Sunday, March 1, 2009

কীভাবে একটা নতুন ব্লগ সাইট খুলবেন?

৩১ শে মে, ২০০৮ দুপুর ২:৫৯
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

১. সামহয়ারের ব্লগারদের মধ্যে আপনার পছন্দের কয়েকজনকে নিয়ে ফেসবুক বা ইয়াহু গ্রুপে একটা ক্লোজড নেটওয়ার্ক খুলুন। ব্যাপকভাবে আলোচনা করুন কেন সামহয়ারের মাধ্যমে সম্ভব নয়। গ্রুপ মেম্বাররা স্বতঃস্ফূর্ত ভাবে আরেকটা ব্লগ সাইট করার কথা বললে কাজ শুরু করে দিন।
২. কাজে হাত দেওয়ার পর বাতাসে ছড়িয়ে দিন নতুন একটা সাইট আসছে।
৩. কাজ শেষ পর্যায়ে এলে সামহয়ারে গ্যাঞ্জাম লাগানোর জন্য উপযুক্ত পরিস্থিতি খুঁজুন।
এবং মোক্ষম সময়ে মোক্ষম ইস্যু বের করে গ্যাঞ্জাম লাগিয়ে দিন।
৪. ব্লগারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে কৌশলে নতুন ব্লগ সাইটটির ঠিকানা দিন।
বা ব্লগাররা কীভাবে সেই সাইট খুঁজে পেতে পারে তা বুঝিয়ে দিন।
৫. নিশ্চিত থাকুন সামহয়ার থেকে তাৎক্ষণিকভাবে ৫০-৮০ জন ব্লগার নতুন ব্লগ সাইটে যোগ দিবেন।
৬. এই পদ্ধতিটা আগে খুব চলতো, কিন্তু এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ কর্তৃপক্ষ এই প্রোপাগান্ডা বিষয়ে বিশেষভাবে সচেতন। তাই ভিন্ন পদ্ধতি অবলম্বন করুন। রেডিমেট ব্লগার পেতে সামহয়ারের বিকল্প নাই। তাই ভাগাতে হলে এখান থেকেই ভাগাতে হবে। কিন্তু কি সেই পদ্ধতি? সেটা জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
৭. জানতে হবে অনেক কিছু, শিখতে হবে আরও বেশি।



প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।



* ৪০ টি মন্তব্য
* ৪৬৫ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ৯ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28804803 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:১২
comment by: চিতা বলেছেন: ব্লগের নামে গালিবাজদের নতুন প্ল্যাটফর্ম!!! সাধু সাবধান!!!!!

হাসিবীয় সংকলন "আমার বই" নিয়ে হইচইয়ের রহস্য এতোদিনে বের হয়েছে । " আমার ব্লগ " হতে " আমার বই " । ইবুকের আড়ালে নিজেদের সাইটের বিজ্ঞাপন কি চালানো হচ্ছে না ? কেন এতদিন সামান্য অজুহাতে ব্লগকে অস্থিতিশীল করা হয়েছিল তা আমরা এখন বুঝতে পেরেছি । আস্তে আস্তে আরও অনেক কিছু জানা যাবে । গালিবাজির নতুন প্লাটফর্ম প্রারম্ভেই ধাক্কা খেয়েছে । এটিম মেম্বাররা সেখানে নিক তৈরী করেই খালাস। দুই একজন "হুম" "হাম" "উঁহু" "আহা" করে তড়পাচ্ছে অক্সিজেনের (ব্লগারের) অভাবে । তারা সবাই হা করে তাকিয়ে আছে জনপ্রিয় সামহয়্যারের দিকে..........................
৫০০ টাকায়ও এখন ডোমেইন পাওয়া যায় । কিন্তু ইচ্ছা করলে লাখ টাকায়ও ব্লগিংয়ের পরিবেশ পাওয়া যায় না। সুতরাং সাধু সাবধান । এখন তারা বিভিন্ন কৌশলে ব্লগার ভাগিয়ে নেবার চেষ্টা করবে । কিন্তু সামহয়্যার সামহয়্যারই। এর কোন বিকল্প এই মুহুর্তে নাই । ব্লগকে ওরা নীলনকশা অনুযায়ী গুন্ডামী করার জায়গা হিসেবে বেছে নিয়েছিল। সবাই বুঝে গেছেন তারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা নামধারী গালিবাজ।

সামহয়্যারের প্রতি দলমত নির্বিশেষে সব ধরণের ব্লগারের সমর্থন রয়েছে । অবশ্য Pআলের ফুটপাতীয় স্লোগান, আউজুর অল্পবিদ্যা ভয়ংকরী, খাসিবের প্যারাটেকনিকেল জ্ঞান দিয়ে তারা গালিগালাজের ভিন্ন একটি প্লাটফর্ম তৈরী করে তল্পিতল্পা সহ সরে গেলে দলমতনির্বিশেষে সব ব্লগার আনন্দিত হবেন ।
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: আপনার সঙ্গে একমত হতে পারলাম না।
২. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: ঘনাদা বলেছেন: রাজাকারগুষ্টি কোনদিনও ব্লগ সাইট বানাতে বা চালাতে পারবেনা। বড়জোর কাউকে ধরে এ্কটা প্লাটফর্ম দাঁড় করাতে পারবে, কিন্তু দেখতে সেটা পেচালীর মতো প্রাণহীন হয়ে পড়বে।

