Tuesday, February 24, 2009

'ইউ আর রাইট', 'ইউ আর রাইট অলসো', 'বাট আই অ্যাম কনফিউজড' অথবা গ্রেট বাংলাদেশী পলিটিকাল সার্কাস

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪২
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

ক্লাশে একদিন স্যার আইসা জিগাইলেন, বলো পলিটিক্স কী? যা হয় আর কি। ক্লাশে একজন সবজান্তা থাকেই। সবার আগে সে দাঁড়ায়া যায়। এইরকম একজন দাঁড়ায়া গিয়া কয়, ‌'স্যার, পলিটিক্স হইলো রাষ্ট্রের সরকার ও অন্যান্য রাজনৈতিক উপাদান বিশ্লেষণের বিদ্যা।' স্যার কইলেন, ‌'ইউ আর রাইট।' আরেকজন উইঠা কইলো, স্যার আমি কইতে চাই। স্যার কইলেন বলো। দ্বিতীয় ছাত্র কয়, 'পলিটিক্স হইলো এমন এক পেশা যা শাসন ব্যবস্থা ও রাজনীতির সঙ্গে সম্পর্কিত।' ক্লাশের সবাই টাসকি খায়া গেল। ক্লাশ দুইভাগ। একভাগ মনে করে প্রথম জনেরটা ঠিক। আরেক ভাগ মনে করে দ্বিতীয় জনেরটা। সবাই তাকায়ে আছে স্যারের দিকে। স্যার সবাইরে অবাক কইরা দিয়া কন, 'ইউ আর রাইট অলসো।' এখন সবাই স্যারের দিকে তাকায়া আছে। প্রশ্ন, দুইটাই ঠিক হয় কেমনে? স্যার একটু সময় নিয়া কন, 'বাট আই অ্যাম কনফিউজড।'
গল্পটা মনে হইলো রাজনীতির গতিধারা দেইখা। রাজনীতি কোন দিকে যাইতেছে, এই নিয়া একজনের সঙ্গে আলাপ হইতেছিল। উনি কইলেন, দেখো আরও কত কিছু হয়? আমি কই সেই ১৯৫৬ সাল থিকাই তো কইতেছেন দেখো আরো কী হয়। কিন্তু শেষ পর্যন্ত তো এইখানে আইসা ঠেকলো। উনি পাল্টা কোয়েশ্চেন করেন। কই ঠেকলো?
খালেদা-হাসিনা মুক্ত। তারেক-কোকো বিদেশে। দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের প্রলয়নৃত্য শুরু হইছে। ব্লেম গেম শুরু হয়া গেছে। দুই নেত্রীর এক টেবিলে বসা নিয়া পানি ঘোলা হইতেছে। এর মধ্যে আবদুর রাজ্জাক বলছেন, খালেদা এক নম্বর চোর। রাস্তায় দুই পক্ষের মারামারি এখন সময়ের ব্যাপার। এই জায়গায় ঠেকলো না?
উনি কন, এখনো ঠেকে নাই। কত খেলা বাকী আছে। দেখো না কী হয়।
আমি কই হওয়ার কী বাকী আছে?
উনি কন, গেম তো ঘন হয়া আসছে। তাই না?
আমি কই, হ।
কয়, ছকে এখন রাজা, মন্ত্রী, কয়টা হাতি ঘোড়া।
হ।
তো দেখবা এই রাজা চেক হইবো। তো ওই মন্ত্রী চেক হইবো।
তো?
খেলা ফাইনাল।
তো?
কিছু একটা হবে। রেজাল্ট হয়ে যাবে।
ও।
সব কিছুর একটা রেজাল্ট আছে না?
তাইলে আপনে স্রেফ একটা খেলা হিসাবে দেখতেছেন?
আর কী?
ও।
উনি একটা ঝাড়ি কষাণ। বলেন, ও ও করতেছো ক্যান?
শুনো।
বলেন।
ধরো, ওয়ান ইলেভেনের আগে যে পরিস্থিতি হইছিল। তাতে একটা ইন্টারভেনশন জরুরি ছিল। এগুলা থামানো দরকার আছিল। এইগুলা তো বাইরে থেকে থামানো যাবে না। তাইলে সরকারে আসতে হবে যারা থামাবে তাদের। তো সরকার ক্ষমতায় আসছে। ক্ষমতায় আইসা তারা দুর্নীতি দমন করার কথা কইছে। তো দুর্নীতিবাজদের গ্রেফতার করতে হবে। করা হইছে। দুর্নীতিবাজরা যেহেতু বেশিরভাগ রাজনীতিক, তাই তারাই বেশি ধরা খাইছে। এখন রাজনীতিকরা ধরা খাইলে তো দেশ থেকে রাজনীতি নিশ্চিহ্ন করার অভিযোগ উঠবোই। উঠছে। এখন রাজনীতি ফিরায়া আনতে হইবো। কে আনবে? রাজনীতিকরা ছাড়া আর কে আনবে? রাজনীতিকদের ছাড়লে রাজনীতি ফিরবে। রাজনীতি ফিরলে সংঘাত ফিরবে। ফিরেতেছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে না?
