Tuesday, February 24, 2009

'গণেশ দুধ খাচ্ছে তো আমি কী করবো?'

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

শাহী মির্জা ইস্যুতে আমার অবস্থান কী? এইটা ভাবতে গিয়া জ্যোতি বসুর কথা মনে পইড়া গেল। ঠেকাইতে পারলাম না। ১৯৯৯ থেকে ২০০১ সময়ের কথা। কোনো এক দুর্গা পূজার আগে ইনডিয়ার বিভিন্ন স্থানে গণেশ মূর্তি দুধ খাইতে শুরু করলো। এই নিয়া ইনডিয়ান মিডিয়ার মাতামাতি মাতমে পরিণত হইতে সময় লাগলো না। বাংলাদেশের পত্র-পত্রিকাতেও তার ঢেউ আইসা পড়লো। তো, ওই সময় একদিন বিবিসি রেডিও গণেশ মূর্তির দুধ খাওয়া নিয়া বিশেষ একটা প্রতিবেদন প্রচার করছিল। তো প্রতিবেদনের এক পর্যায়ে তারা পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে কথা কইলেন। প্রতিবেদন জিগাইলেন, মি. বসু গণেশ মূর্তির দুধ খাওয়া বিষয়ে আপনার অভিমত কী? মি বসু, এক লাইনে উত্তর দিলেন, গণেশ দুধ খাচ্ছে তো আমি কী করবো?
গনেশ দুধ খাইতেছে তো আমারও করার কিছু নাই।
কথায় বলে, যা জানি না, বুঝি না সেইটা নিয়া তর্ক করলে তর্কের অপলাপ হয়। হ্যাকিং, ক্র্যাকিং বিষয়ে আমার অবস্থা সেইরাম। এই বিষয়ে আমি তর্ক করতে গেলে তর্কের অপলাপ হবে।
শাহী মির্জারে নিয়া চিন্তা করতে গিয়া আমার মধ্যে নৈতিকতার সংকট দেখা দিল। আমি সুগভীর চিন্তায় নিপতিত হইলাম। কিন্তু কোনো উদ্ধারই পাইলাম না। নৈতিক সংকট দেখা দিলে সাবজেকটিভ আলোচনায় অনেক সুবিধা হয়। তাই চিন্তা করলাম, আমার তো কোনো পার্সোনাল ওয়েবসাইট নাই। ফলে, সেইটা হ্যাক হওনেরও সম্ভাবনা নাই। কিন্তু ব্লগ-ম্লগ, ইমেইল যা সামান্য কিছু আছে সেইটা যদি কেউ হ্যাক করে তাইলে আমার কী অবস্থা হইতে পারে? ফাহমিদুল হকের ইমেইল অ্যাড্রেস একবার হ্যাক হইলো। একবার পাভেল পার্থর হইলো। বুঝলাম, হ্যাকিংয়ের সঙ্গে একধরনের অপমান, অস্বস্তি ও বোকা হওনের ভাব কাজ করে। হ্যাকিং, ক্রাকিংয়ের জন্য লোকে কত কত টাকা দিয়া অ্যান্টিভাইরাস পোষে। ফায়ারওয়াল বানায়। আল্লাহর কাছে হাজার শোকর যে, আমারে হ্যাকিংয়ের মধ্যে পড়তে হয় নাই। ধরেন আমার একটা সাইট আছে, আর সেই সাইটটা হ্যাক হইলো। এখন আমার কর্তব্য কী?
আমি কি থানায় ডাইরি করবো? রাবের কাছে যাবো? কার কাছে নালিশ জানাবো?
আমি কি তখন ব্লগে আইসা পোস্ট দিবো কোন বর্বর দেশে বাস করি, যে ওয়েবসাইট হ্যাক হওনের পরও পুলিশ হ্যাকারদের গ্রেফতার করতে পারলো না? আমি কই হা হুতাশ করবো? কেমনে কী?
আর যদি সেই হ্যাকার গ্রেফতার না হয় বা খুশী মনে আমার সাইট ফিরায়া না দেয়। তাইলে আমার ডাটাশাক, লালশাকের অবস্থা কী হবে? আমার যে ক্ষতি হইবে সেইটা কে পূরণ করবে?
