Tuesday, March 3, 2009

নির্বাচিত পোস্ট ক্যাটাগরি হতে আমার পোস্টটি সরানোর আকুল আবেদন

১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৬
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

নোটিশবোর্ড,
ব্লগ থেকে ভার্চুয়াল গুণ্ডা, স্বাধীন মতপ্রকাশের বিরোধী শক্তি, প্রাইভেসি ও সিকিউরিটির প্রতি আক্রমণাকারীদের বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদের ধারাবাহিকতায় আমি যে পোস্টটি দিয়েছিলাম তাকে আপনারা সসম্মানে নির্বাচিত পোস্ট হিসাবে জায়গা দিয়েছেন বলে আমি গর্বিত বোধ করেছি। এর ফল হিসেবে ব্লগে, গালাগালির বিরুদ্ধে একটি অভূতপূর্ব জনমত তৈরি হয়েছিল। কিছু ভাল ব্লগারের ব্যান এবং আন্দোলনের পর ভাল/মন্দ সকল ব্লগারের আনব্যানের পর ব্লগে যে 'সুস্থ' পরিবেশ ফিরে এসেছে তাতে আমি যার পর নাই আনন্দিত। এ অবস্থায়, আমার পোস্টটির আর নির্বাচিত হিসেবে থাকার কোনো যুক্তি দেখি না। এখন আপনারা এ নির্বাচিত অবস্থা থেকে আমাকে মুক্তি দিয়ে বাধিত করুন।
পরিশেষে নতুন একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। উপসর্গটি ব্লগে নতুন বলা যায়। কিছু ব্লগার কোনো ইস্যুতে দ্বিমত হলে থাপড়ানোর হুমকি দিতেছেন। কোনো কোনো ব্লগার শারিরিক হামলার হুমকি দিয়ে চলেছেন। কেউ কেউ জুতার ছাবি সমেত জুতার বাড়ি দেয়ার হুমকি দিতেছেন। আবার কেউ হত্যার হুমকিও দিচ্ছেন। জানতে চাই, শারিরিক হুমকি সম্বলিত এই কমেন্ট ও পোস্টগুলো কি নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না?



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ৬১ টি মন্তব্য
* ৫০২ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৯ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28762380 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৮
comment by: স্নোবল বলেছেন: হা হা হা ...আপনি অইটাকে ড্রাফট করে ফেললে বা ডিলিট করে ফেললেইতো মনে হয় ল্যাঠা চুকে যায়? নাকি স্টিকি করলে ডিলিট করতে কোন কম্পলিকেসি আচে?
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।
২. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: বিগব্যাং বলেছেন: ব্যাকুলভাবে এ আবেদোনকে সমরথন করছি।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: সেটাই।
৩. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২০
comment by: কিরিটি রায় বলেছেন: দাদা কি আর বলব...
ওই যে কথায় বলে..

খাসলত যায়না ধইলে----ইল্লত যায় না ম'লে...

ওই আর কি..
কাল সন্ধ্যায় তাদের যে চাহারা দেখিছ তাতে লগইন না করেই যেতে বাধ্য হয়েছি...
আপনার সচেতনতা সকলকে অনুপ্রাণীত করুক।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ।
৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: নাজিরুল হক বলেছেন: শারিরিক হুমকি সম্বলিত এই কমেন্ট ও পোস্টগুলো কি নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না?


প্রশ্নটা আমারোও।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৭
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: নীতিমালায় সংশোধন চাইয়া একটা পোস্ট দেন, আপনার কথা নিশ্চয়ই শুনবো
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: আমার কথা নিশ্চয়ই শুনবো বইলা আপনের মনে হয় ক্যান?
৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: সত্যদা বলেছেন: লেট দেম বি লাইটেন্.....

