Tuesday, February 24, 2009

ব্লগ দেখে মাথা ব্যথা করতেছে : ধার্মিকতা ও নাস্তিকতার এই ফাঁপড় দেইখা কয়টা কথা কইতে মন চায়, অবশ্যই ভয়ে ভয়ে

০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

১. প্রগতিশীলরা বলেন, ধর্ম নিয়া উচ্চবাচ্য করার কিছু নাই। এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মানলাম। কিন্তু নাস্তিকতাও যে ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, এইটা নিয়াও যে উচ্চবাচ্য করার কিছু নাই। সেইটা কেন তারা বুঝতে পারেন না। সেইটা বুঝি না।
২. নাস্তিকেরা মনে করেন, মানবজাতিরে মুক্ত করার জন্য নাস্তিকতার প্রচার দরকার। আবার ধার্মিকরা মনে করেন, মানবজাতির মুক্তির জন্যই ধর্মপ্র্রচার দরকার। মুক্তির দোহাই দিয়া প্রচারণার শেষ কোথায়?
৩. আমার মতে, নৈরাজ্যবাদী নাস্তিক ও জঙ্গি মোল্লার সংখ্যা সমান। উভয়ে প্যানিক আর গিমিকের দাস। দূর থেকে মনে হয় সংখ্যায় অনেক। কিন্তু কাছে গেলে বুঝা যায় শূন্য কলসি বাজে বেশি।
৪. অন্যের মতাদর্শ বা মতাদর্শের প্রচারকদের খাটো করে যে নাস্তিকতা দাঁড়াতে চায় তা শুধু নিম্নরুচির চিন্তাকেই প্রকাশ করে।
৫. ধর্ম যখন অন্য ধর্ম ও মতাদর্শকে অভিসম্পাত করে, তখনও তা বিদ্বেষ ও হিংসাকেই পথ করে দেয়।
৬. দুনিয়ার চিন্তা যখন অনেক আগায়ে গেছে, তখন আমাদের কিছু ভার্চুয়াল চিন্তাবিদ এখনও ডারউইনের যুগে পইড়া আছে। বিদ্যা অর্জনে আমাদের স্লোনেস সহজে ঘুচবে বইলা মনে হয় না।
৭. নাস্তিকতার সঙ্গে যারা বামপন্থাকে এক কইরা ফেলেন, তারা বুর্জোয়াদের পক্ষে পলিটিক্স করেন। মানুষরে নাস্তিক কইরা কমিউনিজম প্রতিষ্ঠা কোনোদিন সম্ভব না।
৮. কোনোদিনই পৃথিবীর সব মানুষ পুরা নাস্তিক হবে না। আবার কোনোদিনই পৃথিবীর সব মানুষ এক ধর্মের ছাতার তলে আসবে না। ফলে, এই নিয়া যারা বল প্রয়োগের কথা চিন্তা করেন, তাদের থামতে অনুরোধ করাই প্রথম কর্তব্য।






এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ৬৯ টি মন্তব্য
* ৭২৪ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ১২ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28851262 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
comment by: একজন ব্লগার বলেছেন: প্রথমালু বলগেও কি এই জাতীয় ইস্যু নিয়া বাক বিতন্ডা হবে?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: ব্লগাররা করলে হবে।
মুছে ফেলুন


২. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
জনাব, শিরোনামে ...কয়টা 'কথা'র 'কথা' বাদ গেছে ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: থ্যাংকস।
মুছে ফেলুন


৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

একটি সুশীলীয় জরিপ পোস্ট :"সুশীল বলতে আপনি কি বুঝেন ? --লিঙ্কিত পোস্টে আপনার মূল্যবাদ মতামত একান্ত কাম্য ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

একটি সুশীলীয় জরিপ পোস্ট :"সুশীল বলতে আপনি কি বুঝেন ? --লিঙ্কিত পোস্টে আপনার মূল্যবান মতামত একান্ত কাম্য ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: কয়দিন সময় পাই নাই। আইজকা পড়বো।
মুছে ফেলুন


৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: নরকের পাপী বলেছেন: "অন্যের মতাদর্শ বা মতাদর্শের প্রচারকদের খাটো করে যে নাস্তিকতা দাঁড়াতে চায় তা শুধু নিম্নরুচির চিন্তাকেই প্রকাশ করে।" - সহমত।
নাস্তিকদের আস্ফালন দেখে মনে হয় পৃথিবীতে আর কোন ধর্ম নাই, শুধু এক্টাই ধর্ম ইসলাম। ইসলাম ছোট করতে পারাটাই নাস্তিকতার সার্থকতা। এইসব তথাকথিত নাস্তিকদের কখনোও অন্য ধর্ম নিয়ে পোস্ট দিতে দেখিনি। নাস্তিকতার মানে হওয়া উচিত ঈশ্বরের বিপক্ষে অবস্থান। কিন্তু ব্লগের কপি-পেস্ট নাস্তিকদের লাফালাফি দেখে মনে হয় নাস্তিকতের মানে ইসলামের বিপক্ষে অবস্থান। এর একটা কারণও থাকতে পারে। ইসলামের বিপক্ষে লেখা বিভিন্ন ওয়েবসাইটের সহজলভ্যতা, এতে পড়াশুনাটাও করা লাগে না আর ঈসমার্টও হওয়া যায়!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: থ্যাংকস। আপনার পর্যবেক্ষণটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারে কথাটা সত্য হইতে পারে।
মুছে ফেলুন


৬. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ওপরের মন্তব্য দুটি (এই মন্তব্যটি সহ ) মুছে দিতে অনুরোধ করছি ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: স্যরি। মুছে দেওয়ার দরকার আছে?
থাকুক না।
মুছে ফেলুন


৭. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: মোঃ গাউছুল আজম বলেছেন: ভালোই লিখেছেন।তবে এসব লেখা দেখিয়া শুনিয়া আমার মত আম জনতারও মাথা ব্যথা করিতেছে।নাস্তিক আস্তিক বিষয়ক লেখা কিছুদিনের জন্য বন্ধ রাখিলে ব্লগবাসীর কি খুব বেশী অসুবিধা হইবে। মাহবুব ভাই আপনার লেখা যুক্তিপূর্ন।আপনার সাথে একমত।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
মুছে ফেলুন


৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: জটিল বলেছেন: এটা পড়তেও তো মাথা ব্যাথা হবে :|
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: আপনার মাথাব্যথার অনুমান সত্যি হয়েছিল?
মুছে ফেলুন


৯. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: ব্রাইট বলেছেন: ......ফলে, এই নিয়া যারা বল প্রয়োগের কথা চিন্তা করেন, তাদের থামতে অনুরোধ করাই প্রথম কর্তব্য। .....


এইটা কইয়া তো লাভ নাই।

কে জানি কইচিলো.... বাংগালী মশার লাহান ঝাকে ঝাকে বাড়ে কারন কম্পিটিটিভ বাস্তবতার কঠিন জীবনে হেগো একমাত্র বিনোদন হয় রাত্রিবেলায় বউয়ের লগে।

সেই লগে আছে ঘরে বউয়ের ঝাড়ি, পথে ড্রাইভারগো ঝাড়ি, অফিসে বসের ঝাড়ি (বসও বাড়ীতে বউয়ের ঝাড়ি খায়), দোকানে কাস্টমারের ঝাড়ি। এতসব ঝাড়ি খাইতে খাইতে আর কতকাল বাঙগালী মুখ বুইজ্জা থাকবো! সেই সব খাওয়া ঝাড়ি এখন ডায়রিয়ার পাতলা ....খানার মতো ব্লগের ভার্চূয়াল জগতে বাইরাইয়া আইতাছে। তারপর আবার বউয়ের, বসের, আর সবার ঝাড়ি খাওনের লাইগা পেট ফাঁকা কর্তাছে।

বলোগীয় এ সকল বাঙালীর এই বিরল বিনোদনে হাত দেওন আপনের ঠিক না!


