Monday, March 2, 2009

প্রতিবেশী

০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৩১
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

একেকটি টিভি ক্যামেরার সামনে বসে আছে একেকজন জ্ঞানী। প্রজ্ঞা যাদের কখনও স্পর্শ করেনি। শুধু জানা, শুধু শোনা আর ততোধিক দেখার প্রতিভা নিয়ে সেইসব জ্ঞানীর মুখোমুখি বসে আছি। আমি কিছু বলি না, শুধু টিভি বলে। টিভির ভেতর থেকে নতুন মাহামারির মতো কথা বলে পুরাতন জ্ঞানীদের দল। কী করা উচিত, কী বলা উচিত আমি বুঝতে পারি না। যদি সহসা কোনো রাতের অবসরে জ্ঞানীরা সংকেত পাঠায়! ভেবে বৃথা সারারাত ওই টিভি ক্যামরার সামনে বসা জ্ঞানীর মুখোমুখি বসে থাকি, এই টিভির সামনে। ভাবি, এ বড় সত্য, সত্য ভাষণ কোনোদিন প্রতিবেশী বদলাতে পারবো না আমরা। তুমি আমার পিতৃভূমির পাশে, আমার মাতৃভূমির পাশে তোমার বাড়ি। কাঁটাতার ঘেরা সবচেয়ে বড় গণতন্ত্র তোমাদের। চারদিকে ব্যর্থ আর হাহাকার ঘেরা রাষ্ট্রের আপদ ঠেকাতে তুমি নিজেকে ঘিরে ফেলছো। ক্রমাগত দোষ দিচ্ছো আমাদের। ওই কাঁটাতার ভেদ করে দুটি শিশু খেলছে ফুটবল, তোমার কর্পোরেট স্বপ্নের ভেতর। এই শিশুর গল্প আমরা দেখছি প্রতিদিন। আর মরছে মানুষ প্রতিদিন আমাদের সীমান্তে।
তবে তাই হোক, তুমি এসো হৃদয়ে.. দ্বার দিলেম খুলে। সোজা এই হৃদয়ে গুলি করো। কাঁটাতার ভেদ করে ছুটিয়ে দাও সেই ট্রেন। আমার পথ ভেদ করে ছুটিয়ে দাও তোমার লরি, ট্রাক। ঘুম ভেঙে আমরা প্রতিদিন দেখি আমাদের হৃদয়ে ভেতর দিলে চলে যাচ্ছে প্রতিবেশীদের ট্রেন, বাস, ট্রাক, লরি। তোমার বোম্বাই সিনেমা আমি নেবো। পাঞ্জাবের পেঁয়াজ, মহারাষ্ট্রের ডাল, চেন্নাইয়ের চিকিৎসা, কলকাতার বই সব আমি নেবো। নগদ দামে কিনে নেব বাজার থেকে। যেভাবে ৭১-এ সারি সারি শরণার্থী গিয়েছিল সেভাবেই হাজার হাজার মানুষ পঙ্গু, রোগগ্রস্ত, অনাথ যাবে তোমাদের দেশে। তাকে শুশ্রুষা দিও। চিকিৎসার ফাঁকে ফাঁকে তারা ঘুরে দেখবে তাজমহল, ফতেপুর সিক্রি, মানালি, পুরী আর দার্জিলিং। এখানে কিছু নেই। তুমি দেখতে দিও।
প্রতিবেশী তো আমরা বদলাতে পারবো না। তাই যা হয় হোক, তোমার কাঁটাতার ঘেরা স্নেহ নিয়ে আমরা থেকে যাবো, তোমার চারদিকে গণতন্ত্রহীন, ব্যর্থ রাষ্ট্রের দল। তোমার জয় হোক। সারে জাহাঁ ছে আচ্ছা, ইয়ে হিন্দুস্তাঁ তোমারা। তোমারই জয় হোক।
প্রতিবেশী তো আমরা বদলাতে পারবো না। তাই আমাদের বিপদে তুমি চাল দিও। ভেবো না দাবা সাজিয়ে বসে আছি। তুমি আমাদের সেনাপতিকে ঘোড়া দেবে। ওরকম চাল তুমি দিও না। মানুষ সেদ্ধ করে খেতে পারে, এরকম কিছু চাউল দিও। উপহার নয়, স্রেফ কিনে নিতে দাও কিছু চাল। হিন্দি সিনেমা, বই, চিকিৎসার মতো দোকান থেকে কিনে নেবো। তুমি অলঙ্ঘ্য হে প্রতিবেশী। তোমারই হোক জয়।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৬৩ টি মন্তব্য
* ৪২৯ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28776346 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: কেরামত চৌধুরী বলেছেন:
ভারতের কথা বলছেন মনে হয়।
বড় মাছের সাথে একসাথে থাকা আসলে খুব সমস্যার। কখন খেয়ে ফেলে তারই তো ঠিক নাই।
০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: হ।
২. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: সামী মিয়াদাদ বলেছেন: সর্বনাশা হইছে
০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৮
comment by: মাঠশালা বলেছেন: জয়ের মা নিশাদ কবিতায় আছে না-

