Tuesday, February 24, 2009

আওয়ামী লীগের জয়, বিএনপির পরাজয় : শুধু জানলে হবে না, বুঝতেও হবে

৩০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

গভীর রাত পর্যন্ত ভোটের রেজাল্ট দেইখা কালকে একটা শান্তির ঘুম দিলাম। জানলাম আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্টতা পাইছে। বিএনপি এরশাদের সমান আসন পাইছে। জামাত প্রায় হাওয়া হয়ে গেছে। যুক্তফ্রন্ট, কিংস পার্টিগুলার খবর নাই। তরুণ ও নারী ভোটাররা এইবার নীতিনির্ধারণী ভূমিকা নিছে। ভোটব্যাংকের হিসাব কাজে আসে নাই। বিভিন্ন টিভি চ্যানেলে বিশ্লেষকদের চেহারা দেইখা বুঝলাম টকশোয়ে অভ্যস্ত লোকেরা এইটা বুঝানোর ক্ষমতা রাখে না। গভীর রাইতে দেখলাম আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের ভিড় বাড়তেছে। তারা বেশ আলোচনা করতেছেন।
সকালে ঘুম থেকে উঠে লেটেস্ট ফল দেখলাম। কবি এখানে কী বুঝাইতে চাইছেন? ভাবতে থাকলাম। মানে জাতি এইখানে কী বুঝাইতে চাইলো? সারাদিন চিন্তা কইরা বুঝতে পারলাম না।
এখন সন্ধ্যা ঘনায়ে আসছে। না বুইঝা শেষে একটা পোস্ট দেওয়ার সিদ্ধান্ত নিলাম।
আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এইটা আমরা সবাই জানতাম। কিন্তু এইভাবে আসবে সেইটা কল্পনা করি নাই। রাষ্ট্রপরিচালায় যাদের বর্তমান ও ভবিষ্যত স্বার্থ আছে তারা সবাই মনে প্রাণে চাইছে আওয়ামী লীগ আসুক। তারমানে এই না যে, আওয়ামী লীগরে জিতানোর জন্য তারা অসৎ পন্থা নিছিল। ভোট ভাল হইছে। আওয়ামী লীগ ভোট পাইয়াই জিতছে।
কিন্তু এটাও ঠিক যে, বাংলাদেশে যাদের ব্যবসা আছে। নিহিত স্বার্থ আছে। নিরাপদ এক্সিট প্লান আছে। যারা প্রতিহিংসার ভয়ে ভীত আছিলেন তারা সবাই আওয়ামী লীগের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন।
আল্লাহ এই বৈষয়কি স্বার্থের কাণ্ডারীদের দোয়া কবুল করছেন।
মিডিয়ার একটা বড় অংশ চাইছে আওয়ামী লীগ আসুক। আল্লাহ তাদের দোয়াও কবুল করছেন।
জনগণের সরাসরি কোনো নিহিত স্বার্থ বা পিঠ বাঁচানোর ব্যাপার আছিল না। তারা তো আওয়ামী লীগকে আরও কম ভোট দিতে পারতো। দিল না কেন?
তবে কি তাদেরও কোনো বৈষয়িক স্বার্থ আছে?
আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পরদিন থিকা তারা ১২ টাকায় চাল, ৬০ টাকায় সয়াবিন আর ৪০ টাকায় পেট্রল কিনতে চায়? রাস্তা দিয়া নিরাপদে হাঁটতে চায়? দখল, দুর্নীতি থিকা মুক্তি পাইতে চায়? ছেলে মেয়ের জন্য চাকরি পাইতে চায়?
চায়। অবশ্যই চায়।
কিন্তু তারা কি জানে না, এইগুলা সম্ভব না। তাদের এই স্বার্থ পূরণ করার শক্তি আওয়ামী লীগের নাই। জানে। পাবলিক ঘাস খায় না। তারা জানে।
তাইলে? কেন এই বৃথা আশা?
অল্প কিছু লোক দাম কমানোর কথায় বিশ্বাস করলেও বাকীরা ঠিকই জানে শান্তি পাবে না পাবে না পাবে না।
তাইলে?
কারণ,
মানুষ ভোট দিছে মাননীয় খালেদা জিয়ার তিনপুত্রের বিরুদ্ধে। দুর্নীতি, দলীয়করণ ও জঙ্গীত্ব তার এই তিন সন্তান।
মানুষ খালেদা হাসিনার দুর্নীতির কথা বিশ্বাস করে কি না জানি না। কিন্তু তারা মনে করে তারেক রহমান ও আরাফাত রহমান দুর্নীতি করেছে।
তারা বিশ্বাস করে বিএনপি ক্ষমতাকে পর্যন্ত দলীয়করণ করেছিল। তাদের কারণেই দেশ রাজনীতি ছাড়া হয়ে দুই বছরের জরুরি অবস্থার মধ্যে পড়েছিল।
