১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৬
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]
২০০৭ সালের জানুয়ারি মাসের আগে যদি এই প্রশ্ন উঠতো তবে আমি নিজে নিজেই উত্তর দিতে পারতাম। ভোট হইলে হয় খালেদা জিয়া নয়তো শেখ হাসিনা। এই সরকার আসার আগে যে রাজনৈতিক ধারা চলতেছিল সেই ধারা যদি অব্যাহত থাকতো তবে বাংলাদেশে কয়েক টার্ম পরেই ভবিষ্যত প্রধানমন্ত্রী হইতেন তারেক রহমান অথবা সজিব ওয়াজেদ জয়। বর্তমান সরকার ক্ষমতা ছেড়ে দিলে আশা করা যায় এদেশের রাজনীতি আগের খাতেই ফিরে যাবে। অর্থাৎ, খালেদা জিয়া অথবা শেখ হাসিনা পরে তারেক রহমান ও সজিব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী হবেন। আগামী কয়েক দশকের জন্য আর চিন্তা থাকলো না।
কিন্তু যদি রাজনীতি নিয়া আমরা টেনশন করতে বসি। যদি ভাবি, এই সরকার সফল হবে। তারা শেখ হাসিনা ও খালেদা জিয়ার রাজনীতির অবসান ঘটাবে। আদালতে তারা শাস্তি পাইবেন। নির্বাচন করতে পারবেন না। ফলে, সংসদেও বসতে পারবেন না। প্রধানমন্ত্রীও হইতে পারবেন না। যদি সাথে সাথে তারেক রহমানেরও শাস্তি হয় এবং আপাতত তার প্রধানমন্ত্রী হওয়ার সাধ না মিটে। আওয়ামী লীগের কোন্দল মিটাইতে যদি সজিব ওয়াজেদ জয়কে দেশে ফিরতে না দেওয়া হয়। তাইলে বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী কে হবেন?
কিছু ক্লু ভাবা যাক। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দুরবস্থা এমনই যে, বাম, আধাবাম, আধা আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। জামাত ক্ষমতায় আসতে পারবে না। এই সরকারের আমলে গঠিত গাছে কাঁঠাল গোঁফে তেল পার্টিগুলার অবস্থা জীবনেও ভাল হবে না। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে খালেদা হাসিনা ছাড়া নেতা নাই যিনি দেশকে নেতৃত্ব দিতে পারেন। বিকল্প কোনো গণআন্দোলন বা বিপ্লবী রাজনীতি নাই, যার মাধ্যমে নতুন নেতৃত্বের উদ্ভব ঘটতে পারে।
আশির দশকে এইরকম নেতৃত্বের সংকটে অনেকে তাকায়া থাকতো ক্যান্টনমেন্টের দিকে। সেইখান থিকা নেতা আসতো এইড হিসাবে। আমেরিকা ও ব্রিটেনের রাষ্ট্রদূত যদি বিশ্বাসযোগ্য কথা বলে তাইলে তারা ফরমাল মিলিটারি সরকার মানবে না। ফলে, ওইখান থেকে এইড হিসাবে গণনায়ক বেরিয়ে আসার সম্ভাবনা নাই।
এইরকম পরিস্থিতিতে বিএপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী হান্নান শাহর মতো লোকেরা, যারা দল চালাচ্ছে? মান্নান ভূঁইয়া? কে?
আওয়ামী লীগ জিতলে কে হবেন প্রধানমন্ত্রী ? আমু তোফায়েল, রাজ্জাক? জিল্লুর রহমান?
অথবা ধরা যাক কোনো দল সংখ্যাগরিষ্টতা পাইলো না। কোয়ালিশন/জাতীয়/মতৈক্যের সরকার হইলো। কে হবেন প্রধানমন্ত্রী?
ড. কামাল হোসেন, ড. বদরুদ্দোজা, ড. ইউনুস?
যারা দেশ চালায়/চালাচ্ছে/চালাবে তাদের নিশ্চয়ই একটা চিন্তা আছে। না হইলে দেশ চালাইবে কেন?
কিন্তু নাগরিক হিসাবে আমরা কী ভাবি? কে হবেন বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী। নির্বাচনের বাকী ৭ মাস। কারো ছবি কি মাথায় আসে?
