Sunday, March 1, 2009

ট্রেনটা কি অলরেডি অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দিছে?

০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:১৪
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

রাজনীতির সেই ট্রেনটার কথাই বলতেছি। বহুল আলোচিত সেই ট্রেন কোন রুটে চলে, যাত্রী কারা, কোন স্টেশনে থামে, পথে জায়গায় জায়গায় শান্টিংয়ের ব্যবস্থা আছে কি না সেইটা না জাইনাই আমরা বিশ্বাস করছি এই বিষয়গুলা :
১. ট্রেন একটা আছিল। এবং সেটা লাইনচ্যুতও হইছিল।
২. ট্রেনটারে লাইনে তোলা হইছে।
৩. মাঝখানে ভাল ড্রাইভার খোঁজার কাজ চলতেছিল। পাওয়া গেছে কি না জানা যায় নাই।
৪. ট্র্রেনের গন্তব্য বলে একটা ব্যাপার আছে। সেইটা কিভাবে সেইখানে পৌঁছাইবে সেইটা আমরা ক্লিয়ার না।

আজকের মিলিয়ন ডলার প্রশ্ন হইলো : ট্রেনটা কি অলরেডি অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দিছে? যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের জন্য আছে নিশ্চিত পুরস্কার।
উত্তর দিন পুরস্কার জিতুন।

মেলা দিন আর টক শো দেখি না। এর বদলে সালাম-এ-কমেডি বা মিরাক্কেল দেখতেই ভাল লাগে। মজা লাগে। নিশ্চিত মনে থাকা যায়। কিন্তু তিনদিন ধইরা মনে দেশ নিয়া একটু চিন্তা জাগলো। কখনো মনে যদি প্রশ্ন জাগে দেশ কোথায় যাচ্ছে? তাইলে টক শো দেখেন। বুঝতে পারবেন। আমিও দেখলাম। মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম না, তবে বুঝার চেষ্টা করলাম। কী বুঝছি সেইটা গুরুত্বপূর্ণ না। কেন বুঝতে চাচ্ছি সেইটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মার্কিন ভাইসরয় মরিয়ার্টি কয়দিন আগে কইছেন, নির্বাচনই গণতন্ত্রের শেষ কথা না। সুষ্ঠু নির্বাচন হইলেই দেশ ঠিক পথে আগাইবে এইটা সবসময় ঠিক না। কথা শুইনা থিকা আমার মনে তাই তো তাইতো ভাব জেগে আছে। এইটাই তো শুনতে চাচ্ছি। কিন্তু বাছা এত দেরিতে কেন এ কথা?
গণতন্ত্রের শেষ কথা হইলো আমেরিকা। আমেরিকার পথই গণতন্ত্রের পথ। অতএব, সেই পথে, তাদের কথা মতো চললে আর নির্বাচনের দরকার হবে বলে মনে হয় না। মরিয়ার্টির কথা সুন্দর, স্পষ্ট। উনি ভাল সময়ে কথাটা কইছেন।
মিনি দলগুলার সঙ্গে সরকারের সফল সংলাপের পর আপাতত বড় দলগুলা বেঁকে আছে। ওনারা নেত্রীর মুক্তি চায়। সরকারকে সংলাপের আয়োজন করতে বলছেন কিন্তু ওনারাই। ট্রায়াল সংলাপ করছেন। সফল হইছে। এখন ওনারাই বলতেছেন, সংলাপে যাবেন না। বড় একটা দান মারছেন তারা আপাতত। সরকার খানিক বেকায়দায় পড়ছে।
এখন সরকার একটা দান মারছে। নেতা-পাতি নেতারা ভয়ে আছে। এগেইন মামলা অ্যান্ড গ্রেফতার। সংলাপ একেবারে ব্যর্থ হইলে আর সনদ পাশ না হইলে কী হবে নেতারা এখন ভাইবা নিক।
ক্রিকেটের মাঠে সবাই খেলোয়াড় না। কেউ কেউ খেলে। বাকীরা গ্যালারিতে বইসা খেলা দেখে। সরকার, সংস্কারপন্থী, রাজনীতিকরা মিলে খেলতেছে। আমরা দেখতেছি। দর্শক। দর্শক হিসাবে আমার প্রশ্ন ট্রেনটা আসলে যাইতেছে কই?
আম জনতা ও ব্যবসায়ী, কালোবাজারী, মুনাফাখোররা যখন বাজারে খেলে তখন কিন্তু সরকার, রাজনৈতিক দল সবাই মিলে খেলা দেখে। আমরা হারতেই আছি। ওনারা তালি দিতেই আছে।
সো টেনশন লেনে কা নেহি। খেলা দেখো, মজা লুটো।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৪২ টি মন্তব্য
* ৩৭৯ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28805482 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:১৭
comment by: ত্রিভুজ বলেছেন: ট্রেনটা সম্ভবত একই ট্রাকে ঘুরতে থাকবে আগের মত। গোল রেইল লাইনে ট্রেন চলতে ড্রাইভার লাগে না তাই... আমাদের একজন ড্রাইভার দরকার। জোর করে কাউকে সিটে বসিয়ে দিলেই ড্রাইভার হয়ে যায় না....
০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: রেললাইন গোল হইলে ড্রাইভারের দরকার কী?
২. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:২০
comment by: মদন বলেছেন: দুই নেত্রী তাদের সমকক্ষ কাউরে করে নাই। তার উত্তরসুরী কোন নেত তৈরী করে নাই, করতে দেয় নাই। আর তাই সব গরু গুলান আবার দুই নেত্রীরেই চাইতেছে। কারন তারা ছাড়া নেতৃত্ব দেওনের আসলেই আর কেউ নাই ।
০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: এখন উপায়?
৩. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:২২
comment by: ত্রিভুজ বলেছেন:
লেখক বলেছেন: রেললাইন গোল হইলে ড্রাইভারের দরকার কী?


