Tuesday, February 24, 2009

লেখালেখি করে আমার প্রথম আয় ১২ টাকা

০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৭
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

মেসবাহ য়াজাদের পোস্ট (Click This Link) পইড়া মনে পইড়া গেল।
মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকে পড়ার সময় আমি প্রচুর কবিতা লেখলাম। একসময় কবিতা লেখার সাথে যুক্ত হইলো গল্প। নানা কিসিমের আবজাব লিখে খাতা ভরায়া ফেললাম। যা পাই তাই নিয়া বেহুঁশের মতো লিখি। এই কইরা মেলা খাতা ও কাগজ জমা হইলো।
বেহুঁশ পরিস্থিতি থেকে হুঁশ হইলো কোনো এক বিখ্যাত লেখকের লেখা পইড়া। তিনি কইছেন, নিজের সমালোচনা করতে না পারলে লেখক হইতে পারবা না। নিজের খারাপ লেখার সমালোচনা করতে শেখো। আমি বইসা পড়লাম। লেখা পড়ি আর দেখি হয় নাই। ভাল লাগে না। একদিকে ভাল আরেকদিকে খারাপ লেখা জমা করি। শেষ পর্যন্ত যা দাঁড়ায় তাতে দেখা যায় ভাল লেখা তিন চারটা বাকীগুলা খারাপ লেখা।
তো এই খারাপ লেখার জন্য প্রেম কইরা লাভ কী?
এইগুলারে আগুনে দিতে পারি, পানিতে ফেলতে পারি। কত কীই না করা যায়। আমার বিষয়বুদ্ধি থেকে রাস্তা থেকে এক কাগজঅলারে ডাইকা বাতিল লেখাগুলা বেচার উদ্যোগ নিলাম। বাসার সবাই অবাক! ভাবছে আমার মতি হইছে। লেখা ছাইড়া এবার পড়াশুনায় মন দিবো।
আমি কোনো কথা না বলে, পাল্লার দিকে তাকায়া থাকি।
সাকুল্যে ২ কেজি হইলো। তখন এক কেজি কাগজের দাম ছিল ছয় টাকা।
দাম হইলো ১২ টাকা।
লেখালেখি করে ওইটাই ছিল আমার প্রথম আয়।



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ৭৬ টি মন্তব্য
* ৫৭১ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28851983 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫২
comment by: রাইডার বলেছেন: :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


২. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৪
comment by: আলিফ দেওয়ান বলেছেন: একন ত তাহলে মাশাল্লা অনেখ টাকা আয় কর্তে পাইর্বা বাথিজা। তুমার বালছাল গল্প লেকা বইগুলি বেছি দিলে একটা জিন্সের পেন্ট কিন্তে পাইর্বা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: ভাল বুদ্ধি দিছোস।
তুই কাগজের ব্যবসা শুরু কর। তুর ব্রেন ভাল।
মুছে ফেলুন


৩. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: হা হা হা হা হা হা হা হা (অট্টহাসি)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: হো হো হো হো..................... (থামতে চাচ্ছে না)
মুছে ফেলুন


৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: রাজামশাই বলেছেন: ওরে ঠিক আছে
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ তোকে।
মুছে ফেলুন


৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৮
comment by: নূহান বলেছেন: :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
comment by: ফাহমিদুল হক বলেছেন: কমিক।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: হ। লেখাগুলা বেইচা অনেক শান্তি পাইছিলাম।
মুছে ফেলুন


৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহাহহা। মজা হইছে। ১২ টাকা আয় করলেন, খাওয়াইলেন না। আমি দোতালায় আছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: কাইল ভেজা ফ্রাই সিচুয়েশনে আছিলাম। আজকে আপনেরে ১২ টাকার মধ্যে ছয়টাকা খাওয়াবো। শিওর।
মুছে ফেলুন


৮. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: নুশেরা বলেছেন: এটাতো দেখা যাচ্ছে লেখালেখি করে না, বরং লেখালেখি ছেড়ে দিয়ে করা আয় :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: এখন বুঝি পুরানা লেখার প্রেম ছাড়তে না পারলে নতুন লেখা আসে না। আসলে ওইগুলা বেচা দিয়া নতুন করে শুরু করছিলাম।
মুছে ফেলুন


৯. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
comment by: কৌশিক বলেছেন: ঐ বিক্রিত পন্য দেখে লিখে কেউ আবার গল্পকার হয়ে গেছে কিনা কে জানে!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: ঠিকই ধরছেন। ওইগুলা পইড়া অনেকে দলিল লেখক হইছে। আমার হাতের লেখা যা খারাপ।
মুছে ফেলুন


