Sunday, March 1, 2009

উদ্দেশ্যমূলকভাবে একটা গল্প মনে পড়াইলাম

২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:১১
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

এক গৃহস্থের বাড়িতে চোর আসছে। শীতের রাত হইলেও গৃহস্থ খুব সচেতন। উনি একটু ঘুষঘাষ শুইনাই বুঝলেন চোর আয়া পড়ছে। বুঝলেন গোয়ালের গরুগুলাই চোরের মূল লক্ষ্য। তাই শুনশান উইঠা অভ্যস্ত পায়ে গোয়ালের দিকে একা আগায়ে গেলেন। দেখলেন চোর ঠিকই আসছে। চুপচাপ গিয়া পিছন থেকে চোরকে জাপটায়ে ধরলেন। চোর এইটা আশা করে নাই। তাই সেও প্রাণপনে গৃহস্থের সঙ্গে লড়তে থাকলো। লড়তে লড়তে চোর গৃহস্থকে একেবারে কাবু কইরা ফেললো। প্রথমে গরুর মুখ বাঁধার মুখা দিয়া গৃহস্থের মুখ বেঁধে ফেললো, যাতে চিল্লাইতে না পারে। তারপর তার পরনের কাপড়-চোপড় খুইলা নিয়া গরু বাঁধার জায়গায় তারে বাইন্ধা রাখলো। দুইপায়ে কাইত হয়ে গৃহস্থ ওইভাবে দাঁড়ায়ে থাকলো। এদিকে চোর মশায় ধীরে সুস্থে গরু গাভী সব গুছায়ে নিয়া চইলা গেল। শুধু বাকী থাকলো একটা দুধের বাচ্চা মানে বাছুর। ছুটা বাছুরকে ছুটা অবস্থায় রাইখা চোর চইলা গেল।
এদিকে গেরস্থের খুব পেরেশান অবস্থা। চিল্লাইতেও পারে না। নড়তেও পারে না। গরুর মতো দাঁড়ায়ে থাকতে হয়। এই অসহ্য অবস্থায় ভোর হয়ে আসলো।
বাড়ির লোকজন উইঠা গেরস্থকে না দেইখা গোয়ালের দিকে আইসা দেখে এই লজ্জাজনক পরিস্থিতিতে গৃহস্থ পইড়া আছে। তখন তাড়াতাড়ি তাকে ছাড়ানোর ব্যবস্থা হইলো। পোশাকেরও ব্যবস্থা হইলো।
পোশাক পইরাই গৃহস্থ দৌড়ে গিয়ে একটা লাঠি নিয়া আসলেন। সবাই ভাবলো, উনি চোর ধরতে যাবেন। কিন্তু গৃহস্থ বাছুরটাকে ধইরা বেদম পেটাইতে থাকলেন। আর কাঁদতে কাঁদতে বলতে থাকলেন, কত কইরা কইলাম আমি তোর মা না। আমি তোর মা না।



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ৭৮ টি মন্তব্য
* ৪৮০ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28782709 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:২৮
comment by: মাহবুব সুমন বলেছেন: sms !
২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: গট অ্যানড মেইলড অন এফবি।
২. ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩১
comment by: দস্যু বনহুর বলেছেন: জটিলস্ ...
২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
৩. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
comment by: মাঠশালা বলেছেন: হো হো হো!!!!!!!!!
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: হ হ হ
৪. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
comment by: মরিযাদ হারুন বলেছেন: মজা পাইলাম।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: হ।
৫. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: সততার আলো বলেছেন: ঝাক্কাসসসসসসসসসসসসসসস..
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: হ।
৬. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আন্ধার রাত,
বুঝতেই পারছেন। দুঃখিত।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন।
৭. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
comment by: রাগিনী বলেছেন: ভালো লাগলো
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: আমি প্রথম যখন শুনছিলাম তখন বুঝতে অনেক দেরি হয়ে গেছলো।
৮. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: হাহাহাহহাহাহা

এই হপ্তায় প্রথম এমন প্রাণখুলে হাসলাম
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: হংস করা ভাল।
৯. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: মৃদুল মাহবুব বলেছেন: মজা পাইলাম।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: সত্যি?
১০. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
comment by: আন্ধার রাত বলেছেন:
২৬শে মার্চের সন্ধ্যায় মাহবুব ভাই আমাকে হঠালেন ঠিক যেমন ৩৭ বছর আগে পাকীরা বাংলাদেশীদের হঠাতে চেয়েছিল! :#

ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি এবং বুঝেছি যে, সব কিছু পরিষ্কার করে বলতে নেই, কিছু কথা ইসোফেগাসের নিচে চাপা দিয়ে রেখে দিতে হয়!