তয় +
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। ব্লগীয় বিনোদন বায়তুল মোকাররম পর্যন্ত না পৌঁছাইলেই ভাল।
মুছে ফেলুন


১০. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: নির্বাক সুশীল বলেছেন:
এই হিজড়া নাপিতগুলান ঝামেলা হালকা হওনের পর নানানরকম থিওরি নিয়া বাল কাটতে আসে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: এখন থিকা তোরে জিগাতেই হবে। তুই কেমনে বুঝলি ঝামেলা হালকা হইছে?
মুছে ফেলুন


১১. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
comment by: প্রণব আচার্য্য বলেছেন: ৪. অন্যের মতাদর্শ বা মতাদর্শের প্রচারকদের খাটো করে যে নাস্তিকতা দাঁড়াতে চায় তা শুধু নিম্নরুচির চিন্তাকেই প্রকাশ করে।

পুরোপুরি একমত নয়; তবে যুক্তিহীন ভাবে যেকোন আক্রমনই সমর্থন যোগ্য নয়, এই ক্ষেত্রে সহমত।


৫. ধর্ম যখন অন্য ধর্ম ও মতাদর্শকে অভিসম্পাত করে, তখনও তা বিদ্বেষ ও হিংসাকেই পথ করে দেয়।...

এক ধর্ম সবসমইতো অন্য ধর্মকে খাটো করে... ইনফ্যক্ট পরবর্তি ধর্মতো এসেই পুরোনো ধর্মকে বাতিল ঘোষনা করে; প্রায় সকল ধর্মের মুল বক্তব্য: আমিই এমাত্র সত্য, আর সব মিথ্যা; সব পরিত্যাগ করে আমার দিকে আস; তবে মুক্তি।


সুতরাং ধর্ম সবসমই অন্য ধর্ম ও মতাদর্শকে অভিসম্পাত করে;




জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: ধর্মেরটাই খালি দেখলেন?
মুছে ফেলুন


১২. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২২
comment by: হমপগ্র বলেছেন: আমার মতে, নৈরাজ্যবাদী নাস্তিক ও জঙ্গি মোল্লার সংখ্যা সমান। উভয়ে প্যানিক আর গিমিকের দাস। দূর থেকে মনে হয় সংখ্যায় অনেক। কিন্তু কাছে গেলে বুঝা যায় শূন্য কলসি বাজে বেশি।

আমাকে একটা নৈরাজ্য দেখান যেটা নাস্তিকদের কারণে হয়েছে!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: ইমরোজ,
শুধু একটাই দেখাবো?
মুছে ফেলুন


১৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৩
comment by: মৈথুনানন্দ বলেছেন: ছাড়েন মিঞা, নাস্তিক আস্তিক বাদ দিয়ে আসেন মাস্তিক হই কায়মনোবাক্যে, মাস্তি করি খালি - let's enjoy life!

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: জাস্ট লাইক ইউ? খুব তো মৌজ মাস্তি করতেছেন!
মুছে ফেলুন


১৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৮
comment by: গিয়াস আহমেদ বলেছেন: @ একজন ব্লগারকে বলছি, 'প্রথমালু' কেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: গিয়াস ভাই, এনারা ভঙ্গি দিয়াই যে কোনো উদ্যোগরে ঘায়েল করতে চায়।
মুছে ফেলুন


১৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৮
comment by: বেয়াকুফ বলেছেন: আমার মতে, নৈরাজ্যবাদী নাস্তিক ও জঙ্গি মোল্লার সংখ্যা সমান। উভয়ে প্যানিক আর গিমিকের দাস। দূর থেকে মনে হয় সংখ্যায় অনেক। কিন্তু কাছে গেলে বুঝা যায় শূন্য কলসি বাজে বেশি।
-----------------------------------------------------------------------------
শুন্য কলসি যে বাজে বেশি, সেটাতো আপ্নেরে দেইখাই বুজতে পারতেসি জনাব সুশীল মাহবুব মোর্শেদ। দেখিতো শীর্ষ নাস্তিক/ননবিলিভারস কিচু দেশ আর জঙ্গি মোল্লা দেশগুলার কিচু দেশের নাম? তারপর আপনে আবার একটু কস্ট কইরা কমেন্ট দিয়েন কেমুন?
Population percentage of non-believers
Japan - 64%
Czech Republic - 54%
Germany - 41%
Netherlands-39%
Norway - 31%
Britain - 31%
Australia - 24%
Vietnam - 81%
Canada - 19%

