Tuesday, March 3, 2009

একের ভেতরে চার : সামহোয়ার সমাবেশ, সুমন চট্টোপাধ্যায়, বিষ্ণুমূর্তি ও কাজীপাড়া লেখক ফোরাম

২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪১
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

১.
একরামুল হক শামীম ও রিজভী খুব সুন্দর একটা ব্লগার্স মিটের আয়োজন করলো। সমাবেশে যাওয়ার আগে একটা পোস্ট দিয়ে যাত্রা করে একটু অস্বস্তিতে ছিলাম। ভাবছিলাম সময় মতো পৌছাতে পারবো কি পারবো না। চারটা এক কি দুই মিনিটে গিয়ে দেখলাম যারা পৌঁছেছেন ততোক্ষণে, প্রায় সবাই আমার মতো। আকারে প্রকারে। এরাই সবার আগে এসেছেন। কারণ এরা এখনও সমাবেশে বিশ্বাস করেন। সবচেয়ে বড় কথা সময় মতো সমাবেশে উপস্থিত হতে হয় না একথাটা এখনও এরা শিখে ওঠেননি। শেষ পর্যন্ত সমাবেশে এদেরই প্রাধান্য ছিল। মশার কিছুটা জ্বালাতন ছাড়া সন্ধ্যাটা ছিল দারুণ। যাদের সঙ্গে পরিচয় হয়েছে তাদের সবাইকে একবাক্যে ভাল লেগেছে।
আমার মতে, ব্লগে যারা ভীষণ ঠোঁটকাটা ব্যক্তিগত আচরণে অধিকাংশই ভীষণ লাজুক। ব্যতিক্রম তো থাকবেই। তাই না?
ব্লগার্স মিটের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। হাতে সময় না থাকলেও হারিয়ে ফেলার ভয়ে ছবিগুলো নামিয়ে রেখেছি। স্মরণীয় একটা সন্ধ্যা। সমাবেশে গিয়ে একটা কথা বারবার আমার মনে হয়েছে : এখানে যারা এসেছেন তাদের অধিকাংশই লেখক। কেউ হবু, কেউ বড়। কিন্তু সবাই লেখক। ফালতু লোক খুব কম। ফলে আশা করতে দোষ কী?
আমি ভীষণ আশাবাদী।
২.
১৭ তারিখে অফিসে এসেই শুনলাম সুমন আসতেছে। কোন সুমন? কবীর সুমন অর্থাৎ সুমন চট্টোপাধ্যায়। সুমন কেমন জানি অতীত হয়ে গেছে। সুমন চট্টোপাধ্যায়ের ফেলে আসা গানে। অথচ কতই না শুনতাম, শোনা দেখতাম। কথা ছিল, আমাদের অফিসে ঘণ্টা খানেক থেকেই চলে যাবেন। কোথায় কী? এক ঘণ্টা, দুই ঘণ্টা গড়িয়ে তিন ঘণ্টায় এসে থামলেন তিনি। নিজের কথা, গানের কথা, সাহিত্যের কথা কত বললেন! গান শোনালেন নতুন পুরাতন। শুনতে শুনতে ভাবছিলাম, তাহলে তো ঠিকই আছে। সুমন ঠিকই আছে। কিন্তু, কেন যে সুমনের ভক্তরা সুমনকে ছেড়ে গেল? এটা আমার কাছে এক গুরুতর রহস্য হয়েই থাকলো। তবে সুমন বুড়ো হয়ে গেছে। এর আগে ১৯৯৭ কি ১৯৯৮ সালে আরও একবার কাছাকাছি দেখেছিলাম। নয় দশ বছরে তো নয় দশ বছরের বয়সই বাড়ে। তবে ডাট একই রকম আছে। গলাটাও।