এখন ধরো তুমি কী চাও? খালেদা জিয়া জেলে থাকুক? খালেদা জিয়া জেলে থাকবে ক্যান? তিনি দুইবার প্রধানমন্ত্রী আছিলেন। দেশনেত্রী। তারে জেলে রাখলে রাজনীতি চলবে না। তুমি কি তাইলে হাসিনারে জেলে রাখতে চাও। উনি জননেত্রী। ওনারে জেলে রাখলেও রাজনীতি চলবে না। এখন ওনাদের ছাড়বা। তো ওনাদের সাগরেদদের ছাড়বা না। আর খালেদারে ছাড়লে তো আইজ হউক কাইল হউক তারেকরে ছাড়তেই হবে। তাই না।
খেল না তো কী?
আমি কই ফল কী?
উনি কয়, শেষ দান দেখার আগে তুমি আমি কিছুই কইতে পারবো না।
বেশ।
তাইলে আপনি কী কইতেছেন?
আমি কইতেছি, সরকারও সঠিক অবস্থানে আছে। রাজনৈতিক দলগুলাও সঠিক অবস্থানে আছে।
আমি আনমনে কইলাম, বুঝছি। ইউ আর রাইট, ইউ আর রাইট অলসো। বাট আই অ্যাম কনফিউজড।
উনি কন, কী কও?
আমি কই কিছু না। এমনেই। দাবা না সার্কাস বুঝতেছি না।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৪৪ টি মন্তব্য
* ৩৯০ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28842629 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: রুবেল শাহ বলেছেন: আসলেই দাবা না সার্কাস বুঝতেছি না.........
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: আসলেই।
২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
comment by: মদন বলেছেন: মজা পাইসি :)
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ। মজাটাই আসল। মন খারাপ কইরা লাভ নাই।
৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪
comment by: আকাশচুরি বলেছেন: :)
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: হ।
৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৩
comment by: চাঙ্কু বলেছেন: মাহবুব ভাই @ এখন তো মনে হইতাছে সার্কাস চলতাছে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: আমারও তাই মনে হইলো।
৫. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৯
comment by: সমকালের গান বলেছেন: আই এ্যাম কনফিউসড টু।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: সেম টু মি।
৬. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: রাতমজুর বলেছেন:
দাবা ও না, আবার সার্কাস ও না, চলতেছে মাদারীর খেল। মাদারী যেমনে বাঁদর নাচায়, তেমনি ওরা হৈল মাদারী, আর আমরা জনসাধারন হইলাম বান্দর, একেকবার একেক তাল বাজাইতেছে, আর আমরা তালের সাথে সাথে কোমর দুলাইয়া নাচতেছি। আমাগো নাচের ফয়দা তুলতেছে বেটা মাদারীরা।

৯ নম্বর + সহকারে।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: হ।
ঠিকই।
অনেক ধন্যবাদ।
৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
comment by: অ রণ্য বলেছেন: এখনও আমি বলি
আমি আমার দেশকে আপ্রাণ ভালবাসি
বার বার বলি

