Tuesday, March 3, 2009

পুরানা কবিতা : শ্রাবণ

২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

ও শাওন, কবিকুলে প্রচলিত যত মাস আছে
ততো মাস নিয়ে এই কবিতা নিচয়
তবু দ্যাখো, পত্রপুটে যতবার জল পড়ে থাকে
ততোবারই পাতা নড়ে, কুসুমকম্পনসম ক্ষীণধ্বনি
বাজে এ সংসারে।

আর সকলেই বরষার গান গেয়ে থাকে।

শ্রাবণ মেঘের কলা,
বিদ্যুতের ক্ষিপ্র ইশারায় মনে হয়
নিকটেই বাজ পড়ে গেল। কবি তাহা
নানা ঠাঁই সাজায় বাজায়...

শাদা পাতা, শুত্র পৃষ্ঠ তার ভিজে ওঠে আহা।
বরষার করুণা অপার।
মেয়ে আর কালো পাড় শাদা শাড়ি তার ভিজে যায়।
বরষার করুণা অপার!
যেন সিনেমায়, বহু বর্ণ গণ্ধ গান। নেচে যায়
একালের সবচেয়ে সফল নায়িকা নৃত্যকলা পটিয়সী
কোমল বরণ!
বিশ্বপ্রেক্ষাগৃহ হতে
বর্ষা আর ধ্বনিকলা তার
অনুরাগ জন্ম দিয়ে যায়।

তাহলে রবিন বাবুর কথা বলি...

আগাম বন্ধ হওয়া স্কুল ছুটি হলে
বেশি টাকা ভাড়া দিয়ে বাড়ি ফেরে মেয়ে
রিকশায়, হুডের ফাঁকে ফাঁকে, যতটুকু চলে
ততোটুকু ঝাপটা দেয়
শ্রাবণের মাতাল ছেলেরা।
যতোটা নিজেকে না ততোটাই টেক্সট বই বাঁচাবার ছলে
মেয়ে সরে সরে যায়।
গান নয়, তাই মনে হয় : এই বুঝি টেক্সট ভিজে যায়।

তাহলে রবিন বাবুর কথাই বলি

এ যাবত যত গান লেখা হয়ে থাকে
তারো বেশি লিখেছেন তিনি। রবীন্দ্রনগর হতে
সে সকল শিমুল শাবক দূরে উড়ে চলে গেছে
অপরের চৈত্রবাতাসে।
আর টেক্সট ফেলে রেখে মেয়ে
একেলা উঠেছে ছাদে।
আপনার বুক হতে সৌরভ দিতেছে সমীরে।
দ্রুত হাতে কিশোর রবিন হতাশ্বাসে টুকিতেছে তাহা।

তাই ঘোর বসন্তের রোদে শ্রাবণের কথা বলি
বৃষ্টিরাশি, বাদল সরকারের কথা বলি।

শ্রাবণ হে পরনারী, বাতাবী কাঁঠাল আম
গন্ধশত ভুলে অভেদ তোমার কথা মনে পড়ে আজ


রঙপুর হতে তুমি যে সকল দেয়াললিপিকা
গুহাচিত্র, ধ্বনিময় বৃষ্টিরাশিসম
পাঠায়েছ মেঘের উপর, আমাদের পরবের দিন।
সপ্তম বরণে তাহা রঙধনু রূপে
বর্ণিত হয়েছে এই ওঁরাও নগরে।

তাই আমাদের পরবের দিন বৃষ্টিপাত ঘটে,
রাস্তাঘাট ফাঁকা থাকে। রাষ্ট্রযন্ত্র ভাল চলে
ট্রাফিকবিহীন।

(১৯৯৯)



প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।



* ৪৬ টি মন্তব্য
* ৪২৫ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১০ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28763588 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০০
comment by: সত্যদা বলেছেন: একালের সবচেয়ে সফল নায়িকা নৃত্যকলা পটিয়সী
কোমল বরণ!
বিশ্বপ্রেক্ষাগৃহ হতে
বর্ষা আর ধ্বনিকলা তার
অনুরাগ জন্ম দিয়ে যায়।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: h
২. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৭
comment by: স্রোত বলেছেন:
এত্তো বানান ভুল।
ধ্যাত।
মাইনাস -
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৭

লেখক বলেছেন: মাইনাসের জন্য ধন্যবাদ।
দুই একটা বানানের সঠিক রূপ বলে দিলে উপকৃত হইতাম।
৩. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৯
comment by: হট্টগোল বলেছেন:
ওয়াও। গ্রেট কবিতা। রীতিমতো মুগ্ধ আমি।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: আজকে এত দেরি হইলো যে আসতে?
আছেন কেমন?
এম এ হামিদ, সংস্থাপক আর নির্বাক সুশীল কই?
৪. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২০
comment by: স্রোত বলেছেন: রঙপুর!
হতাশ্বাসে?!!

শুত্র !!

***
কবি তাহা
নানা ঠাঁই সাজায় বাজায়...
মাইনেকী এই লাইনের
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২২

লেখক বলেছেন: সঠিক বানানগুলো কী হবে?
৫. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৫
comment by: স্রোত বলেছেন:
বাংলা অভিধানের দাম কতো??!!
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: অভিধান আছে। কিন্তু জীবন্ত অভিধান থাকতে অভিধান দেখবো কেন?
৬. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
comment by: মাঠশালা বলেছেন: শৈত্য প্রবাহের সময়
এমনও শ্রাবণও বরিষনও!?


