Monday, March 2, 2009

অনাবাসী লেখকদের বই

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫১
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

অনাবাসী শব্দটা আমার কাছে নতুন। ভারতীয় পত্র-পত্রিকাগুলোতে এনআরআই কথাটা মাঝে মাঝেই চোখে পড়তো। একদিন খোঁজ নিয়ে দেখলাম এর বিস্তারিত মানে হলো : নন রেসিডেন্ট ইনডিয়ান। ভারতের বাইরের ভারতীয়। খুব ইন্টারেস্টিং একটা ধারণা। এর আগে অবশ্য আরও ইন্টারেস্টিং ডায়াসপোরা কথাটার সঙ্গে পরিচয় হয়েছিল। বাংলাদেশের লোকজন যারা বিদেশে থাকেন তাদের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রবাসী বলে ডাকা হতো। প্রবাসী হয়েই তারা এতদিন ছিলেন। এই সরকার ক্ষমতায় এসে ঘটা করে তারা মোটামোটি অনাবাসী হলেন। ইন্টারেস্টিং!
আমার পরিচিত এক লেখক আছেন যাকে প্রবাসী লেখক বললে খুব মাইন্ড করতেন। কেন জানি প্রবাসী কথাটা তার পছন্দ হতো না। অনাবাসী কথাটা তার পছন্দ হয়েছে কি না জানি না। জিজ্ঞেস করিনি।
প্রবাসে বসে যারা লেখেন তাদের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে।
১. প্রথম দল : যারা দেশে থাকতেই লেখালেখি করতেন। ভাগ্যের সন্ধানে বা উন্নত জীবনের খোঁজে বিদেশ গিয়েছেন। দেশে লেখক খ্যাতি রেখে যাওয়ার কারণে বই কেন্দ্রিক ও লেখা ছাপানো কেন্দ্রিক যোগাযোগে এনারা তেমন কোনো সমস্যায় পড়েন না। বরং বিদেশে থাকার কারণে তারা বাড়তি কিছু সুবিধা পান।
২. দ্বিতীয় দল : এরা লেখক হন বিদেশে গিয়ে। হয়তো বাইরের কোনো ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছেন। পাশ করলেন, চাকরি পেলেন। লেখার প্রণোদনা এলো, লেখা শুরু করলেন। দেশের সাহিত্যের এস্টাবলিশমেন্টে এদের প্রবেশ কিছুটা কষ্টসাধ্য বটে।
৩. তৃতীয় দল : বিদেশের শ্রমসাধ্য/সুখী জীবনে থেকেও দেশের জন্য এই লেখকদের মন কাঁদে। লেখালেখি নিয়ে খুব সিরিয়াসনেস নেই। তবু লিখে মনের ভাব প্রকাশ করা, দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এই নিয়ে এদের একটা তাড়না থাকে। পত্রিকায় চিঠি লেখা থেকে শুরু করে, গল্প কবিতা নিয়ে মাঝে মধ্যে কিছুটা ব্যস্ততা। ব্যস আর কী? বই বের করার তাড়া নেই।
৪. চতুর্থ দল : বিদেশে গিয়ে টাকা হলো। টাকা মানেই তো সংস্কৃতি। লেখক হয়ে একটু নাম কামানোর উপায় তো আছেই। যেন তেনভাবে কিছু টাকা খরচ করে বই ছাপিয়ে বাইরে নিয়ে গেলেন। ছোট বাঙালি সোসাইটিতে ছোট খ্যাতি হয়ে যায়। বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড প্রকাশকরা সাধারণত এনাদের মুখের দিকে তাকিয়ে থাকেন।

আরও অনেক ভাগ করা যায়, তবে আপাতত এইটুকুই।
আমি সবগুলোকেই পজেটিভলি দেখি। এমনকি শেষ দলটিকেও। দেশের প্রকাশনা খাতে এটা তাদের অপ্রত্যক্ষ ইনভেস্টমেন্ট। এই চারটি দল থেকেই ভাল লেখক বের হয়ে আসতে পারেন। অনেক ভাল বই প্রকাশিত হতে পারে। কিন্তু কার খোঁজ কে রাখে? প্রথম দলের কিছু লেখকের বাইরে বাকীদেরকে সাধারণত বাঁকা চোখেই দেখা হয়। নিজের টাকায় বই বের করলেই সেটা খারাপ হবে এটা সবাই মনে মনে সিদ্ধান্ত নিয়েই বসে থাকেন। এটা ঠিক না।
যাই হোক, আজকে সকালে এক কলিগ জিজ্ঞেস করলো, অনাবাসী লেখকদের ভালো বইয়ের তালিকা তাকে আমি দিতে পারি কি না। আমি বললাম চেষ্টা করতেছি। চেষ্টা বলতে সামহয়ারে একটা পোস্ট দেয়া। এইখানে অনেক অনাবাসী লেখক আছেন। বাইরে থেকে অনেকে সিরিয়াসলি লিখছেন। তারা নিশ্চয় কিছু খবর দিতে পারবেন।
সোজাসুজি জিজ্ঞেস করলেও পারতাম। কিন্তু একটু কথাও বলে নিলাম।
প্রশ্ন হলো : এবার অনাবাসী বাংলাদেশী লেখকদের বইয়ের নাম জানান। সঙ্গে লেখকের নাম, প্রকাশনা সংস্থা। কেমনে পাওয়া যাবে। লেখক কই থাকেন এইগুলা জানানো গেলে ভাল হয়।