শাহী মির্জা রাবের ওয়েবসাইট হ্যাক করছে তো মেলা মানুষ খুশী হইছে। কারণ শাহী মির্জার প্রতি অনুরাগ না রাবের প্রতি রাগ সেইটা বুঝা যায় না। সেইটা বুঝতে হইলে একটা গবেষণা করতে হবে। আমিও খালি হ্যাক করা ওয়েবসাইটার দিকে তাকায়া থাকলাম ফ্যাল ফ্যাল কইরা। দুঃখ সুখ কিছুই মনে আইলো না। কিন্তু মির্জা ধরা খাওয়ার পর মন খারাপ হইলো। বিশেষ কইরা ছবিটা দেখার পর। ভদ্রলোকের ছেলের গায়ে নাম লেইখা ২১ দিছে রাব। এইটা ঠিক না। নাম না লিখলে ভদ্রলোকদের মনে আর দাগা লাগতো না। রাব এইটা বুইঝা উঠতে পারে নাই। কার গায়ে নাম লেখবে আর কার গায়ে লেখবে না এইটা নিয়া একটা নীতিমালা থাকা দরকার।
শাহী মির্জা কিন্তু অলরেডি বীরের সম্মানে ভূষিত হইছে। প্রথম প্রথম সবই ভাল লাগে। প্রথম প্রথম হ্যাকারও ভাল লাগার কথা। আর মির্জার ছবি দেইখা যা বুঝলাম লোকটা অতো খারাপ না। তারে ছাইড়া দেওয়া যাইতে পারে। কারণ তারে ছাইড়া না দিলে, আমাদের তরুণ প্রজন্ম কম্পিউটার নিয়া গবেষণা ছাইড়া দিবে। তাতে দেশের প্রভূত ক্ষতি হইবে। তরুণ প্রজন্মের জন্য কোনো আইআইটি আমরা বানাইতে পারি নাই। কিন্তু তারা নিজেরা একটু শিখতেছে এইটাও তাই বইলা বন্ধ কইরা দিবো? চলুক না। ভালো মন্দ মিলায়া একটা কিছু দাঁড়াইবেই। সেইটাই আমাদের লাভের লাভ।
এখন সিরিয়াস কথায় আসি।
ধরেন, আপনার দরজা খোলা দেইখা আপনের এক প্রতিবেশী ঘরে ঢুকলো। একটা জিনিশ নিয়া নিজের ঘরে রাইখা পরের দিন আইসা কইলো, কোনো জিনিশ হারাইছেন নাকি? পরে জিনিশ ফেরত দিয়া সাবধান হইতে কইলো।
আবার ধরেন তিনি খোলা দরজা দেইখা কিছু না বইলা চইলা গেল। আর ওই দরজা দিয়া আপনার ঘরে ডাকাতি হয়া গেল।
অথবা প্রতিবেশী ঘরে ঢুইকা মালামাল নিজেই সরায়া চাইপা গেল।
আমি বলবো। প্রথম প্রতিবেশীই ভাল। আর শাহী মির্জার প্রথম প্রতিবেশীর কাজটাই করছে। ফলে, রাবের ওয়েবসাইট যারা বানাইছেন তারা একটু লজ্জা পাইলেও ঘটনা বৃহত্তর অর্থে আমাদের উপকারই করছে।
আরেকটা কথা। সিরিয়াস কথা। দেশে আইন-আদালত সবই আছে। তারপরও রাবের বিনাবিচারে 'ক্রশফায়ার' চলতেছে। কারণ আমাদের সমাজের বহু মানুষ মনে করে এইটা ঠিক আছে। আমরা মানবাধিকার, রাষ্ট্র, ন্যায়বিচার এইগুলা কয়া কত কথা কই কিন্তু লাভের লাভ কিছু হয় না। কারণ, সমাজ মনে করে এইটা ঠিক আছে।
এখন শাহী মির্জারেও সমাজ কোনো গুরুতর অপরাধী হিসাবে দেখতেছে না। তারা মনে করে, মির্জারে রাবের ওয়েবসাইটের কাজে লাগানো উচিত। আমার কথা হইলো, সেইটা যদি নাও করেন, অন্তত ছেলেটারে ছাইড়া দেন। পড়াশুনা শেষ হউক। তারপর জাতি তার চাকরি নিয়া চিন্তা করবেআনে। ততোদিনে কত হ্যাকার আইবো! কতজনে সাইট বাঁচানোর জন্য রাবের কাছেই দৌড়াইবো!



