Tuesday, March 3, 2009

পুরানা কবিতা : বীজ

২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৫
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

বৃক্ষ নয়, বোধি নয় বীজ

বাসনার গর্ভ থেকে পরিস্রুত হতে হতে
বাড়িয়ে দিয়েছো ডানা।

গৃহ, স্মৃতি, ধর্ম ভুলে কিছু কাল
পানীয়র মতো সংহতি-তরল ক্রমাগত নিয়েছো অন্তরে।

আহা বীজ কেন প্রথম সুযোগে
ফল থেকে পাখির উদরে
প্রক্রিয়াশীল হতে হতে অকস্মাৎ
মাটিতে পড়েছো?

আহ, বলে প্রথম শিৎকারে
মাটিতেই প্রবেশ করেছো একা!



প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।



* ৭২ টি মন্তব্য
* ৪২২ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ১১ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28763308 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৭
comment by: এম.এ.হামিদ বলেছেন: শিৎকার শব্দের অসামান্য ব্যবহারে কবির মুন্সিয়ানা চোখে পড়ার মতো
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: এম.এ. হামিদ আপনার অধ্যাবসায় নিশ্চয়ই আরো চোখে পড়ার মতো।
২. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫২
comment by: নির্বাক সুশীল বলেছেন: আমি নির্বাক, হতবাক।
বাংলা সাহিত্য আজ এই কবিতার মাধ্যমে নতুন এক যুগে প্রবেশ করলো।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭

লেখক বলেছেন: যুগ তো দেখা যাচ্ছে আপনার হাতের মুঠায় আইসা পড়ছে। ভাল। বাংলা সাহিত্য নিয়া ব্যাপক চিন্তা করতেছেন মনে হইলো।
৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৩
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: "আহা বীজ কেন প্রথম সুযোগে
ফল থেকে পাখির উদরে
প্রক্রিয়াশীল হতে হতে অকস্মাৎ
মাটিতে পড়েছো?

আহ, বলে প্রথম শিৎকারে
মাটিতেই প্রবেশ করেছো একা"

আহা বীজ কেন.....আহা বীজ কেন.....আহা বীজ কেন.....আহা বীজ কেন.....আহা বীজ কেন....এই অনুরনণ প্রাচীন পৃথীবির উপকথা,তবুও নতুন এক রুপকথার গন্ধ পেলাম আপনার এ কবিতায়।

অনেক আগের বুঝি?কোন সময়ের?

ভালো লাগছে।++++



২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ১৯৯৯ সালের দিকের।
অনেক অনেক ধন্যবাদ মুয়ীজ।
৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৬
comment by: এম.এ.হামিদ বলেছেন: বাংলা সাহিত্য দ্বিতীয় সুকান্তের আগমন, শুভেচ্ছা স্বাগতম
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: আপনি জ্ঞানী বটে। ব্যাপক জ্ঞান রাখেন দেখছি।
৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৩
comment by: এম.এ.হামিদ বলেছেন: মাহবুব মোরশেদের মতো কবির থেকে প্রতিভার স্বীকৃতি পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আপনাকে ধন্যবাদ
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: আপনার মনোযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। চব্বিশ ঘণ্টার সমান মনোযোগ। দৃষ্টিটা সর্বদা এইরকম জাগ্রত রাইখেন। আপনাকেও ধন্যবাদ।
৬. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৬
comment by: সংস্থাপক বলেছেন: আলহামদুলিল্লাহ, তিনি যাকে দেন, ছাপ্পড় মেরে দেন। আপনাকে দিয়েছেন। প্রতিভা লালন করুন, আমরা দ্বিতীয় রবিঠাকুর থেকে যেন বঞ্চিত না হই।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: আপনিও মন্তব্য করতে থাকুন। আমরা যেন দ্বিতীয় এম এ হামিদ থেকে বঞ্চিত না হই।
৭. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো......
শুভেচ্ছা।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: থ্যাংকস। আপনাকেও শুভেচ্ছা।
৮. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৯
comment by: এম.এ.হামিদ বলেছেন: মাহবুব মোরশেদ এ অসাধারন লেখাটির অনুপ্রেরনা কিভাবে পেয়েছেন>?
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: তা তো মনে নেই। তবে পোস্ট করার অনুপ্রেরণা আপনার কাছ থেকে পেয়েছি। আপনি সারাদিনে কত পোস্ট করেন। আপনি মহামানব। আপনার কথা ভেবে আমিও একটা পোস্ট দিলাম।
৯. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১১
comment by: নির্বাক সুশীল বলেছেন: গৃহ, স্মৃতি, ধর্ম ভুলে কিছু কাল
পানীয়র মতো সংহতি-তরল ক্রমাগত নিয়েছো অন্তরে।

