Monday, March 2, 2009

কার কার বই বের হচ্ছে?

২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৩
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

ব্লগার ও ব্লগে উপস্থিত লেখকদের বই নিয়ে কিছু পোস্ট এসেছে। ব্লগে ধারাবাহিকভাবে লেখা উপন্যাস এবার বই মেলায় আসছে এটা আমাদের জন্য খুশীর খবর। কৌশিকের কথা ঠিক হলে, হয়তো অপরবাস্তব বের হবে না। এটা দুঃখের খবর। ব্লগে নিয়মিত ও অনিয়মিত যে ধরেনের লেখকই হোন না কেন, আপনার বা সহব্লগারদের কী কী বই বের হচ্ছে প্লিজ মন্তব্য আকারে জানান।
যেসব তথ্য থাকতে হবে :
১. বইটির নাম কী?
২. লেখকের নাম কী?
৩. প্রকাশক কে?
৪. প্রকাশক নিজে হলে পরিবেশক কে? অথবা বই মেলার কোথায় বইটি পাওয়া যাবে?
৫. বইমেলায় কবে নাগাদ বইটি বিক্রির জন্য পাওয়া যাবে?
৬. বইটির দাম কত?

পারলে বইয়ের প্রচ্ছদটি আমার ঠিকানায় মেইল করুন।
কাল মেকাপ। অতএব আজ পেলে হয়তো তথ্যগুলো ধরাতে পারবো। মেইলিং অ্যাড্রেস যথারীতি ব্লগের প্রোফাইলেরটাই।



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ৮৯ টি মন্তব্য
* ৮৯০ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28765260 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: আকাশচুরি বলেছেন: ভালো উদ্যেগ
২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: থ্যাংকস।
২. ২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪১
comment by: পালর্ামেন্ট বলেছেন: ১. কুয়াশায় নিবৃত্তি (কবিতার বই)
২. মৃন্ময় মল্লিক (ছদ্মনাম)
৩. প্রজাপতি
৪. প্রজাপতির ষ্টলে পাবেন।
৫. ৬/৭ তারিখ থেকে।
৬. ৬০ টাকা
২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: এই প্রজাপতি কি সেবা প্রকাশনীর সঙ্গে রিলেটেড?
৩. ২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


+
আমার বই এবার বের হবে কি না নিশ্চিত নই এখনো:)

গত মেলায় প্রকাশিত 'অচিন মানুষটির নানা রঙের গল্প' বইটি শুদ্ধস্বর প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। দাম বেশি না ৮০ টাকা
২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: শুদ্ধস্বর কি আলাদা স্টল নেবে নাকি লিটল ম্যাগাজিন কর্নারেই বসবে?
৪. ২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৩
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


মোর্শেদ ভাই
লিটল ম্যাগাজিন কর্ণারেই বসবে মনে হয়। আপনি তো দেশে আছেন। উনাকেও জানেন। সঠিক খবরটা উনার কাছে পাবেন আশা করি।
আসলে বইমেলায় বই বের হবে না ভাবলে মন বিষাদাচ্ছন্ন হয়। একটা উপন্যাস বের হবে ভেবেছিলাম, কিন্তু লেখা এখনো কমপ্লিট হয় নি।
২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: দেখা হলে নিশ্চয়ই জেনে নেবো।
৫. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: নির্বাসিত বলেছেন: সারওয়ারচৌধুরী-- কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। বই ছাপতে কি নিজেকেই খরচটা দিতে হয়? তাই যদি হয় তাহলে, কিরকম খরচ পড়ে?
স্যরি মাহবুব মোর্শেদ- আপনার ব্লগে বসে আরেকজনকে প্রশ্ন করার জন্য। যদি উত্তরটি আপনার জানা থাকে, তাহলে আপনিও আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: নির্বাসিত,
সাধারণত বই ছাপতে পয়সা দিতে হয় না। বরং পয়সা পাওয়া যায় ভাগ্য ভাল হলে। সেক্ষেত্রে প্রকাশক নিশ্চিত হতে চাইবেন যে, আপনার বইটি মেলা ও মেলার পর উল্লেখযোগ্য সংখ্যায় বিক্রি হবে। প্লাস এখন অনেক প্রকাশকই তরুণ লেখকদের বই ভর্তুকি দিয়ে হলেও প্রকাশ করতে চান। আশার কথাই আপাতত শোনালাম নিরাশার কথা পরে হবে।
৬. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: অমিত আহমেদ বলেছেন: সামহোয়্যার ইন ও সচলায়তনে শুরু করা আমার উপন্যাস 'গন্দম' আসছে এবারের বইমেলায়

