Sunday, March 1, 2009

বিড়ালকে মরিচ কেমনে খাওয়াইবেন?

১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৯
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

গল্পটা পড়ছিলাম পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত উবুদশ পত্রিকায়।
মাও সেতুংয়ের দৈনন্দিন জীবনের বেশ কিছু গল্প ছিল সেইখানে। একটা বিশেষভাবে মনে পড়লো আজকে। এটাও মাও সম্পর্কিত।
একদিন মাও কমরেডদের ডাইকা কইলেন ঘরের কোনায় ঘাপটি মেরে থাকা বিড়ালটাকে কাঁচা লঙ্কা মানে মরিচ খাওয়াইতে হবে। প্রথমে এক উদ্যমী কমরেড আগাইয়া গিয়া বিড়ালটাকে কোলে টেনে নিলেন। তার মুখের সামনে একটা সুন্দর মরিচ ধইরা পুষি ক্যাট পুষি ক্যাট বইলা তারে খাওয়ানোর চেষ্টা করলেন। বিড়াল মরিচ খাওয়া তো দূরের কথা মুখও খুললো না।
এবার দ্বিতীয় কমরেড আগাইয়া আসলেন একটা দুধের বাটি হাতে। বাটিতে মরিচ মাখাইয়া বিড়ালের সামনে ধরলেন। দুধ দেইখা বিড়াল আগাইয়া আইলো বটে, কিন্তু মরিচের গন্ধ পাইয়া গর গর শব্দ তুলে তৎক্ষণাত চলে গেল।
তৃতীয় কমরেড বুঝলেন আঙ্গুল বাঁকা না করলে ঘি উঠবে না। তাই তিনি বিড়ালকে শক্ত করে ধইরা মুখে মরিচ ঠেসে ধরলেন। বিড়ালও যথাসাধ্য প্রতিরোধ গড়ে তুললো। হাচড়াইয়া পাচড়াইয়া তাকে আহত কইরা দিল।
মাও বুঝলেন, কৌশলে সামান্য বিড়ালের কাছে শিষ্যরা পরাজিত হইতেছে। তিনি বিড়ালকে মরিচ খাওয়ানোর সহজ পদ্ধতিটা তৎক্ষণাত শিখাইয়া দিলেন। বিড়ালকে ধইরা তার পশ্চাৎদেশে আস্ত একটা মরিচ ডলিয়া দিলেন। ডলিয়া বিড়ালটিকে ছাড়িয়া দিলেন। শিষ্য কমরেডরা অবাক হয়ে দেখলো, বিড়ালটি যত্ন করে সেই মরিচ চাটিয়া খাইতেছে।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ১০৮ টি মন্তব্য
* ৭০৫ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28788649 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২১
comment by: ত্রিভুজ বলেছেন: মাথার উপর দিয়া গেল.. বিষয় কি?
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: নেপালে মাওবাদী রাষ্ট্র কায়েম হইলো তো, তাই মাওয়ের কথা মনে পড়লো।
২. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: ত্রিভুজ বলেছেন: ওহ... নেপাল! আমাদের এখানে 'হালুমবাদী' কিছু কায়েম হয়ে যায় কিনা, এই ভয়ে আমি অস্থির... নেপাল তো বহু দূরে.....
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: হালুমবাদীদের লগে মালুমবাদীরা আছে না?
হেরাই বুঝাইবো। আপাতত আলুমবাদী হইলেই হইবো।
৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৬
comment by: একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
হাসতেই আছি...... :) :) :)
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: হাসেন। রিডার্স ডাইজেস্টে লিখছে হাসলে আয়ু বাড়ে।
৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: সুজনবাঙালী বলেছেন: মাহবুব ভাই, মাওয়ের এসব গল্পগাথা মনে হয় আমাদের কমরেডরা জানেন। জানলে তো এতোদিনে বাংলাদেশের জনমানুষের পশ্চাৎদেশ খুজে বের করতে পারতো।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: গল্পগুলা হেরা পড়ে না ক্যান, বুঝি না।
৫. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: ছোট পোষ্ট দেইখা পড়লাম।
কথা হইল, বিলাইরে মরিচ খাওয়াইলে কি ফায়দা ?
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: সেইটাই তো প্রশ্ন। বিলাইরে মরিচ খাওয়াইতেই হবে এমন তো কোনো কথা নাই। যেমন আছি তেমন থাকলে অসুবিধা কী?
৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩১
comment by: শাওন বলেছেন: হাহাহা ? শেষের লাইন গুলো কি হলো বুঝলাম না ।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: শিষ্য কমরেডরা অবাক হয়ে দেখলো, বিড়ালটি যত্ন করে সেই মরিচ চাটিয়া খাইতেছে।


