Monday, March 2, 2009

ব্লগের প্রোফাইলে ছবি দেওয়ার মজাই আলাদা

১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৯
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

অফিস থেকে বাসায় ফেরার ব্যাপারে আমি বরাবরই অলস। মাঝে মাঝে উজানে যাইতে মন চাইলে বের হই। কিন্তু ভাটির দিকে সন্ধ্যা বেলা মন টানে না। কাম থাকুক আর না থাকুক অফিসে বইসা থাকি। হিসাব করে দেখছি, আমি যদি ৭ টায় অফিস থেকে বের হই। ভিড়ের মধ্যে ফার্মগেট থেকে বাসে ওঠার চেষ্টা করি তাইলে আমি বাসায় পৌঁছাই ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে। আবার ৮ টায় বের হলে বাসায় পৌঁছাতে সাড়ে নয় থেকে দশটার মধ্যে পৌঁছাই। কিন্তু সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে বাসে উঠলে দশটা থেকে সোয়া দশটার মধ্যে পৌছানো সম্ভব। ফলে, আমি কী করি সেটা আগেই বলেছি।
কাইলকা নয়টায় ফার্মগেট আইসা দেখলাম, ভীড়ভাট্টা ভালোই। তারপরও ডাবল ডেকারের মূল্যবান একটা টিকেট কেটে উইঠা পড়লাম। বসার জায়গা পাইছিলাম। কিন্তু, নিচের তলার শেষ সিট বলে বসাটা তেমন নান্দনিক মনে হইলো না। তাই সিঁড়ির গোড়ার প্রশস্ত দেয়ালে হেলান দিয়া আকাশ-পাতাল ভাবতেছিলাম। বাড়ি যাইতে গিয়া ইদানিং লোডশেডিংয়ের কথা বেশ মনে পড়ে।
বিজলী করেছে আড়ি
আসে না আমার বাড়ি
গলি দিয়ে হেঁটে যায়
লুটায়ে রূপালি শাড়ি..
তো ওইরকম ভাবে দাঁড়ায়ে ভাবতেছিলাম। বিজয় স্মরণীর প্রাত্যহিক সিগনালে আইসা দেখলাম এক ব্যক্তি আমারে ডাকে। ডাবল ডেকার বাস ভদ্রলোকদের যান। তাই বিন্দুমাত্র সন্দেহের অবকাশ মনে না রাইখা আগাইয়া গিলাম। যিনি ডাকছেন তিনি বললেন, জনাবকে চেনা চেনা লাগে। কোথাও দেখেছি।
আমি একটু ভাবতে আছিলাম। উনি সঙ্গে সঙ্গে বললেন, আপনি কি সামহয়ারে লেখেন। মাহবুব মোর্শেদ?
গর্বে আমার বুকটা ফুইলা উঠলো। আরেকটু হইলে ওড়না ব্যবহারের প্রয়োজন দেখা দিত। স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন, আপনি কী নামে লেখেন?
উনি কিছু মোড়ামুড়ি করার পর বলেন, নেমেসিস।
ওনার সঙ্গে ব্লগীয় মুলামুলি নিয়ে কিছু কথা হইলো। ভদ্রমহোদয়কে পছন্দ লাগলো। এক ধরনের ভ্রাতৃত্ব অনুভব করলাম।
এর আগেও এরকম ঘটছে। গত ঈদের সুমায় বাড়ি যাইতেছিলাম। বাসে উঠতে যাবো এম সময় এক ভদ্রমহোদয় আইসা হাত বাড়াইয়া কইলেন, আপনি মাহবুব মোর্শেদ না? আমি বললাম, হ। তিনি আমার ব্যস্ততা দেইখা তার কার্ড ধরায়ে দিয়া চইলা গেলেন। ব্লগে কম লেখেন। দুঃখের বিষয় ওনার নামটা ভুইলা গেছি। কার্ড খুঁজের বের করে তার নামটা এইখানে দেব।
প্রোফাইলে ছবি দিয়া ব্লগিং করার জন্য এইটা ছোটখাট একটা বিজ্ঞাপন। আমার এই ছবিটা যখন দেখি আমারই তখন বিশ্বাস হয় না, এইটা আমার ছবি। কোন সুক্ষণে যে ছবিটা উঠছিল। ছবিটা ভাল হইছে বইলা আওয়ামী লীগাররা খেপছে। ওরা জানে, আমি দেখতে এমন না। আমিও জানি। কিন্তু কী করবো? ছবিটা রাখতে মন চায়। সত্যি, এর চেয়ে ভাল ছবি ইহজন্মে আমার ওঠে নাই আর। কিন্তু ছবিটা আমার মতো না হইলেও আমারে চিনা যায়। ব্যাপারটা ভালই।



