Monday, March 2, 2009

হাসিনা মান জায়েগি : বাংলাদেশের চিকিৎসা রাজনীতির শুভ লক্ষণ

১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৯
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

অসুস্থ সেক্রেটারির স্বাস্থ্য নিয়া যেদিন স্বয়ং আইজি প্রিজনই উদ্বেগ ব্যক্ত করলেন সেইদিনই বুঝেছি, জলিল সাহেব এ যাত্রা ভাল চিকিৎসা পাইবেন। ওনার কুষ্ঠিতে বিদেশ গমন শুভ। কিন্তু দেশের জন্য, সরকারের জন্য আর বৃহত্তর শক্তির কল্যাণের জন্য জলিলের মতো মরণাপন্ন রোগীদের নয়, বিদেশ যাওয়া দরকার কানে সমস্যা, পায়ে সমস্যা এমন রোগীদের। যারা যুগের পর যুগ এদেশ শাসন করবেন, আল্লা না করুক তারা কেউ অন্ধ খোঁড়া বা বধির হয়ে যান। কিংবা তাদের পরিবারের কেউ তেমন ভাগ্য বরণ করুক।
গতবার হাসিনা যখন বিদেশ গেলেন, বইলা গেলেন এই সরকারের সকল কিছু তিনি ক্ষমতায় গেলে বৈধতা দিয়া দেবেন। তিনি সব মেনেই নিয়েছিলেন। কিন্তু বিদেশ গিয়া যে কী হইলো। খালি সরকারের বিরোধিতা করতে শুরু করলেন। ফলে, দেশে আসতে কষ্ট হইলো। তিনি মরি-বাঁচি যা হয়, দেশ বাঁচাতে আইলেন। খালেদা জিয়ার পায়ের চিকিৎসাও আর হইলো না।
এইভাবে দিন যায়। দেশনেত্রী ও জননেত্রী দুই জনেই এখন জেলে। এখন একজন হাসপাতালে। এতদিন পর দেশের চাইতে আবার কানই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতি তো আর ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে ঠসা হিসেবে মেনে নিতে পারে না। তাই যতদিন কান ঠিক না হয়, আর যতদিন বেনজির ভুট্টোর মতো সঠিক মন্ত্রণা কানে নিয়া তিনি দেশে ফিরতে না পারেন ততোদিন তার কানের চিকিৎসা বিদেশে মানে যুক্তরাষ্ট্রেই হউক।
আমার ধারণা এইবার, হাসিনা মান জায়েগি। হাসিনা মেনে নিবেন বলে অনুমান করি।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৬৯ টি মন্তব্য
* ৫৬৯ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ১৪ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28778571 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৯
comment by: রাকিব বলেছেন: দেখা যাক..
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: হ। দেখা যাক।
২. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: উনার কানের সমস্যাটা কি? ... কোন যন্ত্রের অভাবে দেশে চিকিৎসা সম্ভব না ... নাকি সেরম বিশেষজ্ঞ দেশে নাই? ... কেউ ক্লিয়ার কইরা কিছু কয়না, খালি বায়বীয় কথা কয়, "অবস্থা সংকটাপন্ন" ...

বুঝলামনা, দেশে যেখানে খুব উঁচুমানের সার্জারী আর অন্যান্য চিকিৎসা হচ্ছে, সেখানে কানের কি সমস্যার চিকিৎসা সম্ভব না ... আমি মেডিকেল লাইনের না ... কেউ বুঝাইয়া দিলে ভালো হইত
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: জাতির জনকের কন্যা শেখ হাসিনার কান গবেষণা ইন্সটিটিউট নামে একটা প্রতিষ্ঠান খোলা যায়।
৩. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৪
comment by: অপর মানব বলেছেন: হু
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: হু।
৪. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৬
comment by: মোহাম্মদ বলেছেন:
জ্বিনের বাদশা বলেছেন: "... কেউ ক্লিয়ার কইরা কিছু কয়না, খালি
বায়বীয় কথা কয়, "অবস্থা সংকটাপন্ন" ..."
হুম...........
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: হুম।
৫. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৭
comment by: নতুন বলেছেন: ... আমি মেডিকেল লাইনের না ... কেউ বুঝাইয়া দিলে ভালো হই"