এইখানেই তো শেষ।
৭. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৬
comment by: প্রচেত্য বলেছেন: ভাল ভাল
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: ভাল ভাল।
৮. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৬
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: এমন যদি হইতো মরিচ খাওয়া বিলাই বিদেশে রপ্তানী করা যায়, তইলে কিছু একটা হইতো ;)
মামু ... বিলাই বাদ দেন ... খালি 'আলু' নিয়া আলুচনা করেন, বহুত ফায়দা হবে।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: আলু নিয়া তো লেখছিলাম একটা। কিন্তু মরিচ খাওয়াইয়া আগে ট্রেইনিং দিতে হবে না? তারপর না রপ্তানী।
৯. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৮
comment by: কৌশিক বলেছেন: পশ্চাতদেশেই দিতে হবে।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: আপনে পশ্চাৎদেশটাই দেখলেন, বিড়ালের কষ্টটা দেখলেন না।
১০. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: মাইনুল বলেছেন: নেপালে মাওবাদীরা জিতলেও তাদের আদর্শ কিন্তু পুজিবাদ ,পশ্চিম বংগের কমুনিস্টদের মত।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: পুঁজিবাদ তো ভাল জিনিশ। কিন্তু কেমনে বুঝলেন তাদের আদর্শ পুঁজিবাদ?
১১. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: মুহিব বলেছেন: শিখলাম। দুনিয়ায় কত কি আছে শেখার ..............
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি।
দেশে দেশে কতই না নগর রাজধানী।
১২. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৩
comment by: মাইনুল বলেছেন: পশ্চিমবংগকে দেইখা ?
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: না। মানে নেপালের ওরা বলছে কোথাও?
১৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৪
comment by: নবজন্ম বলেছেন: তাহলে বাঙ্গালিদের আলু খাওয়াতে / খাওয়ানোর অভ্যাস করাতে
হলে কি করতে হবে ????????????????
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: চালের দাম আরেকটু বাড়াইতে হবে।
১৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৫
comment by: অহনা বলেছেন: গল্পটা মজার। মজার?
ইঙ্গিত আছে বটে। তবে ধাক্কাটা লাগবে কি না। না লাগার একটা গল্প বলি। ব্যাচেলর ছবিটা রিলিজ হওয়ার পর আমাদের বন্ধুদের মাঝে এর ব্যাপক একটা প্রভাব লক্ষ্যকরা গেলো। বিশেষকরে লিটনের ফ্ল্যাট! ছবিতে পরিচালক কী বুঝিয়েছেন সেটা তিনিই ভালো জানেন, তবে আমরা ধরে নিয়েছিলাম লিটনের ফ্ল্যাট হলো একটি ফ্রেইস যা বললে বুঝতে হবে এটি একটি লুচ্চামির আখরা। আমাদের ক্লাসমেট আকাশ এবং ওর ছাত্রী এই জুটির কিছু অসৎকাজের খবরের কারণে অনেকের কাছে আকাশের ফ্ল্যাট বলে একটি শব্দ তৈরী হলো। যা দিয়ে বোঝানো হতো ...একটি খারাপ ইঙ্গিত করা হতো।
আমার রুমমেট সজনীর প্রেম ছিল। ও প্রায়ই যেত তারসঙ্গে ঘুরতে। আসারপর আমরা ওতক টিজ করতাম কীরে! আকাশের ফ্ল্যাটে গিয়েছিলি নাকি? ও ব্যাপারটা বুঝত না, তাই রাগতও না। আর যদি বুঝত?
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: গল্পের মজা হইলো ইঙ্গিতটা কেউ না বুঝলেও গল্পটা তো থাকলো। মজা না পাইলেও একটা ঘটনা তো শুনলো। এই রকম। ব্লগেও একটা লিটনের ফ্লাট আছে। জানেন?
১৫. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৭
comment by: লাল সালু বলেছেন: মানিকে রতন চেনে, শুয়োরে চেনে কচু!!!!!!!!
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: মানিক রতন শুয়োর কচু এই সব কিছু যে চেনে সে কে?
১৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৯
comment by: বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: আপনে এখন কোন পত্রিকায়?
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: আপনে কোথায় কাজ করেন?
১৭. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: বিলাই চাই না !!
আলু চাই। আলু ।
আলুর পক্ষে ঐক্য গড়ে তুলতে হবে, এবারের সংগ্রাম আমাদের আলু'র সংগ্রাম।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: আলু জিনিশটা কিন্তু অতো খারাপ না রে ভাই।
১৮. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৪
comment by: মাহমুদ মামূন বলেছেন: প্রিয় মাহবুব ভাই,