১০. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
comment by: ভাইরাস! বলেছেন:
;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: ইমোটিকন বুঝি না। তাই কই : হ।
মুছে ফেলুন


১১. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: নুশেরা আপুর কথা ঠিক। এইটাতো লেখালেখি বিসর্জন দিয়ে আয় ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: হুমমমমম। ঠিক না।
মুছে ফেলুন


১২. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: লেখালেখি কইরাই তো যত আয়...টিউশনী কইরা আয় করছি;)
অবশ্য ওইখানে লেখালেখির পাশাপাশি চাপাবাজিও ছিল
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: টিউশনিতে লেখার চাইতে চাপা বেশি কাজ করে। তারপরও সেইখানে লেখালেখি আছে বটে।
মুছে ফেলুন


১৩. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: আলিফ দেওয়ান বলেছেন: কৌশিক বলেছেন: ঐ বিক্রিত পন্য দেখে লিখে কেউ আবার গল্পকার হয়ে গেছে কিনা কে জানে!

কোশিক বাথিজা, তুমি কলুমর্শেদের পুন্দে কেনু খামাকা তেল মালিছ করিছ? তুম্রা দুইজনেই ত মডারেঠর ও লুকালভাড়। পদমর্যাধায় সমান। তাহলে তেল দিতেছ কেনু?

তবে কি আলুবলগের রুটির ভাগ পাইবার আশায় ঘুরিতেছ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: আলিফ দেওয়ান,
নতুন নতুন জামা পইরা আর কতদিন। তুমার পরিচয় ক্লিয়ার এখন। একটু সাবধানে ভাইস্তা! তুমি অনেক প্রতিভাবান বটে কিন্তু সবাই বোকা এইটা ভাইবো না।
মুছে ফেলুন


১৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
comment by: হাইগ্যানী হাবাজন ব্যবিলন বলেছেন: দেওয়ান সাহাব, একখানা প্রচলিত কথা রহিয়া গিয়াছে মুখে মুখে, "কে যে কাহারে দিয়া বেড়ায় তাহা বুঝিবার মুশকিল"।
এতদস্থানে আমাকে প্রশ্ন করিতে পারেন 'কে' 'কাহাকে' 'কী' দিয়া বেড়ায় তাহা হইলে? জবাব জনাবে কৌশিক দিয়া রাখিয়াছেন।

তিনি এইবার তেল মালিশ করিতেছেন কারণ কলুমর্শেদ এতদিন নিজেই কর্মখানা সম্পাদন করিত। বর্তমানে কলুমর্শেদের হস্তদ্বয় ব্যস্ত হইয়া পড়ায় উহা আর সম্ভবপর হইতেছে না। দুই হাতে কলু তাহার বসদের নারী বর্জিত সুখ দিতে ব্যস্ত হইয়া পড়ায় গুরু দায়িত্ব পড়িয়াছে কৌশিকের স্কন্ধে!

ইহাতে টেনশিত হইবার কারণ নাই। কলুর তলপেটের চুল কর্তন শুভ হউক।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: আইছে আরেকজন। এটিম জ্যান্ত করার প্রকল্প সফল হউক।
মুছে ফেলুন


১৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৫
comment by: একরামুল হক শামীম বলেছেন: ব্যাপকসস আয় :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: তাই না?
মুছে ফেলুন


১৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৩
comment by: মেহবুবা বলেছেন: লেখালেখির ভারমুক্ত হলেন প্রাথমিক পর্যায়ে। মজা পেলাম ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: হ। ধন্যবাদ।
মুছে ফেলুন


১৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৩
comment by: নিরক্ষর বলেছেন: হা হা হা.............. ব্যাপক মজাক পাইলাম :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: থ্যাংকস।
মুছে ফেলুন


১৮. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৬
comment by: ফারহান দাউদ বলেছেন: ১২ টাকা কোনকালের ঘটনা? কি কিনছিলেন ঐ টাকা দিয়া?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: ১৯৯৪ সালের ঘটনা। কী যে কিনছিলাম? মনে পড়ে না।
মুছে ফেলুন


১৯. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৫
comment by: রাত বলেছেন: হা হা হা হা হা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: হো হো হো।
মুছে ফেলুন