হায়!!! আমি আছিলাম বোকা, রইলামও বোকা। :P
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: বস,
আমাকে পাকিদের সঙ্গে তুলনা করলেন?
আমি তো আগেই কইছি। স্যরি।
আপনি বোকা না। ঘটনা হইলো, ওইটা বইলা দিলে লোকে মাথা খাটাইবো না। আর আমি যে ব্যাপারটাকে ইন্ডিকেট করতেছি সেইটাও বোঝা যাবে না।
আপনে বোকা না, এইটুকুই শুধু কইলাম আপাতত।
১১. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
comment by: ইরতেজা বলেছেন: হে হে হে। মামো ভাই দারুন জোকস দিলেন। হাসতে হাসতে শেষ।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: সেইটাই।
১২. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
comment by: ইরতেজা বলেছেন: মামো এই ব্লগে আপনার মন্তব্যই সব থেকে বেশি আশা করেছিলাম। একটু সময় পেলে পড়বেন


চিত্র সমালোচনাঃ ব্রিক লেন
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: পড়ছি বস। ভালো হইছে। কমেন্ট করি নাই। স্যরি।
১৩. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: হেকিম,
মুইছা দিলাম। তুমি জোক ফাঁস কইরা দিছো বইলা। তুমি তো জানো আমারে গালি দিলে আমি মুছি না।
১৪. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:০৭
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: নীল সার্টের ব্যাফার টা ক্লিয়ার করেন। ইন্টারভিউতে কি নীল সার্ট পইরা গেসিলেন?
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: আপনে কি ডক্টরেট ঠিকই পাইছিলেন?
আরও মোটা হইছেন নাকি এতদিনে?
১৫. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:১২
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: মাহবুব ভাই! ভালো লাগলো!

গত কয়েকদিন ধরেই ভাবছি আপনারে ফোন দেই!
ব্রাত্য রাইসু দার এটা লেকা পড়ে!
বিষয়টা কিছুই বুঝি নাই!
একটু বলুনতো পিআলো ব্লগ আর তাতে আপনি বিষয়টা!
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:১৭

লেখক বলেছেন: এ বিষয়ে পৃথক একটা পোস্ট দেব। এখন বিস্তারিত বলতে চাই না। তাইলে ওই পোস্টের হিট কমে যাবে।
ফোন দিয়েন। আপনে ভাল?
১৬. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:১৪
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: দুরো মিয়া আমার কথা বাদ দেও। আমি হইলাম কচুরী পানা তোমার নীল সার্টের কথা কও?
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: তোমার কথাই বলো। তুমি যে ডক্টরেট পাইলা সেইটা বলো।
কেমনে কী? কিছু প্রাণী লাল শার্ট দেখলে, কিছু প্রাণী নীল শার্ট দেখলে ঢুসা মারতে আসে জানো তো?
১৭. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:১৭
comment by: না বলা কথা বলেছেন: পুরানো মাল।
ন্যাংটা কালে শুনা।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:১৯

লেখক বলেছেন: হ। অতো আগে শুনছেন কইবেন না। আমি জানলে দিতাম না।
১৮. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২২
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: দেকো দেকি মামো তুমি তো জানো প্রানীটা কালার ব্লাইন্ড, রং এ কিছু যায় আসেন, তয় তোমার নীল সার্ট টা আমার চাই চাই। আর আমার ডক্টরেট বিষয়ে কি জানতে চাও, কও?
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: কালারের প্রতি সংবেদনশীলতা তো তুমি দেখাইতেছো। আমি তো না। তাই না? নীল দেখলেই তুমি তো দেখি প্রতিদিন শিং বাগাইয়া আসো। তাই না। আইজকা না আবিষ্কার করলা আমি কালার ব্লাইন্ড।
জিগাইলাম, ডক্টরেট পাইয়া তুমি যে ডক্টর ও ডাক্তারদের সব নিক ধ্বংস করলা তার কী হবে। তোমারে যে ডক্টরেট দিছে তার তো লজ্জা হওয়া উচিত, তাই না?
১৯. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৫
comment by: না বলা কথা বলেছেন: ইংরাজি ক্লাসের ওস্তাদ যখন খুব আনন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগো কয় "মানুষ মরনশীল" এইডার ইংরাজী হইলো Man is mortal. এবং সেইডা কইয়া আনন্দ পায়, তখন আমগো মতো মূর্খ মানবদের কিছুই কইবার থাকেনা।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: এইটা তো তো জোক হিসাবে কয়। তাই না?
২০. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৩
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: আমি আসি তোমার গ্যানের ভান্ডার আহরনে আর তুমি শিং দেখ কেন? সন্দেহপ্রবনতা বাদ দাও।