আপনাকে আমি অনেক শ্রদ্ধার চোখে দেখতাম। কিন্তু মাওবাদীদের নিয়ে আপনার এ ধরনের গল্পের আড়ালে হেয় প্রতিপন্ন করা দেখে কষ্ট পেলাম। আপনার চিন্তা-ভাবনা এণ্টি মাওয়িস্ট হতেই পারে। সেটা যুক্তি-তর্ক দিয়ে লিখেন এভাবে রসিকতা করার মানে কি??
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: মামূন যেইটা বুঝো না সেইটা নিয়া কথা বলার তো তোমার দরকার নাই। তাই না?
এই গল্পটা কই পাইছি সেইটা উল্লেখ করছি। উবুদশ প্রো-মাওয়িস্ট পত্রিকা, জাইনা রাইখো।
গল্পটা থেকে আমি অনেক কিছু শিখি। এইখানে হেয় প্রতিপন্ন করার ব্যাপার নাই। তুমি কমিউনিস্ট রক্ষণশীলতার নামে নতুন রসিকতার জন্ম দিতেছো দেখতেছি।
১৯. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৫
comment by: মাহমুদ মামূন বলেছেন: মাহবুব ভাই,

যেইটা বুঝিনা সেইটা বুঝার জন্যইতো কথা বলতে হবে। না বুঝলে তো জানতে হবে তাই না? না জানলে আপনাদের মত জ্ঞানী হবো ক্যামনে?

এই গল্প থেকে আপনি অনেক কিছু শিখেছেন। দয়া করে আমাদের সাথে শেয়ার করবেন কি কি শিখেছেন? আমরাও তা হলে শিখতে পারতাম।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: আমি যা শিখছি তা ওই গল্পেই আছে। আর তুমি যা ভাবছো সেইটা গল্পে নাই।
নীতি ও কৌশল বলে একটা ব্যাপার আছে। সেইটা।
২০. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৩
comment by: মাইনুল বলেছেন: বর্তমান যুগ হইতেছে ব্যবসা বানিজ্য আর কর্পোরেট দের যুগ। যে দেশে যত বেশী কর্পরেট আর ব্যবসায়ী বেশী সেই দেশ তত বেশী উন্নত। এই যুগে আইসা মাওবাদীরা কমুনিস্ট রাজ্য প্রতিষ্ঠা করতে পারব বইলা মনে হয় না।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন: পর্যবেক্ষণ যথার্থ বইলাই মনে হয়। দেখা যাক কী হয়। আমার মনে হয়, পুঁজিবাদে যাওয়ার চীনা পদ্ধতিই ভাল এখন পর্যন্ত।
২১. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৫
comment by: বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: আমি বেকার।

মামুনের মন্তব্যের জবাব প্রসঙ্গে :

নীতি মানে কি বুঝাইলেন? পলিসি না এথিকস?
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: এথিকস।
২২. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৬
comment by: সামী মিয়াদাদ বলেছেন: কমরেডরা সব ব্যর্থ.....মাওই হিট
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: হ।
২৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৮
comment by: মামু বলেছেন:
কি বুজা গেল

বিশ্বে একন মাউবাদী আইতাচে?