বইটির নাম: গন্দম
লেখকের নাম: অমিত আহমেদ
প্রকাশক কে: জাগৃতি প্রকাশনী
কবে নাগাদ পাওয়া যাবে: ৭ তারিখের মধ্যে
বইটির দাম: ১৩০ টাকা, বইমেলায় বিক্রি হবে ৯০ টাকায়

প্রচ্ছদ ইমেইল করে দিচ্ছি।

(মোর্শেদ ভাই, আপনাকে শুভ জন্মদিন)
২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
৭. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: মাঠশালা বলেছেন: ১. বইটির নাম: তিন পালকের পাখি
২. লেখকের নাম: নৃপ অনুপ
৩. প্রকাশক: কালনেত্র
৪. প্রকাশক নিজে হলে পরিবেশক: লেখক ও প্রকাশনা সংস্থা এবং বন্ধুবান্ধব।
৫. বই মেলার কোথায় বইটি পাওয়া যাবে: প্রধানত "লিটিল ম্যাগ প্রঙ্গন"
৬. বইমেলায় কবে নাগাদ বইটি বিক্রির জন্য পাওয়া যাবে: প্রথম থেকেই
৭. বইটির দাম কত: ৬০/৮০
২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: শূন্য দশকের আর কারো বইয়ের তথ্য কি আপনার কাছে থাকার সম্ভাবনা আছে?
৮. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫১
comment by: ফেলুদা বলেছেন: আমাকে নিয়ে দুটো বই আসছে। পাইরেট পাবলিকেশন থেকে বেরুচ্ছে। একটি বাংলা ও একটি ইংরেজি। বাংলা বইটির নাম হচ্ছে feluda in somewhere। ইংরেজি বইটি হচ্ছে কুয়াকাটায় দাড়িকাটা। প্রচছদ পাঠিয়ে দেব
২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: আপনার প্রতিভা আছে।
৯. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫২
comment by: পিক্সেল বলেছেন: ভাল উদ্যোগ
২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: থ্যাংকস।
১০. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: জল রঙ বলেছেন: বইয়ের নাম- তুতিয়া তুতিল
লেখক- মাহবুবে আলম
প্রকাশক- বাতিঘর
কবে নাগাদ পাওয়া যাবে: ৫ তারিখের মধ্যে
বইটির দাম: ৭০ টাকা

প্রচ্ছদ ইমেইল করে দিচ্ছি ।
২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: আপনার প্রতিভায় আমি মুগ্ধ।
১১. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪১
comment by: মৃদুল মাহবুব বলেছেন: জুয়ার আসরে কোন আঙুলই মিথ্যা নয়--জুয়েল মোস্তাফিজ
নালন্দা-লোক প্রকাশনী
দাম জানা নেই
লিটলম্যাগ স্টল

সাকার্স তাবুর গান--- বিজয় আহমেদ
প্রকাশক সম্ভবত টিম ওর্য়াক
দাম জানা নেই
লিটলম্যাগ স্টল