আপনি কি বলতে চান এতদিন আমাদের কোন ড্রাইভার ছিলো?


@মদন
ঐ দুই নেত্রী কি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন না তাদের নিজেদের দলকে নেতৃত্ব দিয়েছিলেন আসলে?
০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: আমার পাল্টা প্রশ্ন : আপনি কি শিওর আমাদের একটা ট্রেন আসলেই ছিল?
৪. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: মকসুদ আলম বলেছেন: ভালো লাগলো
০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: থ্যাংকস।
৫. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: স্বাধীনতা তুমি বলেছেন:
লেখক বলেছেন: ট্রেনটা কি অলরেডি অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দিছে?

ইণ্ডিয়ান ঘোড়ার লত্থিটা আগে সহ্য করে নেন। তারপর আমেরিকান ট্রেনের উঠার খায়েস করিয়েন। ওটা লাইরচ্যুতো হয়ে আছে থাক আপাতত।
০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: ট্রেনের মধ্যে ঘোড়া
ঘোড়ার মধ্যে ট্রেন
টাইনা আইনা দেখি
আপনি বসাইলেন।
৬. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:৫৮
comment by: সুরিজত স্বপন বলেছেন: লাইনের ক্লিপ খুলে নিয়ে ট্রেন ছাড়া হলো। এখন এলাহি ভরসা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তবে গম্মেন্টের মেজবানি প্রোগ্রামের কারণে বাজারের আগুন নিভে কি-না,সেটাই দেখার বিষয়। এইভাবে যদি পাবলিকের থাকন-খাওনের ফ্রি ব্যবস্থা সরকার করে দেয় তাহলে নির্ঘাত জিনিসের দাম কমবে-এমনটি বোধ হয় ট্রেন কন্ট্রোলাররা ভাবছেন।
০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: ওনাদের মনে কথা কে যে জানে।
৭. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৪:০৩
comment by: চন্দন বলেছেন: ট্রেন এর তেলই নাই রওয়ানা দিবে কেমনে ?
০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: এনাদার প্রোব্লেম : অয়েল।
৮. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: বিগব্যাং বলেছেন: এমন একটা মুল্যবান প্রসঙ্গে ত্রিভুজ ভাইয়া এবং মোর্শেদ ভাইয়ার আলাপচারিতা ভালো লাগছে...ধন্যবাদ...
০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: এই বিষয়ে বড় ব্যাঙের পর্যবেক্ষণটাও ভাল লাগলো।
৯. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৪:২২
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: ট্রেনটা সম্ভবতো গন্তব্যের দিকে রওনা করে সেখানে না পৌছে পুনরায় যাত্রাস্থলেই প্রত্যাবর্তন করেছে।
০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:১২

লেখক বলেছেন: ভালো প্রস্তাব।
১০. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৪:২৬
comment by: কাঙ্গাল মুরশিদ বলেছেন: এটা মনে হয় রিমোট কন্ট্রোল ট্রেন - ড্রাইভার দরকার নেই - রিমোটে চলারমত একটি রোবট(নিজস্ববুদ্ধিহীন মানুষ) হলেই চলবে।
০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: ব্রিলিয়ান্ট কমেন্ট।
১১. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: +++
০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
১২. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: অনিশ্চিত বলেছেন: কই, আমার দিকে তো কোনো ট্রেন আসে নি!! হা.. হা.. হা...

