Monday, March 2, 2009

মিছিল? না। হাজার টুপির বাগান

১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০১
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

ক্ষমতাসীন সরকার মাঝে মাঝে কিছু ডাইভ দেয়। ভীষণ প্রগতিশীল কিছু পদক্ষেপ নেয়। রীতিমতো আশা জেগে ওঠে। এইবার কিছু হবে। প্রথম প্রথম দুর্নীতি দমন কমিশনের সাইনবোর্ড দেখলেই আশা জাগতো। এখনই সময়ের বিজ্ঞাপন দেখলে প্রাণে বাতাস লাগতো। কিন্তু এখন এইগুলাকে স্রেফ বিরক্তিকর মনে হয়। এমনকি দুর্নীতির হিসার দেয়া সুন্দর বিজ্ঞাপনগুলোকেও ফালতু কথার কারিগরি মনে হয়। এদেশে কেউ বিশ্বাস করে না যে, দুর্নীতি কমলে হাজার হাজার মাইল রাস্তা, শত শত হাসপাতাল আর লক্ষ লক্ষ কর্ম সংস্থান তৈরি হবে। ফলে, বিজ্ঞাপনগুলোর জন্য মাঝে মাঝে করুণা হয়।
দুর্নীতির পর তাদের বিগ ডাইভ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা। কাঁঠালের আমসত্ত্বের মতো টেস্টি জিনিশ। যে সরকারের বৈধতার মূল চাবিকাঠি বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের নীতি সেই সরকার যখন স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় তখন সেটাকে কী বলা সম্ভব? এখন শুধু এইটুকুই বলা শ্রেয় যে, নিম্ন আদালতের আলঙ্কারিক স্বাধীনতার বিনিময়ে বিচার বিভাগ উচ্চ আলাদতের সাংবিধানিক স্বাধীনতাকে সংকীর্ণ রাখিবার নীতিকে মানিয়া নিয়াছে।
বিচার বিভাগের স্বাধীনতার দাবির পর আইলো যুদ্ধপরাধীদের বিচার দাবি। সেনাপ্রধান, সরকার প্রধান ও প্রধান নির্বাচন কমিশনার এমন আওয়াজ তুললেন যে, সকলেই বিশ্বাস করলো এইবার হইবে। স্বাধীনতার পক্ষের শক্তি আর সব বিবেচনা পাশে রেখে সরকারকে সমর্থন দিল। সরকারের কূটনীতি এর পিছনে ছিল বটে। কিন্তু তাদের উদ্যোগে, ঢেউ জেগেছিল তা আজ সাইক্লোনে পরিণত হয়েছে। এখন এসে, পুলিশ কমিশনার বলেন, সমাবেশের অনুমতি দেয়া যাবে না। অনুমতি না পেয়ে সেক্টর কমন্ডার্স ফোরাম বলে, সরকার মিত্র চিনতে ভুল করতেছে। সেক্টর কমান্ডারর্স ফোরাম তাইলে সরকারের মৈত্রী আকর্ষণ কইরা যুদ্ধাপরাধীদের বিচার করতে চায়? বেশ।
শেষ আইলো নারীর জন্য সমানাধিকারের নীতি। ছোট ছোট সেমিনার আর লাইভ টক শোতে অভ্যস্ত নীতি নির্ধারকরা নীতি করছেন। চারদিকে সুশীল পরিবেশ, সুশীতল হাওয়া। রাজনীতির হিসাবি নিকাশও তাদের মাথায় ছিল না, এটা নিশ্চিত। তাই বায়তুল মোকারমের কথা ভুলে গেছিলেন তারা। নীতি করার পর, আলেমরা বিবৃতি দিছে। বৈঠকের পর বৈঠক হইছে। সরকার বারবার বলছে, সম্পত্তির উত্তরাধিকার আইন বদলাবে না। আইন না এইটা স্রেফ নীতি। আপনারা বুঝার চেষ্টা করেন। কিন্তু ধার্মিকে না শোনে কানার কাহিনী। শুক্রবারের মিছিলে সরকার বুঝছে, আলোচনায় কাজ হয় নাই।
এখন ওনারা দাবি তুলছেন, একটা ধারা শুধু না। পুরা নীতিটাকেই বাতিল করতে হবে।
এই নীতি বাংলাদেশের নারীদের জন্য কোন সুবিধাটা করতো সেটা নিয়ে আলোচনা করা যায়। নারীদের সত্যিই কোনো উপকার হইতো কি না, এই সন্দেহও থাকে। কিন্তু আমার প্রশ্ন অন্যখানে, যে জিনিশ সামলাইতে পারবেন না। সেই জিনিশ টাইনা, আরও বড় সমস্যা তৈরি কইরা লাভ কী?
যদি না অন্য কোনো গভীর উদ্দেশ্য থাকে?
সরকার কুরআনের আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নীতি গ্রহণ করছে। ইসলামী রাজনীতিকরা খেপছে। মসজিদে মসজিদে খুতবা হইছে। ফলাফল হিসাবে বিশাল মিছিল নামছে। জরুরি অবস্থায় মিছিল নিষেধ। মুক্তিযোদ্ধা সমাবেশে বাধা দেওয়ার সময় কমিশনার বললেন, আইন-শৃংখলা পরিস্থিতি সৃষ্টি হইতে পারে। কোনো ব্যাপারকেই খারাপভাবে দেখতেছি না। কিন্তু একটা প্রশ্ন জাগে, এই যে মুসল্লীদের বিশাল সমাবেশ, মিছিল এইটাকে তারা কেমনে দেখেন? এইটার সঙ্গে আইন শৃংখলার সম্পর্ক কী? সরকারের নিশ্চুপ অবস্থা দেইখা মনে হয়, না ঠিকই আছে। এইটাকে তারা দেখছেন স্রেফ, বড় একটা টুপির বাগানের হাঁইটা যাওয়ার এনিমেটেড দৃশ্য হিসাবে।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৮২ টি মন্তব্য
* ৫৫৪ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ১৫ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28779661 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: মদন বলেছেন: হতাশ হতে চাই না। তবুও...
১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: হতাশ হয়ে যাই?
২. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৭
comment by: প্রশ্ন কত বলেছেন: যারা শস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায় তারা এরকমই করে ।Rangs ভবন এই সরকারের দক্ষতা, যোগ্যতা ও মানসিকতার জলন্ত উদাহরণ

