Monday, March 2, 2009

আজকের সমকালে বদরুদ্দীন উমরের লেখা পড়েন

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৫
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

http://www.shamokal.com/details.php?nid=89479



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ৩৮ টি মন্তব্য
* ৩৪৯ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28771980 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৩
comment by: অচেনা বাঙালি বলেছেন:
অফ টপিক:
বদরুদ্দিন উমরের পিতা তৎকালীন বঙ্গীয় মুসলিম লিগের সাধারণ সম্পাদক আবুল হাশিমের আত্মজীবনী কোন প্রকাশনী থেকে বের হয়েছিল জানেন কি? বইটা অনেকদিন ধরে খুজতেছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: আবুল হাশিমের বইটা যতদূর জানি কলকাতা থেকে বাইর হইছে। আমার কালেকশনে নাই। আগে আজিজে এভেইলএবল ছিল। কিন্তু আমি কিনতে গিয়া দেখলাম নাই।
২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: ঘোড়ার ডিম বলেছেন:

"অন্য এক ধরনের 'মুক্তিযোদ্ধা' আছেন যারা ১৯৭১ সালে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। কোনো যুদ্ধ তারা করেননি। তার ধারে কাছেও যাননি। ......................................................................................... .....কিন্তু যুদ্ধ শেষে দেশে ফিরে হয়ে গেছেন মুক্তিযোদ্ধা।
সত্য ভাষণ! সাহসী উচ্চারণ!


শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: thanx.
৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১১
comment by: পান্জেরী বলেছেন: পড়েছি, ভাল লেগেছে।

সম্ভবত: কারণ এই যে, মুক্তিযুদ্ধ নিয়ে যে ভাবে ব্যবসা হয়েছে, ভাষা আন্দোলন নিয়ে সেভাবে হয়নি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: হ।
৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৩
comment by: পান্জেরী বলেছেন: লেখক বলেছেন, মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধা কেতাব পেলেও, ভাষা সৈনিকদের ক্ষেত্রে সেরকম হয়নি। যদিও ৫২ র আগে পরেও ভাষা আন্দোলন হয়েছে।
৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৫
comment by: তীর্যক বলেছেন: চেতনা ব্যবসা টা বেশ লাভ জনক বিধায় দিন দিন ভাষা সৈনিকদের সংখ্যা বৃদ্বি পাচ্ছে (!), মুক্তি যোদ্বার সংখ্যাও কি বাড়ছেনা ?
৬. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৭
comment by: পর্বত বলেছেন: ভাল
৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২২
comment by: আরিফ জেবতিক বলেছেন: সত্য উচ্চারন ।


১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: হ্যাঁ।
৮. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৮
comment by: বুড়া শাহরীয়ার বলেছেন: মুক্তিযুদ্ধের ব্যাবসায়িক লাভ্যাংস অনেক। এই ব্যবসা আতীতে হয়েছে, এখনো হচ্ছে ভবি্য্যতেও হবে।
৯. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: হাসিবুল বলেছেন: পড়লাম। উনার লেখার একটি কথা এখানে উল্লেখ করছি-""ভুয়া মুক্তিযোদ্ধার মতো ভুয়া ভাষাসৈনিকেরও অভাব নাই। প্রাকৃতিক নিয়মে "ভাষাসৈনিক"দের সংখ্যা দিনদিন কমে আসার কথা, কিন্তু তাদের সংখ্যা দিনদিন বাড়ছে।""

এই ভুয়াদের ভীড়ে আসলরা হারিয়ে যাচ্ছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: সহমত।
১০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৮
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: খুবই চমৎকার একটা লেখা পড়লাম।আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যিক বিকৃতির উপর চমৎকার একটি বিশ্লেষণ।অবাক হতে হয় যে,ব্যক্তিগত সুবিধাবাদি মানসিকতা মানুষকে কতটা পাগল করে ফ্যালে।

ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বাতিল করা উচিত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: সার্টিফিকেট বাতিল করার উদ্যোগ নিলে দেখা যাবে বেছে বেছে আসলদের বাদ দেয়া হচ্ছে। কাকে বিশ্বাস করবেন?
ফলে বাতিল আপাতত থাক। কী বলেন?
১১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: মৃদুল মাহবুব বলেছেন: আগে পড়ি। তারপর মন্তব্য জানাবো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: পড়ছেন?
১২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: ছাপচিত্রি বলেছেন: বুঝলামনা......................
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন: কোনো জিনিশ না বুঝার অধিকার একটি গণতান্ত্রিক অধিকার।
১৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: ফাহমিদুল হক বলেছেন: ভাষা আন্দোলনের ইতিহাস বা ব্যাখ্যা নিয়ে তার কাজটাই যেহেতু এখন পর্যন্ত শ্রেষ্ঠ, তাই তিনি একজন অথরিটি, এবং তার কথাকে গুরুত্ব দিয়েই বিশ্বাস করছি।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: তা তো বটেই।
১৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১২
comment by: মাহবুব সুমন বলেছেন: সত্য ও সাহসী উচ্চারন।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: এরাম সাহস খুব কম বুদ্ধিজীবীরই আছে।
১৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২২
comment by: মাঠশালা বলেছেন: ভালো লাগলো লেখাটা পড়ে।

