Saturday, February 28, 2009

ভাই আপনি কি জাপানি?

২৫ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৯
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

লিখতেছিলাম অন্য একটা পোস্ট। আরেকটা উইন্ডো খুইলা দেখি হলডে ডানা আমার নাম কইরা পোস্ট দিছে। আমার নাম কইরা পোস্ট দিলে আমি প্রথমে ধন্যবাদ দিয়া শুরু করি। এইবারও ধন্যবাদ দিয়া শুরু করলাম। কাহিনী কী? কাহিনী জানতে হলদে ডানার আগের পোস্টটাও পড়া লাগলো।
ব্লগে লিঙ্ক পলিটিক্স আমি এড়ায়া চলি। কারো ব্লগের লিঙ্ক আমি রাখি না প্রথম থিকা। প্রিয় পোস্টেও কারো পোস্ট রাখি না। কথিত আছে, আমি আত্মপ্রচারে ব্যস্ত। আত্মপ্রচারে আছি, শান্তিতে আছি। এখন আমি আত্মপ্রচারে থাকলে সবাই তো আর আমার মতো খারাপ না। তাই নানাজনের ব্লগে গিয়া দেখি আমার ব্লগ কিংবা পোস্টের লিঙ্ক। হলদে ডানাও রাখছেন। এখন নেমেসিস নামক ব্লগার কইছেন, হলদে ডানা যেহেতু লিঙ্ক রাখছে সেহেতু আমি রাজাকার। এখন, তো আমারে খুঁইজা খুঁইজা বের করতে হয় কে কে আমার লিঙ্ক রাখছে। তারা লিঙ্ক রাখায় আমার কী কী তকমা জুটতে পারে। তকমার ভয়ে ব্লগে আমার একটা লিঙ্ক সরাবার আবেদন দিতে হয়। আপনেরাই কন সেইটা করা কি ভালো দেখায়। এখন ফরহাদ উদ্দিন স্বপন কইছেন, মাহবুব মোর্শেদ সুবিধাবাদী ও রাজাকার। ফরহাদ উদ্দিন স্বপন ও আমি একই সঙ্গে শান্তিকমিটিতে কাজ করছি। উনি নিজের নাম না নিয়া আমার নাম কেন নিলো, এইটাই আমার বুঝে আসতেছে না। ও হ্যাঁ। নেমেসিসও আল বদরে ছিল। স্বাধীনতার পর আমি মুক্তিযোদ্ধা সাজলেও নেমেসিস ও ফরহাদ উদ্দিন স্বপন এখনও রাজাকারই আছে। তারা এখন দলে লোক ভারী করতে লেগে পড়ছে।
অবস্থা এমন যে, ভার্চুয়াল মুক্তিযোদ্ধাদের জ্বালায় টেকা দায় হয়ে পড়ছে। গায়ে পইড়া, পায়ে পাড়া দিয়া এরা যুদ্ধসুখ পাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমি সহজে তাদের সেই সুখ দিবো কেন? সামহয়ারইন কর্তৃপক্ষ রাস্তায় বাইর হইলে আমাদের নিরাপত্তা দিতে না পারেন। কিন্তু ঘরে আইসা অ্যাটাক করলেও কি কিছু করতে পারবেন না? এরা যে গায়ে পড়ে যুদ্ধসুখ পাওয়ার চেষ্টা করতেছে তার কী হবে?
যাই হউক, একটা গল্প দিয়া মজা শেষ করি।

মিস্টার এক্স বাজারে গেছেন। হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তারে দেইখা আগায়া আসলো। বললো, এক্সকিউজ মি, ভাই একটা প্রশ্ন আছিল। মিস্টার এক্স বললেন, বলুন। ধরা যাক অপরিচিত ব্যক্তির নাম ওয়াই। ওয়াই বললেন, ভাই আপনি কি জাপানি? এক্স উত্তর দিলেন, না ভাই আমি জাপানি না।
মি.এক্স বাজার করতে করতে তরকারি হাঁটিতে পৌঁছাইলেন। হঠাৎ দেখেন সামনে ওয়াই। ওয়াই তাকে দেখে আবার আগ্রহ নিয়া আগায়া আসলো। বললো, এক্সকিউজ মি, আপনাকে একটা প্রশ্ন করি। এক্স একটু চোখ কুচকে বললেন, বলুন? ওয়াই জিগাইলেন ভাই, আপনি কি জাপানি? এক্স বললেন, আপনাকে তো বললামই ভাই, আমি জাপানি না।
যাই হোক এক্স বাজার করে রিকশা ঠিক করলেন। রিকশায় উঠেছেন এমন সময় ওয়াই দৌড়াতে দৌড়াতে গিয়া হাজির। বললো, ভাই থামেন। ভাই থামেন। এক্স থামলেন। বললেন, বলুন। ওয়াই বললো, ভাই আপনি কি জাপানি? প্রশ্ন শুনে এক্স রেগে গিয়ে ওয়াইকে ধাক্কা দিয়া রিকশাঅলাকে যাইতে কইলেন। কিন্তু ধাক্কা খেয়ে ওয়াই রাস্তায় পইড়া গেছে। তার পড়া দেইখা, লোকজন এক্স, ওয়াই ও রিকশাকে ঘিরে ধরলো। পাবলিক অতি উৎসাহী। কইলো, ভাই কী হইছে? ওনারে ধাক্কা দিলেন ক্যা? ওয়াই ধাক্কা খাওয়া অবস্থায় শুয়া শুয়া প্রশ্ন বললো, ভাই ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে।
পাবলিক বলে, প্রশ্ন আছে, আপনি উত্তর দিয়া যান। ধাক্কা মারেন ক্যা? করেন ভাই করেন, আপনার প্রশ্ন করেন।
পাবলিকের উৎসাহে এক্স অনিচ্ছা সত্ত্বেও কয়, হ প্রশ্ন করেন।
ওয়াই বলে ভাই, আপনি কি জাপানি?
এক্স বলে, হ ব্যাটা, আমি জাপানি।
ওয়াই শুয়া শুয়া বিস্ময়ের সুরে কয়, হায় হায়রে! আপনারে একদম জাপানির মতো লাগে না।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ১৪৭ টি মন্তব্য
* ৯৭১ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28813562 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৩
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: ভাই আপনার তথ্যে একটু ভুল আছে। আমি আপনাকে সুবিধাবাদী বলেছি, রাজাকার বলি নাই।

তবে রাজাকারদের অনেক ভাল গুণগুলোর একটি হচ্ছে সঠিক সময়ে সঠিক সুবিধার ব্যবহার করা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: ফালতু কথা রাইখা ফুটেন।
মুছে ফেলুন


২. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৩
comment by: মাহবুব সুমন বলেছেন: মামো আপনার ১ টা পোস্ট আমার পছন্দের লিংকে আছে ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: সরায়ে দিয়েন। নইলে কবে আবার কী হয়া যায়।
মুছে ফেলুন


৩. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: এই ক্ষেত্রে যা আশংকা করেছিলাম তাই সত্যি প্রমাণিত হলো। হলদে ডানা তার শক্তি বাড়াইতে পুরোপুরি সফল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: আপনাকে আবারও ফুটার অনুরোধ রাখছি।
মুছে ফেলুন


৪. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: কৌশিক বলেছেন: হাহাহাহা - অবস্থাটা বেশ মজার। রিসেন্টলি আমি ইভালুয়েশনের মধ্যে দিয়ে দিনগুজরান করছেন। শীঘ্রই রাজাকারমোফসিস লিখবো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: sei.
মুছে ফেলুন


৫. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৭
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: ফুটেনটা কী ভাই জাপানী ভাষা?

