Sunday, March 1, 2009

আমি মিটিংয়ে, এই তোমার পাঁচটা?, হ্যাভ এ হ্যাপি পিরিয়ড, ভালো থাকুন, অটুট বন্ধন

১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৮
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

রঙ ফর্সা করার বিজ্ঞাপন নিয়ে খুব বেশি না হলেও কিছু কথাবার্তা হয়েছে। রঙ ফর্সা করার মধ্যে যে, বর্ণবাদী দৃষ্টিভঙ্গির প্রচারণা চলে সেটাও বলা হয়েছে। ফেয়ার অ্যান্ড লাভলী নানা বিতর্কের পর একটু সতর্ক হয়েছে। ফর্সার বদলে তারা এখন রঙ উজ্জ্বল করে দিচ্ছে। কিন্তু মেয়েরা কিছুটা মুক্তি পেলেও এখন পুরুষের পেছনের লেগেছে ফর্সা রঙ। মেনজ অ্যাকটিভ মোটামুটি পুরুষদের ফর্সা করেই ছাড়বে। বিজ্ঞাপনের প্রভাব, বিজ্ঞাপনের নীতি-নৈতিকতা নিয়ে এই ব্লগেও বিস্তর আলোচনা হয়েছে। পণ্য বিক্রি করাই বিজ্ঞাপনের উদ্দেশ্য। ব্যস আর কী? সমাজ সংসারের প্রতি তার দায় ওই পণ্য বিক্রির সঙ্গেই জড়িত। কিন্তু পণ্য বিক্রি ছাড়াও বিজ্ঞাপনের নানা প্রভাব থাকে। আমি দুটি শিশুকে চিনি যারা টেলিভিশনে প্রধানত যা দেখে তা হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন শেষ হলেই তারা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বিজ্ঞাপনের সাউন্ড তুলনামূলকভাবে বেশি। রঙও বেশি। আর উপস্থাপনাও চটকদার। আমরা বিজ্ঞাপন যখন দেখি না, তখনও আসলে বিজ্ঞাপনই দেখি।
কিছু দিন ধরে দেখছি বাংলা লিঙ্ক অথবা ওয়ারিদের একটা দুটা বিজ্ঞাপন। পুরুষের দুনিয়ায় পুরুষেরা কাজ করছে। মেয়েরা বাড়িতে বসে অপেক্ষা করছে তাদের জন্য। এই তোমার পাঁচটা? উনি সারাদিন ঠোঁট ফুলিয়ে বসে ছিলেন পাঁচটায় তার স্বামী চলে আসবে। অফিস ছুটির পর এক সেকেন্ডের মধ্যে বাড়ি পৌঁছাবে। ওনারা শপিংয়ে যাবেন। অফিসে কাজ কর্ম করে স্বামী এসে কলার টিউন ব্যবহার করে বউয়ের রাগ ভাঙাতে শুরু করলেন। মেয়েরা এরকমই? তারা কাজ করে না। বাসায় বইসা স্বামী ফেরার অপেক্ষায় বইসা থাকে। অযথা রাগ করে। মেয়েদের এই চেহারাটা দাঁড় না করালেই কি চলতো না?
আরেকটা বিজ্ঞাপনে দেখি, এক মেয়ে ফোন করছে তার প্রেমিক অথবা স্বামীরে। উনি মিটিংয়ে। একটা গান বাজলো, মেয়ে কল্পনার রাজ্যে হারিয়ে গেল। কল্পনা থেকে ফিরলো যখন তখন প্রেমিক/স্বামী কইলো আমি মিটিংয়ে। মেয়ে বোকা একটা হাসি দিয়া কইলো ওকে। মানে কী? মেয়েটা ফালতু কামে মিটিংয়ের সময় ফোন করে? তার হাতে মোয় ধরিয়ে দেওয়ার জন্য একটা কলার টিউন?
এই রকম আরও মেলা বিজ্ঞাপন পাওয়া যাবে। মেয়েদের যেইগুলাতে আকাইম্মা, অলস, অথর্ব হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞাপন যারা বানায় তাদের নীতি নাই সেইটা বুঝলাম। কিন্তু তারা যে সোসাইটিতে থাকে খায় সেইখানে মেয়েরা কি এই রকম নিকি? বা মেয়েদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি এইরকম নিকি?
কিছু বিজ্ঞাপন অবশ্য সত্যি মন ভাল করে দেয়। বিজ্ঞাপনের নীতি নাই। পণ্য বিক্রি ছাড়া আর কোনো শুভকামনা নাই। তারপরও গার্নিয়েরের বিজ্ঞাপনে যখন আস্তে করে বলে ভালো থাকুন, তখন ক্যান জানি সত্যিই ভালো থাকতে ইচ্ছা করে। ইন্ডিয়ার এয়ার টেলের বিজ্ঞাপনে যখন কিছু বন্ধন চিরস্থায়ী... তখন সেটাকে আপ্তবাক্য বলে ভাবতেই ইচ্ছা করে।
ইদানিং আর একটা বিজ্ঞাপনও ভাল লাগছে। একেবারে নতুন একটা উইশ। অভিনব। চমকে গেছি কথাটা শুনে। হুইসপারের বিজ্ঞাপনে যখন বলে, হ্যাভ আ হ্যাপি পিরিয়ড তখন সেটার মধ্যকার সকল কূটাভাসের অবকাশ সত্ত্বেও মনে হয় সত্যিই তো। এই ভাল উইশ!



