Sunday, March 1, 2009

সমুদ্র গুপ্তকে নিয়ে অনেক পোস্টের কাতারে আরেকটি পোস্ট

০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:৪০
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

না। সমুদ্র গুপ্তর সঙ্গে আমার পরিচয় নাই। ঢাকা শহরের শিল্প-সংস্কৃতির বাজারে ঘাটে অনেক দিন পিঠে পিঠ ঠেকে গিয়েছে। আমার পরিচিত মানুষ আর কবি সমুদ্র গুপ্তের পরিচিত মানুষ একাকার হয়ে গিয়েছে। তারপরও তার সঙ্গে পরিচিত হতে পারি নাই। পরিচিত হওয়ার ইচ্ছা কাজ করে নাই। সমুদ্র গুপ্ত যে ধরনের কবি, সেই ধরনের কবিরা আমার পছন্দের মানুষ না।
আমাকে যদি জিজ্ঞেস করা হয়, সমুদ্র গুপ্তের একটা কবিতার নাম বলতে : আমি পারবো না। আমার যে কোনো বন্ধুকে যদি জিজ্ঞেস করা হয় তিনি/তারাও হয়তো বলতে পারবে না। চুল উড়িয়ে সারাদিন শিল্প-সাহিত্য মাতিয়ে রাখা এই কবি শাদা চুল গোঁফ দিয়ে আমাকে কোনোদিনই আকৃষ্ট করতে পারেন নাই। তার আড্ডা, মাতামাতি করার গুন আছে। দেখেছি, শুনেছি। ঢাকা শহরের নানা কবিতা সমিতি, লেখক ক্লাবে তিনি নিয়মিত ছিলেন, সেটাও শুনেছি। আগ্রহ হয় নাই। সাহিত্যিক-কবিদের সংঘ হয় না। সংঘ-ঘেষা কবি-সাহিত্যিকদের আমার ভাল লাগে না।
তার মতো লোকেরা আমাকে আকৃষ্ট করে না, তবু হঠাৎ কোনো একদিন আমার উপলদ্ধি হয়, সমুদ্র গুপ্ত আমাদের সমাজে অত্যন্ত প্রয়োজনীয় একজন মানুষ। ঢাকা শহরে কোনো প্রতিবাদ অনুষ্ঠানে, কোনো সংহতি অনুষ্ঠানে কোনো শোক সভায় যে কোনো প্রয়োজনের কাজে কোনো জমায়েতে আর কাউকে না দেখলেও সবার আগে যাকে দেখেছি তার নাম সমুদ্র গুপ্ত। সেলিম আল দীন মারা গেলেন, অনেক মানুষের ভিড়ে যাকে অস্থির হয়ে কিছু একটা করতে স্বান্তনা দিতে দেখলাম, তিনি সমুদ্র গুপ্ত। শহীদুল জহির মারা গেলেন। গুটিকয় লোকের ভিড়ে একজন আবশ্যিকভাবে উপস্থিত, তিনিও সমুদ্র গুপ্ত। সকলের বন্ধু। বিপদের ত্রাণ।
আর ভাগ্যের কী অবাক প্রতিশোধ! সেই সমুদ্র গুপ্ত আজ সকলের শরণাগত। তিনি অসুস্থ, বিপন্ন। তার জন্য আজ সাহায্য দরকার। নির্মলেন্দু গুন থেকে শুরু করে ব্লগের সর্বকনিষ্ট কবিও তার জন্য লিখছেন। আমি চুপ করে আছি। বরাবরের মতোই। সমাজের জন্য সমুদ্র গুপ্ত কতটা প্রয়োজনীয় সেটা কি আমি বুঝতে পারছি না? আমি কি তাদের জন্যই শুধু এগিয়ে আসবো যারা সফল কবি। যাদের পংক্তি মনে রাখা যায়? তা তো হতে পারে না। আমি কি তাদের জন্যই কাঁদবো যাদের সঙ্গে আমার পরিচয় আছে?