কিন্তু ভুল ক্রমে যদি দেশের মানুষের কথা আসে
তবে
আমি আমাকেই সর্বাগ্রে ঘৃণা করি
ওছাড়া আর করার কিছু আছে কি সেটাও ভেবে পাইনা
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: নিজেরে ঘৃণা কইরা লাভ আছে?
৮. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
comment by: মইন বলেছেন: কিন্তু ভুল ক্রমে যদি দেশের মানুষের কথা আসে
তবে
আমি আমাকেই সর্বাগ্রে ঘৃণা করি
ওছাড়া আর করার কিছু আছে কি সেটাও ভেবে পাইনা
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: জাস্ট ক্ষোভ।
৯. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
comment by: বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই জান মুনে অইল চাকুরী দাতার মান রাখলেন???

নিকি ওখানে গিয়া আপনিও ওই রংয়ে রঙিন হইছেন।

প্রথম আলুর তো খুব খারাপ সুময়। ২০০৫ থেইক্য গুটি চাইলা এতদূর আইনা ফাইনালে যাইতে পারলোনা... আপসুস...ব্রাজিলের কপাল আর কি... .....
কিংবা ক্রিকেটে বাংলাদেশ ভাগ্য!!!!!

আবার ট্ররাই করতে কন ....
কথায় আছে না একবার না পারিলে দেখ শতবার...
আম্বীলীগ ৩৬ বছরে একবার ক্ষমতা পাইয়াও হাল ছাড়ে নাই
অভিজ্ঞতা ঝুলি ভরতেছে... সুশীল গংরা তো মাত্তর একবার টেরাই করলে...

তাই আপনের লেখা পইড়া আমরারও মুনে হইল....

‌'ইউ আর রাইট', 'ইউ আর রাইট অলসো', 'বাট আই অ্যাম কনফিউজড'
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: কোন প্রসঙ্গে আপনের মনে হইলো চাকরি দাতার মান রাখলাম। একটু ক্লিয়ার করেন।
১০. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: শফিউল আলম ইমন বলেছেন: ভালো লিখেছেন।
সার্কাসই চলতেছে। ক্ষমতায় যারা থাকেন তারা একেকটা ক্লাউন ছাড়া আর কিছু না। দেশের অবস্থা 'যে লাউ সে কদুই' থাকতেছে।

অফটপিক: বসের উপরের ছবিটা সেরম হইছে। পুরা ফিলোসফার টাইপ;)
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
যে লাউ সেই কদু।

আমার আবার ছবি, তার আবার ফিলোসফার টাইপ!
১১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৬
comment by: মফিজুল হক বলেছেন: ইউ আর রাইট, ইউ আর রাইট অলসো। বাট আই অ্যাম কনফিউজড ;)
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: হা হা হা।
১২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
comment by: একরামুল হক শামীম বলেছেন: আই অ্যাম কনফিউজড
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: আমিও।
১৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: অতীতে যা হয়েছে তার উপর কোন হাত নেই। তবে ভবিষ্যতে যাতে আর এরকম না হয়।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: ভবিষ্যতে ভাল কিছু হবে বলে মনে হইতেছে না। তবু শুভকামনা তো করতেই পারি আমরা।
১৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৮
comment by: ফারহান দাউদ বলেছেন: সবাই ঠিক আছে,খালি আমরা পাবলিকই রামছাগল।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: হ।
১৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: সীমান্ত আহমেদ বলেছেন: আমরা যারা সাধারণ মানুষ তাদের কথা কে ভাববো তাই ভাবতেছি?
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: কে ভাববে? কেউ ভাববে না।
১৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫২
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...শেষ কথা বলে কিছু নাই...:(
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: চলতেই থাকবে।
১৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৫
comment by: যীশূ বলেছেন: খেইল, সবি খেইল!
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: খেলা দেইখা লন।
১৮. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: রিফাত হাসান বলেছেন: আরো একটু বিশ্লেষণ করতে পারলে ভাল হতো। শুধু আনসারটেইন ভাবনা, যেটা কনফিউজড, সেটা দিয়ে কি কোন সিদ্ধান্তে আসা সম্ভব?

