Sunday, March 1, 2009

রবীন্দ্রনাথের একটা গান শোনার ইচ্ছা করতেছে

২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৩
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

শান্তিদেব ঘোষ প্রায় খালি গলায় গাইছিলেন, বহুবার শুনছি। কয়দিন থেকে খুব শোনার ইচ্ছা করতেছে। পাইতেছি না। কী যে করি। এইরকম হইলে খুব আনচান আনচান লাগে।
গানের একটা লাইন হইলো :
ও চাঁদ তোমায় দোলা কে দেবে কে দেবে কে?

'ফাগুনের পূর্ণিমায় এলো চাঁদ কার লিপি হাতে' এই গানের লাইন হইতে পারে। আবার নাও হইতে পারে। কিন্তু গানটা শোনা দরকার।



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ৪০ টি মন্তব্য
* ২৯১ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28783470 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: রিজভী বলেছেন: আপনি কৈ?

ফাস্ট আলো'তে?
২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: এই তো আমি।
২. ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:০৪
comment by: সেলিম তাহের বলেছেন: "ফাগুনের পূর্ণিমা এলো কার লিপি হাতে" গানটার প্রথম লাইন।

গানটা তে "ও চাঁদ তোমায় দোলা কে দেবে কে দেবে কে?" এরকম কোন লাইন আছে বলে মনে পড়ছে না।

সুবিনয় রায়ের কন্ঠে শুনা। শান্তিদেবের টা শুনবার ইচ্ছা রইলো।
২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ও চাঁদ তোমায় দোলা তাইলে আলাদা গান।
৩. ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:০৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন:

হঠাত এই গানটা শুনা একেবারে দরকারই হয়ে গেল কেন?
২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: মনটা একেবারে আনচান করতেছে।
৪. ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৫
comment by: সানিয়া বলেছেন: মাহবুব ভাই ভালো আছেন?
প্রথম আলো ব্লগ কবে চালু করবো?
শুনলাম আপনি না কি দায়িত্ব পাইছেন? ও বললো।
ভালো থাকবেন।
২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: ভালো আছি। ও বললো মানে কে বললো? ও টা কে?
৫. ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩১
comment by: বামনী তুলাগাছ বলেছেন: পরথম আলো ব্লগ কবে শুরু হইবো ?দেইখো আবার , পরথম আলো ব্লগের হিট বাড়ানোর লাইগা এখানে গোপনে গন্ডগোল লাগাইও না ।
২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: বামনী, তুমি তো আর তোমার নিজের ব্লগে আইলেন না। কত কইরা কইলাম আসো। একটা কমেন্ট অন্তত করো। গণ্ডগোল পাকায়ে চইলা যে গেলা এই আমার কথা মনে পড়লো?
৬. ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪৫
comment by: সানিয়া বলেছেন: ও টা আমার...। হা...হা...হা...।
আপনারা আগে আসবেন না বিডিনিউজ?

২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: কে?
ও টা কেঠা?
৭. ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪৬
comment by: ডেল্টা ফোর বলেছেন: কেউ প্রথম আলো ব্লগের কথা কৈলেই দেখি পাশ কাটায়া যাইতেছেন। কনফার্মেশন পান্নাই এখনো? ক্লিয়ার কৈরা জবাব আশা কর্তেছি।
২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: প্রথম আলো ব্লগ নিয়া ইতিমধ্যে ব্লগে যতো আলাপ হয়ে গেছে তাতে আমি একেবারে টাসকি খায়া বইসা আছি। এ বিষয়ে আমার থেকে অন্যরাই ভালো জানে বলে মনে হইতেছে।
নিজের মনে চিন্তা কইরা দেখেন, আপনেও আমার থেকে বেশি জানেন। ফলে, আপনার জানার আগ্রহটা তেমন কোনো অর্থ আসলেই কি বহন করে?
৮. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০৮
comment by: ডেল্টা ফোর বলেছেন: রাইসু কৈছিলেন, আপনি প্রথম আলোতে জয়েন কর্ছেন। তাই আপনার মুখ থিকা জান্তে চাইছিলাম। ঘটনা সত্য হৈলে আপনারে অভিনন্দন জানাইতে চাই।
২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: এ বিষয়ে ছোটখাট একটা ঘোষণা দিয়া একটা অডিও ফাইল শীঘ্রই আপলোড করবো। আশাকরি, আমার মুখ থেকেই শুনতে পাবেন তখন। সামহয়ারে কি অডিও ফাইল আপলোড করা যায়?
না করা গেলে বিকল্প ব্যবস্থা কী?
৯. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪২
comment by: ত্রিভুজ বলেছেন:

প্রথম আলো ব্লগ তাহলে আসতেছে না?
আপনি এইদিকে বইস্যা রবীন্দ্রসংঙ্গীক শুনেন?

ঘটনা বুজতাছি না..

