Monday, March 2, 2009

k সব জিনিশ বুঝতে দেরি করে

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

সামহয়ারের অস্থিতিশীলতার জন্য কাজীপাড়া রাইটার্স ফোরামের যে কয়েকজন সদস্যকে সে দায়ী করে পোস্ট ব্যান বা ডিলেট খাইছে এই জিনিশটা আমি অনেক আগেই বলছিলাম। সামহয়ারকে এরা এক সপ্তাহও ঠাণ্ডা থাকতে দিতে চায় না। কখনো রাজাকার হয়ে ছোবল মারে আবার মুক্তিযোদ্ধা হয়ে প্রতিবাদ করে। এদের বিরুদ্ধে স্থায়ীভাবে কিছু করা দরকার।
আমি ভাল মতো জানি না, তবে আমার ধারণা, আইপিসহ কাউকে ব্যান করা যায় না। ব্যান করলেও সেটা পাবলিকলি বলা যায় না। যদি তাই হয়, তবে সামহয়ার কিছু লোককে গোপনে আইপি সহ ব্যান করতে পারে। তাতে আমরা কিছু মনে করবো না।



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ১১৮ টি মন্তব্য
* ৯৭৪ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ১৩ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28773688 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
comment by: পেইজ থ্রি বলেছেন: আমার ধারণা, আইপিসহ কাউকে ব্যান করা যায় না। ব্যান করলেও সেটা পাবলিকলি বলা যায় না। যদি তাই হয়, তবে সামহয়ার কিছু লোককে গোপনে আইপি সহ ব্যান করতে পারে। তাতে আমরা কিছু মনে করবো না।

ভাল বলেছেন। হা হা হা...
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: হি হি হি।
২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
comment by: স্করপিয়ন্স বলেছেন:
আপনি কাকে কাকে সন্দেহ করেন তাদের নাম উপযুক্ত প্রমান সহ জানান।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: যাদের সন্দেহ করি তারা এই পোস্টে আসবে বা আসতেছে।
৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
comment by: সমালোচনাকারী বলেছেন: চিন্তাশীল পোস্ট।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: আপনার চিন্তার তুলনায় যথেষ্ট চিন্তাশীল।
৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: শীখা বলেছেন: ঠিক
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: হ।
৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
সুন্দর পোস্ট। ভাল্লাগলো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: তাই?
৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
comment by: সুনাগরিক বলেছেন: কখনো রাজাকার হয়ে ছোবল মারে আবার মুক্তিযোদ্ধা হয়ে প্রতিবাদ করে।- এরকম যদি আসলেই হয়ে থাকে তাহলে কিছু একটা করা দরকার। কিন্তু সামহয়্যার তো পাবলিক ফোরাম, এখানে এমন কিছু করা সম্ভব কী?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: সম্ভব যদি না হয় তাইলে সামহয়ারের অবস্থা কখনো ভাল হবে না। এইরকম চলতেই থাকবে।
৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
comment by: সমালোচনাকারী বলেছেন: লেখক বলেছেন: যাদের সন্দেহ করি তারা এই পোস্টে আসবে বা আসতেছে।

হা হা !!!! শীখা ও এর মধ্যে পরতে পারে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: আপনেও পারেন, তাই না?
৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
comment by: কোলাহল বলেছেন: মাহবুব মোর্শেদ বলেছেন ----সামহয়ার কিছু লোককে গোপনে আইপি সহ ব্যান করতে পারে। তাতে আমরা কিছু মনে করবো না।----

+
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: হ। এই কাজটাকে অন্তত একবারের জন্য বিশেষ ট্রাইবুনাল করে বাস্তবায়ন করা দরকার।
৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
comment by: মুকুট বলেছেন: স্থায়ী ব্যবস্থা না নিলে, ব্লগের জন্য বিপদ্দজনক হয়ে উঠবে!
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: হ।
১০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০০
comment by: সমালোচনাকারী বলেছেন: মাহবুব সাহেব, আপনের আইকিউ তো দেখি প্রখর!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: apner profile dekhe bujhchi.
apne kothata koiben.
১১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০১
comment by: নেমেসিস বলেছেন: হ । । ঠিক।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: একটা ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
১২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: মুক্তি বলেছেন: কখনো রাজাকার হয়ে ছোবল মারে আবার মুক্তিযোদ্ধা হয়ে প্রতিবাদ করে। এদের বিরুদ্ধে স্থায়ীভাবে কিছু করা দরকার।