প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।
* ১০৯ টি মন্তব্য
* ৬৯১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৯ জনের ভাল লাগেনি
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন
আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28799351 , please visit the link and rate it if you like. :-)
নিজেকেও একটি কপি পাঠান
১. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১১
comment by: কৌশিক বলেছেন: ইউনূস ভাই ইউনূস ভাই
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১২
লেখক বলেছেন: ড. ইউনুস হইতে পারেন।
২. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১২
comment by: শফিকুল বলেছেন: আমি । রাজি আছেন ভাই।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১৩
লেখক বলেছেন: না রাজি নাই।
৩. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১৪
comment by: শফিকুল বলেছেন: তখন সবাই বলবেন শফিকুল ভাই শফিকুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ।
৪. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১৫
comment by: এস রহমান বলেছেন: মাহবুব মোর্শেদ ভাই মাহবুব মোর্শেদ ভাই
৫. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:১৬
comment by: রাজামশাই বলেছেন: আমি হইতে চাই
৬. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:২১
comment by: মাইনুল বলেছেন: আমি না , এইটা নিশ্চিত ভাবে বলতে পারি।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১৪
লেখক বলেছেন: কিন্তু কে?
৭. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:২২
comment by: মো. তারিক মাহমুদ বলেছেন: জটিল লিখেছেন......
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১৫
লেখক বলেছেন: ধন্যবাদ।
৮. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:৩৯
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: নির্বাচন হবে না।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১৬
লেখক বলেছেন: কেমনে শিওর হইলেন?
৯. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: দূরন্ত বলেছেন: লা জওয়াব।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১৬
লেখক বলেছেন: তাইলে কী হবে?
১০. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:২১
comment by: ওবায়েদ বলেছেন: যদি সঠিক জনগনের নির্বাচনে নির্বাচিত হওয়ার সুযোগ থাকে,,,,,
খালেদা জিয়া অথবা শেখ হাসিনা ছাড়া অন্য কেউ না।
এদের পরে তাও যদি সঠিক নির্বাচন হয়, বাংলাদেশের জনগন নির্বাচিত করবে, তারেক জিয়া অথবা জয়কে, এতে কোন সন্দেহ নেই।
তবে সন্দেহ হচ্ছে তারা নির্বাচন করতে পারবেন তো? তাদের কে নির্বাচন করতে দিবে তো?
আমাকে আমি মনেকরি, আমি একটু বোকা টাইপের মানুষ......কারণ আমি এই টুকুই বুঝিনা........
আমেরিকার গনতন্ত্রকে বাংলাদেশ অনুকরণ করছে।
আমেরিকার পরিবার তন্ত্রকে অনুকরণ করলে অসুবিদে কোথায়??
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১৮
লেখক বলেছেন: বাংলাদেশ আমেরিকার গণতন্ত্রকে অনুসরণ করছে না পাকিস্তানের গণতন্ত্রকে?
আমেরিকায় পরিবারতন্ত্র কোথায়?
১১. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: মৃদুল মাহবুব বলেছেন: মনে হয় আমাদের প্রাণপ্রিয় দুই নেত্রীর কিছুই হবে না। তাদের যে কোন একজনকেই আমাদের প্রধানমন্ত্রী হিসাবেই পাবো যদি নির্বাচন হয়।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১৯
লেখক বলেছেন: আর নির্বাচন না হইলে বা তারা অংশ নিতে না পারলে?
১২. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৫৩
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: কৌশিক একটু চেষ্টা করলে হইতে পারে অথবা রাইসু। একটু মজাক করলাম।
ক্রাইসিস সময়ে না হলেও আমার অনুমান একজন একদা সামরিক প্রধানমন্ত্রী পদে আসবেন।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:২১
লেখক বলেছেন: বর্তমান রাজনীতির আলু পরিস্থিতিতে কৌশিক জাতিকে নির্দেশনা দিতে পারে।
সামরিক প্রধানমন্ত্রী কেমনে আসবে?
কে আসবে?
১৩. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: জরুরী প্রশ্ন বটে । দেখা যাক ।
যারা ভাবার সেই পশ্চিমা আন্কেলরা নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেছেন ।
উনারাই ঠিক করে দিন ।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:২২
লেখক বলেছেন: ওনারা কী ভাবছেন বা ভাবতেছেন সেইটা আমরা একটু অনুমান করার চেষ্টা করি না কেন?
১৪. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: রাতমজুর বলেছেন:
তোমার মামা,
আমার মামা,
মইনু মামা, মইনু মামা,
জলপাই মামা, জলপাই মামা।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:২৩
লেখক বলেছেন: উনি যদি প্রধানমন্ত্রী হন তাইলে কোন প্রক্রিয়ায় হবেন?
ভোট তো করতে পারবেন না। তাইলে?
১৫. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: মাহবুব সুমন বলেছেন: উত্তর এখনো ঠিক করা হয় নি
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:২৭
লেখক বলেছেন: আর কতদিন পর ঠিক করা হবে?