২০. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১১
comment by: রিফাত হাসান বলেছেন: আহা, এই ১২ টাকা আর আপনার সেই বিসর্জন দেয়া লেখাগুলি একটা অটোবায়োগ্রাফিক মোমেন্ট তৈরী করল! এইটাই বা কম কী!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: অটোবায়োগ্রাফিক মোমেন্ট কথা সুন্দর। তবে এর মধ্যে একটা গৌরবের ব্যাপার আছে। আমার জীবন তো অটোবায়োগ্রাফিক না। সো, মোমেন্টে কী আসে যায়?
মন্তব্যের জন্য ধন্যবাদ রিফাত ভাই।
মুছে ফেলুন


২১. ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: ত্রিভুজ বলেছেন: হা হা হা হা....

দুইকেজি কাব্য? বাপ্রে!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: চিন্তা করেন!
মুছে ফেলুন


২২. ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: চাচামিঞা বলেছেন: ইন্টারেস্টিং.........।

আচ্ছা ত্রিভুজ? বলেন তো ২ কেজি কাব্যে কয়টা কবিতে লিখতে হয় হবে?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ত্রিভুজের কওয়ার দরকার নাই। আপনে কন।
মুছে ফেলুন


২৩. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫
comment by: চাচামিঞা বলেছেন: মাহাবুব ভাই ত্রিভুজ পর্যন্ত এসে উত্তর দেওয়া থামিয়ে দিলেন কেনো , বোঝলাম না.......ভাই জান আপনে আছেন না গেছেন......?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: থাকার কথা ছিল নাকি?
মুছে ফেলুন


২৪. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: তপন বাগচী বলেছেন: আপনার ১২ টাকা আয়ের গল্পটি সুন্দর!
আপনি যাঁর পোস্ট পড়ে এ লেখায় উদ্বুদ্ধ হলেন, সেই 'মেসবাহ য়াযাদ' ভাইয়ের নামটা ভুল করলেন যে! আপনার নামের বানান ভুল করার পরে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও আপনি বলেছিলেন 'আপনের ভুল স্বীকার হয় নাই'।
আমি লিখেছিলাম, 'প্রিয় মাহবুব মোর্শেদ,
আপনার নামের বানান ভুল করেছি বলে দুঃখিত। ভুলটি মনের নয়, আঙুলের। আপনার নাম যেহেতু অজস্রবার পড়েছি, তাই বানানটি না-জানার কথা নয়। তবু ক্ষমা চাইছি।' তারপরেও আপনি আক্রমণের তীর ছুড়েছেন। ভয়ে আমি সঁটকে পড়েছি। এবার আযাদ ভাইয়ের নামের বানান ভুল বানানে লেখা শিখলেন কোন শহর থেকে ঘুরে এসে, ভাই?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: কইলকাতা থিকা আসছি।
মুছে ফেলুন


২৫. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: তপন বাগচী বলেছেন: চাচামিঞা দেখি আপনার নামে একটা া-কার (আ-কার) বাড়িয়ে দিয়েছে। একে কী বলবেন? আমার মনে হয় তিনি ‌'কইলকাতা' ঘুরে এসে আ-কার যুক্ত করেননি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: ঠিকই ধরছেন। কেমনে বুঝলেন?
মুছে ফেলুন


২৬. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৫
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: হা হা হা ... ঝাক্কাস পোষ্ট দিছেন।
এখন তো অনলাইনে লেখেন ... কেজি দরে বিক্রি করার কোন উপায় নাই ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: থ্যাংকস। এখন কী করা যায়?
মুছে ফেলুন


২৭. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫২
comment by: চাচামিঞা বলেছেন: পোস্ট টার কথা ভুলেই গেছিলাম ।

আপনি যদি মহা কাব্য লিখে থাকেন তাহলেতো পুরো ২ কেজিই লাগার কথা।

আপনাকে ঈদের শুভেচ্ছা দেওয়া হয় নাই। লেইট শুভেচ্ছা।

মাঝে মাঝে পিন মারবো........মাইন্ড করবেন না প্লিজ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: বলেন কী? আপোষে পিন?
গুড ভেরি গুড।
দেখা যাক।
ঈদের শুভেচ্ছা।
মুছে ফেলুন


২৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৪
comment by: দূরন্ত বলেছেন: বলগের পাতাগুলি বেচা যায় না। নাহলে আরো অনেক টাকার মালিক হয়ে যেতেন।
আফসুস!!!
:)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: একটা বুদ্ধি বের করেন। এইগুলা ৩০০ টাকায় বেচি।
মুছে ফেলুন