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।



* ৩১ টি মন্তব্য
* ২৬৬ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28771721 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৫
comment by: লাইটহাউজ বলেছেন: আজকের সমকালে এ নিয়ে একটি প্রতিবেদন আছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: তারা কি মোটামুটি মেলা লেখকের কথা বলছে, নাকি স্বনামধন্যদের কথাই বলছে?
২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৩
comment by: সত্যদা বলেছেন: বাংলাদেশের লোকজন যারা বিদেশে থাকেন তাদের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রবাসী বলে ডাকা হতো। প্রবাসী হয়েই তারা এতদিন ছিলেন। এই সরকার ক্ষমতায় এসে ঘটা করে তারা মোটামোটি অনাবাসী হলেন। ইন্টারেস্টিং!
....

এছাড়াও ইদানিং আরেকটা প্রবণতা দেখা যাচ্ছে..কলকাতার বাংলা শব্দের আমদানী ঘটছে ব্যাপক। অথচ আমাদের প্রচলিত বাংলা তারচেও অনেক সমৃদ্ধ....

+++

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: অনাবাসী শব্দটা কিন্তু শুনতে ভালই লাগে।
৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: দূরন্ত বলেছেন: হুমম.
আমি কিন্তু কোনো দলে নাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: আপনার জন্য আরেকটা দল গঠন করা দরকার।
৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৪
comment by: লাইটহাউজ বলেছেন: সবকিছুতেই খুঁত এদের স্বভাব হয়ে গেছে। অনাবাসী কি আমাদের শব্দ নয়?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: সমকালের লেখাটার লিঙ্ক দিতে পারেন?
৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৩
comment by: লাইটহাউজ বলেছেন: একটু ভুল হয়েছে। লেখাটি গতকাল রোববারে প্রকাশিত হয়েছে। সমকালের আর্কাইভে পাবেন আশা করি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: থ্যাংকস।
৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: হাসিব বলেছেন:
জার্মানির খোজ তিরন্দাজের কাছে পাবেন
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: আপনে জানলে কন। তীরন্দাজ লোকটা দেখি অযথা খুশী হয়। ভাল ঠেকলো না।
৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: দূরন্ত বলেছেন: ৫. পঞ্চম দল: যারা পড়াশোনা ও অন্যান্য কারণে বিদেশে চলে গিয়েছেন। কিন্তু পড়াশোনা তো নয়ই বরং কোনো কাজই করতে পারেন নাই। কোনোরকমে পেটের ধান্দায় দিন চালাইতেছেন। সামহয়ার ইন-এ মাঝেমাঝে ঢু মারেন তবে লেখালেখির কোনো জটিলতায় নাই। তারা এ গ্রুপের অন্তর্ভূক্ত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ভাল বলছেন। এনাদের উচিত সামহয়ারে লেখালেখি চালায়ে যাওয়া। এনারা বেশি লিখলে ভাল।
৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: লাইটহাউজ বলেছেন: Click This Link
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১২
comment by: হাসিব বলেছেন:
আমি পুরা নাম জানি না বৈলা তীরন্দাজরে রেফার করছিলাম । তীরন্দাজের নাম আনিসুর রহমান বা আনিসুল হক । দেখা হৈলে তীরন্দাজই ডাকি । আর একজন আছে নাজনীন । উনারও পুরা নাম জানি না । আর ব্যর্লিনে আছেন দাউদ হায়দার । প্রথম দুইজন লেখালেখি করেন ও তাদের সাম্প্রতিক প্রকাশনা আছে । দাউদ হায়দার এখন লেখেন কিনা সেইটার খোঁজ জানি না ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: তীরন্দাজের নাম আনিস হক। তার অনুবাদ বই এবারের মেলায় প্রকাশিত হয়েছে। বইয়ের নাম সম্ভবত অন্যশরীর। জার্মান থেকে বাংলায় সরাসরি অনুবাদ। তার অনুবাদ ভাল।