১৬. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৩১
comment by: কিরিটি রায় বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশ আমেরিকার গণতন্ত্রকে অনুসরণ করছে না পাকিস্তানের গণতন্ত্রকে?
আমেরিকায় পরিবারতন্ত্র কোথায়?
লেখক কি ঘুম থেইক্য উঠলেন না কি পশ্চিমা দাদার টা কইতে লজ্জ্বা লাগে??
জর্জবুশ সিনিয়র আর জর্জ বুশ জুনিয়র ... রিস্তা টা কি??
ক্লিনটন আর হিলারি র রিস্তা কি?
কি জানি ... না কি ওই রকম কৃষ্ণ করলে লীলা আমরা করলে পাপ ..ওই ফরমুলায় আমেরিকা করলে লীলা খেলা ,, আমরা করলেই পরিবার তন্ত্র!!!!!!
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৬
লেখক বলেছেন: সিনিয়র আর জুনিয়র বুশ আর বিল আর হিলারি তাইলে পরিবার সূত্রেই আমেরিকার রাজা হইতেছেন?
এই আপনের মত?
১৭. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৩১
comment by: মাহবুব সুমন বলেছেন: সেটাও ঠিক করা হয় নাই
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৭
লেখক বলেছেন: তারমানে দেরি আছে?
১৮. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: শান্তির দেবদূত বলেছেন: আমার মনে হয় বিচারে শাস্তি যাই হোক দুই নেত্রীর, কোন কিছু যায় আসেনা। আওয়ামিলীগ বা বি.ন.পি যেই দলই পরবর্তী নির্বাচনে জিতুক না কেন, তারা কোন অর্ডিনেন্স পাস করে অথবা সংবিধান সংশোধন করে হাসিনা বা খালেদাকেই প্রধানমন্ত্রী বানাবে।
কারন, আমাদের সংবিধান এতবার ধর্ষিত হয়েছে যে, একে আর এক বার ধর্ষন করা কোন ব্যপারনা এই সব ক্ষমাতা লোভী ডাকাত দের কাছে।
আর দু'ই দলের টিকে থাকার জন্যই, হাসিনা/খালেদার ইমেজটাকে ব্যাবহার করা ছাড়া কোন গতি নেই।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৮
লেখক বলেছেন: কিন্তু যদি এই সরকার কোনোভাবে খালেদা হাসিনারে ঠেকাইতে পারে, তাইলে?
১৯. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: কিরিটি রায় বলেছেন: লেখক বলেছেন: সিনিয়র আর জুনিয়র বুশ আর বিল আর হিলারি তাইলে পরিবার সূত্রেই আমেরিকার রাজা হইতেছেন?
এই আপনের মত
আমাগো খালেদা. হাসিনা তারিক জয় ও কি খালি পারিবারিক সুত্রেই রাজা হয়। না জনগন ভোট দিয়াই তাগোরে ক্ষমতায় আনে???
এসবই যে সাম্রাজ্যবাদীদের প্রচারনা, কৌশল এবং সূদূরপ্রসারী চক্রান্তের অংশ... তা অন্তত আপনার বুঝে আছে বলেই জানি....এবং শ্রদ্ধা ভালবাসা টা সে কারণেই..
অবশ্য এখন যদি চেতনার বেপারী এবং বহুজাতিক দালালের কোম্পানীর চাকুরীর বাধ্যবাধকতায় কিছু ভুলে যেতে হয়... কিছু বিশ্বাসকে বদলে ফেলতে হয় এবং কিছু চেতনার চারা গজাতে হয়... তবে প্রসংগ ভিন্ন এবং ইতি...
কারণ প্রথম আলো এবং তাদের ভূমিকা নিয়ে জনমনে যে সংশয়.. তা কিছু না হলেও কিছু তো বটেই......
নাকি বলেন?
১৮ ই মে, ২০০৮ বিকাল ৪:০৪
লেখক বলেছেন: বুশ, কেনেডি আর ক্লিনটন পরিবারের বাইরে কেন আমেরিকায় পরিবারতন্ত্রের ঘটনা ঘটলো না?
২০. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৪
comment by: মাহবুব সুমন বলেছেন: মামো, খেলাটা অনেক জটিল মনে হচ্ছে আমার কাছে।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৪:০৫
লেখক বলেছেন: সেম টু মি। জটিলতা কমাইতেই মূলত এই পোস্টটা দিলাম।
২১. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: রজনীগন্ধায় জিগান।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৪:০৬
লেখক বলেছেন: এইটা কী?
২২. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: ভবঘুরে বলেছেন: কেউ হবে না। সামরিক শাসন হবে।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৪:০৮
লেখক বলেছেন: sekhetre prodhanmontri ba nirbaahi prodhan ke hoite paren?