হে প্রভু .. মন্দজনায় ভাল কর.. ভালোরে আরও ভাল
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: হ।
৭. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৬
comment by: gonder বলেছেন:

এনিতো সেই ছুছিল এবং সিলিবিরিটি বলগার যিনি অন্যের মা তুলে বাজে কতা বলেন

আর যিনি নিজের ব্লগ ছারা অন্য কারও ব্লগ পরেনওনা আর কমেন্টও করেননা।

মানুষ কত খানি আবাল হলে শুধুমাত্র নিজের লিখা গুলাই প্রিয়পোস্টে যোগ করে ।

এই আবালে আবার বড় বড় কতা কয়, শালা ভন্ড
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: গালাগালি এখনও অব্যাহত আছে তাহলে! বাহ!
এখানে কি আরও উদাহরণ দেয়া সম্ভব?
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: গন্ডার মা তুলে মানে কি? একটু সাবধানে বইলেন।
৮. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: আপনারে ভালা পায় তাই। আমার মনে হয়, পাশাপাশি কর্তৃপক্ষরে একটা ই-মেইল পাঠাইয়া দেন। আপনার পোস্ট পইড়া আমরা জানলাম কর্তৃপক্ষ আপনারে ভালা পায় বইলা আপনে খুশী, এখন সেইটা সরাইতে চান। আর মেইল পইড়া কর্তৃপক্ষ সেইটা সরাইব। কর্তৃপক্ষ পোস্ট পইড়া কিছু করে না কখনোই
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: আপনে কর্তৃপক্ষ বিষয়ে এত খবর রাখেন!
কিন্তু আমি তো আপনেরে ভালা পাই না। আপনে আমারে পরামর্শ দিলে কষ্ট লাগে। দয়া কইরা পরামর্শ না দিলে হয় না? আপনের পরামর্শগুলা জমায়ে রাখেন। কাজে লাগবো।
৯. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৯
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: সেইটা তো এতদিন কন নাই, এখন না কইলেন। জাইনা সুখ পাইলাম। গুপ্ত শত্রু আমি আসলেই ভয় পাই, বিশেষ কইরা সুশীলবেশী। ব্যাপারটা ওপেন হইলে আপনারো সুবিধা, আমারো।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: আমি আপনের বন্ধু আছিলাম নাকি? কই টের পাই নাই তো। কবে থিকা? গুপ্ত বন্ধু আমি আসলেই ভয় পাই। বিশেষ করে তিনি যদি হন অমি রহমান পিয়াল।
১০. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০২
comment by: হাসিব বলেছেন:
পুস্টের হেডলাইনের সাথে একমত
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: হেড লাইনের লগে একমত তাইলে হইতে পারছেন? অভাক হলাম।
১১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭
comment by: অচেনা বাঙালি বলেছেন: আপনি এস্কিমোর সাথে ব্যাপারটা প্রথমেই শেষ করে দিতে পারতেন এই বলে যে এইভাবে আপনি বলতে চাননি। উত্তেজনার মাথায় কথাটা বের হয়ে গেছে। আপনি দুঃখিত। তাইলে আমার মনে হয় ওইটা এতদূর যেতনা।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: আপনি কি এস্কিমোর লগে কখনো তর্ক কইরা দেখছেন?
সে অভিজ্ঞতা না থাকলে আপনে বুঝবেন না কেন সেইটা বলি নাই। কথাটা শুনতে খারাপ লাগলেও মিথ্যা বা অশ্লীল ছিল বলে আমি মনে করি না। যাই হোক, এইখানে কি মনে কইরা সেই কথা?
১২. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৯
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: সেই ভাবে বন্ধু তো আছিলাম না কোনোকালেই। যায়যায়দিনে আমার বন্ধু ছিল ব্রাত্য রাইসু। একটা চাকরির জন্য তারে তখন কেমন তেলাইছেন সেইটা চোখে দেখা। সেই তেল সামহোয়ারে আপনার শুরুর পোস্টগুলা থাইক্যা এখনো গড়াইয়া পড়তাছে। এইটা নিয়া হাসাহাসিও হইছে। তো দোস্তের লগে যখন তার চামচা আসে, তারেও চা খাওয়ানো স্বাভাবিক ভদ্রতা মানি। সেই হিসেবে মনে করেন আপনারে বসার চেয়ার দিছি আরকি। আবারও কই স্বাভাবিক ভদ্রতা। স্বার্থের লাইগা পিঠে ছুরি মারার কাহিনীটাও তো চক্ষে দেখা। সো, কি আর বলবো। আপনি আমার বন্ধু হইলে কসম খোদার আমি ফাল দিয়া আত্মহত্যা করবো
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: আহারে অমি রহমান পিয়াল! আপনের ক্ষোভ তো দেখি অনেক পুরানা। আহা। প্রথম পর্যায়ের ক্ষোভ এই পর্যন্ত টানছেন? চা'র দামটা কি একদিন গিয়া ফেরত দিয়া আসবো ভাইটি? আরও বলেন, আমার গুমর ফাঁস করে দেন। এতেও যদি আপনের দুঃখ ক্ষোভ কিছুটা কমে। আপনার জন্য সত্যিই বড় দুঃখ হচ্ছে। আপনি এই ক্ষোভ কেন গোপন রাখছিলেন? আমি তো আপনার ভাষায় ওপেনলিই তেলাইছিলাম। আহারে।
১৩. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১১
comment by: নুপুর বলেছেন: করতলভরা এই ম্লান রেখাগুলো তোমাদের জন্য
রেখে গেলাম। হাড়গুলো থেক সার হবে,
সার থেকে জন্ম নেবে গাড়ের গোলাপ
আমার যে ছেলেটির জন্ম হয়নি, তাকে দিও
এই দুর্বিনীত শীষের কলম।