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: ফুটেন মানে হইলো, আপনে সসম্মানে চইলা যান।
মুছে ফেলুন


৬. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: মাহবুব মোর্শেদ আমার লিংকে আছে .......
আমিও চেইনে আটকা , আর আমার লিংকে আছে আরও ১৪ জন , তাদেরও খবর আছে
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: এই ফালতুগুলা যে কোত্থেকে আইসা মুক্তিযোদ্ধা সাজছে, কে জানে?
মুছে ফেলুন


৭. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৪
comment by: বিবর্তনবাদী বলেছেন: অবশেষে কি দাড়াইল??

কেউ কি কইবেন আমি নিজে জাপানি কিনা??
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: হা হা হা।
মুছে ফেলুন


৮. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৪
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আপনার অনেক ধৈর্য্য। এখনও বলার অধিকারটা কাইড়া নেন নাই। অন্য কোন সুশীল হলে এতোক্ষণে ব্লকড করে রিপোর্ট করতো। আপনি নিঃসন্দেহে সুশীলের চাইতে বড় কিছু।

খাওজ্জানের ব্যারামটা আমার পুরনো। সসন্মানে বিদায় নেয়ার অভ্যাস তেমন নাই। এর চাইতে ব্লকড কইরা দেন।

আপনারে একটা প্লাস দিয়া বিদায় হইলাম। আশা করি ব্লকড পূর্ববর্তী এটাই আপনার পোস্টে আমার শেষ কমেন্ট।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: আপনের দাদাগো জিগাইয়েন আমার ধৈর্য কত।
আপনারে সামলাইতে আমার ব্লক করা লাগে না।
মুছে ফেলুন


৯. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৫
comment by: মাহবুব সুমন বলেছেন: মাঝে মাঝে মনে হয়....... বংগবন্ধু আজ বেঁচে থাকলে প্লে স্টেশন ৩ তে যুদ্ধ যুদ্ধে খেলে নিজেকে হিরো ভাবা বীরপুংগবরা উনাকেও রাজাকার উপাধী দিয়ে দিত। কেনো উনি ওআইসিতে জয়েন করলেন, কেনো উনি ভুট্টোর সাথে মোলাকাত করলেন, কেনো উনি টুপি মাথায় ছবি তুল্লেন ;) ইত্যাদি ইত্যাদি।
------------------
লিংক সরাবো না, কে কি বল্ল সেইটা নিয়া মাথা ঘমাই না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ, মাহবুব সুমন। অনেক ধন্যবাদ।
মুছে ফেলুন


১০. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৬
comment by: নির্বাক সুশীল বলেছেন:
হেহে ঠিকাসে।

আমি আপনারে লাইক্করিনা। কৌশিকরেও না।
কিন্তুক কেউই রাজাকারও না, সুবিধাবাদীও না।
দুইজনেই বহুত গ্যানী লুক।
আমি ছাট্টিফিকেট দিলাম।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: সার্টিফিকেট ছাপায়া পাঠায়া দিয়েন। সিগনেচার সহ।
মুছে ফেলুন


১১. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৬
comment by: বিবর্তনবাদী বলেছেন: বাই দ্যা বাই, আমার লিংকে কিছু প্রিয়/দরকারী/যাদের ব্লগে মাঝে মাঝে ঢু দেই, ব্লগারদের নাম আছে???

আমার কি উচিত নিজ দায়িত্বে তাহাদের ব্লগিং জীবন শুদ্ধ রাখবার জন্য লিংক থেকে সরায়া দেওয়া।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: ভার্চুয়াল মুক্তিযোদ্ধাদের হাত থেকে রক্ষা পাইতে হইলে ওদের অপছন্দের সবাইরে মরতে হবে।
মুছে ফেলুন


১২. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৭
comment by: ব্রাইট বলেছেন: আপনাকে উত্তম ঝাঝা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


১৩. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:২০
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আমি জানি আপনি একজন হাতি। আমার মতো ১৫ বিলিয়ন পিপিলিকারে সামলাইতে আপনার বেগ পাওয়ার কথা না।

তারপরেও ফুটুন শব্দটা-- আপনার দাবী এবং আমার জানার মধ্যে কেমন জানি ফারাক সৃষ্টি করলো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: আপনের জানারে আমি যদি এখনও আমল দেই তাইলে তো হয়েই গেল।
আমার দাবিটা কী, বলেন শুনি।
মুছে ফেলুন


১৪. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৩
comment by: তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: এখন সবাই মুক্তিযোদ্ধা সাজতে চায়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: আর অন্যদের রাজাকার বানাইতে চায়।
মুছে ফেলুন


১৫. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৪
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: লেখক বলেছেন: আপনের দাদাগো জিগাইয়েন আমার ধৈর্য কত।
আপনারে সামলাইতে আমার ব্লক করা লাগে না।


এটাই ছিলো আপনার দাবী।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: ও।
তো আপনার কি ধারণা? আপনেরে আমার ব্লক করতেই হবে?
মুছে ফেলুন


১৬. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৫
comment by: নির্বাক সুশীল বলেছেন:
ছাগুরা গ্যালারিতে বইসা খেলা দেখতেসে, আর আপনার এই পোস্টে আইসা কমেন্ট দিতাসে আনকোড়া নিকে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: তাই নাকি?
আপনে কী করতেছেন?
মুছে ফেলুন


১৭. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আমি শুধু বলছি, আপনি বলতেছেন আমাকে সামলাইতে আপনার ব্লক করার প্রয়োজন নেই। আবার বলতেছেন আপনি 'ফুটুন' (আপনার ভাষায়)। দুটো বক্তব্য কী কন্ট্রডিক্টরী নয়?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: এখন দেখি রুচির দোকান খুইলা বসছেন। আপনেরে ফুটুন বলবো না তো ফুটে উঠুন বলবো নাকি?
মুছে ফেলুন


১৮. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: গ্রাউন্ড ফ্লোর বলেছেন: যেই ব্যটায় পেজগীটা বাদাইলো হেয় পোস্ট সরায়া দিয়া মজা দেকতাচে..........
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: পেজগিটা কোন 'ব্যাটায়' বাঁধাইছে বইলা আপনার ধারণা?
আমার তো ধারণা নেমেসিস আর ফরহাদ উদ্দিন স্বপন বাঁধাইলো।
এ বিষয়ে আপনের কী মত?
মুছে ফেলুন


১৯. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: লুলুপাগলা বলেছেন: ব্লগ এর অবস্থা দেইখা কখনো মনে চায় মুক্তিযোদ্ধা হই, আবার কখনো মনে চায় রাজাকার হই, কখনো কখনো সুবিধাবাদী সুশীল সমাজ হই কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারিনা তাই চিন্তায় মাথা আবার খারাপ হইয়া যাইতেছে। ভাই আপনে জ্ঞানী লোক আছেন, একটা পরামর্শ দিয়া এই অবস্থা থাইকা আমারে উদ্ধার করবেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: সমস্যা হইলো, এইখানে যারা রাজাকার তারা তো রাজাকার না। আবার যারা মুক্তিযোদ্ধা তারাও মুক্তিযোদ্ধা না। আবার যারা সুশীল তারাও সুশীল না। অবশ্য সুশীল কেউ নিজেরে কখনো কয় নাই।
যার যার সুবিধা অনুযায়ী একটা দলে ভিড়ে যাইতেছে। পার্টি কইরা টিকে থাকার সংগ্রাম। আপনের তো সেই চিন্তা নাই। পার্টি কইরা আপনেরে টিকতে হবে বইলা মনে হয় না। সো পাগলা আছেন পাগলাই থাকেন। পাগলা থাকাটাই সব চাইতে ভাল।
মুছে ফেলুন


২০. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: গ্রাউন্ড ফ্লোর বলেছেন: আচ্ছা ধরে নিলুম যে নেমেসিস আর ফরহাদ উদ্দিন স্বপন পেজগী বাদাইসে। একন হইলদা মিয়া যদি পোস্ট না দিতো তাহোলে কি আপ্নি এত বড় একটা পোস্টের অবতারণা কোরতেন? হইলদা মিয়া পোস্ট খানা দিয়া আপ্নেদের সাথে যারা একটু বেশি আবেগপ্রবন তাদের মাঝে বিভেদ তৈরি কোর্ছে। সহজ ডিভাইড এন্ড রুল পলিসি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: জিনিশ এখানে দুইটা। ঢিল ও পাটকেল।
আপনে আন্ধা। আপনে ঢিল আলোচনা তুইলা রাইখা পাটকেল আলোচনা করতেছেন।