আমরা সেই বিষয়গুলোই খুব কনফিডেন্টলি বলি যেগুলো হওয়ার সম্ভাবনা কম।
০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: ''আমরা সেই বিষয়গুলোই খুব কনফিডেন্টলি বলি যেগুলো হওয়ার সম্ভাবনা কম।''

কোট করার মতো কথা।
১৩. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:৪৬
comment by: চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন:
আমারতো মনে হয় ট্রেনে কোন কালে ইন্জিনই ছিলো না। দেশের মানুষ এতোদিন নিজেরা কস্ট করে টানছে, এখন আর টানতে চাচ্ছেনা তাই একা জায়গায় থেমে আছে।

@ অনিশ্চিতের সাথে একমত .....
০৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: ভাল কথা।
১৪. ০২ রা জুন, ২০০৮ রাত ১১:১৯
comment by: ফারহান দাউদ বলেছেন: ট্রেন আপাতত এরোপ্লেন হয়া আম্রিকার দিকে রওনা দিসে বইলাই মনে হয়,কিসুদিনের মাঝেই আমরা উন্নয়নের জোয়ারে ডুইবা মরবো।
০৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: হা হা হা।
১৫. ০২ রা জুন, ২০০৮ রাত ১১:৫২
comment by: আশিক হাসান বলেছেন: আগে ভাই এনশিওর করেন যে আপনার ট্রেনের লাইনের স্লিপারের ক্লিপগুলো জায়গা মত আছে কিনা । নইলে কিন্ত খবর আছে ।
০৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: স্লিপারের ক্লিপ না থাকলে কী হয়?
১৬. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
comment by: দূরন্ত বলেছেন: আমি পুরা কনফিউজড। লাইন, ইঞ্জিন, বগি এগুলির কোনটা আছে কোনটা নাই.....
০৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: ট্রেন আছে কি না এইটা নিয়াই আমি কনফিউজড।
১৭. ০৩ রা জুন, ২০০৮ রাত ৯:৫৩
comment by: কোলাহল বলেছেন: ট্রেনতো গন্তব্যে পৌছে গেছে। এই যে নামলাম মাত্র।
০৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: জটিল।
১৮. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:২১
comment by: আতিক ১৭ বলেছেন: মোর্শেদ ভাই ট্রেনের খবর তো আমি আগেই কইছিলাম আপনি এতো পরে কইলেন ক্যা? আমরা তো কমু শুধু ট্রেন ছাড়ছে আর আপনারা কইবেন এটা কোথায় পৌছাবে।

Click This Link
০৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: পড়লাম। ভাল হইছে।
আপনে এইটা পড়ছিলেন?
Click This Link
১৯. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:৩১
comment by: যীশূ বলেছেন: এটা নিশ্চিত যে ট্রেনের গন্তব্য অনিশ্চিত। কারন, ট্রেনের চালক একন অনেকে, কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: ট্রেন তাইলে আছে একটা?
২০. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: আতিক ১৭ বলেছেন: মোর্শেদ ভাই আপনার জবাব শুনে সবারই জানা একটা কৌতুকের কথা মনে হয়ে গেল।

প্রথম ব্যক্তি: আচ্ছা ভাই আপনার বাড়ি কি চেয়ারম্যানের বাড়ির পার্শ্বে?

দ্বিতীয় ব্যক্তি: গম্ভীর ভাবে উত্তর দেয় না চেয়ারম্যানের বাড়িই আমার বাড়ির পার্শ্বে?

ধরুন আপনি এখন চেয়ারম্যান আর আমি প্রথম ব্যক্তি আমাকে কেউ এমন প্রশ্ন করলে আমি খুসি হয়ে উত্তর দিব আমার বাড়িই চেয়ারম্যানের বাড়ির পার্শ্বে?
হা..হা...হা...

আপনি বস্ মানুষ আপনার প্রায় সব লেখা পড়ি তবে এটা পড়া হইনি আজ পড়লাভ +++++

০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: থ্যাংকস বস।
২১. ০৫ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
comment by: শফিকুল বলেছেন: আতিক ১৭ বলেছেন: মোর্শেদ ভাই আপনার জবাব শুনে সবারই জানা একটা কৌতুকের কথা মনে হয়ে গেল।

প্রথম ব্যক্তি: আচ্ছা ভাই আপনার বাড়ি কি চেয়ারম্যানের বাড়ির পার্শ্বে?

দ্বিতীয় ব্যক্তি: গম্ভীর ভাবে উত্তর দেয় না চেয়ারম্যানের বাড়িই আমার বাড়ির পার্শ্বে?

ধরুন আপনি এখন চেয়ারম্যান আর আমি প্রথম ব্যক্তি আমাকে কেউ এমন প্রশ্ন করলে আমি খুসি হয়ে উত্তর দিব আমার বাড়িই চেয়ারম্যানের বাড়ির পার্শ্বে?
হা..হা...হা...

আপনি বস্ মানুষ আপনার প্রায় সব লেখা পড়ি তবে এটা পড়া হইনি আজ পড়লাভ +++++


কথাটি ১০০% সত্য।

আমিও আপনার ভক্ত।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: ভড়কায়ে দিতেছেন ক্যান?
ভয় লাগে তো।

No comments:

Post a Comment