এগুলানের সাথে সাথে তো আমাগো পেয়ারের আফগানিস্তান, পাকিস্তান আর ঈড়ানের নামও উচ্চারিত হয়, তাই না। ইসরে, জঙ্গি নাস্তিকগো কারনে উপরের দ্যাশগুলা এক একটা নরককুন্ড। আমাগো সমস্যা একটাই এই জংগি নাস্তিকপূর্ন দেশগুলাতে যাওয়ার জন্য আমাগো মডারেট মুসলিম বাংলাদেশে এম্বাসীগুলাতে খাড়া লাইন পড়ে। আর পেয়ারের আফগানিস্তান, পাকিস্টান আর ঈড়ানে যাওয়ার কতা উটলে আমাগো গায়ের রোম খাড়া হয়া যায় নাকি জনাব মাহবুব মোর্শেদ? এনিওয়ে, আমি অতিশয় খুশী এই কারনে যে আপনার বিখ্যাত নীল শার্টের পিকচাআর খান রিস্টোর করসেন। জাঝাবাদ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: বেয়াকুফ,
আমি তো শূন্য কলসি বটেই। কিন্তু গ্রাফ দিয়া আলোচনার উদ্যোগ তো আপনের দেখতেছি না। গাইল পাইরা কথা কইলে তো কথা আগাবে না। আপনের ভরা কলসি তো দেখি গালাগালিতে উপচায়া পড়তেছে।
একখান গ্রাফ জোগাড় কইরা তো বইসা আছেন। দুনিয়ায় আস্তিকদের গ্রাফ আছে আপনের কাছে?
মুছে ফেলুন


১৬. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫০
comment by: বেয়াকুফ বলেছেন: View this link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: দেখছি।
মুছে ফেলুন


১৭. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৪
comment by: দৃষ্টির ছায়া বলেছেন:
"হমপগ্র বলেছেন: ....................
আমাকে একটা নৈরাজ্য দেখান যেটা নাস্তিকদের কারণে হয়েছে!"

হমপগ্রের অবগতির জন্য: ইতোমধ্যে নাস্তিক্যবাদের নৈরাজ্যসৃষ্টিকারী একটি দেশের ইতিহাস নির্ভর পোষ্ট এসেছিল, আপনি হয়ত লক্ষ্য করেনি কিংবা এড়িয়ে গেছেন। আপনার জন্য লিংক দিলাম: Click This Link
পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? -মাহিরাহি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: দেশও আবার আস্তিক/নাস্তিক হয় নাকি?
মুছে ফেলুন


১৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৪
comment by: নূহান বলেছেন: মাথা ব্যাথায় টাইগার বাম লাগায়া দেখতে পারেন :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: ভাল বুদ্ধি। থ্যাংকস।
মুছে ফেলুন


১৯. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২০
comment by: মেঘলা মানুষ বলেছেন: @লেখক: সহমত।
লগের পরিবেশ গরম করতে ঐসব পোস্টই ভূমিকা রাখে। আরে ভাই, নাস্তিক নাস্তিকতা প্রচার করে, আর আস্তিক আস্তিকতা প্রচার করে। তারা একবারও ভাবে না, অন্যদের কেন আমার মত হতেই হবে। থাকুক না মানুষ শান্তিতে।

লেখকে ধন্যবাদ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: থ্যাংকস।
মুছে ফেলুন


২০. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৮
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: নাস্তিকতার নামে ফরাসী বিপ্লব যে পরিমান রক্ত ঝড়িয়েছে তা নজিরবিহীন। পোস্টের সাথে সহমত। ধর্ম বিশ্বাসের উপরে জোড় চলে না। বরং অন্যের বিশ্বাসের অধিকারকে মেনে নেয়াই যুক্তিযুক্ত।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: এইটারে বলে একদেশদর্শী উপসংহার। নাস্তিকতার কারণে ফরাসি বিপ্লবে রক্ত ঝরছে?
মুছে ফেলুন