নিলুম কথাটা পছন্দ হইলো।
মুছে ফেলুন


২১. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৯
comment by: ইউনুস খান বলেছেন: মিস্টার এক্স বাজারে গেছেন। হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তারে দেইখা আগায়া আসলো। বললো, এক্সকিউজ মি, ভাই একটা প্রশ্ন আছিল। মিস্টার এক্স বললেন, বলুন। ধরা যাক অপরিচিত ব্যক্তির নাম ওয়াই। ওয়াই বললেন, ভাই আপনি কি জাপানি? এক্স উত্তর দিলেন, না ভাই আমি জাপানি না।
মি.এক্স বাজার করতে করতে তরকারি হাঁটিতে পৌঁছাইলেন। হঠাৎ দেখেন সামনে ওয়াই। ওয়াই তাকে দেখে আবার আগ্রহ নিয়া আগায়া আসলো। বললো, এক্সকিউজ মি, আপনাকে একটা প্রশ্ন করি। এক্স একটু চোখ কুচকে বললেন, বলুন? ওয়াই জিগাইলেন ভাই, আপনি কি জাপানি? এক্স বললেন, আপনাকে তো বললামই ভাই, আমি জাপানি না।
যাই হোক এক্স বাজার করে রিকশা ঠিক করলেন। রিকশায় উঠেছেন এমন সময় ওয়াই দৌড়াতে দৌড়াতে গিয়া হাজির। বললো, ভাই থামেন। ভাই থামেন। এক্স থামলেন। বললেন, বলুন। ওয়াই বললো, ভাই আপনি কি জাপানি? প্রশ্ন শুনে এক্স রেগে গিয়ে ওয়াইকে ধাক্কা দিয়া রিকশাঅলাকে যাইতে কইলেন। কিন্তু ধাক্কা খেয়ে ওয়াই রাস্তায় পইড়া গেছে। তার পড়া দেইখা, লোকজন এক্স, ওয়াই ও রিকশাকে ঘিরে ধরলো। পাবলিক অতি উৎসাহী। কইলো, ভাই কী হইছে? ওনারে ধাক্কা দিলেন ক্যা? ওয়াই ধাক্কা খাওয়া অবস্থায় শুয়া শুয়া প্রশ্ন বললো, ভাই ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে।
পাবলিক বলে, প্রশ্ন আছে, আপনি উত্তর দিয়া যান। ধাক্কা মারেন ক্যা? করেন ভাই করেন, আপনার প্রশ্ন করেন।
পাবলিকের উৎসাহে এক্স অনিচ্ছা সত্ত্বেও কয়, হ প্রশ্ন করেন।
ওয়াই বলে ভাই, আপনি কি জাপানি?
এক্স বলে, হ ব্যাটা, আমি জাপানি।
ওয়াই শুয়া শুয়া বিস্ময়ের সুরে কয়, হায় হায়রে! আপনারে একদম জাপানির মতো লাগে না

মারাত্নক জোকস।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: এইটা কিন্তু আমি বানাই নাই। হাওয়া থেকে পাওয়া।
তথাপি ধন্যবাদ।
মুছে ফেলুন


২২. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩৬
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: সব কিসু বাদ দিয়া খালি জোকস টা পরলাম... কঠিন মজা পাইসি ...
খিক খিক খিক খিক
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


২৩. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: আরিফুর রহমান বলেছেন: ধুত্তোর! বাঙালী কোনদিন এক হৈতে পারবো না!

ঐ হইলদা গু ঐদিকে মধু'র ফোঁটা'র ফলাফল কাইজা দেকতেছে দাঁতা বাইর কৈরা!!

ঐ পাবলিক, থামবেন? পিলিজ!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: বাঙালিরে এক করার জন্য আপনার মহানব্রত সফল হউক।
বাঙালি এক হওয়া মানে কী?
যাকে ইচ্ছা রাজাকার খেতাব দেওয়া?
মুছে ফেলুন


২৪. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৭
comment by: গ্রাউন্ড ফ্লোর বলেছেন: আমি খুবই হতাশ হলুম আপ্নার মেধার এরূপ অপব্যবহার দেখে।
কারণ আপ্নি যেটাকে ঢিল বলছেন সেই জিনিসটাকে এক্টু মডারেশন করে দেখলে কিন্তু ব্যাক্তিগত ভাবে নেওয়ার প্রোশ্নো আসে না। এদিকে হইলদা যদি পোস্ট না দিতো আপ্নি কিন্তু ভুল করে ঐটা দেখতেও যেতেন না। এবং এক সময় জিনিসটা কারো মনেও থাকতো না। এখন প্রোশ্নো হলো যে ঢিলটা কে মারলো?
এদিকে আমি যতদুর জানি কোন এক বিতর্কিত ব্লগারের ব্যান বা ঐ জাতীয় ইস্যুতে আপ্নার সম্পর্কে এক্টা সন্দেহ উদ্রেক হয়। সেজন্যই আপ্নাকে সুবিধাবাদী বলা হয়েছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: নেমেসিস হলদে ডানার লিঙ্কে আমার নাম দেইখা খেপলো, আমারে রাজাকার উপাধি দিল। তারপর ফরহাদ সেইটাকে জায়েজ করার উদ্যোগ নিলো এইগুলারে আপনার ঢিল মনে হইতেছে না?
একবার এক গাধা ঝর্ণার ধারে পানি খাইতেছিল। গাধা ছিল ভাটিতে। উজানে ছিল এক সিংহ। সিংহ গাধারে দেইখা কয়, ওই ব্যাটা তোর সাহস তো কম নয়। আমার পানি ঘোলা করিস। গাধা কয়, মহারাজ আমি তো ভাটিতে। পানি তো আপনার দিক থেকেই আসতেছে। সিংহ কয়, ছোট মুখে বড় কথা। দাঁড়া দেখাচ্ছি মজা।
এই নীতিগল্পের শিক্ষা হইলো, খলের ছলের অভাব হয় না।

কোন ব্লগারের ব্যান? কিসের সুবিধাবাদী?
আপনে নতুন নাকি? বেশ।
আমার এক ভূতপূর্ব ইয়ারমেট একবার আমারে চ্যালেঞ্জ দিছিলো, সে আমার লেখা থেইকা রাজাকারি বাইর করবে। আমি বলছিলাম তোরে সাতদিন সময় দিলাম। সে সেই যে গেছে আর আসে নাই।
আপনে আমার পোস্টগুলা দেখেন। আপনেরে ১৪ দিন সময় দিলাম। আমার সুবিধাবাদীতা দেখান। আপনার যতদূর জানা দিয়া আমার কাম কী?
মুছে ফেলুন


২৫. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
comment by: আরিফুর রহমান বলেছেন: না, মা মো..

বাঙালী এক হওয়া মানে এই হইলদা ডানা টাইপের চিজ গুলার বিরূদ্ধে এক হওয়ার কথা বলতেছি!

অরা একটা বর্ডারের ঐ সাইডের জিনিস। বর্ডারের এই সাইডে আমগো নিজেদের মধ্যে খোঁচাখুচি অগোরেই শক্তি দেয়!

অগোরে কোন ভাবেই সাপোর্ট দিলে এরা লকলকাইয়া বাইড়া ওঠে.. ঝাড়ে বংশে নিপাত করি নাই তাগোরে টাইম মতো.. এখন কাহিনি একটু কঠিন হইছে.. কিন্তু এইসব ইন্টারনাল ব্যাফারে তারা আবারো...