আবালবাদী আর টুপিবাদী কবে আইব?
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: সাধারণীকরণ না করাই ভাল। একজন আইতাছে মানে সবাই আইতাছে এইটা ঠিক না।
টুপিবাদী আর আবালবাদীরা আসতে পারবো না।
২৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৪
comment by: মাহমুদ মামূন বলেছেন: মাইনুল,
আপনি বলেছেন "যে দেশে যত বেশী কর্পরেট আর ব্যবসায়ী বেশী সেই দেশ তত বেশী উন্নত।"

আপনার কথা যে শতভাগ ভুল সেটা আপনাকে বুঝিয়ে বলছি। বিশ্বায়নের প্রভাবে কি হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোত? পুজিবাদী উন্নত বিশ্বের দেশগুলো পুজি খাটিয়ে অর্থ শুষে নিচ্ছে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো থেকে। আপনাকে ছোট্র ও সহজ একটা উদাহরন দেই, নরওয়ের টেলিনর কোম্পানী বাংলাদেশে গ্রামীনফোন নাম নিয়ে ব্যবসা করে বাংলাদেশ থেকে বছরে হাজার কোটি ডলার চুষে নিচ্ছে, তাই না? এভাবে মাল্টি ন্যাশনাল কোম্পানীগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনীতিকে একেবারেই পঙ্গু করে দিচ্ছে।

এই জন্য উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশ্বায়ন একটা মারাত্মক অভিশাপ।
২৫. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৫
comment by: মাইনুল বলেছেন: আজকে যে উন্নত বিশ্ব যেমন, জাপান , আমেরিকা এইগুলিতো কর্পোরেটদের দান তাইনা? তবে হ্যা, রাষ্ট্রের উচিত নাগরিকদের জীবন যাপনের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা যা উন্নত বিশ্বে করা হয়। সে জন্য এসব দেশ কে বলা হয় কল্যান মুলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেইট।
এই যুগে ব্যবসা বানিজ্য ছাড়া তো কোন দেশ চলতে পারেনা। তবে হ্যা ব্যবসা হতে হবে সততার সাথে ট্যাক্স দিয়া। কোম্পানি গুলি যাতে শোষন করতে না পারে সরকারকে এটা খেয়াল রাখতে হবে। উন্নত দেশ গুলাতে রাষ্ট্র কিন্তু এই ব্যবসায়িদের থাইকা ট্যাক্স নেয় আর তা দিয়ে জনগনের সুযোগ সুবিধা দেয়। যেমন- গরীবদের জন্য থাকা খাওয়ার নিশ্চয়তা আর ফ্রি চিকিতসা, বেকার ভাতা, শিশু প্রতিপালন ভাতা, প্রতিবন্ধি ভাতা ইত্যাদি। তাই এই দেশ গুলারে ওয়েলফেয়ার স্টেইট বলা হয়। আমাদের দেশের রাজনীতিবীদরা তো লুটপাটে ব্যস্ত , তাদের সময় কই এই সব ওয়েলফেয়ার নিয়া চিন্তা করার । তাই দেশের মানুষের ও ওয়েলফেয়ার নিয়া কোন ধারনা নাই।
তাই আমি মনে করি দুর্নীতিমুক্ত গনতান্ত্রিক সমাজ ব্যবস্থাই উত্তম।
২৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৭
comment by: ফারহান দাউদ বলেছেন: হুম,মরিচডলা জায়গামত না দিলে কাজ হয়না।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: হ।
২৭. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৩
comment by: মুক্তি বলেছেন: অছলিল অছলিল... বিড়াল মামার পশ্চাদ নিয়া কথা... অছলিল অছলিল
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: পশ্চাৎদেশটাই খালি দেখলেন!
২৮. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: মুক্তি বলেছেন: মুসল্লি ভাইয়েরা আসেন। আল্লাহর নবী করিম মুহাম্মদ সা: এর প্রিয় প্রানী লইয়া মশকরা করার জন্য মাহবুব মোর্শেদ নামক ব্লগারকে ব্লাসফেমির আওতায়া আনার জন্য আন্দোলনে নামি। বিড়ালের সাথে মশকরা মানে আল্লাহর নবীর সাথে মশকরা। আমি সামহোয়ার ইন ব্লগের ডেভলাপার শাহানার প্রিয় প্রানীকে লইয়া মশকার করার জন্য তাহাকেও এই আন্দোলনে শামিল হইবার জন্য আমন্ত্রন জানাই।