--
আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটুকু।
ব্লগারস ভয়েস ও কবি মাহবুব মোর্শেদ এখানে আসলে কী বোঝাতে চেয়েছেন এটা বোঝার জন্যে আমার মনে হয়, আমাদের "সংহতি-তরল" শব্দটার অর্থ বোঝা জরুরি।
আমি কবিকে অনুরোধ করবো, এই শব্দের প্রেক্ষাপট ব্যাখ্যা করবার জন্যে।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: কী চমৎকার প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন আমাকে ভাবায়।
সত্যিই ভাবতে বসেছি, সংহতি-তরল মানে আসলে কী?
১০. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৪
comment by: এম.এ.হামিদ বলেছেন: মাহবুব মোরশেদ কি আমাকে কবিতা উতসর্গ করেছেন, তাহলে টাইটেলে উল্লেখ করুন। আজ অসামান্য একটি দিন
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: আপনার জন্য প্রতিটি দিনই অসামান্য। যেভাবে সময় দেন। অবাক হয়ে যাই। আপনি মহামানব।
আপনাকে ঠিক উৎসর্গ করি নাই। কিন্তু আপনিই অনুপ্রেরণা। ফলে টাইটেল ওই রকমই থাকুক। কী বলেন?
১১. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৬
comment by: সংস্থাপক বলেছেন: ব্লগার হাবিব মহাজনকে আর মিস করার উপায় নেই। যতবার এ কবিতা পড়ি, ততবারই হাবিব মহাজনকে মনে পড়ে। তিনিও এক ক্ষনজনজন্মা প্রতিভা ছিলেন।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: আপনি তো তার চেয়েও বড় প্রতিভা। একদিন সময় করে নিজের পোস্টগুলো পড়ুন না। দেখুন আপনার মহৎ সৃষ্টিকে।
১২. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৮
comment by: নির্বাক সুশীল বলেছেন: প্রক্রিয়াশীল হতে হতে অকস্মাৎ
মাটিতে পড়েছো?

--
এ অংশটুকুতে কবি প্রতিক্রিয়াশীলদের একহাত নিয়েছেন। কী অসাধারণ।
হাবিব মহাজন কবির এ কবিতা দেখলে আর কখনো ব্লগিং করতেন না।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: নির্বাক সুশীল, সংস্থাপক এবং এম. এ. হামিদের মধ্য থেকে যিনি সবচেয়ে প্রতিভাধর তাকে বাছাই করা হবে এখন থেকে। অতএব প্রতিযোগিতার মনোভাব নিয়ে কমেন্ট করুন।

নির্বাক সুশীল,
এই কমেন্টটা ভাল হয়নি। ভেবে চিন্তে হামিদের মতো কমেন্ট করুন।
১৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২০
comment by: সংস্থাপক বলেছেন: হাবিব মহাজন খুবই দূরদর্শী ছিলেন। তিনি ঠিকই বুঝেছিলেন তার উত্তরসূরীর আগমন সময়ের ব্যাপার মাত্র। ক্ষনজন্মা মানুষেরা ক্ষনে ক্ষনে জন্মায়।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: এই কমেন্টে
১০ এর মধ্যে ২.৬।
১৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২১
comment by: নির্বাক সুশীল বলেছেন: আমি সংস্থাপক সাহেবের সাথে একমত।
সারওয়ার স্যারের চেয়েও বড় প্রতিভা।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: ০
১৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২১
comment by: এম.এ.হামিদ বলেছেন: ওয়েল টাইটেলে যদি দিতেন যে আমি অনু্প্রেরনা
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: ২
১৬. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৩
comment by: মিরাজ বলেছেন: ভালো লাগল কবিতাটি ......
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: থ্যাংকস মিরাজ ভাই।
১৭. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৪
comment by: সংস্থাপক বলেছেন: আমি নির্বাক সুশীলের সাথে একমত না। সারওয়্যার ষার দার্শনিক হিসেবে অতিতুলনীয়।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: ১.৫।

এখনও তিন জনের কেউই তো পাশ মার্ক তুলতে পারলেন না।
১৮. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
comment by: এম.এ.হামিদ বলেছেন: মীরাজ ভাইয়ের সাথে আমি একমত যদিও ভাল লাগার কারনটুকু বললে কবি উতসাহ পেতেন
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: ০.৫।
১৯. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৮
comment by: এম.এ.হামিদ বলেছেন: কিভাবে পারব আমাদের কি আর মাহবুব মোরশেদ ভাইয়ের মতো প্রতিভা আচে, গ্রেডটা কারভে করেন।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: প্রতিযোগিতা তো আমার সাথে না। আপনাদের তিন জনের মধ্যেই।
২০. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৯
comment by: নির্বাক সুশীল বলেছেন:
হ্যা, সংস্থাপক, আমার হয়তো একটু ভুলও হতে পারে।
কবিকে অনেক সময় প্রোফেটদের সাথে তুলনা করা হয়। তারা হয়তো সরাসরি জাতীয় আয় বা উতপাদন বাড়ানোয় কোন ভূমিকা রাখেননা, কিন্তু চিন্তা করুন, তারা আমাদের মননের উন্নয়নে মূল ভূমিকা পালন করেন।


