Sunday, March 1, 2009

সামহয়ার নিয়া কিছু হিসাব-নিকাশ

২২ শে মে, ২০০৮ দুপুর ১:৪৭
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

আগের দিন লগ অফ কইরা পরের দিন সামহয়ার খুললে বিরতি যদি ১২ থেকে ১৫ ঘণ্টা হয় তাইলে শেষ পড়া পোস্ট পর্যন্ত যাইতে আমার ৯-১০ বার পাতা উল্টাইতে হয়। প্রতি পাতায় পোস্ট থাকে ১৫টা। অর্থাৎ ১২-১৫ ঘণ্টায় গড়ে পোস্ট পড়ে ১৩৫-১৫০টা। প্রতি ২৪ ঘণ্টায় পড়ে ২৫০-৩০০ টা। বিশাল ব্যাপার। কিছু বাংলা ব্লগ আছে যেইখানে দুইদিন পর ভিজিট দিলেও এক দুইপাতার বেশি উল্টাইতে হয় না। সেইখান থিকা পড়ার মতো লেখা মেলে দুই পাতায় একটা অথবা একটাও না ক্ষেত্রবিশেষে। সামহয়ারে দিনের ২৫০-৩০০ পোস্টের মধ্যে প্রয়োজনীয় লেখা পাই ৫-১০টা। পছন্দের লেখকরা পোস্ট দেন ৫-১০ টা। আকর্ষণীয় বিষয় দেখে ক্লিক করি ১০-১৫টা পোস্টে। অপছন্দের বিষয় হইলেও ঘটনা কী জানার জন্য ৩-৭ টা পোস্টে ক্লিক করি। হিসাবটারে গড় করলে দেখা যায় দিনে গড়ে ২৫ থেকে ৪৫ টা পোস্ট পড়া হয়। আমার রুচি ও বুঝ অনুসারে এইগুলার মধ্যে ভাল লাগা পোস্ট পাই দৈনিক ৫ থেকে ১০ টা। আমার সার্বিক বিবেচনায় বেস্ট ৫ থেকে ১০।
আমি হয়তো ২৫০ থেকে ৩০০ পোস্ট দেখে প্রথমে পড়ার জন্য ২৫-৪৫টা বাইছা নিলাম। তারপর ৫ থেকে ১০টারে ভাল কইলাম বা মনে করলাম। কিন্তু অনেকের কাছেই ব্লগ ভ্রমণের এতো সময় না থাকতে পারে। বা আমার হাতেই প্র্রতিদিন সময় না থাকতে পারে। যখন ভাবি, এক-দুই দিনের গ্যাপে আমারে ২০ বা ৩০ বার পাতা উল্টাইতে হবে তখন কেমন লাগে?
তারপরও রেগুলার সামহয়ার ভ্রমণ কইরা প্রায় সব পোস্টের খবর রাখতেছি এইটা বেশ একটা আনন্দ দেয়। তবে যারা বিষয়ভিত্তিক ইন্টারেস্টকে গুরুত্ব দেন তাদের জন্য কাজে আসতে পারতো গ্রুপ। যদি আমি জানতাম, মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্টগুলা সব জন্মযুদ্ধে পাওয়া যাবে। ইসলাম বিষয়ে সব পোস্ট ইসলাম গ্রুপে, কবিতা বিষয়ক পোস্ট কবিতা গ্রুপে পাওয়া যাবে, তাইলে ইন্টারেস্ট অনুসারে আমি গ্রুপ ভ্রমণ করতে পারতাম। এতে গ্রুপের ভিজিট বাড়তো, গ্রুপেরও একটা কাম বাইর করা যাইতো। ব্লগাররাও তাদের পোস্টগুলাকে ফার্স্ট পেজে পোস্ট করার সাথে সাথে গ্রুপে পোস্ট করার ব্যাপারে উৎসাহী হইতেন। বিষয়টা নিয়া ভাবা যায়। কারণ, সামহয়ারে লোকসমাগম আগামীতে আরও বাড়বে। প্রোডাকশন লেভেল দৈনিক ৫০০-৭০০ পোস্ট-এ পৌঁছাবে।
সামহয়ারের এই সমৃদ্ধি দেইখা আমি ভীষণ খুশী। ছোটখাট পাড়া-প্রতিবেশীদের দিকে তাকায়া খালি হংস পায়। এত পোস্ট, এত বিষয়, এত বৈচিত্র্য তার মধ্যে ভাল লেখাও প্রচুর। বাংলা লেখার একটা খনি তৈরি হইতেছে। বিস্ময় ছাড়া আর কোন শব্দ উচ্চারণ করা যায়?