জয় বাংলা
মরলে শহীদ বাচলে গাজী।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: দুর্বার আন্দোলনের ডাক দেন।
২৯. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০০
comment by: বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: অ
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: আ।
৩০. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০২
comment by: অনিশ্চিত বলেছেন: মাহবুব মুর্শেদ কি আমার মন্তব্যটা মুছে দিলেন? আপত্তিকর কিছু লিখেছি বলে তো মনে হচ্ছে না। যাই হোক, আপনার মর্জি।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: আমি তো কমেন্ট সাধারণত মুছি না। সত্যি বলতে কি আপনার কমেন্টটা আমি দেখিই নি। কোনো কারিগিরি ত্রুটি হয়ে থাকতে পারে। কমেন্টটা আবার দেয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
৩১. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৯
comment by: বহুরূপী মহাজন বলেছেন: বিড়ালকে মরিচ খাওয়াইয়া কি লাভ?
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: এইটাই তো সবচেয়ে গুরুতর প্রশ্ন।
৩২. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: এই লেখাটি নিয়ে আমার দুতরফেই রাজনীতি করতে পারি ।

১. এই লেখায় প্রমান করার চেষ্টা হয়েছে যে মাওসেতুং আজাইরা কাজে সময় নষ্ট করতেন এবং উনি পশু নির্যাতক ছিলেন । এতে করে মাওয়ের অবমাননা হয়েছে ।

২. বিড়াল নিয়ে আরিফ এর কার্টুনের পরে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে ।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: আরও একভাবে দেখা যায়।
৩৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৯
comment by: দূরন্ত বলেছেন: বিড়াল মরিচ খাক:)
বিপ্লব চিরজীবী হোক......
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: হ।
৩৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: অনিশ্চিত বলেছেন: ঠিক আছে। কমেন্টটি আবার দিচ্ছি।

প্রথম কথা হচ্ছে, একটি কৌতুক হিসেবে এটি বেশ মজা লেগেছে। এরকম আরো বেশ কিছু কৌতুক আছে। সেগুলো পড়তে ভালোই লাগে, আরাম পাই।

আমার আগ্রহের বিষয় হচ্ছে, নেপালে মাওবাদীদের ক্ষমতা গ্রহণের সাথে কৌতুকটিকে মেলানো নিয়ে। আমি ঠিক বুঝতে পারিনি, তাদের কোন কর্মকৌশলের সাথে আপনার এই কৌতুকটি যায়। বিষয়টি খোলাসা করলে উপকৃত হই। কারণ আমি এই ইভেন্টটির প্রতি প্রথমদিক থেকেই নজর রাখছি। পাশাপাশি মাওবাদীদের সাথে পশ্চিমবঙ্গের বামপন্থীদের বিষয়টিও উঠে এসেছে। আবার নেপালের মাওবাদী ও চীনা মাওবাদীদেরও কিছু কৌশলগত পার্থক্য আছে। সব মিলিয়ে এই তিনটিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার অবকাশ আছে। আপনার কৌতুকের সঙ্গে তাদের কর্মকাণ্ডকে মিলিয়ে যদি উপস্থাপন করেন, তাহলে বুঝতে সুবিধা হয়।