২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: শীতের দিনে বৃষ্টির কথা কেন জানি খুব মনে পড়ে। কেন যে!
৭. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৯
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অসম্ভব সুন্দর....
প্রিয়তে থাকলো।
শুভেচ্ছা।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
৮. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩০
comment by: এম.এ.হামিদ বলেছেন: আরেকটি মাস্তার পিস। মাহবুব মোরশেদ একজন কসাই।

কবি
সাহিত্যিক
ই কলামিষ্ট
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন: আপনের দেরি দেখে ভাবতেছিলাম আজকে বুঝি আড়ি দিছেন।
৯. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫
comment by: বিগব্যাং বলেছেন: কসাই মাহবুব মোরশেদ ইকজন গুনী লুক...


মানির মান পাহাড়ের সুমান...
জুতা দিয়া জুতাইলেও যায় না...
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন: বিগ ব্যাঙও আইছে দেখি। ভাল।
১০. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৬
comment by: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: +
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: থ্যাংকস।
১১. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১০
comment by: স্নোবল বলেছেন: এতগুলা মাইনাস কেন?
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: আমি তো এত কম মাইনাস দেখেই অবাক হচ্ছি।
১২. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: মন্তব্যেই কাব্যের পরিচয়, এমনটা কি আমরা বলতে পারি???? উমমম না না....
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন: হ।
১৩. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৬
comment by: ফারহান দাউদ বলেছেন: "শাদা পাতা, শুত্র পৃষ্ঠ তার ভিজে ওঠে আহা।
বরষার করুণা অপার।
মেয়ে আর কালো পাড় শাদা শাড়ি তার ভিজে যায়।
বরষার করুণা অপার!"

খুব দারুণ। পুরো লেখাটাই ২ বার পড়লাম।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
১৪. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১০
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: মাহবুব ভাই!
অ....নেক কঠিন লাগসে...
আমার মাথা আপনার মাস্টার পিস বোঝার জইন্যে না,মাফ কইরে দিয়েন।যখন বুঝতে শিখবো,তখন আরেট্টা কমেন্ট পুস্ট দিমু,ঠিক আছে???? টা টা
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন: আরে এইটা অনেক আগের লেখা।

ব্যাপার না। ধন্যবাদ।
১৫. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১২
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম,কী যে অবস্থা কিসু বুজতারসি না!(কান্না)
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: এত পরে পরে আসেন ক্যান আপনে। এরকম এলে তো বোঝা কঠিন হবেই। পিছনে গিয়া ১০০ পেজ পর্যন্ত পইড়া আসেন।
১৬. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
comment by: এখন ক্ষনিকের অতিথী বলেছেন:
ফালতু এবং মাইনাস।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: স্যান্ডেল আনেন নাই?
১৭. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: পিছনে গিয়া ১০০ পেজ পড়নের আগে আমার মা আমারে চাইর তলা থেইকা ফালায় দিবো!!!
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: আপনে সিঁড়ি দিয়া নামলেই তো হয়।
১৮. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: মা সেই চান্স দিলে তো!!!!!!!
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: আপনাকে জানালায় গ্রিল নাই? ফেলবে কেমনে?
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: আপনাকে=আপনাদের।
১৯. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৩
comment by: এখন ক্ষনিকের অতিথী বলেছেন:
মাইনাস দিলাম। এখানে সেন্ডেলের কি দরকার?
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: স্যান্ডেলই তো আপনের পতাকা।
২০. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৮
comment by: এখন ক্ষনিকের অতিথী বলেছেন:
আমার পতাকা একটাই
সেইটা লাল-সবুজ রংয়ের।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৩

লেখক বলেছেন: বলছেন ভালই। কিন্তু লাল সবুজ পতাকা তো আপনার হাতে দেখি না।
আপনার কথা মনে হলে ভাঙ্গা স্যান্ডেলের কথা মনে হয়।
২১. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩
comment by: সবুজ আরেফিন বলেছেন: শীতকালে বৃষ্টির কথা আর বর্ষাকালে শীতের কথা মনে পড়ে।
এইজন্যই হয়তো শীত আর বর্ষা আসে পর্যায়ক্রমে।

মানুষ যদি এইটা চিন্তা না করতো তাহলে কি তারা আসতো।

মানুষের চিন্তা-চেতনা দিয়েই আসলে পৃথিবীতে চেন্জটা হয়। আর বস্তুগত যে বিষয়গুলো আছে সেগুলো এইসব চিন্তা-চেতনার সহায়ক মাত্র। তাহলে পৃথিবীর ভবিষ্যতের জন্য আমাদের চিন্তা-চেতনা কি হতে পারে?
২২. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২১
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: চিন্তা দিয়েই পৃথিবী চেঞ্জ হয় বটে কিন্তু কার চিন্তা দিয়ে?
২৩. ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩২
comment by: সবুজ আরেফিন বলেছেন: খুব বেশী না। অল্প কিছু মানুষের চিন্তা।
২৬ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: কিন্তু সেই অল্প মানুষের চিন্তার সঙ্গে অনেক মানুষকে একমত হয়ে হয়।
২৬ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: কিন্তু সেই অল্প মানুষের চিন্তার সঙ্গে অনেক মানুষকে একমত হয়ে হয়।

No comments:

Post a Comment