না।
মানুষের জীবনে এমন অসহায় মুহূর্ত খুব কম আসে যখন তিনি নিজের জীবনের জন্য পরিচিত-অপরিচিত মানুষ নির্বিশেষে সবার সহায় যাচনা করেন। বা তার স্বজনরা নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির ন্যুনতার জন্য অন্যের দারস্থ হন। আমাদের কিছুই করা থাকে না। আমি চাইলে পকেট থেকে একটা মোটা অংকের টাকা তার স্বজনদের হাতে তুলে দিয়ে দায়মুক্ত হতে পারি। কিন্তু যদি আমার সামর্থ হয় সামান্য, যদি আমার অংশগ্রহণে তার জীবনীর লেশমাত্র না ফেরে? তবে তো হাহাকার করতে হয়। পত্রিকায়, টিভিতে, ব্লগে কত আহবান। সাহায্য করুন। এই দুস্থ মানবতার জন্য কে এগিয়ে আসবে? কে কার ডাকে সাড়া দেবে? আমি এদের মধ্যে কার স্বজন? কার জন্য আমার প্রাণ কাঁদে? কার জন্য কাঁদে না?
এইসব প্রশ্নের মুখে আমি স্থবির হয়ে যাই। চুপ করে থাকি। বুঝতে পারি মৃত্যু একজন অসুস্থ মানুষের দিকে এগিয়ে আসছে। আমার নীরবতার জন্যই হয়তো।
পোস্টের পর পোস্ট বাড়ছে। সবাই বলছেন, সাহায্য নিয়ে এগিয়ে আসুন। সভ্য দেশে এমনটি হয়তো করতে হতো না। সরকার সেখানে একজন কবির পাশে দাঁড়িয়ে তার শুশ্রুষা করতো। শুধু কবি কেন, সাধারণ একজন মানুষকেও ফেলতো না। আমরা দুর্ভাগা। কবিদের জন্য আলাদা করে আমাদের সাহায্য চাইতে হয়। সাধারণের জন্য আলাদা করে সাহায্য চাইতে হয়। আমরা সরকারের কাছে আবেদন জানাই, দাবি জানাই, অনুরোধ জানাই সমুদ্র গুপ্তকে বাঁচানোর জন্য চিকিৎসা দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন।
যে পর্যন্ত সরকার এগিয়ে না আসে সে পর্যন্ত আমরাই এগিয়ে আসি। আমাদের পরিচিত কিংবা অপরিচিত, প্রিয় কিংবা অপ্রিয় এই কবির শুশ্রুষার জন্য। সামহয়ারের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আমাদের এই কবিকে বাঁচাবার জন্য, সবার দৃষ্টি তার অসহায়তার দিকে টানার জন্য অন্তত একটা পোস্টকে স্টিকি করুন। জীবন দৃষ্টিনন্দন ব্লগের চেয়ে মূল্যবান।
পারভেজ চৌধুরীর পোস্টটা এখানে কপি করে দিলাম। শুধু এই পোস্টটাই দিতাম। কিন্তু অভ্যাসবশত কিছু বাক্যবাজী করলাম। আশাকরি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