২৩. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আবার জিগায়,
মাহবুব মোর্শেদ এর মতো এমন বুজুর্গ থাকতে আর কাউরে খোজার দরকার আছে?
২৪. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৮
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: তয় চুলগুলারে একটু সাইজ করতে হইবো।মনে হয় দশ বারো বছরে একবারও নাপিতের কাছে যায় নাই।
অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার পরে করার ধান্ধায় আছে। সরকারি টাহায় মাগনা করবো। সব ধান্ধাবাজ
১৮ ই মে, ২০০৮ বিকাল ৪:০৯
লেখক বলেছেন: হঠাৎ খেইপা গেলেন দেখি। ঘটনা কী?
২৫. ১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৯
comment by: শান্তির দেবদূত বলেছেন: আমার মনে হয়না এই সরকার কোনোভাবে খালেদা হাসিনারে ঠেকাইতে পারবে, একমাত্র মৃত্যু ছাড়া এইদু'জনের হাত থেকে আমাদের মুক্তি নেই।
তার পরও যদি ধরে নেই এই সরকার কোনোভাবে খালেদা হাসিনারে ঠেকাইতে পারলো, তাহলে তাদের পরবর্তি জেনারেশন আছে না ? ;)
আসলে দু'দলেরই নির্বাচনে জিতার জন্য এবং সরকার গঠন করার জন্য বঙ্গোবন্ধু শেখ মুজিব অথবা জিয়াউর রহমানের আদর্শের ক্যামোফ্লেজ দরকার। আর দুঃখজনক হলেও সত্য যে এই আদর্শের ক্যামোফ্লেজ এখন পারিবারিক সম্পত্তি হয়ে গেছে।
১৮ ই মে, ২০০৮ বিকাল ৪:১০
লেখক বলেছেন: যথার্থ বলছেন।
২৬. ১৮ ই মে, ২০০৮ রাত ৯:৫০
comment by: একরামুল হক শামীম বলেছেন: ভাবতাছি ঝাতির এই চরম সংকটময় অবস্থায় আমিই প্রধানমন্ত্রী হইমু। ;)
১৯ শে মে, ২০০৮ সকাল ১০:৫০
লেখক বলেছেন: হয়া পড়েন।
২৭. ১৮ ই মে, ২০০৮ রাত ৯:৫৫
comment by: এস্কিমো বলেছেন: মাহবুব মোর্শেদ
১৯ শে মে, ২০০৮ সকাল ১০:৫১
লেখক বলেছেন: এস্কিমো বলেছেন: মাহবুব মোর্শেদ
২৮. ১৯ শে মে, ২০০৮ রাত ২:১৬
comment by: ফারহান দাউদ বলেছেন: এস্কিমোর মত মহাজ্ঞানী থাকতে আবার কেডা হইবো?
১৯ শে মে, ২০০৮ সকাল ১০:৫২
লেখক বলেছেন: উনারে আজীবন প্রধানমন্ত্রী করা উচিত।
২৯. ১৯ শে মে, ২০০৮ রাত ২:৩৭
comment by: রাতমজুর বলেছেন:
ভোট কোনোবারই দেওয়া লাগে না, দুই নেত্রীর সোনার ছেলেরা পালা করে আমার কষ্ট কমিয়ে দেয় নিজে যেয়ে ভোটদেবার, ওরাই দিয়ে দেয়।
বাস্তব কথা হলো, যে যাই হোক না কেন, আমাদের, মানে সাধারন জনগনের তাতে কি? রাজায় রাজায় ক্ষমতা নিয়ে লড়ে আর বাস পোড়া বলেন আর গুলিতে মরা বলেন, মরি আমরা - খড়কুটোরা।
তবে হ্যাঁ, রাজনীতির কোনএকটা ধারায় মিশে যারা ফয়দা লোটে বিভিন্ন পেশায় - এতে তাদের যায় আসে, আমাদের না।
১৯ শে মে, ২০০৮ সকাল ১০:৫৩
লেখক বলেছেন: হক কথা।
৩০. ১৯ শে মে, ২০০৮ রাত ২:৪০
comment by: জমির মাতব্বর বলেছেন: ব্রাত্য মুহাম্মদ রইসুদ্দিন চুধওরি
১৯ শে মে, ২০০৮ সকাল ১০:৫৪
লেখক বলেছেন: কারো নাম বিকৃত করবেন না।
৩১. ১৯ শে মে, ২০০৮ রাত ২:৫০
comment by: ফ্যাতাড়ুর বোম্বাচাক বলেছেন: ফ্যাতাড়ুর বোম্বাচাক তোমার পোস্ট ঘুইরা গেল।
তোমার মাথায় মগজ আছে। সম্ভাবনাময় সকল জ্ঞানীর মাথায় তা থাকে। সেই মগজে জ্ঞানের পোকা থাকে। ডিম পাড়ে।
একটা তুইলা লইয়া জিগাও।
তয় তোমারে কবিগুরু ডি এস ও পুরন্দর ভাটের মনে লইসে। কইসে-
সম্পূর্ণ জ্ঞানী হয়া যাবার আগে ব্রেক লইয়ো।
- ফাঁৎ ফাঁৎ সাঁই সাঁই।
১৯ শে মে, ২০০৮ সকাল ১০:৫৫
লেখক বলেছেন: হা হা হা। নবারুণের সাকরেদ তোমার খবর আছে কইলাম।
৩২. ১৯ শে মে, ২০০৮ রাত ৩:০৮
comment by: কুঙ্গ থাঙ বলেছেন:
দুইজনের মইধ্যে যেকোন একজনের ফিরে আসার সমুহ দুর্ভাবনা ।
১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
লেখক বলেছেন: ঠিক। ঠিক....