মামুন খান-- জল ও জলপাই
আর কিছু জানা নাই।

এমরান কবির-- পবিত্র মাতাল
মাহমুদ শাওন--
অভিজিৎ দাশ--
তুহিন দাশ--
আমজাদ সুজন--

এছাড়া অনেকে বই করবে। আর বেশি কিছু জানি না।

মেইল এ তিনটা প্রচ্ছদ পাঠাচ্ছি।
২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: কেউ জানলে বইলেন।
১২. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৬
comment by: মৃদুল মাহবুব বলেছেন: জাহিদ সোহাগ এর কবিতার বই
২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: ডিটেইল কে জানে?
১৩. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: জেবতিক আরিফ, ফকির ইলিয়াস ও ফাহমিদুল হকের বইয়ের ডিটেইল কেউ জানালে বাধিত হবো। ওনারা নিজেরা জানাইলেও ভাল হয়।
১৪. ২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
comment by: সুতরাং বলেছেন: মাহবুব ভাই, চামে নিজেদের কবিতার বইয়ের নাম বলে দেই। বই বেরোচ্ছে-

বইয়ের নাম: আততায়ীর চোখ
লেখক: মাহমুদ শাওন
প্রচ্ছদ: আমজাদ আকাশ
প্রকাশক: অনন্যা
পৃষ্ঠা: ৪৮
মূল্য: ৬০ টাকা।

বইয়ের নাম: জুয়ার আসরে কোনও আঙুলই মিথ্যা নয়
লেখক: জুয়েল মোস্তাফিজ
প্রকাশক: অনন্যা
পৃষ্ঠা: ৬৪
মূল্য: (নির্ধারিত হয়নি)

বি.দ্র: আমার বইয়ের প্রচ্ছদটি আপনার মেইলে পাঠাচ্ছি।
২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: নিজেদের বইয়ের কথা নিজেরাই বলা ভাল। অনেক অনেক ধন্যবাদ শাওন।
১৫. ২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
comment by: সুতরাং বলেছেন: আর একটা বিষয়। মৃদুল যাদের তালিকা দিয়েছে তাদের মধ্যে এমরান কবির ও সম্ভবত তুহিন দাসের বই বেরোচ্ছে না। আর বই বেরোচ্ছে অরণ্য প্রভার গ্ল্পগ্রন্থ পঞ্চমী তৎপুরুষ। বইটির প্রকাশক: ব্যাস, প্রচ্ছদ: শাহীনুর রহমান, মূল্য: ১০০ টাকা।
২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: আর কারো বইয়ের কথা জানতে পারলে জানাইয়েন। আর প্রচ্ছদ থাকলেও পাঠাইয়েন। জুয়েলের বইয়ের প্রচ্ছদ নাকি আপনার কাছে আছে?
১৬. ২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
comment by: সুতরাং বলেছেন: প্রচ্ছেদর ছবি আছে বটে, তবে ছবিটি দিয়ে পূর্ণাঙ্গ প্রচ্ছদ এখনও তৈরি হয়নি। সম্ভবত ১/২ তারিখে হবে। আপাতত আমাদের সময়ের আর কারো বই প্রকাশের কথা আমার জানা নেই।
আপনাকে জন্মদিনের অনেক শূভেচ্ছা।
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৯

লেখক বলেছেন: ব্যাপার না। একজন বললো তো। তাই জিগাইলাম।
ধন্যবাদ আপনাকে।
১৭. ২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
comment by: আরিফ জেবতিক বলেছেন: প্রিয় মাহবুব মোর্শেদ ,
উদ্যোগটি ভালো ।

উত্তর নিম্নরূপ :

১. বইটির নাম কী?
: তাকে ডেকেছিল ধূলিমাখা চাঁদ ।


২. লেখকের নাম কী?
: আরিফ জেবতিক ।

৩. প্রকাশক কে?
: জাগৃতি ।

৪. প্রকাশক নিজে হলে পরিবেশক কে? অথবা বই মেলার কোথায় বইটি পাওয়া যাবে?
: জাগৃতির স্টল ।


৫. বইমেলায় কবে নাগাদ বইটি বিক্রির জন্য পাওয়া যাবে?
: প্রথম সপ্তাহ থেকে । ৪ তারিখ চলে আসার কথা ।