তবে ইন্ধনটা কিন্তুক অরাই দেয়.... খৈয়াল কৈরা দেখেন, কেমনে আজকে 'বেইল নাই কদবেল'র ফালতু আলাপরে সুত্র ধৈরা হইলদা ডানা যেই ইন্ধনটা যোগাইলো... নিজেগো মাঝে ক্রমাগত খোঁচাখুচিরে সে ব্যাভার করলো না আসলে?

বুঝছেনই তো!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: বুঝলাম। কিন্তু নেমেসিস আর ফরহাদ আইসা তাদের কথার যথার্থ ব্যাখ্যা দেয় না ক্যান? আর স্যরি কয় না ক্যান?
নাকি ওরা আমাদের কিনে নিছে। যখন খুশী তকমা দিবে!
মুছে ফেলুন


২৬. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আমি ব্লগে বসে মুক্তিযোদ্ধা ব্যানার টানানোতে বিশ্বাসী। কাজ সহজ, ঝামেলাও কম। রাজাকারদের কয়েকটা গালি দিলেই দেশপ্রেমিক হয়ে যাওয়া যায়।

দেশপ্রেমিক হওয়া অনেক সহজ!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: এ বিষয়ে আমার একটা পোস্ট আছে। ভার্চুয়াল মুক্তিযোদ্ধারা ওইটা পইড়া মুক্তিযোদ্ধা সাজে। এবং যুদ্ধসুখ অনুভব করে।
Click This Link
মুছে ফেলুন


২৭. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
comment by: নির্বাক সুশীল বলেছেন:
কোন শালায় আপনারে রাজাকার কইসে কন দেখি।
নাম কন।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: আপনে ফুইটা উঠেন।
মুছে ফেলুন


২৮. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
comment by: নির্বাক সুশীল বলেছেন: বালের এক ক্যাঁচাল আর সহ্য হইতেসেনা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: সেভ কইরা ফালান।
মুছে ফেলুন


২৯. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
comment by: অধ্যাপক বলেছেন: রাজাকারের চাইতে রাজাকারের পৃষ্ঠপোষক বেশি খারাপ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: অধ্যাপকের চাইতে ভণ্ড অধ্যাপক ভাল।
আপনে রাজাকারের পৃষ্ঠপোষক ভণ্ড অধ্যাপক।
মুছে ফেলুন


৩০. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
comment by: আরিফুর রহমান বলেছেন: এমনে কৈরা শক্ত কৈরা দাবি করলে তো ইগোতে লাগে!


আপনে আমগো লগে রাজাকারগুলারে সাইজ করায় যোগ দিতে পারেন.. নিদেন পক্ষে নীরব থাকতে পারেন।

সময়েই যার যার অবস্থান পরিষ্কার হবে।

বাকস্বাধীনতা তাগোর জন্যেই প্রযোজ্য যারা এইটার মূল্য বোঝে।

ক্রিমিনালগো আবার বাকস্বাধীনতা কিসের?

আমগো একটা দুর্বলতা ধর্ম, এর পিছনে লুকাইয়া থাকা ক্রিমিনালরে ধর্ম থাইকা আলাদা করার কাজটা এতো সোজা না।

আমরা রত আছি..

কিন্তু, কেউ যদি তাগোরে ফুটা পয়সার বেইল ও দেয়... লগে লগে এরা সিমেন্টের মতো জইমা বসে!


অন্যায় যে সহে... তারে আপনি কিভাবে দেখবেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: কথা হইতেছে ওরা স্যরি কইবে কি কইবে না। পরে অন্য আলোচনা করি।
মুছে ফেলুন


৩১. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
comment by: নির্বাক সুশীল বলেছেন:

আপনের পুরান অভ্যাস আর গেলোনা।
আইজকা দুই বছর থাইকা তো আর কম দেখলাম না।
লাইমলাইটে থাকতে পছন্দ করেন। ব্লগের কারো পোস্টে কমেন্ট করাকরি নাই।

ব্লগে আসেন, নিজের পোস্টে কমেন্ট কইরা কমেন্টের লিস্টে তুইলা দিয়া দেখেন, কেউ গুতায় কি না। লোকজন কেউ কমেন্ট না করলে তখন কান্নাকাটি করেন।


আইকিউ কম আবাল ছাগলগুলারে তাড়ায়া যখন ম্যাঙ্গো পাব্লিক ফ্রন্ট পেজ পরিষ্কার রাখে, তখন শেষ মুহূর্তে আইসা, নাপিত টাইপের পোস্ট দিয়া বিতর্কের মাঝখানে ঢুইকা পড়েন।

অন্যরে বলা কথা নিজের গায়ে তুইলা ফোকাস নিজের দিকে নিতে চান।
লোক আপনারে সুবিধাবাদী কইবো না তো, আইজুদ্দিনরে কইবো নাকি?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: বাপ রে। আপনে তো দেখি বহুত দেখছেন। কী অভিজ্ঞতা! আর কী প্রতিভা আপনার। আহা। আমার ব্লগে কিছু পদধূলি দিয়া যান।
আমার পোস্টগুলাতে তাইলে আমিই কমেন্ট করি। বেশ।
যুদ্ধসুখে কাতর হয়া আছেন দেখছি।
আচ্ছা এই আইজুদ্দিন কে বলেন তো?
আপনেই আইজুদ্দিন নিকি?
মুছে ফেলুন


৩২. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: নির্বাক সুশীল বলেছেন: লেখক বলেছেন: আপনে ফুইটা উঠেন।


ফুইটা উঠলাম।
নাপিত যখন নাপিতের ব্যবসা ছাইড়া হাজাম হৈতে চায়, তখন বুঝতে হৈবো,
ডাল মে কুছ কালা হ্যায়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: নির্বাক সুশীলই তাইলে আইজুদ্দিন?
বেশ। আইজুদ্দিনের জনপ্রিয়তা এত কইমা গেছে?
মুছে ফেলুন


৩৩. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
comment by: সোমেশ্বর অলি বলেছেন: স্বাধীনতার পর আমি মুক্তিযোদ্ধা সাজলেও নেমেসিস ও ফরহাদ উদ্দিন স্বপন এখনও রাজাকারই আছে।


জোকসাটা জানা ছিল...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: হ।
পুরানা জোক। এখনও ধইরা রক্ত খায়।
মুছে ফেলুন


৩৪. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
comment by: আরিফুর রহমান বলেছেন: হুমমম... একবার বললাম তো.. এরম শক্ত কৈরা বললে তো ইগোতে লাগে... অনেকটা কাউরে নিজের সামনে নীল ডাউন করতে বাধ্য করার মতো।

আপনে নিজেও জানেন 'সরি' কারো কাছ থাইকা জোর কইরা আদায় করন যায় না.. যদি সে সত্যি সরি ফীল করে... অবশ্যই বলবে।

কিন্তু তাদের সেই ফিলিংস কি এইভাবে দাবি করলে আসবে? মনে হয় না।


কিন্তু যা বললাম... যাগোরে পিটায়া শোয়ায় ফেলা হয় তাদের ক্রাইমের জন্যে, আপনের সামন্য তুলুতুলু টাইপের কথাতেই আবার সোজা উইঠা বসতে চায় ঐগুলা...

এই তুলুতুলটা যদি না বলতেন, তাইলে কিন্তু বাঙালী এক থাকতে পারতো!

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: আমার কথায় তাইলে ওরা উঠে দাঁড়াইবে।
আমি তাইলে বাঙালিরে এক রাখতে পারি।
নোবেল কমিটি কই। হেরা আমারে নোবেল পুরস্কারে ভূষিত করতে দেরি করতেছে কেন?
আরিফ ভাই,
আপনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বাঙালি জাতিরে ঐক্যবদ্ধ রাখার জন্য এখন আমি রাজাকার খেতার নিয়াও চুপচাপ থাকতে রাজি আছি।
মুছে ফেলুন


৩৫. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: নির্বাক সুশীল বলেছেন:
ফুটতে কইলা বাল, তাই ফুটলাম।
একজনরে ফুটতে কইয়া তারে আবার কিছু জিগাইয়োনা।

আইজুদ্দিনরে পুছি না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: যাও তাইলে। বাই বাই। ভাল থাইকো।
মুছে ফেলুন


৩৬. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
comment by: আরিফুর রহমান বলেছেন: তাইলে রাজাকার ক্রিমিনালগুলা আপনের হিসাবে বাঙালীত্বের অংশ।

আইদার আপনে আমার কথা টুইস্ট করলেন, অথবা বুজেনই নাই!