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ৭২ টি মন্তব্য
* ৫০৭ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28801277 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২২ শে মে, ২০০৮ দুপুর ১:৫০
comment by: সামী মিয়াদাদ বলেছেন: সত্যিই বিষ্ময়
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: আমি খালি চিন্তা করি, সামহয়ার না আইলে এত লেখা কই ছাপা হইতো?
২. ২২ শে মে, ২০০৮ দুপুর ১:৫৩
comment by: কৌশিক বলেছেন: এতগুলা পৃষ্ঠা পড়েন? মাশাল্লাহ! আমি অবশ্য এত বছর না পইড়া মন্তব্য কইরা আসছি, কেউ টের পায় নাই!
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: na poira mottobbo korai valo.
apne vishon smart.
৩. ২২ শে মে, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: চিকনমিয়া বলেছেন: হাচা

আমি সারাদিন একানে পইড়া থাকি:)
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: আমি গড়ে তিন চাইর ঘণ্টা।
৪. ২২ শে মে, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: শাওন বলেছেন: কটঠিন হিসাব দিলেন ।
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: হ।
ধন্যবাদ।
৫. ২২ শে মে, ২০০৮ দুপুর ১:৫৭
comment by: কোপা সামছু বলেছেন: আমি পেরথম ২ লাইন এবং শেষের ২ লাইন পইরা শানে নজূল বুইজ্যা লই... দেন...
ওই বিষয়টা নিয়া কুপানু শুরু করি....
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ভাল পদ্ধতি। তবে অনেকে প্রথম দুই লাইনের পরেই হয়তো জমায়া ফেলেন। সেইসব পোস্ট?
৬. ২২ শে মে, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: আন্ধার রাত বলেছেন:

...আমি কিন্তু বেশী পুষ্টি না, কারণ আমার মাথায় পুষ্টি নাই---যা পুষ্টি নিজে পুষ্টি পাইবার জন্য পুষ্টি :D
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: ভাল কইছেন।
৭. ২২ শে মে, ২০০৮ দুপুর ২:১৭
comment by: ক্যামেরাম্যান বলেছেন:
হিসাবটা ভাল দিসেন।
আমি কয়েকটা বিষয় খেয়াল করলাম সামহোয়্যার ইন ব্লগে। যেমন - সাধারনভাবে পরিচিত ছেলে ব্লগারদের পোষ্টে গড়ে ১০০-১২০ টা হিট হয়, যার মধ্যে ২০টা হয়তো নিজেরই হিট। আর পরিচিত-অপরিচিত মেয়ে ব্লগার (নাকি নিকের) পোষ্টে ২০০ হিট হওয়া কোন ব্যাপারই না (দোষ হয় খালি কালপুরুষ'দার) । সেখানে কমেন্টও পরে প্রচুর। আর ইন্টারেষ্ট এর বেলায় ব্লগ সংক্রান্ত বিষয় যেমন - পিকনিক, আড্ডা ইত্যাদি বিষয়ে আগ্রহ সার্বজনিন। সাথে ছবি থাকলে তো কথাই নেই (এখানে লেখা কোন ব্যাপার না)। আর পোষ্টদাতা অনলাইনে থাকলে তার পোষ্টে হিট বাড়ে। দুপুরের দিকে পোষ্ট দিলে ম্যাক্সিমাম এক্সপোজার পাওয়া যায় - দেশে এবং বিদেশে। রাত ১০ টা পর্যন্ত দেশে আর রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত বিদেশের ব্লগাররা ভিজিট করেন।
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: আপনের হিসাবটাও চিন্তা করার মতো।
মেয়েদের পোস্টে বেশি হিট খুব স্বাভাবিক ব্যাপার। কালপুরুষকে দোষ দিয়া আসলেই লাভ নাই।
আগের থেকে ভিজিটর বেড়েছে। ফলে, ব্লগারদের বাইরেও অনেকে পড়েন বলে আমার ধারণা।
ইন হাউস বিষয়ে বিশেষ করে সামহয়ারের অভ্যন্তরীণ ব্লগীয় রাজনীতি নিয়ে ব্লগারদের মধ্যে উৎসাহ বেশী।
৮. ২২ শে মে, ২০০৮ দুপুর ২:১৯
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: ভালো পরিসংখ্যান দিলেন, ধন্যবাদ আপনাকে।