৬. বইটির দাম কত?
: দাম ১০০ টাকা । বইমেলায় ২৫ শতাংশ কমিশনের পরে দাড়াবে ৭৫ টাকা ।


প্রচ্ছদটি মেইল করে দিচ্ছি ।
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: আরিফ ভাই,
অনেক ধন্যবাদ।
১৮. ২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: মাঠশালা বলেছেন: অভিজিৎ দাসের বই এ মেলায় প্রকাশ হবার সম্ভাবনা ৭০/৮০পার্সেন্ট। শিল্পরুপ থেকে বেরুতে পারে। আর কিছু ঠিক হয় নাই।
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: বেস্ট উইশেশ ফর অভিজিৎ।
১৯. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩১
comment by: অমিত আহমেদ বলেছেন: নজমুল আলবাব ও মাশা ভাইয়ের বই রেরুচ্ছে শষ্যপর্ব থেকে।
২০. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৭
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন:
শস্যপর্ব প্রকাশন থেকে নজমুল আলবাবের গল্পের একটা বই বের হবে। নাম : বউ, বাটা, বল সাবান। পরিবেশক শুদ্ধস্বর। দাম ৮০ টাকা। প্রথম সপ্তায় পাওয়া যাবে।

ধন্যবাদ অমিত ভাই।


২১. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪০
comment by: এম.এ.হামিদ বলেছেন: পোষ্ট টি ষ্টিকি করা হউখ
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: আরে এম এ হামিদ যে?
কী খবর? এতগুলা পোস্ট দিলেন অথচ বই হবে না এইটা কেমনে হয়?
২২. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৪
comment by: এম.এ.হামিদ বলেছেন: দুর এসব বালছাল কে ছাপবো।
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: কেন বই বের হওয়ার কথা ছিল না গত মেলায়।
২৩. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৫
comment by: এম.এ.হামিদ বলেছেন: দুর মামো তুমি আমারে চিনোনা কেন ফুট ফাট মারতাসো। কেন তোমার কি বই বাইর হইতাসে?
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: তোমারে চিনি না? গুড়।
আমার বই বারাইবো না এইবার।
২৪. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৩
comment by: এম.এ.হামিদ বলেছেন: কেমতে চিনবা, একটু কও? তোমার থিসিস শুনি। আমার মনে হয়না ব্লগের বাইরে আমার আর তোমার কোন মোলাকাত কখনই হইষএ?
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: মোলাকাত কি ব্লগেই কম হইছে?
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: তোমার বই বের হওয়ার কথা শুনছিলাম।
২৫. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৮
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: বাপরে!!!
আমি শুধুই পাঠক,শুধুই পাঠক,শুধুই পাঠক.........শুধুই.......
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৯

লেখক বলেছেন: এটাও ভাল অবস্থান।
২৬. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৫
comment by: দস্যু বনহুর বলেছেন: বেসময় প্রকাশনী থেকে বনহুর সিরিজের ৫০১তম বই বের হবে। নাম 'ইয়াবা সুন্দরী নিকিতার কবলে বনহুর'। দুঃখের বিষয় হলো পাঠক সাধারন বইটি কিনতে পারবেন না, কারন মুদ্রনসংখ্যা মাত্র ১। তবে সামহোয়ারের কুশীল পাঠকদের জন্য বইটির অংশবিশেষ পোষ্টানো হবে।

২৭. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: দস্যু সাহেব,
আপনার প্রতিভাও প্রবাদতুল্য।
২৮. ৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আজকের যায়যায়দিনে ব্ইয়ের তথ্যগুলো এসেছে ছবি সহ।
http://www.jaijaidin.com/page.php?pid=13190
২৯. ৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৮
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: এইবার আমার কোন বই বের হবে না।
৩০. ৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: ঝড়ো হাওয়া,
তথ্যের জন্য ধন্যবাদ।
৩১. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
comment by: ফাহমিদুল হক বলেছেন: জানি কাজে আসবে না, তবু এই পোস্টে রেকর্ড থাকুক