যাউক!

ধন্যবাদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: আপনের কথা বুঝার মতো প্রতিভা আমার নাই। সত্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হইলো এইবার আপনেই আমার কথা বুঝেন নাই।
১. নেমেসিস আর ফরহাদ আমারে রাজাকার কইলো।
২. আমি যেহেতু বাঙালিরে এক রাখতে চাই।
৩. আমার উচিত সেইটার প্রতিবাদ না কইরা রাজাকার খেতার নিয়ার চুপ থাকা।
৪. কারণ আমি প্রতিবাদ করলে বাঙালিদের ঐক্য ভাইঙ্গা যাবে।
এইটাই তো আপনে কইতে চাইতেছিলেন?

সহজে বুঝার জন্য পয়েন্ট কইরা দিলাম। আপনার মতো লোককে একবার অন্তত পয়েন্ট করে বুঝানোর সুযোগ পাওয়া গেল।
মুছে ফেলুন


৩৭. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
comment by: দ্যা গ্রীম রিপার বলেছেন: মামো কি হইসে>? সব ঠিক ঠাক

তুমারে রাজাকার কওন ভুল হইষএ

তুমি ড়াজাকার

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: ফুটে যাও।
তুমি যে শান্তিবাহিনীতে চা সাপ্লাই দিতা এইটা তো দৈনিক সংগ্রামেই ছাপা হইছিল।
মুছে ফেলুন


২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: দ্যা গ্রীম রিপার। হ্যাঁ। এই নামটাই তো ছিল। নাম চেঞ্জ কইরাও নিলা না?
মুছে ফেলুন


৩৮. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
comment by: ক্যামেরাম্যান বলেছেন:
বিচার মানি তয় তালগাছটা কইলাম আমার :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


৩৯. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
comment by: দ্যা গ্রীম রিপার বলেছেন: মামো কি সুশীল থেকে চা বিক্কিরি শুরু করলা

কথাট কথায় সব ফুটাইতেসো কেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: হ। চা বেচতে শুরু করছি।
খাইবা?
তোমার পোস্ট ভাল হইছে।
মুছে ফেলুন


৪০. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
comment by: আরিফুর রহমান বলেছেন: আপনেরে একটু ঘুরায়া বলতে চাইতেছিলাম এইটাই, যে কেন তারা আপনেরে অরিজিনালি এইগুলা বলতেছিলো...

আপনি একটু ব্যাকট্রাক কইরা দেখেন না!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: অরিজিনালি কেন বলতেছিল?
আপনার কাছ থিকা শুনি একটু।
মুছে ফেলুন


৪১. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: আরিফুর রহমান বলেছেন: হিস্টোরিতো আর আইজকা শুরু হয় নাই নাকি?

তবে হিস্টোরি বদলানো না গেলেও ফিউচার কিন্তুক বদলানো যায়...

যার যার ইগো নিয়া বৈসা থাকলে বাঙালী কোনদিনও এক হইতে পারবে না!

এইটাই হতাশা!

বড় শত্রুরে আমরা দেইখাও নিজেরা খুচাখুচি করতেছি!

এইটাই দুঃখ!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: ভাল বলছেন।
সহমত।
মুছে ফেলুন


৪২. ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:১৫
comment by: ফারহান দাউদ বলেছেন: হ,ঘটনা হইলো ইয়াহিয়া কইলো বঙ্গবন্ধু আমার লগে বইসা স্বাধীনতার দাবীতে মিটিং করসিল আর আমার কাসে সেইটার নথিপত্র আসে,কাজেই উনিও রাজাকার,নাকি? যেহেতু জামাতি রাজাকার দানার লিংকে মাহবুব মোরশেদ আছেন কাজেই উনিও রাজাকার,ঘটনা তো ঐরকমই দাঁড়ায়,আর সেইটার প্রতিবাদ না করলেই বাঙ্গালির ঐক্য বজায় থাকে,নাকি? শালার সাধে আমাগো পিসে রাজাকার আর বিদেশিরা রেগুলার বাঁশ ঢুকাইতে পারে?
ভাল কথা,আমার লিংকে মাহবুব মোরশেদ আছেন,লগে ব্লগের অনেক ভাল লেখকও আছেন,আমি অধমও কারো কারো লিংকে আছি,কাজেই ব্লগে রাজাকারের সংখ্যা খুবই বেশি,সবাইরে দৌড়ানি দেয়া হোক।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন: হ। সবাইরে দৌড়ানি দেওয়া হউক।
আওফাওরা দাপায়ে বেড়াউক।
ফালতু লেখকদের রাজ কায়েম হউক।
মুছে ফেলুন


৪৩. ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:১৭
comment by: আফরোজা সোমা বলেছেন: মাহাবুব ভাই ,
জোকস্টা পড়ে একাএকাই যা হাসলাম না................ওফ!
ধন্যবাদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ রাত ৮:২৮

লেখক বলেছেন: হাসুন। হাসলে আয়ু বাড়ে।
রিডার্স ডাইজেস্টে কইছে।

আপনাকেও ধন্যবাদ।
মুছে ফেলুন


৪৪. ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:২৮
comment by: দূরন্ত বলেছেন: হুমম...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ রাত ৮:২৯

লেখক বলেছেন: চিন্তা করেন, কাহিনীটা!
মুছে ফেলুন


৪৫. ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:৩৯
comment by: েমঘপুত্র বলেছেন: বস আমার ব্লগটা দ্যাখে আসবেন একবার। কেমন আছেন?
অপূর্ব সোহাগ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: অবশ্যই। অপূর্ব সোহাগের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
মুছে ফেলুন


৪৬. ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:৫৪
comment by: আরিফুর রহমান বলেছেন: আচ্ছা, একটা সহজ কোশ্চেন জিগাই আমার প্রথমদিকের একটা কমেন্ট কপি পেস্ট কৈরা....

"অরা(রাজাকারেরা) একটা বর্ডারের ঐ সাইডের জিনিস। বর্ডারের এই সাইডে আমগো(যারা রাজাকার না) নিজেদের মধ্যে খোঁচাখুচি অগোরেই শক্তি দেয়!


কোশ্চেন টা হইলো... আপনি কি রাজাকারদের সমর্থন করেন, নাকি করেন না?