-- আমাদের দেশের চিকিৎসা হইলো... পাবলিকের জন্য... রাজা বাদশাহ দের জন্য নয়.... তাই.. আমাদের দেশের রাজা/বাদশাদের চিকিৎসা এখানে সম্ভবনয়...
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: ওনাদের চিকিৎসা বিদেশের ডাক্তাররা করে তারপর নীতি নির্ধারকরা করে। তাই জন্যে এই ব্যবস্থা। পাবলিক কি দেশ চালায় নিকি?
৬. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১২
comment by: সমালোচনাকারী বলেছেন: অসাধারন হৈচে মুশেদ ভাইয়া!
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: অসাধারণ হইছে সমা আপু।
৭. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১৩
comment by: মাঠশালা বলেছেন: যতদিন বেনজির ভুট্টোর মতো সঠিক মন্ত্রণা কানে নিয়া তিনি দেশে ফিরতে না পারেন ততোদিন তার কানের চিকিৎসা বিদেশে মানে যুক্তরাষ্ট্রেই হউক।
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: তবে তাই হোক।
৮. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১৭
comment by: সত্যসন্ধান বলেছেন: কই যামু - আগে পাবলিকের টা চুরি চাদাবাজি করইরা খাইতো - এখন পাবলিকেরটাই সরকারের মাধ্যমে হালাল কইরা খাইবো।
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: চুরি কিন্তু এখনও প্রমাণিত হয় নাই। মামলা ঝুলিতেছে।
৯. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২০
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: বিষয়টা পছন্দ হয় নাই!
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: অপছন্দ জানানোর জন্য ধন্যবাদ।
১০. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৮
comment by: তীর্যক বলেছেন: আমি এতদিন বুঝতাম কানের চেয়ে মুখটা বেশী গুরুত্বপূর্ন, তাই মনে মনে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতাম এ জন্য যে, গ্রেনেড় হামলায় এই সাবেক প্রধানমন্ত্রীর মুখটা ক্ষতিগ্রস্থ হয়নি, যদি হতো তবে সমগ্র দেশবাসী তার মুখ নিসৃত অমৃতসুধা হতে বঞ্চিত হতো।

আজ, মাহবুব সাহেবের লেখা পড়ে আমার অজ্ঞতা দুর হলো, আসলেই তো আল্লাহর দেয়া কান, মুখ, চোখ কোনটাই কম গুরুত্বপূর্ন নয়, অন্ততঃ এই জাতীয় নেত্রীর ক্ষেত্রে আরো বেশী সত্য। কেননা সময়ে অসময়ে জাতীয় স্বার্থে, জনগনের স্বার্থে এই নেত্রীকে বিদেশী প্রভূদের প্রেসক্রিপশন আনতে, দেনদরবার করতে হর হামেশাই বিদেশে যেতে হয়। দেশের অচ্ছুত অকৃতজ্ঞ জনগনের প্রতি তার বিশ্বাস আস্থা উবে গেছে সেই ১৯৭৫ সাল থেকেই, যেমন তার আস্থা নেই দেশীয় কোন হাসপাতাল, ডাক্তার বা প্রতিষ্ঠানের প্রতি, তবুও এ যাবত দেশের জনগনকে তার সেবা হতে তিনি বঞ্চিত করেননি।

সুতারাং এহেন দেশদরদী, মানবতাবাদি গননেত্রীর কান যদি ক্ষতিগ্রস্থ হয় তবে বলতে হবে এ জাতীর ভবিষ্যত ঘোর তিমিরাচ্ছন্ন, তাই জাতীয় স্বার্থেই তার কানের চিকিৎসা হওয়া জরুরী।
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: হ।
কানের চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশ পাঠানো হউক।
১১. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৯
comment by: ফারহান দাউদ বলেছেন: ক্ষমতায় গেলেই সব ঠসা হয়া যায়,নতুন কিসু না।
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: উনি গ্রেনেড হামলার শিকার হইছেন ক্ষমতাহীন অবস্থায়। মনে আছে?
১২. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১০
comment by: কিরিটি রায় বলেছেন: এইবার, হাসিনা মান জায়েগি।