হুকুম তামিল কিয়া যায়ে!
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: হুকুম?
আমি তো আবেদনের বেশি কিছু করতে জানি না। আপনে কি হুকুম বাহিনীতে আছেন নিকি?
১৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
comment by: হাসিব বলেছেন: হমমম, সবকটারে ব্যান করে দেয়া দর্কার ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: হাসিব, ভালো?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: আপনের তো লাগার কথা ছিল না। লাগলো ক্যান?
১৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
comment by: কিরিটি রায় বলেছেন: এরা বর্ণচোরা। ঝোপ বুঝে কোপ মারে।

ঐ গল্পের চোরের মতো। যে সবার সাথে চোর চোর চিৎকার দিতেদিতে..আস্তে আস্তে কেটে পড়ার জন্য পিছায়...

আইডি দিয়ে তাদের আটকানো যাবে না। গন্ডার যখন স্করপিয়ন হয় কি করার থাকে?
বরং কতৃপক্ষ পোষ্ট মডারেশন করে প্রথম পৃষ্ঠায় দিলে এ সমস্যা বিলকুর কেটে যাবে বলে মনে হয়।
তবে মডারেশন সময় ১৫ থেকে ২০ সেকেন্ড, জাষ্ট পোষ্ট বিষয়টাতে চোখ বুলানো।

তাতে মনে হয় আমরা অর্থহীন বিষয়ে.. প্রলাপ বকা থেকে মুক্ত থেকে সুস্থ ব্লগিং করতে পারব।

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: সামহয়ার কর্তৃপক্ষকে কে বুঝাবে?
১৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
comment by: ত্রিভুজ বলেছেন:

সহমত @ মাহবুব মোর্শেদ
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: হ।
১৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
comment by: হাসিব বলেছেন: আরে ভাই আমি তো আপ্নের পক্ষেই বললাম । আমি আচি আপনার সাতে ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: আপনে যাদের সাথে আছেন তাদের সাথেই থাকেন।
১৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
comment by: মুক্তি বলেছেন: না আমি যোধা আকবর দেখছি কালকে। তারপর থাইকা নিজেরে জালাল উদ্দীন মোহাম্মদ মনে হয়। তাই মুখ ফসকায়া কইছি।

এরকম ঐতিহাসিক কাহিনী নিয়া ফিল্মটা তৈরী হইয়ে কিন্তু বেশ সচেতনভাবে কিছু বিষয় এড়ায়া যাওয়া হইছে। একটা রিভিউ দেন না?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: আমি তো দেখি নাই। আপনে দেখছেন। আপনে রিভিউ দেন।
১৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
comment by: মুক্তি বলেছেন: জামাতী কইবো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: তা হলে লেইখেন না। বইসা বইসা আরো সিনেমা দেখেন।
১৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
comment by: সমালোচনাকারী বলেছেন: আমি মুরশেদ ভাইর লগে আচি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: দূরে দূরে থাইকেন।
২০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
comment by: সমালোচনাকারী বলেছেন: কেন ভাইয়া দুরে কেন? আপানের কাচেই থাকতে চাই। তাছাড়া নীল কালার আমারও প্রিয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: তারপরও দূরে থাকেন।
২১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: নেমেসিস বলেছেন: সমস্যা হলো zip এর আই পি নিয়া। এই আইপি ব্যান করলে zip এর সব সামহোয়ার ব্লগাররাই আর এক্সেস পাবেন না । সেইম অসুবিধা grameenphone এর আইপির বেলায় ও । সো কি করবে কর্তৃপক্ষ ???
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: জিপ জিনিশটা কী?
তাইলে উপায়?
২২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২০
comment by: মুক্তি বলেছেন: আপনে সাহস দিছেন দেইখা লেখমুনি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: নাও লেখতে পারেন।
২৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২০
comment by: সমালোচনাকারী বলেছেন: আমি পারফিউম মেরে আসবো। কোনো কটু গন্ধ পাবেন না কথা দিলাম ভাইয়া।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: তারপরও দূরে দূরে থাইকেন।
২৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২০
comment by: নেমেসিস বলেছেন: পরে দেখা যাবে ঠগ বাছতে গা উজার । হাহাহা.............
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: তাইলে উপায়?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: এইরকম চলতেই থাকবে?
২৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
comment by: কিরিটি রায় বলেছেন: পাগলা ঘাতক বলেছেন:
স্করপিয়ন্স বলেছেন:

গন্ডার
গন্ডার
গন্ডার
গন্ডার.
গন্ডার ::::
গন্ডার :(
গন্ডারঃ
গন্ডার!
গন্ডার!!!
গন্ডার!!!!!
গন্ডার'
গন্ডার++
গন্ডার ..........

গণ্ডার বলেছেন:
.....এখনও ওদের লজ্জা হয়না। ওদের কথায় কান দেবেননা। মনে রাখবেন, এরা মাত্র সংখ্যায় ৩ থেকে ৪ জন। কিন্তু একেক জনের নিক অনেকগুলো।
আর আমরা অসংখ্য। আমাদের সুখ এটাই যে, আমাদেরকে কোন ফেইক নিকের সাহায্য নিতে হয়না।!!!!!
আর আশার কথা ব্লগ কর্তৃপক্ষ ৩ / ৪ জনের এসব ফেইক নিকের ব্যাপারটা কিভাবে সামাল দেয়া যায় সেটা ভাবছে। তাদের সময় দিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

------------------------------------
দুটো ছবি। বহু নিক.......... আমার এম এস ফাইলে ছবি গুলো সেইভ করেছি.. সবার জন্য কিভাবে এটাচ করা যায় জানাবেন প্লিজ.....

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: আপনার কথা পুরাটা বুঝি নাই। বুঝায়া বলেন।
২৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
comment by: নেমেসিস বলেছেন: লেখক বলেছেন: জিপ জিনিশটা কী?


সিরিয়াস ব্রডব্যান্ড । যার ইউজার এখন ঢাকাতেই সম্ভবত + ৬০০০
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: জানতাম না তো তাই জিগাইছি। রাগ করেন নাই তো?
২৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: লাল সালু বলেছেন: শীখ জীজা কি? খায় না মাখে?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: লালুর লাগলো কেন?
২৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
comment by: আবাবিল বলেছেন: কি আর বলবো।

প্রথম পাতায় দেখলাম, আজ নাকি বাকশাল দিবস।

এর সাথে আজকের ঘটনার কোন সম্পর্ক আছে কিনা ভাবছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: নাও থাকতে পারে।
২৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: নেমেসিস বলেছেন: লেখক বলেছেন: তাইলে উপায়?

আই পি ব্যান এর প্রস্তাব দিলেন আপনি । এখন এইপরিপ্রেক্ষিতে উপায়টাও বের করুন । হাহাহা .................

[ ইটস সিম্পলী ইম্পসিবল ]
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: কিন্তু তাই বলে এইরকম চলতেই থাকবে এটা কী করে হয়?
৩০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: রাসেল ( ........) বলেছেন: ব্লগবন্ধু ডাকে সামহোয়্যার ইনের অফিস অভিমুখে একটা শান্তিপূর্ন শোভাযাত্রা করা যায়- দাবি সম্বলিত পোষ্টার থাকবে-

এদের চিনে রাখুন- এরা ব্লগের শত্রু-

আইচ্ছা মুর্শেদ তুমি এইরম ভাঁড়ামি করো কেনো? তোমারে কেউ কি ইশারায় আড়ালে ডাকে?
তয় তোমারে দেইখ্যা বুঝছি একটা জিনিষ-