"প্রতিবেশীরা কী এই পৃথিবীতে থাকে"



(ঘোড়ার পিঠে করে আমাদের সেনাপতি গ্রান্ড ট্রাঙ্ক রোড ধরে চাউলের বস্তা নিয়ে আসবেন)
০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: জয়ের প্রতিবেশী আর আমাদের প্রতিবেশী আলাদা না?
ওদের কত প্রতিবেশী। আর আমাদের কত কম।
৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৮
comment by: কিরিটি রায় বলেছেন: প্রতিবেশী তো আমরা বদলাতে পারবো না। তাই আমাদের বিপদে তুমি চাল দিও। ভেবো না দাবা সাজিয়ে বসে আছি। তুমি আমাদের সেনাপতিকে ঘোড়া দেবে। ওরকম চাল তুমি দিও না। মানুষ সেদ্ধ করে খেতে পারে, এরকম কিছু চাউল দিও। উপহার নয়, স্রেফ কিনে নিতে দাও কিছু চাল। হিন্দি সিনেমা, বই, চিকিৎসার মতো দোকান থেকে কিনে নেবো। তুমি অলঙ্ঘ্য হে প্রতিবেশী। তোমারই হোক জয়।
০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: হোক।
৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন: বড়ো মাছের সাথে কই....আছি তো বড়ো মাছের বিশাল হায়ের ভিতর...কখন যে কামড় বসায় সেটাই চিন্তা
০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: সব বড় মাছ কি ছোট মাছ খায়?
৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৬
comment by: ফারহান দাউদ বলেছেন: " মানুষ সেদ্ধ করে খেতে পারে, এরকম কিছু চাউল দিও। উপহার নয়, স্রেফ কিনে নিতে দাও কিছু চাল। হিন্দি সিনেমা, বই, চিকিৎসার মতো দোকান থেকে কিনে নেবো। তুমি অলঙ্ঘ্য হে প্রতিবেশী। তোমারই হোক জয়।"
হ,এরপরেও কিছু লোক নাচবে ঐ চাল খেয়ে,সারে জাঁহাসে আচ্ছা। মাইনাস খাইলেন বইলা।
০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: দিছে দুই জন।
৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:০১
comment by: কিরিটি রায় বলেছেন: (আমরা সবাই রাজা সুরে)
চলো ভাই নেত্য করি মনের সূখে সোনার বাংলাতে
এই খানেতে সবই যে হয় বিনে বাধাতে....
চলো ভাই নেত্য করি।।

আমরা যা খুশি তাই করি, আপন স্কন্ধে লাথি মারি
আপনারে আপনি ডুবাই মনের হরষে।

উজান দেশে জল কেড়ে নেয় আমরা নেত্য করি
ভালবাসার ডুলি লয়ে তাদের কড়া নাড়ি...
পদ্মা মেঘনা হয় ইতিহাস থোরাই কেয়ার করি
তেল গ্যাস আর খনিজ সম্পদ যে পারে নেয় কাড়ি..