দয়া করে সহজে সংক্ষেপে উত্তর দিলে ভালো হৈতো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: খাইছে।

আপনেরা রাজাকার বলতে কী বুঝেন এইটাই আমার বুঝে আসলো না।
আমি যদি রাজাকার হই, তাইলে তো কথা নিজের থেকে শুরু করা লাগে। ব্লগের বহু মানুষরে এই শব্দটা দিয়া ভিক্টিমাইজ করা হইছে।
ফলে, শব্দটা অন্তত ব্লগে একাত্তরের ঘৃণিত বাহিনীকে মিন করা একটা শব্দ হিসাবে থাকে নাই। এইটা এইখানে মানুষকে ভিক্টিমাইজ করার হাতিয়ার। ভার্চুয়াল মুক্তিযোদ্ধা আর ভার্চুয়াল গুণ্ডারা এই শব্দটা অহরহ ব্যবহার কইরা দল পাকাইতে চায়।
ফলে, সহজ প্রশ্ন হইলো, রাজাকার বলতে আপনারা কাদের মিন করেন সেইটা পরিষ্কার করা। আপনারা আমারে রাজাকার কইয়া জিগাইবেন আমি রাজাকারদের সমর্থন করি কি না? হাসির কথা।
একাত্তরের রাজাকারদের আমি সমর্থন করি না।
কিন্তু এই মুহূর্তে, ব্লগের ভণ্ড মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলাটা জরুরি হয়ে দাঁড়াইছে।
এরা এইখানে মুক্তিযুদ্ধের নামে যা করতেছে তা মুক্তিযুদ্ধের অবমাননাই। বলাবহুল্য এরা কেউ একাত্তরের মুক্তিযোদ্ধা না। অধিকাংশই আওয়ামী লীগার বা দলটির অনুচর। এইখানে এরা যুদ্ধব্যবসা ছাড়া আর কিছুই করতে চায় না। ব্লগ অস্থিতিশীল করে ফায়দা লোটার জন্য এরা সবসময় প্রস্তুত থাকে।
ফলে, আপনাকে এদের খপ্পর থেকে বেরিয়ে আসার অনুরোধ করছি।
মুছে ফেলুন


৪৭. ২৫ শে জুন, ২০০৮ রাত ৯:২৩
comment by: আরিফুর রহমান বলেছেন: হুমম.. প্রথম কথা আপনাকে আমি একবারও রাজাকার বলি নাই।

তবে ব্লগে যারা রাজাকার বা তৎপন্থী তাদের কার্যকলাপ আমি খুব কাছ থেকেই দেখেছি।

দেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যারা এই রাজাকারদের পেটানোর এরাদা পোষন করে আমি তাদের সাথে থাকবো।

এই পেটোয়া গ্রুপের হঠাৎ হঠাৎ মারদাঙ্গা রূপ দেখে সাধারন জনগন হয়তো ভিরমি খায়, যদিও তারা জানে না, যে একটা পরিচ্ছন্ন (ওরফে ছাগুমুক্ত) পরিবেশ 'সাধারন' ব্লগারদের উপহার দেবার লক্ষ্যেই মাঝে সাঝে এই স্ট্যামপিড শুরু করতে হয়।

এই লক্ষ্যে আমিও তাদের যথাসম্ভব সহায়তা করে থাকি।


এখন, আপনি যদি একাত্তরের রাজাকারদেরই একমাত্র রাজাকার বলে মনে করেন তাহলে আমার মনে স্বভাবতঃ প্রশ্ন জাগে যারা এখনো ঐ রাজাকারদের সমর্থন করে এবং গো আ কে 'মহান' নেতা বলে পোস্ট দেয় বা আমাদের মুক্তিযুদ্ধের দিকে আঙুল তোলার দুঃসাহসও করে তাদের ব্যাপারে আপনি এতো সফট কেন!

ওরা আগের হোক বা বর্তমানের, রাজাকার রাজাকারই.. 'ক্রিমিনাল' ।

ক্রিমিনালদের যারা সহায়তা করে তারা কেন করে সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে।

আপনি কি একটু পরিষ্কার করবেন কেন তাদের প্রতি আপনার এই সফট কর্নার?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: সফট কর্নার কই দেখলেন?
একটু আমারেও দেখান।
আমিও দেখি।

আপনে এইসব কইয়া গুণ্ডামী-পাণ্ডামী জায়েজ করতে চাইলে তো আমার সমর্থন পাইবেন না। আওয়ামী লীগ যদি রাজাকার তাড়ানো দল হইতো তাইলে তো কতদিন আগেই দেশ রাজাকার মুক্ত হইতো।
দলবাজি, আর ব্লগবাজি করার হাতিয়ার এরা সহজে ছাড়বে না।
প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় রাজাকারদের উত্তরসুরিদের হাতে চইলা গেল। আর আপনেরা ব্লগে আইসা এরে রাজাকার ওরে রাজাকার বইলা ব্লেইম গেম খেলতেছেন। কয়জন অরিজিনাল রাজাকারের অনুসারি ব্লগ থেকে ভাগছে?

আপনে আমারে রাজাকার বলেন নাই। কিন্তু আমারে যারা রাজাকার কইছে তাদের সায় দিছেন। তাদের লগে মৌজমাস্তি করছেন। ভাল তো। আমি তারপরও আপনার লগে শান্তিমতো কথা চালাইতেছি। কারণ মিনিমাম আলাপের সুযোগ থাকলে আমি আলাপ করতে চাই।

সফট কর্নার দিয়া শেষ করি।
আমার সব পোস্ট ও কমেন্ট থেকে আপনি আমার রাজাকারের প্রতি সফট কর্নার সম্বলিত কোনো বাক্য দেখান।
আপনের পথ আমার পথ না। ফলে, রাস্তাটা আলাদা। কিন্তু তাই বইলা আপনেরে আমি ভিক্টিমাইজ করবো, এইটা সুস্থ চর্চা না।
মুছে ফেলুন


৪৮. ২৫ শে জুন, ২০০৮ রাত ৯:৩২
comment by: শাহবাজ বলেছেন: একটা কথা বলি
ব্লগে সবাই জানে কে কি

আপনারে ঐসব বলসে যারা তাদেরেই ক্ষতি হইসে , এখন এ বিষয়টা দীর্ঘ করলে আপনারই ক্ষতি হবে । কারণ কু-তর্কের জবাব দিতে গেলে সেইটা লসটা পুরাই কু-তর্ককারী বিপক্ষজনের গায়ে আইসা পড়ে ।

কাজেই ব্যাপারটা ছাইড়া দেন ভাই
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫ শে জুন, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
মুছে ফেলুন


৪৯. ২৫ শে জুন, ২০০৮ রাত ৯:৩৮
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
ম্যালা জ্ঞানের পোস্ট। পোস্টদাতা ও কমেন্টকারীরা উভয়েই জ্ঞানের আধার।
আমি পালাই।

অফটপিক,
প্রথম আলো নাকি ব্লগ খুলবে বলছিলো। কে জানি বল্লো আপনি খবর জানেন। তাই জিগাই রাখলাম।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: আপনি তো দেখছি জ্ঞানের আঁধার।
যে কইছে আমি জানি তারে জিগান।
মুছে ফেলুন


৫০. ২৫ শে জুন, ২০০৮ রাত ৯:৪৩
comment by: কৌশিক বলেছেন: রেড আউট
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: মানে কী?
মুছে ফেলুন


৫১. ২৫ শে জুন, ২০০৮ রাত ৯:৪৯
comment by: আরিফুর রহমান বলেছেন: পথ এক নাও হইতে পারে, যখন ক্রস করে, আপনি কার সাথে ট্রাভেল করতেছেন সেইটা একটা গুরুত্বপূর্ন বিষয় বটে। আপনাকে লোকে সুশীল বলার পরেও কিন্তু আমি আপনার অবস্থানটা বুঝতে চাইছি!

এই ব্লগে রাজাকার পেটানো দলটি যে 'আওয়ামী' এইটা কি একটা প্রমানিত সত্য?

ব্লেইম গেম মানে কি কারো কাজে 'রাজাকারী' প্রমান হলে তাকে ঐ নামে ডাকা বোঝাচ্ছেন? ভিক্টিমাইজেন নামের জার্গনটাও একই অর্থে ব্যাবহৃত?