লেখক বলেছেন: জাতির জনকের কন্যা শেখ হাসিনার কান গবেষণা ইন্সটিটিউট নামে একটা প্রতিষ্ঠান খোলা যায়।

+++
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।
১৩. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১২
comment by: ভালো-মানুষ বলেছেন:
জ্বিনের বাদশার সাথে সহমত - কেউ পরিষ্কার করে কিছু বলছে না।

আসল কথা হচ্ছে চিকিতসা হওয়া না হওয়া নিয়ে। দেশে যদি চিকিতসা সম্ভব হয় তবে বিদেশে যাওয়ার কথা হাস্যকর আর যদি না হয় তবে বিদেশে যেতে দিতে সরকারের আপত্তিও অন্যায়। জেলকোডের কথা বলে বলেও শেষ পর্যন্ত জলিলকে বিদেশে পাঠানো হলো। কেন? দেশে কি তার চিকিতসা হতো না? জেলকোড কি তাহলে এক্ষন অন্য বিধান দিচ্ছে? উত্তর হচ্ছে - এসব কিছুই সমস্যা না, অন্য কিছু। এই অন্য কিছুটার ব্যাপারেই সবাই চিন্তিত। জনগনের অধিকার আছে সরকারের অবস্থান জানার, যা সরকার ধোয়াটে করে রেখেছে।

আপনার লেখায় মূল প্রসঙ্গের বাইরে অহেতুক হাসিনা বিরোধিতা প্রকাশ পাচ্ছে তাই মাইনাস দিলাম।
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: যুক্তি সহকারে মাইনাস দেয়ার জন্য ধন্যবাদ।
১৪. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: হিডেন স্ট্রিট বলেছেন: আপনার লেখায় মূল প্রসঙ্গের বাইরে অহেতুক হাসিনা বিরোধিতা প্রকাশ পাচ্ছে তাই মাইনাস দিলাম।

ভালো-মানুষ এর সাথে একমত।
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: হাসিনা বিরোধিতা কই দেখলেন? আওয়ামী লীগও চাইতেছে যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা হউক। আমিও চাইতেছি। হাসিনার বিরোধিতা কই দেখলেন?
১৫. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: হিডেন স্ট্রিট বলেছেন: আতেল রা যাই বলুক না কেন একটা কথা মনে রাখবেন এখনো মন্দের ভালো হিসেবে এই হাসিনা ছাড়া কেউ নাই। বেচারীর কিছু হলে পরে পস্তাবেন।এখন যতোই আতেল রা চামচামী করুক না কেন!@মম
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: কেন সজীব ওয়াজেদ জয় আছে না?
১৬. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: স্রোত বলেছেন: হউক
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: হ। হউক।
১৭. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৫
comment by: তীর্যক বলেছেন:
হিঃষ্ট্রিঃ ঠিকই বলেছেন, হাসিনা এ শতাব্দির শ্রেষ্ঠ রাস্ট্রনায়ক, তার বুলি-বচন, ডজন খানেক ডিগ্রী আর বহুবিদ জনসেবার কাছে অন্যরা নস্যি, তাঁর তুলনা তিনি নিজেই, আমাদের একমাত্র দেশরত্ন।
১৮. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪০
comment by: হিডেন স্ট্রিট বলেছেন: @তীর্যক , আপনি যা বলেছেন আমি তা বলি নাই। আপনার যদি হাসিনা কে মন্দের ভালো স্বিকার করতে কষ্ট হয় , তাইলে আমি সরি। রিয়েলী সরি টু ফারদার টক উইথ ইউ।
১৯. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৩
comment by: তীর্যক বলেছেন: আমি মন্দের ভাল বলছিনা, আমি শ্রেস্ঠ বলছি। আপনিই বলুন, তার বুলি-বচন, ডজন খানেক ডিগ্রী আর সব কিছুতে গোঁ ধরার কাছে অন্যরা নস্যি না?