তারা বিশ্বাস করে ৪ দলীয় জোট সরকার প্রত্যক্ষভাবে বাংলাভাই শেখ আবদুর রহমানদের লাই দিয়েছিল। যারা শেখ হাসিনাকে হত্যার উদ্যোগ সহ বিভিন্নভাবে নাগরিকদের মনে ভীতি সঞ্চার করে তাদের তটস্থ করে রেখেছিল দীর্ঘসময়।
কারণ,
মানুষ ধর্মের বাড়াবাড়ির বিরুদ্ধে ভোট দিছে। উগ্র ইসলামী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। তারা ব্লাসফেমি চায় না বলেও ভোট দিছে। তারা একটা অগ্রসর বাংলাদেশ চায়। স্বাধীনতাবিরোধীদের বিচার চায়। বিপুল সংখ্যক তরুণ ভোটার বিশ্বাস করে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করবে। যদিও তাদের সে বিশ্বাস ঠিক নয়। আওয়ামী লীগের অন্যতম শরিক এরশাদ ব্লাসফেমি আইন করতে চায়। উগ্র ইসলামী রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ আদতে কোনো পদক্ষেপ নিতে পারবে না।
আওয়ামী লীগ যা পারবে তা হলো, আমেরিকার সন্ত্রাস বিরোধী যুদ্ধকে ঘরে টেনে আনবে। পাকিস্তান ও ইনডিয়ার অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যারা আমেরিকার যুদ্ধকে নিজের যুদ্ধ মনে করেছে তারাই নিজেদের ঘর অরক্ষিত করে তুলেছে। ফলে, আওয়ামী লীগ বাংলাদেশের জঙ্গীত্ব বাংলাদেশের মতো করেই প্রতিরোধ করুক। আমেরিকার মতো করে নয়। এইটা হবে আমাদের আশা।
আওয়ামী লীগ যা করতে পারবে তা হলো, সশস্ত্রবাহিনীর স্বায়ত্তশাসন। সেটি হলে হলে পৃথিবীর প্রথম দেশ হিসাবে বাংলাদেশ ইতিহাসে নাম লেখাতে পারবে যেখানে বিচারবিভাগের মতো সশস্ত্র বাহিনী স্বায়ত্তশাসন ভোগ করবে।
আওয়ামী লীগকে মানুষ ভোট দিছে কারণ তারা রাজনীতির প্রত্যাবর্তন চায়। তারা মনে করে দেশের বড় চেয়ে ঐতিহ্যবাহী দল হিসাবে আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতির পুররুদ্ধার হোক। ১৯৭১ সালের পর আওয়ামী লীগ নিজেই বাকশাল করে সে পথ রুদ্ধ করেছিল। ২০০৮ সালে মানুষই তাকে 'বাকশাল' গঠন করে দিয়ে সংসদে পাঠিয়েছে। এবার এই নিরঙ্কুশ ক্ষমতা ইতিবাচকভাবে কাজে লাগাতে না পারলে বুঝতে হবে বাংলাদেশের মানুষ ও আওয়ামী লীগ উভয়ের ভাগ্যই খারাপ।
মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে তার অতীত দেখে নয়। ভবিষ্যতের স্বপ্ন দেখে। দিন বদলের প্রত্যয় দেখে। কিন্তু আওয়ামী লীগ দিন বদলাবে কি না জানি না। কিন্তু খুব সহজেই অতীতের বাসিন্দা হয়ে যেতে পারে। বিশেষণের বন্যায় অতীত কীর্তিকে বর্তমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারে।
তারা মনে করতে পারে ১৯৭১ সালের কারণে মানুষ তাদের ভোট দিয়েছে। ১৯৭১ অবশ্যই কারণ। কারণটা অতীতের নয়, ভবিষ্যত প্রত্যাশার। সেটা হলো যুদ্ধাপরাধীদের বিচার।
কিন্তু অনেকেই জানেন মানুষ আওয়ামী লীগেকে ভোট দিয়েছে নিকট অতীতের শাসনের কথা মনে করে। তারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা ড্রয়িংরুম রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা বিএনপির বিরুদ্ধে ভোট দিয়েছে। জামাতের বিরুদ্ধে ভোট দিয়েছে।
আওয়ামী লীগের শাসনাধীনে যারা একবার কাটিয়েছেন যা খুব ভাল জানেন আওয়ামী রাজনীতির আশঙ্কার দিকগুলোর কথা। কিন্তু এবার তা না হোক সেটাই আমাদের প্রত্যাশা। ফাও ফাও। কারণ ইতিমধ্যেই দখলদারিত্ব শুরু হয়ে গেছে।
.........................................
শেষে আমার একটা দুঃখের কথা। ভোট হইলো। একদল হারলো। একদল জিতলো। কিন্তু গতকাল বিকালের পর কারো মুখ দেখলাম না।
মাননীয় শেখ হাসিনা ও মাননীয় খালেদা জিয়া উভয়েই কি ক্লান্ত?