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।



* ৭২ টি মন্তব্য
* ৫৫২ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ১৫ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28779878 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৫
comment by: কাস্তের মত চাদঁ বলেছেন: আরে বস আপনি!!!!!!
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: সেটাই।
২. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: কৌশিক বলেছেন: কবে যে ধোলাই খাইবেন!
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: সেটা আপনার জন্য বরাদ্দ। উইশ ইউ এ গুড ধোলাই।
৩. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৩
comment by: মনিটর বলেছেন: গর্বে আমার বুকটা ফুইলা উঠলো। আরেকটু হইলে ওড়না ব্যবহারের প্রয়োজন দেখা দিত।

>>> আপনি কি ওড়না পরেন? নাকি ফুলে উঠা বুক ঢাকার জন্য ওড়নার প্রয়োজন মনে হল?
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: আপনের উত্তেজনা কমলে এই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো।
৪. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: আমার ছবিও আছে একখান, মাগার কেউ চিনলো না !
আফসোস !!
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: সেটাই তো দেখতেছি।
৫. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: কৌশিক বলেছেন: লেটস সেলিব্রেট।
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: তার মানে আমার নিকট থেকে ধোলাই চাইতেছেন?
৬. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৬
comment by: চাচামিঞা বলেছেন: ভালো বলেছে, তবে আপনার মতো ভালো লেখকদের প্রফাইলে ছবিদেওয়াতে কোনো রিক্স নাই, কিন্তু আমার মতো ছাপোসা ব্লগারের জন্য ৯ নম্বর বিপদ, পাবলিক চিনলে মাইর একটাও মাটিতে পরবে না।:)
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: আমি আপনার সঙ্গে দ্বিমত।
ব্লগের লোকগুলা আসলে এইরকম না। সবচেয়ে ক্ষ্যাপাটার লগে দেখা করেন, দেখবেন মন ভাল হয়ে যাবে। আমার অভিজ্ঞতা খুব ভাল। কিছু তিক্ত অভিজ্ঞতা হইছে। সে নিয়ে পোস্টও দিছিলাম। ব্লগের নিকটা আপনার পুরানা বন্ধু না হইলে আর সে আপনের বিরুদ্ধে লাইগা থাকলে বুঝবেন সে কোনো না কোনো ভাবে আপনেরে পছন্দ করে। কিন্তু, পুরানা বন্ধুদের থেকে সাবধান।
৭. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০১
comment by: মনিটর বলেছেন: হ, তাইলে ত অশ্রু হালা সত্যই লিখছিল।

ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: অশ্রুর তাইলে আপনে দুলাভাই?
৮. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৪
comment by: সামী মিয়াদাদ বলেছেন:


আপনি মাহবুব মোর্শেদ?
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৮

লেখক বলেছেন: না। জনাব কোথাও ভুল হয়েছে আপনার।
৯. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৪
comment by: হলদে ডানা বলেছেন: দেখি ফার্মগেট গেলেই চোখকান খোলা রাখবো। যদি চিনতে পারি! আমার কিন্তু ভিজিটিং কার্ড নাই। তবে একটা সালাম পাবেন নিশ্চিত।
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: ভিজিটিং কার্ড নাই কেন?
দরকার লাগে না? কর্পোরেট যুগ।
১০. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৯
comment by: মনিটর বলেছেন:
;)
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: আপনেরা ফ্যামিলির সবাই ব্লগিং করেন?
১১. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৪
comment by: সুতরাং বলেছেন: এই জন্যই তো প্রোফাইলে ছবি দিছি। কিন্তু সমস্যা হইলো গিয়া, আমারে তো কেউ চেনে না! চেনানোর বুদ্ধি কী মাহবুব ভাই?
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: নিয়মিত লেখেন। ভাল লেখেন। ব্যস। আপনের লেখাও হইলো। অনেকের সঙ্গে চিন পরিচয়ও হইলো।
১২. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩০
comment by: মনিটর বলেছেন: আমরা ফ্যামিলির সবাই ত করিনা। তয় পাব্লিক কয় - সামহয়ার নাকি ব্লগ পরিবার।কেউ ডাক্তার (আইজুদ্দিন,রাগইমন), কেউ প্রফেসর (মিরাজ), কেউ অকবি (ড়াইসু), কেউ সুশীল (কলু মোরশেদ)

এনিওয়ে - আপনার সুশীল ক্ষৌরকর্ম কেমন চলছে।৩দিন আগে আমার একটা পোস্ট ছিল এক নাপিতকে নিয়ে।পারলে পড়ে নিয়েন /
১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: কথা অন্য দিকে নেন কেন?
আপনেই না নিজে থিকা কইলেন অশ্রু আপনের শালা। এখন আবার সবাইরে জড়ান কেন?
আইজুদ্দিন হইলো পিএইচডি ডক্টর, আর রাগ ইমন হইলো এমবিবিএস ডক্টর। মিরাজুর রহমান প্রফেসর, ব্রাত্য রাইসু কবি। কিন্তু আপনের এতো লাগে কেন?
আপনেও চেষ্টা করেন। ফাও কাম ছাইড়া কিছু লেখেন। আপনের লেখা তো খারাপ ছিল না। এখন ফালতু কামে নামছেন কি মনে কইরা? কুখ্যাত শালার দুলাভাই না হইয়া মনিটর ছিলেন সেইটাই থাকেন।
১৩. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪১
comment by: রাকিব বলেছেন: হুমম..আমার মুভির কি অবস্থা? পাইছেন?
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: পাইছি। কিছু। আসেন একদিন। একসঙ্গে মোকামে গিয়া কিনে আনি।
১৪. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪১
comment by: মনিটর বলেছেন: লাগালাগির কিছু নাই। পরিবারের সবাইরে নিয়া গৌরব করতে চাই আর্কি।

যাউক, কইছেন আমার লেখা খারাপ ছিল না (পাম দিলেন, খুশি হৈলাম। সৌদি আরব তেল দিবে না ত ফিজি দিবে?)

বস, প্রথম আলোয় কবে আসতেছেন? সুমন্ত ইত্তেফাকে গেছে।
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: পামঅয়েলই তো খাইতেছেন।
মালেশিয়ান।
১৫. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: রোডায়া বলেছেন: হুম৷
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: হ।
১৬. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: গোপনীয়া বলেছেন: হাঁচা-ই??
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: না মিছা। বানাইয়া লিখছি।
১৭. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪২
comment by: শাহবাজ বলেছেন: বাহ , দারুণতো ।

তবে আমার মতন পাব্লিকদের চান্স নাই কোন , খালি পড়ি আর পড়ি । লেখাতো দূরের কথা কমেন্টও করিনা । তবে আপনার লেখা ভালোই লাগে ।

