Sunday, March 1, 2009

ক্লাব ওয়ান লাখ

৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

যদি স্মৃতি বিট্রে না করে থাকে সামহয়ারের বর্তমান সংস্করণটা হলো তৃতীয় সংস্করণ। বেটা ভার্সন অর্থাৎ দ্বিতীয় সংস্করণ আপলোড করার সময় আগের হিট কাউন্টার খোয়া গেছলো। কমেন্টগুলা বেশ কিছুদিন সার্ভারে ছিল। পরে যথাস্থানে কমেন্ট ফিরলেও যথানামে আর ফেরেনি। সবই অতিথির কমেন্ট হয়ে গেছলো। যাই হোক, এই সব স্মৃতি মনে পড়ার কারণ সহব্লগাররা সহায় হলে আজ রাতেই আমার হিট কাউন্টার এক লাখ অতিক্রম করতে পারে। এই হিট দ্বিতীয় সংস্কণের পর থেকে বাস্তবায়িত হইছিল। এক লাখ হিটে অবশ্য আমি নাদান। এর আগে অনেক ব্লগারের এক লাখ হিট হয়ে গেছে। অনেকে ভীষণ জনপ্রিয়। কারো কারো ব্লগ হয়তো ২ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। এক সময় দেখতাম রাগ ইমন, কৌশিক, অমি রহমান পিয়াল হিটে সবচেয়ে এগিয়ে। পোস্ট লেখার আগে কার কী অবস্থা দেখে আসার অবকাশ পাইনি। তবে মনে হইলো খেয়াল করা দরকার। এক লাখ হিট তো মেলা হিট তাই না? আমার আগে কারা এক লাখ হিট অতিক্রম করেছেন সেটাও দেখা দরকার।
আগে ছিল শীর্ষ পোস্ট দেয়ার প্রতিযোগিতা, বেশি পোস্ট দিয়ে বহুকাল শোহেইল মোতাহির চৌধুরী সবার উপরে ছিলেন। তার আগে পরে লিস্টে উঠছিলেন এম হোসেইন। তারপর বহুল আলোচিত আলী ও ঢালী।
শীর্ষ পোস্টদাতার পর আসলো, রেটিং বিপ্লব। টপরেটেড পোস্ট নিয়ে বেশ কিছু দিন হল্লা চললো। এখন এই রকম কিছু নাই।
বিজ্ঞাপন বিরতি বেশ জমে উঠেছে। কোনো কিছু করতে গেলেই সামনে পড়ে কাজ নাই? আমি ব্যক্তিগতভাবে বিজ্ঞাপনের পক্ষের মানুষ। ফলে, কাজ নাই প্রশ্নটা আমারে ভাবায়।
তো যা বলছিলাম, ক্লাব ওয়ান লাখ মানে আবার একটা এলিট ক্লাব গঠন করা না। জাস্ট জানতে চাওয়া কারা হিটে আগায়া আছেন। আমরা কাদের ব্লগ সবচেয়ে বেশি ভিজিট করি সেটা জেনে রাখা তো দরকার। তাই না?



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।



* ৭০ টি মন্তব্য
* ৬৫৮ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28783871 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: আমিই স্রোত বলেছেন:
হয় হয়.. খুবই ডরকার
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: তাইলে বলেন না কিছু নাম। ক্লাব ওয়ান লাখের।
২. ৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: মিরাজ বলেছেন: মাহবুব ভাই এক লাখ ক্লাবের সদস্য হবার অগ্রিম অভিনন্দন গ্রহণ করুন ।

হা হা চমৎকার দৃষ্টি আকর্ষণী পোষ্ট । :)
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: মিরাজ ভাই,
ধন্যবাদ।
৩. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:০১
comment by: কিরিটি রায় বলেছেন: ১০০০০০ +++

অতংপর!!!!!
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: আপাতত এই পর্যন্তই চিন্তা করতে পারতেছি।
৪. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:০৮
comment by: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: মাহবুব মোর্শেদের সাথে একমত।
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আমির ভাই।
৫. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:১৯
comment by: ভার্চুয়াল বলেছেন:

হুদাই
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩১

লেখক বলেছেন: হ।
৬. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:২০
comment by: মিরাজ বলেছেন: মাহবুব ভাই এই নেন এক লাখতম হিট ।

অভিনন্দন ।
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: আহারে নিজে দেখতে পারলাম না।
ধন্যবাদ।
৭. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৪
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