একটি কৌতুহল (কারণ সরাসরি এই ধরনের ঘটনা দেখি নাই তো, তাই)-- বিড়ালের পক্ষে কি নিজের পশ্চাৎদেশ চাটা সম্ভব?
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: আপনার প্রশ্নবাণে আমি কাবু হয়ে গেলাম।
গল্পটা মনে হইছিল অন্য একটা প্রসঙ্গে। সেইটা যেহেতু সরাসরি বলা যাবে না তাই মাওবাদীদের নেপাল জয়ের বিষয়টা আনছিলাম।
তবে এইরকম হইতে পারে।
ধরেন ময়মনসিংহ গেছেন। সেইখানে গিয়া আপনার ব্রহ্মার কথা মনে হইলো। ঘটনা কিছুই না ব্রহ্মপুত্রের পাড় দিয়া ঘুরতেছিলেন আপনে তখন। এই রকম কিন্তু হইতে পারে।
৩৫. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৪
comment by: কৌশিক বলেছেন: একবার একটা হাতি ঢুকেছিল বদনায়। তারপরে বদনার নল দিয়ে পুরো হাতিটা বের হয়ে গেলো; কিন্তু আটকে গেল শুরটা!
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: কারণ শুড়টায় আপনে একটা গিট্টু দিয়া রাখছিলেন।
৩৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৮
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: হ্যা ঠিক বলছেন! বর্তমান সরকার চালের দাম বাড়াইয়া পাছায় লাথি দিছে আর আমরা নিজেরাই সেই লাথি একজন আরেকজনকে দিয়ে যাচ্ছি। যা খুশি যে খানে সুযোগ আছে সেখানেই দাম বাড়াইয়া!
রিকশা ভাড়া থেকে শুরু করে ফ্লেক্সি লোড সব খানেই!
দাম বিড়ালের মত বাড়ছেই আর বাড়ছেই!
১৭ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: হ।
কেমন আছেন?
৩৭. ১৭ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৩
comment by: রাজামশাই বলেছেন: হা হা হা

ইহা একটি নিছক কৌতুক ছাড়া আর কিছু না।

এই নে তোর পুরস্কার

১৭ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: হো হো হো। এ তো পুরস্কারের ছবি। তোর পুরস্কার কই রে রাজা?
৩৮. ১৭ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: রাজামশাই বলেছেন: পুরস্কার টাই দেখলি - ভালবাসাটা দেখলি না।
১৭ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: দারুণ কথা। ধন্যবাদ তোকে।
৩৯. ১৭ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: মারুফ হায়দার নিপু বলেছেন:
খুবই বুদ্ধিমানের মতো একটা কমেন্ট করি!
ফানও বলতে পারেন।
কুযুক্তিও বলতে পারেন!

সেইটা হইলো....
"তিনি বিড়ালকে মরিচ খাওয়ানোর সহজ পদ্ধতিটা তৎক্ষণাত শিখাইয়া দিলেন। বিড়ালকে ধইরা তার পশ্চাৎদেশে আস্ত একটা মরিচ ডলিয়া দিলেন। ডলিয়া বিড়ালটিকে ছাড়িয়া দিলেন। শিষ্য কমরেডরা অবাক হয়ে দেখলো, বিড়ালটি যত্ন করে সেই মরিচ চাটিয়া খাইতেছে।"

এর মানে হচ্ছে সেখানে আরো একটা বিড়ালের অবস্হান ছিলো বলে মনে করি!
সেইটা ছিলো গল্পে উল্লেখিত প্রথমোক্ত বিড়ালের বিপরীত লিংগের!

তো মরিচটা ঘষা হয় তার পেছনদিকে।
এবং সংগে সংগে ইনস্ট্যান্ট রেজাল্ট!

কি মনে হয়!

১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: সর্বনাশ!
গল্প এইখানেই শেষ।
৪০. ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: আজহার ফরহাদ বলেছেন: মারুফ হায়দার নিপু কিন্তু খারাপ কন নাই মামো?
১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: খারাপ কয় নাই। কিন্তু দ্বিতীয় বিড়ালটা কোত্থেকে আইলো? এই দ্বিতীয় বিড়ালটাই সমস্যা।
৪১. ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
comment by: আজহার ফরহাদ বলেছেন: ওইডাতো দ্বিতীয় লিঙ্গ।
১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: কিন্তু ওইটা তো ওইখানে আছিল না।
৪২. ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
comment by: ইরতেজা বলেছেন: দারুন
১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: থ্যাংকস।
৪৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: নেমেসিস বলেছেন: গুড জোকস্‌ :)
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: হ।
৪৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:০২
comment by: সিহাব চৌধুরী বলেছেন:
দিলাম পশ্চাৎদেশে, কিন্তু কয়দিন? - মরিচের জ্বালা জুড়ালে সেই ঠিকই দুধের দিকে আগাবে বিড়াল । মরিচ দেয়ার মানুষ রাও সব মইরা যাবে, নাইলে নিজেই বিলাই হয়া যাবে ।
হতাশ লাগে ।
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: হতাশ হইলেই শেষ।
৪৫. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:১৩
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: এককথায় তুলনাহীন ।মাও এর সাথে মাওবাদীদের এমন কঠিন সত্যি ঘটনা কেমনে মিললো ?