২১. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৮
comment by: নাজনীন খলিল বলেছেন: আস্তিকতা নাস্তিকতা দুইটাই অতি ব্যক্তিগত ব্যাপার।আমার মন থেকে যদি আমি ধর্মকে গ্রহণ বা বর্জন না করতে পারি তবে অন্যের প্রচারে কি আসে যায়?
তবে এসব প্রসঙ্গঁ বাদ দিয়ে আমাকে যা পীড়িত করে তা হলো- ;যে কোন ইস্যুকে নিয়ে অনেকেই দেখি কথাবার্ত্তায় শিষ্টাচারের মাত্রা অতিক্রম করে যান।ব্লগেতো লেখাপড়া জানা ভদ্রলোকেরাই আছেন।শিক্ষিত লোকজনের এসব আচরণ বিস্মিত করে বৈকি!
পরমত সহিষ্ণুতা যেমন কাম্য তেমনি মতামত দেওয়ার ব্যাপারেও ভদ্রজনোচিত শ্লীলতাটুকু কাম্য। যারা এটুকু মানতে রাজী নন তাদের অন্যান্যদের সাথে মতামত বিনিময়ের কোন অধিকার থাকা উচিত নয়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। খুব ভাল লাগলো আপনার মন্তব্যটি।
মুছে ফেলুন


২২. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৩
comment by: বন্ধনহীন বলেছেন:

৬.দুনিয়ার চিন্তা যখন অনেক আগায়ে গেছে, তখন আমাদের কিছু ভার্চুয়াল চিন্তাবিদ এখনও ডারউইনের যুগে পইড়া আছে। বিদ্যা অর্জনে আমাদের স্লোনেস সহজে ঘুচবে বইলা মনে হয় না।

"ডারউইনের যুগের" সমস্যাটা বুঝলাম না! এর সাথে " স্লোনেস"-এর সম্পর্কটাও বুঝি নাই।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: এইটা বুঝতে হলে, নেটে যারা ডারউইন নিয়া লেখেন তাদের লেখা পড়তে হবে। ডারউইনমনাদের সাইটে যাইতে হবে।
মুছে ফেলুন


২৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
comment by: মনজুরুল হক বলেছেন: ভারতবর্ষ দুইখানি পন্ডিত পাইয়াছিল,একখানি জওহরলাল,অন্যখানি শ্রী রাম চন্দ্রন। তৃতীয় খানির সন্ধান লাভে ব্যর্থতা এতক্ষণে কাটিল :পন্ডিত 'মাহবুব মোর্শেদ' লাভে ভারত বর্ষ পূর্ণতা পাইল।


ভাবিতেছি এই পোস্টখানি শ্রী কার্ল পপারের নিকট প্রেরণ করিব,গবেষণা কর্মে সহায়ক হইবে।


এক ভন্ড সাধু রমনী সম্ভোগে ব্যাপ্তকালিন মূঢ় নবীশ প্রশ্ন করিল : গুরু কিয়োদংশে চাঁদ নং ব্যাকা নং ? সাধু রসভঙ্গে বিরক্ত হইয়া ইত্তর করিলেন : যদিচ বেগুনং ব্যাকা নং, সইব চাঁদনং ব্যাকানং !!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: মনজুরুল,
বেশ একটু রস করার চেষ্টা করছেন। কিন্তু আপনের জ্ঞানের ভারে রস শুকায়ে গেছে। আবার ভিজান। নয়তো ব্যাখ্যা কইরা বুঝায়ে দেন।
মুছে ফেলুন


২৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৪
comment by: মনজুরুল হক বলেছেন: **ইত্তর=উত্তর ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৫. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১
comment by: ভূপর্যটক বলেছেন: এই পোষ্ট প্রথম গোল বাধিয়েছে, ধর্মকে "ধার্মিকতা ও নাস্তিকতার" চক্করে ফেলে।

ধর্ম বলতে আস্তিক নাস্তিকের মামলা মনে করা খুবই নিচু মানের চৈতন্য লক্ষণ; কোন ধর্মই আল্লা, গড, ঈশ্বর বলতে একে বস্তু জ্ঞান করার মত সস্তা ধারণা দেয় নাই। নিচু চৈতন্য বললাম একারণে,