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।



* ৩৪ টি মন্তব্য
* ৩৫০ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28788330 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৩
comment by: সামী মিয়াদাদ বলেছেন: ভালইতো সাইজ করলেন
১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: কই? কারে?
২. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৫
comment by: নতুন বলেছেন: nice critical analysis :)
১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: থ্যাংকস।
৩. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: রাফা বলেছেন: ভাইজান কি সেন্সর বোর্ডের সদস্য নাকি।
১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: বুঝদার একজন লোক পাওয়া গেল। আপনে কি সেন্সর বোর্ডের সদস্যদের নিয়োগ দেন নাকি?
৪. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫১
comment by: সামী মিয়াদাদ বলেছেন: কমুনা কারে....সাইজ হইছে কেউ কেউ
১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: কইয়েন না। আমিও কাউরে কমু না। শুধু আমরা আমরাই। তাই না?
ধন্যবাদ।
৫. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৬
comment by: রাজামশাই বলেছেন: পন্য যতদিন থাকিবে

বিজ্ঞাপন ও ততদিন থাকিবে

তবে, ধরণ পাল্টাইতে পারে.......
১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: বিজ্ঞাপনের বিরুদ্ধে তো কথা হইতেছে না। তাই না?
৬. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৮
comment by: মুকুট বলেছেন: ভালো লিখেছেন, ধন্যবাদ! আসলেই বিজ্ঞাপনগুলা এদানিং যা শুরু করেছে! অসহ্য! এমন কিছু বিজ্ঞাপন আছে, যা খুবই বিব্রতকর!

অনেকের আবার গরম সহ্য হয়না!
১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
হ। খাঁটি কথা।
৭. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪২
comment by: শাওন বলেছেন: হু , বাজারে পন্য বিক্রির সাথে আজকাল ওরাও টিভিতে বিক্রি হচ্ছে । ব্যবধানটা ওখানেই । মানুষ কিনছে পন্য আর পন্য কোম্পানিগুলো কিনছে মানুষ ।
১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: পর্যবেক্ষণ চমৎকার। ধন্যবাদ।
৮. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৩
comment by: বাবুই বলেছেন: বিজ্ঞাপনের প্যানপ্যানে প্যাচে পড়িয়া যাহারা পচিয়া যাইতিছেন...
পুনশ্চ সর্তকবাণী....
বিজ্ঞাপন থেকে ‌‌'প' বাদ দিলে হয় বিজ্ঞান।
তার মানে বিজ্ঞানকে কাজে লাগিয়ে পৃথিবীকে বোকা বানানো আর কি!
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: বিজ্ঞান না প্রযুক্তি?
৯. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪১
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুমমম...
ভালো পর্যবেক্ষণ....
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: হাম। ধন্যবাদ।
১০. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৬
comment by: (অ)গাণিতিক বলেছেন: আরেকটা বিজ্ঞাপন দেখে প্রচন্ড বিরক্ত হতাম!
সেটাও ঐ গায়ের রঙ ব্যবসায়ীদেরই।

