Tuesday, March 3, 2009

সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন

০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১০
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

মাসুদ খান
অভিজিৎ দাস
নৃপ অনুপ
রহমান মাসুদ
তৌহিন হাসান
সাঈদ জুবেরী
সোমশ্বের অলি
আপন মাহমুদ
মৃদুল মাহবুব
ফাহমিদুল হক
সাঈফ ইবনে রফিক
রুদ্র আরিফ
আকিমুন রহমান
মুজিব মেহদী
লুনা রুশদী
মাসুদা ভাট্টি
রায়হান রাইন
মানস চৌধুরী
অরূপ রাহী
সুমন রহমান
ইমরুল হাসান
সাইমন জাকারিয়া
ফকির ইলিয়াস
সেলিম রেজা নিউটন
মজনু শাহ
কামরুজ্জামান কামু
তপন বাগচী
ব্রাত্য রাইসু
মাহমুদ শাওন (Click This Link)
মুয়ীয মাহফুজ (http://www.somewhereinblog.net/blog/muizblog)
এমরান কবির (Click This Link)
রবিউল করিম (http://www.somewhereinblog.net/blog/robiul007)
আমজাদ সুজন (Click This Link)
রাহাদ আবির (Click This Link)
জুয়েল মুস্তাফিজ (Click This Link)
তারিক টুকু (Click This Link)
সফেদ ফরাজী (http://www.somewhereinblog.net/blog/safedblog)
মাজুল হাসান (Click This Link)
জাহিদ সোহাগ (Click This Link)
মুক্তি মণ্ডল (Click This Link)
আফরোজা সোমা (Click This Link)
ফেরদৌস মাহমুদ (Click This Link)
আহমাদ মোস্তফা কামাল (http://www.somewhereinblog.net/blog/amkamal)
অপূর্ব সোহাগ (http://www.somewhereinblog.net/blog/meghputro)
রহমান মাসুদ (Click This Link)
ফয়সল নোই (Click This Link)
সরকার আমিন (http://www.somewhereinblog.net/blog/yesyesyes)
ফারুক ওয়াসিফ (Click This Link)
অবনি অনার্য (Click This Link)
আজহার ফরহাদ (Click This Link)
মুক্তি মণ্ডল (Click This Link)
আলফ্রেড খোকন (http://www.somewhereinblog.net/blog/alfredblog)
ফজলুল কবিরী (http://www.somewhereinblog.net/blog/kabiryblog)

আমার মনে হয় লিটল ম্যাগাজিন ও দৈনিকে লিখতে অভ্যস্ত নব্বই ও শূন্য দশকের আরও অনেক কবি, গল্পকার সাহিত্যিক এখানে জয়েন করেছেন বা করেছিলেন। মজার ব্যাপার খুব কম লেখকই কন্টিনিউ করেছেন। আরও নাম আছে মনে হয়। কেউ বের করতে হেল্প করতে পারবেন?



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ৫৬ টি মন্তব্য
* ১১৬১ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28756390 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: হাসিব বলেছেন: জাবির দুইএকজন বাদ পড়ছে
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: কে কে?
২. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৩
comment by: আরিফ জেবতিক বলেছেন: মাহবুব মোর্শেদ ,
আপনার সাথে একমত যে একটা ভালো তরুন লেখক গোষ্ঠী সামহোয়্যারে যোগ দেয়ার পরও আর কন্টিনিউ করেন নি । এদের মাঝে মাসুদা ভাট্টির কথা বাদ , তাকে মডারেশনের মাধ্যমে সামহোয়্যারে বহু নাটক করেছিল ।

কিন্তু বাকীরা কেন কন্টিনিউ করলেন না , এই বিষয়ে আপনার পর্যবেক্ষন কী ?
প্রকাশের সহজলভ্যতার সময়ে আরো বেশি পাঠকের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার এই সুযোগ কেন এই লেখকরা নিলেন না ?