১। সাধারণভাবে ধর্ম কী, মানুষের চিন্তা ও দর্শনের সাথে এর সম্পর্ক কী তা না জেনেই এরা একটা তর্ক শুরু করে।
২। দেখা ভিত্তিক বস্তু সংক্রান্ত "বিজ্ঞানের" একটা প্রভাব থেকে এরা আল্লা, গড, ঈশ্বর ইত্যাদি বলতে ধারণাগুলোকে প্রথমে বস্তু জ্ঞান করে নামিয়ে আনে। পরে এই পূর্বানুমানকে সহজেই বস্তু সংক্রান্ত যাবতীয় "বিজ্ঞানের" ধারণা দিয়ে ধরাশায়ী করে বিজয়ের হাসি হাসে। আল্লাকে বস্তু-জ্ঞান করা - এই পূর্বানুমানের উপর দাঁড়িয়ে এযেন বাতাসে তলোয়ার চালানো।
৩। আল্লা, গড, ঈশ্বর ইত্যাদি বলতে ধারণাগুলোকে আপাত এক মনে হলেও এর ব্যাখ্যায় আকাশ পাতাল ফারাক আছে বটে, তবে তা এখন প্রাসঙ্গিক নয়। কথা আপাতত আল্লায় সীমাবদ্ধ রাখি। ইসলাম আল্লা ধারণায় আরও বেশী সর্তক। আল্লাকে বস্তু-জ্ঞান করে "আছে" বলা ইসলামের মূল দার্শনিক ভাবনার থেকে সরে যাওয়া। ধর্মীয় উপলব্দিতে যাকে শেরেকী বলা হয়ে থাকে। দর্শনের পর্যালোচনার দিক থেকে যা ভূল চিন্তা, ইসলামের দার্শনিক কৃতিত্ত্ব উপলব্দি করার ব্যর্থতা। শেরেকী বলাতে কারও মার মার কাটকাট হবার দরকার নাই। ঐ শ্রমটা শেরেকী কেন বলছে তা বুঝার কাজে ব্যয় করতে হবে। আমরা ইসলাম মানি না মানি, কেন বলেছে এটা জানতে তো অসুবিধা নাই। জানলে মানা না মানা সবার পরস্পরকে বুঝতে সুবিধা হবে। যেটা এখন সবচেয়ে বেশী দরকার, আস্তিক নাস্তিকের হালকা কূটতর্ক থেকে সবার বের হয়ে আসার পথ।
৪। আস্তিক নাস্তিকের কথার পিঠে "বিশ্বাস" খুবই চালু শব্দের একটা। প্রচলিত অর্থে আমরা আল্লায় বিশ্বাস করার কথা শুনি বটে; তবে ইসলাম ধর্মপ্রাণদের আল্লায় "ঈমান' আনতে বলেছেন। বিশ্বাসে ইসলামের আগ্রহ নাই কেন, সেটার দার্শনিক ভুমিকা ও তাৎপর্য আমরা ইসলাম মানি না মানি, বুঝতে পারলে ধর্মপ্রাণ বা সাধারণ মানুষকে বুঝার সুবিধা পাব। যে ধর্মপ্রাণ আর যার ধর্মে আস্হা নাই উভয়েই কাছে আসতে পারবে। মাঝখানে ধর্মের ব্যবসায়ী কেউ থাকলে তাঁর ভাত মরবে।

আমার আকুতিটা হলো, আস্তিক নাস্তিকের কুতর্ক থেকে আমরা সবাই বের হয়ে আসি। ধর্ম নিয়ে একটা সুস্হ ডায়লগের, ডিসকোর্সের ধর্মীয় নয়, দার্শনিক-রাজনৈতিক শক্তিশালী জায়গা বের করি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ। পুরাটা বুঝে উঠতে পারি নাই। তবে বুঝার চেষ্টা করতেছি।
মুছে ফেলুন


২৬. ০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২১
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: হুমম ...