প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ১৭ টি মন্তব্য
* ৩১১ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28890554 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০১
comment by: লীনা দিলরূবা বলেছেন: ভাল লিখেছেন। +
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০১
comment by: পাই বলেছেন: প্রথম আলো ব্লগে একটু আগে "দখল দারী রাজনীতি" নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম।
মুছে দিয়েছেন কেন জানতে চাই।
জবাব দিন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ব্যপক জ্ঞানী পুস্ট
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৪
comment by: পাই বলেছেন: শিবিরের দালাল জবাব দে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৮
comment by: নাজনীন খলিল বলেছেন: ১৯৭১ অবশ্যই কারণ। কারণটা অতীতের নয়, ভবিষ্যত প্রত্যাশার। সেটা হলো যুদ্ধাপরাধীদের বিচার।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৪
comment by: কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: আমরা প্রত্যাশা করি আওয়ামী দখলমুক্ত হোক আমাদের সম্পত্তি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৫
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা দিয়ে পাঠানোর ইচ্ছা আমার ধারণা খুব কম ভোটারেরই ছিল। এবার প্রায় দু'কোটি নতুন ভোটার। যারা স্মরণকালে বিএনপি আর তারেক জিয়ার কাজকর্ম দেখেছে। যাদের প্রায় সবার কাছেই যুদ্ধাপরাধী গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। স্বল্প আয়ের মানুষদের নিত্যপ্রয়োজনী দ্রব্য কিনতে নাভিস্বাস উঠেছে। কারণ তো কম ছিল না এ শোচনীয় পরাজয়ের

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৫
comment by: গোলন্দাজ বলেছেন: খালেদা ঘুম দিচে...।র হাসিনা মন্ত্রি পরিষদ লয়া বেস্ত......

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২০
comment by: আমার জন্য লেখা বলেছেন: আলু বলগ আর ৪ দলের ভরা ডুবির কারণ এক;
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১০. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৮
comment by: কিরিটি রায় বলেছেন: কিন্তু এবার তা না হোক সেটাই আমাদের প্রত্যাশা। ফাও ফাও। কারণ ইতিমধ্যেই দখলদারিত্ব শুরু হয়ে গেছে।

তবে, কোথায় যাবে আইজদ্দিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১১. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৭
comment by: লুকার বলেছেন:

মামোভাই,

আপনের প্রতি কয়খান প্রশ্ন:

১) প্রথম আলো ব্লগে কি রাজাকারদের রাজাকার কওয়া যায়?
২) মোবাইল কোম্পানীর সমালোচনা করা যায়?
৩) প্রথম আলো ব্লগের মডারেটর প্যানেলে কোন রাজাকার রাখা হইছে?
৪) ঐখানে ত্রিভুজের ভূমিকা কি?
৫) ঐটা কি খবরের কাগজের ব্লগ হইছে?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৭
comment by: কোবরা বলেছেন: আগে আপনে পোস্ট দিলে ঝাকে ঝাকে ছাগু আইসা আপনারে প্লাস দিতো এই বার আওয়ামী লীগ ক্ষমতার আইসা সেই চান্স টা বন্ধ হইয়া গেলো আপনার আফসুস!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৫
comment by: বাতি বলেছেন: প্রথম আলো ব্লগের এই পোস্ট টা পড়ুন।
Click This Link
মনেতো হইল নির্বাচন ফেয়ার হয়নাই, দেশের মানুষ ও এই নির্বাচন মাইনা নিবেনা। সিভিল ওয়ারের ও চান্স আছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৫
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার জন্য লেখা বলেছেন: আলু বলগ আর ৪ দলের ভরা ডুবির কারণ এক;
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৯
comment by: রাজর্ষী বলেছেন: ভালো কিছু কথার পাশাপাশি কিছু ভুল ধারনাও দেখতে পাচ্ছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১
comment by: সাজেদ বলেছেন: ভাল হইছে +
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৬
comment by: ত্রিভুজ বলেছেন: ভাল বলেছেন....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

No comments:

Post a Comment