Monday, March 2, 2009

নীতি গল্পের মানে # এসপের শেষ গল্প

১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৩
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

গল্পটা উইলিয়াম মার্চ লিখেছিলেন। কোনো একটা সংকলন থেকে অনুবাদ করেছিলাম। এখন অনুবাদটা খুঁজে পাই না। কিন্তু গল্প থোড়া থোড়া মনে আছে।
শুনেন :
বিখ্যাত নীতি গল্পকার এসপ জীবনের শেষ দিকে লিডিয়া বেড়াতে গেছেন। পাহাড়ের ওপরের এক সুন্দর সরাইখানায় তার থাকার ব্যবস্থা হয়েছে। তার লিডিয়া আগমন উপলক্ষে এলাকার গণ্যমান্যরা হোটেলে মানে সরাইখানায় ভিড় করতেছে। বলাবাহুল্য, সবাই মনে করতেছে এসপের খ্যাতি পুরা ফালতু ব্যাপার। অতএব হাতের কাছে যখন পাওয়াই গেছে তখন এক হাত দেখে নেয়া যাক। ইলাকার জ্ঞানী ব্যক্তিরা এসে এসপের সঙ্গে মোলাকাত করলেন। আলাপ শুরু করার ভূমিকা হিসেবে নানা কথা বইলা প্রসঙ্গে আসতে চাইলেন। 'তো হজরত এসপ এইখানের আবহাওয়া কেমন বোধ করতেছেন?' এসপ কইলেন ডিপেন্ডস। একবার বৃষ্টির পর এক হাঁসের লগে এক বিড়ালের দেখা হইলো। হাঁস মাত্র সাঁতার দিয়া ডাঙ্গায় উঠছে। বিড়ালকে দেখে সে অতি উৎসাহে আগাইয়া গেল। বললো, ভায়া, দেকেছো কেমন মধু বৃষ্টি হলো। অনেকদিন পর একটু ডানা ভেজাতে পারলাম। বিড়াল বললো, তা তো বলবাই। আমার অবস্থা দেখো। ভিজে একেবারে কাত হয়ে গেলাম। বাইরে বেরুনোর জো নাই। বুঝলে, এর চেয়ে খারাপ আবহওয়ার মুখোমুখি এ বছর আর হইনি।
গল্প ঝেড়ে এসপ বললেন, দিস স্টোরি টিচেস আস, অর্থাৎ এই গল্পের মরতবা হইলো : আবোহাওয়া একেকজনের কাছে পরিস্থিতি অনুসারে একেক রকম হইতে পারে। ফলে, সাধারণভাবে কিছুই বলা যায় না।
গল্প শুইনা গণ্যমান্যরা ব্যথা পাইলেন। সেদিনের মতো আলাপ জমলো না বইলা তারা কেটে পড়লেন।
পরের দিন আবার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। আজকে তারা অর্থনীতি নিয়া বেশ একটা প্রস্তুতি নিয়া আসছেন। এসপ একদিকের এক টেবিলে বইসা একা একা চা খাইতেছিলেন। গুনীব্যক্তিরা তাকে দেইখা বললো, মিস্টার এসপ অনেক তো ঘুইরা ঘাইরা দেকলেন। তো এইখানকার অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে আপনার অভিমত কী?
এসপ চায়ের কাপ হাতে কইরা জ্ঞানীদের টেবিলের কাছে আইসা বইলেন। বললেন, একবার বনের মধ্যে একটা জরুরী ত্রাণের জন্য ফান্ড খোলার দরকার হইলো। সিংহ মশাই সভা ডাকলেন। সবাইরে বলা হইলো নিজের নিজের দামী সংগ্রহ সিংহ মশায়ের ফান্ডে জমা দিতে। বাঘ কইলো, সে কিছু মাংস দিবে। এই শুইনা হরিয়াল পাখি কয়, ত্রাণের সময় মাংস তো তার কোনো কামে আসবে না। গরু কইলো, তার সংগৃহীত ঘাসের অর্ধেকটাই সে দিয়ে দিবে। বিড়াল কয়, ত্রাণ হিসাবে ঘাস পাইলে সে কোন কামে লাগাইবে? শৃগালের কাছে যা উপাদেয়, মুরগীর কাছে তা অপ্রয়োজনীয়। দেখা গেল বনের মধ্যে, একজনের কাছে যা মূল্যবান অন্য জনের কাছে তা-ই মূল্যহীন।
দিস স্টোরি টিচেস আস, অর্থনৈতিক অবস্থা একজনের কাছে ভাল মনে হইলে অপরজনের কাছে মন্দও মনে হইতে পারে।
জ্ঞানীগুণীরা এসপের গল্প শুইনা দমে গেলেন। এসপকে শায়েস্তা করার জন্য তারা ইলাকার ছোট ভাইদের ওপর দায়িত্ব দিলেন। রাত একটু গভীর হইতেছে। সরাইখানা ফাঁকা ফাঁকা হইতেছে। এমন সুমায় তারা এপকে কইলেন, লন ছাতে যাই। বাতাস খাইগা। এসপ বলেন, হ লন। সবাই মিলে সরাইখানার ছাতে গেলেন। আগেই বলা হইছে, সরাইখানাটি একটি পর্বতের ওপর ছিল। ছাতে যাওয়ার পর চেংড়া পোলাপান এসপকে চ্যাংদোলা করে ধরলো। এইভাবে ধরে তারা তাদের পাহাড়ের খাড়ির দিকে নিয়া গেল। সেইখান থেকে তারে সোজা নিচের দিকে ফেইলা দিল। এসপের শেষকৃত্য সম্পাদনের পর তারা হাত ঝাড়া দিয়া এসপকে নকল কইরা কইলো : দিস স্টোরি টিচেস আস...। কী? কিছুই না। তারা পরস্পরের দিকে তাকায়া হো হো কইরা হংস কইরা উঠলো।



