের সমস্যা কূপমণ্ডুকতা। পেঁচালির সমস্যা যে কী সেইটা নিয়া ভাবি নাই। আমার ব্লগের আপাতত কোনো সমস্যা নাই। প্রথমে যে ভার্সনটা ওনারা রিলিজ করছিল সেই ভার্সনে ব্যক্তিগত পেজের আইডিয়াটা ছিল। ফলে, মনে হইতেছিল টাসকি খাওনের মতো একটা জিনিশ আসতেছে। কিন্তু পরের ভার্সনে পার্সোনাল পেজ ও পার্সোনাল পেজকে কাস্টমাইজ করার অপশনটা কোনো কারণে সরানো হইছে। কিন্তু আমার ব্লগ যেভাবে আগাইতেছে তাতে মনে হয় শীঘ্রই আরও বড় অফার নিয়া তারা আমাদের সামনে হাজির হবে। বিদ্যমান ব্লগগুলোর মধ্যে সামহয়ার ছাড়া আর কোনো ব্লগে পার্সোনাল পেজ পাওয়া গেল না। সচলায়তনের আইটি হাফেজ ও আইটি ক্বারীরা পর্যন্ত কাস্টমাইজএবল পার্সোনাল পেজ হাজির করতে পারলেন না। এইটাই একটা দুঃখ।
যাই হউক, আমার ব্লগ আসছে। আর চিন্তা নাই। এইবার কিছু একটা হবে। প্রথমে ওনারা বলছিল, কোনো নীতিমালা নাই ওনাদের। স্লোগান দিছিল, গ্রোআপ ম্যান। সেই স্লোগান থেকে কিছুটা কি ওনারা সইরা আসছেন। বুঝা যাইতেছে না। কিছু ধইরা ফ্রন্টপেজে ১৮+ নেভিগেশন ট্যাব দেখতেছিলাম। আইজকা দেখি ওইটা ভিতরে সরায়ে নিছে।
মানে আমার ব্লগ নিজেদের মতো করে নিজেদের মোডিফাই করতেছে। এইটা ভাল প্রবণতা।
আরও ভাল প্রবণতা হইলো, এইটা এটীমের ব্রেন থেকে বের হইছে। এ টীমরে আমি আওয়ামী টীম উপাধি দিছিলাম। এদের অনেকে গুণ্ডামী করে বইলা কইছিলাম। সেইটার মধ্যে সত্য আছে। এনাদের অধিকাংশই আওয়ামী লীগের গুণ্ডা। কিন্তু হুজুকে মাতা ভাল ব্লগারদের অনেকেই সেইখানে আছেন। এটীম আমার ব্লগ করায় আমি খুশি। কারণ, পাড়ার গুণ্ডারা যখন আরেকটা পাড়া বানাইতে যায় তখন তারা গুণ্ডামীর কুফলটা গভীরভাবে বুঝতে পারে। এটীমও বুঝবে বইলা আশা করা যায়। আমার ব্লগের মাধ্যমে তারা ভাল হয়ে যাবে।
তারা সচলায়তনের মতো বিশাল কিছু করবে বইলা ব্লগারদের মধ্যে সেন্টিমেন্ট তৈরি কইরা ব্লগার ভাগায় নাই। গুণ্ডারা চাইলে হুমকি-ধামকি দিয়া ব্লগারদের নিতে পারতো তাও তারা করে নাই। তারা শাশ্বত সত্যরে নিয়া ক্যাম্পেইন করছে। সেই ক্যাম্পেইনের মাধ্যমে ব্লগারদের মধ্যে নিজেদের ইমেজ তৈরি করছে। এইটাও খুব ভাল ব্যাপার।
ইদানিং কিছু গুণ্ডামীর আলামত দেখা যাইতেছে। কিন্তু শমশের, আইজুদ্দিন, সুশান্ত তাদের চেলাদের সামলানোর ব্যবস্থাও নিশ্চয়ই করবে। কারণ আমার ব্লগের সঙ্গে বাঙালির ঐতিহ্যবাহী একটি দলের সম্পর্ক। সেই দলটির ই-শাখা যদি প্রথম দিকেই গুণ্ডামীর অভিযোগে অভিযুক্ত হয় সেইটা ভাল দেখায় না।
আমার ব্লগের অন্যতম কর্মকর্তা ই-বাংলাদেশের সম্পাদক সর্বজনাব সুশান্ত। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। ই বাংলাদেশ যারা পড়ছেন তারা জানেন, বাংলাদেশ নিয়া এই সাইটের প্রবাসী লেখকরা কি পরিমাণ সাহসী লেখা লেখেন। দেশে আসলে সেই রকম সাহসী তারা থাকতে পারবেন বইলা আমাদের কামনা। যাই হউক, প্রিয় সুশান্ত দাদা যখন আমার ব্লগের অন্যতম কর্মকর্তা তখন আশঙ্কার আর কিছু নাই। ভাল কিছু হবেই।
যাই হউক, এটীমে কিছু পোলাপাইন দুইদিন ধইরা আমারে জ্বালাইতেছে। কারণ, আমি আমার ব্লগ, এটীম ইত্যাদির মূল নিয়ন্ত্রক হিসাবে জয় ভাইয়ার নাম করছিলাম। ফলে, ওনারা রাগ করছেন। এতে রাগ করার কী আছে? কিন্তু রাইগা গিয়া পেছনের সারির ক্যাডাদের ওনারা আমার পিছনে পাঠায়া দিছেন।
যাই হউক, এই পোস্ট হইলো গুণ্ডাদের হাত থেকে বাঁচার জন্য আমার কাফফারা। এর ফলে গুণ্ডারা আমার ব্লগের শুভানুধ্যায়ী হিসাবে আমারে মাফ কইরা দিতে পারে।
আর যদি তা না হয় তাইলে তো ওনাদের হাত থেকে বাঁচার জন্য আমার ব্লগে গিয়াই আত্মরক্ষা করতে হবে। অনেকটা এই রকম গুণ্ডার জ্বালায় পাড়ায় টিকতে না পাইরা গুণ্ডার বিল্ডিংয়েই বাড়ি ভাড়া নেওয়া।
এটীমের হাত থেকে বাঁচতে হবে। বাঁচতে হলে চলেন সবাই আমার ব্লগে যাই। ভাবেন, একবার আমার ব্লগ ব্যর্থ হইলে সামহয়ারে এটীম লাশের বন্যা বইয়ে দেবে কিনা। তাই, চলেন যাই, আমার ব্লগে গিয়া ব্লগিং করি।
আপনাদের সুবিধার্থে আমার ব্লগের লিঙ্ক দিলাম :
http://amarblog.com/