আমি সারাদিনে (যখোন সুযোগ পাই) ৮/১০ টা পোস্ট অবশ্যই পড়ি।

নি:সন্দেহে অনেক ভালো লেখকের লেখা সা.হ.ইনে প্রতিদিন প্রকাশিত হচ্ছে

আমি দেখি, পড়ি আর আফসোস করি...
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: বিষয় ভিত্তিক গ্রুপ ব্লগিং চালু হইলে যার যার পছন্দ মতো বিষয়ে পোস্ট খুঁজে পাওয়া সহজ হইতো বইলা মালুম হয়।
৯. ২২ শে মে, ২০০৮ দুপুর ২:২২
comment by: চিকনমিয়া বলেছেন: আমি খালি কমেনটস করি
আর মাইনাচ দিই:)
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: ভাল কাজ। মাইনাস দেওয়া ভাল। আগে ভামুরা আমারে নিয়মিত মাইনাস দিতো। এখন দেখি দেয় না।
১০. ২২ শে মে, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: সামী মিয়াদাদ বলেছেন: সামহোয়ারের কারনেই না সকলের লগে আমার পরিচয় হইলো। এইটা একটা পরম পাওয়া। আমার নিজের কথা কইলে, সামহোয়ার না থাকলে আমার লেখা নিজের ডায়রী ছাড়া আর কোথাও ছাপা হইতোনা
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: এই রকম অনেকের ক্ষেত্রে ঘটছে।
আমার বহু লেখা সামহয়ার ছাড়া লেখাই হইতো না।
১১. ২২ শে মে, ২০০৮ দুপুর ২:৩৯
comment by: এরশাদ বাদশা বলেছেন: ইদানিং একটা বিষয় খুব চোখে পড়ছে। যেটা উল্লেখ না করে পারছিনা। সা.ইনে প্রচুর নতুন ব্লগারের আগমন ঘটেছে, যেটা খুবই সন্তোষজনক। কিন্তু আমি দেখেছি নতুন ব্লগারের বেশিরভাগই লেখা পড়ছেন না। অনেক ব্লগার একের পর এক পোস্ট দিয়ে চলেছেন, কিন্তু পড়ার ধারেকাছে নেই। যদি সাম্প্রতিক পোস্টগুলো দেখেন, তাহলে আমার কথার সত্যতা ধরতে পারবেন। প্রচুর পোস্ট এসছে, কিন্তু মন্তব্যের সংখ্যা খুবই নগন্য। এমন অনেক পোস্ট গেছে, যেটায় নূন্যতম একটা মন্তব্যও নেই।
২২ শে মে, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: নতুন লেখকদের কিছু পোস্ট কাফফারা দিয়ে তারপর দৃষ্টি আকর্ষণ করতে হয়, এইটা বেশ স্বাভাবিক ঘটনা। প্রথমে ভাল লেখা লেইখা দৃষ্টি আকর্ষণ করতে হয়। তারপর তার পোস্টে ভিজিট বাড়ে।
যারা এই রাস্তায় যাইতে চান না তাদের জন্য বিভিন্ন দল, টীম আছে সেইখানে বেশ পিঠ চুলকাচুলকি চলে।
সাম্প্রতিক পোস্টগুলার আসলেই মন্তব্য কম, পাঠক সংখ্যাও খুব কম। প্রথমে ব্লগ খুলে অনেকেই হয়তো একটা পোস্ট দেয়ার কথা ভাবেন। পোস্ট দিয়া তারপর পড়তে ও কমেন্ট করতে বসেন। বেশিরভাগ ব্লগারের এই প্রবণতার কারণে পোস্টে কমেন্ট ধীরে ধীরে পড়ে। অনেকেই পোস্ট দিয়ে, প্রথম পাতায় চোখ বুলিয়ে ধীরে ধীরে পরিচিত বা প্রিয় ব্লগারের পাতায় চলে যান। এরকমও দেখা যায়।
১২. ২২ শে মে, ২০০৮ দুপুর ২:৫৩
comment by: ভবঘুরে বলেছেন: আমি শুধু মন্তব্যগুলো পড়ি!!
২২ শে মে, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: কোন পোস্টের মন্তব্য পড়বেন সেইটা নিশ্চয়ই ঠিক করা লাগে?
১৩. ২২ শে মে, ২০০৮ দুপুর ২:৫৫
comment by: আসিফ আহমেদ বলেছেন: লেখার নানারকম বৈচিত্র আছে বলেই বিভিন্ন ধরনের পাঠক বিভিন্ন লেখা থেকে মজা নিতে পারছেন। ব্লগে এটা স্বাভাবিক।
২২ শে মে, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: খাঁটি কথা।
১৪. ২২ শে মে, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: মাহবুব সুমন বলেছেন: কাজিপাড়া রাইটার্স ফুরামে নাকি সিরিয়াস লেখা চলবে !! আশুলিয়ায় কিস কইরা ক্যামনে ঠোঁট ফুলাইলো সেইটা দেখি হিট পুস্ট হয় সেইখানে, আবার বিপ্লব রহমানের পাহাড় নিয়ে লেখায় ৩ টা কমেন্ট !