আমি নিজেও স্যারের ভক্ত।
কিন্তু, মাহবুব মোর্শেদ যেহেতু একজন কবি।
আমি সেই অর্থে কবি মাহবুব মোর্শেদকে সারওয়ার স্যারের থেকে একটু উপরে রেখেছি।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: গুড কমেন্ট। ২.৯।
২১. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩১
comment by: জেনারেল বলেছেন: ব্যাপক মজা পাইছি :)
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: প্রতিযোগিতায় অংশ নিতে চান?
২২. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪
comment by: সংস্থাপক বলেছেন: বীজ বলতে কবি একানে কোন বীজকে বুজিয়েচেন?
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: .৫।
২৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪
comment by: এম.এ.হামিদ বলেছেন: মাহবুব মোরশেদ ভাই আপনার কবিতার বই কবে বের হবে?
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: ১।
২৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
comment by: নির্বাক সুশীল বলেছেন: জেনারেল রা কবিতা বোঝেনা, দেখেন তো আর্মির শাসনে কবিদের কি দুর্দশা।
ওনাকে ছেড়ে দিন, মোর্শেদ ভাই।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: ১.৫।
২৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
comment by: সংস্থাপক বলেছেন: হ, বইমেলায় আপনার অটুগেরাফ চাই।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন: .৫।
২৬. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭
comment by: সংস্থাপক বলেছেন: সারুয়ার ভাই সাহেব ও আপনার একটা টকেটিভ শো নিতে চাই। অধমের কি একটু সময় হবে?
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: ১।

আপনারা কমেন্ট করতে থাকেন। থামবেন না। কাল নাম্বার দেব।
২৭. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪১
comment by: এম.এ.হামিদ বলেছেন: মাহবুব ভাই সময় নিয়ে রেটিং করছেন বলে ধন্যবাড। গুনিদের বিচারে আমরা যাচাই হবার সুযোগ পেলাম
২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: .৫।
২৮. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪১
comment by: সংস্থাপক বলেছেন: আপনার একটু সময় হবে কিনা জিগাইলাম। সারুয়ার ভাই সাহেব সুট-টাই পরে আসবেন।
২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: 1
২৯. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩
comment by: নির্বাক সুশীল বলেছেন: ব্লগারস ভয়েস কবি মাহবুব মোর্শেদ যে একজন সুবিচারক, এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম।
২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: ১.৫।
৩০. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬
comment by: নির্বাক সুশীল বলেছেন: বৃক্ষ নয়, বোধি নয় বীজ
--
এই লাইনটিই সব কথা বলে দেয়।
কী সুবিন্যস্ত ভাব, কথা ও সুরের কি অদ্ভূত মিলন।
২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: ২
৩১. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০০
comment by: সংস্থাপক বলেছেন: সময় নিয়ে মন্তব্যের রেটিং করার জন্য উঠতি মনীষী হাবিব মহাজনের উত্তরসূরী ভবিষ্যত রবিঠাকুর মামো ষারকে অনেক ধন্যবাড।
২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ২
৩২. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫
comment by: হট্টগোল বলেছেন:

ওয়াও। দারুণ কবিতা। খুব ভালো লেগেছে।

আহ, বলে প্রথম শিৎকারে
মাটিতেই প্রবেশ করেছো একা!

কি দারুণ দুটি লাইন ...
২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: ওদের সঙ্গে কমেন্ট প্রতিযোগিতায় যোগ দেবেন না?
সংস্থাপক, নির্বাক সুশীল ও এম এ হামিদ অনেক এগিয়ে গেছে।
৩৩. ২৩ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৭
comment by: অভিজিৎ বলেছেন: অনেক দিনের পরে আপনার কবিতা ......




ভাল লাগল
২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
৩৪. ২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: স্রোত বলেছেন:
কাষি পাইলো এই অকবিতা পৈড়া।
ইয়্যাকঃ

মাইনাস -
২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: তুসকা খান।
৩৫. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৮
comment by: সবুজ আরেফিন বলেছেন: মাহবুব ভাই, আমরাই কি সেই বীজ থেকে বেড়ে ওঠা গাছ?
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: আমরা কি গাছ?
৩৬. ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭
comment by: সবুজ আরেফিন বলেছেন: গাছ না বলে মানুষ বললেও তো প্রশ্নের খুব বেশী হেরফের হয় না।
২৬ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: কথাটা ঠিক। থ্যাংকস।

No comments:

Post a Comment