২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইতেছি মন আনচান করে বইলা। এর সঙ্গে ব্লগের সম্পর্ক নাই।
এ বিষয়ে আমার অডিও বক্তৃতা শুনলেই বুঝবেন কাহিনী কী?
এখন বলেন, অডিও আপলোডের উপায় কী?
১০. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: ত্রিভুজ বলেছেন:

রবীন্দ্রসংঙ্গীক = রবীন্দ্রসংঙ্গীত

২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: হ।
১১. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৯
comment by: ডেল্টা ফোর বলেছেন: ঘটনা সত্য হৈলে কিন্তু আপনারে অভিনন্দন জানাইতে মন চাইতেছে। কিন্তু আপনে খালি পিছলাইতাছেন। যাগ্গা, অডিও ফাইড আপলোডের ব্যবস্থা মনে হয় নাই। না পিছলাইলে বিকল্প ব্যবস্থা একটা বাইর হৈয়া যাইব। চিন্তার কিছু নাই।
২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: বাউণ্ডুলের পোস্টে গিয়া দেখেন উনি আমারে আগেই অভিনন্দন জানাইছেন। অভিনন্দন জানানোর জন্য তো আর কিছু লাগে না। রাইসু ভাইয়ের কথা যখন আপনের কাছে যথেষ্ট মনে হয় নাই তখন এ জীবনে আপনে অভিনন্দন জানানোর সুযোগ পাবেন বইলা মনে হইতেছে না।
বিকল্প ব্যবস্থা ধরেন।
২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: Click This Link
১২. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১১
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আমার দুঃখ খালি একটাই। কেউ আমারে কোনো রবীন্দ্রসঙ্গীতের লিঙ্ক দিল না। শান্তিদেবের গান কি অনলাইনে নাই নাকি?
১৩. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১১
comment by: ডেল্টা ফোর বলেছেন: আপনার মুখ থিকা শুনতে চাইছিলাম শুধু। বিকল্প না ধৈরা সরাসরি আপনারে অভিনন্দন জানাই। কখন শুরু হৈব প্রথম আলোর ব্লগ? একআধটুক ধারণা যদি দিতেন, মনে সুখ পাইতাম।
২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
বাকীটা জানতে আপনার বিকল্প পথ ধরতে হবে বলেই মনে হচ্ছে।
১৪. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১৩
comment by: ডেল্টা ফোর বলেছেন: বাউণ্ডুলের পোস্ট বহুত আগে দেখছি। রাইসুর কথাও শুনছি। খালি আপনার মুখ থিকা একটু শুনতে চাইছিলাম। অতঃপর সেইটাও হৈল। থ্যান্কস।
২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: আপনে আমারে না জিগাইয়া ফেলুরে জিগাইলেও পারতেন।
ফেলু ব্লগের সর্ববৃহৎ গোয়েন্দা।
১৫. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২০
comment by: মুক্তকথা বলেছেন: এই বাজারে গান? হা হা হা!!!!!

হাসাইলেন বাইসাব। গান হুনতে অয় নিরিবিলিতে বইয়া। বিশেষ কইরা যদি শান্তিবাবুর গান অয়।

উনার গান অনলাইনে মনে অয় নাই। আমিও একদা খুঁজছিলাম।
২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: এখন তাইলে কী হবে আমার?
কই পাই তার গান?
১৬. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: আজহার ফরহাদ বলেছেন: ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!
ও চাঁদ, তোমায় দোলা-
কে দেবে কে দেবে তোমায় দোলা-
আপন আলোর স্বপন-মাঝে বিভেদ ভোলা।।
কেবল তোমার চোখের চাওয়ায়, দোলা দিলে হাওয়ায় হাওয়ায়
বনে বনে দোলা জাগালো ওই চাহনি তুফান-তোলা।।
আজ মানসের সরোবরে
কোন মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে।
তোমার হাসির আভাস লেগে, বিশ্ব দোলন দোলার বেগে
উঠলো জেগে আমার গানের কল্লোলিনি কলরোলা।

গানটা হলো এই।
২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: আজহার,
তুমি একটা জিনিয়াস। পুরাটা মনে করলা কেমনে?
এখন গান কই পাবো এইটা কও।
অনেক অনেক ধন্যবাদ।
১৭. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: ত্রিভুজ বলেছেন:

হায় হায়, অডিও বক্তিমাও আছে নাকি? অডিও ব্লগও হইবো?

B-)
৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: জাতির উদ্দেশে ভাষণ দিতে হবে না?
১৮. ২৯ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: ভালোই!~!
৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৪

লেখক বলেছেন: হ। ভালোই।
১৯. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫৪
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: রবীন্দ্রনাথের জন্ম বাংলাসাহিত্যের জন্য একটা বড় দুর্ঘটনা- হুমায়ূন আহমেদ!
তারপরও আচানক তার গান সবারই শুনতে ইচ্ছে করে।
২০. ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩৪
comment by: কেএসআমীন বলেছেন: একটু খাড়ান, গানের আসল লিংক দিতাছি।
২১. ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৪৭
comment by: কেএসআমীন বলেছেন: আমার গানটাই শুনেন। আমার গুরু অজয় চক্রবর্তী

http://calcuttaweb.com/gaan/raag/

এখান থেকে "কারে বা জানাই বলো বেদনা আমার" এই গানটা ক্লিক করেন...
৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: বহুত বহুত শোকরিয়া আমীন ভাই।

No comments:

Post a Comment