Monday, March 2, 2009

এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৬
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

এফডিসির কোনো নায়কের জন্য আমার মনে কোনো দুঃখবোধ থাকা খুব স্বাভাবিক ঘটনা নয়। ক্লাস ফাইভে জীবনের প্রথম যে সিনেমা দেখেছিলাম রংপুরের লক্ষ্মী টকিজে তার নাম এক্সিডেন্ট। জসিম ছিলেন সে সিনেমার নায়ক। তারপর অনেক সিনেমা দেখেছি। খুব ঘটা করে শেষ দেখেছিলাম রাঙাবউ মিরপুরের সনি সিনেমা হলে। এর আগে পপির প্রথম ছবি কুলি দেখেছিলাম বন্ধু-বান্ধব সবাই মিলে, বেশ মনে আছে। আমার দেখা সিনেমার তালিকায় নায়ক মান্নার সিনেমা ছিল। কিন্তু এই মুহূর্তে একটা সিনেমার কথাও মনে পড়ছে না। তবে এইটুকু মনে করতে পারি আশির দশকের শুরুর দিকে সম্ভবত মান্না সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। রাগী নায়কের চরিত্রে বিশাল দেহের মান্নাকে খুব মানাতো। দেহের বিশাল আকৃতির কারণে যে কোনো ধুমসী নায়িকার সঙ্গেই তাকে মানাতো। জসিম, মান্না, ইলিয়াস, কাঞ্চনের পাশে সাম্প্রতিক অনেক নায়ককে মনে হতো শিশু। বাংলা সিনেমার হিরোইজম বলতে সাম্প্রতিক সময়ে মান্নাই ছিলেন শেষ কথা, শুনেছি। তার মৃত্যুর পর বহু প্রোডিউসারকে বিপদে পড়তে হবে। সালমান শাহের মৃত্যুর পর এত বড় শোক হয়তো এফডিসির লগ্নীকারকরা আর অনুভব করেননি।
মান্নাকে একদিন সামনাসামনি দেখেছি। যায়যায়দিনে চে ক্যাফেতে বসে রিজভীরা তার ইন্টারভিউ নিচ্ছিলেন। তখন পাশের টেবিলে কফি খেতে খেতে শুনছিলাম মান্নার কথা। না শোনা ছাড়া উপায় ছিল না। কারণ মান্না আস্তে কথা বলতে পারেন না। পুরো ক্যাফেটাই তার কথার গমকে কাঁপছিল। কথা কিন্তু বেশ গুছিয়ে বলছিলেন। শুনতে ভাল লাগছিল।
মান্নার প্রতি শৈশব থেকেই আমার একটা বিরাগ ছিল। এফডিসির সিনেমার প্রতি ইন্টেলেকচুয়ালদের বিরাগের কথা গুনীজনবিদিত। সেক্ষেত্রে যে কোনো একজন নায়কের প্রতি আলাদা করে বিরাগ থাকাটা অস্বাভাবিক। তারপরও এক গোপন কারণে ছিল মান্নার প্রতি আমার ব্যক্তিগত বিরাগ।
শৈশবে আমাকে মান্না নামে ডাকা হতো। কারণ আমার ডাক নাম মান্না। আমার জন্মের বছর ১৯৭৭ সালে নায়ক মান্না হয়তো এফডিসিতে আসেননি। ফলে, তার মতো আমার নামও হয়তো তখনকার জনপ্রিয় গায়ক মান্না দের নামেই রাখা হয়েছিল। কিন্তু তারপরও অতো ব্যাখ্যা-বিশ্লেষণের অবকাশ না রেখেও আমি স্কুল জীবনের পরপর, এই চিত্রনায়কের প্রতি বিরাগবশত নামটা গোপন করে রেখেছিলাম। পুরনো বন্ধুরা হঠাৎ জনসমক্ষে মান্না বলে ডাকলে আমার কেমন অস্বস্তি হতো। কেউ দূর থেকে মান্না বলে ডাকলে এখনও অভ্যাসবশত আমি ঘুরে তাকাই। আজও একজন কলিগ যখন জিজ্ঞেস করলো, মান্নার খবর কী? আমি চমকে উঠেছিলাম। ভাবছিলাম, এ কথার উদ্দেশ্য কী? পরে ব্লগ খুলে মান্নার মৃত্যুর সংবাদে মনটা ভার হয়ে গেল। মনে পড়লো, তার সঙ্গে আমার শত্রুতার কথা।
‌'নেমসেক' বলে একটা কথা আছে। মানুষের নাম মুন্না, মুনা, মুন, মান্নান কত কিছুই হয়। মান্না নামটা আমি খুব বেশি শুনিনি। তবু চিত্রনায়ক মান্নার কারণে এই নামটাকে বহুদিন গোপন করে রেখেছিলাম। আজ প্রকাশ করে দিলাম। নেমসেক বলে একটা কথা আছে। কথাটা কাজের।