আর ধর্মীয় অধিকার জরুরী বিধির আওতা বহির্ভূত বলে জানি ।একটু ঘেটে দেখবেন আশাকরি
১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: কিন্তু হুজুরেরা আলোচনার ওপর বিশ্বাস না কইরা মিছিল ডাকলো কেন?
ধর্মীয় অধিকার রক্ষায় মিছিল কি জরুরি অবস্থায় অনুমোদিত?
৩. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩০
comment by: হলদে ডানা বলেছেন: লেখাটা ভাল হয়েছে।
১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: আমি কিন্তু মিছিলের বিপক্ষেই বলেছি।
৪. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৫
comment by: নাবিক বলেছেন: বড় একটা টুপির বাগানের হাঁইটা যাওয়ার এনিমেটেড দৃশ্। ভালো লাগলো।
১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।
৫. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৬
comment by: দূরন্ত বলেছেন: হুমম..
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: হু।
৬. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
comment by: রোডায়া বলেছেন: যাই বলেন, ছবিতে কিন্তু বাগানটাকে ভালোই লাগছে!

ভালো লেখা৷ অন্যদের মত আদর্শ, দেশপ্রেমের নামে আবেগে ভেসে যাওয়া লেখা না৷
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: হ।
৭. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: দূরন্ত বলেছেন: জিমেইল প্লিজ।
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: ওকে।
৮. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: ভালো লিখেছেন।

এইসব ধর্মব্যবসায়ীরা চিরকাল ধর্মের দোহাই দিয়ে নিজের লাভ বাড়াতেই থাকবে।টি,ভিতে দেখলাম যে কোনো এক আলেম বলছে যে সুরা নিসায় নাকি কোন এক আয়াত আছে যা এই নীতির পরিপন্হী,তাই তারা মিছিল করছে।আবার মডারেট মুসলিমদের এক টক শোতে দেখলাম যে কোরানে নাকি কোথাও নারীকে শৃংখলিত করা হয়নাই।তাহলে ইসলামী অনুযায়ী পিতার সম্পত্তিতে পুরুষরা যে তিন ভাগের দুই অংশ পেলে নারীরা এক অংশ পাবার কথা আছে-সেটা মিথ্যা?দুইজন নারীর অধিকারের সমান একজন পুরুষের অধিকার,এ ইসলামী নীতি-তো ব্যবসায়ীরা ব্যভার করবেই।এ আর নতুন কি?তারা তো চাইবেই শোষন অব্যাহত রাখতে।এক্ষেত্রে নীতি বা আইন তা যা-ই হোক না কেন তাতেই তারা চমকে ওঠে এবং হাদীস কোরআনের রেফারেন্স টেনে নিয়ে এসে ধর্মদরদী ঢেকুর তুলছে।

তবে পুরো বিষয়টিই হাস্যকর।
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ। কিন্তু এই দেশে এই নীতি বা আইন কেমনে হবে আর করবেই বা কে?
৯. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
মোর্শেদ ভাই জামাতে যোগ দিলেন নাকি?
মগবাজারীরা আপনার পোস্টে প্রীত মনে হচ্ছে।
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: আপনে প্রীত না কেন?
বলেন।
১০. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
comment by: প্রশ্ন কত বলেছেন: এই মোনাফেক সরকারকে কে বিশ্বাস করে ?

হ্যা, অনুমোদিত বলেই জানি।

আর মিছিল করে কিছু ভাংচুর তো করে নাই । তাই মিছিলের পর এই নিয়ে এত মন খারাপ করার কিছু নাই
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: কেমনে অনুমোদিত?
কারো কাছে শুনছেন নাকি কোনো রেফারেন্স আছে?
১১. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
comment by: সুশীল সমাজ বলেছেন: ভালো লেখা। ধন্যবাদ।
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ওয়েলকাম। থ্যাংকস।
১২. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০০
comment by: ফেলুদা বলেছেন: অনুমতি না পেয়ে সেক্টর কমন্ডার্স ফোরাম বলে, সরকার মিত্র চিনতে ভুল করতেছে। সেক্টর কমান্ডারর্স ফোরাম তাইলে সরকারের মৈত্রী আকর্ষণ কইরা যুদ্ধাপরাধীদের বিচার করতে চায়? বেশ।

চমকাইলাম। আপনার সিদ্ধান্তে পৌছানোর স্টাইলটা বেশ ত্রিভুজীয় হইছে। আপনার বন্ধু ওয়ামী যে ঘাড় ধাক্কা খাইলো এই ব্যাপারে একটা সরাসরি পোস্ট দিতে পারলেন না, হুদাই ঘুরাইয়া প‌্যাচাইয়া পানি ঘোলা কইরা খাইতেছেন।
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: ফেলু, ঘোলা পানি পরিষ্কার করার ব্যবস্থা করেন।
সরকার মিত্র চিনতে ভুল করতেছে, কথাটার মানে তাইলে কী হবে?
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: বলেন। আপনার লগে আলোচনা করতে চাই।
১৩. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
@ফেলুদা
নয়াদিগন্তে নতুন পোস্ট খালি হইতারে তো।
সবদিক খোলা রাখতে হইবো না?
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: আপনেরে আগে যে কথা জিগাইলাম তার উত্তর দেন। ফালতু প্যাচাল পারেন ক্যা। আপনে না প্রতিভাবান ব্লগার।
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: ফেলু আসার আগে কিছু মাথায় ঢুকতে আছিল না?
১৪. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: সুশীল সমাজ বলেছেন: খেলা জমবে এবার মনে হচ্চে। কিনতু মামু কি পারবেন শেষমেষ?
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: felu to aase na.
tar sakred jajaboro asen na.
aami mone hoy haira gelam.
ki bolen?
১৫. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: মিরাজ বলেছেন: লেখা ভালো হয়েছে । প্রগতিশীলদের অনৈক্য আর মৌলবাদীদের ঐক্য... এই দুইয়ের মাঝে পড়ে সরকার বাহাদুর মাঝে মাঝে দিশেহারা হয়ে যায় । এখানেও তার ব্যতিক্রম হয়নি ।
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: দেশের ছোটখাট সমস্যা ডিল করার মতো ক্ষমতাও এদের হয় নাই।
মাঝে মাঝে শর্ট টার্ম কিছু পদক্ষেপ নেয়, পিছায়। সেইগুলা ছাড়ে। অন্য কিছু পদক্ষেপ নেয়, সেইগুলা আধা খেচড়া ছাইড়া আবার আরেকগুলাতে হাত দেয়। এই চলতেছে।
ধন্যবাদ মিরাজ ভাই্
১৬. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: আরিফুর রহমান বলেছেন: মিছিল হলো শক্তি প্রদর্শন আর হুমকি!

তবে মোল্লারা জানেই না তাদের পায়ের নিচের মাটি কতটা নরম।
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: হ। মোল্লারা যদি জানতো তাদের পায়ের নিচের মাটি কত নরম ও আরামদায়ক তাইলে বিভিন্ন ইস্যুতে প্রতি শক্রবার মিছিল নামাইতে পারতো।
১৭. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: আরিফুর রহমান বলেছেন: না, নরম বলতে দুর্বল (বলতে চেয়েছি)।

এদের শক্তির উৎস সাধারন মানুষের ধর্মের প্রতি সফট্‌ কর্নার। কিন্তু ভুল ইস্যুতে বারবার চিপলে তাদের লেবু তিতা হওয়ার সম্ভাবনা।
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: সাধারণ মানুষ এদের তিতা লেবুতে বিরক্ত হয়ে লেবু খাওয়া ছেড়ে দিয়েছে। ফলে, বাজারে লেবুর দাম কমে গিয়েছিল খুব। রাস্তার পাশে সেরদরে লেবু বিক্রি হয়েছে।
১৮. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
comment by: আরিফুর রহমান বলেছেন: বিশেষ করে মেয়েরা সম্পত্তি ইস্যুতে তো লেবু দেখতেই পারেনা। লেবুওয়ালার তাতে বেজায় নাখোশ! তারা
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: হা হা হা।
১৯. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: ইয়র্কার বলেছেন: মামো লেবুর বিজনেস ধর্লা নাকি? শীল ব্যবসায়ে মন্দার কারণ কি?
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: তোমারে ধ্যাতানি দেওনের পর তোমার সাকরেদরা আর আহে না। হেরা এখন থিকা তোমার কাছেই চুল কাটাইবো ঠিক করছে।
২০. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: ফেলু ও ফেলু কা সাকরেদ,
আপনেরা কই?
ফেলু আপনে ভিন্ন নামে অনলাইনে আছেন দেখতে পাচ্ছি। আমার প্রশ্নে সমাধা কইরা যান।
২১. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৩
comment by: প্রশ্ন কত বলেছেন: জরুরী বিধিমালায় ধর্মীয় অধিকার স্হগিত করা হয়নি , হিজবুত তাহরীরের প্রধান,আইবিএ টিচার মহিউদ্দিন অনেক বারই এর উদৃতি দিয়েছেন প্রথম অন্ধকারের বিরুদ্ধে আন্দোলনের সময় ।

আপনি
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: Dhormio odhikar mane to dhormio kajer jonno ekotrito howa. michil kokhon theke dhormio kaje porinoto hoilo?
২২. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৩
comment by: আবাবিল বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমনতর মিছিল হয়েছিল একের পর এক।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: lekin tader prochur khesharot dite hoyeche.
aar hujurder tikio keu chute pareni.
২৩. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৪
comment by: ইয়র্কার বলেছেন: ইহা তো ভাল লক্ষন নয় বাছা। আমি উহাদেরকে বলে দিব, যাতে তোমার পেটে লাথি না মারে। তবে উহারা উপরে নিচে সার্ভিস চাহিলে তুমি না করিও না বাছা। কোন কাজকেই ছোট বলিয়া ভাবিও না। পসার বাড়িয়া গেলেও পেশার মর্যাদা ভুলিও না। আশীর্বাদ রইল।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৯

লেখক বলেছেন: তুমার মতো হিন্দি নাপিতের কথা ফলিবেই। তবে, একবার ধ্যাতানি খাইয়া তুমি কয়টা নিক বানাইছো সেইটা নিয়া একটা গবেষণা করবো ভাবতেছি। প্রজেক্টের টেকা পাঠাইতে পারো? তুমিও পেশার মর্যাদা ভুলিও না। আমি বাঙলা নাপিত তুমি হিন্দি নাপিত। কিন্তু নাপিত তো।




ডলারে পেমেন্ট করতে পারলে ভালো।
২৪. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৪
comment by: ফেলুদা বলেছেন: মাহবুব মোর্শেদ বলেছেন: ফেলু আপনে ভিন্ন নামে অনলাইনে আছেন দেখতে পাচ্ছি। আমার প্রশ্নে সমাধা কইরা যান।
হ, এতক্ষণ বাঙাল যুবক নাম নিয়া ঘুরাঘুরি করতে ছিলাম।
কি সমাধান দিমু। বেকুবের মতো প্রশ্ন করলে তারে বেকুব কইয়া চইলা যাওয়াই তো নিয়ম।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৭

লেখক বলেছেন: সরকার মিত্র চিনতে ভুল করতেছে। এই কথাটার মানে কী হবে বেকুব?
২৫. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৩
comment by: ইয়র্কার বলেছেন: মামো, তোমারে অনেক স্নেহ করি। তোমার পেশায় ভুলেও ভাগ বসাবো না। চিয়ার আপ, বাডি। আমার সাকরেদদেরকে ওয়ান বাই ওয়ান পাঠিয়ে দেই। সার্ভিস ভাল করে দিও। উপরে নিচে -মনে থাকে যেন। পেশার মর্যাদা রেখে উন্নতি হোক তোমার।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৯

লেখক বলেছেন: sneho to koro jantam.
kintu amar pichone lagte gela kan?
awamilig hoileo tomare aami valo boilai jantam.
sakreder pathanor aage tumi hindi gula saira raikho.
aami chokhe valo dekhi na.
bujhla to.
beshi fal pairo na.
tumi dhil aage dicho boila aami patkel churchilam.
bujhcho?
২৬. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৫
comment by: ফেলুদা বলেছেন: তোমার বেকুবির উৎস ও উত্তর এইখানে নিহিত
Click This Link
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: felu tumi ei sohoj proshner uttor dite partecho na?
amar blog theke bairaia jao. aar kokhono dhukba na koilam.
ei gyan nia aziz market-e ghuro?
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৮

লেখক বলেছেন: আমার বেকুবির উৎস না খুঁইজা নিজের বেকুবির উৎস খোঁজো।
২৭. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩১
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
ধুর, মোর্শেদ ভাই দেখি লোক চিন্তে পারেনা।
এইগুলান সব তো এক লোকের নিক।
যাযাবর কন আর ইয়র্কার কন.. আর ফেলুদা কন
কাজেই যা কবার, ইয়র্কার নিক কইয়া দিসে।
এই নিকে আর কী কমু।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: আপনে তো নিজে দেখি কিছুই সামলাইতে পারেন না। একবার ফেলু তো আরেকবার ইয়র্কার। অবশেষে তাইলে একটা সমাধান হইলো আপনের। কী বলেন। আপনের মতো জ্ঞানী তো আমি না। আপনের কথা শুনলে আমি বুঝি আপনের দৌড় কোন পর্যন্ত।
২৮. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫১
comment by: সমালোচনাকারী বলেছেন: অনেক লো কোয়ালিটি এবং কুশ্রী লেখা। মনে হৈচে টাল মাথায় পাগলের প্রলাপ @মুরশেদ ভাইয়া
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: আপু,
আপনি তো রাগবেনই। এই প্রথম আপনাকে রাগাতে পারলাম।
২৯. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৮
comment by: ফেলুদা বলেছেন: ইংরেজিতে কি লিখছো বানান কইরা পইড়া শোনাও, ততক্ষণে আমি বাঙাল যুবক ব্লগে কিছু কমেন্টের উত্তর দিয়া আসি
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: তুমারে আমি অনেক উপরে স্থান দিছিলাম। একটা যুক্তি দিয়া যদি দেখাইতা। আহারে ফেলু।
দেখা হবে। ভালো থাকিও। তোমাদের ওইখানে ইংরেজির জাহাজ আছে না একজন। ওনার কাছ থেকে পড়াইয়া নিও।
৩০. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:০১
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
শোনেন মোর্শেদ মিয়া, আপনার মতোন ভাড়ায় খাটা সাংবাদিকের পোস্টে আমি কমেন্ট করতেও ঘৃণাবোধ করি।
শফিকরেহমান ুতিয়া তো গেছে, এখন মোল্লা দিগন্তের তলে গিয়া লুকাইতে পারেন।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: ফুটেন তাইলে।
৩১. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৯
comment by: রাশেদ বলেছেন: হাস্যকর পোস্ট। মাইনাস।
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩২. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৬
comment by: বোধিস্বত্ত বলেছেন: সাইক্লিক অর্ডার ডেডলক পোষ্ট। ধুর, মাইনাচ
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: থ্যাংকস।
৩৩. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৫
comment by: নেমেসিস বলেছেন:

ঢাকায় হঠাৎ এতো মোল্লা কোত্থেকে আমদানী হলো ?? ভয় পাইছি :(
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: আগেই পড়েছি। ধন্যবাদ।
৩৪. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:২১
comment by: সবুজমিয়া বলেছেন:

উনারা সবাই বাংলাদেশেরই লোক...উনাদের অস্তিত্ব অস্বীকার করার কোন উপায় নাই...বাংলাদেশে উনাদের মতামতকে সম্মান দেওয়া হয়...ভবিষ্যতেও দেওয়া হবে....



১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: বাধ্য হয়ে সম্মান দেয়া হয়। ভবিষ্যতে সম্মান না দিলে তার খবর আছে। আমাদের বের করতে হবে হুজুরদের প্রভাব কমানোর উপায় কী? ফাও ফাও প্রগতিশীল সাইজা লাভ নাইকা।
৩৫. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ১:২৭
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: "কিন্তু আমার প্রশ্ন অন্যখানে, যে জিনিশ সামলাইতে পারবেন না। সেই জিনিশ টাইনা, আরও বড় সমস্যা তৈরি কইরা লাভ কী?
যদি না অন্য কোনো গভীর উদ্দেশ্য থাকে?"

একমত হলাম। এটা উদ্দেশ্যমূলক বলে আমার ধারনা।

কিন্তু মিছিলের ব্যপারে একমত হলাম না। ইদানিং সবখানে মিছিল হচ্ছে। এমন কি ছাত্র সংগঠন গুলোর কামড়া কামড়িও দেখছি।

টুপিওয়ালাদের এই মিছিলে সরকার মনে হয় হাত দিতে পারবে না। তারা তো নির্বাচিত নয়।
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: সব জায়গায় মিছিল হইতেছে?
গার্মেন্ট শ্রমিকদের ডাণ্ডা মেরে ঠাণ্ডা করে দিল। ঢাকা ইউনিভার্সিটির কথা সবাই জানেন। কিন্তু মোল্লারা রাস্তায় নামলে কারো চোখেই দেখি পড়ে না। ছাত্র সংগঠনগুলার কামড়া কামড়ি শুরু হইছে। আগস্ট পার হউক দেখেন, এরা কোনো কিছু দখল করা বাকী রাখে কি না।
টুপি মিছিলে সরকার হাত দিতে পারবে এটা আমারও মনে হয় না। আমরা যতই লাফাই টুপিই এদেশের সবচেয়ে ক্ষমতাধর ইউনিফর্ম।
৩৬. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
comment by: প্রশ্ন কত বলেছেন: This characterless so called caretaker government is trying to interven in the riligious matter. So it is religious responsibility to protest their evil measures bringing out procession.
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: মুসল্লীরা কি চাল-ডালের দাম কমানোর জন্য কখনো মিছিল করছে?
কর্মসংস্থান?
৩৭. ১৮ ই মার্চ, ২০০৮ রাত ৩:৫৪
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: "আমরা যতই লাফাই টুপিই এদেশের সবচেয়ে ক্ষমতাধর ইউনিফর্ম।"

২২শে জানুয়ারীর নির্বাচনে আওয়ামী লীগের সাথে খেলাফত মজলিসের চুক্তি সেটা সম্পূর্ন ভাবে প্রমান করেছে।

আর মিছিল? ওটা এখনও মানলাম না। ইদানিং প্রায়ই ক্যাম্পাসে মিছিল হচ্ছে। পত্রিকায় ছবি আসছে। অকাজের মিছিলকে যেখানে বন্ধ করতে পারছে না, তখন জিহাদী মিছিলকে কি করে বন্ধ করবে?
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: ক্যাম্পাসের মিছিলগুলো আকাজের এইটা মানতে পারলাম না।
৩৮. ১৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:২৬
comment by: ফাহমিদুল হক বলেছেন: ভালো এনালাইসিস।
২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ফাহমিদ ভাই।
৩৯. ২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫৮
comment by: নাজিম উদদীন বলেছেন: সেই পুরান কাহিনী

শস্যের চাইতে টুপি বেশি।
২০ শে মার্চ, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: হ।
৪০. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৮
comment by: ফারহান দাউদ বলেছেন: হ,এই সরকারের নীতির ঠেলায় এখন বিশ্বব্যাংকের কুত্তায় বাঙ্গালিরে ভাত বাদ দিয়া আলু খাইতে কয়।
২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: হ।

No comments:

Post a Comment