১. কিশোর-উপন্যাস: 'বেড়ালের দেশে ইঁদুর হয়ে', পাঠসূত্র প্রকাশনী
২. গবেষণামূলক প্রবন্ধ: 'বাংলাদেশের চলচ্চিত্র: সঙ্কটে জনসংস্কৃতি' (সহলেখক গীতি আরা নাসরীন), শ্রাবণ প্রকাশনী

বাইরে থাকায় বাকি তথ্যগুলো বলতে পারছি না। ১ নম্বর গ্রন্থটি প্রথম দিকে আসার কথা। ২ নম্বরটি মাঝামাঝি বা শেষের দিকে।
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আগে বললে আমি রবিন আর রাজীব ভাইরে ফোন করে জেনে নিতে পারতাম।
ব্যাপার না। জানা থাকলো।
৩২. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
comment by: মাহবুব সুমন বলেছেন: ব্লগার বন্ধুদের বই কেনায় এ পোস্টি খুবই কাজে লাগবে।
ধন্যবাদ মামো।
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: থ্যাংকস, সুমন।
৩৩. ৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৪
comment by: অমিত আহমেদ বলেছেন: মোর্শেদ ভাই অসাধারণ একটা কাজ করেছেন।
অসংখ্য ধন্যবাদ :)
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৭
comment by: বিজ্ঞানী বলেছেন: অন্য ভূতের গল্প
লেখক: ধ্রুব নীল
প্রকাশনি: মুক্তচিন্তা
দাম: ৮০ টাকা
আজ বিকালে পাওয়া যাবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: থ্যাংকস। মুক্তচিন্তার স্টলে?
৩৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: অচেনা বাঙালি বলেছেন: আরো কেকজন ব্লগারের বই বেরুচ্ছে। লিংক দিতেছি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: জানা থাকলে আরও দেন।
৩৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৮
comment by: অচেনা বাঙালি বলেছেন:

ব্লগার আহমেদ ফারুকের গল্প গ্রন্থ কাক।


link
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: লিঙ্ক থেকে বইয়ের ডিটেইল পাইলাম না। আপনি জানতে পারলে বইলেন।
৩৭. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৭
comment by: সামী মিয়াদাদ বলেছেন: আপনার কি কি বই আছে? একটি গল্পের বই আছে বলে জানি...নামটি বলুন

এইবার কি কোন বই বেরুচ্ছে?

যদি না বের হয় তবে পুরোনগুলোর নাম এবং প্রকাশকের নাম বলুন....পড়ে দেখবো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: এ মেলায় আমার কোনো নতুন কোনো বই আসবে না। একটি মেলাতেই শুধু একটি বই এসেছিল। ২০০৬-এ। বইটার নাম ব্যক্তিগত বসন্তদিন। আশা করা যায় এবারও এই পুরানা বইটা কাগজ প্রকাশনের স্টলে পাওয়া যাবে। আমি এখনও মেলায় যাইনি। ফলে নিশ্চিত করে বলতে পারছি না পাওয়া যাবে কি না। কাগজ প্রকাশনীর স্টল সামনে পড়লে একটু খোঁজ নিয়েন কষ্ট করে।
৩৮. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: নাজিরুল হক বলেছেন: হামিদ ভাইয়ের বই বের হলে যে ভাবেই হোক আমি কিনবো ;)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: হামিদ লেখক মানুষ। হামিদের বই বের হলে তো কিনতেই হবে। কিন্তু হামিদের নিজের নাম কী সেইটা আগে জানতে হবে। নইলে হামিদের বই পাওয়া যাবে না।
৩৯. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২০
comment by: অচেনা বাঙালি বলেছেন:
ব্লগার মোস্তফা কামালের ৫ টি বই!