ব্লগ সাইটের মুল হচ্ছে তার স্বতস্ফুর্ত ব্লগাররা। শিবিরের পোলাপানের মাথায় কুবুদ্ধি হয়তো ভরা কিন্তু প্রাণের জায়গাটা ফাঁকা। ফলে তারা বড়জোর কোরান হাদিস বা সংগ্রাম নয়াদিগন্ত থেকে কপি পেস্ট করতে পারে।

কিন্তু 'প্রাণবন্ত' আলোচনা কোনদিনও শিবিরের 'যোম্বি' পোলাপান দিয়ে হবে না।

ত্রিভুজ একলা আর কতো সামাল দেবে!
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: মোটামুটি একমত।
৩. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: প্রচেত্য বলেছেন: বুঝলাম, জ্ঞানগর্ভ পোষ্ট
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: বুঝেন নাই। এইটায় জ্ঞানের কিছু নাই।
৪. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: জামাল ভাস্কর বলেছেন: এই পোস্টটারে আমার উস্কানীমূলক পোস্ট মনে হইলো...
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ভাস্করদা,
একটু ব্যাখ্যা করবেন কেন উস্কানিমূলক মনে হইলো?
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: আপনার কমেন্টটারে আমার ফতোয়ামূলক মনে হইলো। কারণ আপনি কোনো কারণ দর্শান নাই।
৫. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: প্রচেত্য বলেছেন:
" যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখ তাই
পাইলেও পাইতে পার
অমূল্য রতন "

...................

" তোরা যে যাই বলিস ভাই
পাইয়াছি যে রতন মানিক
তাহাই বুজিস নাই "

....................

৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: হা হা হা হা হা হা
৬. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: অক্ষর বলেছেন: জামাল ভাস্কর বলেছেন: এই পোস্টটারে আমার উস্কানীমূলক পোস্ট মনে হইলো...

লেখক বলেছেন: ভাস্করদা,
একটু ব্যাখ্যা করবেন কেন উস্কানিমূলক মনে হইলো? আপনার কমেন্টটারে আমার ফতোয়ামূলক মনে হইলো। কারণ আপনি কোনো কারণ দর্শান নাই।


গ্যাঞ্জাম লাগানোর জন্য উপযুক্ত পরিস্থিতি পাইছি

আসেন গ্যাঞ্জাম লাগাই দেই... গ্যাঞ্জাম... গ্যাঞ্জাম... গ্যাঞ্জাম... গ্যাঞ্জাম...
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: সেটাই।
৭. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:২৪
comment by: ত্রিভুজ বলেছেন: হা হা হা.....
ওয়েল সেইড মাহবুব ভাই.... দ্যাটস ট্রূ... সচুস্টাইল আর কাজ হবে না...

একটা জিনিষ কি জানেন? সচলায়তন চালু করার একবছরের ভেতরে কোন ইউজার পাওয়া যায়নি... পরে পুরো একবছর ধরে প্লানিং(আমার মতে) এবং সাজানো নাটক দিয়ে সচুতে লোকজনকে নেয়া হয়েছে... পুরো বিষয়টা আমাদের চোখের সামনে দিয়ে হয়েছে। যে পোস্টটাকে কেন্দ্র করে এসব হয়েছিলো, সেটা দেখেই আমি বলেছিলাম এটা ফাইনাল মাইর... পোস্টটাকে পাত্তা না দেয়ার জন্য বলেছিলাম.. (ওখানে আমার মন্তব্য ছিলো "হাহাহা" টাইপ।)... কিন্তু বিষয়টা আসলে অনেক সেনসেটিভ ছিলো। সুতরাং গোলমাল লেগেই গেল.... এবং সচুরা সফল হলো.... (পুরোটাই নিজস্ব মতামত)

কথা হলো নতুন সিস্টেম কি হতে পারে?
৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: নতুন সিস্টেম কী হইতে পারে সেইটাই তো এইবারের বিষয়। ক্রিয়েটিভিটি খুব জরুরি এইখানে।
১০০-১৬০ জন ব্লগার ভাগাইতে হবে। অনেক বড় কাজ।
৮. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:২৫
comment by: লুলুপাগলা বলেছেন: আসিতেছে গ্যাঞ্জাম, মহা-গ্যাঞ্জাম। ব্লগবাসীকে সাড়ে ৩নং আগাম হুশিয়ারী সংকেত দেখানো যাইতেছে। ছোট-খাট ব্লগাদেকে ব্লগের কাছাকাছি থাকতে বলা হচ্ছে।
৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: হা হা হা।
৯. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: ত্রিভুজ বলেছেন:

হা হা @ লুলু...
একটু কারেকশন- (ছোটখাট ব্লগারদের মাউস পয়েন্টার ক্লোজ বাটনের কাছাকাছি রাখতে বলা হচ্ছে। গোলমাল দেখলেই "কিলিক"।)

; )


যাই হোক... ব্লগে ঢুকে মজা পাওয়া গেল.. আপাতত ভাগি....
৩১ শে মে, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: মজা শুরু হয়ে গেছে বলেই মনে হচ্ছে। লোড হতে কত সময় লাগে সেইটাই বিষয়।
১০. ৩১ শে মে, ২০০৮ রাত ৮:১৫
comment by: সবুজমিয়া বলেছেন:

সামোয়ারে গ্যান্জাম লাগানোর দরকার...?
আউজুদ্দিকে বলে দেখতে পারেন.....এখানে গ্যান্জাম লাগানো তার জন্য পানিভাত...