যে শব্দটি আমি উচ্চারণ করতে পারলুমনা-
তোমাদের প্রচন্ড ঘৃনায়,সন্দেহে, তার আত্মা
রক্তাপ্লুত হয়েছে বারবার
যে গান গাইতে পারিনি, তার সুর বেজেছে চৈতন্যে।
যে কবিতা লেখা হলনা সে-ও ছিল
সংগঠিত সীসার ভেতরে।

এই কররেখাগুলো স্বাক্ষ দেবে, ভালবেসেছিলাম।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।
১৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৩
comment by: অচেনা বাঙালি বলেছেন: কান্দাকাটি করতেছেন দেইখা খোলা দিলে কইছিলাম।
কিন্তু এখনও আপনে আপনের পিছলা পদ্ধতি লইয়া আছেন।
তেল চুয়াইয়া চুয়াইয়া পড়তেছে।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আপনের দিল আরও খুলেন। এখনও দিল পুরাটা খোলে নাই।
১৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৮
comment by: বিগব্যাং বলেছেন: পিয়াল ভাই বলেছেন, ...তো দোস্তের লগে যখন তার চামচা আসে, তারেও চা খাওয়ানো স্বাভাবিক ভদ্রতা মানি... আপনি আমার বন্ধু হইলে কসম খোদার আমি ফাল দিয়া আত্মহত্যা করবো ...


কমেন্ট অফ দ্য ডে
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: আপনার কথাটা স্পষ্ট হইলো না। আপনি কারে আত্মহত্যা করতে বললেন, আমারে না অমি রহমান পিয়ালরে?
১৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৪
comment by: বিগব্যাং বলেছেন: মহাগ্যানী মাহবুব মোর্শেদ, আপনি কি কমেন্ট না পড়েই 'লেখক বলেছেন: ' লিখে ফ্যালেন? অমি রহমান পিয়াল নামক একজনের আগের কমেন্ট থেকে উধ্রিতি ঐটা।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: বিগব্যাং,
কমেন্ট পড়ছি। আমি ভাবছিলাম, অমি রহমান পিয়ালের মতো মহান ব্যক্তি চা খাওয়ানোর কথা তুলছেন বইলা আপনে তারে আত্মহত্যা করতে বলছেন। নাকি তার চা খাইছি বইলা আমারে আত্মহত্যা করতে বললেন? এখনও বুঝি নাই। ক্ষমা করবেন এবং বুঝানোর উদ্যোগ নিবেন।
১৭. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: মনিটর বলেছেন: ঠিক
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: কোনটা?
১৮. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৫
comment by: দুরন্ত পিথক বলেছেন: এখন আপনারা এ নির্বাচিত অবস্থা থেকে আমাকে মুক্তি দিয়ে বাধিত করুন।
.......................................................................
হে হে লাইনটা পইড়া মজা পাইলাম। আর পোস্টের সব বিষয়ের সাথে একমত।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
১৯. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: মনিটর বলেছেন: লেখক বলেছেন: কোনটা?