২৯. ১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২১
comment by: তপন বাগচী বলেছেন: য়াযাদভাইয়ের কাছে ক্ষমা চাইলেন না কেন?
যে নিজে ভুল করে ক্ষমা চান না, এবং অন্যের ক্ষমা চাওয়াকেও সহজভাবে গ্রহণ করতে পারেন না, তাঁর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন আর নেই। আমি আপনার কাছে যে ক্ষমা চেয়েছিলাম, তা প্রত্যাহার করে নিলাম।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: আপনের ক্ষমা প্রার্থনা এমনেও আমি নেই নাই। আপনি আগেই ফিরত নিতে পারতেন। ওইটা পইড়া আছে। নিয়া যান।
মুছে ফেলুন


৩০. ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৪
comment by: তপন বাগচী বলেছেন: আপনি আমাকে ‌'খারাপ' বলেছিলেন। এখন আপনি নিজের অবস্থান যাচাই করুন।
আপনার বেয়াদপির খবর শুনেছি। এবার অনুভব করলাম। আপনার লেখা পড়ে মন্তব্য করতে গিয়ে আপনার কাছে থেকে এইভাবে অপমানের শিকার হতে হবে, কল্পনা করতে পারিনি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ড. বাগচী,
বেয়াদপি? কই শুনলেন? অনুভবও করলেন?
অপমানিত হইছেন?
আজিব ব্যাপার। আমি তো আপনেরে সাবালক ভাইবা কুতর্ক
করতে আছিলাম। সত্যিই অবাক হইলাম।
আপনে তপন বাগচীই তো?
নাকি তার নিক নিয়া ঝামেলা করতে আছেন?
আপনি তপন বাগচী হইলে তো বাচ্চাবাচ্চাদের মতো আচরণ করার কথা আছিল না। দেখি, ওনারে একটা ফোন দিয়া। কনফার্ম হয়া নেই।
মুছে ফেলুন


৩১. ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৬
comment by: গিফার বলেছেন: হাহাহাহ মজা পেলোম.....।

তয় পেরথম আলো কবে হচ্ছে ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: থ্যাংকস।
মুছে ফেলুন


৩২. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: তপন বাগচী বলেছেন: নিক নাম নিয়া কুতর্ক করি না। করার ইচ্ছেও নেই। আমি তপন বাগচী ঠিকই আছি। যে মাহবুব মোর্শেদকে চিনতাম, আমি বয়সে বড় হওয়ার পরেও এবং নিজেকে অনেক ঘনিষ্ঠ ভাবার পরেও ‌'আপনি'-আজ্ঞা করে সম্মান জানাই, তাঁর বর্তমান আচরণ দেখে বিস্মিত হচ্ছি!
আমি নাবালক কিনা তার সার্টিফিকেট আপনার কাছ থেকে নেয়ার প্রয়োজন বোধ করছি না।
আপনারা দিনদিন সাবালক হউন আর আমাদের মতো বাচ্চাবাচ্চাদের 'কইলকাতা'য় যাওয়ার পথ দেখিয়ে দিতে থাকুন - আর আমরা দিনদিন নাবালক হতে থাকি!!!!!!!!!!!!! তাতে জাতিরই মঙ্গল!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: ড. বাগচী,
সার্টিফিকেট নিবেন না ক্যান। নেন। নিলে অসুবিধা কী?
নিজে নিজে নাবালক হইবেন কিন্তু আমি সার্টিফিকেট দিলে নিবেন না, এইটা কেমনে হয়? নেন ভাই। সার্টিফিকেট নেন।