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ১২১ টি মন্তব্য
* ১২২৯ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে, ২৫ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28814904 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:০৭
comment by: কৌশিক বলেছেন: মাইনাচ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


২. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১১
comment by: মাহিরাহি বলেছেন: আপনার সবচাইতে সাহিত্যকর্ম পাঠের কোন লিংক থাকলে দিবেন কি?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: বুঝি নাই আপনার প্রশ্ন।
মুছে ফেলুন


৩. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১২
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: "আরও ভাল প্রবণতা হইলো, এইটা এটীমের ব্রেন থেকে বের হইছে। এ টীমরে আমি আওয়ামী টীম উপাধি দিছিলাম। এদের অনেকে গুণ্ডামী করে বইলা কইছিলাম। সেইটার মধ্যে সত্য আছে। এনাদের অধিকাংশই আওয়ামী লীগের গুণ্ডা। কিন্তু হুজুকে মাতা ভাল ব্লগারদের অনেকেই সেইখানে আছে"


হাহ হা।
এতোদিন গবেষণা কইরা মাথা থাইকা এই মানব-বিষ্ঠা বাইর হইলো?
তোমারে তো আরো বুদ্ধিমান মনে করছিলাম।
আর কতোদিন চুল কাটবা হে, নাপিত?




জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: এই যে তুমি খেইপা গেলা। তাতেই কিন্তু বুঝা গেল তোমার লাগছে।
খেপা প্রকাশ করার জন্য তোমাকে অভিনন্দন।
মুছে ফেলুন


৪. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১২
comment by: মাহমুদুল হাসান রুবেল বলেছেন: এই ব্লগে রেজি করেছিলাম । কিন্তু ইনভাইটেশন মেইল আর পাইনি । তাই ওখানে আর যাওয়া হয়নি ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: খাইছে। ওরাও কি ইনভাইটেশন দেয় নাকি?
মুছে ফেলুন


৫. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৩
comment by: মাহিরাহি বলেছেন: আপনার সাহিত্যকর্ম পাঠের কোন লিংক থাকলে দিবেন কি?
আপনার গল্প পড়ার সৌভাগ্য এখনও হয়নি আমার।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: শিওর। লিঙ্ক দিবো।
মুছে ফেলুন


৬. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৩
comment by: নামহীন মানব বলেছেন: যুক্তিগুলো দুর্বল। কথাগুলোর সাথে একমত হতে পারলাম না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: তাতো বটেই। যুক্তি ভীষণ দুর্বল। যুক্তি দুর্বল হলে একমত হতে পারবেন না এটাও স্বাভাবিক।
মুছে ফেলুন


৭. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৬
comment by: ইরতেজা বলেছেন: আমি প্লাস দিলাম মামো ভাই
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


৮. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৮
comment by: নির্বাক সুশীল বলেছেন:
আমিও পেলাচ দিলাম।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: সেটাই।
মুছে ফেলুন


৯. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৮
comment by: হটডগ বলেছেন:
;) ওহে সরেস মাল,
তোমার কথায় নাচলে পরে
সাবালেরা হয় হয় আবাল।
তোমার পরশ্রীকাতরতা,
হৃদয়ে দিচ্চে মোরে অতিশয় বেথা।
পেত্থম আলো করসে চালু নাকি নয়া ব্লগ?
সেখানে নিয়েসো বুঝে তোমার ন্যায্য হক?
ব্রো তুমি দালাল গিরি ছাড়ো,
আদারোয়াইজ তুমার ঝাকড়া চুল নাড়ো,
আর, পারো যদি বেশি করে পরকীত্তন করো।
;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
মুছে ফেলুন


১০. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৯
comment by: সু-শান্ত বলেছেন: বুঝি নাই অনেক কিছু। মাত্র ঘুম থেকে উঠলাম। উঠে প্রথমেই দেখি এই পোস্ট। থমকাইয়া গেলাম পুরা। লাইন বাই লাইন লিখতে হবে। যেহেতু আমার নাম নিয়েই নিছেন, তাইলে তো আর বসে থাকা যায় না।