হাসলে আয়ু বাড়ার ব্যাপারটা যদি সত্য হয় , তাহলে আমারতো বিরাট শুভদিন :) :)
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: হ।
হাসেন। হাসলে আয়ু বাড়ে।
অতএব হাসতে হাসতে মরুন।
৪৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৫
comment by: আরিফুর রহমান বলেছেন: একটাই কমেন্ট করবো:

" কুত্তায় কুত্তার মাংশ খাইলে লাভ হয় বাটপারের! "
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: বিড়ালে মরিচ খাইলে কী হয়?
৪৭. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:১১
comment by: রণদীপম বসু বলেছেন: যেইভাবে বিলাইর সইংখ্যা বাইড়তেছে, এতো মরিচ পামু কোনাই ?
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: মরিচ না পাইলে আলু আছে না?
৪৮. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ২:০৭
comment by: ত্রিভুজ বলেছেন: শেষ পর্যন্ত ম্যাও এর সংখ্যা কয়টা হইলো?
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: পরে গুনবোনে।
৪৯. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৩৮
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: মোটামুটি চলছে।
আপসি ভালোতো!
নতুন অফিস। নতুন কাজের কত দূর হল। জানাবেন।
ভালো থাকবেন।
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: আগাইতেছে।
জানাবো সময়মতো।
৫০. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২৯
comment by: রিফাত হাসান বলেছেন: সালাম ভাই। অনেক দিন পর ব্লগে এলাম। এরকম বেশ কিছু কৌতুক আমিও পড়েছি। কিছু তীর্যক মজা এবং সম্ভব সমালোচনা। আমার মনে হয়েছে। ভাল লাগলো।
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আপনারে মিস করলাম। ঢাকার বাইরে গেছিলেন নিকি?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫১. ১৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৬
comment by: কেএসআমীন বলেছেন: হুমম.... খুব মজা পাইলাম।

চিন্তার বিষয়...
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: হ।
চিন্তার ব্ষিয়।
৫২. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৬
comment by: চিকনমিয়া বলেছেন: বিলাইরে ক্যান মরিচ খাওয়াওন লাগবো? হু?
না খাওয়াইলে অয় না:)?
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: হয়। খুব হয়।
৫৩. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৭
comment by: রিফাত হাসান বলেছেন: ঢাকার বাইরে নয়, চট্টগ্রামের বাইরে যেতে হয়েছিল।
২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: দেখছেন মাথা কেমন ঢাকাসেন্ট্রিক হয়ে গেছে?
নতুন লেখা কই?
৫৪. ২২ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২০
comment by: রিফাত হাসান বলেছেন: ঢাকাসেন্ট্রিক- ভালই বলেছেন। আমি ভাই লেখকতো নই, আপনাদের লেখা পড়বো বলে এখানে মাঝে মইধ্যে আসি। আমার এক বন্ধু তার লিঙ্ক দিয়ে দাওয়াত দিছিল, সেইসূত্রে আসা। আপনার লেখার ধরন ভাল লাগে। অসাধারণ হিউমার দিয়া লিখতে পারেন। আপনি আমার লেখা পড়েন নাকি- জেনে খুশি হলাম। কিন্তু কোন মন্তব্যতো কোথাও পেলাম না।
২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: পাঠ দুই প্রকার। নির্বাক ও সবাক। আপনার লেখা পড়ে আমি অবাক হয়ে গেছি। আপনার লেখার অবাক পাঠ করি আমি। বুঝার চেষ্টা করি।
৫৫. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: রিফাত হাসান বলেছেন: অবাক আমিও!
২৩ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: আসলেই?
ধন্যবাদ।

No comments:

Post a Comment