Monday, March 2, 2009

পুনর্মুষিক ভবঃ # হঠাৎ মনে পড়া গল্প

০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

গল্পটার উৎস মনে নাই। তবে মাঝে মাঝে নানা প্রসঙ্গে মনে পড়ে।

এক দেশে বনের মধ্যে এক মুণি বাস করতেন। তার সঙ্গে থাকতো এক পোষা ইন্দুর। ইন্দুরের আরেক নাম মুষিক। ইন্দুর মুণির কাছে কাছে থাকতো, দানাপানা যা পাইতো তা-ই খাইতো। কিন্তু তার ছিল প্রাণের ভয়। কারণ বনের বিড়ালরা তাকে খুব ডিস্টার্ব করতো। এই দেখে মুণির খুব মায়া হইলো। তিনি মন্ত্র পইড়া ইন্দুরকে বিড়াল বানাইলেন। ইন্দুরে বিড়াল হইয়া খুব খুশী। মাছ-দুধ খায়, আশ্রমের চারদিকে খুব ফুর্তি করে। কিন্তু নতুন উপদ্রব হিসাবে বিড়ালের পিছনে লাগলো কুকুর। কুকুরের জ্বালায় বিড়াল আর বাইরে যাইতে পারে না। মুণির মনে আবার দয়ার উদ্রেক হয়। তিনি বিড়ালটারে কুকুর বানিয়ে দেন। কুকুর হয়ে বিড়াল হাড় গোড় খায়, ঘেউ ঘেউ করে আশ্রম মাতিয়ে রাখে। কিন্তু তাকে নেকড়েরা বড় ডিস্টার্ব করে। নেকড়ের ভয়ে কুকুর মুণির চারদিকে ঘোরা ফেরা করে। মুণি তার নাজুক অবস্থা দেইখা তারে নেকড়ে বানায়ে দিলেন। নেকড়ে হইয়াও শান্তি মেলে না। কারণ বনের বাঘ তারে তারা করে। ঘাড় মটকাইটে চায়। মুণি মন্ত্র পইড়া তাকে বাঘ বানায়ে দেন। বাঘ তো মাংসাশী প্রাণী। সে করে কী, বাঘ হইয়াই প্রথমে মুণির দিকে তেড়ে যায়। মুণি দেখেন মহা বিপদ। তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য তড়িঘড়ি মন্ত্র পইড়া ফেলেন। বলেন পুনর্মুষিক ভবঃ। অর্থাৎ পুনরায় ইন্দুর হইয়া যাও। বাঘ সরাসরি ইন্দুর হইয়া যায়।



এই হইলো গিয়া ঘটনা।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৪৬ টি মন্তব্য
* ৪০৯ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28777748 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৮
comment by: তীর্যক বলেছেন: জনাব@এই অসাধারন গল্পের জন্য ++++

তবে কেন জানি মনে হইল গল্প শেষ হইয়াও শেষ হইলোনা ....... !!!
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: থ্যাংকস। ছুটো গল্পের রীতিই এই। ঠাকুর বলে গেছেন।
২. ০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৫
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: ঝাক্কাস!!!একদাম ঝাক্কাস!!!!
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: পুরা।
৩. ০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৯
comment by: আবু সালেহ বলেছেন: ফাটাফািট গল্প....তয় শেষ মর্মকথা কি???
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: oitai.
৪. ০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫২
comment by: রোডায়া বলেছেন: হুম পুনর্মুষিক কথাটার পিছনের গল্পটা জানা ছিলো৷ ট্যাংকু জানানোর জন্য৷
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: welcome
৫. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
comment by: ত্রিভুজ বলেছেন:

নিঁখুত টাইমিং....

১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: থ্যাংকস।
৬. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
comment by: সিন-লাম-মীম বলেছেন:

সময় থাকতে সাধু সাবধান!
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: হ।
৭. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
comment by: সত্যদা বলেছেন: আপনি কি বর্তমান ব্র্যঘ্রের জন্য এইরুপ কওন মুনরি সন্ধান পাইয়াছনে।

জনাব, অনুগ্রহ করিয়া শীঘ্র মন্ত্র পাঠ শুরু করিতে বলুন....
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: এইখানে অধিক মুনিতে গাঁজন নষ্ট হইতেছে।
সকলে মন্ত্র পড়িলে আর সেইটা কাজ করতে থাকলে বাংলাদেশ চিড়িয়াখানায় পরিণত হবে।
৮. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
comment by: সমালোচনাকারী বলেছেন: অসাধারান মুরশেদ ভাইয়া!!
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: অসাধারণ সমালোচনাকারী।
৯. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০০
comment by: ফেলুদা বলেছেন: অসাধারণ। তার মানে প্রথম আলোতে সত্যিই যাইতেছেন?
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২১

লেখক বলেছেন: মাঝে মাঝেই যাই। এই তো সেদিন গেলাম। সবার লগে আড্ডা মাইরা আইলাম।
১০. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
অভিনন্দন, মোর্শেদ ভাইয়া।
প্রথম আলোতে যাওয়ার জন্যে।

রাইসু ভাইয়ার কী খবর?
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন: আপনাকেও অভিনন্দন প্রথম আলোতে যাওয়ার জন্য।
১১. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২০
comment by: নির্বাক সুশীল বলেছেন:
তীর্যকের মতোন আবালেরাই কপিপেস্ট গল্প পইড়া হাততালি মারে
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: আর আপনের মতো নাবালকেরা সেইটা দেইখা পুইড়া মরে।
১২. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: +
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: +
১৩. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: আমি যেটা ভাবছি সেটাই তাহলে অর্থ ?
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: কী ভাবছেন সেইটা আগে বলেন। হ সেইটাই/ না সেটা না।
১৪. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন: দারুনস
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: হ।
১৫. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৫
comment by: মৃদুল মাহবুব বলেছেন: মজা পাইলাম।
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: সেম টু মি।
১৬. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:০০
comment by: ছক্কা হাজী বলেছেন: তুমি হনু কি তাইলে ছাগল থিকা
বকরিতে পরিণত হইতাছো ?
আরেকখান তাবিজ লাগবো নিহি ??
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: তুমি হাজি থেইকা ফকির হইলা কেমতে?
১৭. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৩
comment by: বেনসন বলেছেন:
বাহ ভালো তো।
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: প্রথম শুনে আমারও ভাল লেগেছিল।
১৮. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০২
comment by: সামী মিয়াদাদ বলেছেন:

...সুন্দর আংটি তৈরী হইছে
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: স্পাইরাল?
১৯. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২০
comment by: ফারহান দাউদ বলেছেন: হঠাৎই কি? তাৎপর্য আসে।
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১২

লেখক বলেছেন: তাৎপর্য বিষয়ক গল্পটা পরে বলছি। দেখেন।
২০. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২০
comment by: অ রণ্য বলেছেন: মানেটা হল........সামহোয়্যার ইন এন্ড.........
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: কী?
২১. ১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৬
comment by: অ রণ্য বলেছেন: হা হা
লেখকের উচিত বাতেন ব্যাপরাগুলোকে
উপভোগ করা গোপনে, অর্থাৎ মনের গভীরে
সুতরাং অপশন, মানে "কি" টা আপনার জন্য উন্মুক্ত হল...........



১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: হা হা।
বাতেনি ব্যাপারের সঙ্গে জাহেরি ব্যাপারও উপভোগ করা যায়। আপনার গল্প পড়লাম। একসময় প্রজাপতি নিয়া আমি ভীষণ অবসেসড ছিলাম।
২২. ১১ ই মার্চ, ২০০৮ সকাল ১১:২৮
comment by: দূরন্ত বলেছেন: অনেক দিন পর ব্লগে আপনাকে দেখে ভাল লাগছে!
১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: আমি তো প্রতিদিনই আসি। আপনি আসেন না।
২৩. ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১৭
comment by: অ রণ্য বলেছেন: আমি এখনও আছি
হয়ত বাকি জীবনেও থাকব

কারণ যখনি মনে হয় লেখাটি আজ থেকে প্রায় সাত দশক আগে লেখা
তখন আরেকবার পড়তে ইচ্ছে হয়

লেখা কি তবে এইভাবেই কালোত্তীর্ণ হয় যে
যখনি পড়ি তখনি মনে তখনকার লেখা

হয়ত আরেকটা দূর্বলতা থেকেও এমনটা মনে হতে পারে
কারণ

জনাব সমরেশ বসু আমার সবচে প্রিয় লেখক.........
১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: প্রজাপতি নিয়ে আদালতের মামলার বিবরণী খুব ইন্টারেস্টিং। কালকূটের লেখাগুলোও ভাল লাগে। প্রজাপতি হাতে নিলে শশসাসহ কথাটা খুঁজে দেখতে ইচ্ছা করে।

No comments:

Post a Comment