আর আমি ডক্টর ফ্যামিলির ব্ল্যাক শীপ একন আর কি করন যাইব কও।আমার নানা ডাক্তার আচিল, মায়ে ডাক্তার আর আমি হেগো ব্ল্যাক শীপ
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: এইখানে গ্যানের কী দেখলা? গ্যান তো তোমার কাছেই বান্ধা।
তুমি তো দেখি খালি নীল শার্ট দেইখা তেড়ে আসো। বুঝতেছি নীল শার্টরেই তুমি গ্যান বইলা ভুল করছো।
তো তোমার ফ্যামিলির যাতে আর কেউ ডাক্তার, ডক্টর এইসব নামে ব্লগাইতে না পারে সেইজন্য সব নিক নিজেই খায়া লইলা?

২১. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪৪
comment by: ইয়র্কার বলেছেন: এইখানে গ্যানের কথা চলতাছে। ধুর, মাইনাস দিয়া ভাগি।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: vagen. aar aisen na.
২২. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪৫
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: নীল সার্টের মালিকের সাথে আলাপে আসি, ভাবি এরকম একটা সার্ট হইলে আমিও গ্যানি হোবার পারুম। তুমি মিয়া বুজোনা কেন ?

হ আর কোন ফ্যামিলি ব্ল্যাকশিপ যাতে না পরে। এক ঘড়মে দো পীর ভালা না।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ওই জন্যই তো কইলাম বিশেষ কালারের প্রতি তোমার সংবেদনশীলতা দেইখা মনে হয় কোনো ভাবে বিশেষ কোনো প্রাণীর জিন তোমার মধ্যে আছর করছে।
যোগ্য ফ্যামিলির যোগ্য সন্তান তুমি।
২৩. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫২
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: আচছা তোমার এটা কি সার্ট না নিল ফতুয়া। আমি তো ভাবসিলাম নিল সার্টের লাগি তুমার গ্যান বেসী। আর কয়বার কমু প্রানী বিশেষ কালার ব্লাইনড
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: নীল দেইখা খেপে এইরকম দুইটা প্রাণীর নাম বলো।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: আমি তো ভাবছিলাম তুমি কপি কইরা ডক্টরেট পাও নাই। আইজকা বুঝলাম ভূয়া ডক্টরেট জোগাড় করছো। ডক্টর পরিচয় দিয়া বেশ নাম কামাইলা তাইলে। কী বলো?
২৪. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫৫
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: আমি তো খেপিনাই রে নীলু। আসলাম তুমার সাথে সুখ দুঃখের আলাপে।

চছা তোমার এটা কি সার্ট না নিল ফতুয়া।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: হ তুমি তো খেপো নাই। নীল শার্টের প্রতি তোমার খাসলত খেপে। তুমি করবা কী?
তোমার ফ্যামিলিতে পশুর ডাক্তার আছে? থাকলে তারে জিগাইও নীল দেখলে কোন প্রাণী খেপে? জাইনা আমারে জানাইও। ততোক্ষণে তুমি তোমার খ্যাতি উপভোগ করতে থাকো।
২৫. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৯:০৫
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: নার নীলু খাসলত খেপে নাই। তোমার নীল সার্ট ভালা লাগে

না পশু ডাক্তার নাই। আমি পাগলের ডাক্তার সো ক্লোজ

তয় আমার মাইয়া কইসে সে নাকি পশু ডাক্তার হইবেক, তকন জানুম জাইনা জানামু তোমারে।

সিরিয়াসলী নীল সার্ট কোন খান থেকে কিনছো?
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: তোমার মাইয়ারে কোথায় পড়াইবা? ঠিক করছো কিছু?
২৬. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:০০
comment by: নেমেসিস বলেছেন: :)
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: হ।
২৭. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:১২
comment by: কেএসআমীন বলেছেন: হাসতে হাসতে রোলিং অন দ্য ফ্লোর.......