কিছু কিছু কথা এক্কেবারেই আপনি ভুল শুঞ্ছেন অথবা আপ্নারে ভুল বুঝানো হইছে। সিরিয়াস্লি বলছি, আপ্নারে ভুল বুঝানো হইছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: দাদা,
আপনার কথা শুনে খুব ভাল লাগলো। বাঁচা গেল।


আপনি এখন এটীমরে ঠেকান। হেরা কাইল আমারে না জ্বালাইলে আমি তো এই পোস্ট দিতাম না। তাই না?
মুছে ফেলুন


১১. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২১
comment by: মাহিরাহি বলেছেন: আমার ব্লগের ওয়েব মাস্টারের কমেন্টগুলান পক্ষপাতদুষ্ট মনে হয়।
সা ইন থেকে যে কেউ সেখানে গেলে এ টীমের লোকজন খবু বেশি উতলা হয়ে ওঠে পরিচয় জানার জন্য। ট্রিটমেন্টাও বোধহয় সেরকম হয়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৩

লেখক বলেছেন: সব ঠিক হয়া যাবে। কেবল শুরু তো। আস্তে আস্তে সব ঠিক হয়া যাবে।
মুছে ফেলুন


১২. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৩
comment by: ক্যামেরাম্যান বলেছেন:
এইডা আবার কি কইলেন ভাইজান ? সামহোয়্যার ইন ব্লগরে খাঁ খাঁ মরুভূমি বানাইতে চাইতেছেন ক্যান ? :((
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: তাছাড়া বাঁচার উপায় নাই, ভাই। বাচার আর উপায় নাই।
মুছে ফেলুন


১৩. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৫
comment by: কৌশিক বলেছেন: এটিএন বাংলার সেই কালের কথা মনে আছে? যখন ইভা রহমান "এসো ইসলামের আলোকে জীবন গড়ি" নামের একটা অনুষ্ঠানের উপস্থাপিকা। মাহফুজুর রহমান তখন বাংলা সিনেমার ধুমধাড়াক্কা খুল্লাম খুল্লাম কাটপিস সমৃদ্ধ গান দেখায় মিডনাইট-ডেনাইট সবসময়। এটিএন বাংলা পুরা হিট - সেইসাথে হট ইভা রহমানও। কিন্তু ইসলামিক অনুষ্ঠান করা ইভা আর আজকের ইভা কি এক হইলো? দিনকাল পাল্টায়, কালে কালে দেখা যায় ভেতরের ফুডা!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৬

লেখক বলেছেন: উই আর এ জিনিয়াস।
মুছে ফেলুন


২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: সরি ইউ। উই না।
মুছে ফেলুন


১৪. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৭
comment by: নির্বাক সুশীল বলেছেন:
শুনো মামো, তুমি লুকের পাছায় গুঁতা দিবা, আর লোকে তোমারে কোলে নিয়া আদর করবে, এইটা ভাবলা ক্যামনে?

(আমি এ-টিমেও নাই, বালেরব্লগেও নাই)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: তুমি তাইলে কই আছো?
ভাড়াটে হিসাবে কাজ করো?
মুছে ফেলুন


১৫. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৭
comment by: মিলটন বলেছেন: আমার ব্লগে আমার আগের আইডি টা নষ্ট হয়ে গিয়েছিল টেকনিক্যাল কারণে পরে আবার সু-শান্ত নিজে আরেকটা তৈরী করে দিয়েছেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: খুব ভাল লাগলো খবরটা শুনে।
মুছে ফেলুন


১৬. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৮
comment by: ইয়র্কার বলেছেন: এ-টীম = আওয়ামী টীম।
এ-টীম = গুন্ডা।

বলেছিলেন মহামতি আস্তমেয়ে। আবার বললেন সুশীল মাহবুব মোর্শেদ। আস্তমেয়েও জামাতি না, সুশীল মামোও জামাতি না।
সুতরাং তারা যেহেতু আমারব্লগের সুনাম করছে সেখানে রেজিস্ট্রেশন করতে হইবো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩১

লেখক বলেছেন: এই একজনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেল।
মুছে ফেলুন


১৭. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৮
comment by: হটডগ বলেছেন: নিজেরে জিনিয়াস দাবি করে কিমডায়?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: এ দেইখাও বুঝলেন না ইউ হইবে উইর জায়গায়?
মুছে ফেলুন


১৮. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩০
comment by: হটডগ বলেছেন: বিদ্রঃ আমিও এটিমে নাইক্কা, আমার ব্লগেও নাইক্কা, তয় রাজাকার, দালাল, আর ভন্ড খুচানা ইঞ্জয় করি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: আমি কি এটীমরে খারাপ কইছি?
মুছে ফেলুন


১৯. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: নির্বাক সুশীল বলেছেন:
আমি ফ্রিল্যান্স।
তোমার মতো ালছ্যাঁচা নাপিত আর জামাতি হাজামদের ুন্দানোর জন্যে অলটাইম অ্যাকটিভ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: গুড ভেরি গুড। ভাল লাগলো শুনে।
মুছে ফেলুন


২০. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৬
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আপনি সেরা থকনই যখন আপনি নিজের সাথে নিজে তর্ক করেন। কিন্তু অন্যের সাথে তর্ক করতে গেলে ধানমন্ডি থাইকা জিঞ্জিরা চইলা যান।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: ফ্রি জিঞ্জিরা যাওনের সহজ উপায় হইলো অন্যের সঙ্গে তর্ক করা।
মুছে ফেলুন