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।



* ৩৭ টি মন্তব্য
* ৭০৬ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28771449 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৩
comment by: মুনিয়া বলেছেন:
সংবাদটাতে মন ভার হয়নি। কিন্তু আপনার লেখাটা পড়ে মন ভার হয়ে গেল....
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: সংবাদটা পড়েই আমার মন খারাপ হয়ে গেছে।
২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৭
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: +
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: থ্যাংকস।
৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২১
comment by: নেমেসিস বলেছেন: আমার কনফিউশন আরও আগের ।আমার কলেজে এক জুনিয়র মেয়ে ছিলো মান্না নামে । আচ্ছা বলুন দেখি মান্না নামটি আসলে পুংবোধক না স্ত্রীবোধক ?? না এ নাম টি ও ঐ বাবু টাইপ কিছু একটা ??
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: মান্না নামের উৎস আমি ঠিক জানি না।
মুসা নবী যখন খুব বিপদে ছিলেন তখন তাকে আকাশ থেকে এ ধরনের খাবার পাঠানো হতো সেই খাবারের নাম ছিল মান্না-ওয়াস-সালওয়া। এছাড়া আর কিছু জানি না।
৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ইদানিংকালের বাংলা সিনেমার সাথে পরিচয় না থাকলেও বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের চেনেন না এমন লোক খুজে পাওয়া দুস্কর । দুপুর ২ টার দিকে যখন খবরটা শুনলাম বিশ্বাসই হচ্ছিল না । আমার এক পরিচিত জনের খুব কাছের আত্মীয় মান্না ।

মানুষের জীবনটা কত ঠুনকো ,হঠাৎ মৃত্যু কড়া নেড়ে যায় ।

মান্নার বিদেহী আত্মার শান্তি কামনা করছি
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: হ্যাঁ।
৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৭
comment by: কিরিটি রায় বলেছেন: ও মান্না.... এখনতো ভুলে যাও.....সেই বিরাগ

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: হ।
৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৫
comment by: বাবুই বলেছেন: লেখাটি পড়ে খুব দু:খবোধ হলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: রিজভী বলেছেন: মান্না ভাইয়ের মৃত্যু আমাদের মুভি ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। ধন্যবাদ লেখাটির জন্য।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: মিরাজ বলেছেন: সকল মৃত্যুই দু:খের, কষ্টের । মৃত্যু নিয়ে কোন অনুভুতি পড়তে যাওয়াটা সেই দু:খের বোধটাকে আরো জাগিয়ে দেয় ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মিরাজ ভাই।
৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২০
comment by: ফারহান দাউদ বলেছেন: তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
১০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: দূরন্ত বলেছেন: মান্নাকে সামনাসামনি প্রথম দেখি শেরাটনে এক মুভির মহরত অনুষ্ঠানে। মান্না এলেন বক্তব্য দেবার জন্য দাড়ালেন এবং একটা হাসি দিলেন। ফটোসাংবাদিকরা ক্লিক ক্লিক করে ছবি তোলার পর তিনি কথা শুরু করলেন-- আমার নতুন করে আর কিছু বলার নেই, আগের বক্তারাই সব বলে দিয়েছেন....
আমি মান্নার সিনেমা দেখেছি ঢাকার বিভিন্ন সিনেমা হলে গিয়ে। যারা সেখানে যেয়ে, দর্শকদের হাততালি আর চিৎকার শুনেন নি তাদের পক্ষে বোঝা কঠিন, মান্না বাংলাদেশের কতোটা জনপ্রিয় নায়ক ছিলেন
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: আজকে তো মান্নার ভক্তদের চাপে ঢাকা শহর সামলানোই দায় হয়ে পড়েছিল।
১১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
comment by: রকি ভাই বলেছেন: আহারে...!!
তা আপ্নে নিজে কেমন আছেন?
ভিজিট না করলে মিস করবেন
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: রকি, এইটা কি তুই না অন্য কেউ?
তোর পাতার লিঙ্ক দিয়া অন্য কেউ ফাইজলামি করতেছে না তো?
১২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫০
comment by: ফাহমিদুল হক বলেছেন: পপুলার ফিল্ম নিয়ে গবেষণার প্রয়োজনে মান্নার প্রচুর ছবি দেখতে হয়েছে। দু'দিন আগেই মান্নার ছবি দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম: Click This Link
সত্যি খারাপ লাগছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: ফাহমিদ ভাই,
আপনাদের লেখাটা আগেই পড়েছিলাম। আপনার কমেন্ট পেয়ে ভাল লাগলো।
ধন্যবাদ।
১৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫১
comment by: ফাহমিদুল হক বলেছেন: এখন থেকে তাহলে আপনাকে মান্নাও ডাকা যায়!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: মৃদু অনভ্যস্ততা আছে।
১৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৩
comment by: ফাহমিদুল হক বলেছেন: এফডিসির কোর সিনেমাগুলোর শীর্ষস্থানীয় নায়ক ছিলেন মান্না। রিয়াজ-ফেরদৌস-শাকিব 'খানিক ভালো' ছবিগুলো ভাগাভাগি করে অভিনয় করতেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: আপনার বইটা পড়ার অপেক্ষায় আছি। সংগ্রহ করে পড়ে ফেলবো শীঘ্রই।
১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: যে কোন মৃত্যু নাড়া দিয়ে যায়..........
সময় ,অসময় এর কথা বলে স্বান্তনা খুঁজে লাভ কি?
মৃত্যু মানে হলো চলে যাওয়া............