ছাগলে দুই পায়ে দাঁড়াইলে সেইটা আইশ্চর্য হওনের বিষয় না- আইশ্চর্যের বিষয় হইলো সেই ছাগল দুই পায়ে হাঁইটা লাভ লেনে গিয়া সাহিত্যপাতা সম্পাদনা করে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: ডটেড রাসের, একটু আগে কাজী পাড়া লেখক ফোরামে গিয়া ভাল পোস্ট দিয়া আইলা এখন কাউরে না কাউরে ইরিটেট করতে তাই না?
ভাড়ামোটা কে করতেছে বুইঝো। চাচায় এইগুলা শিখায় তোমারে। ওইখানে পোস্ট দিয়া এইখানে ঝামেলা পাকাইতে কয়?
৩১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: প্রথমে ডটেড রাসেল হবে।
ডটেড,
এইগুলা ছাড়ো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: এই কাজগুলা কেন করো, ডটেড। হয় ওইখানে ভালো মতো লেখ। নয় এইখানে লেখ। অথবা দুই জাগাতেই লেখ। কিন্তু দুই জায়গায় তোমাদের দুই চরিত্র কেন?
৩২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৪
comment by: খাদেমুল ইসলাম বলেছেন:
হাসিব যে এত ফাল পারতাছে তার তো কোন পোস্ট নেই সামহোয়ারে। কিন্তু সচলায়তনে এ নিয়মিত। হাসিব তাহলে কি করতে সামহোয়ারে এ আছে? এমন অনেক উদাহরণ আছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৮

লেখক বলেছেন: হাসিবের মতে ভাল মানুষও যদি এইরকম করে তাইলে ভাল কাকে বলবো?
৩৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৮
comment by: হাসিব বলেছেন: খাদেম, নিজের নিকে আসো । আমি নিজের নামে ব্লগাই ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: খাদেমুল ইসলাম নামটা আপনের পছন্দ হয় নাই?
৩৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৮
comment by: সুনাগরিক বলেছেন: একটা বিষয় কিন্তু অপরিস্কার-- ব্লগকে ভালো করার প্রস্তাব দিলেই কারো কারো গায়ে লেগে পড়ে, এমনটা তো হওয়ার কথা নয়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: jara blog-er valo chay na tader chinhito kora dorkar.
৩৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২০
comment by: সুনাগরিক বলেছেন: হাসিব যে এত ফাল পারতাছে তার তো কোন পোস্ট নেই সামহোয়ারে। কিন্তু সচলায়তনে এ নিয়মিত। হাসিব তাহলে কি করতে সামহোয়ারে এ আছে? এমন অনেক উদাহরণ আছে।-- কথাটা মনে হয় ঠিকটা। হাসিব ভাই তো এখানেও লেখে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: তাইলে তো ঠিকই আছে। হাসিব এইখানে কী লেখে আর ওইখানে কী লেখে?
৩৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪২
comment by: ফেলুদা বলেছেন:

রাসেল ( ........) বলেছেন:

আইচ্ছা মুর্শেদ তুমি এইরম ভাঁড়ামি করো কেনো? তোমারে কেউ কি ইশারায় আড়ালে ডাকে?
তয় তোমারে দেইখ্যা বুঝছি একটা জিনিষ-