২১. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪০
comment by: সু-শান্ত বলেছেন: মোর্শেদ ভাই আপ্নারে একটা মেইল দিছি, সময় পাইলে একটু চেক করবেন প্লীজ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: থ্যাংকস। দেখছি এখনই।
মুছে ফেলুন


২২. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪১
comment by: মখআলমগীর বলেছেন: @মাহিরাহি, না ট্রিটমেন্ট সা.ইনের মত হয় না, একটু ভাসা ভাবভালবাসা মিশানো থাকে। যেমন। সারোয়ার চৌধুরী এখনও সালুয়ার, সালোয়ার, চুদরি হয় নাই বা উনারে ব্যান করে নাই একই কথা খাটে ফজলে এলাহিরে নিয়া। উনারা এখনও ঐখানে বহাল তবিয়তেই আছেন। যদিও আইজু আর তার চামচারা উনাদের এইখান থিকা ব্যান করনের জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন।

লোকে বলে জয় ভাই ঐ ব্লগের অন্যতম অর্থ লগ্নিকারী আবার এমন কথাও লোকে বলে যে তারা অতি শীঘ্রই অন্যান্য ব্লগও কিনা নিবে
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: সামহয়ারের ব্যান হওয়া ব্লগারদের ব্যাপারে এটীমের দ্বৈতনীতি প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণটা আলোচনার দাবি রাখে।
মুছে ফেলুন


২৩. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: হুমম...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


২৪. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৫১
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আপনি বলেছেন যে আপনার পিছনে নাকি কাউরে লেলাইয়া দেওয়া হইয়াছে। কিন্তু আপনার পোস্ট দেখিয়া মনে হইতাছে ইহাতে আপনি অনেক খুশি। আপনার এই পোস্টখানাই ইহার প্রমাণ। তবে পোস্টখানা পড়িয়া মনে হইয়াছে ঘটনাটা আপনার বর্ণনার সম্পূর্ণ বিপরীত।

বিখ্যাত ও জ্ঞানীলোকদের সমালোচনা হইতেই পারে। তাহাতে কী তাহাদের জাত চলিয়া যায়। কিন্তু মাঝে মাঝে দেখিতে পাইযে বিখ্যাতরাও সাধারণের মতো আচরণ করে ফেলে, যেমনটি গেল কয়েকদিন আপনি যাবত করিতেছেন।

আপনার গুরু ড. ইউনুস সাহেববকেতো হাসিনা সুদখোর, মহাজন, দালাল কতো নামে আখ্যায়িত করেছেন। কিন্তু ইউনুস সাহেব কী ইহা নিয়া কোন উচ্চবাচ্য করিয়াছেন। আপনি যেমন পোস্টের পর পোস্ট প্রসব করিয়া যাইতেছেন তেমনি তিনিওতো বিবৃতির পর বিবৃতি দিয়া যাইতে পারেন।কিন্তু উনি তাহা করেন নাই। তাহার শীষ্যের নিকট থাইকা এরূপ আচরণ কিরূপে আসিল বুঝা মুস্কিল।

আপনি যেরূপ বিজ্ঞের মতো বিভিন্ন ব্লগ সম্পর্কে আপনার ধারণা দিলেন তাহা কতটুকুন সত্য তাহাতে আমার সন্দেহ আছে।
কারণ আপনি নিজের ব্লগ ছাড়া অন্যের ব্লগে ঢুকিয়াছেন তাহা অবলোকন করার সৌভাগ্য অন্তত আমার হয় নাই। এমনকি আপনার ভক্ত সকল যাহারা প্রতিনিয়ত "লেখা সুন্দর হইছে, চমৎকার, হুজুরের মতে অমত কার" এরূপ বক্তব্য দিয়া যাইতেছে তাহাদের ব্লগেও আপনাকে দেখি নাই।

এভাবে ব্যাঙ এর মতো না বাচিয়া একটু দুনিয়াটা দেখিবার চেষ্টা করেন। তাহাতে লাভ না হইলেও ক্ষতি হইবেনা ইহার নিশ্চয়তা আছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: ফরহাদ ভাই,
ড. ইউনুস তাইলে আমার গুরু?
ভাল কইছেন।
আপনেরা তো আমার পায়ে পাড়া দিয়া তর্ক বাঁধাইছেন।
সো, তর্ক তো করতেই হবে।
আমি কথা কইতেছি আমার ব্লগ নিয়া। আপনি কইতেছেন আমি অন্যের ব্লগে যাই কি যাই না সেইটা নিয়া। এর সঙ্গে তর্কের বিষয়ের সম্পর্ক কী?
কোনো তর্ক করতে হইলে টপিকটা অন্তত বুঝতে হয়। অবশ্য আপনের মতো জ্ঞানী জন্য টপিক বুঝাটা জরুরি না। কথা কইলেই হয়।
মুছে ফেলুন


২৫. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৪৬
comment by: দখিনা বাতাস বলেছেন: ভাই আপনের গুরু কি ড; ইউনুস নি? তার কিছু খবর পাইলাম। খবর গুলা একটু কেমন কেমন জানি। লিন্ক দিলাম। বিদেশের পেপারে তার নামে বহুত বদনাম করে দেহি........