আপনার সাথে ব্লগ পড়ার আচরনে মিল আছে আমার।
২২ শে মে, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ওনাদের ঠোঁট ফুইলা হাতির দাঁত হয়া গেছে।
দুই তিন দিন পরপর যাই ওইখানে। দেখি একপাতা আগাইছে। পড়ার মতো লেখা পাইতে মাইক্রোস্কোপ কেনা লাগবে।
আমার ব্লগ এখন নিয়মিত ভিজিট করতেছি। ভাল মনে হইলো। কাজীপাড়ার মতো ঠোঁট ফুলায় নাই দেখলাম।
১৫. ২২ শে মে, ২০০৮ বিকাল ৩:০৬
comment by: কোপা সামছু বলেছেন: নিক ফ্যাক্টরি গুলা কি নিয়মিত নিক পয়দা করাইয়া যাইতাছে?
২২ শে মে, ২০০৮ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ব্লগারদের বয়স বাড়লে আনুপাতিক হারে নিক কমবে বইলা ধারণা করা যায়।
১৬. ২২ শে মে, ২০০৮ বিকাল ৩:১৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: এই লেখাতেও মাইনাস পড়ে, এটাই আমাদের বৈচিত্রের প্রমাণ।
২২ শে মে, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: মাইনাস না পড়লে সেইটা আমার জন্য খুবই চিন্তার বিষয় হয়া দাঁড়ায়। বুঝতে পারি, যাদের মনে জ্বালা ধরানোর কথা পোস্টটা তাদের মনে জ্বালা ধরাইতে পারে নাই।
১৭. ২২ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৫
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আমার হিসেবে প্রতিদিন অন্ততঃ বিশটা ভালোমানের পোস্ট থাকে, যেগুলা নিয়া অনেক আলোচনা করা সম্ভব ... খুব ভালো ভালো কিছু ব্লগার আছে এখন ... এই সংখ্যা বাড়তে থাকলে আসলেই সমস্যা হইবো ... গ্রুপ ব্লগিং একটিভেট করা দরকার, একমত

২২ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: সহমত। বিষয়ভিত্তিক গ্রুপ ব্লগিং বিষয়টার একটা ফয়সালা করতে পারে।
১৮. ২২ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৬
comment by: নেমেসিস বলেছেন: আমি ফীড পড়ি সামহোয়ারের । ফীডে বেশ কিছু লাইন আশে প্রতি পোস্টটের । ঐ লাইনগুলো দেখে বোঝা যায় পোস্টটের গতিপ্রকৃতি ।
২২ শে মে, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: এক সঙ্গে কয়টা পোস্টের ফিড আসে?
১৯. ২২ শে মে, ২০০৮ বিকাল ৪:০৭
comment by: কোলাহল বলেছেন: পুস্টি বেশি হওয়া শুরু করেছিল, তাই পোস্ট পড়া কমিয়ে দিয়েছি। পছন্দের লেখকদের লিংক, মন্তব্যের সূত্র ধরে কিছু পড়ি। সময় থাকলে মাঝে মাঝে পৃস্ঠা উণ্টাই।
২২ শে মে, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: মন্তব্য দেইখা বেশি কিছু বুঝা যায় না। আর প্রিয় লেখকরাও তো প্রতিদিন লেখে না। তবে পুস্টিং বেশি হওয়া খারাপ কিছু না। এইটা ভাল জিনিশ।
২০. ২২ শে মে, ২০০৮ বিকাল ৪:০৯
comment by: হাশেম পোদ্দার বলেছেন: পুস্টি বেশি হওয়া শুরু করেছিল, তাই পোস্ট পড়া কমিয়ে দিয়েছি। পছন্দের লেখকদের লিংক, মন্তব্যের সূত্র ধরে কিছু পড়ি। সময় থাকলে মাঝে মাঝে পৃস্ঠা উণ্টাই। --------হক কতা।
২২ শে মে, ২০০৮ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: পোদ্দার মশাইরে অনেক দিন পর দেখলাম। ভাল আছেন নিশ্চয়ই?
২১. ২২ শে মে, ২০০৮ বিকাল ৪:১০
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