তাই বলছি, তিনি আমাদের দেশরত্ন, আমাদের গড় মাদার, আমাদের আশ্রয়।
২০. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: না না না কানের চিকিৎসা তার করাতেই হবে। বেগমের চুল চিকিৎসার মত। শুনলাম তিনিও আবদার করতাছেন।
যদি হাসিনা নিশ্চিত করেই শোনার বিষয়ে এতটা উদগ্রীব হন তাহলে, জনগণ নিশ্চই তাকে শোনানের জন্য ভিন্ন ব্যবস্থা নিতে পারবেন। মজার বিষয় হইল জনগন তাহাদিগরে যা শোনাইতে চান তা তারা নিতে পারবেন কিনা। এখন যারা শুনাশুনির বিষয়টা নিজেগো দখলে নিছেন তারা সেইটা শুনতে চাইবেন কিনা। কি সব শোনাশুনি যে চলতাসে।
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: হ। একে কী বলা যায়?
মেডিকেশন অফ পলিকিটক্স না পলিটিক্স অফ মেডিকেশন।
নাকি মেডিক্যালাইজেশন অফ পলিটিক্স?
২১. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: ভালো-মানুষ বলেছেন:
জনগন এই দু'জনের ব্যাপারে আর বিশেষ আগ্রহী আছে বলে মনে হয় না। তার উপর ২ বছর অচেনা মাতব্বরেরা দেশ চালানোর পর গনগন অভ্যস্থ হয়ে যাবে এদের ছাড়াই চলতে। অন্তত গত ১৫ বছরের 'গনতান্ত্রিক' শাসনের অভিজ্ঞতার কথা ভেবে হলেও।

১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: পাকিস্তান ও থাইল্যান্ড কিন্তু তা বলে না।
২২. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
comment by: মুক্তি বলেছেন: বধির মানুষ রাষ্ট্র পরিচালনায় কি কি সমস্যার সম্মখিন হইতে পারে ফাইন্ড আউট করা হউক।
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: হ। ইতিহাসে কোন কোন রাষ্ট্রনায়ক বধির ছিলেন তাও বের করা হউক।
২৩. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
comment by: কিরিটি রায় বলেছেন: ভালো-মানুষ বলেছেন:
জনগন এই দু'জনের ব্যাপারে আর বিশেষ আগ্রহী আছে বলে মনে হয় না। তার উপর ২ বছর অচেনা মাতব্বরেরা দেশ চালানোর পর গনগন অভ্যস্থ হয়ে যাবে এদের ছাড়াই চলতে। অন্তত গত ১৫ বছরের 'গনতান্ত্রিক' শাসনের অভিজ্ঞতার কথা ভেবে হলেও।

নাম ভাল মানুষ। িকন্তুক কথা ভালা না! (আমার কাছে)= জনগণের কাছে^ আমি জনগণ র অংশ-জনগণ...

২৪. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
comment by: ভালো-মানুষ বলেছেন: @কিরিটি রায়

একটু পরিষ্কার করে বলবেন?
২৫. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
comment by: প্রেসক্রিপশন বলেছেন: লগি বৈঠা দিয়ে গুঁটে দিলে কান ভাল হয়ে যাবে।
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: হিংসাত্মক আইডিয়া।
২৬. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
comment by: মিরাজ বলেছেন: হাসিনা মান যায়েগি... কিন্তু কতদিনের জন্য?

সঠিক মন্ত্রণা না পেলেও তিনি শিগগীরই আবার ফিরবেন । নিশ্চিত থাকুন ।

আর আরেকটা সমস্যা হলো তিনি নিজে যা মনে করেন অধিকাংশ ক্ষেত্রে সেটাকেই সঠিক মনে করেন । এখন অন্যের মন্ত্রণা সঠিক হলো না বেঠিক হলো.. সেটা মনে হয় বোঝা বড় দুস্কর হবে ।

যাই হোক... কান বলে কথা!! বোঝার জন্য অত্যাবশ্যক ।

নতুন ঠিক বলেছেন...