``এই পোষ্ট প্রথম গোল বাধিয়েছে, ধর্মকে "ধার্মিকতা ও নাস্তিকতার" চক্করে ফেলে।''

কিন্তু এই গোল বাধানোর দায় পোস্টদাতার নয়। ধর্ম বনাম ধর্মতত্বের তর্ক এই দেশে খুব পুরনো নয়। সুতরাং এই `চক্করে' পড়ার সম্ভাবনা বেশিই বটে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আরজু,
রিলিজিওন ও থিয়োলজির পার্থক্যটা সহজভাবে আমারে বুঝাইতে পারেন?
এইটা আমি একটু কঠিনভাবে বুঝি। আপনে সহজভাবে বুঝান। ভূ পর্যটকের লগে পরে আলাপ করুম।
মুছে ফেলুন


২৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩
comment by: ত্রিভুজ বলেছেন: হুমমম.......
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: তাই না?
মুছে ফেলুন


২৮. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৫
comment by: বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
সর্বমোট হিট
১৮৭৮৪৬
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আমার পোস্ট কেউ পছন্দ করে না। তাই পড়েও না।
মুছে ফেলুন


২৯. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬
comment by: মদন বলেছেন: +
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: থ্যাংকস।
মুছে ফেলুন


৩০. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭
comment by: ব্রাইট বলেছেন: পুস্টাইয়া গায়েব, হৈলোকি?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: যাবো আর কই?
ব্যস্ত আছিলাম।
মুছে ফেলুন


৩১. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:১৮
comment by: নাসিমূল আহসান বলেছেন:
ভিন্ন আলোচনা : আশা করি বিরক্তির উৎপাদন হবে না।



মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ। মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ
' মিডিয়া : পাঠ ও আলোচনা '-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি।
ভালো থাকবেন । শারদীয় শুভেচ্ছা।

লিংক : "মিডিয়া : পাঠ ও আলোচনা"

http://www.somewhereinblog.net/group/mediapoa


জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: আজকে পড়বোনে।
মুছে ফেলুন


৩২. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৩
comment by: কোলাহল বলেছেন: কথা খারাপ বলেননি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: হুমমমমমমমমমমমম।
মুছে ফেলুন


৩৩. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪১
comment by: জাতেমাতাল বলেছেন: ধর্ম নিয়ে একটা দার্শনিক-রাজনৈতিক আলোচনায় বেশ আগ্রহ বোধ করছি......।
ভূপর্যটক, শুরু করবেন নাকি? দেখা যাক ধর্মের ব্যবসায়ীদের ভাত আমরা মারতে পারি কিনা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: ধর্ম বিষয়ে ইতিবাচক ধারণা পোষণকারী বুদ্ধিজীবী, এবং এ বিষয়ে নেতিবাচক ধারণাকারী নাস্তিক কোনোদিনই ধর্মব্যবসায়ীদের ভাত মারতে পারবে না।
এইটা শুধু যুক্তি ও বুদ্ধির খেলা না। এইটার সঙ্গে শ্রেণী, ইতিহাস, সংস্কৃতি সহ সবকিছুই জড়িত। বুদ্ধিজীবীরা শুধু বিষয়টাকে পড়তেই চেষ্টা করবে। পুরা পইড়া উঠতে পারবে না।
মুছে ফেলুন


৩৪. ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: "এইটারে বলে একদেশদর্শী উপসংহার। নাস্তিকতার কারণে ফরাসি বিপ্লবে রক্ত ঝরছে?"

ফরাসী বিপ্লবে আদর্শকে উপেক্ষা করা যায় না। ঠিক আছে, সময় পেলে এ বিষয়ে না হয় কিছু তথ্য দেয়া যাবে। অবশ্য সময় বড় কঠিন জিনিস।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: অপেক্ষায় রইলাম।
মুছে ফেলুন


৩৫. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: তেমন উপাদেয় হয় নাই ... আরিক্টু উপাদেয় হইতে পারতো ।

৪. অন্যের মতাদর্শ বা মতাদর্শের প্রচারকদের খাটো করে যে নাস্তিকতা দাঁড়াতে চায় তা শুধু নিম্নরুচির চিন্তাকেই প্রকাশ করে। .... এইটা ভালো পয়েন্ট ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: হ। লবণ কম পড়ছে।

ধন্যবাদ।
মুছে ফেলুন


৩৬. ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: রেজাউর রহমান বলেছেন: অনেক দিন আসেন না এখানে। ভুলে গেলেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

No comments:

Post a Comment