উত্তর: আবেদনে আকুল ভাবটা।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: ও।
২০. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: বিগব্যাং বলেছেন:
আসলে আমার মতো ডোবার ব্যাংদের ছুছিল এবং সিলিবিরিটি সমাজে কথা হান্দানোর চেষ্টা করাটাই আহম্মকি।
আমিতো কিছু বলিনাই বা বুঝানোর উদ্যোগ নেই নাই।
আমি স্রেফ অমি রহমান পিয়াল নামক একজনের আগের কমেন্ট থেকে উধ্রিতি দিছি মাত্র।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: হ। তাই তো? আর আমি কি না কি ভাবলাম ফাও ফাও।
২১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৯
comment by: জল রঙ বলেছেন: একমত হেডিংয়ের সাথে । তবে লাল শাক খাওয়ার আমন্ত্রণ জানিয়ে গেলাম ।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: ভাল বলছেন।
২২. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১০
comment by: বজলু মহাজন বলেছেন: হ
অনেকইতো দ্যাখতাছি কয়দিন ধইরা। জেল খাডা দাগী আসামীরা ফিইর‌্যা আইয়া ইসলাম ও নবীরে যেইরকম ভাবে আঘাত করন শুরু করছে তাতে সুশীলগো কিছু হয়না দ্যাকতাছি। মুসলমানগো প্রিয় নবীর নমে পোষ্টাইয়া নিজেগো উন্নতমানের প্রানী মনে করন আর হেইডা কইতে গেলেই দেখি একের সাথে অন্যার মিল অথবা একের পিসি থেইকা অন্যের ব্লগানোর খবর (সইত্য হউক অথবা মিথ্যা হউক) ছাইড়া ব্যাক্তি আক্রমনমূলক পুস্ট দেয়! হেই পুস্ট যখন পরথম পাতাথন বাইর কইরা দ্যায় তখনই কর্তৃপক্ষের লগে যেই রাগ ঝাড়তে না পারে হেই রাগ ঝাড়ে বিপরীতে দাঁড়াইয়া থাকা অন্য ব্লগারের উপর।
মাহমুদ মোর্শেদ ও দেখি বাদ পড়েন নাই সেই আন্ধাধুন্ধি রাগের কোপানল থেইকা!
এতদিন দেখছি কথায় ও তর্কে না পাইড়া গাইল পাড়ে এখন দেখতাছি ব্যাক্তিগত যত জিঘাংসা আছে, কবে কোতায় কখন চা খাওয়াইছিল সেইডাও উগড়াইয়া দ্যায়! সাবাশ! দুইটাকার চায়ের দাম আর বাকি রাখবেন ক্যান মোর্শেদ ছাব? খোডা হুনতে হুনতে দিনা যাইব দ্যাকেননা? একটা চাকরির লাইগা ত্যাল দোয়াইছেন - এইসব কতা যারা ব্লগে টাইন্যা আনে হেগো মাতামুতাযে রাগের চোডে কতডা খারাপ হইছে তা আর নতুন কইরা কি কমু?

হ, ঠিকই কইছেন। "এখন আপনারা এ নির্বাচিত অবস্থা থেইকা মুক্তি দিয়া বাধিত করেন!" নইলে যে আগুণের চোডে কে কবে কয়বার পায়খানায় গেছিল সেইডাও উগড়াইতে থাকব ভার্চূয়াল গুন্ডারা!