ছাগলে দুই পায়ে দাঁড়াইলে সেইটা আইশ্চর্য হওনের বিষয় না- আইশ্চর্যের বিষয় হইলো সেই ছাগল দুই পায়ে হাঁইটা লাভ লেনে গিয়া সাহিত্যপাতা সম্পাদনা করে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: Felu,
Apne to goyenda hoichen.
jar kotha kote korchen se amar kothar uttor dey na kano?
copy paste kore kotodin?
nije kichu bolar chesta koren.
৩৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৪
comment by: ফেলুদা বলেছেন: অভিযোগ সত্য। সচলায়তনের পাঠানো ভার্চুয়াল গুন্ডাদের শয়তানিতে দলে দলে লোক সামহোয়ার ছাইড়া পালাইছে, আর মাঝখানে হিট বাড়ছে ছাগুডটকমের।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: ফেলু,
অ্যালেক্সা আপনেরে নিয়া একটা ব্যবস্থা করে না ক্যান, বুঝি না।
৩৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৯
comment by: এস.এ.শোভন বলেছেন: মামো, কৌশিগ আপ্নেরা যেহেতু এই বেপারটা নিয়া বারবার কতা তুল্তাছেন আপ্নেগে অবগতির লাইগা কইতাছি

এটীমের লগে ওন্যান্য থার্ড পাট্টি বল্গ সাইটের সম্পক্ক আপনাগো দুব্বল মনের কল্পনা ছারা কিছু না। এটীমের আদি সদস্য আমি শমশের, ডাঃ আইজুদ্দিন এবং পাগলা হোসেইন আর কোনো বল্গে বা ফুরামে লিকেন না বা জড়িত নাই। সামহয়ার ছাড়া আর কুথাও আম্গো কোনো পদচারনা নাই। পরবর্তি সদস্যগো কেও কেও দষ্টিপাতে লিকেন, কেও বই লিকেন, কেও হ্য়ত আপ্নাগো উল্লিকিত সাইটে লিকেন, কিন্তুক এটিমের কার্যক্রমের লগে হেগো প্রাইভেট বেপারের কোন সম্পক্ক বাইর করন ভুল। আপ্নেগো শতশত বালচাল সুশিল পুস্টে সামহয়ারের হিট কাউন্টও বাড়ে না, জনপ্রিয়টাতেও লাব হয় নাই। সুশিল পুস্টে লাব হইলে উল্লিকিত সাইটের হিট কাউন্ট সামোয়ারের থন বেশি থাক্ত। সুতরাং এইসব গেঞ্জাম বাদ্দিয়া সততার চর্চা করতে শিকেন। এটিমরে দেইকা শিকেন কেম্তে সচ্ছ হইতে হয়। এটিমের জন্ম ওন্যান্য যেকুনো সাইটের জন্মের বহুত আগে, সদস্যগো বেশিরভাগ শুদু এইখানেই লিকে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: আপনের কথার মানে কী?
সামহয়ারের অস্থিতিশীরতার জন্য ওই ফোরামটি দায়ী নয়, দায়ী আপনেরা মানে এ টীম মানে আওয়ামী টীম?
৩৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২১
comment by: স্করপিয়ন্স বলেছেন: কিরিটি রায় বলেছেন:

গণ্ডার বলেছেন:
.....এখনও ওদের লজ্জা হয়না। ওদের কথায় কান দেবেননা। মনে রাখবেন, এরা মাত্র সংখ্যায় ৩ থেকে ৪ জন। কিন্তু একেক জনের নিক অনেকগুলো।
আর আমরা অসংখ্য। আমাদের সুখ এটাই যে, আমাদেরকে কোন ফেইক নিকের সাহায্য নিতে হয়না।!!!!!
আর আশার কথা ব্লগ কর্তৃপক্ষ ৩ / ৪ জনের এসব ফেইক নিকের ব্যাপারটা কিভাবে সামাল দেয়া যায় সেটা ভাবছে। তাদের সময় দিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।




কথাটা আমি বলিনাই কিরিটি রায়, ওইডা তুমার পরানের চতরুভুজ এর কমেন্ট। আমার ২৬ বছরের লাইভে আমি কুনোদিন ইনশাল্লাহ , আলহামদুল্লিহা টাইপ ওয়ার্ড ইউজ করি নাই। আর সব কটা গন্ডার নিক আমার