আইজু তো যতদূর জানি ডক্টর না , ডাক্তার ।

আর রাগ ইমন এমবিবিএস না , বিডিএস , মানে ডেন্টাল
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: বুঝতেছি।
১৮. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৭
comment by: সফেদ ফরাজী...... বলেছেন: ছবি তো মাশাল্লা একখান দিছেন ভাই। নায়ক ফেল। ঝাকড়া চুলের বাবড়ি, রোমান্টিক কালারের শার্ট, তার ওপর মুচকি হাসি.... আপনাকে বেশ সুন্দর লাগতেছে ছবিটাতে। প্রেম এসে যেতে পারে কিন্তু! ভালোই তো। খারাপ কি! হুর রে.................................................................
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ।
১৯. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫১
comment by: প্রচেত্য বলেছেন: কোন একদিন দেখা হলেও হতে পারে কোন এক পথে পথে
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: আপনার সঙ্গে?
দেখা হলে খুব অবাক হবো।
২০. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৬
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: যারাই চিনুক না কেন আপনার ফেসবুক ফটো দেইখা চিনছে। আপনার ব্লগের ফটুতে চেহারা বুঝা যায়না :)
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: কথা ভেবে দেখার মতো।
২১. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৯
comment by: নেমেসিস বলেছেন: হাহাহা............:) ।

হঠাৎ দেখা হওয়াটা নিয়ে পোস্ট আশা করিনী । যাক অল্প সময়ে কথা বলে ভাল লাগছিলো কাল আপনাকে । ঐ জন্যই বলেছিলাম আপনাকে যে ব্লগীয় মাহবুব মোর্শেদ আর সামনা সামনির মাহবুব মোর্শেদ অনেক অমিল । ভাল থাকবেন ।

উনি কিছু মোড়ামুড়ি করার পর বলেন, নেমেসিস।

ব্যাখ্যাঃ আরে ভাই মোড়ামুড়ি করমু না কেন ? অখ্যাত ব্লগার আমি । আমারে আর কয়জনে চিনে এখানে ? :( । ভাবতেছিলাম যদি না চিনেন । লজ্জা পাইতাম ।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: আপনেরে চিনবো না! কী বলেন।
২২. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
comment by: তারার হাসি বলেছেন: পোস্ট এবং এর মন্তব্য পড়ে মজা পেলাম।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৩

লেখক বলেছেন: ধনিয়াবাদ।
২৩. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
comment by: বিবেক সত্যি বলেছেন: :)
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন: হ।
২৪. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: নু রা পা গ লা বলেছেন: ছবিটা ভাল হইছে বইলা আওয়ামী লীগাররা খেপছে।


- কেন, প্রেস রিলিজ দিছে নাকি?

আগেই কইছিলাম ছবিটা দেখলে গে মনে হয়।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আপনে থাকতে প্রেস রিলিজের দরকার আছে? আপনেরা কয়জন তো আওয়ামী লীগের জীবন্ত প্রেস রিলিজ।
২৫. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
comment by: শাহবাজ বলেছেন: নু রা রে চিনছেন ? এইডা আটলান্টিকের ওপারে থাকে , ফাউল টকের দরকার হইলেই নূরা নিকে আসে , এমনিতে সে অন্য একটা নিকে চরম ক্লিন একটা ভাব দেখায় , পুরাই সুশীল
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: তার প্রতিভার মেলা প্রমাণ পাইতেছি, ধীরে ধীরে।
২৬. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১১
comment by: সমালোচনাকারী বলেছেন: ইস!! আমার সাথে যদি মুরশেদ ভাইয়ার এভাবে দেখা হতো কুনো দিন। ভাইয়া ভাইয়া বলে জড়িয়ে ধরতাম!!