নাজনীন নামটা চিনিনা।
দাউদ হায়দারের লেখা তো দেখি পত্রপত্রিকায় নিয়মিত বের হয়। তবে বই বের হয়েছে কি না জানি না।
১০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: ১. সমকাল থেকে যা জানা গেল তাতে বিলাত প্রবাসী গোলাম মুরশিদের বই 'কালাপানির হাতছানি : বিলাতে বাঙালির ইতিহাস' বইটা বের করেছে অবসর।
২. দক্ষিণ আফ্রিকা প্রবাসী লেখক মাঈনুস সুলতানের দুইটি বই লাওস ভ্রমণের বৃত্তান্ত : শত সন্নাসী, সহস্র মন্দির (প্রতীক) ও মৃত সৈনিকের জুতার নকশা (অবসর) প্রকাশিত হয়েছে।
৩. ইংল্যান্ড প্রবাসী রফি আহমেদের বই রল্ফ প্রকাশ করেছে উৎস প্রকাশন।
৪. নিই ইয়র্ক প্রবাসী মিনা ফারহ'র উপন্যাস যৌবনের কালবেলা প্রকাশ করেছে আগামী।
৫. ইংল্যান্ড প্রবাসী শামীম আজাদের কবিতার বই জিয়ল জখম প্রকাশিত হয়েছে। প্রকাশক : ?
৬. জার্মানী প্রবাসী শাহিন হাসানের কবিতার বই এ আসন বয়ে যায় বুদ্ধগয়ায় প্রকাশ করেছে ইত্যাদি।
৭. হাসান মাহমুদের বাংলায় কথা কই প্রকাশ করেছে মনন।
৮. কানাডা প্রবাসী সাদ কামালীর লীলাবতী প্রকাশ করেছে মনন।
৯. কানাডা নিবাসী আহমেদ সোহেলের রুপালী জ্যোৎস্না (উৎস)
১০. গ্রিসে বসবাসকারী ছায়ফুল আলম খানের জীবন ঝর্ণা (অন্বেষা)।
১১. কুয়েতে চিকিৎসা পেশায় নিয়োজিত রুবন বিন রানিয়ার প্রবাসের কান্না-হাসি বের করেছে অন্বেষা।
১১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আমার কাছে যাদের তথ্য আছে সেগুলা পরে দেব। আপনেরা কিছু জানলে এইখানে লিখে যাইয়েন। নিজের বইয়ের কথা নিজে লিখলে সেইটা সবচেয়ে ভাল কথা।
১২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৮
comment by: ফারহান দাউদ বলেছেন: লেখকের ক্লাসিফিকেশনটা মজার হইসে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: আরও কিছু ক্লাসিফিকেশন করতে হবে।
১৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২১
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: ভাল লাগল। আমি মনে হয় কোন দলে পড়ি না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: নতুন দল গঠন করেন। এখন নতুন দল খুব চলতেছে।
১৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩০
comment by: ফাহমিদুল হক বলেছেন: গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। ভালো লাগলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৩

লেখক বলেছেন: আরেকটা দলের কথা বলতে ভুলে গেছি। এরা সাময়িক অনাবাসী। শীঘ্রই দেশে ফিরবেন।
ধন্যবাদ ফাহমিদ ভাই।
১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২১
comment by: অমিত আহমেদ বলেছেন: লেখকদের মধ্যে প্রবাসী/অনাবাসী এসব বিভাজনের ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না। লেখক তো লেখকই। তাই না?
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: লেখক তো লেখকই। পৃথিবীর সকল লেখকই লেখক।
এই কথা প্রথমে মেনে নিয়ে পরে জিজ্ঞেস করতেছি, পৃথিবীর এই লেখক কোথায় থাকেন?
কোথায় জন্ম তার?
১৬. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৯
comment by: নেমেসিস বলেছেন: আমাদের সাহিত্যজগৎ কি এখনি লেখকের বিভাজনতার জন্য সম্পুর্ন প্রস্তুত ??
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: আমাদের সাহিত্যকে যদি জগৎ বলা যায় তবে তার বিভাজনও সম্ভব। তাই না। জগৎ তো অনেক বড় জিনিশ।
১৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৭
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: সবাই দেখি জাইনা শুইনা চুপ করে থাকে। লেখকদের নাম কেউ মুখে নিতে চায় না।

No comments:

Post a Comment