৩৩. ১৯ শে মে, ২০০৮ রাত ৩:৩৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: সিরিয়াস : অনেকে মোর্শেদ ভাইয়ের নাম প্রস্তাব করলো , তবে বাস্তবতা হলো মাহবুব মোর্শেদ ভাইকে দিয়ে হবে না :) , তার চাইতে ফারহান এর পরামর্শটা ভালো লাগছে
উত্তর মেরুবাসী ,মহাজ্ঞানী , সর্বজ্ঞ , অন্তর্যামী হুজুরে আলা ...স্কিম.. চাইতে ভালো কারও নাম মুখে এনে গুনাহের ভাগীদার হতে চাই না
অফটপিক : হাসিনার চান্স বেশি দেখি
১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১১
লেখক বলেছেন: এস্কিমো থাকতে কারো খাওয়া নাই। থাকতে পারে না।
৩৪. ১৯ শে মে, ২০০৮ রাত ৩:৪৩
comment by: এস্কিমো বলেছেন: অনেক ধন্যবাদ ফারহান আর মেহরাবকে।
তবে সমস্যা কি আমার নাগরিকত্ব জনিত সমস্যার কথাটা বিবেচনা করে আমি আমার নাম প্রত্যাহার করলাম।
তবে যদি কোনদিন সুযোগ হ্য়ও - নিশ্চিত থাকে চামচা হিসাবে দুইজন সদ্য _গজানো প্রকৌশলী নাম লিস্ট থেকে বাদ রাখবো। :)
১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
লেখক বলেছেন: apner jonno dorkar hoile songbidhan change kora houk.
৩৫. ১৯ শে মে, ২০০৮ ভোর ৪:৪৭
comment by: সুধী বলেছেন: 'মোহাম্মদ আরজু বলেছেন: নির্বাচন হবে না। '
আমি আরজু'র সাথে একমত নই।
নির্বাচন হবে। তার ফলাফল কি হবে তা সম্ভবত আগেই ঠিক করা হবে।
১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
লেখক বলেছেন: কিন্তু কাউরে না কাউরে তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বানাইতে হবে। তিনি কে?
৩৬. ১৯ শে মে, ২০০৮ সকাল ৭:০০
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: সঠিক নির্বাচন মানে ফেয়ার সির্বাচন হলে হাসিনা। আর খালেদা বিরোধী দলের নেত্রী। আর অন্য রকম মানে একটু অন্য রকম নির্বাচন হলে
কোন রাজনৈতিক ব্যাক্তি নয়। সেটা হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তেল মারা আইনজীবি, আর অবসর প্রাপ্ত আমলা, অথবা অপরিচিত সাংবাদিক।
তবে আমি আপনি জাতীয় কেউ না এটা নিশ্চিত।
১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২০
লেখক বলেছেন: thik thik...