পোস্টে প্লাস


আপনার পর্যবেক্ষণ ও বক্তব্য খুব গুরুত্বপূর্ণ।


তবে একখান কথা মোর্শেদ ভাই, অজস্র খিস্তি মার্কা এক দুইলাইনের তরল পোস্টের ভীড়ে যে মননশীল পোস্টগুলো দ্রুত অপসারিত হয় প্রথম পাতা থেকে, এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া যায় না?
২২ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: খিস্তি, গালাগালির বিরুদ্ধে তো নীতিমালা আছে।
কিন্তু তরল, সরল, হালকা লেখার দরকার আছে। এইগুলা ঠেকাইলে ব্লগই ঠেইকা যাবে।
২২. ২২ শে মে, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: নেমেসিস বলেছেন: আমি সর্বোচ্চ ২৫ টা করে ফীড পাই । প্রতি ফীডে ৮/১০ লাইন টেক্সট আসে । কিন্তু সামহোয়াররের ফীডেই একমাত্র ছবি আসে না । নয়ত আমার অন্য ফীড গুলোতে ঠিকই ফটো আসে । জানি না কেন এটা হয় :(
২২ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: ভাল পদ্ধতি। কাজের মনে হইতেছে।
২৩. ২২ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: মৃদুল মাহবুব বলেছেন: হুম। বিষয় অনুযায়ী আলাদা আলাদা গ্রুপ থাকলে ভালো হতো। ঠিক ধরছেন। অনেক সময় গুরত্বপুর্ণ পোষ্ট ভিড়ের ভিতর চোখেও পড়ে না। আবার আলাদা আলাদা গ্রুপ করলে সমস্যা যে আছে। বৈচিত্র কমে যাবে যে।
২২ শে মে, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: যারা বিভিন্ন বিষয়ে লেখেন তারা বিভিন্ন গ্রুপের সদস্য হবেন। বিষয় অনুসারে পোস্ট দিবেন গ্রুপে। গ্রুপে তো এখন লোক যায় না। কিন্তু এইভাবে সাজাইলে এখনকার চেয়ে অনেক বেশি যাবে।
২৪. ২২ শে মে, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: অভিক শাওন বলেছেন: সারওয়ারচৌধুরীর জইন্ন এককান ভারী ব্লগ একন জনতার দাবী। এই ব্লগে লুকে তারে খালি ন্যাং মাইরতেচে।
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আপনের সমস্যা কী?
২৫. ২২ শে মে, ২০০৮ রাত ১০:১৯
comment by: একরামুল হক শামীম বলেছেন: আমি দিনে মোটামোটি সবগুলো পোস্টের দিকে নজর বুলাই।অবশ্য পোস্টরে বিস্তারিত পড়ি ৭০-৯০ টার মতো। তবে মন্তব্য করি ৪০-৫০ টা পোস্টে। ;)
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: দৈনিক কত সময় ব্যয় করেন?
এভারেজ?
২৬. ২২ শে মে, ২০০৮ রাত ১০:৪০
comment by: অ্যামাটার বলেছেন: শুরুতে অন্যের পোষ্টে কমেন্ট করতে ভয় করত,
প্রথম দিকে একেবারেই মন্তব্য করতাম না,
এরপর দেখাগেল নির্দিষ্ট গন্ডির মধ্যে কয়েকজনের পেজে মন্তব্য করতাম,
ধীরে ধীরে ব্লগে যখন বেশ কয়েকমাস সময় পার করলাম,অনেক কিছুই পরিষ্কার হল,
এখন লগইন করেই প্রথম পাতায় যে কয়টা পোষ্ট থাকে,সাম্প্রতিক মন্তব্য এবং এখন অনলাইনে আছেন...এত্যাদি ফিচার থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩০টা কিংবা আরও বেশী মন্তব্য করি। আর পরিচিত কয়েকজনের পেজে তো অবশ্যই একবার করে ঢুঁ মারি।
সময়ের সাথে ব্লগারের মানসিকতা ও সাথে এক্টিভিটির বিবর্তন...
হা হা হা...
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: কথা শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৭. ২২ শে মে, ২০০৮ রাত ১০:৪৫
comment by: আরিফুর রহমান বলেছেন: বাংলা লেখার একটা খনি তৈরি হইতেছে। বিস্ময় ছাড়া আর কোন শব্দ উচ্চারণ করা যায়?