এ বিষয়ে আপনার বিশ্লেষনটা শুনতে আগ্রহী ।
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: আরিফ ভাই,
নজরুলের একটা গান আছে। আমি ধূলি হবো। যে পথ দিয়ে কৃষ্ণ হেঁটে যায় সে পথের ধূলি হয়ে তার পায়ে জড়াবো।
লেখকরা নিজেদেরকে আলাদা মনে করেন। ভিড়ের ভেতর ধূলি হয়ে থাকার মেজাজ তাদের নেই মনে হয়। আর এত দিনের অভ্যাস হলো, অর্থাৎ কাগজে লেখার অভ্যাস হলো, আমি বলবো অন্যরা শুনবে/ পড়বে। এখানে তো কেউ শ্রোতা বা পাঠক না। সবাই লেখক। আপনি যদি কাউকে খারাপ লেখক বলেন তবে আপনার লাশ পড়ে যাবে। ফলে কোনো মানদণ্ড নাই। অতএব, নিজেকে চেনাতে হলে ভীষণ পরিশ্রম করতে হয়। বরং প্রথম আলো বা লোক পত্রিকায় একটা গল্প ছেপে আজিজ মার্কেটে টহল মেরে এর থেকে কম পরিশ্রমে বাড়ি গিয়ে তৃপ্তির ঢেকুর তোলা যায়।
কিন্তু পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। শূন্য দশকের অনেকে সিরিয়াসলি লিখতে শুরু করেছেন।
ব্লগ রিভিউ করে ব্লগে এসে আমি যে লেখকদের চিনলাম বা ব্লগের মাধ্যমে যারা লেখক হলেন (অন্তত আমার কাছে) তাদের একটা লিস্ট করার ইচ্ছা আছে।
এই দলে খানিকটা আপনিও পড়েন। আপনি অনেক দিন ধরে লেখেন, কিন্তু ব্লগের আগে আপনাকে ঠিক চিনে উঠতে পারিনি।
৩. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৩
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আরেক জনের কথা মনে পড়লো : অবনি অনার্য
৪. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৭
comment by: আরিফ জেবতিক বলেছেন: আমার মনে হয় লেখক যদি তার পাঠকের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন সেক্ষেত্রে তার লাভ ছাড়া ক্ষতি নাই । একজন লেখকের জন্য তার পাঠককে এবং একজন পাঠকের জন্য তার লেখককে বুঝতে পারা শেষ বিচারে লেখাকেই লাভবান করে ।আত্মতৃপ্ত লেখক আসলে আত্মহত্যারত লেখক বলে আমার মনে হয় ।

লেখক যদি পারষ্পরিক যোগাযোগের সুযোগটা না নেন , সেটা দূর্ভাগ্যজনক ।

আমাকে আগে থেকে চেনার কথা নয় আপনার , কারন আমি দীর্ঘদিন সংবাদ পত্রে কলম বেচেঁ খেলেও তার অধিকাংশই (প্রায় সবগুলো আসলে ) খুব গুরুত্বপূর্ণ কিছু নয় ।

সেগুলো দিয়ে হয়তো স্পেস ভরে দেয়া যায় , মানুষের মন ভরে দেয়া যায় না ।

আপনার বিশ্লেষনের জন্য ধন্যবাদ ।
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: প্রথম অংশের সঙ্গে একমত। দ্বিতীয় অংশের সঙ্গে দ্বিমত। থ্যাংকস।
৫. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৭
comment by: ফারহান দাউদ বলেছেন: মারামারির মাঝে লেখালেখিটা হারিয়ে যায় অনেক সময়,লেখকরা হয়তো একারণেই উৎসাহও একটু কম পান,বিতর্কিত ১ লাইন লিখলেও বা ১টা দলে ঢুকে পড়লে যেরকম রেসপন্স পাওয়া যায়,অনেক খেটে লিখেও তার অর্ধেকও পাওয়া যায়না বেশিরভাগ সময়,এটা একটা কারণ হতে পারে,লেখক,যত বড়ই হন,কিছুটা হলেও তো পাঠকের জন্য লিখেন। পরিস্থিতিটা পাল্টানো দরকার,নয়তো আমরা পাঠকরাই ক্ষতিগ্রস্থ হচ্ছি।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: এই অবস্থাটা সবখানে। এর মধ্যেই কাজ করে যেতে হবে। ব্লগ বোধহয় বাংলাদেশের থেকে আলাদা কিছু নয়।
মানুষের কী করা উচিত এইটা জানতে নাকি বাইবেল পড়তে হয়। আর মানুষ কী করছে এইটা জানতে নিউজ পেপার।
৬. ০৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২২
comment by: হাসিব বলেছেন:

সুমন চৌ, যূথচারি, জামাল ভাস্কর
০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: হ
৭. ০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৫
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: আমিও আছি মুয়ীয মাহফুজ নামে,আগে মুয়ীয কবন্ধ নামে লিখতাম।এখন পরিবর্তন করেছি শাহান কবন্ধ নামক এক টাউটের আগমণে।সে কবিতা নাম দিয়ে হাস্যরস সৃস্টি করে এমন সব লেখে এবং টিভিতে সাক্ষাৎকার দিয়ে বেড়ায়,অবশ্য পরাজিত হয়েছি আমিই,লেখালেখি আগে শুরু করেও নকলের কাছে হেরেছি।বিখ্যাতির ঈশ্বরের কাছ থেকে আমার স্কন্ধ ফেরত নিয়েছি ফের।
০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: হায় হায় করছেন কী!
৮. ০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: অভিজিৎ বলেছেন: মুয়ীয মাহফুজ নামটি আমি প্রস্তাব করব ভেবে রেখেছিলাম কিন্তু এ কি মুয়ীয নিজেই দেখি তার নামকরণের সার্থকতা সম্পর্কিত একটি নাতিদীর্ঘ বিবরণি লিখে ফেলেছেন। যাক ভালই হল। আশা করি এমন আরও অনেকের সন্ধান আমরা পাব।
০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: এইটাই যে আমাদের গলাকাটা মুয়ীজ এইটা বুঝতে আমার এদ্দিন লাগলো?
৯. ০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: কৌশিক আহমেদ বলেছেন: মানস চৌধুরী এখানে কি নিবন্ধন করেছিলেন?
০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: হ। লিঙ্কে ক্লিক করেন।
১০. ০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৭
comment by: রহমান মাসুদ বলেছেন: মাহবুব ভাই আরো আছে মনে হয়---
সুফিয়ান সজল
তারিকটুকু
রুবাইয়াৎ আহমেদ
অভিজিৎ দাস
সাকি আহসান
০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: এই অভিজিৎ কি সেই অভিজিৎ না?
মাসুদ,
লিঙ্ক দেয়া যায় না কষ্ট কইরা?
আরও পাইলে বইলেন।
১১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২০
comment by: অনিশ্চিত বলেছেন: 'ব্লগ রিভিউ করে ব্লগে এসে আমি যে লেখকদের চিনলাম বা ব্লগের মাধ্যমে যারা লেখক হলেন (অন্তত আমার কাছে) তাদের একটা লিস্ট করার ইচ্ছা আছে।'- লেখাটি তাড়াতাড়ি দিতে পারেন। যে হারে ফাউল লেখকের (এ মন্তব্যকারীসহ) সংখ্যা বাড়ছে, তাতে এটা করাটা আরো জরুরি হয়ে পড়ছে।
০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০০

লেখক বলেছেন: করবো। আপনাকে অনেক ধন্যবাদ।
১২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: অনিশ্চিত বলেছেন: তবে সেলিম রেজা নিউটনের ব্লগে ক্লিক করে কিছুই পেলাম না।
০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: অনেকেই রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু লেখেননি।
১৩. ০৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৫
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: মাহবুব ভাই, ধন্যবাদ
আপনার সাথে আমার পরিচয় ব্লগে আসার আগেই। আর আসি ব্লগে আসি আপনার অনুপ্রেরনায়।
বলা যায়, আপনিই আমার ব্লগের গুরু।
ভালো থাকবেন।
০৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: থ্যাংকস শিশির। ব্লগ এমন একটা ব্যাপার যে গুরু ছাড়াই চলে। গুরুবিহীন এক মাধ্যম এটা।
১৪. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:০২
comment by: সুতরাং বলেছেন: মনে হয় এই অধমকেও চিনতেন। এছাড়া আলফ্রেড খোকন, ফারুক ওয়াসিফ, সফেদ ফরাজী প্রমুখও এই লিস্টে আসতে পারে।
০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: শাওন,
আপনি যদি লিঙ্কগুলো এক এক করে দিতেন তাইলে পোস্টটা আপডেট করা যাইতো। দেখেন না, দেয়া যায় কি না?
১৫. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪৮
comment by: এফ আই দীপু বলেছেন: আমার নামটা বাদ পড়ছে দেইখ্যা আমি খুব দুঃখ পাইছি। হে. হে. হে.
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: সামহয়ারের আগে আপনারে চিনতাম না তো।
১৬. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৫:৫২
comment by: এফ আই দীপু বলেছেন: কৌশিক দা'র নামটা বাদ দেয়াতে আরো বেশি কষ্ট পাইছি।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: কৌশিকরে এখনও চিনে উঠতে পারলাম না।
১৭. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৫:৫৪
comment by: বোধিস্বত্ত বলেছেন: হ, অনেক রথি মহারথীই ব্লগে এসে মাহি খেয়ে গেছে।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: নতুন শব্দ মাহি।
এর উৎস কী?
১৮. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: মদন বলেছেন: আরিফ ভাইয়ের প্রথম কমেন্টের ক্ষেত্রে আমার মত হলো-