৩৭. ১৯ শে মে, ২০০৮ সকাল ১০:৫৬
comment by: কাজ করে খাই বলেছেন: আমি একটা ব্যাপারে নিশ্চিত - এই পোষ্টের সাথে যারা জড়িত (লেখক, পাঠক, কোডার বা হোয়াটএবার) কেউই কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। নিশ্চিত।
১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
লেখক বলেছেন: এস্কিমোর কথাটা বাদ দিয়েন না মাথা থেকে।
৩৮. ১৯ শে মে, ২০০৮ সকাল ১০:৫৮
comment by: ফারহান দাউদ বলেছেন: কপাল ভাল,কেচকিমোর মত মহজ্ঞানী কোন প্রকৌশলীরে তার চামচা বানাইতে রাজি না,তাঁহার মত পরের পিছে আঙ্গুল দিয়া সবসময় বইসা থাকলে নিশ্চিত থাকা যায় যে প্রকৌশল বিদ্যা অল্পস্বল্প যা জানা ছিল ঐটাও পানিতে যাইব:)
৩৯. ১৯ শে মে, ২০০৮ সকাল ১১:০০
comment by: নাঈম বলেছেন: চিকনমিয়া ভালা করতে পারবে প্রধানমন্ত্রী হইলে
৪০. ১৯ শে মে, ২০০৮ দুপুর ২:২৪
comment by: রিফাত হাসান বলেছেন: মঈনউসংহিতা মতে (গণতন্ত্রের লেটেস্ট পয়গাম্বর মনুর বাণী), আগামীতে নির্বাচন জাতীয় যে খেলাটা হবে সেখানে একা মঈনউ খেলোয়ার থাকবেন, অন্যরা সবাই রেফারী (গণমাধ্যম যথা ঝাঝাদি, প্রত্থম আলু, প্রতিডিন একডি তারা, আই টেলিভিশন, রাজনৈতিক দল যথা ফিডিরফিডির, কল্যআন পার্টি, হু মু এরশাড, সংস্কারপন্থি), কোন দর্শক থাকবে না। বিনা প্রতিদ্ধন্দ্বিতায় প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী হওন লাগে নাকি?
১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
লেখক বলেছেন: সংবিধান সংশোধন না কইরা কেমনে নির্বাহী রাষ্ট্রপতি হবে?
৪১. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
comment by: হিডেন স্ট্রিট বলেছেন: মাহবুব মুর্সেদ ভাই হইতে পারেন।
৪২. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
comment by: সুশীল সমাজ বলেছেন: মাহবুব মুর্সেদ
৪৩. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
comment by: ভালোবাসি বাংলাদেশ বলেছেন: মাহবুব মুর্সেদ
৪৪. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
comment by: স্ট্যানলি কুবরিক বলেছেন: দাউদ ইব্রাহিম
৪৫. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: নীল-লোহিত বলেছেন: মাহবুব মুর্সেদ
৪৬. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: হাসিব মাহমুদ বলেছেন: মা.মো.
৪৭. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:১৪
comment by: হট্টগোল বলেছেন:
আমি মুগ্ধ জাতির এ ক্রান্তিকালে এ ধরনের বিষয় মাথায় আসায়। তাই সবদিক ভেবেই
মাহবুব মোর্-শেদ কেই
ভুট দিলাম পরদানমনতিরি হওয়ার জন্য।
৪৮. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:২৩
comment by: বামনী তুলাগাছ বলেছেন: প্রধান মন্ত্রী হিসাবে মাহবুব মোর্শেদের বিকল্প নাই
৪৯. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৩৭
comment by: বান্দা বলেছেন:
অবশ্যই মা.মো
অবশ্যই মা.মো
অবশ্যই মা.মো
অবশ্যই মা.মো
অবশ্যই মা.মো
অবশ্যই মা.মো
অবশ্যই মা.মো
অবশ্যই মা.মো
অবশ্যই মা.মো
৫০. ২০ শে মে, ২০০৮ সকাল ৮:২৬
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: মতি ভাইযের নাম প্রস্তাব করাতে কমেন্টটা মুইছা দিলেন? দিলে আঘাত পাইছেন?পাওনেরই কথা। হাজার হইলেও অন্নদাতা বলে কথা................
