Monday, March 2, 2009

আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩১
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

চেয়ারম্যান
ফেডারেল ইলেকশন কমিশন
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

জনাব,
ছোটবেলায় একটা স্লোগান শুনতাম 'চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান'। দিনে দিনে মিথ্যায় পরিণত হয়েছে সেই স্লোগান। চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান হতে পারেন না। হনও নি। সেই দিন চলে গেছে। ক্রসফায়ারে চেয়ারম্যানঅ'লারা এখন ঝাড়ে বংশে নির্মূল হতে চলেছে। কিন্তু দিন যতই যাচ্ছে ততোই আরেকটা স্লোগান মনে মধ্যে অনুরণন তুলছে। সেই অনুরণনে সাড়া দিতেই এই আবেদন। সেই স্লোগান হলো : আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট। আমি একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমাদের একটা দেশপ্রেমিক সেনাবাহিনী আছে। সেনাবাহিনী পরিচালিত ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে সেদিন গিয়ে আমি ছবিও তুলে এসেছি। আশা করছি, আমাদের দেশে নির্বাচন হবে। সে নির্বাচনের আগে আমার নাগরিকত্ব পরিচয়ের কার্ডটিও আমার হাতে এসে পৌঁছাবে। কিন্তু গোপন প্রেমের মতোই আমার অন্তরে একটি সুপ্ত বাসনা কাজ করে, আমি আমেরিকার নির্বাচনে ভোট দেব। আমেরিকার প্রেসিডেন্ট হবে, আমার প্রেসিডেন্ট। আমি ক্ষুদ্র মানুষ, আমার দেশটাকে তোমাদের রাষ্ট্রভুক্ত করার কোনো ইচ্ছা আমার নাই। শক্তিও নাই। তোমরা নেবেও না। যে দেশ তোমরা দখল করো সে দেশকেও তো নিজেদের দেশ মনে করো না। আমাদের তো দখল করোনি। আমরা তবু তোমাদের আনুগত্য মেনে চলি। তোমাদের বাচ্চা বাচ্চা সরকারি কর্মকর্তারা যে নীতি দেয় সে নীতি অনুসারে আমরা চলি। আমাদের ব্যবসায়ী, রাজনীতিক, আমাদের সরকার সবাই তোমাদের কথায় ওঠে বসে। তোমাদের সাউথ এশিয়ান ডেস্ক আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তোমাদের রাষ্ট্রদূত আমাদের ভাইসরয়। তোমাদের পররাষ্ট্রনীতির ওপর আমাদের দেশের গণতন্ত্র নির্ভর করছে। তোমরা কোন দিকে আমাদের নিয়ে যাবে তা নির্ভর করছে। তোমরাই ঠিক করে দেবে পাকিস্তানে, আফগানিস্তানে, বাংলাদেশে কে হবে ক্ষমতাসীন। ফলে, আমরা গভীর আগ্রহের সঙ্গে তোমাদের নির্বাচন পর্যবেক্ষণ করছি। এবার অবশ্যই ডেমোক্রেট প্রেসিডেন্ট চাই। আমাকে জিজ্ঞেস করো না হিলারি না ওবামা কাকে চাই। এ নিয়ে আমরা দুভাগ হয়ে গেছি। কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। যেই জিতুক তাকেই আমরা চাই। তিনি আমাদের মনে প্রেসিডেন্ট হয়ে আমাদের গণতন্ত্র দিন, আমাদের সাহায্য দিন, আমাদের নীতি দিন, আমাদের আদর্শ দিন। আমরা অধীর হয়ে তার অপেক্ষায় আছি। ভোট তাকে আমরা দিতে পারি না সরাসরি কিন্তু ভোটে আমাদের চেয়ে কে বেশি অংশ নেয়। তোমাদের টিভিতে দেখা যায়। আমাদের টিভিতে দেখা না গেলেও আমরাও ভোট দেই মনে মনে। যেখানেই তোমাদের মিডিয়া, তোমাদের বন্ধু, তোমাদের নিয়ন্ত্রণ সেখানেই তোমাদের ভোটার। আমেরিকার প্রেসিডেন্ট তাই আমাদেরও মিস্টার প্রেসিডেন্ট। এরকম একটা পরিস্থিতিতে আমরা এখন আর মানসিক ভোট দিয়েই সন্তুষ্ট থাকতে রাজি নই। আমরা সরাসরি ভোট দিতে চাই। সামনের সুপার টুয়েসডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা।
তোমাদের নির্বাচন ব্যবস্থা খুব কঠিন। এটাকে আরও জটিল করার জন্য তোমাদের তাবেদার দেশগুলোতে একেকটা ইলেটোরাল কলেজ খুলতে পারো তোমরা। সেখানে তোমাদের দেশের নাগরিকত্ব না পেয়েও আমরা যেন ভোট দিতে পারি সে ব্যবস্থা রাখতে পারো। তোমাদের কঠোর হস্তক্ষেপের মধ্যে আমাদের সার্বভৌমত্ব যদি অক্ষুণ্ন থাকে তবে নাগরিক না হয়েও ভোট আমরা দিতে পারবো না কেন?
আশা করি, আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা তোমরা করে ফেলবে। এবার চেষ্টা করো। না পারলে, সামনের বার অবশ্যই যেন হয় সেদিকে খেয়াল দিও।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৬২ টি মন্তব্য
* ৭৪২ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১২ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28766683 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫
comment by: কিরিটি রায় বলেছেন: তোমাদের সাউথ এশিয়ান ডেস্ক আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তোমাদের রাষ্ট্রদূত আমাদের ভাইসরয়। তোমাদের পররাষ্ট্রনীতির ওপর আমাদের দেশের গণতন্ত্র নির্ভর করছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: হ।
২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪২
comment by: এম.এ.হামিদ বলেছেন: সরি নব্য রাজাকার গো আমরিকান সিটিজেন বানানো যাইবোনা
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন: এরকম একটা মোক্ষম কমেন্টের অপেক্ষায় বইসা ছিলাম। তবে ভার্চুয়াল মুক্তিযোদ্ধারা সিটিজেন হইতে পারবো তো?
৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩
comment by: হট্টগোল বলেছেন:

মুগ্ধ। রীতিমতো ...
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: গত পোস্টে আপনের কমেন্টের পর একটা কিছু জিগাছিলাম। দেইখেন সুমায় পাইলে।
৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৬
comment by: এম.এ.হামিদ বলেছেন: না ভার্চুয়াল মুক্তিযোদ্ধারা তো বাংলাদেশের নাগরিক, হেরা তো আমরিকান হবার জন্য আবেদন পত্র লেকেনাই
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: এই ভোটার হইতে হইলে নাগরিকত্ব চেঞ্জ করতে হবে না। আপনাদের জন্য নাগরিকত্ব রেখে ভোটার হওয়ার ব্যবস্থা থাকছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: এতে আপনাদের দেশপ্রেম ও আমেরিকা প্রেম দুইটাই রক্ষা পাবে।
৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫২
comment by: এম.এ.হামিদ বলেছেন: মামোর কাচে গাছের খাওয়া আর তলায় কুড়ানোর বুদ্ধি থাকব। ভারচুয়াল মুক্তিযোদ্ধারা ভোট দিতে চায়নাই তো
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: চায় নাই?
আপনার প্রথম কমেন্ট দেখে তো মনে করছিলাম, ভার্চুয়ালরা ভোটার তো হইছেই উপরন্তু ফেডারেল ইলেকশন কমিশনে চাকরি পাইছে।
৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৪
comment by: মিরাজ বলেছেন: কিছুদিন আগে একটি ছোটবচন পড়েছিলাম

"সীমান্তের বাইরে আমাদের প্রভু নয়, বন্ধু রয়েছে। কিন্তু দূতাবাস গুলোতে রয়েছে ঈশ্বর।"

আর সেই ঈশ্বরদের অধিপতি হচ্ছে আমেরিকা । তাহলে বুঝতেই পারছেন । সেই ঈশ্বর অধিপতি মাঝে মাঝে আমাদের এ গরীব দেশে একটু তাকাচ্ছেন ।