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৬৬ টি মন্তব্য
* ৫৩৮ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ৯ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28841566 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪
comment by: বেয়াকুফ বলেছেন: দশ বছরের জেল। চিন্তা করা যায়? রেপ/খুনের আসামীরও তো দশ বছর জেল হয় না।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: সেইটাই তো। আর নাকি এক কুটি টাকা।
২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬
comment by: যীশূ বলেছেন: একমত।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: একই কমেন্ট কয়েকজায়গায় পেস্ট করলাম । অপরাধ মার্জনা করবেন :


একটা নিয়ম দাঁড়িয়ে গেছে বাংলাদেশে , যত বড় অপরাধই যে করুক , আইন তার টিকি টাও ছুঁতে পারবে না । কতটা অরাজক পরিস্থিতি ভাবা যায় ?

হাজারটা অপরাধের পর যুক্ত নতুন মাত্রার অপরাধ হল সাইবার ক্রাইম , অন্তত বাংলাদেশের বেলায় নতুন । এবার কি সেটার বিসমিল্লাহও অপরাধীকে ফুলের মালা দিয়ে বরণ করে শুরু হবে ?

বাংলাদেশের যে পরিস্থিতি , তাতে শাহীর বড় কোন শাস্তি আমি চাই না , কিন্তু একটা দৃষ্টান্ত চাই । সাইবার অপরাধ আগামী কয়েক বছরের মাঝে বাংলাদেশেও বড়ধরণের অপরাধের ক্ষেত্র হয়ে উঠতেই পারে ।

শাহীকে মিডিয়াতে নিষ্পাপ দেখানো হচ্ছে , সেটার সাথে আমি মোটেও একমত না , তার গত দুই বছরের কর্মকান্ডই তার স্বাক্ষ্য দেবে ।

আর তাকে প্রতিভাবান বলতেও আমি রাজি না , তার আগে নিশ্চিত হতে হবে আসলেই সে প্রতিভাবান কিনা । বাংলাদেশে ওয়েবসাইটগুলোর যে সিকিউরিটি , তাতে নেট থেকে হ্যাকিং টিউটোরিয়াল ডাউনলোড করে যে কারও পক্ষেই হ্যাকিং করা অসম্ভব না ।এ
একটা নিয়ম দাঁড়িয়ে গেছে বাংলাদেশে , যত বড় অপরাধই যে করুক , আইন তার টিকি টাও ছুঁতে পারবে না । কতটা অরাজক পরিস্থিতি ভাবা যায় ?

হাজারটা অপরাধের পর যুক্ত নতুন মাত্রার অপরাধ হল সাইবার ক্রাইম , অন্তত বাংলাদেশের বেলায় নতুন । এবার কি সেটার বিসমিল্লাহও অপরাধীকে ফুলের মালা দিয়ে বরণ করে শুরু হবে ?

বাংলাদেশের যে পরিস্থিতি , তাতে শাহীর বড় কোন শাস্তি আমি চাই না , কিন্তু একটা দৃষ্টান্ত চাই । সাইবার অপরাধ আগামী কয়েক বছরের মাঝে বাংলাদেশেও বড়ধরণের অপরাধের ক্ষেত্র হয়ে উঠতেই পারে ।

শাহীকে মিডিয়াতে নিষ্পাপ দেখানো হচ্ছে , সেটার সাথে আমি মোটেও একমত না , তার গত দুই বছরের কর্মকান্ডই তার স্বাক্ষ্য দেবে ।