অনেকদিন পর ব্লগের জোক পইড়া হাসলাম।

ধন্যবাদ মামো
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ এইটা জানানোর জন্য।
২৮. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ২:২২
comment by: মেহেদী হাসান বলেছেন: গল্পের উদ্দেশ্য বুঝি নাই। তবে ভালো লেগেছে। আরো একটি গল্প মনে করেন....
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: এই প্রথম একজন উদ্দেশ্যটা জিগাইলো। গল্পের উদ্দেশ্য গেরস্থরে সাবধান করা।
দাঁড়ান করতেছি।
২৯. ২৭ শে মার্চ, ২০০৮ ভোর ৫:১৪
comment by: ভুতঅদ্ভুত বলেছেন: কঠিন জোকস।

বোঘদাদি হেকিম এর সমস্যাটা কি? তার ঘরেও বাছুর আছেনি?
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: হের সমস্যা মানসিক। অবশ্য নিজেরে সে মানসিক ডাক্তার মনে করে। প্রত্যেক মানসিক রোগীই নিজেরে মানসিক ডাক্তার মনে করে। নীল রঙ দেখলেই শিং বাগাইয়া আসে।
৩০. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৪১
comment by: দূরন্ত বলেছেন: হুমম..
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: সেই।
৩১. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৪৬
comment by: রন্টি চৌধুরী বলেছেন: কি খালি সবাই নীল শার্ট নীল শার্ট করে..ওটা তো ফতুয়া...
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: ঠিক কথা।
৩২. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩০
comment by: কেএসআমীন বলেছেন: আমি গতকাইল রাইত থিক্যা হাসতে আছি, এখনও হাসতেই আছি.... হা হা হা...
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: আপনার জন্মদিনের দিন আপনারে হাসাইতে পারছি এইটাই সার্থকতা।
৩৩. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:০০
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:

:) :)
+
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: হ। থ্যাংকস।
৩৪. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:১৯
comment by: আসম বলেছেন: মাইনাস না প্লাস দিলাম বুঝতে পারি নাই, কয়েকদিন ধরেই খুঁজছি, কোথায় বাটন, আজ পেয়েছি, কিন্তু কোনটা চাপ দিসি বুঝতে পারি নাই।

মজা পাইলাম খুব।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:২২

লেখক বলেছেন: ব্যাপার না। মাইনাসে প্লাসে কী হয়। মজাটাই কথা।
৩৫. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩১
comment by: বোঘদাদি হেকিম বলেছেন: যাক ফতুয়া না সার্ট বেফারটার ফয়সালা হইলো। মামো আজকা লানচ খাইলা কি দিয়া।
৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩২

লেখক বলেছেন: তুমি কী দিয়া খাইলা?
৩৬. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৯
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন:
হাষতে হাসতে আমার লুংগীর গিট্টা লূজ হইয়া গেছে , দাড়ান টাইট মারি।

@ ভাইডি > কালা শাট থুইয়া আবার নীল শাট চয়েস করসেন ক্যানো
৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: নীল শার্ট দেখলে হেকিমের মাঝের আসল হেকিম বেরয়ে আসে তো তাই।
৩৭. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৯
comment by: ফারহান দাউদ বলেছেন: হাসতেই আছি:)
৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: হাসেন। হাসা ভাল।
৩৮. ০২ রা এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৪
comment by: অহনা বলেছেন: নীল শার্টটা ফটোশপে নিয়া লাল এবং হলুদ বানামু! তবু ভাই ঝগড়া থামান।

কৌতুক ভালো লাগছে। তয় গেরস্থের লিঙ্গান্তর করলে আরও জমতো। স্ত্রী না পুং?
০২ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: খুবই চিন্তার কথা।
৩৯. ০২ রা এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২০
comment by: আসিফুল ইসলাম বলেছেন: অহনা আপনি আসলেই কি বুঝতে পারেন নি?
০২ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: বুঝায়ে দেয়া কিন্তু যাবে না। কয়া রাখলাম।

No comments:

Post a Comment