আমার মনে হয়, এই পরিস্থিতিতে আরো বেশ জরুরী ভাবনার খোরাক আছে। হতাশার ব্যাপার সবসময়ই থাকে, কিন্তু তার চেয়েও জরুরী সময়ের নাড়ি চিনতে পারা। এগার একের এই পরিণতিতে অনেকেই হাহুতাশ করছেন, ভানটা এমন যে, এগার এক একটি মহত উদ্দেশ্যে তৈরী হয়েছিল খোদার পাঠানো কিছু দেবদূতের দ্বারা। এখন তার সবটাই বিফলে গেল, বিশেষত তারেক, দুর্নীতির মিথ তার যাবতীয় রাজনীতি এবং ডিসকোর্স সহ যার বিরুদ্ধে তৈরী হয়েছিল, তার মুক্তিতে।

এই ভাবনাটা কখনো কখনো নিতান্তই আওয়ামী সুবিধাবাদিতা, আবার সুবিধাবাদী সুশীল সমাজ কর্তৃক কখনো কখনো এগার এককে ঐশ্বরীক প্রলেপ দেওয়ার কারণে এইটা তৈরী হয়েছে। আসলে, বর্তমানে যা দেখছেন, সেটাই এগার একের প্রকৃত চেহারার শুরু, এবং তাকে সামনে পর্যবেক্ষনে রাখা খুবই জরুরী মনে করি।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: আপাতত কনফিউজড থাকতে চাই।
কারণ বিষয়গুলা ম্যাচিউর হইতে কিছু সময় লাগবে।
গেমে সব সময় তালি দেওয়া ঠিক না।
পর্যবেক্ষণে রাখা জরুরি। ঠিকই বলছেন, রিফাত ভাই।
১৯. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: কাহীনি দাবারই লোকে শুধু সার্কাস মনে কইরা বিনোদান পাইতে চায়।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: দাবার বোর্ডে সার্কাস নৃত্য।
২০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০১
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: আমার এক আত্মীয়, সে-ও রিফাত হাসানের মতো রাজনীতির ডিসকোর্স নিয়া ভাবিত, কইলো- 'সব আমেরিকার সাজানো খেলা।' আমি কইলাম, 'আমেরিকার খেলায়- আমরা খেললাম কেন?' সেই জ্ঞানী আত্মীয় আমারে কইলো, 'খেললাম মানে? খেলতো শুরুই হয় নাই।' সে আমারে নভেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে কইছে। খেলা নাকি আরো জমবো।

হায়রে পলিটিকাল ডিসকোর্স!
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: রিপন ভাই, রিফাত ভাই যেটা বলেছেন সেটা কম গুরুত্বপূর্ণ নয়।
কিন্তু খেলা জিনিশটা আলাদাভাবে মজার।
কার গেম যে কে খেলতেছে। এইটা দেখতেছি।
নভেম্বর?
তবে তাই হোক।
২১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: জুবেরী বলেছেন: বাট 'বাট ইউ আর নট কনফিউজড'
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: আর ইউ শিওর?
২২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২
comment by: নাজনীন খলিল বলেছেন: কনফিউজড আমরা সকলেই।এমনকি নিজেদের আইডেন্টিটি নিয়েও।অরণ্যের সাথে আমিও এক মত।নিজেকে ঘৃণা নয়----নিজের অসহায়ত্বের প্রতি ঘৃণা আসে।
২৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
comment by: রিফাত হাসান বলেছেন: মোস্তা-রিপন, আপনার কমেন্টটা আর একটু পরিস্কার করবেন? রিফাত হাসান না হয় বেশ মুখ্যুসুখ্যু মানুষ, আপনার কাছে এই এগার একের ক্যু এবং তৎপরবর্তী ঘটনারে কী মনে হয়? কৃতার্থ হবো জানালে। তারপরে অন্য আলাপ করার ইচ্ছে রাখি। যদি আল্লাহ শক্তি দেন।

No comments:

Post a Comment