Sunday, March 1, 2009

বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে

২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:০৭
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

বৈঠা পত্রিকার সম্পাদক শিহাব শাহরিয়ার একটা বৃষ্টি সংখ্যা বের করার কথা। আজিজ মার্কেটে কম কম যাই গত কয় বছর। তো একদিন গিয়া শিহাব ভাইয়ের সঙ্গে দেখা। শিহাব ভাই কইলো, বৃষ্টি নিয়া একটা লেখা দেও। আমি কইলাম, এইটা কোনো ব্যাপার? পরশু দিন আইসা আপনেরে লেখা দিয়া যাইতেছি। বলতে বলতেই ভাবলাম কেমনে কী? বললাম, লেখার শিরোনাম হবে বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে...। শিহাব ভাই কয়, মানে কী? আমি কই ভেজা শাড়িতে লজ্জা করে। শিহাব ভাই হাসে, কয়, তারমানে লেখাটা তুমি দিবা না। আমি কই, শিহাব ভাই দারুণ একটা আইডিয়া মাথায় আসছে। লেখা আপনি পাইতেছেন। শিওর। উনি কন, ফাইজলামি কইরো না। আমি কই ফাইজলামি করলে অসুবিধা কী? বৃষ্টি নিয়া কি ফাইজলামি করা যায় না নাকি? বৃষ্টি কি এতই সিরিয়াস জিনিশ যে, এইটা নিয়া ফাইজলামিও করা যাবে না।
শিহাব ভাই আমার চাপে পইড়া স্বীকার করলো যে, বৃষ্টি ব্যাপারটা নিয়াও ফাইজলামি করা যায়। এইটা বৈধ। যাই হউক লেখাটা আমি দিতেই পারি নাই। আইডিয়া মাথায় আছিল, কিন্তু কাগজ-কলম, কম্পিউটার নিয়া বইসা যে একটা কিছু দাঁড়া করাবো সেই সুমায় হইলো না। বৃষ্টি সংখ্যা আমার লেখা ছাড়াই বারাইলো। মনে বহুত ব্যথা পাইলাম। দিনকে দিন যে কী হইতেছি আমি? ব্লগ ছাড়া আর কিচ্ছু লেখতে ইচ্ছা করে না। আইজকা ব্লগে এসে মন বহুত খুশ হুয়া। দেখতে দেখতে অনেকেই বৃষ্টি নিয়া পোস্ট দিল। আমারও কিছু বলার ছিল। ভাবলাম বইলা ফেলি।
শিহাব ভাইরে যে গানের কথা কইছিলাম সেই গানটি হয়তো অনেকেই শুইনা থাকবেন। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে,/ ভেজা শাড়িতে লজ্জা করে/ বুকের ভেতরে করে টিপ টিপ/ বৃষ্টি পড়ে টিপ টিপ। গানটা খুব জনপ্রিয় হইছিল। স্বপ্নের পৃথিবী ছবির গান। এই ছবিতে অভিনয় করছিলেন, শাবনুর আর সালমান শাহ। খুবই সুন্দর ছবি। এই গানটি আমার তরুণ মনে গভীরভাবে রেখাপাত করেছিল। ঝম ঝম ফর্সা বৃষ্টি হইলেই আমি শাড়ি পরা কোনো মেয়েকে ভিজতে ভিজতে নাচতে নাচতে গাইতে গাইতে ভাবি। বৃষ্টি হইলেই ভিজতে হবে এইটা ঠিক না। পরন্তু, কোনো মেয়েকেই ভিজতে হবে এই বেশি চাওয়া হয়ে যায়। ততোধিক বেশি চাওয়া হইলো মেয়েটা একটা শাড়ি পইরা থাকবে। তবু বৃষ্টির মধুরতম কল্পনা হইলো এইরকম। মাঝে মাঝে ভাবি এইটা কেমনে আমার মাথায় ঢুকলো? বহু ভেবে দেখলাম, সিনেমা থেকে ব্যাপারটা আমার মাথায় ঢুকছে। হিন্দি ও বাংলা সিনেমা আমার মাথা নষ্ট কইরা দিছে।
একবার পাভেল পার্থর লগে বাংলা সিনেমার গান নিয়া আলাপ হইতেছিল। পার্থ নানা গানের ফাঁকে একটা গান শুনাইলো। ঠাণ্ডা ঠাণ্ডা পানি/ ঠাণ্ডা ঠাণ্ডা লাগে রে/ এই বয়সে এত ঠাণ্ডা/ লাগে নি তো আগে রে লাগে নি তো আগে। গানটায় সরাসরি বৃষ্টি না থাকলেও গানটা আমার পছন্দ হইছিল। বৃষ্টি প্রসঙ্গে পার্থর এই গানটার কথাও বিশেষভাবে মনে পড়ে। পৃথিবীর সকল গানকে এইভাবে দুই ভাগে ভাগ করা যায়, ভিজা গান ও শুকনা গান। ভিজা গানের প্রতি আমার আগ্রহ এতটাই বেড়ে গেছলো এক সময় যে, আমি বারসাত কি গীত নামে একটা সিডি কিনেছিলাম। সেইখানে রাভিনা ট্যান্ডনের টিপটিপ বর্ষা পানি, পানি মে আগ লাগায়ি গানটা ছিল। এই গানের কারণে এখনও রাভিনার কথা মাঝে মাঝে মনে পড়ে। আদনান সামীর ভিগি ভিগি রাতো মে গানটা আমি শুনছিলাম বহুবার। কিন্তু বহুদিন পর্যন্ত বুঝতে পারি নাই যে, ভিগি ভিগি বা ভেজা ভেজা। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আদনান সামী মেদ কমানোর জন্য ডুব দিয়েছে।
বৃষ্টি নিয়া অনেক গান দেখলাম এই দুনিয়ায়। হিন্দি সিনেমায় বৃষ্টি নামলে এখনও তীর্থের কাকের মতো চউখ স্থির কইরা রাখি। যদি নায়িকা শাড়ি পইরা না নাচে তবে সিনেমার বৃষ্টি বৃথা যায়।
আমি যে শিহাব ভাইরে বড় মুখ কইরা বৃষ্টি নিয়া লিখবো কইছিলাম। তো সত্যিই যদি লিখতাম তাইলে কী লিখতাম। বৃষ্টি একটা বিশাল ব্যাপার, এইটা নিয়া এই ধরনের ফাইজলামি না করাই ভাল।