একটা ডায়লগ ছিলঃ "হুহ! ওনাকেই দাও!"
বৃদ্ধ বাবার প্রতি এই আচরণ দেখে ঘৃণায় আঁতকে উঠতাম!
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: এরা কী ভেবে যে বিজ্ঞাপন বানায় সেইটা নিয়া গবেষণা হওয়া দরকার।
১১. ১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: আকাশচুরি বলেছেন: হ ঠিকই
১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: হ।
ধন্যবাদ।
১২. ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪২
comment by: ফাহমিদুল হক বলেছেন: গৃহিণীরা ২৪ ঘণ্টাই (ঘুম বাদে) ব্যস্ত থাকে, কাজ করে। ওদের বেতন দিতে গেলে সরকারের বাজেট সঙ্কট আরও বাড়তো।

কিন্তু বিজ্ঞাপনওয়ালারা যে কোত্থেকে এসব পায়?
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: প্রশ্ন এখানেই। মেইল অ্যাড্রেস খুঁজে পাওয়ার অভিজ্ঞতা বিষয়ে একটা লেখা দেন। সবাই জানুক কেমনে কী করা লাগে। কী বলেন ফাহমিদ ভাই?
১৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:১০
comment by: সমালোচনাকারী বলেছেন: মুরশেদ ভাইয়া কেমুন আচেন। মেলা দিন আপনার পরশপাই নাই। আই মিস ইউ ভাইয়া। ...পোস্টে মাইনাস দেই....?
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:২২

লেখক বলেছেন: কী খবর আপু? ভাল?
পয়লা বৈশাখ মিস করলেন?
১৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: অহনা বলেছেন: মেয়েরা আকাইম্মা নয়। ধন্যবাদ।
তবে তারা যে স্বামীকে অযথা ফোনি দিয়া, মিসকল দিয়া অফিসের ব্যঘাত ঘটান এর উৎকৃষ্ট উদাহরণ আমার ভাবি।
ভাইয়াকে ফোন দিতে আম্মু আব্বু এবং বড় আপু কমসেকম সাতবার ভাবেন। এত ইমার্জেন্সি তার। অথচ ভাবি ফোন দেয় তার নিঃসঙ্গতা কাটাবার জন্য। এক্সট্রা পিরীত দেখাবার জন্য।(দেখছো! তোমারে আমি কত কেয়ার করি!)
১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: সেটাই।
১৫. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৩
comment by: ফারহান দাউদ বলেছেন: বিজ্ঞাপন মানেই হইলো পরের মাথায় বড়ই রাইখা খাওয়ার ধান্দা,কি আর করবেন!
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: বরই না কাঁঠাল?
১৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৮
comment by: দূরন্ত বলেছেন: ভাল বলেছেন
১৭ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: ধন্যবাদ।
১৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: জিতু বলেছেন: Rupen pushed me to read this blog.Good one Mahbub bhai...nice observation...the observation we all have in our minds...but we have to share and discuss again and again..this is kinda interesting as the same person when is doing this kinda modeling or leading an organisation are behaving differently. Somehow sometimes it is non acceptable, on the otherhand may be a sign of professionalism....i am not sure...bhalo kore bolte parbona.....

"Doridro Gobeshok:)"
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: মন্তব্য ও পর্যালোচনার জন্য অনেক ধন্যবাদ জিতু।
বিজ্ঞাপনের মতো মোস্ট ইরেজিং অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইস্যু নিয়ে সমাধানে পৌঁছানো খুব কঠিন। একটা সিদ্ধান্ত নিয়ে বসে থাকাও কঠিন। ফলে, এ নিয়ে প্রশ্নগুলো চকিতে ওঠানো ভাল। দেখতে থাকুন ভাবতে ভাবতে, কে যেন টিভি দেখার আগে এটা মনে রাখার পরামর্শ দিয়েছিলেন। ভাবতে ভাবতে বলতে থাকলে আরও ভালো।
সামহয়ারে লিখবেন আশাকরি।

No comments:

Post a Comment