যায়, 'আশা'...!!
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: হ। আশা।
২৮. ২২ শে মে, ২০০৮ রাত ১০:৪৯
comment by: বোধিস্বত্ত বলেছেন: কাজিপাড়া রাইটার্স ফোরামে ভাল লেখার দুর্ভিক্ষ রোধ করতে অবিলম্বে মাহবুব সুমন ও মাহবুব মোর্শেদকে ভিসা দিতে অনুরোধ করছি। বেচারারা এত শুভাকাংখী হয়েও দরজার বাইরে থেকে জানালা দিয়ে ফাকফোকরে তাকাইয়া চলে আসে। মাহবুব সুমন নাকি আবার দরজায় ৪/৫ বার টোকা দেয়ার পরেও খোলে নাই। :(
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: আপনার লাগে কেন?
২৯. ২২ শে মে, ২০০৮ রাত ১০:৫১
comment by: আরিফুর রহমান বলেছেন: এইজন্যই কাজীপাড়ার ওপর তাগো এতো রাগ!!
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: ha ha ha
৩০. ২৩ শে মে, ২০০৮ রাত ১:০০
comment by: ফারহান দাউদ বলেছেন: সবই পাতাই উল্টাই এখনো,পড়িও মন্দ না,৫০টা তো হইবই,আকামের মানউষ বইলাই হয়ত।
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: মেলা তো।
৩১. ২৩ শে মে, ২০০৮ রাত ১:৩৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ভালো লেখার কাঙাল আমি ।
ইদানীং মারামারি কোন পোস্টে ঢুকেও দেখি না , অনেক টাইম সেইভ হয় । লেখার শিরোনাম দেখে একটা আন্দাজ করার চেষ্টা করি , তারপর ঢুকি । চেনা জানা ব্লগারদের ব্লগে ঢু দেই । কোন কোন ব্লগারের পোস্টে ঢুকলে ঠকবো না বিশ্বাস আছে , সেসব মিস করি না ।
সব মিলিয়ে দিনে ২৫ টা মত পড়ি ।

একটা আফসোস হলো , কবিতা পোস্টে ঢুকি খুব কম , কবিতা এখনও আয়ত্ত্বে আসেনি ।

সামহো্য্যার অনেক ইন্টারেকটিভ , এটা ভালো লাগে
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: সামহয়ারের কবিতা আমারও আয়ত্তে আসে নাই এখনও।
৩২. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: দূরন্ত বলেছেন: হুমম..
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: হামম।
৩৩. ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৫
comment by: মাহবুব সুমন বলেছেন: বোধিসত্ব নামে কোনো শ্যালক আমার আছে কি না মনে পড়তাছে না ;)
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: উনি গৌতম বুদ্ধের আত্মীয়।
৩৪. ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৯
comment by: রুধীণ বলেছেন: আমি মূলত পড়তে আসি। সামহোয়্যারইনে এসে আমি একটি কবিতার কবি হয়েছি। মজার না???

২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: খুব মজার। থ্যাংকস।
৩৫. ২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: সেই যে আপনার অনুপ্রেরণায় শুরু করেছিলাম। দিনে গড়ে দুই ঘন্টা থাকা হয় এখন ব্লগে।

আমি গ্রুপের বিপক্ষের লোক।


সবার লেখা আর সবার মতামত নিয়েই এগিয়ে যাক সামহয়ার।

২৬ শে মে, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: আগায়া যাক তাইলে।
৩৬. ২৬ শে মে, ২০০৮ সকাল ৯:৪৩
comment by: কোলাহল বলেছেন: "তরল, সরল, হালকা লেখার দরকার আছে।" হ্যা দরকার আছে বটে তবে 'অতি তরল' কিংবা 'অতি গরল' হলেই সমস্যা।



মেহরাব শাহরিয়ার বরেছেন: .....কোন কোন ব্লগারের পোস্টে ঢুকলে ঠকবো না বিশ্বাস আছে , সেসব মিস করি না ।
২৬ শে মে, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: মেহরাবের সঙ্গে একমত। কিন্তু সরল-তরল ঠেকানোর উপায় কী?
গালি দিলে কিংবা নিয়ম না মানলে না হয় ব্যবস্থা আছে। কিন্তু তরল-সরল ঠেকানোর উপায় কী?

No comments:

Post a Comment