+ দিলাম, কমেন্টগুলার লাইগা।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: বজলু মহাজনের কথা অমৃত সমান।
২৩. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১২
comment by: মনিটর বলেছেন: বজলু ভালো উস্কানি দিছো/
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: ভাল বলছেন।
২৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১২
comment by: হাসিব বলেছেন:
অষ্টেলিয়ায় ওয়েদার কেমুন এখন বজা ?
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন: হাসিব দেখি হেডলাইন থেকে ওয়েদারে আসছেন। ভাল।
২৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৮
comment by: জল রঙ বলেছেন: হাসিব বলেছেন:
অষ্টেলিয়ায় ওয়েদার কেমুন এখন বজা ?

ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেইখা কইতে পারবা না । অস্ট্রেলিয়ান মাইয়ারা শীতকালেও ছোট কাপড় পড়ে । খিয়াল কইরা@বজলু ।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: আপনের এত বুদ্ধি কেমনে হইলো? লাল শাক খাইতেন খুব?
২৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৬
comment by: জল রঙ বলেছেন: লাল শাক খাইলে বুদ্ধি হয় নাকি ? জানতাম না । নতুন থিওরির জন্য ধইন্যাপাতা । আমি তো জানতাম লাল শাক খাইলে লাদির পরিবর্তে আদম বিষ্ঠা বের হয় । আমার এতো বুদ্ধি হইছে কেমনে জানেন ? আমি ছোটবেলা থাইক্কা চুল/শরীরে তেল দেই না । তাই এতো বুদ্ধি । আপনি কোন ব্রান্ডের তেল লাগান ? কদুর তেল ? নাকি শরিষার তেল ?
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: মাথায় তেল দিয়াই এত বুদ্ধি হইছে আপনার। মগজে তেল দিলে না জানি কী হইতো! আপনার জ্ঞানে সমৃদ্ধ হইলাম।
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: লাল শাক খাওয়া এখনও অব্যাহত রাখছেন? নাকি বাদ দিছেন?
২৭. ১৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০০
comment by: জল রঙ বলেছেন: আমার কমেন্টটা ভাল কইরা পড়েন তারপর ফাল মারেন ।
২১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: তাই তো। অবিশ্বাস্য ব্যাপার। আগেও বিশ্বাস করতে পারি নাই, তাই ভুল হয়ে গেছে। ক্ষমা করবেন।
২৮. ১৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: রোকন বলেছেন: পুস্টের লগে একমত।
২১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।
২৯. ১৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: বজলু মহাজন বলেছেন: তুমিতো দেখি মাথা হেইকা পায়ে নাইমা গেলা! এক্কেবারে হেডলাইন থেইকা ওয়েদার! খিকজ!
বজা কেডা? হাশিব? শুনেচি বাপের নাম বইলা পোলাপান ডাকে যখন ধরা খায়?
৩০. ২১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪২
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: "তো দোস্তের লগে যখন তার চামচা আসে, তারেও চা খাওয়ানো স্বাভাবিক ভদ্রতা মানি। সেই হিসেবে মনে করেন আপনারে বসার চেয়ার দিছি আরকি। আবারও কই স্বাভাবিক ভদ্রতা"

পিয়াল, আপনার ভাষা দেখে তো মনে হয় না আপনি ভদ্রতার জন্য নিবেদিত প্রান। আর এখন থেকে হিসেব করে চা খাওয়াবেন মানুষজনকে, নতুবা সেই খরচের জন্য পরবর্তীতে আফসোস করতে হতে পারে।

স্যরি, মাহবুব আপনার ব্লগে এসে এসব বলার জন্য। আসলে চা খাইয়ে কেউ যে এমন প্রচার করতে পারে তা এক আজব ঘটনা।
৩১. ২১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫১
comment by: সাইমুম বলেছেন: বিপ্লব দীর্ঘজীবী হোক।

No comments:

Post a Comment