আর তাকে প্রতিভাবান বলতেও আমি রাজি না , তার আগে নিশ্চিত হতে হবে আসলেই সে প্রতিভাবান কিনা । বাংলাদেশে ওয়েবসাইটগুলোর যে সিকিউরিটি , তাতে নেট থেকে হ্যাকিং টিউটোরিয়াল ডাউনলোড করে যে কারও পক্ষেই হ্যাকিং করা অসম্ভব না ।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: প্রথম প্রথম তো। ঠিক হয়ে যাবে।
৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬
comment by: মদন বলেছেন: একমত
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।
৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: বিতর্ক চলতে পারে , সে কারণে +
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: লংকার রাজা বলেছেন: এইখানে মাইনাস দিল কে বুঝলাম না।পোস্ট ভাল লাগছে।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
ব্লগে আমার জানি দুশমনরা মাইনাস দেয়।
ওদের পক্ষে লিখলেও দেয়।
ওরা মাইনাস না দিলে আমার কেমন কেমন লাগে জানি।
৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: রিফাত হাসান বলেছেন: ভালো বলেছেন, ততোদিনে কত হ্যাকার আইবো! ছেড়ে দেওন উচিত, ভদ্রলোকের ছেলে তো।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: আসলেই। এই একবারের জন্য। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য হলেও শাহী মির্জারে ছাইরা দেন।
৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: নূহান বলেছেন: আপনি বসে মুড়ি খাইতে পারেন অথবা দুই পা তুইলা নাচতেও পারেন ।:)
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: নিউ আইডিয়া। থ্যাংকস এ লট।
৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩
comment by: সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: সম্পূর্ণ লেখাটাই পড়লাম। ভালো লেগেছে।
ধন্যবাদ।

সহমত+
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
১০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪
comment by: জটিল বলেছেন: নূহান বলেছেন: আপনি বসে মুড়ি খাইতে পারেন অথবা দুই পা তুইলা নাচতেও পারেন ।:)
=p~

ভাল লিখেছেন দাদা
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: হ। আসলেই।
১১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫
comment by: নির্বাক সুশীল বলেছেন: আমি মাইনাস দিসি।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: আবার জিগস। সেইটা কওয়া লাগে?
১২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০০
comment by: সীমানাহীন বলেছেন: দশ বছরের জেল।অদ্ভুদ।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: আইনটা রিভিউ করা হউক।
১৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৮
comment by: চন্দন বলেছেন: র‌্যাব এর আইপি সহ ব্যান চাই ।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: র্যাব লেখলেন কেমনে?
শিখান দেখি।
১৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩০
comment by: সজীব মাহমুদ বলেছেন: আমার মনে হয় "দৃষ্টান্ত মূলক" শাস্তির জন্য শাহী উপযুক্ত নয়.....পোষ্ট ভালো লেগেছে,কিন্তু প্লাস দিতে গিয়ে দেখি "আপনি একবার রেটিং দিয়েছেন".....খুব সমস্যায় আছি।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: আমাদের দেশের প্রথম এই হ্যাকাররে নিয়া আইটি মিউজিয়াম গড়ে তোলা হউক। সেইখানে তারে রাখার ব্যবস্থা করা হউক।
মির্জার শাস্তি দেয়ার দরকার নাই।
রেটিং দেয়ার ইচ্ছা প্রকাশ করার জন্য ধন্যবাদ।
১৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
comment by: ভোদাই বলেছেন: মীর্জা তুই ভোদাই সাইজা যা , এইটাই একমাত্র বাচনের পথ।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: হ।
১৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪১
comment by: সৈ ক ত হা বি ব বলেছেন: প্রিয় মাহবুব, লেখাটার জন্য ধন্যবাদ।
এই কাজের জন্য আমাদের আইনে যদি শাহীদের ফাইন হয়, সেটা বোধকরি একটা ফানি ব্যাপার হবে। বরং সংশ্লিষ্টরা তাদের কাজে লাগিয়ে যদি নিজেদের নিরাপত্তাকে আরো নিরাপদ করে তোলেন, তাতে জাতির খানিকটা মঙ্গল হতে পারে।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: হ। আপনারে ফার্স্ট পেজে আনার জন্য কবিদের রক্ত ঝরাতে হলো দেখলাম। আপনাকে দেখে মনে শান্তি পাইলাম।
ধন্যবাদ।
১৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: দেবতা বলেছেন: জনাব মেহরাব শাহরিয়ারের কথাটাও খারাপ নহে
পোষ্ট দাতাও অযৌক্তিক নন।
+
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: হ।
এই নিয়া একটা গল্প আছে।
মনে থাকলে বলবো নে একদিন।
১৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
comment by: ব্রাইট বলেছেন:
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: এইটা আবার কী?
রাবের ওয়েবসাইট কি আপনেই ডেভলপ করছিলেন?
১৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: ব্রাইট বলেছেন:
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: ছবি তো দেখা যায় না।
২০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৭
comment by: ব্রাইট বলেছেন:
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: কী এইটা?
২১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: সৈ ক ত হা বি ব বলেছেন: মাহবুব, কবিদের জন্য তো কবিরাই রক্ত ঝরাবে, গাধারা নিশ্চয়ই নয়?তবে তেমন ঝরল কই?
তো, আপনারে দেখি না ম্যালা দিন। দিনকাল কেমন যাচ্ছে?
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: দেখাহবেশীঘ্রই।
২২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: কমেন্টবাজ বলেছেন: এ্যাজইউজুয়াল, আমরা লাফামু, বক্তিমে ঝাড়ুম, লাগলে হাতাহাতি কৈরা নিজে যে কচু বুঝছি পাব্লিকেরে জোর কৈরা হৈলেও গিলামু, মিডিয়ায় ঝড় উঠবো (ইহা সাময়িক, কয়দিন পরেই ফলোআপ থাকবো না নয়া কোন গরম খবরের পিছনে ছুইটা), চায়ের দোকানে কয়কাপ চা বেশি বিক্রি হৈব আড্ডায়, ব্যাস।