এখানে যদি স্বয়ং রবীন্দ্রনাথ এসেও ব্লগ লিখতেন তবুও তাকে কারো কারো কড়া সমালোচনা শুনতে হতো। সুযোগ পেলে কাউকে আক্রমন করে মনের ঝাল মেটানো আমাদের রক্তেই বোধহয় মিশে আছে। আর তাই দেখুন টিভির টকশো গুলোতে সেলিব্রেটিদের মাঝে মাঝেই নোংরা আক্রমনের শিকার হতে হয়। যেমন হতে হয় ব্লগে। এখানে এসব মেনেই যারা থাকতে পারে তারা টিকে যায় আর যারা পারে না তারা নিরবে চলে যায়। ব্লগের ক্ষেত্রে একটি কমন নিয়ম হলো আপনি আমার মতে একমত না হলে আমার তরফ থেকে কড়া সমালোচনা শুনবেন। এখানে ঠেকানোরতো উপায় নাই। প্রিন্ট মিডিয়াতে লেখককুল সাধারনত ভক্তের স্তুতিই বেশি পায় সমালোচকের সমালোচনা কমই শুনে। আর ব্লগে দুটই সমান।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: ১০০% সহমত, মদন।
১৯. ০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৮
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: পোস্টা আপডেট করলাম।
প্রিয় পোস্টে যোগ করলাম। গুইনা দেখলাম ৫০ জন লেখকের লিস্ট আছে এইখানে। লিঙ্ক সহকারে।
কেউ লিঙ্ক দিয়া হেল্প করলো না এই দুনিয়ায়।
০৬ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: আরও দুইজনের নাম যোগ করলাম। কিন্তু আলফ্রেড খোকনের ব্লগ পাইতেছি না। ঘটনা কী?
২০. ০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪০
comment by: সুর বাংলা বলেছেন: মানুষের কী করা উচিত এইটা জানতে নাকি বাইবেল পড়তে হয়। আর মানুষ কী করছে এইটা জানতে নিউজ পেপার।


--==সেরম!
০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: কথাটা আমার না, জোসেফ ক্যাম্পবেল কইছিলেন বিল ময়ার্সরে।
২১. ০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: হট্টগোল বলেছেন:

মুজিব মেহদীর দুইবার লিংক দিছেন। একটা মুইছা আরেকটায় আমার লিংক রাখেন না ভাই। নাহয় লিখতে পারি না আপনাগো মতো। লগে লগে থাকতাম আর কি।
০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: মুজিব মেহদীর নাম একেবার কইরা দিলাম।
ধন্যবাদ আপনাকে।
দূরে গিয়া মরুন।
২২. ১৪ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১৪
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আরও কয়েকজনের নাম যোগ করলাম।
২৩. ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৫
comment by: ফজলুল কবিরী বলেছেন: বড় রাস্তার উপরে ট্রাক, জিসম, আলী ইন ওয়ান্ডারল্যান্ড, কামরুজ্জামান জাহাঙ্গীরের সুবাদে ব্যক্তিগত বসন্তদিনের উছিলায় আমি মাহবুব মোর্শেদকে চিনি। তো চিনতেই আছি। আনন্দদায়ক ভ্রমণের ভেতর দিয়ে।
১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ফজলুল কবেরী ভাই,
এমেনে পঁচাইতেছেন কেন?
আপনার সঙ্গে পরিচয়টা উল্লেখ করতে ভুলে গেছি। এ যাত্রা মাফ করে দিয়েন।
২৪. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: ফজলুল কবিরী বলেছেন: Boss amar namer karishma apnar pochhondo hoi nai buja jachhe. namta duybar liklen. duybaroi bhool! ekto edit koyra den. jodio shob bishye letter ashenai tarporo aey jattra maf kora jai.
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: তাই তো দেখছি।
২৫. ২১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৮
comment by: তানভীর রাতুল বলেছেন: মাহবুব ভাই, আবারও আয়া পড়লাম।
২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: বড্ড দেরি করে এলেন।
২৬. ২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: তানভীর রাতুল বলেছেন: রবার্ট ফ্রস্টের কবিতা প্রথম ছাপা হয় তার বয়স যখন ৪৫। এগুলান তুচ্ছ বিষয়। আর জিরান দেয়ার আরেক নাম _ _ নিরবতা।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: হুমমমমমমমমমমমমমম।
২৭. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: ম্যাকলাভিং বলেছেন: খ্যাতিবান লেকুক কলু মুরশেদের নাম যুগ করেন
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: তুই কর। ভাগ। আর আসিসনে।
২৮. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: ম্যাকলাভিং বলেছেন: নীল শার্ট কিনা দিলে আর আসুমনা প্রমিজ
২৯. ১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: সুতরাং বলেছেন: @ মাহবুব মোর্শেদ ভাই, আলফ্রেড খোকন ভাই এই ব্লগে আর আসেন না। তার লিঙ্ক নাই।
৩০. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৪
comment by: মকসুদ আলম বলেছেন: Click This Link
৩১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
comment by: বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: হা কলু

No comments:

Post a Comment