বদরুদ্দিন উমরের এই লেখাটিতে সৈনিক শব্দটি যেভাবে ভাষার সাথে যুক্ত হলো তার পেছনে সামরিক প্রভাবের সম্পর্কের শানে নজুলটির সাথে আরেকটা কথা যোগ করতে চাই(যদিও অপ্রাসঙ্গিক)- একই ভাবে এদেশে এনজিও কার্যক্রমের সাথে সাথে কর্মী শব্দটিও ভাষায় প্রবেশ করতে শুরু করেছিল। যেমন: গার্মেন্টস কর্মী, যৌনকর্মী, সংস্কৃত কর্মী, কবিতা কর্মী, নাট্য কর্মী ইত্যাদি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: দারুণ বিশ্লেষণ, জুবেরী।
১৬. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
comment by: মৃদুল মাহবুব বলেছেন: ভালো লেখাটা। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: thanx.
১৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: . . . এখনো খুঁজি বলেছেন: তসলিমা নাসরিন আর বদরুদ্দিন উমরের মাঝে আমি একটা মিল খুঁজে পেয়েছি ।
এই যে তসলিমার এত নারীবাদী হওয়া , তার পুরোটাই এই হতাশার ফল যে , সবাই আমারে খেলো কিন্তু, কেউ বুকে টেনে কাছে রাখলোনা । বেচারী !

এক-ই রকম হতাশা বদরুদ্দিন উমরের মত লোকদের আছে, যারা প্রতি নিয়ত হতাশায় পোড়ে যে “বিপ্লব” তাদের হাত ছাড়া হয়ে গেছে। রাষ্ট্রের জন্ম দেয়ার মত অহংকারের অংশীদার হওয়ার সুযোগ হেলায় হারিয়েছে । নাতো মুক্তিযোদ্ধা হতে পেরেছে আর না তো শ্রেণী সংগ্রাম সফল করতে পেরেছে। সেই হতাশা থেকেই মুক্তিযোদ্ধাদের প্রতি এই বিষোদগার ।

ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে মাথা ব্যাথা তাদের হওয়ার কথা যারা মন থেকে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধো কে ভালবাসে। তার মতো যারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে না গিয়ে বা তার সাপোর্টে কোন চেষ্টা না করে “ইমপোর্টেড বিপ্লব” - এর স্বপ্নে বিভোর ছিলো তাদের এই অধিকার নেই ।

ভাষা আন্দোলনের উপর প্রবন্ধ ফাঁদতে গিয়ে পাকিস্তানি পাঞ্জেরীদের প্রিয় কথাগুলো তিনি রিপিট করেছেন । লেখার ধরণ দেখলেই বোঝা যায় কোনটা ভালবাসা থেকে লেখা কোনটা জামাত লাইনে লেখা আর কোনটা হতাশা থেকে লেখা ।

ভাষা সৈনিকদের নিয়ে লিখতে গিয়ে তিনি যা লিখেছেন তা স্পষ্টত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে - সামগ্রিক ভাবমূর্তিতে তা আঘাত করেছে ।

হতাশা ভাল , তা পরবর্তীতে ভাল কাজের প্রেরণা হয়। কিন্তু বদরুদ্দিন উমরের মত লোক জীবনেও ভাল কাজ করতে পারবেনা। কারণ তাদের হতাশা বিকৃত হয়ে এমন জাগায় গিয়েছে যে তারা এখন গর্বের সেই জায়গাটাকে ছোট করার চেষ্টা করছে।

@ মাহবুব মোর্শেদ

আপনি কি বোঝেন না পাঞ্জেরীরা আসলে কারা ?
তারা কেন ধন্যবাদ দেয়, কাকে ধন্যবাদ দেয়
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: ...এখনো খুঁজি,
আপনে বদরুদ্দিন উমরের লেখার জবাব দিতে গিয়া রীতিমতো মনোবিশ্লেষকের ভূমিকা নিছেন দেছি।
মনোবিশ্লেষণ বাদে আপনার কমেন্টটা ভাল লাগলো।
১৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: এম.এ.হামিদ বলেছেন: মামো নীল শার্ট ছাড়া তোমার আর কি কোন শার্ট আচে
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: হামিদ তুমি কি করো?
তোমারে কতদিন দেখি না।
ভাল আছো?
১৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৪
comment by: এম.এ.হামিদ বলেছেন: নীল সার্ট খুজি? এ জিনিষ কই পাইস
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: তোমার দেখা নাই কেন? তুমি নীল শার্ট খুঁজো আর আমি তোমারে খুঁজি। আমার পোস্টে মাইনাসের অবস্থা দেখছো? মাইনাস বাড়াইতে কিছু একটা করো।
২০. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: এম.এ.হামিদ বলেছেন: না সিরিকাস এ হেয়ার ডু আর নীল শার্ট কই পাইসো?
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: এ কয়দিন তুমি ছিলা কই?
বই মেলা নিয়া ব্যস্ত ছিলা নিকি?
বই বারাইছে?
২১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪২
comment by: সমালোচনাকারী বলেছেন: বেদনার রং নীল.....
হামিদ ভাই তোমরা মামোরে নিয়া খালি খচা খুচি করো তাই দুখে নীল বসন....
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: মহাসমঝদার পাইলাম একজনরে।

No comments:

Post a Comment