খুশীইতো হবার কথা তাই না!!! নিজেদের বিকিয়ে দিয়ে হলেও চলেন খুশী হই ।

ভালো লাগলো লেখাটি ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: থ্যাংকস মিরাজ ভাই।
এটা কার লাইন বলতে পারেন?
খুব সুন্দর।
৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৫
comment by: ইছামতীর পাড়ে বলেছেন: ভয় লাগে, আমেরিকাদের ভালবাসা দেয়া ও নেয়া দুটোতেই ভয় লাগে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: যে কোনো ভালোবাসা ও প্রেমে বিছানার বিষয়টা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে একসময়।
৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৭
comment by: না বলা কথা বলেছেন: আফনে কম্বলের ভিতর হুইয়া পড়েন,
আফনারে বাইনদা লইয়া আইবো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: কেঠা?
৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৩
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:

+
গুড পোস্ট


'আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার নেই।'- রেজা শাহ পাহলভী

আমেরিকা যার বন্ধু, সে-ই তার শত্রু।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: হ। থ্যাংকস সারওয়ার ভাই।
১০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১০
comment by: মিরাজ বলেছেন: এটি একজন নতুন ব্লগার মোস্তাফিজ রিপন এর । তাকে আবৃত্তি পরিমন্ডলের অনেকেই চিনবেন ।

ব্লগের লিংক
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: মিরাজ ভাই,
ওনার ব্লগটা পড়লাম পুরো। রিয়েলি এ জিনিয়াস।
লিঙ্ক শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৪
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: কলোনি মানসিকতা থেকে পৃথিবী এখনও মুক্ত নয়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: হ্যাঁ।
১২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫০
comment by: উন্মনা রহমান বলেছেন:
এইডা পাঠাইছেন আমেরিকায়? কী উত্তর পাইলেন, জানাইয়েন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: Asha korchi americar dalal'ra eita americay pathabe.
১৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৩
comment by: ছক্কা হাজী বলেছেন: হারা জীবন আম্রিকার বিরুদ্ধে সলোগান দিয়া জা , বি ফাটাইছো।

ডিবি ভিসা পাইলে তুমি গোস্টী শুদ্ধা আম্রিকা যাইতে চাইবা হকলের আগে।

তাইলে আংগুল দিতাছো কেনে ?

আস্তা একটা ভন্ড কোথাকার ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: ডিবি পাইলে কী করবো জানি না, তবে ডিবিতে এ পর্যন্ত অ্যাপ্লাই করি নাই। সামনেও করবো বলে মনে হয় না।
ছক্কা, আমেরিকারে আঙ্গুল দিলে তোমার লাগে কেন?
১৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৭
comment by: লোকালটক বলেছেন:

সুশীল সেলুনে কর্মরত অবস্থায় কাব্যরত্ন মামো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: ছবিটা নামায়ে রাখছি। আমার বন্ধুদেরকেও পাঠাইছি।
লোকালটক,
নিজের কাছে আমি নিজে একজন খারাপ নাপিত। দাড়ি কাটতে গিয়া গোলমাল করে ফেলি। নিজের চুল তো নিজে কাটতেই পারি না। কিন্তু আপনার জালিয়াতির গুণে আমি এক দক্ষ নাপিতে পরিণত হয়েছি। ভাল লাগলো।
আপনি জালিয়াত হইলে আমার নাপিত হইতে অসুবিধা কী?
১৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: নাজিম উদদীন বলেছেন: আপনার ভোট দেয়ার এত ইচ্ছা।

আমার কখনও ভোট দেয়ার এত খায়েস হয় নাই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: কচু কী জিনিশ বুঝেন আপনি?
১৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৪
comment by: সমালোচনাকারী বলেছেন: মোরশেদ ভাইরে নাপিত বানানো ঠিক হয় নাই.........লোকালটক কে ব্যান করা হোক।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: ওনারে ব্যান করার দরকার নাই। শুধু জালিয়াত হিসাবে চিনলেই হবে। আর জালিয়াতের সমর্থকদের একটা লিস্টও করা দরকার।
১৭. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৬
comment by: পিক্সেল বলেছেন: আমেরিকার প্রভাব অস্বীকার করতে পারিনা। আপনার লেখাটি ভাল লাগল। +

তবে আমার আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: থ্যাংকস পিক্সেল।
আপনার জন্য শুভকামনা রইলো।
১৮. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: পিক্সেল বলেছেন: আমেরিকার নির্বাচনী প্রচার অভিযানে ইন্টারনেটের ইউজ করা নিয়া আমার একটা পোস্ট আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: পড়লাম। ধন্যবাদ আপনাকে।
১৯. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৪
comment by: লোকালটক বলেছেন: ছবিটা নামায়ে রাখছি। আমার বন্ধুদেরকেও পাঠাইছি।
আলোকচিত্র শিল্পের প্রসারে আপনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হৈবে।

কিন্তু আপনার জালিয়াতির গুণে আমি এক দক্ষ নাপিতে পরিণত হয়েছি। ভাল লাগলো। আপনি জালিয়াত হইলে আমার নাপিত হইতে অসুবিধা কী?
আমারে জালিয়াত কৈলেন- মনে বড় দুঃখ পাইলাম। তাইলে তো দৃকের শহীদুল, নাসির আলী মামুন আরো বড় জালিয়াত!! ফটোগ্রাফি চর্চা করণ কি হারাম (বা জালিয়াতি) বৈলা মনে করেন আপনে?

নিজের কাছে আমি নিজে একজন খারাপ নাপিত। দাড়ি কাটতে গিয়া গোলমাল করে ফেলি। নিজের চুল তো নিজে কাটতেই পারি না।
এইটা যে আপনের বিনয়, সেইটা বুঝন যায় আপনের একান্ত ভক্ত বৈলা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: লোকালটক,
আমারে নিয়া মশকরা নতুন কিছু না। আমার কাছে ধোলাই খাইছেন আপনে অন্য কোনো নিকে এইটা নিশ্চিত। ফলে, আপনের কিছু রাগ হইতেই পারে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে কিছু বিকৃত রুচির পরিচয়ও ঘটতে পারে। এইটা স্বাভাবিক ঘটনা। এইবার গালি না দিয়া আপনে যে ছবি কাটপেস্টের আশ্রয় নিয়াছেন এইটা নতুন আইডিয়া। আর এইটা করতে আপনের মেলা কষ্ট হইছে। এইজন্য আপনেরে ধন্যবাদ দিছি।
আমারে ক্ষেপাইতে চাইছেন আপনে এইটা নিশ্চিত। অন্যের মুখে শুনে আমিও ক্ষেপছিলাম। লেকিন ছবি দেইখা হাসতে হাসতে আমার পেট ফাটার অবস্থা। নাপিত হিসাবে আমারে কেমন দেখায় এইটা আপনার জালিয়াতির কল্যাণে দেখা গেল।
কিন্তু কাজটা খারাপ করছেন। প্রথমত আপনে অন্য কারো তোলা ছবি চুরি করছেন। আমার ছবি চুরি করছেন। দুইটা ছবিকেই বিকৃত করছেন। উপরন্তু, আপনে নাপিতদের পেশাকে খারাপ হিসেবে দেখাইতে চাইছেন। আপনাদের মতো ভামুদের পক্ষে এই ব্যাপারগুলা বুঝা সম্ভব না।
আপনে জালিয়াত না হইলে জালিয়াতের সংজ্ঞাটা নতুন করে ভাবতে হবে। ভাল ফটোগ্রাফারদের নামও দেখি আপনে জানেন।
আমার ধারণা, আপনের লগে আমার দেখা-সাক্ষাৎও হইছে।
এখন বলেন, আগে কোন নিকে ধোলাই খাইছিলেন?
আর চুরি জালিয়াতি কইরেন না। ভামুগিরি করে কাটান।
২০. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
comment by: বিকেলবেলার সপ্ন বলেছেন: ফটুকখান সুন্দর হইছে। লোকালটক দেহি শহীদুল আর নাসির আলী মামুনের লগে নিজেরে তুলনা করতাছে। শহীদুল/মামুন এইরম ফটুর কাম করে জানা আছিল না, এইখানে আইসা খুব মজা পাইলাম
২১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: লোকালটক নিজেরে খুব বিখ্যাত লোক মনে করে।
ধন্যবাদ, বিকেলবেলার স্বপ্ন।
২২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৬
comment by: লোকালটক বলেছেন: ব্লগে আপনেরে নিয়া কোন ধরনের মশকরা হৈছে বৈলা আমার মনে হয় না। আবার আপনে ইহজগতে কাউরে ধোলাই দিছেন বৈলাও প্রতীয়মান হয় না। নাম-ধাম দিয়া কন তো, কাউরে ধোলাই দিছেন বা দিতে পারছেন। ঘটনা কি? সুস্থ আছেন তো? একবার কৈতেছেন, রাগের বহিঃপ্রকাশ হিসেবে কিছু বিকৃত রুচির পরিচয়ও ঘটতে পারে। আবার কৈতেছেন, এইটা নতুন আইডিয়া।...এইজন্য আপনেরে ধন্যবাদ দিছি এক জায়গায় আবার ডিজিটাল ছবিটারে জালিয়াতি হিসেবেও চালাইয়া দিতে চাইছেন।

কৈতেছেন - নাপিত হিসাবে আমারে কেমন দেখায় এইটা আপনার জালিয়াতির কল্যাণে দেখা গেল।
এই বাক্যটা হৈবে এমুন- নাপিত হিসাবে আমারে কেমন দেখায় এইটা আপনার তোলা ফুটুকের কল্যাণে দেখা গেল।

কৈতেছেন - আপনে নাপিতদের পেশাকে খারাপ হিসেবে দেখাইতে চাইছেন।
আমার শত্রুও এই কথা বলব না। আমার পুস্টের শিরোনাম যদি দেইখা থাকেন, দেখবেন- মানুষের পেশাকে সম্মান করতে শিখুন। এই ইস্যু সামনে রাইখা আমি আন্দোলন-সংগ্রামেও যাইতে প্রস্তুত। নাপিত বৈলা আপনেরে অসম্মান করছি- এইটা অন্তত কৈতে পারবেন না।

কৈতেছেন - আপনে জালিয়াত না হইলে জালিয়াতের সংজ্ঞাটা নতুন করে ভাবতে হবে। ভাল ফটোগ্রাফারদের নামও দেখি আপনে জানেন।
আমার ধারণা, আপনের লগে আমার দেখা-সাক্ষাৎও হইছে।
এখন বলেন, আগে কোন নিকে ধোলাই খাইছিলেন?
আর চুরি জালিয়াতি কইরেন না। ভামুগিরি করে কাটান।

কাজকর্মের খাতিরে অনেক ধরনের মানুষের কাছে যাইতে হয়। তবে সৈটা এক্কেবারে নরসুন্দর লেভেল পর্যন্ত যায় না। াল কাটাইতে নরসুন্দরের কাছে যাই বটে, তবে আপনের লগে ছবি তোলার দিনই একদফা দেখা হৈছিল। ঈমানে কৈলাম। আর ছবি চুরি করছি বা ছবিকে বিকৃত করছি- এইরকম ভ্রম আপনার হৈতেছে কেন? মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে একবার ঘুইরা আসবেন নাকি? অবশ্য তাতে শ'পাঁচেক টাকা খৈসা যাবে আপনের। বুঝি, এই টাকা ম্যানেজ করা আপনের জন্য কষ্টকর। কিন্তু কি করবেন ভাই, বাঁচতে তো হৈবই।

কৈতে চাই- এইগুলা আলোচনা না কৈরা আসুন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হৈ। ভাল কথা- সুপারম্যাক্স ব্লেইডের দাম বাইড়া গেছে। এই সরকারের আমলে আপনেরা ব্যবসাপাতি চালাচ্চেন কি কৈরা? রেগ্যান বাবুর সেলুনটা কি চালু আছে এখনও? ব্লগের অনেক কাস্টমার আবার আপনের সেলুনের রেইট সম্পর্কে জানতে চাইছিল। সেইদিকে এক্টু আলোকপাত করবেন।

বিঃদ্রঃ - বিকেলবেলার স্বপ্নের বিশ্লেষণমূলক মন্তব্য আপনেরে মুগ্ধ করছে দেইখা বেজায় খুশি হৈছি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: এইবার আপনেরে চিনা গেল। আপনের জ্ঞানের বহর ও তর্কের রীতি দেইখা বুঝলাম। আপনের াল কাটতে গিয়া আসল জিনিশটা কাইটা ফেলছিলাম। তার শোধ আপনে এইভাবে নিলেন ভাইজান?
২৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৪
comment by: লোকালটক বলেছেন: কৈতেছেন - আপনের াল কাটতে গিয়া আসল জিনিশটা কাইটা ফেলছিলাম।
আসল জিনিস যথাস্থানে সতত দন্ডায়মান থাকলেও এইবার অন্তত স্বীকার করছেন, আপনের দোকানে াল কাটাইতে গেছিলাম।
কথা হৈল কি, ছবিতে অন্যদিকে তাকায়া কান বরাবর কেচি চালাইতেছেন দেইখা ব্লগে আপনের সম্পর্কে মৃদু বিরূপ সমালোচনা চলতেছিল।

কৈতেছেন - এইবার আপনেরে চিনা গেল। আপনের জ্ঞানের বহর ও তর্কের রীতি দেইখা বুঝলাম।
আমি কৈতেছি - মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাবার বিষয়টা এট্টু জ্ঞানে রাইখেন। কি করবেন আর, বাঁচতে তো হৈবই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: আমি না হয় মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গেলাম। আপনি কী করবেন? আপনের হারানো জিনিশ কি কেউ ফেরত দিতে পারবে?
আপনার জন্য তো কোনো ডাক্তারের পরামর্শও আমি দিতে পারতেছি না।
আপনে এ জীবনে আমারে ক্ষমা করতে পারবেন না, এইটা আমি জানি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: ঠিক আছে ক্ষমা কইরেন না। তবে আগের নিকে একবার দেখা দিয়া যাইয়েন।
২৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩
comment by: লোকালটক বলেছেন: ভ্যান গগের কান কাটা গেছিল, সূর্যমুখী পুষ্প আঁকছিলেন উহার পর। সেই দিক্টা ভাবলে আসল জিনিসের জন্য মায়া লাগে না। তুলনা দেইখা আবার চেইতেন না। ভ্যান গগ চিত্রশিল্পী হৈতে পারেন, লোকালটকও কিন্তু ফটোশিল্পী।
আর আসল জিনিস বৈলা বৈলা যে চিৎকার করতেছেন, উহা কি? আবদুল মুনেম লিমিটেডের কোকাকোলার [দ্য রিয়েল থিং..] জন্য এত মায়া কেন গো ভাই?
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: আপনি হারানোর ব্যথা ভুলতে গিয়ে ফটো সেলুন শিল্পে নতুন মাত্রা যোগ করলেন।
২৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৬
comment by: লোকালটক বলেছেন: কৈতেছেন - ঠিক আছে ক্ষমা কইরেন না। তবে আগের নিকে একবার দেখা দিয়া যাইয়েন।

ব্যাধিটা কোন্ পর্যায়ে আছে বুঝতে পারতাছি না। ঠিকাছে, আপনেরে ডাক্তার দেখামু নে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: আমারে না হয় ডাক্তার দেখাইলে চলবো। কিন্তু আপনের কী হবে?
২৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১২
comment by: মদনবাবু বলেছেন:
২৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯
comment by: ছক্কা হাজী বলেছেন: ও মা মো তুমি তাইলে বুশের াল ফালাইবার লাইগা
আম্রিকা যাইতে চাইতাছো।
হুনছি , ঐ দেশে ক্রিম দিয়া াল ফালায়।
এ ডা এট্টু সিইখা নিও বাছা ।

লোকালটক , এক্খান খাসা কাম করছো বাপ।
জিয়ে রহো ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: ছক্কা,
আপাতত তোমার াল ফেলানোর একটা উদ্যোগ নিছি। তোমার পোস্ট করা লেখাগুলা তো ডেট অনুসারে সমকালেও পাইলাম না, ভোরের কাগজেও পাইলাম না। তোমারে জিগাইলাম, তুমি উত্তর দিলা না। কী ব্যাপার? লেখার রেফারেন্স ঠিক নাই ক্যান? কোনো ঝামেলা করতেছ না তো?
লোকালটক তাইলে তোমার বাপ লাগে? বাপ বেটা এক নাপিতের কাছে আইলা। ঠিক করলা কাজটা?
২৮. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৬
comment by: ছক্কা হাজী বলেছেন: প্রথম পাতা
বিএনপির ঐক্য প্রত্রিক্রয়া আবার অনিশ্চয়তায়
‘কিংস পার্টি’ হারালো কোথায়
গ্যাস পাইপলাইন মেরামত কাজ শুরু আশগ্ধকার চেয়ে ভোগাšিø কম হয়েছে
রাজনৈতিক নিষেধাজ্ঞা আরো প্রত্যাহার হলে যুক্তরা®দ্ব্র স্ট^াগত জানাবে : ডোনাল্ড ক্যা¤ক্স
চলে গেলেন সাইফউদ্দিন আহমেদ মানিক
মার্চেই জরুরি অবস্ট’া প্রত্যাহারের অনুরোধ জানাবে নির্বাচন কমিশন
যাচাই করলেই প্রমাণিত হবে বক্তব্য অসত্য কি-না : ব্যারি¯দ্বার খোকন
শেখ হাসিনার বিরু™েব্দ চার্জ গঠন প্রশেু ফের শুনানি ৭ ফেব্র“য়ারি
হাল্পুান শাহ ও তারেকের জামিন স্ট’গিত করেননি চেল্ফ^ার বিচারপতি
ওরিয়েন্টাল ব্যাংক কার কাছে বিত্রিক্র করা হবে সি™ব্দাšø আজ

গ্রহান্তরে মাতৃভাষা

কর্মসংস্ট’ান সৃ®িদ্বর মাধ্যমে মঙ্গাকে চিরতরে নির্বাসনে পাঠাতে হবে
------------------------------------------------------------------------
সমকাল/ ৪ ফেব্রয়ারি ২০০৮ সোমবার
প্রথম পাতা
---------------------------------------------------------------------------
মা মো
তুমি কি পত্রিকাগুলান ঠিক মতো পড়ো?
তুমি কি মনে করলা আমিই দেবেশ রায়ের নামে লেখাটা
লেইখা দিছি ??
নেটে একটু দেইখা নিও


আর হ , তুমি আমার উপরে নজর দিছো দেইখা বগল দইয়া হাসি পাইলো
হা হা হা হা .............।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: ছক্কা,
তুমি একটা জিরো। আমি সমকাল ভালোমতো খুঁজছি।
এই লিস্ট লেইখা তুমি কী বুঝাইলা?
লিঙ্ক দিতে পারো না?
২৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১২
comment by: ছক্কা হাজী বলেছেন: ফেব্র“য়ারি ০১, ২০০৮, শুক্রবার : মাঘ ১৯, ১৪১৪
!! সাময়িকী !!:

আমাদের বইমেলা


।। হুমায়ুন আজাদ ।।

আজ থেকে শুর" হচ্ছে অমর একুশে বইমেলা।
মেলাঅন্তপ্রাণ মানুষ ছিলেন লেখক, অধ্যাপক হুমায়ুন আজাদ।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাসঙ্গিক বিবেচনায়
আগামী প্রকাশনী থেকে গত বছর বের হওয়া তার ‘আমাদের বইমেলা’
গ্রন্থ থেকে এই নিবন্ধটি সংকলিত হলো।
============================================
ভোরের কাগজ সাময়িকী
----------------------------------------------------------------------------

মা মো
তোমার পড়াশুনার দীনতা আমারে পীড়িত করলো।
আইজকাইল তাইলে যাযাদি র সাহিত্য সম পাদক হইয়া তুমি
শ রে এর াল বাছতাছো ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: পারলে লিঙ্ক দেও এইটার, ছক্কা।
তুমার পোস্ট করা লেখায় বিশ্বাস পাইতেছি না।
৩০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৮
comment by: ছক্কা হাজী বলেছেন: Click This Link

ma mo ,
you are just acting like a lazy punk.
can you read it now ??
stop b s .......
৩১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩১
comment by: ছক্কা হাজী বলেছেন: Click This Link

I hope you can read it now.
৩২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৩
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: ছক্কা,
লিঙ্ক দুইটার জন্য ধন্যবাদ।
তোমাকে কষ্ট দেয়ার জন্য দুঃখিত।
৩৩. ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৬
comment by: ব্রাইট বলেছেন: জব্বর মাল অইচে!
০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

No comments:

Post a Comment