আমার ব্লগ ৭ মাসে আধা লাখ পার হইসে :)


আমার ব্লগ পরিসংখ্যান

পোস্ট করেছেন: ১৩৪টি
মন্তব্য করেছেন: ৫৯৩৮টি
মন্তব্য পেয়েছেন: ৬৩২৪টি
ব্লগ লিখছেন: ৭ মাস ৩ সপ্তাহ
ব্লগটি মোট ৫৯৯৬২ বার দেখা হয়েছে


:) :)
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: আগামী সাত মাসে আরো আধা লাখ হবে বলে আশা করি।
৮. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩২
comment by: সোমেশ্বর অলি বলেছেন: আমরা কাদের ব্লগ সবচেয়ে বেশি ভিজিট করি সেটা জেনে রাখা তো দরকার। তাই না?

তাই


৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: হ। কাদের?
৯. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৫
comment by: সুতরাং বলেছেন: লাখ হিটের জন্য অভিনন্দন মাহবুব ভাই।
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।
১০. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪০
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: মাহবুব ভাই এই নেন এক লাখতম হিট ।

অভিনন্দন ।

আপনি কোয়ালিটি লেখা লিখে হিট পেয়েছেন। এটার আলাদা সম্মান।
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।
১১. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৯:১৪
comment by: অরথি স্বর্ণালী বলেছেন: এই দিন যে আমার কবে আসবে!
আপনাকে অভিনন্দন!
৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: আসবে সেইদিন আসতে দেরি নাই।
আপনার লেখা পড়ে ভাল লাগলো বলে কথাটা বললাম।
১২. ৩১ শে মার্চ, ২০০৮ ভোর ৬:৪৭
comment by: লালপ্রভাত বলেছেন: এর মাজে তুমি নিজেই তো নিজের বলগে
হিট করছো ৫০ হাজার বার।
সে টা বাদ জাইবো না , রাম াগল ।

নিজের বগল বাজাইতে শরম করে না ?

৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: কিন্তু তুমি এইখানে কী করো?
আমি যদি একাই ৫০ হাজার হিট বানাইতে পারি তাইলে তোমার কী?
১৩. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৫২
comment by: শ্রেয়া বলেছেন: মাহবুব ভাই,সংখ্যা টা এক হোলেও বারালাম!ব্লগ এর কিছু সময় াপনি েরকম চুপ থাকেন কানো?
৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: ব্লগে তো ইচ্ছা করে চুপ থাকি না। বিজি থাকলে একটু কম আসি। এই আর কী।
১৪. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৫৯
comment by: ইরতেজা বলেছেন: অনেক অনেক অভিনন্দন মাহবুব ভাই।
৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১৫. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:০৪
comment by: দূরন্ত বলেছেন: এক লাখতম হিট ।

অনেক অনেক অভিনন্দন মাহবুব ভাই।
৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।
১৬. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩৯
comment by: কৌশিক বলেছেন: প্রথম বার আমার দেড় লাখ পর্যন্ত হয়েছিল। মানে দ্বিতীয় সংস্করণ আসার আগে আমি ছিলাম হাইয়েস্ট হিটখোর। এখন দেখছি - প্রায় এক লাখ হয়েছে। ত্রিভূজ মনে হয় এগিয়ে আছে।
৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন: এক লাখের ওপরে আর কে কে আছে?
১৭. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৪৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: অভিনন্দন
৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: থ্যাংকস।
১৮. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৪৭
comment by: কৌশিক বলেছেন: ত্রিভূজের দেখলাম ১ লাখ ৯০ হাজার। ও অবশ্য দুর্নীতিবাজ। হিট বাড়ানোর একটা যন্ত্র আছে ওর কাছে।
৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: সে অবশ্য এমনিতেও আলোচিত।
১৯. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০২
comment by: সবুজমিয়া বলেছেন: অভিনন্দন
৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: থ্যাংকস।
২০. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৮
comment by: কেএসআমীন বলেছেন: লাখ-হিটার হওয়ায় অভিনন্দন। মিলিয়নের প্রত্যাশায়...
৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: অতো হবে না আমীন ভাই। তারপরও শুভকামনার জন্য ধন্যবাদ।
২১. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২১
comment by: কৌশিক বলেছেন: রাগ ইমন ১ লাখ ৪৬ হাজার
পিয়াল ১ লাখ ১ হাজার