যাহার জন্য প্রযোজ্য

‌'আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, ড. তপন বাগচী বিশিষ্ট যাত্রা গবেষক, কবি, সাংবাদিক, গল্পকার, নভেলিস্ট, প্রবন্ধকার আমার থেকে বয়সে বড় হওয়া সত্ত্বেও আমাকে তুমি করে ডাকেন নাই। বা কোনোভাবে কোনো অসম্মান করেন নাই। তিনি একজন বহুমাত্রিক জ্যোতির্ময়। কিন্তু লোকে হিংসা করে তাকে একদিকে ঠেলে দিতে চায়। তিনি কুড়িটির অধিক পুস্তকের জননী হওয়া সত্ত্বেও ভীষণ রকম বিনয়ী। আমি আরও প্রত্যয়ন করিতেছি যে, তিনি কলকাতা থেকে নাম ভুল করার বিদ্যা শিখিয়া আসেন নাই, অথবা তাহা প্রয়োগ করেন নাই। শিফট চাপিবার ভুলে যাহা হইয়াছে তাহা গুরুত্ব দিয়া বিবেচনার করার অর্থ নাই। আমার জানা মতে, তাহার চরিত্র নিষ্কলুষ, তিনি রাষ্ট্রবিরোধী কোনো কাজে যুক্ত নহেন। তপন বাগচী প্রতিভাবান ইহা বড় কথা নহে, তাহার মতো প্রতিভা এই সময় দেখা দিয়াছেন সেইটাই বড় কথা। এই মর্মে উল্লেখ থাকে যে, এত জবরদস্ত প্রতিভা হওয়া সত্ত্বেও তিনি একজন নাবালক। আসলে তিনি চিরনাবালক। তাহার নামের সঙ্গে এই উপাধি সসম্মানে যুক্ত করার সুপারিশ করিতেছি।

আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করি।'
মুছে ফেলুন


৩৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১২
comment by: তপন বাগচী বলেছেন: ফাজলামো করে আসল বিষয়টি এড়িয়ে যাচ্ছেন!
ফাজলামোর একটা সীমা থাকে, মোর্শেদ!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: সীমা?
হুমকি দিলেন মনে হইলো‍!
আসল বিষয় কোনটা আপনে সেইটা একপাক্ষিক ভাবে নির্ধারিত করতেছেন ক্যান?
সার্টিফিকেট কেমন লাগলো?
মুছে ফেলুন


৩৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৮
comment by: কোলাহল বলেছেন: সে সময় বিক্রি করে ভুল করেছেন, এখন আরো বেশি টাকা পাওয়া যেতো। কিংবা নিলামে তুললে.....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আহা! কী যে করলাম। এখন ১২ টাকা কেজি।
মুছে ফেলুন


৩৫. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৯
comment by: রাগিব বলেছেন: আমার আয় মাইনাস ১০ টাকা। এক পত্রিকায় হিটলার ভাইয়ের অনুরোধে কম্পিউটারের ইতিহাস নিয়ে ৮-৯ পর্বের সিরিজ লিখেছিলাম। কিছু সম্মানী তো দূরের কথা, লেখা পাঠাবার পরে পত্রিকার কনট্যাক্ট আর হিটলার ভাই সবাই গায়েব হয়ে গেলেন। আমার কাগজ আর ডাকের খরচটাও মাইনাসে গেলো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: খাইছে।
এখন পর্যন্ত সর্বনিম্ন আয় আপনারই মনে হচ্ছে।
ভাল।
মুছে ফেলুন


৩৬. ১৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
comment by: তপন বাগচী বলেছেন: মাহবুব, আপনাকে হুমকি দেয়ার সাহস কি আছে আমার মতো '‌হিন্দু'র? নামের বানান ভুল করে ক্ষমা চাওয়ার পরেও যে ক্ষমা করে না, তাঁকে হুমকি দিলে তো 'কইলকাতা' পাঠিয়ে দেবে বলে মনে হচ্ছে!
যাদের সাম্প্রদায়িক অবস্থান প্রকাশিত, যেমন জামাত, তাদের এড়িয়ে চলা যায়। যারা প্রগতিশীল পরিচয়বাহী, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতা লালনকারী, তারা বেশি ভয়ঙ্কর। তাদের চেনা অতি কঠিন। আশেপাশে তাদের আনাগোনা বাড়ছে!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: abal chinen?
nabalokder valobaisa abal daka hoy.
apni ekta abal.
apner moto abal aami aar dekhi nai.
মুছে ফেলুন


৩৭. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০১
comment by: তপন বাগচী বলেছেন: আমিও এই প্রথম ‌'আবাল' (আপনার ভাষায়) দেখলাম।
এত সুন্দর ছদ্মবেশ!!!!
সতর্ক হতে পারব 'সাবালকদের' ভবিষ্যত আক্রমণ থেকে!
এজন্য আপনাকে ধন্যবাদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৯
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: অনেক আয় করেছেন তো??
কেমন আছেন? ভালো থাকুন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন: হুমম।
ভাল আছি। আপনে কেমন আছেন?
মুছে ফেলুন


৩৯. ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: রেজাউর রহমান বলেছেন: অনেক দিন আসেন না এখানে। ভুলে গেলেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

No comments:

Post a Comment