Click This Link


Click This Link

Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ড. ইউনুস আমার গুরু না।
মুছে ফেলুন


২৬. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০০
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আমার ব্লগটি হ্যাক করার চেষ্টা হচ্ছে। কর্তৃপক্ষ একটু নজরে রাখবেন বলে অনুরোধ রাখি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: কাল হঠাৎ এমন একটা কমেন্ট দেখলাম আমার সাম্প্রতিক কমেন্ট বাটনে, যে স্থানে ওই কমেন্টটা থাকার কথা ছিল না। কমেন্টে ক্লিক করে সেই কমেন্টও খুঁজে পাইনি। ফলে, আমার সন্দেহ হলো, কেউ নিক হ্যাক করে কমেন্টটি করতে পারেন। এই সন্দেহ থেকেই আমি ব্লগ হ্যাকিংয়ের আশঙ্কা ব্যক্ত করেছিলাম। আশার কথা, হ্যাক হয়নি। সামহয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তারা একটি সুন্দর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন বলে।
মুছে ফেলুন


২৭. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: বন্ধনহীন বলেছেন: প্রিয় মাহবুব মোর্শেদ,
আপনার প্রায় লেখা আমি পড়ি। বাসয় ফিরে ক্লান্ত অবস্থায় পড়া হয় বলে প্রায় কোন মন্তব্য করা হয় না।

একটা ব্যপার আমার নজরে এসেছে, - আপনাকে অন্য কারো ব্লগে মন্তব্য করতে দেখি না। (অথবা খুবই কম করেন) - এটা কি ইচ্ছাকৃত?

শুভেচ্ছা ও ভালো থাকবেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: অন্যকারো ব্লগে আমি মন্তব্য করি না?
করি তো। আমি যেসব ব্লগে মন্তব্য করেছি আমার ব্লগে এসে এই কলামটা একটু দেখবেন?
মুছে ফেলুন


২৮. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৩
comment by: বন্ধনহীন বলেছেন: কাকতালীয় ভাবে "ফরহাদ উিদ্দন স্বপনের" মন্তব্য পড়ার আগেই আমি আমার মন্তব্য লিখেছিলাম। আপনি যাতে আমাকে ভুল না বুঝেন, তাই এটা জানালাম।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ব্যাপার না।
মুছে ফেলুন


২৯. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: " মুই কী হনুরে " (কাইকে না, নিজেকেই বল্লাম )....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: যারে উদ্দেশ্য কইরাই কন, কথাটা মজার।
মুছে ফেলুন


৩০. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:১০
comment by: সুরিজত স্বপন বলেছেন: কেমনে কি?আমার ব্লগে কেমনে লগ করে?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন। লগইন বাটনের নিচেই আছে।
মুছে ফেলুন


৩১. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৫
comment by: দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
দিক্কার জানাই।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: দিশাহারা জানি কে?
এই বিষয়ে আমার ব্লগে কথা চলতেছে দেখলাম।
মুছে ফেলুন


৩২. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১১
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: ''আমার ব্লগে'' রাজাকার ও মুক্তিযুদ্ধারা মিলেমিশে একাকার হয়ে গেছে এবং ব্যান খাওয়ার ভয় নাই সেখানে ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০০

লেখক বলেছেন: তাই নাকি?
মুছে ফেলুন


৩৩. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: দূরন্ত বলেছেন: দেরী না কইরা আপ্নি নতুন ব্লগটা খুইলা ফালান।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


৩৪. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আপ্নারে দেইক্কা অনেক কিচু শিখতাচি ।
ওরে মুই কি হনু রে !!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: আমারে দেইখা কিছু শিখার নাই। আপনারে দেইখা আমি শিখতেছি। আমি তো বারবারই বলি, আমি কিছু না। তারপরও যে কেন আমারে ইগনোর করেন না বুঝি না।
মুছে ফেলুন


৩৫. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

একটা মন্তব্য দিসিলাম । সেইটা মুছে দিলেন নাকি ?

বলছিলাম যে, আপনে এই পোস্টে যা লিখছেন, সেইটারেই বোধকরি আপনেগো সাহত্যের ভাষায়-- "মনের মাধুরী মিশিয়ে " লেখা বলা হয় ।


আপনের পোস্টে প্লাস দিসি । যত যাই হোক, আমার ব্লগের প্রচারতো করছেন ।
খারাপ প্রচারও নাকি একধরণের প্রচার ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: মন্তব্য মুছি নাই।
মনের মাধুরীকে গুরুত্ব না দিলেই হয়।
মুছে ফেলুন


৩৬. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
comment by: রাশেদ বলেছেন: নিজেরে আর কত হাসির পাত্র বানাবেন? আমারব্লগ রে আওয়ামী লীগের মনে হইতেছে তাইলে? জয় এইটা কন্ট্রোল করে!! শিপন ভাই ঠিকই কইছে, মনের মাধুরী মিশিয়ে লেখা!! সাবাস, বিন্দুমাত্র লজ্জা থাকলে এইসব কইতেন না, আওয়ামী লীগ কই পাইলেন। প্রমান দেখাইতে পারবেন না জানি, অ্যাটলিস্ট ব্যাখ্যা দেন দেখি!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: নিজেরে আরও হাসির পাত্র বানাবো। আপনার অসুবিধা আছে?
আপনারে আমি কথা দিছিলাম যে আমি নিজেরে হাসির পাত্র বানাবো না? এমনভাবে প্রশ্ন জিগাইতেছেন যে, খবর আছে। শুনেন এই অ্যাপ্রোচে কথা কইলে আপনের কথার উত্তর দিতে আমি বাধ্য নই।
তারপরও কই, পোস্টটা ভাল করে পড়েন।
মুছে ফেলুন


৩৭. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:৫৩
comment by: অমিত বলেছেন: আজকাল কি গান্জার মধ্যে পুরান উন্মাদের পাতা ছিড়া ভেজাল দেয় নাকি ??