আর কেউ আছে মনে হয় না।
০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: থাকার কথা। হিট হয়তো হইছে, আপনে ব্যস্ততার কারণে খিয়াল করেন নাই।
২২. ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩০
comment by: কেএসআমীন বলেছেন: কবে আমি লাখু হমু - এই নিয়া একটা পুস্ট দিমু...
০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: ধৈর্য ধরেন আমীন ভাই। সেও হবে একদিন।
২৩. ৩১ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: সফেদ ফরাজী...... বলেছেন: তাইলে আপনি লাখপতি হইয়া গেলেন?
কামনা করি কোটিপতি হন।

`হিট' শব্দটি শুনে কেমন মারামারির গন্ধ লাগে। এর বিকল্প শব্দ, হোক যে কোনো ভাষায়, ব্যবহার হলে হয়তো মারামারির গন্ধটা থাকতো না।

তো লাখ `হিট' পাওয়ার জন্য অভিনন্দন।
০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: আপনি একটা সাজেস্ট করেন না। হিটের বাংলা।
২৪. ৩১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: অভিনন্দন মাহবুব ভাই! এগিয়ে যান সামনে।
লাখ হওয়ার জন্য অভিনন্দন!
০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ শিশির।
২৫. ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ২:৩৩
comment by: শ্রেয়া বলেছেন: ghorer manusher ninde kore bikhato hobar icha apatoto nai!!je bishoy shomporke apni chup achen sei bishoy nie blog er baireo to boli,boli na?
০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: bolo to.
kintu tumi nije kichu lekho na keno?
e bishoye tomar ki mot?
২৬. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৯
comment by: ত্রিভুজ বলেছেন:

লাখ ক্লাবে স্বাগতম মাহবুব ভাই!

৫৮৬ হিট দেরী হয়ে গেল...

০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
২৭. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:১৭
comment by: রিফাত হাসান বলেছেন: বাহ্ ব্লগ লিখে লাখপতি হওয়া! "ফরহাদ মজহারের একটি লিঙ্ক, মাহবুব মোর্শেদ এবং অবজারভার" মন্তব্যটা আমার সাম্প্রতিক পোষ্টে উঠাইছি। অনুমতির অপেক্ষা করি নাই। Click This Link
০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: আপনি জিনিয়াস ব্যক্তি। খিয়াল করতেছি।
২৮. ০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: মুক্তকথা বলেছেন: হিটের বাংলা হোক স্পর্শ। একলাখ স্পর্শ। অভিনন্দন মাহবুব।
০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন: স্পর্শ কথাটা খুব অনুভূতিপ্রবণ আরেকটু কম অনুভূতিপ্রবণ শব্দ নাই?
২৯. ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৯
comment by: রিফাত হাসান বলেছেন: রাগ করে তথাটা কইলেন মাহবুব ভাই!
০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: না। তাই মনে হলো?
আমি কিন্তু অনুরাগ করে বলেছিলাম।
৩০. ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৫
comment by: শ্রেয়া বলেছেন: montobbo likhtei gham chute jache ,ar post!!ar abdar to ami age korlam,ki bolen?
০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: সেটা ঠিক কিন্তু তুমি কি বাংলা লেখা শিখবাই না ঠিক করছো? শিখে ফেলো। সুমায় পাইতেছি না। কী যে করি।
৩১. ০২ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: মাহবুব ভাই কেমন চলছে নতুন অফিস নতুন এসাইন্টমেন্ট!
০২ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ভাল চলে।
৩২. ০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫২
comment by: ফারহান দাউদ বলেছেন: অভিনন্দন।
০৩ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩৩. ০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৮
comment by: কানা বাবা বলেছেন:
হিটের বাংলা "গুতা" কিম্বা "ঠুয়া" কিম্বা "ঢুসা" কৈলে চলবো নিহি?

@মাহবুব মোর্শেদ
০৩ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: ভাল কয়টা শব্দ বলছেন। আর কিছু মাথায় আইলে কইয়েন।
৩৪. ০৩ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
comment by: বোকা মানুষ বলেছেন: লাখ খানেকের কিছু বেশী ঠুয়া খাওয়া বা পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন :)
০৩ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: হ। ধন্যবাদ।
৩৫. ১২ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: কাউন্টার রিসেট করার অপশন থাকলে করে দিতাম ,

দেখতাম কতদিনে আবার আমাকে পার হয়ে যাইতে পারেন ,

এই পোস্টের খোঁজ পেতে ৩৫৮৮ হিট লেট করে ফেলেছি
১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: ব্যাপার না। ধন্যবাদ।

No comments:

Post a Comment