আমরা চাইযে শুধু চেয়ার, করিনা জনগণেরকেয়ার
সত্য ন্যায় আর বিবেক টারে গলা টিপে মারি।।
চলো ভাই নেত্য করি।।
চলো ভাই নেত্য করি মনের সূখে সোনার বাংলাতে
এই খানেতে সবই যে হয় বিনে বাধাতে....
চলো ভাই নেত্য করি।।

বিশ্বব্যাংক আর এডিবি দেয় ফ্রি প্রেসক্রিপশন
তাদের স্বার্থ ফুলে ফাপে জনতার হয় মরন,
নূর মালিক বা হামিদ করাজাই
এমন রাজা -ই তারা চায়

আমরা বসে আঙল চুষি সুশীল গণের ফাল দেখী
চলো ভাই নেত্য করি মনের সূখে সোনার বাংলাতে
এই খানেতে সবই যে হয় বিনে বাধাতে....
চলো ভাই নেত্য করি।।


০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: নিজের স্কন্ধে লাত্থি মারা খুব কঠিন।
সুর করে গাওয়া দরকার গানটা।
ভাল।
৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:০৯
comment by: মাহবুব সুমন বলেছেন: ভালো লেগেছে
০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: থ্যাংকস।
৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:১১
comment by: তীর্যক বলেছেন: চমৎকার।

লেখক@প্রতিবেশীর কাঁটাতার আমাদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য, কিন্তু তাদের বুলেট ঠেকানোর জন্য আমরা কিসের বেড়া দেব? আমাদের দেশে ব্যাপক বিধ্বংসি মাদক চোরাচালান ঠেকাতে এই মহৎ প্রতিবেশী কি দায়িত্ব পালন করে, তাদের রপ্তানিকৃত মাদক, অস্ত্র, বিচ্ছিন্নতাবাদি, শান্তি বাহিনি .... এসবেরই বা ব্যাখ্যা কি?
০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
১০. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৬
comment by: শামস শামীম বলেছেন: আমরা বুক পেতে দিয়েছি
আমাদের পিষে ফেলো প্রভু তোমার পায়ের নিচে।

আমরা কি আর মানুষ! আপনাদের মতোন।
০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: বেদনাদায়ক।









আপনার পত্রিকার কথা এইখানে লেখেন না কেন?
১১. ০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: সবুজ আরেফিন বলেছেন: আমার মনে হয় ভালোবাসার সম্ভাবনাগুলো নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। আমরা আসলে নিজেদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে এই পচা কুৎসিত পুঁজিবাদী রাজনীতির হাতে সবটুকুই তুলে দিয়েছি। এখন আমরা প্রাণ খুলে বলতে পারিনা 'না'! আর বিজ্ঞান-

SCIENCE

Making two possibilities a reality
Predicting the future of things we all know
Fighting off the diseased programming
Of centuries, centuries, centuries, centuries
Science fails to recognise the single most
Potent element of human existence
Letting the reigns go to the unfolding
Is faith, faith, faith, faith
Science has failed our world
Science has failed our mother earth
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Letting the reigns go to the unfolding
Is faith, faith, faith, faith
Letting the reigns go to the unfolding
Is faith, faith, faith, faith
Science has failed our world
Science has failed our mother earth
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Spirit-moves-through-all-things
Science has failed our mother earth



/System of a down




০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: বিনয় বলেছেন :
ভালোবাস দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম?
১২. ০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: মাঠশালা বলেছেন: বিনয়ের ভালবাসা আর আমাদের আমাদের ভালবাসা আলাদা না?
ওদের কত ভালবাসা। আর আমাদের .......।
০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: বিনয়ের অনেক ভালোবাস ছিল।
কিন্তু ওদের ভালোবাসার তো কোনো নমুনা দেখি না।
১৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: সবুজ আরেফিন বলেছেন: ঠিক বলেছেন।

মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়। আসলেই তাই!
০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: হ।
১৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
comment by: অভী চৌধুরী বলেছেন: মাহবুব আপনি যে সুস্পস্ট অভিঘাত থেকে লেখাটি লিখেছেন তা আপনার প্রতি আমার আস্থাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আপনার মতো প্রতিক্রিয়া ব্যক্ত করার সাহস, সামর্থ এবং শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হলে, আমাদের সন্ততিকে কেবল স্বপ্নের কাছে রেখে যেতে হবে না। ভালোবাসা।
০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: অভীদা,
আপনি আমাকে শেষ পর্যন্ত আপনি ডাকলেন?