-- আমাদের দেশের চিকিৎসা হইলো... পাবলিকের জন্য... রাজা বাদশাহ দের জন্য নয়.... তাই.. আমাদের দেশের রাজা/বাদশাদের চিকিৎসা এখানে সম্ভবনয়...
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: এখন এ নিয়া সন্দেহ পোষণ করা ঠিক হবে না। আগে কান বাঁচাতে হবে। তারপর দেখা যাবে উনি কী বলেন। কী করেন।
২৭. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: মাহবুব সুমন বলেছেন: কান ঠিক করতে আম্রিকা
পা ঠিক করতে সৌদি
কিডনী ঠিক করতে সিংগাপুর
হার্ট ঠিক করতে ব্যাংকক
দেশ ঠিক করতে বারিধারা লাল দালান
পাবলিক ঠিক করতে রিমান্ড
ভালৈ।
মস্কো যাওনের লোক নাই এখন আর, আফোসোস।
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: দারুণ বলছেন সুমন।
হায় মস্কো!
পুডিংও মস্কোর দিকে মানুষের চোখ ফিরাইতে পারলো না।
২৮. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৭
comment by: জ্বিনের বাদশা বলেছেন: হা হা হা ... পুডিং ... পুডিং তো গলে গেল :)
১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: পুডিং এখন পার্লামেন্টে।
২৯. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৬
comment by: নু রা পা গ লা বলেছেন: এই সব ফালতু বিষয়ে আলাপের সময় কই পাও?

মিয়া ফটুকটা বদলাও ...দেখলেতো মনে হয় গে।
১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: নুরা তোমার লাগলো ক্যান?
হাসিনা তো তোমার নেত্রী। তার চিকিৎসা কি তুমি চাও না?
ফটো নিয়া এত চিন্তা করো ক্যান?
নিজের কাজে মন দাও। তুমি এখন বেশ ইরেগুলার।
৩০. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫২
comment by: বিবর্তনবাদী বলেছেন: উনার কানের সমস্যাটা কি? ... কোন যন্ত্রের অভাবে দেশে চিকিৎসা সম্ভব না ... নাকি সেরম বিশেষজ্ঞ দেশে নাই? ... কেউ ক্লিয়ার কইরা কিছু কয়না, খালি বায়বীয় কথা কয়, "অবস্থা সংকটাপন্ন" ..

সহমত
১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: চক্ষু বিশেষজ্ঞ বলেন কানের অবস্থা সংকটাপন্ন।
৩১. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪২
comment by: দূরন্ত বলেছেন: ততোদিন তার কানের চিকিৎসা বিদেশে মানে যুক্তরাষ্ট্রেই হউক।
১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: হ হউক।
৩২. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৫
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: মজা লাগলো লেখাটা পড়ে।
১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩৩. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:২১
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: ষাড় আপনার শার্ট কোন খান থেকে কিনছেন?
১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: এম এ হামিদও এই কথা জিগাইতো।
৩৪. ১৪ ই মার্চ, ২০০৮ রাত ২:০৪
comment by: ফেলুদা বলেছেন: Click This Link
১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: আপনিই কি অশ্রু? অশ্রু কে সেটা আমি জানি।
৩৫. ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৮
comment by: হাসিবুল বলেছেন: বাঙালি জাতির বৃহত্তর স্বার্থে উনার কানের সুচিকিৎসা প্রয়োজন , সেটা আমেরিকা, লন্ডন, ভারত যেখানেই হোক, তাড়াতাড়ি করা প্রয়োজন । কানের সুচিকিৎসাও হবে, সাথে সাথে সেখানকার শুভাকাঙ্খিদের পরামর্শও উনার কানে ঢুকবে।
১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: আগামীতে ক্ষমতায় যাওয়ার পথও প্রশস্ত হবে।
৩৬. ১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: শেখ হাসিনার জয়যাত্রা উপলক্ষে পোস্টটা জাগাইলাম।
৩৭. ১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২০
comment by: সুজনবাঙালী বলেছেন: মি.মোর্শেদ কিন্তুক মাইনাস টু পত্রিকার লোক!
১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: শুধু তাই না সে নিজেও কিন্তু মাইনাস টু ফর্মুলায় বিশ্বাসী। দিলাম সব ফাঁস কইরা। হাসিনার সমালোচনা করছে তো খাইছি।
৩৮. ০২ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৫
comment by: রোবোকপ বলেছেন: দারুণ পোস্ট! মুইছেন্না কিন্তু। এর আগে আর্মির নুনু চুইশ্যা একটা পোস্ট দিছিলেন, আর্মি চইলা যাওয়ার আওয়াজ পাইয়া মুইচ্ছা দিছিলেন।

No comments:

Post a Comment