লেখাটা ভালো হৈছে। আসলে আমরা কেউ ঠান্ডা মাথায় নিরপেক্ষতা অবলম্বন করিনা, স্রোতে ভেসে যাই।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১০
comment by: বিবর্তনবাদী বলেছেন: হক কথা।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।
২৪. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০২
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: শাহী মীর্জার শাস্তি আমি চাই না, কিন্তু আই টি নিয়ে যেখানে কোন পলিসি নাই, সেই খানে কোন কিছুই হতে পারে, সমস্যা হলো আই টি পলিসি তৈরী করবে কে? আমরা হ্যাকিং বলতে কি বুঝি? প্রাইভেসী নষ্ট করা এক জিনিস, রাষ্ট্রীয় নিরাপত্তায় আঘাত আরেক জিনিস, আবার সফটয়ার পাইরেসি আরেক জিনিস। আমাদের রাষ্ট্রের আইন প্রণেতারা কি ধরণের আই টি পলিসি তৈরী করবে সেটা অনুমেয়। চাইনিজদের বা রাশিয়ান দের দেখুন, কপিরাইট পাইরেসির ধারে কাছেও ওরা নেই, ওদের কি সমস্যা হচ্ছে?

সফটয়ার কপিরাইট পুঁজিবাদের অস্ত্র, তাই এটাকে সর্বাঙ্গে মেনে নেয়া ঠিক না, আবার আমাদের মত দেশে যারা কাজ করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা দরকার, সে ক্ষেত্রে আমরা দ্বৈত নীতি নিলেই পারি।
পোস্টের জন্য ধন্যবাদ
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: এই নিয়া ডিটেইল কিছু লেখেন না। কপিরাইট নিয়া তো জেরবার হয়া গেলাম।
২৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৯
comment by: ব্রাইট বলেছেন: +
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।
২৬. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
comment by: অ রণ্য বলেছেন: খুব ভাল পোস্ট
এবং লেখাটাও লিখেছেন চমৎকার
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২৭. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: মেহরাবের কমেন্ট ঠিক আছে।