দেশে বর্তমানে রাজাকারদের কিছু করা যায় নাই এইটা ধ্রুব সত্য। কিন্তু সেই প্রসঙ্গ টাইনা আইনা আপনি কি তাদের দলে যোগ দিতে চাচ্ছেন? যদি চান, তখন আপনাকে সুবিধাবাদী বল্লে কি রাগ করবেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: আরিফুর রহমান দেখি আমারে কাইত কইরা ফালাইছেন।
লোকে আমাকে সুশীল বলার পরও যে আপনের মতো জ্ঞানী ব্যক্তি আমার লগে কথা বলতে আসছেন এইজন্য আমি আল্লার দরবারে শুকর গুজার করি।
ব্লগে কার রাজাকারি প্রমাণিত হইছে? বিরোধী যে কাউরে রাজাকার বইলা ঝাপানোর রাজনীতি ছাড়েন।
আপনে তো দেখি মহাজ্ঞানী। রাজাকারদের কিছু করা যায় না বইলা আমি তাদের দলে যোগ দিবো? বেশ, আমি যোগ দিলে আমারে সুবিধাবাদী কইতে চান। ভাল। কিন্তু আমি কখন যোগ দিলাম আর কখন যোগ দিবো কইলাম?
আপনারে কইলাম, ফাও পেচাল বাদ দিয়া আমি রাজাকারদের পক্ষে কথা কইছি এমন একটা প্রমাণ দেখান। আপনি কি চ্যালেঞ্জটা এড়ায়ে গেলেন?
আপনি এই যুক্তিবোধ নিয়া ব্লগিং করেন?
আমার সঙ্গে কথা বলতে না আইলে তো আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ অমর হয়া যাইতে দেখি। কত লোককে যে আমরা ফাও ফাও গুরুত্ব দেই।
মুছে ফেলুন


৫২. ২৫ শে জুন, ২০০৮ রাত ১০:০৩
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: আরিফুর রহমান এর ধৈর্যের প্রশংসা করতেছি।নস্টালজিক হয়ে পড়লাম।

অনেক আগে এক যুগ ছিলো, সেই যুগে একটি তিনকোনা প্রাণীর পিছনে অনেক রথী-মহারথী এইরকম সময় ব্যয় করতেন। সেই তিনকোণা প্রাণীটি এসে লাফালাফি করতো রবীন্দ্রনাথ কেনো চোর নয়, রাগইমন কেনো খারাপ .. এইসব নিয়ে। তাকে শান্ত করার জন্যে কতো জ্ঞানীগুণী মানুষের রাতের পর রাত ব্যয় হয়েছে। কোন কাজ হয় নি।

সেই সময় মনে পড়লো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: কত যুগ চইলা গেল। কিন্তু পাত্তা পাওয়ার সব চেষ্টায়ব্যর্থ হয়ে আরণ্যক যাযাবর এখনও থার্ড সন হয়ে ঘুরছে।
মুছে ফেলুন


৫৩. ২৫ শে জুন, ২০০৮ রাত ১১:২৯
comment by: ভোরের আলো বলেছেন: মাহবুব মোর্শেদরে প্লাচ!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


৫৪. ২৬ শে জুন, ২০০৮ সকাল ৯:২২
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আপনাকে কেউ রাজাকার বলে নাই। আপনি রাজাকার শব্দটা নিজের ঘারে নিয়া কমেন্ট বাড়ানোর চেষ্টা করতাছেন। আজকে আপনাকে সুবিধাবাদী বলাতে আপনের এতো কষ্ট, এতো প্রতিবাদ। কিন্তু রাজাকারের উত্তর পুরুষরা যখন দেশের ইতিহাস বিকৃত করে পোস্ট দেয়, গোলাম আযমের জীবনবৃত্তান্ত চালান করে, সাইদীর ওয়াজের লিংক সাপ্লাই দেয়, মুক্তিযুদ্ধকে মিথ বলে আখ্যা দেয় তখনতো কষ্ট পাননা। তখনতো প্রতিবাদ করেন না।

সাধারণ ব্লগাররা যখন প্রতিবাদ করে তখন সুশীল সাজেন। হয়! মোর দুর্ভাগা! সুশীলে সুশীলে ভরে গেল দেশ। তারপরেও একটা চুলও রাজাকারগো কাটা পড়লনা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: আপনাদের কষ্ট আর প্রতিবাদের ধরন দেইখা তখন লজ্জা পাই।
ভাবি, এইসব থার্ড সনদের জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল?
মুছে ফেলুন


৫৫. ২৬ শে জুন, ২০০৮ সকাল ৯:৩৩
comment by: েছাটন বলেছেন: স.ইন একটা অদ্ভুত জায়গা, কি বলেন ভ্রাতা? কেমন সব আকাইম্যা কথা বার্তা চলত্যাছে, না আছে কোন মাথা, না মুন্ডু.....

আমার ভালই লাগ্ত্যাছে।

চলুক
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: হ।
আমারও ভাল লাগে।
এনজয় করা যায়।
এইখানে না আসলে বুঝার উপায় নাই, আকাইম্মা কতাবার্তাও কত দরকারি।
মুছে ফেলুন


৫৬. ২৬ শে জুন, ২০০৮ সকাল ১০:৩১
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: জিলিপির প্যাচ ইমুন লাগসে ...
আগামাথা খুইজা পাইতেসি না ...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: পাইবেন। জিলাপির প্যাঁচ খুলতে হলে একদিন দিক থেকে খাওয়া শুরু করতে হয়।
মুছে ফেলুন


৫৭. ২৬ শে জুন, ২০০৮ সকাল ১১:৫২
comment by: েছাটন বলেছেন: ঠিক.....ঠিইইইইইক....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


৫৮. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১২:০১
comment by: অন্তীম বলেছেন: ব্রাইট বলেছেন: আপনাকে উত্তম ঝাঝা।

ধন্যবাদ মাহবুব ভাই চমৎকার পোস্টের জন্য
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: উত্তম ঝাঝার দরকার নাই। ধন্যবাদ দিলেই সই।
আপনাকেও ধন্যবাদ।
মুছে ফেলুন


৫৯. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১২:০৭
comment by: চন্দন বলেছেন: মাহবুব মোর্শেদ আমার প্রিয় ব্লগারদের একজন.. উনি সব সময় বির্তক এড়িয়ে চলেন।

আমি আবার অন্য টাইপ পাবলিক সাপকে সাপ বলি লাঠিকে লাঠি..

মোর্শেদ ভাইকে রাজাকার বলে চেতনা ব্যবসায়ীরা পরোক্ষভাবে প্রমান করলো তারা নিজেরাই আসলে ভুয়া।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: চেতনা ব্যবসায়ী বললে তো তবু চেতনার ব্যবসায়ী মনে হয়। চেতনা ভাল জিনিশ, ব্যবসাও ভাল ব্যাপার। কিন্তু এরা তার তার চেয়েও খারাপ।
আমাকে কি রাজাকার বলে প্রমাণ করলো নাকি?
খাইছে। ভয় পাইছি।
আপনি আমার নব্যরাজাকারিতার সন্ধানে পোস্টটা পড়েন। প্রিয় পোস্টেই আছে। তাইলে বুঝবেন কেন ভয় পাইছি।
মুছে ফেলুন


৬০. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৪২
comment by: মাহবুব সুমন বলেছেন: দেশে আরেকটা মুক্তিযুদ্ধ দরকার।
তখন দেখা যাবে ...................
কে দেশের পক্ষে যুদ্ধে যায়,
কে রাজাকারী করে,
আর কে যুদ্ধে না গিয়ে নিরাপদ জায়গায় বইসা লাল পানি খাইয়া কুবতে লিখে ও যুদ্ধ শেষে শব্দসৈনিক সাইজা পদক নেয় !

এই জিনিসটা দেখার সৌভাগ্য হবে কি না জানি না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: এই ভাগ্য আমাদের হবে না। তবে ভণ্ড যোদ্ধাদের ভার্চুয়াল যুদ্ধ দেখতে হবে।
মুছে ফেলুন


৬১. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:০২
comment by: আরিফুর রহমান বলেছেন: মাহবুব সুমনরে জাঝা!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


৬২. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:১২
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
হাহ হা।
মাহবুব মোরশেদ, বেশি উত্তেজিত দেখি।

ব্লগের প্রত্যেকটা লোক জানে, পাত্তা না পেয়ে নিজের পোস্টে নিজে গুঁতোগুঁতো কে করে।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: হা হা হা।
তাই তো।
আমি নিজে নিজের পোস্টে গুতাগুতি কইরা তো আঙ্গুল ক্ষয় করলাম।
কিন্তু আপনের তো পুরা দেহই ক্ষয় হয়া গেল। কেউ তাকাইলো?
থার্ড সন হয়া থাকলেন।
মুছে ফেলুন


৬৩. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৪
comment by: আরিফুর রহমান বলেছেন: ধন্যবাদ মা মো... কারন আপনার প্রতিও আমার একটা শ্রদ্ধা ছিলো। তবে পয়েন্ট এড়িয়ে বার বার একপ্রজাতির প্রাণীর টিউনে কথা বলায় সেটা....