এই হইলো গিয়া নীতি গল্পের মানে বিষয়ক গল্প।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৩৫ টি মন্তব্য
* ৩৭৪ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28778013 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৭
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: যারা আগের পোস্টে কমেন্ট করছেন তাদের ধন্যবাদ দিতে এই পোস্ট দিলাম।
২. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১৩
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: :) :) লেখার স্টাইলটা দারুণ , হু তার মানে ...........ডিপেন্ডস

যে যেমন বুঝে , সব ঠিক , সবই ভুল
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: ডিপেন্ডস।
৩. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: সমালোচনাকারী বলেছেন: গুড আফটার নুন মুরশেদ ভাইয়া!!
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: আপনের আর কাজ নাই?
৪. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৯
comment by: মোহাম্মদ বলেছেন: বেচারা এসপ!
ধন্যবাদ।
১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: গল্পটা কিন্তু গল্পই। গল্প হিসাবেই লেখছিলেন মার্চ সাহেব।
৫. ১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: এই গল্পের মানে হল কি!
থাক বলবনা পরে না আবার!
ভালো লিখছেন!
ভালো লাগলো!
১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।
৬. ১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: ভালোই!+
১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: থ্যাংকস।
৭. ১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: ফারহান দাউদ বলেছেন: হাসতেই আছি,মানে যা-ই বুঝি:)
১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: থ্যাংকস।
৮. ১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: ফারহান দাউদ বলেছেন: তবে কথা কিনা,চ্যাংড়া পোলাপান খালি এসপদের পাহাড়থন ফালায়া দেয়াটারেই দায়িত্ব মনে করে:)
১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: হ।
৯. ১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
comment by: ছক্কা হাজী বলেছেন: আইজকাইল খুব কান্দুপট্টি জাইতাচো মনে হইতাচে।
বাহ চাওয়াল
১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: তোমার লগে তো খুব দেখা হইতেছে সেইখানে। তুমি কেমন হাজী বুঝতেছি।
১০. ১০ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৫
comment by: শফিউল আলম ইমন বলেছেন: হা হা হা......ভালো গল্প।+
১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: হ। ধন্যবাদ।
১১. ১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩০
comment by: আরিফ জেবতিক বলেছেন: দিস স্টোরি টিচেস আস...

ইয়ে , কী যেন , কী যেন ...দাড়ান মনে পড়বে এখুনি ..ইয়ে ...
+
১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: এক সময় না এক সময় মনে পড়বেই। কথা দিলাম।
১২. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৪০
comment by: ফেলুদা বলেছেন: কি তামশা,
রাজায় কইছে হালার ভাই, আনন্দের আর সীমা নাই ;P :P
১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: ফেলু,
আপনের কথা তো বুঝতে সমস্যা হইতেছে। বুঝায়া বলেন।
১৩. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৪৮
comment by: মামড়া- দ্যা এভার লিভিং বলেছেন: আপনার সার্ট টা খুব সুন্দর আর আপনার চুল বেশ মেঘনিয়
১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: সেই।
১৪. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৮
comment by: পথিক!!!!!!! বলেছেন: মোর্শেদ ভাই..ঝরজরা লেখছেন.....

অনেক দিন দেখা হয়না..আছেন কেমন?
১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: আছি ভাল। আপনি তো আইলে আওয়াজ দেন না। দাওয়াত থাকলো। কেমন আছেন?
১৫. ১১ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৯
comment by: দূরন্ত বলেছেন: হুমম
১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: হামমমমমমমমমমমমমমমমম
১৬. ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: মৃদুল মাহবুব বলেছেন: মজা পাইলাম, নীতি শিখলাম।
১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: থ্যাংকস।
১৭. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৫
comment by: খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: ডিপেনডস
২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: হ।
১৮. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৯
comment by: কেএসআমীন বলেছেন: দিস স্টোরি টিচেস আস....
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: দ্যাট..............

No comments:

Post a Comment