মাহবুব মুর্দেশকে অনুরোধ করবো কিরিটি রায় মিথ্যাচার মুলক কমেন্টটি ডিলিট করবেন
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: থাকুক না। আপনেরটাও থাকুক। নইলে কেউ বুঝবে না কিসের প্রতিবাদ করলেন আপনে।
৪০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩
comment by: অমিত বলেছেন: ছাগলে দুই পায়ে দাঁড়াইলে সেইটা আইশ্চর্য হওনের বিষয় না- আইশ্চর্যের বিষয় হইলো সেই ছাগল দুই পায়ে হাঁইটা লাভ লেনে গিয়া সাহিত্যপাতা সম্পাদনা করে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: সে না হয় বুঝলাম। কিন্তু নিজে এক লাইনও কমেন্ট লেখতে পারলেন না আপনি?
৪১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৪
comment by: বাংলাদেশ বলেছেন: কি নিয়ে কথা হচ্ছে কিছুই বুঝলাম না
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: বুঝতে কষ্ট হবে।
৪২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৬
comment by: সিহাব চৌধুরী বলেছেন:
মোর্শেদ ভাই,
সহমত ।

ইদানিং আপনার ব্লগ বাড়ির কমেন্টের কামরা টিতে প্রতিনিয়ত ভাড়দের প্রদর্শনীতে ব্যাপক আনন্দসংগম করি । নিরানন্দ বাঙ্গালী জীবনে আপনার কমেন্ট-কামরা পরিদর্শন নিঃসন্দেহে পরম পাওয়া ।
B-)
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: কী করবো। পোস্ট দিয়া ওনাদের ডাকি। ওনাদের অপেক্ষায় থাকি।
৪৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৩
comment by: মাহবুব সুমন বলেছেন: Dr Jekyll and Mr Hyde
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: একেবারে ঠিক উপমা।
৪৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫২
comment by: ফেলুদা বলেছেন: আইচ্ছা মাহবুব মোর্শেদ আপনে যখন শুনতেই চাইতেছেন, তখন কিছু কথা বলি । সেইসঙ্গে কিছু প্রশ্ন জুইড়া দিই। উত্তরগুলি দিলে আমার মতো অনেকেই হয়তো ক্লিয়ার হবেন।

সামহোয়ারে সচলায়তনের লেখকরা একটা নৈরাজ্য সৃষ্টি করতেছে বইলা কৌশিক একটা পোস্ট দিছে, যেইটা আবার প্রত্যাহার করছে। সেইটার মূলসুরের সঙ্গে আপনি সহমত, এই পোস্টের শিরোনামে সেটা স্বীকার করে কৃতিত্ব দাবি করছেন। তবে কৌশিক যেই ভাষায় পোস্টটা লিখছে (চুদির পুত- জাতীয় গালাগালি) সেই ব্যাপারে আপনার মন্তব্য কি? মানে গালিবাজীর বিরুদ্ধে যখন আপনি জিহাদ ঘোষণা করছেন তখন সমমতের লোকজনের মধ্যে এই গালিবাজী মাইনা নিবেন কিনা

সচলায়তনে আপনি এবং কৌশিক দুইজনই এক্সেস পান নাই। এইটা নিয়া সচলের লেখকরা আপনাদের দুইজনের যে কোনো সচল বিষয়ক পোস্টে একটা গাজ্বলুনীভাবের আভাস পান। ঘটনা কি সত্য?