কবি সমুদ্র গুপ্ত গুরতর অসুস্থ ।
বেশ কিছুদিন ধরে তিনি পিত্তনালীর ক্যানাসার, জন্ডিস ও ডায়াবেটিক নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর চিকিৎসার জন্যে প্রয়োজন মোটা অংকের টাকা। কবি পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয় ।চারুকলায় এবং আজিজ সুপার মার্কেটে তার জন্য একটি তহবিল সংগ্রহের চেষ্টা চলছে, প্রয়োজনে ওখানে বা তার স্ত্রীর নিমোক্ত একাউন্টে অর্থ সাহায্য দিতে পারেন।
সোহানা হ্যাপী,
সঞ্চয়ী একাউন্ট নং-৩৯৫৩,
উত্তরা ব্যাংক লিমিটেড,
কলাবাগান শাখা, ঢাকা।



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।



* ১৯ টি মন্তব্য
* ২৪২ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28805160 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: সুজনবাঙালী বলেছেন: প্লাস+
নিভৃত অনুভুতির কথা জানানোর জন্য।
অনুভুতি ব্যক্তিগত কিন্তু অনুভুতির বাইরে গিয়েও মানুষ কাজ করে।

------------------------------------------
পারভেজ চৌধুরীর পোস্টটা স্টিকি করা হোক।
০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।
২. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:৪৬
comment by: রবিউলকরিম বলেছেন: ধন্যবাদ মাহবুব আবেদনে সাড়া দেবার জন্য।
০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ বলার জন্য।
৩. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:৪৯
comment by: সীমান্ত আহমেদ বলেছেন: সুজনবাঙালী বলেছেন: প্লাস+
নিভৃত অনুভুতির কথা জানানোর জন্য।
অনুভুতি ব্যক্তিগত কিন্তু অনুভুতির বাইরে গিয়েও মানুষ কাজ করে।

------------------------------------------
পারভেজ চৌধুরীর পোস্টটা স্টিকি করা হোক।


আমি সহমত প্রকাশ করছি।
০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: থ্যাংকস।
৪. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:৫১
comment by: অরথি স্বর্ণালী বলেছেন: এই পোস্টটাকে স্টিকি করার আহবান থাকলো।
০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: এই পোস্টটা স্টিকি করার মতো নয় বলেই আমার ধারণা। ব্যক্তিগত কিছু অনুভূতি আছে এতে যার সঙ্গে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন।
৫. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: এই কবির চেহেরা আর নাম দুটোই আমাকে টেনেছে। দুই একটা কবিতা যে পড়ি নাই তা হয়ত নয়। কিন্তু কখনই মনে রাখার মত পড়িনাই।
তার পরও তার জন্য আজ বড় মায়া হচ্ছে। এখানেই হয়ত মানুষের জয়।
কবি সুস্থ হোক।
০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: সেটাই আমাদের আশা।
৬. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: কবি সমুদ্র গুপ্ত কে সাহায্য করার জন্যসকলকে আহবান জানাই
০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: হ্যাঁ।
৭. ০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
comment by: সফেদ ফরাজী...... বলেছেন: কবিকে বাঁচাতে সবারই এগিয়ে আসা উচিত।
আসুন আমরা নিজেরাও সাধ্যমতো অর্থ প্রদান ও অর্থ সংগ্রহের কাজে এগিয়ে আসি।

একজন কবি সাহিত্যিক বা শিল্পসাহিত্য অঙ্গনের যে কেউ বা একজন মুক্তচিন্তার মানুষের এরকম বিপদে সকলের এগিয়ে আসার কালচারটা গড়ে উঠা খুবই দরকার।

ধন্যবাদ।
০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: sohomot.
৮. ০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: কবিকে বাঁচাইতে হবে। ব্লগে অনেক উদ্যক্তা আছেন, তারা পরিকল্পনা কইরা কাজ ভাগ কইরা নিলেই হয়।
লেখাও ভাল হইছে।
০২ রা জুন, ২০০৮ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: আজকে নাকি বিদেশ পাঠানো হবে। ভাল খবর।
৯. ০২ রা জুন, ২০০৮ দুপুর ২:১৪
comment by: ফারহান দাউদ বলেছেন: কবি সমুদ্র গুপ্ত কে সাহায্য করার জন্য সকলকে আহবান জানাই ।
০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান। আহবানের জন্য।
১০. ০৭ ই জুন, ২০০৮ রাত ১০:০৪
comment by: মাসুদ খান বলেছেন: ধন্যবাদ মাহবুব, কবি সমুদ্র গুপ্ত সম্পর্কে সুন্দর করে গুছিয়ে আপনার অনুভূতি ও উপলব্ধি ব্যক্ত করেছেন, কবিকে বাঁচাতে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন। আশা করি সাড়া পাওয়া যাচ্ছে/যাবে । কবি এখন কেমন আছেন?

No comments:

Post a Comment