যাই হোক এককালে আমি মনে হয় কৌশিক ভাইরেই কইছিলাম যে তিনকোণা যদি কারো প্রশংসা করে সেটা অনেকটা কাকের ময়লা দেইখা প্রশংসা করার মত। খুশি হওয়ার কিছু নাই।
সেরম নাপতাল মামো যখন কোন কিছুর নেগেটিভ কিছু শুনলে বুঝা যায় যে কারও না কারও স্বার্থের ..-য় গরম পানি পড়সে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: এই তো বুঝছেন। আপনে যখন আমারে গালি দিতে আসেন না তখন আমার চিন্তা হয়। ভীষণ চিন্তা হয়। আপনার অভাব ভীষণ ফিল করি। কমেন্ট দেয়ার জন্য ধন্যবাদ আপনারে।
মুছে ফেলুন


৩৮. ৩০ শে জুন, ২০০৮ রাত ২:১০
comment by: নেমেসিস বলেছেন: আচ্ছা আমি কি এ টীম :)





পোস্টে + ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: নিজেরে জিগান।
মুছে ফেলুন


৩৯. ৩০ শে জুন, ২০০৮ রাত ২:৪৮
comment by: সু-শান্ত বলেছেন: মোর্শেদ ভাই। নিম্নলিখিত তিনটা লাইনের প্রমান সহ ব্যাখা চাইছি। যদি না দিতে পারেন তাইলে পরে কথা হবে আবার।

১। “আমার ব্লগের” সঙ্গে বাঙালির ঐতিহ্যবাহী একটি দলের সম্পর্ক। সেই দলটির ই-শাখা যদি প্রথম দিকেই গুণ্ডামীর অভিযোগে অভিযুক্ত হয় সেইটা ভাল দেখায় না।

২। আমি আমার ব্লগ, এটীম ইত্যাদির মূল নিয়ন্ত্রক হিসাবে জয় ভাইয়ার নাম করছিলাম।

৩।একবার আমার ব্লগ ব্যর্থ হইলে সামহয়ারে এটীম লাশের বন্যা বইয়ে দেবে কিনা।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: দাদা,
লজ্জা দিলেন।
আপনি প্রমাণসহ ব্যাখ্যা দিতে কইলে তো ভয় লাগে।
আমারে যখন নেমেসিস রাজাকার কইছে তখন কি আমি প্রমাণসহ ব্যাখ্যা চাইছি? ফরহাদ থেকে শুরু করে শ্রদ্ধেয় জেবতিক আরিফ পর্যন্ত যখন আমারে সুবিধাবাদী কইছে তখন কি আমি প্রমাণসহ ব্যাখ্যা চাইছি?
তবে হ্যাঁ, আলোচনায় আসলে আলোচনা করতে আমার অসুবিধা নাই। আমার ব্লগের সঙ্গে এটীমের সম্পর্ক আছে কি না এই প্রশ্নের উত্তরটা দিলে আমি আপনার উদ্ধৃত তিনটা লাইনের বিষয় খোলাসা করবো। তবে দাদা, প্রমাণসহ ব্যাখ্যা কথাটা কইলে ভয় লাগে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মনে হয়।
মুছে ফেলুন


৪০. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:১২
comment by: জেনারেল বলেছেন: পোষ্টে + দিলাম
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: বাপরে। জেনারেল আইছে। মাইনর জেনারেল।
মুছে ফেলুন


৪১. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪৭
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: কাল হঠাৎ এমন একটা কমেন্ট দেখলাম আমার সাম্প্রতিক কমেন্ট বাটনে, যে স্থানে ওই কমেন্টটা থাকার কথা ছিল না। কমেন্টে ক্লিক করে সেই কমেন্টও খুঁজে পাইনি। ফলে, আমার সন্দেহ হলো, কেউ নিক হ্যাক করে কমেন্টটি করতে পারেন। এই সন্দেহ থেকেই আমি ব্লগ হ্যাকিংয়ের আশঙ্কা ব্যক্ত করেছিলাম। আশার কথা, হ্যাক হয়নি। সামহয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তারা একটি সুন্দর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন বলে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪২. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫০
comment by: হোঁদল কুঁত কুঁত বলেছেন: বাপ্রে বাপ!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: পিতা ব্যতিরেকে কোনো বস্তুকে বাপ ডাকা ঠিক নহে।
মুছে ফেলুন


৪৩. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৫
comment by: ত্রিভুজ বলেছেন: স্টার প্লাস! এটিম দীর্ঘজীবি হউক.. তেলাপোকার মতই....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: হ। এটীম দীর্ঘজীবী হউক। এটীমের সার্বিক সাফল্য কামনা করি।
মুছে ফেলুন


৪৪. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:২১
comment by: সু-শান্ত বলেছেন: মোর্শেদ ভাই, আমারব্লগ এটিমের আইডিয়া ছিলো এটা ১০০ ভাগ সত্য। তবে এই মুহুর্তে এটা একটা স্বাধীন সত্তা। ১০০ ভাগ স্বাধীন। এখানে ত্রিভুজ থেকে শুরু করে উম্মু আব্দুল্লাহ, মুন্তাকা থেকে শুরু করে আমি নিজে। সবাই সমান সমাদার পাবে।

আমার মনে হয় এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে আসুন আমারব্লগে বেড়াতে। তাই ভালো হবে।

এবার হাসেন :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: হাসলাম। আসতেছি।
মুছে ফেলুন


৪৫. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:২৬
comment by: ত্রিভুজ বলেছেন:

সু-শান্ত,
ত্রিভুজ সমাদর পাওয়ার জন্য ব্লগায় কিভাবে বুঝলেন? আপনার প্রোফাইলে আপনার ছবি ছিল কিছুদিন আগেও.. সেটা দেখে আপনাকে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ বলেই মনে হয়েছিলো। আচ্ছা, মানুষের মস্তিষ্কের ধুসর সেলগুলো কত বছর বয়স পর্যন্ত গ্রো করে?


জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৬. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:২৯
comment by: সু-শান্ত বলেছেন: ত্রিভুজ ভাই, আপ্নি নিজের কমেন্ট টা আবার পড়েন প্লীজ। দেখেন আপনি কি বলেছেন। এভাবেই কি সভ্য লোকের পরিচয় প্রকাশিত হয়?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৭. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩১
comment by: ত্রিভুজ বলেছেন:

সু-শান্ত,
এটিমে বা এটিমের সদস্যদের কাছ থেকে সভ্যতার সার্টিফিকেট পাওয়ার আগে আমার উচিত আত্মহত্যা করা।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৮. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩৩
comment by: সু-শান্ত বলেছেন: আমি সমাদার বলতে এডমিন এর তরফ থেকে ভালো ব্যবহার বুঝিয়েছিলাম। আর কিছু না। ভুল বুঝলে আমি সরি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪৯. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩৭
comment by: সু-শান্ত বলেছেন: মোর্শেদ ভাই, ত্রিভুজ ভাইয়ের কমেন্ট টা যথেষ্ট আপত্তিকর, আপ্নে যদি মনে করেন এই কমেন্ট টা এখনো রেখে দিতে পারেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫০. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩৮
comment by: আরিফুর রহমান বলেছেন: ত্রিভুজরে কেউ বাইন্দা রাখছে তো বৈলা মনে হয় না!...

করেন আত্মহত্যা!

মানা করসে কেউ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫১. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৯
comment by: ত্রিভুজ বলেছেন:

সু-শান্ত,
আপনি প্রথম অযাচিত ভাবে আমাকে টেনেছেন আপনার মন্তব্যে। "এখানে ত্রিভুজ থেকে শুরু করে ..." দিয়ে কি বুঝিয়েছেন? সমাদর বলতে এডমিনদের তরফ থেকে ভাল ব্যবহার বুঝিয়েছেন? আপনাদের ব্লগে গেলে ভাল ব্যবহার পাচ্ছি মানে কি এখানে এডমিনদের পক্ষ থেকে খারাপ ব্যবহার পাচ্ছি?

কথা বার্তা চিন্তা ভাবনা করে বলবেন। আর গায়ে পড়ে ঝগড়া করার অভ্যাস পরিত্যাগ করুন। সবচেয়ে ভাল হয় আপনার এটীমিয় বিবেকবোধ নিয়ে একটু দুরে অবস্থান করলে। আমি কোনদিন আপনার পাকা ধানে মই দেইনি...

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫২. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০০
comment by: ব্রাইট বলেছেন: ১৬-১৬, মানে সমান সমান ছিলো।
সমান সমান থাকা ভালো দেখায় না।
তাই ভাইঙগা ১৭-১৬ কইরা দিলাম।
হ্ , +/- এর কতা কইতাছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: থ্যাংকস।
মুছে ফেলুন


৫৩. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:৪৮
comment by: নেমেসিস বলেছেন:
লেখক বলেছেন: দাদা,
লজ্জা দিলেন।
আপনি প্রমাণসহ ব্যাখ্যা দিতে কইলে তো ভয় লাগে।
আমারে যখন নেমেসিস রাজাকার কইছে তখন কি আমি প্রমাণসহ ব্যাখ্যা চাইছি?

>>>>> কি রে ভাই আমি কখন আপনা আবার রাজাকার কইসি ?
ভুলে কার নামের বদলে কারে মীন করলেন ?? আজব !!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: আপনের মতো ব্রিলিয়ান্ট ব্লগার আমি খুব কমই দেখলাম।
গুড ভেরি গুড।
মুছে ফেলুন


৫৪. ০১ লা জুলাই, ২০০৮ রাত ২:৫১
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আপনার সর্বশেষ কটি পোষ্টে আপনি আপনার বৈশিষ্ট হারাচ্ছেন।
এত স্পর্ষকাতর হবেন না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: রন্টি ভাই,
ধন্যবাদ আপনাকে।
আমি আসলে বৈশিষ্ট্য রক্ষার জন্য উৎসাহী নই। তথাপি আপনার শুভকামনার ব্যাপারটা বুঝতে পারছি।
আমি আসলে ততোটা স্পর্শকাতর নই, তবে হামলাকাতর বলতে পারেন।
মুছে ফেলুন


৫৫. ০১ লা জুলাই, ২০০৮ রাত ৩:২৬
comment by: অধ্যাপক বলেছেন: ব্লগে এত লোকের এত পরিবর্তন হল, ত্রিভুজ শুধু আগে যা ছিল এখনও সেই ছাগলই থেকে গেল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫৬. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৮
comment by: অমিত বলেছেন: আইচ্ছা ছাগল ক্যামনে আত্মহত্যা করে জানেন নাকি কেউ ? গলায় অবশ্য রশি বান্ধা থাকেই সব সময় একটা, ঝুলে পড়তে পারলেই হয় কোন রকমে...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫৭. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

গুরুত্ব দেই নাই । গুরুত্ব দিলেতো পয়েন্ট ধইরা আলাপ চালাইতাম ।
আর পোস্টে খুশী হইছি বইলাইতো প্লাস দিসি ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: গুরুত্ব দেন নাই বইলা আন্তরিক ধন্যবাদ।
প্লাস দেওনের জন্যও।
মুছে ফেলুন


৫৮. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: মহাকাল বলেছেন:
+
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


৫৯. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৫০
comment by: নেমেসিস বলেছেন: বোজলাম না
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:০৬

লেখক বলেছেন: মানে আপনি মহান প্রতিভা।
মুছে ফেলুন


৬০. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:১১
comment by: নেমেসিস বলেছেন: এই জন্যই এই অবস্থাঃ Click This Link

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬১. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:১৪
comment by: গ্রাউন্ড ফ্লোর বলেছেন: সুশীল কলু কি জিনিস???????
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬২. ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
comment by: আলিফ দেওয়ান বলেছেন: "সচলায়তনের আইটি হাফেজ ও আইটি ক্বারীরা পর্যন্ত কাস্টমাইজএবল পার্সোনাল পেজ হাজির করতে পারলেন না। এইটাই একটা দুঃখ।"

মাহাবুব মোরশেদ মাননা, সচলায়তনে পার্সোনাল পেজ থাকলেই কী হইতো? ব্যাল পাকলে কাকের কী? তোমারে নাকি অরা সচলায়তনে ঢুকতেই দেয় নাই, বাইরে খাড়া করায় রাখছিল কানে ধরাইয়া? তুমি পার্সনাল পেজ লইয়া কান্দ কেন? পরের পেজ কাষ্টমাইজ নিয়া তুমি তোমার মাইগ্যা মাথা ঘামাও কেনো?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: এ বিষয়ে আমার লেখা পড়ছো?
পইড়া বলতেছো তো কথা?
মুছে ফেলুন


৬৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৫৪
comment by: অ্যামাটার বলেছেন: উফাদিকের পেচাল!! মাইনাসাইলাম!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:৩১
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: মাহবুব ভাই, আমি আপনার প্রিয় ব্লগার নই। তবে আপনি আমার প্রিয় ব্লগার। কারন আপনার লেখাগুলো ১০০ ভাগ না হলেও অনেকটাই বস্তুনিষ্ঠ (খুশী হব যদি এ ব্যপারে আরো মনোযোগ দেন) এবং পরমত সহনশীল, যা লেখালেখিতে আমার প্রধান বিবেচ্য।

আপনার সাথে একমত। আমার ব্লগ দেখলাম। খুব প্রমিসিং (এটার বাংলা প্রতিশব্দ কি মনে আসছে না। আশাপ্রদ?)।

কিন্তু ইন্টারফেস ততটা ভাল হয় নি। লেখার মান অনেক উন্নত। আমার ব্লগের উচিত হবে সামহোয়ার বা প্যাচালীর মত পরিচ্ছন্ন ইন্টারফেসের ব্যবস্থা করা। গাদাগাদি করে প্রথম পাতায় সব ইনফো একসাথে রাখার চেষ্টা সাইটকে বিশ্রি করে দেয়।

আপনি ভাল থাকুন। আপনার সাফল্য আমি সব সময় কামনা করেছি। তা আমার নিজের স্বার্থে। কারন আপনার লেখা আমার ভাল লাগে। প্যাচালী এটা নিয়ে একটা লেখাও লিখেছিলাম। স্যরি। সাম ইনে লিংক দেয়া শিখিনি বলে সেটার লিংক দিতে পারলাম না।

ভাল থাকুন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
প্রমিজিংয়ের বাংলা সম্ভাবনাময় দিলে ভাল হয়।
মুছে ফেলুন


৬৫. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৩
comment by: মুনিয়া বলেছেন: কাহিনী টাহিনী অত জানি না। তবে ল্যাংগোয়েজ জটিল এবং উপভোগ্য।
সঙ্গত কারণেই +
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


৬৬. ০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
comment by: বিবেক সত্যি বলেছেন:
আমি তো ওনাদের ব্লগে দেখলাম SWI এর ফজলে ভাইয়ের জন্য পুরো আলাদা একটা সেকশন করা হয়েছে । এটা আমাকে ব্যাপক আনন্দ দিয়েছে । আর এটিমের সে কি মধুমাখা সব কমেন্ট তার পোষ্টগুলোতে । আহা লোভ হচ্ছে :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: ভাল না ব্যাপারটা?
মুছে ফেলুন


৬৭. ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৫
comment by: রেজাউর রহমান বলেছেন: অনেক দিন আসেন না এখানে। ভুলে গেলেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

No comments:

Post a Comment