উপরে আমি একটা স্ক্রিনশট ইমেজ দিছি। সেইখানে বলা হইছে ত্রিভুজ ডট কম হিটে সামহোয়াররে টপকাইয়া গেছিলো গত মাসে। একটা জিনিস প্রমাণ সহকারে বলা হইছে, জামাতি এই সাইটের প্রচুর লেখক সেইখানে লিখেন আর এইখানে উস্কানিমুলক পোস্ট দেন। সামহোয়ারের বাইরে ব্লগ হিসেবে প‌্যাচালি আছে, ত্রিভুজ ডটকম আছে, আপনাদের ইঙ্গিত সচলায়তনের দিকেই কেনো বারবার? সচলের তো হিট বাড়ে নাই। সচল তো দলে দলে লোক ভাগাইয়াও নিতেছে না। তাইলে এই অপপ্রচার কেনো?
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: ফেলু,
আপনের প্রতিভায় গোয়েন্দাভাব আছে। আপনেরে প্রশ্ন করি,
আমি কৌশিকের ওই পোস্ট মুছে ফেলায় নাখোশ হইছি? পোস্টে অশ্লীল কথা ছিল। ডিলেট হইছে যথাসময়ে। ব্যাস। কাহিনী শেষ।
আমার ক্ষেত্রে সচলায়তন কী করছে এইটার জন্য আপনের না খাটলেও চলবে। আমার প্রিয় পোস্টের লিস্টে পাইবেন সময় কইরা পইড়েন।
আপনে কেঠা?
সচলের সমালোচনা করলে আপনের এত লাগে কেন? ঘটনা কী?
আপনেও তো এইখানে লেখার চাইতে অন্যের পিছনে লেগে থাকার কাজটাই বেশি করেন, দেখি।
৪৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: ফেলুদা বলেছেন: আরেকটা কথা, আপনি যাদের ভার্চুয়াল গুন্ডা হিসেবে ট্রিট করেন এবং আভাস ইঙ্গিত দেন, তাদের কারোরই সচলে একাউন্ট নাই। আর যাদের আছে, তারা সামহোয়ারে লিখতে পারবে না এই দিব্যি কি কেউ দিছে? সামহোয়ারের শুরুটা এদের হাতেই। তীরন্দাজ, শেখ জলিল, জুবায়ের ভাই, হাসিব, আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, অমিত আহমেদ এরা দুইখানেই লেখেন। আপনার দাবি কি এদের সামহোয়ার ছাড়তে হবে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: ফেলু,
আপনে আসলেই ফেলু।
ফেলুদা হইতে আপনের আরেকবার জন্মাইতে হইবো।
আমি কই কইলাম দুই জায়গায় লেখা যাবে না?
কয়েকটা লোক দুই জাগায় লেখতে গিয়া এক জায়গার অবমাননা করে, তাদের কথাই আলোচিত হচ্ছে। আপনে ফাও ফাও কিছু শ্রদ্ধেয় ব্যক্তির নাম টানছেন। সামহয়ারের শুরুটা কাদের হাতে কইলেন? ভাল কইছেন। আপনে সচলায়তনের ভিতরের লোক মনে হইতেছে। ওইখানে ভার্চুয়াল গুন্ডাদের কেউ নাই এইটা আপনে মোটামোটি নিশ্চিত, তাই না? আর কিছু তথ্য দেন আমাদের শুনি।
৪৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯
comment by: ফেলুদা বলেছেন:
৪৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৭
comment by: ফারহান দাউদ বলেছেন: আপনের ব্লগে ভাঁড়গুলার ভাঁড়ামি দেইখা ব্যাপক আনন্দ পাওয়া যায়:)
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: ভাঁড়ামো করুক। কিন্তু অস্থিতিশীলতা তৈরি করে কেন?
৪৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০১
comment by: আহমাদ মুজতবা বলেছেন: ছু সিল
৪৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: মো: খায়রুল বাসার বলেছেন: আমার জানামতে আইপি দিয়া ব্যান করতে পারবেন না । কারন অনেকে proxy server দিয়া ব্লগিং করেন । তবে উপায় অবশ্য আছে ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: কী উপায় বলেন। আমরা সামহয়ারকে সেই উপায় বইলা বিহিত করতে বলি।
৫০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৯
comment by: ফাহমিদুল হক বলেছেন: ব্লগে বয়স বাড়ছে কিন্তু ব্লগ পলিটিক্স বুঝে উঠতে পারছি না।
ব্লগের ফ্ল্যাগ-এ আছে 'বাঁধ ভাঙ্গার আওয়াজ'। কীসের কী? কোনো বঁাধই ভাঙছে না, ধৈর্যের ছাড়া।

