Sunday, March 1, 2009

বুইললে তো বুইলবেন যে বুইলছে

০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

আমি রাজশাহী আইলাম হঠাৎ করে। শহরে ঘুরতে ঘুরতে এখন আইসা ব্লগিং করতেছি। ব্লগারদের সন্ধানে আছি।



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ২৫ টি মন্তব্য
* ৩১০ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28805909 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১২
comment by: শিবলী নোমান বলেছেন: ব্লগার খুঁজতাছেন। আমারে তো খুঁজতাছেন না, তাই না? আচ্ছা আমারে যখন খুঁজবেন তখন বইলেন। আমিও তো রাজশাহীতে থাকি কি না।
০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: আসলে আপনেরেই খুঁজতেছি। সুজনরেও খুঁজি। ফোন নাম্বার নাই তো। তাই ব্লগে পোস্ট দিলাম।
২. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
comment by: মদন বলেছেন: মহাকবি মেহেদীর সাথে দেখা করতে ভুলবেন না ;)
কাজলার মোড় পার হয়ে অল্প একটু পশ্চিমে গেলেই মেহেদীআলয়...
০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: ভাল কথা মনে করছেন। নাইস আইডিয়া।
৩. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: শিবলী নোমান বলেছেন: ইজ্জত খাইয়া হজম কইরা ফালাইলেন!
০১৭১৫১৪০১৬৬ আমারটা, সুজনেরটা ০১৭১৮১৬৯২৬৬
এইসব না কইরা আপনি কোন জায়গায় আছেন তাই কন।
০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: হা হা হা হা।
৪. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: মদন বলেছেন: রাজশাহী মিষ্টান্ন ভান্ডার এ গিয়া ১ টি কমলাভোগ মিষ্টি খাইবেন। এইডা একটা ইউনিক জিনিস। আর বাটার মোড়ের জিলাপি।
০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: আপনি দেখি রাজশাহী বিশেষজ্ঞ।
কবি মেহেদী, কমলাভোগ, জিলাপি সব খবরই রাখেন।
কেমনে কী?
৫. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: কৌশিক বলেছেন: আমার জন্য একমন আম লইয়া আইয়েন। নইলে গুইনা গুইনা এক কুড়ি খাইয়া আইসেন। ফেরার লগে লগে আমের পয়সা ফেরত দেয়ার গ্যারান্টি নাই।
০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: আম তো পাঠায়ে দিছি। বাজারে পাইবেন।
৬. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: মোর্শেদ ভাই পারলে এই পোস্ট টা পড়েন..

Click This Link

আর সময় থাকলে একটু শ্বাশ্বত কে দেইখা আইসেন :(
০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: শিবলীরে পাইয়া গেছি। শাশ্বতকে দেখে আসার প্লান কইরা ফেলছি।
৭. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: মনে করেন যে মোর্শেদ ভাই, কখন আইসলেন? আর কে কি বুইলছে আমারে বুলেন তো। জবর সিনসনারি, আমরা থাকতে আপনারে উল্টা-পাল্টা বুইলছে নাকি? পাবলিক পাইশতে পারেন নাই। সমকাল অফিস-এ মেন করেন যে দাওয়াত আপনার।
০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: মনে করে দাওয়াত নিলাম। পাশেই আছি। আসতেছি।
৮. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: কৌশিক বলেছেন: ব্লগেই ওদের সাথে আড্ডা মারেন। দেখা করার কি দরকার! দেখা হলেই তো আম খেতে দৌড়াবেন!
৯. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: জেনারেল বলেছেন: মামুর বোঠা কাকে লাড়তে কাকে লাড়াইছো??
১০. ০৩ রা জুন, ২০০৮ রাত ৮:০৮
comment by: নাঈম বলেছেন: রাজশাহীর আম খাইমু
১১. ০৩ রা জুন, ২০০৮ রাত ৮:৪৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: ভালোই তো।
১২. ০৩ রা জুন, ২০০৮ রাত ৮:৫৭
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
শিবলী ভাই, আনিসুজ্জামান উজ্বল ভাই, কামরুজ্জামান শাহীন ভাই, মেহেরুল হাসান সুজনসহ আমি পদ্মার তীরে আর ৫ মিনিটের মধ্যে মাহবুব মোর্শেধ ভাইয়ের সাথে আড্ডায় বসছি। আপনাদের কারো ইচ্ছে হলে এখনি ভারতগামী প্লেনে উঠে বসুন। এরপর রাজশাহী সিমান্তে এসে পদ্মার বালির উপর প্লেনের জানালা খুলে ঝাঁপিয়ে পড়ুন।

১৩. ০৩ রা জুন, ২০০৮ রাত ৯:০০
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: সুমনের মন্তব্যে ব্যাপক মজা পাইলাম।:D:
১৪. ০৩ রা জুন, ২০০৮ রাত ৯:০৬
comment by: নাঈম বলেছেন: খিকজ্
১৫. ০৩ রা জুন, ২০০৮ রাত ৯:৪৬
comment by: কোলাহল বলেছেন: আর কোন খোজখবর নাই। একলগে পদ্মায় ডুবলো নাকি !
১৬. ০৩ রা জুন, ২০০৮ রাত ১১:৩৭
comment by: ফাহমিদুল হক বলেছেন: ০১৭১২০৬১৮০৪ নম্বরে আ-আল মামুনের সঙ্গে আলাপ কইরেন পারলে। শাশ্বতর বিষয়টা শিক্ষকদের মধ্য থেকে সেই দেখছে।
১৭. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ২:৩৯
comment by: মেঘবাজি বলেছেন: যাব্বাড়া! ডাঁশমারির মুড়ে দুটা ছয় ইন্চি ম্যারে দিয়েন
১৮. ০৪ ঠা জুন, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: পদ্মায় ডুবি নাই@কোলাহল।
মাহবুব ভাই এই মুহুর্তে মামুন স্যারের সঙ্গে কথা বলছেন@ ফাহমিদ স্যার।
এটা কি বু্ললেন@মেঘবাজি?

No comments:

Post a Comment