প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।



* ২৮ টি মন্তব্য
* ২৪৯ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28803015 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:১০
comment by: মোহম্মদ নিজাম উদ্দিন বলেছেন: বস । বৃষ্টি নিয়া লেখাটা সুন্দর ওইছে।
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: হা হা হা।
২. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:১৯
comment by: মৃদুল মাহবুব বলেছেন: "বৃষ্টি একটা বিশাল ব্যাপার, এইটা নিয়া এই ধরনের ফাইজলামি না করাই ভাল। "

মজা পাইলাম।
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: হ। বৃষ্টি হইলেই বাঙালি সিরিয়াস হয়া যায়।
৩. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:২৩
comment by: এস এম বাবু বলেছেন: ভাল লিখছেন মাহবুব ভাই! খুব ভাল লাগলো!++
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: সত্যি?
ধন্যবাদ।
৪. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:২৪
comment by: নির্বাক সুশীল বলেছেন: খাইসে।
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: কী খাইছে?
৫. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:২৬
comment by: ভোরের আলো বলেছেন: ভাল লেখছেন,পছন্দ হইছে। আর ভাই প্রথমআলোব্লগের খবর কি?
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
ব্লগের খবর ভাল। আগাইতেছে।
৬. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:২৭
comment by: অভিক শাওন বলেছেন: এইবার কচ্চি সারুয়ার চৌদুরি মাইন্ড কব্বেন।আপনে নায়িকার ভেজা শাড়ি নিয়া রড়গ কইত্তে পারেন এইটা উনি ভাইবতেও পারেন না।তয় যে যাইক কউক আপনে রসবান বটে এককান।
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: সেটাই।
৭. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:২৮
comment by: প্রাকৃত বলেছেন: হুমম! বৃষ্টি নিয়া একটা কবিতা লিখে ফেলি, নাকি বলেন!