শাহী মির্জা প্রসংগে আমি অন্যত্র লিখেছিলাম:
"হ্যাকার নিয়ে বেশী বাড়াবাড়ি করা উচিত হবে না। বাংলাদেশ মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিম নয় যে আইনের সামান্য ভংগের জন্য কঠোর শাস্তি পাওনা হবে। এই দেশে শীর্ষ সন্ত্রাসী লিয়াকত পর্যন্ত মুক্ত হয়েছে।"

আমি এটা এখনও বিশ্বাস করি। তবে ক্রেডিট কার্ড জালিয়াতিসহ বিভিন্ন সাইবার ক্রাইমের সাথে যেভাবে বাংলাদেশীদের নাম উঠে আসছে, তাতে এ ব্যপারে একেবারে উদাসীন হওয়াটাও উচিত হবে না। হ্যাকাররা পরবর্তী জীবনে যাতে এরকম আর না করে তার জন্য একমাসের জন্য হলেও এদের জেল খাটা উচিত।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: একটা হিন্দি সিনেমা দেখছিলাম, সেইখানে কইছে আপনে যদি খুনের চেষ্টা করেন তাইলে আপনের যাবজ্জীবন। আর যদি গোটাকয় খুন কইরা হাপিস করতে পারেন তাইলে আপনে নিশ্চিত মিনিস্টার।
লঘু পাপে গুরু, আ গুরু পাপে লঘু দণ্ডই আমাদের আইন প্রয়োগের সারবত্তা।
ঠিকই কইছেন। ধন্যবাদ।
২৮. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
comment by: একবাল হুসেন বলেছেন: চোর যেই হোক আর শাস্তি হতে হবে।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: কী শাস্তি কারে দিবেন?
২৯. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
comment by: নিহন বলেছেন: মাহবুব মোর্শেদ ভাইকে , র‌্যাব খুজে । +
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৪

লেখক বলেছেন: ভয় দেখাইলে কিন্তু ভয় পেয়ে যাবো। থ্যাংকস।
৩০. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: কেএসআমীন বলেছেন: মাহবুব মোর্শেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ লেখাটির জন্য। শাহী মির্জা নিয়া কয়েকদিন ধইরাই ভাবতাছি। আমাদের রেব-সেব এর পক্ষে সাইবার অপরাধের ইনটেনসিটি কি পরিমাপ করা সম্ভব? তারাতো ইন্টারনেটের মাধ্যমে ক্রেডিট কার্ড জালিয়াতিকেও ওয়েবসাইট হ্যাকের পর্যায়ে ফেলে দেবে...

আমাদের মহান সংসদের ওয়েবসাইটও হ্যাক হয়েছিল এবং এতে পর্নো সাইটের লিংক দেয়া ছিল। রেব এর সাইটি নিশ্চয়ই হ্যাকের পর এমন অবস্থায় ছিল না।

রেব কর্তৃপক্ষের এ বিষয়ে যত দ্রুত বোধোদয় হবে ততই মঙ্গল...

(বিজয় কী বোর্ডে রেব সঠিকভাবে লিখতে না পারার জন্য দুঃখিত। সেব মানে স্লো এ্যাকশন ব্যাটালিয়ন)
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ আমিন ভাই।
রাব কিন্তু রাপিড কাজ করে। স্লো কথাটা ঠিক না। ২৪ ঘণ্টার মধ্যে ধরছে।
৩১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৮
comment by: তারিক টুকু বলেছেন: ভালো পোস্ট।

রিলেটেড পোস্ট: Click This Link
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: ওইদিনই পড়ছিলাম। ভাল লেগেছিল।
৩২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৪
comment by: কেএসআমীন বলেছেন: স্যাব মানে স্লো এ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের যারা রেব না তারাই স্যাব... হা হা হা...
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩১

লেখক বলেছেন: আমীন ভাই, সিরিয়াস বিষয় নিয়া এইগুলা বলা ঠিক না।
৩৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১২
comment by: ফারহান দাউদ বলেছেন: মেহরাব যা কইসে তারপরে নতুন কিসু বলার নাই।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: হুমমম।

No comments:

Post a Comment