৩.
১৮ তারিখে অফিসে আরেক সেমিনার। প্রত্নসম্পদ পাচার নিয়ে। বিকাল বেলা সিরাজুল ইসলাম চৌধুরী, ফয়েজ আহমদ, আ ক ম জাকারিয়া, শামসুল ওয়ারেস, ইউরি ভাই, নিসার আহমেদ আসলেন। আমার দুই স্যার আসলেন। একেএম শাহনেওয়াজ আর মোস্তাফিজুর রহমান লাল। পরে আসলেন তানিয়া আমীর। সেদিন সবার মুখেই ছিল একটা হতাশার আভাস। না পারা গেল না এবার। চোরদের সঙ্গে পারা গেল না। কিন্তু কথায় আছে চোরের দশদিন আর গৃহস্থের একদিন। ভগবান বিষ্ণু বহুবার পৃথিবীকে বাঁচিয়েছেন। কখনো কৃষ্ণ হয়ে, কখনো রাম হয়ে, কখনো পরশুরাম হয়ে, কখনো বরাহ হয়ে। এবার টেরাকোটা মূর্তি হয়ে কিছু প্রত্নসম্পদ বাঁচালেন। জয় জগদিশ হরি।
একটা ব্যাপার জানা দরকার এখন। অতি উৎসাহী মহলটা কারা? সোনার বাংলা ফেস্টিভ্যালের উদ্যোক্তাই বা কারা? চোরের সাক্ষী গাঁটকাটা বুদ্ধিজীবীরাই বা কারা?
নামগুলা এখন উচ্চারণ না করলে আর কখন করবো?
৪.
ইতিহাসে একটা ব্যাপার ছিল বাগদাদ প্যাক্ট নামে। বাগদাদ ওই প্যাক্ট থেকে বের হয়ে গিয়েছিল প্যাক্ট মোতাবেক সেন্টো নামক সংস্খাটি গড়ে তোলার পরপরই। ফলে পরিহাস করে বলা হতো বাগদাদ প্যাক্ট উইদাউট বাগদাদ । ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসার পর আমরা লেখকদের সংগঠিত করে একটা অ্যাক্টিভিস্ট মঞ্চ তৈরি করলাম। তো আমাদের কমরেডদের মতিগতি দেখে বন্ধু লেখকরা সবাই আসতেছি বলে ভেগে গেল। শেষে দেখা গেল রাইটার্স মঞ্চ উইদাউট এনি রাইটার অবস্থা।
এখন আবার পুরনো কথাগুলো মনে পড়লো। আমাদের প্রতিবেশী লেখকরা মিলে একটা কাজীপাড়া লেখক ফোরাম গড়ে তুলেছেন। কিন্তু মুলোমুলি আর কড়াকড়ি করতে গিয়ে কিছু লেখক বাহিষ্কার। আর কিছু স্বেচ্ছাঅবসরে। এজন্যই বলছিলাম, পুকুরে জাহাজ ভাসানোর চাইতে সমুদ্রে ভেলা ভাসানো অনেক ভালো। বাকী থাকলো কী?
আমি বুদ্ধদেব বসুর মহাভারতের কথা পইড়া রফিক স্যারের কাছে গিয়া বললাম, স্যার কী বিশ্লেষণ! আহা! তো স্যার কইলেন, মহাভারতের কথা ভাল ঠিক আছে। কিন্তু জানো তো, এর শব্দগুলা চালুনিতে নিয়া একটা ঝাড়া দিলে কতগুলা সেমিকোলন আর কমা বের হবে? আমি চুপচাপ স্যারের মুখের দিকে তাকায়া আছি। স্যারে কয়, দেড় কেজি।