১. বৃষ্টিভেজা সন্ধ্যায় একা মেয়েটি (উপন্যাস) প্রকাশ করেছে সময়।
২. একদিন জোছনাভরা রাতে (উপন্যাস) প্রকাশ করেছে পার্ল।
৩. মিরাকুলাস (সায়েন্স ফিকশন) প্রকাশ করেছে অনন্যা।
৪. পাগল ছাগল ও গাধাসমগ্র-২
রম্য ও ব্যঙ্গবিদ্রূপ রচনা। প্রকাশ করেছে পার্ল
৫. ভালোবাসা সমগ্র
প্রকাশ করেছে পার্ল

View this link
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: থ্যাংকস।
৪০. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৭
comment by: সামী মিয়াদাদ বলেছেন: ওকে বস......খোজ নেব....আমি নেক্সট শুক্রবার যাব বইমেলাতে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: থ্যাংকস।
৪১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪১
comment by: অচেনা বাঙালি বলেছেন: নেক্সট শুক্কুর বার আমিও যাইতারি সামী, বউ বাইচ্চা লইয়া।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: শুক্রবার খুব ভীড় হবে কিন্তু।
৪২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৬
comment by: সামী মিয়াদাদ বলেছেন: ব্যক্তিগত বসন্তদিন কালেক্টেড বাট নট ইয়েট রেড....
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: থ্যাংকস।
৪৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৯
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
আমার বই বের হইসে।

"ফাল্গুনের দিনে সুশীল কাকেরা কেনো কা কা করে?"
প্রকাশনায় - কাকা প্রকাশনী।
১৭৮ পৃষ্ঠা।
মূল্য - তিন ডলার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: আপনের সব প্রতিভা সুশীলদের পিছনে কাজে লাগাইলে তো নষ্ট হয়ে যাবে।
৪৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫১
comment by: মাঠশালা বলেছেন: ২০ তারিখের মধ্যে দুইটা বই আসতেছে:


১.

বইটির নাম: তৃশঙ্কুর কররেখা
লেখকের নাম: নৃপ অনুপ
প্রকাশক: কালনেত্র
প্রকাশক নিজে হলে পরিবেশক: লেখক ও প্রকাশনা সংস্থা এবং বন্ধুবান্ধব।
বই মেলার কোথায় বইটি পাওয়া যাবে: প্রধানত "লিটিল ম্যাগ প্রঙ্গন"
বইমেলায় কবে নাগাদ বইটি বিক্রির জন্য পাওয়া যাবে: ১৯ ফেব্রুয়ারী থেকে
বইটির দাম কত: ৬০/৮০




২.

বইটির নাম: নিগ্রো পরির হাতে কামরাঙা সবুজ আপেল
লেখকের নাম: অভিজিৎ দাস
প্রকাশক: শিল্পরুপ
বই মেলার কোথায় বইটি পাওয়া যাবে: প্রধানত "লিটিল ম্যাগ প্রঙ্গন"
বইমেলায় কবে নাগাদ বইটি বিক্রির জন্য পাওয়া যাবে: ১৯ ফেব্রুয়ারী থেকে
বইটির দাম কত: ৬০/৮০
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: থ্যাংকস এ লট, জুবেরী।
৪৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: সুতরাং বলেছেন: কাগজ প্রকাশনী (৩২২নং স্টল)-এ মাহবুব মোর্শেদের ব্যক্তিগত বসন্তদিন গল্পগ্রন্থটি পাওয়া যাচ্ছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: বিক্রি এখনও হয়? মানে হইতেছে কিছু?
৪৬. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৭
comment by: সামী মিয়াদাদ বলেছেন: আমি তো কিনলাম.....জিসম গল্পটা পড়ছি....আবেশে ডুইবা আছি.....বুঝতেছিনা কি কমু
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল খারাপ কিছু একটা বইলা ফেলেন।
৪৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৭
comment by: রাহাদ আবির বলেছেন: বইেয়র নাম : ভােলা বউ
অনুবাদ : রাহাদ অািবর
প্রকাশক : কথাপ্রকাশ (১ অািজজ সুপার মাের্কট, ঢাকা)
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
দাম : ৮০ (কমিশন বােদ)
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: বাহ। থ্যাংকস।

No comments:

Post a Comment