১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: আপু,
আশা করি রাস্তা ঘাটে আপনার সঙ্গে দেখা হবে না।
২৭. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: বাউণ্ডুলে বলেছেন: লেখাটা মজা করে পড়েছি। তবে মন্তব্যকারীদের অনেকের মধ্যে কেমন যেন বৈরিভাব। এগুলো শেষ হবে কবে?
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: ওইটাই ওনাদের একমাত্র ভাব। এইটা না থাকলে তো অনেকে জিরো হয়ে যাবে। তাই অস্তিত্বের স্বার্থেই এরাম করে।
২৮. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:২০
comment by: দূরন্ত বলেছেন: আমার ছবিটাই সবচেয়ে ভাল (অবশ্য নামটাও আসল না!)।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: ক্যাপ পরা একটা ছবি দেন।
২৯. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৫
comment by: দূরন্ত বলেছেন: আপনার মতো সাঙ্ঘাতিকের রাস্তায় মাইর খাওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমার মতো গরিবের জন্য ইহা নিরাপদ না।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: আপনেও তো সাংঘাতিক লোক।
৩০. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪০
comment by: অমিত বলেছেন: ছবিটা ভাল হইছে বইলা আওয়ামী লীগাররা খেপছে।-------

ভাইজান, আপনে তো সারোয়ারের ভাত মারবেন।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: আপনে তো অলরেডি মারছেন।
৩১. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:২০
comment by: একরামুল হক শামীম বলেছেন: দূরন্ত বলেছেন: আপনার মতো সাঙ্ঘাতিকের রাস্তায় মাইর খাওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমার মতো গরিবের জন্য ইহা নিরাপদ না।

;) :)
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: হ।
৩২. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩০
comment by: দূরন্ত বলেছেন: বলা তো যায় না বিপদ কোন দিক দিয়ে আসে! বিশেষ করে আমার প্রথম ব্লগই ছিল বস্তি উচ্ছেদের বিরুদ্ধে (যদিও তেমন ভালো কোনো লেখা ছিল না তবু এ ধরনের আরো লেখার ইচ্ছা ছিল)।
পত্রিকাগুলো সরকারের সমালোচনা করা ভালো ভালো লেখা সব ভয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছিলো (এখনও হচ্ছে)। খবর পেয়েছিলাম, তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ব্লগিং করে ডেইলি স্টারের এক সাংবাদিক ধরা খাইছে।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: এখন তো নিরাপদে আছেন। লেখেন না কেন?
৩৩. ১৮ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৩৫
comment by: অ্যামাটার বলেছেন: একখান অফঠফিখ খতা কই,
সামহয়ার যে বাংলা বানান রীতিতে বিপ্লব এনেছে, হেইডা আবার পোড়মান হইলো; কি কন??
আমার কতার সাতে দ্বি-মত পোষণ করলে কিন্তুক
'ত্যাভঢ় পেট্টিবাদদদদ...'---মাইন্ডে থাকে যিনু ...খিকজ্
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: কেমনে প্রমাণ হইলো?
৩৪. ১৮ ই মার্চ, ২০০৮ ভোর ৫:১৫
comment by: কতবতবকতকত বলেছেন: আরে, আমি তো জানতাম নেমেসিস অস্টেলিয়া থাকে!
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: অস্ট্রেলিয়া থেকেই তো ফার্মগেট হয়ে মিরপুর যাইতেছিল।
৩৫. ১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৬
comment by: প্রচেত্য বলেছেন: মাহবুব ভাই
সত্যি করে বলবেন তো কেন অবাক হবেন ?
আপনি যায়যায়দিন-এ না !
আগে প্রায়ই যাওয়া হত, অফিসের কাজে
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: যায়যায়দিনে।
অবাক হওয়ার পর বলবো।
৩৬. ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৬
comment by: কেএসআমীন বলেছেন: বছরের সেরা কমেন্ত...

আপনে থাকতে প্রেস রিলিজের দরকার আছে? আপনেরা কয়জন তো আওয়ামী লীগের জীবন্ত প্রেস রিলিজ।

হা হা হা....

ভাইজান আমিও একখান ছবি দিছি। আইজ পর্যন্ত কেউ জিগাইলো না রাস্তায়...
৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: আমীন ভাই,
ধন্যবাদ।
এই ছবি দেখলে কেউ চিনবে?

No comments:

Post a Comment