শুভেচ্ছা থাকলো ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: যে কোনো মৃত্যু নাড়া দেয় না।
ইরাকের মৃত মানুষের লাশ দেখতে দেখতে সকালের নাস্তা করতে করতে কতটা নির্লিপ্ত থাকি আমরা যে কথাটা ভেবে দেখারও সময় পাই না।
১৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০১
comment by: মোমের আলো বলেছেন:
খুবই কষ্টের খবর
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: হ।
১৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৬
comment by: সবুজ আরেফিন বলেছেন: কোন জায়গায় বোমা হামলায় দশ হাজার লোক মারা গেছে আর বাংলাদেশ খেলায় জিতেছে। একটা পত্রিকার দুইটা হেডলাইন। এখন আমরা কোন খবরটাকে কিভাবে নিই? একটু ভাবুনতো!

আমাদের মনুষ্যত্বের বরফখন্ডটি গলতে গলতে প্রায় নাই হয়ে গেছে, মাহবুব ভাই।

লেখাটি পড়ে আমার এরকম অনুভুতিই হলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: সহমত।
১৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
comment by: মাঠশালা বলেছেন: মাহবুব ভাই,
আপনার লেখাটি প্রথম পড়ে মন্তব্য করতে গিয়েও করিনি। আজ কেন যেন কিছু বলতে ইচ্ছা করল।

নায়ক মান্না'র মৃত্যু নিয়ে এই সা: ইন ব্লগে যা হলো তাকে এক কথায় মধ্যবিত্তের আধিপত্যবাদী আচরণের এক ন্যাক্কারজনক উধাহরণ হিসেবে যেকোন সমাজ তাত্ত্বিক কাজে লাগাতে পারবেন।

ভালো থাকবেন আর আশা করি ভুল বুঝবেন না।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: আপনার সঙ্গে আমার দ্বিমত নাই। আমার অনুভূতিটুকু একান্তই ব্যক্তিগত। শিক্ষিত লোকের সমাজের সঙ্গে খেটে খাওয়া মানুষের সমাজের পার্থক্য ওই দিনই স্পষ্ট বোঝা গেছে যেদিন মান্নার জন্য সমবেত মানুষের ঢল দেখে শিক্ষিত লোকেরা হতচকিত হয়ে গিয়েছিলেন। বাংলা সিনেমা বলতে তো আমরা বুঝি অশ্লীল সিনেমাই শুধু। অশ্লীল সিনেমা বলতে আমরা কী বুঝি সেটা নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আবার মান্নার মতো নায়কেরা কতটা অনাশ্লীল ছবিতে অভিনয় করেন সেটাও আমরা জানি না। ফলে, তার এত জনিপ্রয়তা কেন সেটা বুঝার ক্ষমতা আমাদের নাই।
১৯. ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১১
comment by: শফিকুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
মাহবুব ভাই...
০২ রা মার্চ, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ওয়েলকাম।

No comments:

Post a Comment