লেখালেখি. মতবিনিময়, চিন্তশীলতা বাদে এইসব চলছে।

ট্র্যাশে ভরা ব্লগ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: এইগুলা থামানো দরকার। কিন্তু কেমনে?
৫১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৩
comment by: নেমেসিস বলেছেন:
ফাহমিদুল হক বলেছেন:
লেখালেখি. মতবিনিময়, চিন্তশীলতা বাদে এইসব চলছে।

ট্র্যাশে ভরা ব্লগ।


একমত
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: একমত আমিও কিন্তু এখান থেকে বের হওয়ার উপায় কী?
৫২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৭
comment by: ত্রিভুজ বলেছেন:

নেমেসিস একমত হইয়াছেন যে ট্যাশে ভরা ব্লগ। কিন্তু তিনি নিজেই যে সেই ট্রাশের অংশ সেইটা স্বীকার যাইতে মনে হয় না রাজী হইবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: শুধু নেমেসিসের ঘাড়ে দোষ দিয়া লাভ নাই।
মূলত যাদের দায় তাদের দিতে হবে।
৫৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৭
comment by: তুষার ০০৭ বলেছেন: ফেলুদা বলেছেন: >সামহোয়ারের শুরুটা এদের হাতেই। তীরন্দাজ, শেখ জলিল, জুবায়ের ভাই, হাসিব, আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, অমিত আহমেদ এরা দুইখানেই লেখেন।<
ফেল্টুদার ফেল্টু ইনফরমেশন
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: ফেলু,
এইটা নামটা নিয়া ভাবছে তারে সবাই দাদা বইলা ডাকবে। হি হি।
৫৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
comment by: ফেলুদা বলেছেন: কলির ভাড় হইতেও যোগ্যতা লাগে, তুমার দেখি সেইটাও নাই। এত ইনফিরিওটি কমপ্লেক্স লইয়া ঘুরো ক্যামনে?
৫৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
comment by: সালিশদার বলেছেন: নীল সার্ট কোনখান থেইকা কিনছেন। পুরা জবর শাড়্ট
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: এম এ হামিদও এই প্রশ্ন জিগায়।
৫৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
comment by: পালর্ামেন্ট বলেছেন: শীল সেইডা সু হোক আর কু হোক, ইনফিরিওরিটি কমপ্লেক্স থাকবে না এইডা হয় নাকি
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: বুঝছে।
৫৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯
comment by: নেমেসিস বলেছেন: ত্রিভুজ@ আপনি কে ?? আপনারে কি আমি চিনি ??
৫৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭
comment by: সবুজমিয়া বলেছেন:
লেখক বলেছেন: যাদের সন্দেহ করি তারা এই পোস্টে আসবে বা আসতেছে।



হেহেহেহ.....আইছেতো মনে হয়....
অচলের কথা কইলে কার কার গাজ্বলুনীভাব হয়...দেখা গেল...
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: সোজা জিনিশ।
৫৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: ত্রিভুজ বলেছেন: স্টার মার্কে মার্কায়িত হইলো... (মানে প্রিয় পোস্টে গেল)

অচলদের সামহোয়্যার থেকে বিদায় না করা পর্যন্ত আন্দোলন চলবে...
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: আন্দোলন?
৬০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৮
comment by: ষড়ভূজ বলেছেন: ''অচলদের সামহোয়্যার থেকে বিদায় না করা পর্যন্ত আন্দোলন চলবে...''

সহমত। অচুদেরকে সামহোয়ার থেকে বিদায় করার প্রস্তাব আমি অনেক আগেই দিয়েছিলাম কিন্তু কেউ আমার কথাকে কেয়ার করেনি। আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমাদের মধ্যে একতা নাই।

সবগুলো অচুকে সামহোয়ার থেকে বের করে দিয়ে শুধু দশটা দিন পরিক্ষা চালানো হোক, সামহোয়ারের পরিবেশ যদি ঝকঝকে তকতকে না হয় তো আমার কান কেটে ফেলব।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: এই আন্দোলন করা ঠিক হবে না।

No comments:

Post a Comment