চাইছিলাম যদি মঙ্গলকর কিছু বের করে আনা যায়। যাক! সবার মতে এপারেন্টলি সময় নষ্ট করলাম।

আর বাঙালি হয়তো মাহবুব সুমনের বলা ঐ যুদ্ধটা শেষেই এক হতে পারবে, তার আগে নয়!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: আপনের তর্কের লক্ষ্য হইলো আমারে রাজাকার প্রমাণ করা নয়তো সুবিধাবাদী প্রমাণ করা। তাইতো?
এইটার জন্য তো তর্ক করার দরকার হয় না। ফতোয়া দিলেই হয়।
ফাও আলাপ পেঁচানোর জন্য দুঃখিত।
আমি ভাবছিলাম আপনার লগে আলাপ করার একটা অর্থ আছে।
পরে দেখলাম, আপনেও ওস্তাদ অফ ফাও পেঁচাল।
মুছে ফেলুন


৬৪. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: মোর্শেদ ভাই, আপনার পরিশ্রম স্বার্থক হইছে। আপনি চন্দন আর অনিএমর সার্টিফিকেট পাইছেন। কৃতজ্ঞতা স্বরূপ আপনি হেগো ধন্যবাদও দিছেন। সুশীল মাত্রই ধন্যবাদ দেয়। আপনি এর ব্যতিক্রম হবেন কেন।

তয় একটা রিকোয়েস্ট একটু কষ্ট কইরা ওনাদের ব্লগটা ভিজিট কইরা আইসেন । তহন হয়তো বুঝবেন, কী সার্টিফিকেট আপনি পাইছেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ফরহাদ ভাই,
ওনাদের ব্লগ আপনেরা ভিজিট কইরেন আমার পক্ষ থেকে।
লেখা আকর্ষণ না করলে আমি কারো ব্লগে ভিজিট করি না।
দেইখেন আবার ওরা আমার লিঙ্ক রাখছে কি না।
লিঙ্ক রাখলে পরে আমি কী করতে পারি কয়া যাইয়েন।
আমারে তো আপনেরাও সার্টিফিকেট দিতে চান।
ছাপায়া রাইখেন।
আপনাদের দুইদলের সার্টিফিকেট নিয়াই তো আমাদের চলতে হবে।
একদিকে জামাত আর একদিকে আওয়ামী লীগ। এরাই আজ জাতিকে সার্টিফিকেট দিয়া ভরায়া দিবে!
মুছে ফেলুন


৬৫. ২৬ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: তাইলে ঠিক আসে... আপনেরে দিয়া শুরু করুম নাকি আরিফ ভাই রে দিয়া...?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: জিলাপির আবার আমি, জিলাপির আবার আরিফ। জিলাপির কি নাম থাকে নাকি?
মুছে ফেলুন


৬৬. ২৬ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
comment by: ফাহমিদুল হক বলেছেন: একই জিনিস এখনও চলছে!
খুপরি দিয়ে আকাশ দেখাদেখি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: চলছে।
এ গল্পের শেষ নাই।
মুছে ফেলুন


৬৭. ২৭ শে জুন, ২০০৮ রাত ১:২৪
comment by: সারাদিন বলেছেন: আপনের আর আরিফুর রহমানের ডায়ালগে অনুপ্রাণিত হইয়া

Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: খাইছে।
মুছে ফেলুন


৬৮. ২৭ শে জুন, ২০০৮ দুপুর ২:২৪
comment by: সারাদিন বলেছেন: হ। খাইসে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৮ শে জুন, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: সেটাই।
মুছে ফেলুন


৬৯. ২৭ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: ব্রাইট বলেছেন: "আপনাদের দুইদলের সার্টিফিকেট নিয়াই তো আমাদের চলতে হবে।
একদিকে জামাত আর একদিকে আওয়ামী লীগ। এরাই আজ জাতিকে সার্টিফিকেট দিয়া ভরায়া দিবে!" এই কমেন্টে বিপ্লব সহকারে উত্তম ঝাঝা।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৮ শে জুন, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


৭০. ২৮ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: হাইগ্যানী হাবাজন ব্যবিলন বলেছেন: কলু মোর্শেদের দেখি মাথার ভ্রমখানা বেশ ভালো করিয়াই দেখা দিয়াছে। গরমটা কি খুব বেশি অনুভূত হইতেছে কলু? বেশি গরম লাগিয়ে ওয়াসার ড্রেনে মাথা চুবাইয়া রাখিলে ঠান্ডা বোধ হোইলেও হোইতে পারে।

সামহোয়্যারে যখন আরণ্যকরা রাজত্ব করিয়াছে তখন কলু মোর্শেদরে কেউ পুছেও নাই। সিনেমার আলবালচেট লইয়া লিখিত এই কলু। উহার পরে ভোল পাল্টাইয়া ধরিলো সামহোয়্যারের কর্তৃপক্ষের পাওচাটা। উহাতে জনগণের কাছে না হইলেও সামহোয়্যারে তাহার দাম চড়া হইয়া গেলো। ইহাতে কলু দুই হস্তে তালিয়া বাজাইতে লাগিলো। "আমি কি হনু রে!"- বলিয়া।

কিন্তু সাব্যস্তের লুকেরা কখনো কাহারো কাছে পুছা পায় নাই। মইত্যা-গোয়া-কামারুরাও পায় নাই। কখনো যে পাইবে সেই আশাও ক্ষীণ। কলু মোর্শেদরে আগে যেমন পোছা হইত না, এখনো পুছা হয় না। এখানে কাঠাল পাতার অনুসারীরা ব্যতিক্রম।

১৪ দিন ১৮ দিনের আল্টিমেটাম ব্যবহার করিয়া নিজেরে জাতে তুলিবার আপ্রাণ চেষ্টা করিতেছে মহান কলু। সময় সময় এরে তারে গুঁতা মারিয়াও নিজেরে জাতে তোলার চেষ্টায় নিয়োজিত আছে সে। ইহা তাহার ব্যাধি। গরম বাড়িলে এই ব্যাধিও বাড়ে। ইহাতে সাধারণ জনগণের তিক্ত হইবার কারণ নাই।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৮ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: আমারে কেউ যে কখনো পুছে না। এইটা আমি জানি। আমি একেবারে সামান্য ব্লগার। এইটা নিয়া আমার কোনো খেদ নাই। সবাই আমারে পুছুক এইটাও আমি চাই না।
কিন্তু তোমার নিকট জানতে চাই, সামহয়ারে আরণ্যক যাযাবর কবে রাজত্ব করতো একটু বলো। শুনি।
আর তুমি খেপছো কেন এইটা কয়া যাও। যে কারণে খেপছো সেইটা বাড়ানোর মতো যথেষ্ট রশদ আমার নিকট থাকার কথা।
একটু আওয়াজ দিয়া যাইও।
মুছে ফেলুন


৭১. ২৮ শে জুন, ২০০৮ রাত ১১:৪৮
comment by: এস্কিমো বলেছেন: রশদ কি?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: রশদ হইলো জমা আইডিয়া।
মুছে ফেলুন


৭২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১২
comment by: দেবতা বলেছেন: +
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


৭৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: অ রণ্য বলেছেন: বিষয় বস্তু মাথায় ঢুকলোনা কিছুই
হতভম্ব
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: হা হা হা। এই হইলো ব্লগের মজা, পরে আর কিছুই বুঝা যায় না। সবই লাইভ।
মুছে ফেলুন

No comments:

Post a Comment