০১ লা জুন, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: তাইলে তো বইলা দেখতে হয়।
১১. ৩১ শে মে, ২০০৮ রাত ১১:৪৪
comment by: অমিত বলেছেন: ত্রিভুজ এখনও আগের মতন বিনোদন দিতে পারে। দেখে ভাল লাগল।রোগ, শোক, ব্যাধি, বুদ্ধি কিছুই তাকে এখনও স্পর্শ করতে পারে নি। জিতে রহো বেটা।

বাই দা ওয়ে, আপনার পি আলোর ব্লগের কি অবস্থা ? @মামোর্শেদ
০১ লা জুন, ২০০৮ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: দেরি আছে।
১২. ৩১ শে মে, ২০০৮ রাত ১১:৪৪
comment by: স্ট্যানলি কুবরিক বলেছেন: প্রথম আলো ব্লগ তাইলে আইসা পড়ছে, তার মানে আপনার তো বহুত দায়িত্ব। কাদের ভাগাইবেন একটা লিস্ট কইরা লান
০১ লা জুন, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: আমি ভাগানোর লাইনে যাবো না। গ্যাঞ্জামের লাইনেও না।
১৩. ৩১ শে মে, ২০০৮ রাত ১১:৪৮
comment by: জেনারেল বলেছেন: আমি আছি মামোর সাথে
০১ লা জুন, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: কিছু লোক সব নতুন উদ্যোগের লগে থাকে। জেনারেল এই লোকদের অন্যতম। জেনারেল ক্ষমতায় আইলে যুদ্ধাপরাধীদের বিচার করবে।
১৪. ০১ লা জুন, ২০০৮ রাত ১:৩৯
comment by: ফারহান দাউদ বলেছেন: হ,নতুন কিসু লাগবো।
০১ লা জুন, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: দেখা যাক ওনারা কী করে।
১৫. ০১ লা জুন, ২০০৮ সকাল ৭:০৫
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: রেডিমেট ব্লগার পেতে সামহয়ারের বিকল্প নাই।

তার মানে খুব শিগগিরই আমাদের ভাগিয়ে নেওয়ার জন্য কেউ না কেউ আসছে।

০১ লা জুন, ২০০৮ দুপুর ১২:২০

লেখক বলেছেন: চোখ কান খোলা রাখেন। আসছে না। অলরেডি দুইটা আইসা পড়ছে। শুধু লোড হওয়া বাকী।
১৬. ০১ লা জুন, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: সামহোয়্যার থেকে নতুন ব্লগে গেলে প্রমোশন পাওয়া যায় মনে হয়

জব সুইচ করার মতন
০১ লা জুন, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: নতুন কিছু দেখলে তো যাইতেই ইচ্ছা করে সবার কিন্তু সেইখান থেকে তাড়ায়ে দিলে সামহয়ারে ফিরা কষ্টকর হয়া দাঁড়ায়। বিশেষ করে তাদের জন্য যারা ঘোষণা দিয়া চইলা যান। তাই নীরবে দুই-তিন জায়গায় ট্রাই করে তারপর সব মিললে পরে ঘোষণা দেয়া ভাল। আর কাজী পাড়ার মতো সমস্যা না থাকলে দুই তিন জায়গায় লেখাটা সবচেয়ে ভাল লেখকের দিক থেকে।
১৭. ০৩ রা জুন, ২০০৮ রাত ১০:৫৬
comment by: আলিফ দেওয়ান বলেছেন: জানতে হবে অনেক কিছু, শিখতে হবে আরও বেশি।

ঠিক। না জাইনা না শিখ্যা আর কতদিন চালাইবেন?
০৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: ভাল বলছেন।
১৮. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৬
comment by: মনিটর বলেছেন: ১ম আলু ব্লগ কবে আসতেছে?
০৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: সেই।
১৯. ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: নির্বাক সুশীল বলেছেন:
১ম আলু ব্লগের ট্রেলার দিলেন মনে হয়।
০৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: কিয়ের ট্রেলার দিলাম সেইটা আপনের ভাল জানা আছে।
২০. ০২ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫১
comment by: রোবোকপ বলেছেন: মামো, আপ্নের ফর্মুলা তো নিজেই কামে লাগাইতে পার্লেন্না। আলুবলগে তো মাক্ষি বৈসা থাকে।

No comments:

Post a Comment