তয় হে প্রধানমিস্ত্রী হইলে আপনে বড় কিছু একটা পদ অবশ্যই পাইবেন। আফনেরতো বেজার হওনের কথা না।
২০ শে মে, ২০০৮ দুপুর ১২:১৫
লেখক বলেছেন: যে কারো নামই আপনি প্রস্তাব করতে পারেন। কিন্তু জাইনা রাখবেন আমার ব্লগে গালাগালি চলবে না।
আপনি গালাগালি করছেন বইলা কমেন্ট কাইটা দিছি।
৫১. ২০ শে মে, ২০০৮ সকাল ৯:২৮
comment by: এস্কিমো বলেছেন: অনেক ধন্যবাদ মা. মুর্শেদ - আমার নামটা বিবেচনার জন্যে। তবে বিষয়টা সিরিয়াসলি ভাবলে দেখবে আমি এস্কিমো না হলেও ভবিষ্যতে হয়তো আরেকজন এস্কিমোকেই প্রধানমন্ত্রী হতে হবে। কারন খালেদা আর হাসিনার বাইরে কেউ চিন্তাই করতে পারছেন না।
যাই হোক - ফারহান দাউদ আপনের সমস্যা কি? আমি কোথাও আপনেরে কোন কথা বলেছি নাকি? নাকি যাদের থেকে অনুপ্রেরনা পেতেন সেই আস্তমেয়ে আর সন্থ্যাবাতির অনুপস্তিতি জন্যে আমাকেই দায়ী করছেন? যদি কোন সমস্যা থাকে সরাসরি বলুন। এই পোস্টটা যার তার সাথে কথা বলেছি। আর আপনি এসে আমার পিছনে আঙ্গুল দেবার চেষ্টা করছেন। সাথে মানিক জোড় নির্বোধটাও এসে যোগ দিয়েছে। এই নির্বোধটা একবার চেষ্টা করেছে আমার সাথে লাগার। যথেষ্ঠ শিক্ষা হয়নি মনে হয়।
যা হোক সুশীল পোস্টের সুশীল কমেন্ট করার জন্যে ফারহান দাউদকে ধন্যবাদ।
৫২. ২০ শে মে, ২০০৮ সকাল ৯:৩৩
comment by: সুধাসদন বলেছেন: ফখরুদ্দিন সরকার আর যাই করুক সুদাসদনের বাইরের লোক দিয়ে দেশ চালাতে পারবে না। কারণ এ সরকারের দুর্দিনে আমােদর সেল্টারের দরকার আছে।
৫৩. ২০ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৯
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: মা.. মো সাহেব। আপনি অনেক জ্ঞানী। আপনাকে কিছু বলাটা দৃষ্টতা। আমার কমেন্টটা আপনি দয়া করে দু'একজনকে দেখান তারপরে নির্ধারণ করুন অশ্লীল কি না। দালালকে দালাল বলাটি অশ্লীল। কথায় কথায় আপনাদের মতো জ্ঞানী লোকরাইতো বলেন, সাম্রাজ্যবাদীদের দালাল, বিশ্বব্যাংকের দালাল, সরকারের দালাল, সেনাবাহিনীর দালাল ...আরো কতো কি। এখন আমি যদি কাউকে দালাল মনে করি, তাকে তা বলাটা কী গালাগালি?
আপনি হয়তো বলতে পারতেন যে আপনার কমেন্টটা আমার পছন্দ হয়নি। কিংবা সেই ব্যক্তিকে আপনি অতিমাত্রায় পছন্দ করেন। কিন্তু আমি গালাগালি করেছি এ সংক্রান্ত অভিযোগ আনাটা অন্যায়।
বাপুরাম সাপুরের সেই সাপের মতো সবাইকে নখ-দন্তহীন বানানোর চেষ্টাটা বাদ দেন।
২১ শে মে, ২০০৮ দুপুর ১:০৭
লেখক বলেছেন: আমার মনে হইছে আমি মুছে দিছি। আপনের পছন্দ না হইলে না হইলো। কিছু করার নাই।
৫৪. ২০ শে মে, ২০০৮ রাত ৯:৫৪
comment by: হট্টগোল বলেছেন:
স্বপনরে ঝাজা
২১ শে মে, ২০০৮ দুপুর ১:০৮
লেখক বলেছেন: দূরে গিয়া মর!
৫৫. ২১ শে মে, ২০০৮ দুপুর ১:১০
comment by: নীল-লোহিত বলেছেন: মামো তুমার নীল সার্টটা কত দিয়া কিনছ? আর মতি মিয়া রে নিয়া রসিকতা করলে তুমার চাকরী থাকবোনা, মুইছা ভালা করসো।
২১ শে মে, ২০০৮ বিকাল ৩:২৬
লেখক বলেছেন: সমালোচনা করলে আমি মুছি না। গাইল দিলে মুছি। বুঝছো?
৫৬. ২১ শে মে, ২০০৮ দুপুর ১:১০
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: লেখক বলেছেন: আমার মনে হইছে আমি মুছে দিছি। আপনের পছন্দ না হইলে না হইলো। কিছু করার নাই।
আমিও ভাই এই কথাডাই কইতে চাইছিলাম। আপনের ভাল লাগে নাই তাই আপনি মুইছা দিছেন। মুছতে আপনে পারেন। এইডা আপনার ব্লগ। গালাগলি করছি এই অভিযোগটা না আনলেও পারতেন।
২১ শে মে, ২০০৮ বিকাল ৩:২৯
লেখক বলেছেন: না আপনে বেহেশতী ব্লগার, গাইল দিবেন কেন? আমি তো এমনেই মুছছি।
৫৭. ২১ শে মে, ২০০৮ দুপুর ১:১১
comment by: নীল-লোহিত বলেছেন: স্বপন মিয়া মতি মিয়া মামোর বেতনের টেকা দেয়। মামো যার ভাত খায় তার হোগা চাটে, তুমি রাগ কর কেন?