ভাল লাগা জানাই!
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: লেখেন। খুব ভাল হয়। ধন্যবাদ।
৮. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: মানুষ আমাকে পছন্দ করে না। কারণ যথাযথ তেল সরবরাহের পদ্ধতি আমার জানা নেই। তার উপর তেলের বাজার যা কড়া তাতে জায়গায় অজায়গায় বেহুদা তেল মারতে গেলে আর বাজার থেকে তেল কিনার সামর্থ্য থাকবে না। এ কারণেই হয়তো আমি কখনও ভালো পোস্ট, চমৎকার পোস্ট বলতে পারি না।

আপনি জ্ঞানী লোক। আপনারে কিছু বলার সাধ্য নেই। বরং আপনার কাছ থেকে সব সময়ই কিছু না কিছু শিখার চেষ্টা করি। ঠিক এই কারণেই আপনার লেখাগুলো সব সময়ই মনোযোগের সাথে পড়ি এবং অস্বীকার করা উপায় নেই সব সময়ই কিছু না কিছু শিখি।

বাংলাভাষায় সম্ভবত একই রচনায় সাধু চলিত ভাষার মিশ্রণ দোষণীয় ছিলো। এতোদিন জানতাম ভাষার যে কোন দুটি রীতির একটি ব্যবহার করতে হয়। কিন্তু আপনার রচনায় দেখি সাধু ও চলিত দুই ভাইজানেই গলাগলি করে হাটছে। তাতে মনে হলো চিরায়ত সেই নিয়মটা বদলে গেছে। নাহলে তো আপনি এমন করতেন না।

যাক জানা ছিলো না। আপনার বদৌলতে জানলাম।
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: পরীক্ষার খাতা দেখতেছেন না ব্লগ পড়তেছেন এইটা ঠিক কইরা নিলে আলাপে সুবিধা হইতে পারে।
৯. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪২
comment by: রবিউলকরিম বলেছেন: তুমি যে লেখা দিব বলে কত জনরে আপেক্ষায় রাখবা কে জানে? তবুও বৃষ্টি নিয়ে আলাপটা মন্দ না।
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: প্রতিদিন চিন্তা করি লিখবো। আজকেই একটা কিছু কইরা ফেলবো, কিন্তু শেষ পর্যন্ত হয় না। আপনেরে অনেক দিন দেখি না। বৃষ্টি হইলো বইলাই কথাটা বিশেষভাবে মনে হইলো।
১০. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: কন কি? খোদার গজব পড়বো আমার উপর। আপনেরে পরীক্ষা করুম! হায়!!!!!!!!!!!!!!!!!!!

নিয়মটা বদলাইয়া গেছে কি না বললেন নাতো।
২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: নিয়ম?
নিয়মটা কই লেখা আছে?
১১. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: রাভিনার সেই গান!!
নাহ , বেশি কিছু না বলি ;)
২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:০০

লেখক বলেছেন: হ। এ বিষয়ে বেশি কিছু না বলাই ভাল।
১২. ২৭ শে মে, ২০০৮ রাত ১:১৯
comment by: ফারহান দাউদ বলেছেন: লেখাটা পইড়া হাসতে হাসতে চেয়ার থাইকা পইড়া গেসি। কিন্তু এইটা কি সিরিয়াস লেখা ছিল? নাইলে ঠিক আছে,কারণ পড়তে মজা লাগসে,ভালও লাগসে।
২৭ শে মে, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: না এই লেখাটা শেষ পর্যন্ত লিখতে পারি নাই।
কালকে না লেখা লেখাটার কথা মনে হইছিল। তাই এইটা লিখলাম।
অনেক ধন্যবাদ।
১৩. ২৭ শে মে, ২০০৮ দুপুর ১:২১
comment by: সামী মিয়াদাদ বলেছেন: বৃষ্টি নিয়া ফাইজলামী?....তবেরে!!!

যাই হোক....ফাইজলামী ভালো হইছে
২৭ শে মে, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: হাহাহাহাহা
১৪. ২৭ শে মে, ২০০৮ দুপুর ২:২৩
comment by: নূর-ই-হাফসা বলেছেন: বৃষ্টির কথা শুনলেই বৃষ্টি দেখতে ইচ্ছা করে।লেখা ভাল হইছে।
২৭ শে মে, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: ঠিক কথা। কিন্তু বৃষ্টির তো দেখার কিছু নাই। শুধু পানি।
ধন্যবাদ।

No comments:

Post a Comment