আপনাকে সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

ব্লগে আপনাকে দেখে খুব ভাল লাগলো।
১৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: চলেন ইলিশগুলো সব দিয়ে আসি । পচা চাল দিয়ে ইলিশ খাওয়ার ভীমরতি আমাদের কবে যে যাবে !!!!
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: তবে, পদ্মার টাটকা ইলিশ তুমি উজানেই আটকে দিও। কাঁটাতার ঘেরা পবিত্র নদীতে, গঙ্গায়। ঠিক যেভাবে তোমরা জল আটকে দিলে আমরা পানি পাই না সেভাবে।
১৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০৭
comment by: মৃদুল মাহবুব বলেছেন: বিশ্ব ব্যাংকের চাপে পাটকল বন্ধ হয়, আর ওপারে নাকি বিশ্ব ব্যাংকেরই ডলারে গড়ে উঠছে নতুন নতুন পাটকল। আর আমার টিভি সারারাত মুখে রং মেখে মুখরোচক আলাপ করে করে শ্রোতাকে ঘুম পাড়িয়েছিলো নিশ্চিন্তে। আর আদমজি বন্ধ হবার পর এই শহরে দেখি গামছা মুখে বেধে রিক্সা চালাচ্ছে এক লোক। তাকে জিজ্ঞেস করেছিলাম কেন মুখে গামছা বাধা। তিনি বলেছিলেন কলেজে পড়া বড়ছেলেটার বই আজও কেনা হয়নি। সে বহু আগের কথা। আমরা ভুলে গেছি। তা কেন এখানে পাটকল বন্ধ হয় আর ওখারে গড়ে ওঠে; তা কি আমার প্রতিবেশি জানে। আর আমাদের ঘোড়ায় চড়া জলপাই রং সময়ের কথা না হয় আর নাই বললাম।

"আপেলে কামড় দিয়ে দেখি চারিদিকে স্যানেটোরিয়াম,
.......আঙুরের কথা না হয় নাই বললাম।"

( লাইনটা স্মুতি থেকে লেথা)
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: যথার্থ কথা। ধন্যবাদ।
১৭. ০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৫:৪৫
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

প্রতিবেশী তো আমরা বদলাতে পারবো না। তাই আমাদের বিপদে তুমি চাল দিও। ভেবো না দাবা সাজিয়ে বসে আছি। তুমি আমাদের সেনাপতিকে ঘোড়া দেবে। ওরকম চাল তুমি দিও না। মানুষ সেদ্ধ করে খেতে পারে, এরকম কিছু চাউল দিও। উপহার নয়, স্রেফ কিনে নিতে দাও কিছু চাল। হিন্দি সিনেমা, বই, চিকিৎসার মতো দোকান থেকে কিনে নেবো।


ভালো লাগছে ।
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
১৮. ০৫ ই মার্চ, ২০০৮ সকাল ১১:১৬
comment by: অভী চৌধুরী বলেছেন: 'আইয়ুবের সঙ্গে বিচার' নামে রবীন্দ্রনাথের 'শেষপ্রশ্ন' কবিতা সম্পর্কিত শঙ্খ ঘোষের একটি বিতর্ক-ধর্মী লেখার শেষ লাইনে আইয়ুবের একটি রূঢ় মন্তব্যের জবাবে শঙ্খ ঘোষ লিখেছিলেন: 'আমিকি সাগর পারের মানুষ:.. আমারকি নির্বাসন!' আমি ওটা পড়ে কেঁদে ফেলেছিলাম। কেন জানি মন খারাপ হয়েছিলো। শঙ্খ স্যারকে আমি সেটা জানিয়েছিও।