মামো নীল সার্ট টা মতি মিয়ারে দেখাইসো
৫৮. ২১ শে মে, ২০০৮ দুপুর ১:২২
comment by: নীল-লোহিত বলেছেন: মামো নীল সার্ট মতিরে দেখাও তাড়াতাড়ি আর চাকরী গেলে মতিরে লইয়া একটা সিরিজ দিও। আচ্ছা তুমার বেতন বাড়সে নাকি, আর শফিক রেহমানের চাকরী যাওনের আগেই তুমি শিপ জামপ করলা কেমতে। নৌকা ডুবনের খবর কি আসলেই ইন্দুর আগে পায়
৫৯. ২১ শে মে, ২০০৮ দুপুর ১:২৩
comment by: নীল-লোহিত বলেছেন: মামো নীল সার্ট মতিরে দেখাও তাড়াতাড়ি আর চাকরী গেলে মতিরে লইয়া একটা সিরিজ দিও। আচ্ছা তুমার বেতন বাড়সে নাকি, আর শফিক রেহমানের চাকরী যাওনের আগেই তুমি শিপ জামপ করলা কেমতে। নৌকা ডুবনের খবর কি আসলেই ইন্দুর আগে পায়
৬০. ২১ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৩
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: নীল লোহিত,
তুমার চেষ্টা দেইখা খুব ভাল লাগলো। এইভাবে কমেন্ট করতে থাকো। তবে খারাপ কথা বইলো না।
খারাপ কথা কইলে তোমারে ব্লক করবো।
আপাতত ব্লক খাও।
মাইন্ড খাইও না।
৬১. ২১ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৫
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: লেখক বলেছেন: না আপনে বেহেশতী ব্লগার, গাইল দিবেন কেন? আমি তো এমনেই মুছছি।
আমি আপনার কাছ থেকে আরো ভালো মন্তব্য আশা করি। আবেগ তাড়িত হওয়া জ্ঞানীলোকের কাজ না।
২১ শে মে, ২০০৮ বিকাল ৪:১১
লেখক বলেছেন: আমি জ্ঞানী লোক না। এস্কিমো জ্ঞানী। তার লগে যোগাযোগ করেন।
পকপক শব্দের অর্থ কী একটু বলবেন?
৬২. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:১৫
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: পকপক মানে যে আজাইরা বেশি বকবক করে, নিজেরে বেশি জাহির করতে চায়। এই শব্দটার সাথে ভাইজান পরিচিত না? এইডাতো কমন শব্দ। বকবকের প্রতশব্দ বলতে পারেন।
আপনি পকপক বলতে যা বুঝছেন, আমি কিন্তু তা মিন করি নাই। খোদার কসম কইলাম, হাচা কইতাছি।
২১ শে মে, ২০০৮ বিকাল ৪:২২
লেখক বলেছেন: আপনের কথা বিশ্বাস করলাম।
৬৩. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:২১
comment by: নেমেসিস বলেছেন: আমি হৈতে চাই ।
২১ শে মে, ২০০৮ বিকাল ৪:২৩
লেখক বলেছেন: হইতে পারেন। ভোট কিন্তু আপনেরে দিতে পারবো না। এস্কিমোরে কথা দিছি।
৬৪. ২৬ শে মে, ২০০৮ দুপুর ১:৫৭
comment by: ফারহান দাউদ বলেছেন: এস্কিমো,সমস্যা আবার কি? এমন কোন নিয়ম আছে যে মাহবুব মোর্শেদের পোস্টে আপনার উদ্দেশ্যে কমেন্ট করা যাবে না? ব্লগ কি আপনার বাপের তালুক নাকি? মাতবরি কমায়া করেন। আর শিক্ষা দেয়ার আপনি কে ? মানুষরে নির্বোধ বলার আগে নিজের নির্বুদ্ধিতা কমান,আপনার মত রাজাকারের লগে বেশি কথা বলা সময়ের অপচয়,আর আগাইলাম না।
২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:০৪
লেখক বলেছেন: এস্কিমো জ্ঞানী ব্যক্তি। উনি যা বলেন সেইটা মেনে চলাই ভাল। আর কথা না বাড়ানো উত্তম।
৬৫. ২৬ শে মে, ২০০৮ দুপুর ২:০৬
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: হু. মো. এরশাদ পরবর্তী প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা বেশী। আর আমাদের ম. ইউ. আহমেদ সাহেব রাষ্ট্রপতি.....
এটা আমার ধারণা....
৬৬. ২৬ শে মে, ২০০৮ দুপুর ২:০৯
comment by: মুহিব বলেছেন: নিজামী
Sunday, March 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment