Tuesday, March 3, 2009

চড়িয়া মানবগাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি

১৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫৭
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

ঢাকার বাইরে থেকে ফিরে পুরো অচল একটা শহর দেখে, দোকানে দোকানে মোমবাতির জন্য হাহাকার দেখেও বুঝতে পারছিলাম না দক্ষিণবঙ্গে কী ঘটে গেছে। মানুষ বিদ্যুতবিহীন, পানিবিহীন, উৎকণ্ঠিত। ফোনে নেটওয়ার্ক নাই। আত্মীয় স্বজন কে কোথায় আছে তার নিশ্চিত খবর জানা নেই। আজ বিডিনিউজ খুলে বসে আছি। মৃতের খবর বাড়ছে। মৃতের সংখ্যা বাড়ছে। হাজার ছড়াবে। অনুমান করতে ভয় লাগছে। কত হতে পারে জানি না, খুব বেশি ভাবতে ভয় করছে। এই মৃত্যুর শোক আমার কাছে দুই দিনের পানি-বিদ্যুত না থাকার কষ্টের চেয়ে বড় হতে পারলে কতই না সুখের বেদনা হতো মনে। কিন্তু বুকে হাত দিয়ে বুঝি, এই মৃত্যুর খবরে আমি তেমনিই নিশ্চুপ বসে আছি যেভাবে বসে থাকতাম বার্মায় বা থাইল্যান্ডে বা চীনে এত লোক মারা গেলে। সবচেয়ে ভয় পাচ্ছি এখন নিজের নিরুদ্বেগ, নিরুত্তাপ অনুভূতিকে। সহমর্মিতা, সহানুভূতি আর একাত্মবোধ হারিয়ে যাচ্ছে। অসহনীয় পরিস্থিতি।
কিছুক্ষণ আগে এক বন্ধু ফোন করে বললো সঞ্জীব চৌধুরী মারা গেছেন, অ্যাপোলো হাসপাতালে। পরে শুনলাম, না সঞ্জীবদা এখনও বেঁচে আছেন। তবে খুব কষ্টে আছেন। খুবই নাজুক তার পরিস্থিতি। কাল খবর পেয়েছিলাম উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেখতে যাবো যাচ্ছি করে আজ বিকাল হয়ে গেল। দক্ষিণ বঙ্গে মারা গেলেন ১০০০ মানুষ। সংখ্যাটা আরও বাড়তে পারে। মৃত্যুর কারাভাঁয় যারা পরিচিত তাদের জন্য প্রচণ্ড শোক হয়, কষ্ট হয়। কিন্তু যে মারা গেল, তার কি খুব কষ্ট হয়? না, যে মৃত্যু সংবাদ শোনে আর যে বেঁচে থাকে তারই কষ্ট হয়। স্মৃতিই সব অনিষ্টের মূলে। নইলে মানুষের মৃত্যুতে মানুষের কোনো কষ্টই হতো না। একজন কেন হাজার হাজার মানুষ মরলেও আমরা আনন্দ করতে পারতাম।
সিডরে নিহত হাজার মানুষের জন্য কষ্ট হচ্ছে। সিডরে যারা মারা গেছেন তাদের স্বজনদের কেউ যদি বেঁচে থাকেন তবে তাদেরও কষ্ট হচ্ছে হয়তো। নইলে, সেই গায়েবী স্বজনদের পক্ষ থেকে আমাদেরই হাহাকার করতে হবে। অন্তত একদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে হবে।



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ২৬ টি মন্তব্য
* ২৭৪ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28745958 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০০
comment by: গোপনীয়া বলেছেন: কষ্টগুলো দলবেধে সব এক হলো আজ।
২. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪
comment by: সামী মিয়াদাদ বলেছেন: কষ্টগুলো সব আমার একার.....ছন্নছাড়া কষ্টগুলো আজ ঘর বেঁধেছে আমারি বুকের পিন্জরে......

মনটা খুবই খারাপ.....খুবই.....
৩. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৩
comment by: ম স রানা বলেছেন: সঞ্জীবদা চলে গেল! এ সত্য মেন নেওয়া যায়না।আমি গতকালও ওনার স্বপ্নবাজি এ্যালবাম শুনছিলাম।দেশ একজন গুনী কবি ,সুরকার ও গায়ক হারাল।
ওনি কিভাবে মারা গেলেন?
৪. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: বাইরে বের হচ্ছিলাম , জামা কাপড় পড়ে পিসির সামনে বসে নির্বিকার বসে আছি ..........উনাকে চিনি না , কিন্তু প্রিয় কন্ঠটা কোনভাবেই ভুলতে পারছি না , বারবার বেজে উঠছে
৫. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২২
comment by: শীখা বলেছেন: ওহ নো!
৬. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২২
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: সঞ্জীবদা মারা গেছেন, এই খবরটা এখনও কনফার্মড না। হাসপাতাল বা ওনার আত্মীয় কারও সাথে কথা হয়নি। ফলে খবরটা কনফার্ম করতে আরও সময় লাগবে।
৭. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৭
comment by: শীখা বলেছেন: কি হয়েছিলো উনার?
৮. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৯
comment by: আনন্দময় বলেছেন: আজ মন খারাপের দিন,আর যেন কোন খারাপ খবর শুনতে না হয়।
গত দুই দিন ধরে বিদূৎছিলনা আজ একটু আগে পাওয়ার আসল লগ ইন এ বসেতো থ হয়ে গেলাম আর খবরের কাগজটা হাতে পেয়ে ভীষন কষ্ট হচ্ছিল, আমি ভেবেছিলাম এ বার হয়ত বেচে গেছি কিন্তুনা....।গরিব মানুষ গুলোকে আল্লাহ‌‌ এত কষ্ট দেয় কেন?
আর সন্জীবদার কথা কি বলব! আমরা যে কি হারালাম আমরাই জানি.....।
৯. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩১
comment by: আনন্দময় বলেছেন: প্রানপনে চাইছি কবরটা যেন মিথ্যা হয়
১০. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩২
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: শীখা,
উনি স্ট্রোক করেছিলেন। ডাক্তার ওনাকে ক্লিনিকালি ডেড ঘোষণা করেছিলেন।
১১. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩২
comment by: সামী মিয়াদাদ বলেছেন: লেনিন ভাইয়ের পোষ্ট পড়ে তো মনে হলো এখনও বেঁচে আছেন। লাইফসাপোর্ট দিয়ে বাচিয়ে রাখা হয়েছে।
১২. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
comment by: রকি ভাই বলেছেন: .....
১৩. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
comment by: আনন্দময় বলেছেন: কবরটা নয় খবরটা।
১৪. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
comment by: শীখা বলেছেন: ওহ গড!! নো !
১৫. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৩
comment by: রকি ভাই বলেছেন: বেশি মদ খেলে এই হয়।
১৬. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৩
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আমি অ্যাপোলোতে ফোন করেছিলাম। ওরা বললো, ওনার অবস্থা আশঙ্কাজনক। নানা রকম লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। হাসপাতালে এখন মিডিয়ার অনেক কর্মী আছেন। তাদের কাছে টাইম টু টাইম ব্রিফ করা হচ্ছে তার পরিস্থিতি।
আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠুন।
১৭. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
comment by: সামী মিয়াদাদ বলেছেন: তিনি সুস্ত হয়ে উঠুন, এই কামনা.....
১৮. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
comment by: অন্ধকার বলেছেন: শুভকামনা সন্জ্ঞীবদার জন্য।
১৯. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: পোস্টটা কারেকশন করছি।
২০. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ।
২১. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৫
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: বিডি নিউজের খবর :
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সঞ্জীব চৌধুরী
Sat, Nov 17th, 2007 3:20 pm BdST


ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জীবন সংকটাপন্ন। রাজধানীর অ্যাপেলো হাসপাতালে তাকে নিউরোলজি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে।

শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় সঞ্জীব চৌধুরীকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউরোলজি বিভাগের অধ্যাপক আলীম আখতার ভূঁইয়ার তত্ত্বাবধানে আছেন।

বৃহস্পতিবার দুপুরে মতিষ্কে রক্তক্ষরণ হলে শুক্রবার সঞ্জীবকে প্রথমে মিরপুর আল হেলাল হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতে অ্যাপেলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

অধ্যাপক আলীম আখতার ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,''তাকে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়েছে। ৩/৪ দিনের আগে তার অবস্থা সর্ম্পকে কিছু বলা যাবে না। আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। চেষ্টাও করছি। তার মতিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন অজ্ঞান অবস্থায় আছেন। আপনারা দোয়া করুন।''

সঞ্জীব চৌধুরী সর্বশেষ যায়যায়দিন পত্রিকার ফিচার এডিটর ছিলেন। তিনি আরেক শিল্পী বাপ্পা মজুমদারকে নিয়ে 'দল ছুট' সঙ্গীত দল গঠন করেন।

বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এনএইচ/জিএনএ/১৪০০ ঘ.

২২. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৫
comment by: হাসিব বলেছেন: রকি কেমুন আছো ?
২৩. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৮
comment by: ক্ষ্যাপা বলেছেন: রকি নামের ইতরকে মানবতার স্বার্থে জুতাপেটা করুন
২৪. ১৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪২
comment by: সিহাব চৌধুরী বলেছেন: তুমি সিড়ি ভাংগো , সিড়ি ভাংগো ...
ভেংগে ফেলেছো কি স্ব্‌র্গের সিড়ি ...
.............................................
কে শোনাবে এরকম মাতাল কন্ঠ, কে জিজ্ঞেস করবে এমন করে সভ্যতার পাপকে ?
বেঁচে উঠুক ভাল মানুষ টা ।
২৫. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
comment by: ফাহমিদুল হক বলেছেন: সঞ্জীবদার কি সত্যিই 'আকাশচুরি' হয়ে যাবে? আর দক্ষিণবঙ্গের মানুষের সর্বস্ব ডাকাতি করে নিল জলরাক্ষস! মনটা খুবই বিমর্ষ।
২৬. ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৪
comment by: প্রচেত্য বলেছেন: সঞ্জীবদা আজ আর নেই, সেই সাথে সিডরের আঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি
সব কষ্টগুলো কেন এত নিষ্ঠুর হয়, কেন পাশাপাশি সহবস্থানে থাকে ..............

No comments:

Post a Comment