যাই হোক, 'আপনি' সম্বোধনের এই পদ্ধতিগত দূরবর্তিতা আমার ইচ্ছাকৃত ছিলো বলে এই মুহূর্তে আমার খুব মনখারাপ লাগছে। ক্ষমাপ্রার্থনা করছি।

মাবু আমি তোকে ভালোবাসি।
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২৩

লেখক বলেছেন: ব্যাপার না। টেক ইট ইজি।
ব্লগ তো অতো আনুষ্ঠানিক ব্যাপার না। কিছুটা পাবলিক বটে।
১৯. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২০
comment by: সমালোচনাকারী বলেছেন: মাহবুব ভাইয়া কেমুন আচেন?
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: ভালো। ভালো?
২০. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২৬
comment by: সমালোচনাকারী বলেছেন: ভালো না ভাইয়া!
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: প্রোফাইলের সঙ্গে খাসলতটাও বদলে ফেলান। ভাল লাগবে।
২১. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৭
comment by: সমালোচনাকারী বলেছেন: আপনের ধৈর্যচ্যুতি পরীক্ষাকরছিলাম কয়েকদিন। আপনি ২য় বিভাগে উত্তীরনো হৈছেন।
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আপনে যে কলেজে যোগ দিছেন আমি সেই কলেজের প্রিন্সিপাল। অতএব সার্টিফিকেটটা আমার কাছ থেকে নিতে পারেন।
২২. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৯
comment by: সমালোচনাকারী বলেছেন: 2nd division পাইছেন
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: ঐ।
২৩. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪০
comment by: সমালোচনাকারী বলেছেন: পুরাপুরি সুশীল হৈতে হৈলে আরো কষ্ট সৈয্য করতে হৈবেক।
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: পুরাপুরি ভার্চুয়াল গুণ্ডা হইতে হইলে আপনের আর বেশি কষ্ট করতে হবে না।
২৪. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: সমালোচনাকারী বলেছেন: মুরশেদ ভাইয়া,

আপনি আমাকে গুন্দা বলেন কেনো? আমি কি আপনাকে নাপিত বলেছি? বলেছি ৫০% সুশিল। এটা কি খারাপ?
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: তাইলে এখন ফুটেন।
২৫. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১৪
comment by: সমালোচনাকারী বলেছেন: ছি!! ভাইয়া !! ছি!! আপনি এরকম বিহেভ করতে পারলেন!!
২৬. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৪
comment by: সবুজ সাথী বলেছেন: মাঝেমধ্যে বুলেটের আঘাত খেতে নিস্কৃতি দিও সীমান্তের না খাওয়া শরীরগুলোকে।


মাহবুব ভাই, খুব হৃদয়স্পর্শী লেখা।
০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৪

লেখক বলেছেন: থ্যাংকস।
২৭. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪৭
comment by: দূরন্ত বলেছেন: হুমম..
ভাল লেখা। +
কিন্তু চাল দিয়ে কি করবেন?
০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
সেদ্ধ করে খাবো।
২৮. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৫
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: ভালো লেগেছে আপনার লেখাটি।
০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
২৯. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৬
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ ! সত্য লেখার জন্য!
প্রতিবেশীর কৃপায় নয় আমরা ডলার দিয়েই চাল কিনতে চাই!
০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: ওয়েলকাম।
কেমন আছেন?
৩০. ০৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১১
comment by: কাল্‌বেলা বলেছেন:
[প্রতিবেশী তো আমরা বদলাতে পারবো না ]


কিছু না করতে পারা আমাদের এই নিজের প্রতি অভিমানটা এত সুন্দর করে বলেছেন যে হৃদয়ের ভিতর দিয়ে যেন সত্যিই চলে গেল কোন ট্রেন বা ফুটে গেল কিছু কাঁটা (তার)।

ভালো লেগেছে।
০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
৩১. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: বাতিঘর বলেছেন: অলংঘনীয় সত্য। +
০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: থ্যাংকস।
৩২. ০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৬
comment by: সমালোচনাকারী বলেছেন: গুদ আফটার নুন মুরশেদ ভাইয়া.
০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: সুমায় নাই। ফুটেন।

No comments:

Post a Comment