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।



* ২৯ টি মন্তব্য
* ৩৭৪ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28754130 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
comment by: অপূর্ব বলেছেন: কোথায় আপনাদের মিলন হলো আমিত জানলাম না ।!!!
২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫১

লেখক বলেছেন: বলেন কী? রিজভী এতগুলা পোস্ট দিল!
২. ২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০১
comment by: মুকুল বলেছেন:


:)
২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৩

লেখক বলেছেন: হ।
৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪২
comment by: মাথামোটা বলেছেন: Click This Link
Click This Link" width="23" height="22" alt=":)" style="border:0;" />
২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৭

লেখক বলেছেন: হ। মাথামোটা আপনে বহুত ফাজিল আছেন।
৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২০
comment by: উন্মনা রহমান বলেছেন:
"একটা ব্যাপার জানা দরকার এখন। অতি উৎসাহী মহলটা কারা? সোনার বাংলা ফেস্টিভ্যালের উদ্যোক্তাই বা কারা? চোরের সাক্ষী গাঁটকাটা বুদ্ধিজীবীরাই বা কারা?
নামগুলা এখন উচ্চারণ না করলে আর কখন করবো?"
-কইয়া ফালান নামগুলান।
২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৫

লেখক বলেছেন: প্রফেসর ড. আনিসুজ্জামানের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। তারপরেই আছেন আলী যাকের।
৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৫
comment by: ফাহমিদুল হক বলেছেন: সুমনসঙ্গীত আমার কাছে রবীন্দ্রসঙ্গীতের চেয়েও বেশি।

"ভগবান বিষ্ণু বহুবার পৃথিবীকে বাঁচিয়েছেন।" নিজে লুট হয়ে তিনি বাংলাদেশের ঐতিহ্যকে বাঁচালেন। কিন্তু কাদরীর পতন তিনি এড়াতে পারলেন না।

রফিক স্যারের কমেন্টটা খুবই মজার বলে মনে হচ্ছে। কিন্তু বসুর 'মহাভারতের কথা' পড়া না থাকায় পুরো মজাটা পেলাম না।
২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২০

লেখক বলেছেন: ফাহমিদ ভাই,
ভগবান নিজে হারালেন বলেই তো কাদরী সাহেব পড়ে গেলেন।
বসুরটা মজার। অনেকে বলেন প্রতিভা বসুরটা অসাধারণ। আমি পড়ি নাই এখনও। তবে ইরাবতী কার্বেরটা খুব পছন্দ আমার।
৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৬
comment by: দূরন্ত বলেছেন: সুমন আমারও প্রিয়। খুব ইচ্ছা ছিল তার এবারের কনসার্টে যাবার। কিন্তু উপায় নেই। ৯৭-৯৮ সালে জাবিতে তার কনসার্টে আমিও ছিলাম। মুক্তমঞ্চে অন্ধকার রাতের সেই কনসার্টটা আমি কখনও ভুলবোনা। আপনিও কি সেই কনসার্টে ছিলেন? প্রথম গানটা সেখানে শুরু হয়েছিল এভাবে, নিঝুম অন্ধকারে আমি তোমাকে চাই..
ঘুরাঘুরি/ঈদ কেমন হলো? ভালো?
২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২৮

লেখক বলেছেন: দূরন্ত,
হ আমিও ছিলাম সেই কনসার্টে। তারপর সুমনের সঙ্গে ছোট একটা আড্ডা হয়েছিল টিএসসিতে।
রংপুর গেছিলাম। ভাল কাটলো। আপনার কেমন গেল?
৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:০৫
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: "পুকুরে জাহাজ ভাসানোর চাইতে সমুদ্রে ভেলা ভাসানো অনেক ভালো।"

মনে রাখার মত বচন !
২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩০

লেখক বলেছেন: থ্যাংকস, আবদুর রাজ্জাক শিপন।
৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩০
comment by: অনিশ্চিত বলেছেন: মাহবুব মোর্শেদ, নামগুলো পড়ে তো টাশকি খেয়ে যাচ্ছি। কী বলছেন এসব! নিশ্চিত কিছু কি জানা যাচ্ছে?
তবে যারাই এর পেছনে থাকুক, তাদের স্বরূপ উন্মোচিত হওয়া দরকার।
২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩১

লেখক বলেছেন: এই দুইজনের নাম মোটামুটি কনফার্ম। বাকীদের কথা জানি না।
৯. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২০
comment by: মাঠশালা বলেছেন: মাহবুব ভাই,
ব্লগার সম্মেলন অফিসে বসে মিস্‌ করেছি।
সুমনের সাথে আপনাদের আড্ডার বিবরন চাই।
সাহস করে আরো কিছু নাম বলে ফেলেন। এখন সাহস না করলে আর কখন........।
কেমন আছেন।
২৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: জুবেরী,
থ্যাংকস। চেষ্টা করতেছি।
১০. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৩
comment by: উন্মনা রহমান বলেছেন:
কিন্তু আনিসুজ্জামান তো ভাল মানুষ- জাতির বিবেক।
অবশ্য অনেক সময় না জেনে, না বুঝে, অনুরোধে পড়ে কেউ কেউ জড়িয়ে যান।
২৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: উন্মনা রহমান,
এমন কোনো ব্যক্তির নাম বলতে পারবেন যিনি স্বঘোষিত বা অঘোষিতভাবে জাতির বিবেক হিসেবে দায়িত্ব পালন করেছেন অথচ জাতির কোনো ক্ষতি করেননি। কাউরে পুরা জাতির দায়িত্ব দিলে তো বিপদে পড়তেই হবে।
১১. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৮
comment by: রহমান মাসুদ বলেছেন: মাহাবুব ভাই সুমন আমারও প্রিয় ছিল । আমাদের ছেলেবেলাটা তো কেটেছে সুমন আর ভূপেন হাজারিকার সাম্যবাদের গান শুনে। কিন্তু এখন আর ভালো লাগেনা।দুজনই নিজের কাছে হেরে গেছেন।হেরে গেছেন মৌলবাদের কাছে। তাই তাদের পরিচয় বদলাতে হয়।
সুমনের গাওয়া কতোটা পথ পেরুলে.... গানটা স্বভাবতই খুব জনপ্রিয়। কিনতু আমাদের বন্ধু অনম বিশ্বাসের কাছে যখন গানটা যখন শুনলাম তখন মনে হলো, সুমন বোধ হয় বব ডিলনের কথাগুলো ঠিক মতো বলতে পারেননি। যেটা অনম পেরেছে। সেদিন টোকনদা (টোকন ঠাকুর) ও এ রকম বললেন । আপনি বোধহয় অনমকে চেনেন। নরেন স্যারের (নরেন বিশ্বাস)ছেলে।ওর গান আপনাকে বব ডিলনের কাছাকাছি নিয়ে যাবে।
আনিসুজ্জামান ছাড়া ও আর যে সব জাতির বিবেক মুর্তি পাচারের সাথে জড়িত তাদের নামও প্রকাশ হওয়া দরকার। যদিও বিবেকবান চোরদের সম্পর্কে আমরা কম বেশি জানি।
২৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: মাসুদ,
অনমকে চিনি না তো। পরিচয় করায়া দিয়েন তো।
ঠিকই কইছেন।
১২. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪
comment by: পাগলা ঘাতক বলেছেন: 'আমি রাজাকার'' এর ঠিকানা আমাকে যে দিতে পারবে তাকে ৫০ হাজার টাকা পুরষকার দেওয়া হবে।
২৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১১

লেখক বলেছেন: এইসব ফালতু জিনিশ নিয়ে আমার ব্লগে ঢুকবেন না।
১৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: কাজী পাড়া অংশটা একবার পড়েন।
১৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
comment by: কোলাহল বলেছেন: পুরাতন লেখা তবে পড়ে মজা পেলাম। কাজী পাড়ার অংশটা খুব ইংগিতবাহী। হঠাৎ করে অনেকে মিলাতে পারবে না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: কাজী পাড়া লেখক ফোরাম? হ।
১৫. ২৬ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৬
comment by: কৌশিক বলেছেন: এইখানে তো "কাজীপাড়া" শব্দটার ইতিহাস পাওয়া গেল না!
২৬ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: এইখানে ইতিহাস পাওয়া যাওয়ার কথা না। কারণ এইখানেই প্রথম ওইটারে কাজীপাড়া উপাধি দেওয়া হইছিল।

No comments:

Post a Comment